Author

Topic: আগে ফোরাম সম্পর্কে বোঝেন ,তারপর মেরিট (Read 332 times)

brand new
Activity: 0
Merit: 0
আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোরাম সম্পর্কিত বিস্তারিত তথ্য একটি পোষ্টের মাধ্যমে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য, সত্যিই উপকৃত হলাম...
newbie
Activity: 27
Merit: 0
এই জন্যই প্রতিটি থ্রেডে কিছু রুলস দেয়া থাকে।  সেগুলো ফলো করলেই আমি মনে করি ব্যান এরানো সম্ভব। 
Protita forum ei kichu common rules thake. Jemon spamming kora jabena, copy paste kora jabena, karo sathe baje behave kora jabena etc. Eigula mene cholte hoy. Tasara sob forum er kisu nijosso rules thake. Ei forum e giveaway thread ak doroner nished. Sobai jodi thik moto sobgulo niyom mene chole and common sense apply kore ami mone kori keu e ban hobena. bortomane forum er je obostha taate id back paoa almost impossible.
বিস্তারিত এ সর্ম্পকে আলোচনা করার দরকার ছিলো বাট উনি হয়তো মনে হারিয়ে ফেলেছেন।  তবুও পোষ্ট টি অসাধারণ হয়েছে।  অনেক কিছু শেখার আছে।  
member
Activity: 252
Merit: 10
এই জন্যই প্রতিটি থ্রেডে কিছু রুলস দেয়া থাকে।  সেগুলো ফলো করলেই আমি মনে করি ব্যান এরানো সম্ভব। 
Protita forum ei kichu common rules thake. Jemon spamming kora jabena, copy paste kora jabena, karo sathe baje behave kora jabena etc. Eigula mene cholte hoy. Tasara sob forum er kisu nijosso rules thake. Ei forum e giveaway thread ak doroner nished. Sobai jodi thik moto sobgulo niyom mene chole and common sense apply kore ami mone kori keu e ban hobena. bortomane forum er je obostha taate id back paoa almost impossible.
newbie
Activity: 27
Merit: 0
আপনাদের কারো কাছে কোন উপায় থাকলে বলবেন।
কোন উপায় নেই বললেই পারেন।আপনি ব্যান মানে আপনি নিশ্চয়ই কোন ভুল করেছেন।
১ম বার ব্যান হওয়ার পর দ্বিতীয় বার যদি কোন পোস্ট ছাড়া ব্যান হয়ে থাকেন, তার মানে আপনার আগের কোন ভুলের জন্য আবার ব্যান খাইছেন।

আমিও আপনার কথায় একমত  ভাই।  কারণ ফোরামে একটি রুলস ভংগের কারণেও আইডি ব্যান হতে পারে। 
কি কারণ সেটা নিজেও জানবে না। 
এই জন্যই প্রতিটি থ্রেডে কিছু রুলস দেয়া থাকে।  সেগুলো ফলো করলেই আমি মনে করি ব্যান এরানো সম্ভব। 
full member
Activity: 135
Merit: 126
I no longer own bitcoinbangladesh.info domain.
আপনাদের কারো কাছে কোন উপায় থাকলে বলবেন।
কোন উপায় নেই বললেই পারেন।আপনি ব্যান মানে আপনি নিশ্চয়ই কোন ভুল করেছেন।
১ম বার ব্যান হওয়ার পর দ্বিতীয় বার যদি কোন পোস্ট ছাড়া ব্যান হয়ে থাকেন, তার মানে আপনার আগের কোন ভুলের জন্য আবার ব্যান খাইছেন।
newbie
Activity: 8
Merit: 0
ধন্যবাদ আপনার মূল্যবান পোস্টর জন্য এতো কিছু আগে জানলে আমার আগের আইডি হারাতে হতোনা।
আমি এসব ভুল করার কারনে আমাকে ৭ দিনের ব্যান দিয়েছিল ৭ দিন পর একবারে ব্যান করে দিয়েছে।
অথচ ৭ দিনের পর আমি কোন পোস্ট করিনি ভুল ও করিনি।
আমি ব্যানের বিপক্ষে আপিল কর ৩ টা মেইল করেছিলাম কিন্তু কোন রেসপন্স পাইনি।
আমার অনেকগুলো bounty চলতেছিল।
আপনাদের কারো কাছে কোন উপায় থাকলে বলবেন।
legendary
Activity: 1960
Merit: 1908
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
Archive মানে হল পুরাতন পোস্ট যেগুলো মডারেটর কিংবা এডমিন ডিলিট করেছে।যেকোনো কিছুর পুরোনো কপি যে কোনো সময় দরকার হইতে পারে।তাই ওইগুলা ওইখানে সংরক্ষন করা হয়।আমি আপনি চাইলেও সেটা ব্যবহার করতে পারবো।
@OviSpoke1
আপনার পোস্ট আপডেট দেন।
jr. member
Activity: 854
Merit: 1
অনেক ভাল পোস্ট করেছ্রন ভাই!
ভাল লাগল!
এভাবে আরো কিছু এক্সপ্লেনেশন আর্টিকেললিখলে সকলের উপকার হবে

thestha korbooo vaiii ,, bortoman ja obosthaa crypto niye kaz korar o somoy pai naaa
member
Activity: 159
Merit: 11
Bitcoin Earn Blog https://bitcoineveryway.com/
অনেক ভাল পোস্ট করেছ্রন ভাই!
ভাল লাগল!
এভাবে আরো কিছু এক্সপ্লেনেশন আর্টিকেললিখলে সকলের উপকার হবে
jr. member
Activity: 854
Merit: 1
ধন্যবাদ ভাই এই পোষ্টটি পড়ে অনেক উপকৃত হলাম। ফোরাম সম্মন্ধে পৃর্ন ধারনা পেলাম।

ধন্যবাদ আপনাকে , আমি বোঝাতে পেরেছি বলে আমি আনন্দিত । যদি আরো কিছু জানতে হয় বলবেন সাহায্য করার চেষ্ঠা করবো ।
newbie
Activity: 27
Merit: 0
ধন্যবাদ ভাই এই পোষ্টটি পড়ে অনেক উপকৃত হলাম। ফোরাম সম্মন্ধে পৃর্ন ধারনা পেলাম।
jr. member
Activity: 854
Merit: 1
আমাদের অনেকের ই কিছু ভুল ধারণা আছে ফোরাম সমন্ধে । আমরা অনেকেই মনেই মনে করি ফোরাম হচ্ছে শুধুই অর্থ উপার্জন এর সাইট অথবা এর মাধ্যমেই উপার্জন করতে হবে ।
থামেন ভাই , সর্বপ্রথম আমাদের কে এইভুল ধারণা টাই বদলাতে হবে , না হলে ভবিষ্যতে আর ফোরামে আমাদের স্থান হবে নাকি তা নিয়ে সন্ধেহ আছে ।

আগে ৩০ টী পোষ্ট করলেই JR member হতে পারতেন কিন্তু এখন তা আর সম্ভব না । এই র‍্যাংক এর জন্য এখন আপনাকে অবশ্যই ১ টী মেরিট পেতে হবে ।

তাহলে এখন কি করবেন কিভাবে মেরিট পাবেন ?

যদি আপনি মনে করে থাকেন আপনার দ্বারা মেরিট পাওয়া সম্ভব না , তাহলে ভাই এই পোষ্ট টী ও আপনার জন্য না । আপনি এখনই ফোরামের কাজ বন্ধ করে দিতে পারেন ।

এ জন্যই সর্বপ্রথম আগে ফোরাম সমন্ধে জানতে হবে , ফোরামে কোথায় কি ধরণের পোষ্ট করতে হবে । আপনি যদি ফোরাম এর জন্য উপকারি পোষ্ট অথবা ফোরামের কমিউনিটিদের জন্য কিছু করেন তাহলে ফোরাম ও আপনার জন্য কিছু করবে ।



আসুন দেখে আসি কি কি আছে ফোরামে,



Bitcoin Discussion(বিটকয়েন আলোচনা এখানে বিটকয়েন নিয়ে যাবতীয় সব ধরনের আলোচনা হয় এই পেজে আপনাকে শুধু বিটকয়েন নিয়েই আলোচনা করতে হবে । এর ভিতরেও আরো  চারটি ভাগ আছে যেমন   Legal, Press, Meetups, Important Announcements । এখানে কোন প্রকার পোষ্ট করলে হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে প্রশ্ন টা কি ধরনের । সেই মোতাবেক আপনাকে উত্তর দিতে হবে আর অবশ্যই মনে রাখবেন লো কোয়ালিটি কোন পোষ্ট বা রিপ্লাই দিতে দিবেন না , প্রশ্ন বুঝে আলোচনা করবেন । না হলে মেরিট তো দূরের কথা আপনি আপনার একাউন্টি ও হারাবেন । ফোরামে এক-দুই শব্দের কোন রিপ্লাই দিবেন না যেমন ঃ "hello & welcome , good , very nice ইত্যাদি ।

Development & Technical Discussion উন্নতি  ও প্রযুক্তিগত আলোচনা  এখানে বিটকয়েন সাতোশী ক্লায়েন্ট এবং বিটকয়েন এর নেটওয়ার্কগত উন্নতি সমন্ধে আলোচনা করা হয় । এখানে কোন কোন তৃতীয় পক্ষের সাইট / ক্লায়েন্ট, বাগ রিপোর্ট যা অনেকের  আলোচনার প্রয়োজন নাই । তাই এটা নিয়ে আমাদের ও তেমন মাথা ঘামানোর দরকার নেই ।


Mining মাইনিং  মাইনিং মানে সাধারণত কোণ কিছু তৈরি করা কে বোঝায় , আপনার যদি হাই কনফিগারেশন যুক্ত কোন কম্পিউটার থাক্র তাহলে আপনি ও পারবেন । মাইনিং করার জন্য কি কি লাগবে তা সব উল্লেখ করা আছে ।

Bitcoin Technical Support বিটকয়েন এর প্রযুক্তিগত সয়হতা বিটকয়েন কোর, নোড, বিটকয়েন নেটওয়ার্ক, লেনদেন, এবং এই বিষয়ের সাথে সম্পর্কিত  প্রশ্নগুলি আপনি করতে পারেন ।


Project Development প্রজেক্ট উন্নয়ন  এখানে সাধারনত বাউন্টি সংশ্লিষ্ট প্রকল্প , বিজ্ঞাপন ইত্যাদি সম্পকে আলোচনা করা হয় ।


Economics অর্থনীতি বর্ত্মান বিটকুয়েন এর অবস্থা ভবিষ্যত আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে এখানে আলো চনা করা হয় ।

Marketplace মার্কেটপ্লেস  সাধারণ বিটকয়েন বা বর্তমান বাজার নিয়ে এখানে আলোচনা করা হয় ।

Trading Discussion  ট্রেডিং আলোচনা যারা ভাবছেন ট্রেড করবেন তারা এখানে নজ্র রাখতে পারেন কেননা এখানে বড় বড় ট্রেডার রা বিভিন্ন ট্রেড বিসয়ক ব্যাপারনিয়ে আলোচনা করে থাকেন ।

Meta মেটা মেটা তে সাধারনত ফোরামের নিউ কোন  চেঞ্জ ,  রুলস বা আপডেট সফটয়্যার নিয়ে আলোচনা করে থাকে । মেটা হচ্ছে অনেক ইমপর্টেন একটি ওর্ড  এখানে অনেক ভালোভাবে পোষ্ট পড়ে তারপর উত্তর দিবেন ।

Politics & Society রাজনীতি ও সমাজ  এখানে আমাদের বর্তমান সামাজিক অবস্থা বা বহি বিশ্বের সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় । এখানে আপনিও যেকোন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন  ।

Beginners & Help নতুনদের জন্য সাহায্য  আপনি যদি এখানের সব কিছু ভালোভাবে পড়ে ও বুঝে নিতে পারেন তাহলে আপনাকে আর ঠেকায় কে । এখানেই ফোরামের যাবতীয় রুলস বলা আছে । কে কি করতে পারবে না পারবে সব এখানেই পাবেন । তাই এটা ভালো ভাবে পড়বেন এবং প্রশ্ন বা সাহায্য থাকলে করবেন ।

Off-topic অফ টপিক  এখানে যা মনে চায় সব বলতে পারেন । যেমন আমি কিভাবে লুডুস রান্না করতে পারি এ ধরনের প্রশ্ন করলে কোন বাধাবিঘ্ন নেই ।

Serious discussion উচ্চমানের বৈঠক এখানে খুব সেনসেটীভ এবং খুব দরকারি আলোচনা করা হয় । এখানে একটী ভুল পোষ্টের কারণে আপনার আইডী টি ব্যান খেতে পারে সো সাবধান ।

Archival আর্কাইভ  এটা একমাত্র ফোরামের পুড়াতন স্টাফদের জন্য তৈরি করা হয়েছে । এখানে আপনার আমার ঠাই নেই ।



আশা করছি আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু হলেও বোঝাতে পেরেছি । যদি কোন কিছু জানতে হয় তাহলে অবশ্যই রিপ্লাইয়ে জানাবেন আর আমার কোন ভুল ত্রুটী হলে দয়া করে মাফ করবেন ।

একটা কথা আমি আবার ও বলছি অবশ্যই মনে রাখবেন লো কোয়ালিটি কোন পোষ্ট তৈরি বা রিপ্লাই  দিবেন না , প্রশ্ন বুঝে আলোচনা করবেন । না হলে মেরিট তো দূরের কথা আপনি আপনার একাউন্টি ও হারাবেন । ফোরামে এক-দুই শব্দের কোন রিপ্লাই দিবেন না যেমন ঃ "hello & welcome , good , very nice ইত্যাদি ।
Jump to: