Pages:
Author

Topic: বাংলা (Bengali) (Read 3696671 times)

legendary
Activity: 1960
Merit: 1908
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 24, 2024, 11:30:50 PM
আমি যখন বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দেই ঠিক তার কয়েকদিনের মধ্যেই কয়েন গুলো কয়েকগুণ দাম বেড়ে যায়।আবার যখন কোন কয়েন ধরে রাখি সেগুলো ধীরে ধীরে দাম কমতে থাকে এগুলো দেখে চিন্তিত হয়ে বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দিতে বাধ্য হই
এইটা বেশিরভাগ মানুষের সাথেই হয় এবং সেটা যারা নতুন তাদের সাথে হওয়ার সম্ভাবনা বেশি। কয়েনে বিনিয়োগ করার পর যখন সেটা ক্রমান্বয়ে কমতে থাকে তখন আমরা সিদ্ধান্তহীনতায় থাকি। কি করা উচিত ইত্যাদি। যখন আরো দাম কমতে থাকে তখন আমরা আরো বেশি ক্ষতির ভয়ে মার্কেট থেকে বের হয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা সাপোর্ট/ফ্লোর প্রাইচ থেকেই বের হয়েছি যার কারনে মার্কেট আবার আপ হয়। আর আমাদের ধারনা হয় যে আমি সেল দিলেই মার্কেট আপ হয়।
newbie
Activity: 21
Merit: 15
April 24, 2024, 11:22:50 PM
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
অল্টকয়েন গুলোতে বিনিয়োগ করলে লাভের জন্য বেশি লোভ করলে প্রায় সময় আমি ক্ষতির সম্মুখীন হয়েছি।তাই এখন আমি যদি কোন অল্টকয়েন বিনিয়োগ করি তবে সেখান থেকে বেশি লাভের আশা কখনোই করি না।আমার সাথে প্রায় সময় এমনও ঘটনা ঘটেছে যেগুলো বললে সবাই মনে করবে আমি এখানে মিথ্যা নাটক বানিয়ে বলছি।আমি যখন বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দেই ঠিক তার কয়েকদিনের মধ্যেই কয়েন গুলো কয়েকগুণ দাম বেড়ে যায়।আবার যখন কোন কয়েন ধরে রাখি সেগুলো ধীরে ধীরে দাম কমতে থাকে এগুলো দেখে চিন্তিত হয়ে বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দিতে বাধ্য হই
LDL
hero member
Activity: 560
Merit: 581
April 24, 2024, 06:49:29 PM
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
ভাই কপালটা আমার ভালো যাচ্ছে না অবশ্য কপালের দোষ দিয়ে পার পাওয়া যাবে না। ধার দেনা করে ৭৮০ ডলার পরিমাণ BitcoinDogs(0Dog) নামক একটা প্রজেক্টে বিনিয়োগ করেছি কিন্তু টিমের বিভিন্ন কারসাজির কারণে মনে হচ্ছে প্রজেক্ট স্ক্যাম। তারা এক্সচেঞ্জ লিস্ট নিয়ে বিভিন্ন তালবাহানা করছে।
তাছাড়া আমিও আপনার মত কিছু অ্যালট কয়েন কিনে হোল্ডিং করে রেখেছি অবশ্য হোল্ডিং করার পিছনে কারণ রয়েছে কেননা হাই বাজারে বিনিয়োগ করে বর্তমানে অনেক লসে রয়েছি। মার্কেট কোন দিকে যাবে বলা যাবে না তবে এলটকয়েনে বিনিয়োগ করে হোল্ডিং করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।
B2Z
brand new
Activity: 0
Merit: 0
April 24, 2024, 12:46:52 AM
দিন দিন আবহাওয়া মানুষের অনুকূলে চলে যাচ্ছে তীব্র তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জনজীবন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড তাপের মধ্যেও তাদের জীবিকা নির্বাহের জন্য কাজে বের হতে হচ্ছে।রৌদ্রের প্রখর তাপে কারণে দেশের বিভন্ন জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরক্ত গরমের কারণে  বাচ্চারা বিভিন্ন ভাবেও অসুস্থ হচ্ছে যেমন  ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দিন দিন যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বাহিরে চলাফেরা করা মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে।আমাদের এখানে  রাস্তার পিচগুলো গলে  যাচ্ছে আল্লাহ তা'আলা এই প্রচন্ড গরম থেকে আমাদেরকে রক্ষা করুন।
আপনি সঠিক বলেছেন দিন দিন তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টদায়ক । এত তাপমাত্রার মধ্যেও সাধারণ মানুষের জীবিকা নির্বাহের জন্য বের হতে হচ্ছে। এই প্রচন্ড তাপমাত্রা কারণে একদিকে যেরকম শিশুরা অসুস্থ হচ্ছে অন্যদিকে বয়স্ক লোক অসুস্থ হচ্ছে মহান আল্লাহ তা'আলা যেন আমাদের এই  তীব্র গরমের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন।
sr. member
Activity: 462
Merit: 767
April 23, 2024, 10:37:14 PM
member
Activity: 169
Merit: 14
April 23, 2024, 02:27:44 PM
ওহে!
আমি সকল গ্রাহকদেরকে সতর্ক করতে চাই Freewallet.org নামক এই ধরনের অ্যাপ্লিকেশন কখনই ব্যবহার করবেন না। এটা একটা কেলেঙ্কারী!
ফ্রিওয়ালেট ওআরজি কি? কিছু লোক উত্তর দিতে পারে: "এটি একটি নিরাপদ এবং সুরক্ষিত ক্রিপ্টো ওয়ালেট"। এই উত্তরটি যৌক্তিক বলে মনে হয়েছিল, কারণ সমস্ত বিজ্ঞাপন আমাদের অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি সম্পর্কে বলে। কয়েক ডজন টোকেন এবং কয়েনের জন্য একটি অন্তর্নির্মিত এক্সচেঞ্জার সমর্থন রয়েছে। কিন্তু বাস্তবে, ফ্রিওয়ালেট একটি কেলেঙ্কারী। এবং এই অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনের সমস্ত পর্যালোচনাগুলি আসলে প্রশাসন দ্বারা অর্থপ্রদান করা হয়। বাস্তবে, ক্লায়েন্টরা কেবল তাদের সঞ্চয় হারায়
অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, পরিষেবাটির মালিক হল ওয়ালেট সার্ভিসেস লিমিটেড, হংকং-এ নিবন্ধিত৷ একটি সাধারণ অনুসন্ধান প্রকাশ করে যে Wallet Services Limited… জানুয়ারী 2022 সালে অস্তিত্ব বন্ধ হয়ে গেছে! তার মানে: আজ Freewallet এর কোন অফিসিয়াল মালিক নেই।
দাবির ক্ষেত্রে, ক্ষতিগ্রস্তদের এমন একজন ব্যক্তিও থাকবে না যার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে। দুর্ভাগ্যবশত, সমস্ত শিক্ষানবিস এই ধরনের সূক্ষ্মতা সম্পর্কে সচেতন নয়, যা নির্দোষ ব্যবহারকারীদের মানিব্যাগ থেকে কয়েন এবং টোকেন চুরির দিকে পরিচালিত করে।

sr. member
Activity: 462
Merit: 767
April 23, 2024, 08:15:38 AM
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।

এখন অব্দি লাভে তারাই আছে যারা আগে থেকেই কিছু কিছু করে বায় করে রাখছিলো। এই প্রি-বুল রানে যারা কিনেছে, তাদের বেশিরভাগ হয়তো অল্প কিছু লসে আছে, নয়তো যে পরিমান লাভে আছে সেটা বলার মতো তেমন কিছু না। আপনার পোর্টফোলিওর মধ্যে শুধু মান্টা আমার কাছে রিস্কি মনে হয়, যদিও এটা ফান্ডামেন্টালি স্ট্রং একটা প্রজেক্ট। যদি বুল রান বেশ কয়েক মাস লাস্টিং করে, তাহলে এটা থেকে ভালো একটা রিটার্ন পেতে পারেন।

লিটল মাউস ভাই পোস্ট করার সময় যারা এঞ্জিন কয়েন কিনেছিলেন, তারা কিন্তু এখনো প্রফিটে আছে। সেই সময়ে শুধু এঞ্জিন না, অন্য যে কোনো কয়েনের প্রাইস তখন কম ছিলো। এঞ্জিন এই সিজনে অলরেডি ৬৮ সেন্ট হয়েছিলো এবং এখনো ৩৪ সেন্ট এ আছে। লিটল মাউস ভাইয়ের সম্ভবত বায়িং প্রাইস ২০ থেকে ২২ সেন্ট এর এদিকে ছিলো। আমি সম্ভবত ২৮ সেন্ট এ কিনেছিলাম। মার্কেট যতোটাই ডাউন হয়েছে, এটাকে আমি অল্টকয়েন বায় করার আরেকটা সুযোগ বলে মনে করি। একটা কয়েন বুল রানের আগেই ২৮ সেন্ট থেকে ৬৮ সেন্ট হয়েছে, সেটা আবারো ৩৪ এ আছে, এবার হিসাব করে দেখেন বুল রানে এটা কিরকম আচরন করতে পারে।
sr. member
Activity: 308
Merit: 309
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 22, 2024, 11:46:41 PM
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
অল্টকয়েন বেশিদিন ধরে রাখলেই সমস্যা। কিছু কিছু অল্টকয়েন তো ৫০-৮০ গুন অব্ধি উঠে গেছিলো। রাখিনাই, রাখাটা বোকামি। শর্ট টাইমফ্রেমে লাভ করে বের হয়ে আসি। ওভারঅল সব লাভ লস মিলিয়ে লাইফটাইম পোর্টফলিও এখন (+) ৪০%।
legendary
Activity: 1960
Merit: 1908
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 22, 2024, 03:33:03 PM
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
copper member
Activity: 2128
Merit: 1241
Need a Bounty Manager? t.me/shasan32
April 22, 2024, 02:28:45 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৬০ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalksearch.org/topic/free-raffle-560th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5493666

sr. member
Activity: 308
Merit: 309
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 22, 2024, 12:16:03 PM
আপনি যে কয়েনগুলো কিনেছেন, তার মধ্যে ইথেরিয়াম এবং সোলানা নিয়ে কোনো ভয় পাওয়ার কথা না। এখান থেকেও যদি বিয়ার মার্কেট চলে আসে, তবুও সামনে আপনি এটা থেকে রিকোভার করতে পারবেন। অন্যান্য যেগুলোতে ইনভেষ্ট করেছেন, সেগুলো রিস্কি প্রজেক্ট। সেগুলোর ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি মন করি ইমার্জেন্সি সময়ের টাকা হাতে রেখে তবেই ক্রিপ্টোতে ইনভেষ্ট করা উচিৎ। নয়তো লসে সেল করতে হবে। আমি ইমার্জেন্সি সময়ের টাকা হতে রাখিনি কারন আমার ৯৪% এসেট বিটকয়েন।
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
member
Activity: 322
Merit: 85
★Bitvest.io★ Play Plinko or Invest!
April 22, 2024, 01:32:24 AM
দিন দিন আবহাওয়া মানুষের অনুকূলে চলে যাচ্ছে তীব্র তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জনজীবন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড তাপের মধ্যেও তাদের জীবিকা নির্বাহের জন্য কাজে বের হতে হচ্ছে।রৌদ্রের প্রখর তাপে কারণে দেশের বিভন্ন জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরক্ত গরমের কারণে  বাচ্চারা বিভিন্ন ভাবেও অসুস্থ হচ্ছে যেমন  ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দিন দিন যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বাহিরে চলাফেরা করা মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে।আমাদের এখানে  রাস্তার পিচগুলো গলে  যাচ্ছে আল্লাহ তা'আলা এই প্রচন্ড গরম থেকে আমাদেরকে রক্ষা করুন।
sr. member
Activity: 462
Merit: 767
April 21, 2024, 01:23:24 AM
hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
April 20, 2024, 11:36:46 AM
LDL
hero member
Activity: 560
Merit: 581
April 20, 2024, 02:59:59 AM
জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।

গতকালের খবর অনুযায়ী ইসরায়েল আবারো ইরানে হামলা করেছে। এইবার কিন্তু তার মিত্র দেশ আমেরিকা বলছে যে ইসরায়েলের নাকি আত্যরক্ষার অধিকার রয়েছে। যে কারনে তারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে মে ইসরায়েল ইরানের কন্সোলেটে হামলা করলো, তারপর ইরানের আত্যরক্ষার অধিকার ছিলো না? তাহলে তারা ইরানকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলো কেনো? যাই হোক, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পারমানবিক কেন্দ্র গুলো। ইরান জানিয়েছে যে ইসরায়েল যদি তাদের পারমানবিক কেন্দ্র গুলো লক্ষ্য করে, তাহলে ইরান পারমানবিক আইনে পরিবর্তন এনে পারমানবিক অস্ত্র ব্যাবহার করতে বাধ্য হবে। সব খবরের মাঝখানের বিটকয়েনের হাল্ভিং হইয়ে গেলো। বিটকয়েনের দামে আহামরি তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার মনে হচ্ছে আমরা শর্ট টার্ম বিয়ার মারকেট দেখলেও দেখতে পারি। তবে প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ১২০০০০ ডলার পার করার কথা।
LB ভাই একটু সাহস দিয়েন ভাই। বা******র কি যেন মনে করে কিছু এলটকয়েন হোল্ডিং করে রেখেছি। তারপর অনেকেই বলাবলি করে সামনে মার্কেট আরো খারাপ অবস্থায় চলে যাবে। মাঝেমধ্যে মনে হয় সব এলটকয়েন হোল্ডিং করার পরিবর্তে বিক্রি করে দিয়ে টাকায় রূপান্তরিত করে রাখি। শরীরটা ভালো যাচ্ছে না তাই মনে হচ্ছে কিছু টাকা রূপান্তরিত করে বাড়িতে রেখে যাই অথবা ব্যাংকে রেখে দেই। আবার অনেকেই অনেক কিছু বলে যে বিটকয়েন নাকি হালভিং হওয়ার এক বছর পরে অনেক বৃদ্ধি পায়। তাদের দেওয়া মন্তব্য ও সাহস দেখে নিজের মধ্যে কিছুটা স্বস্তি খুঁজে পাই। অনেকগুলো ডলার ছিল সেই ডলারগুলো দিয়ে হাই মার্কেটের সময় কিছু এলটকয়েন কিনে রেখেছি। প্রত্যেক কয়েনে মিনিমাম ২০০ ডলারের উপরে লস রয়েছে এবং সব লস একত্রিত করলে ১৫০০ ডলারের উপরে লস হয়ে যায়। হাজার পাঁচেক ডলার ছিল এগুলো দিয়ে ইথেরিয়াম($3900 করে কিনেছিলাম), WiF($4.63 করে কিনেছিলাম), Solana($183 করে কিনেছিলাম ) Mavia ($6.55 করে কিনেছিলাম) এখন প্রত্যেক কয়েন অর্ধেক করে কমে গেছে। আমার মনে হয় না এই মার্কেট রিকভারি হবে। মাঝেমধ্যে লস দিয়ে বিক্রি করে দেই কি আর করার প্রয়োজনীয়তা কোন আইন মানে না। মাঝেমধ্যে আপনারা একটু সাহস দিলে তাও নিজের মধ্যে একটু ভালো লাগে একটু স্বস্তি খুঁজে পাই। সেরকমই কিছু স্বস্তিমূলক কিছু লেখা নিচে শেয়ার করলাম।

Quote
Bitcoin halving price history:
2012: $12 at halving - $964 1 year later
2016: $663 at halving - $2,550 1 year later
2020: $8740 at halving - $55,801 1 year later
2024: $63,300 at halving - x$ 1 year later

সোর্স: ফেসবুক
sr. member
Activity: 462
Merit: 767
April 20, 2024, 01:01:57 AM
জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।

গতকালের খবর অনুযায়ী ইসরায়েল আবারো ইরানে হামলা করেছে। এইবার কিন্তু তার মিত্র দেশ আমেরিকা বলছে যে ইসরায়েলের নাকি আত্যরক্ষার অধিকার রয়েছে। যে কারনে তারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে মে ইসরায়েল ইরানের কন্সোলেটে হামলা করলো, তারপর ইরানের আত্যরক্ষার অধিকার ছিলো না? তাহলে তারা ইরানকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলো কেনো? যাই হোক, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পারমানবিক কেন্দ্র গুলো। ইরান জানিয়েছে যে ইসরায়েল যদি তাদের পারমানবিক কেন্দ্র গুলো লক্ষ্য করে, তাহলে ইরান পারমানবিক আইনে পরিবর্তন এনে পারমানবিক অস্ত্র ব্যাবহার করতে বাধ্য হবে। সব খবরের মাঝখানের বিটকয়েনের হাল্ভিং হইয়ে গেলো। বিটকয়েনের দামে আহামরি তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার মনে হচ্ছে আমরা শর্ট টার্ম বিয়ার মারকেট দেখলেও দেখতে পারি। তবে প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ১২০০০০ ডলার পার করার কথা।
brand new
Activity: 0
Merit: 0
April 20, 2024, 12:37:32 AM
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে বিটকয়েনের দাম কিছুটা কমতে পারে।  আশা করা হচ্ছে যে পরবর্তীতে বিটকয়েনের দাম $12000 ছাড়িয়ে যাবে।
জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।
newbie
Activity: 91
Merit: 0
April 20, 2024, 12:05:43 AM
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে বিটকয়েনের দাম কিছুটা কমতে পারে।  আশা করা হচ্ছে যে পরবর্তীতে বিটকয়েনের দাম $12000 ছাড়িয়ে যাবে।
member
Activity: 322
Merit: 85
★Bitvest.io★ Play Plinko or Invest!
April 19, 2024, 09:04:03 AM
sr. member
Activity: 462
Merit: 767
April 19, 2024, 08:56:30 AM
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক এর কথা বললে আমি এই সৌদি আরবের শাসকদের কথা আমি বলব, একটু আগে খবর এর মাধ্যমে জানলাম যে ইরা*নের ইজরাইলের উপর হা*মলার পূর্ব প্ল্যানিং সম্পর্কে আমেরিকা এবং ইজরা*ইলকে সৌদি আরব এবং জর্ডান এরা গুপ্ত*চর ভিত্তি করেছে, তাছাড়া জর্ডান সরাসরি তাদের যুদ্ধবিমান গুলো দিয়ে সহায়তা করেছে ইসরা*ইলকে। সৌদি এর কোটি কোটি ডলার ব্যয় করে রোনাল তো নেইমার কে তাদের দেশের লিগে খেলানো এর বিষয়টা না হয় এক সাইডে রাখলাম কিন্তু এদের জন্য যে দেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন চলতো সেখানে আইন শিথিল করা হয়েছে যেমনঃ মদ, তা ছাড়া বিবাহ বহির্ভূত নারী পুরুষ একত্রে থাকার আইন শিথিল করা হয়েছে। আইন আস্তে আস্তে সব জায়গায় শিথিল হচ্ছে।

একজন মুসলিম হিসাবে আরব দেশকে আমরা সব সময় ভালোবাসি। যেই ফিলিস্তিন এতো এতো নবীদের জন্ম স্থান এবং বাস স্থান ছিলো, সেই ফিলিস্তিনের মাটিতে যখন ইহুদীরা আমার ভাইদের রক্তপাত ঘটায়, তখন সৌদি আরবের মতো দেশ কিভাবে চুপ থাকে সেটা আমার বোধগম্য নয়। সৌদি আরব আস্তে আস্তে মুনাফিকে পূর্ন হয়ে যাচ্ছে। আপনার আমার হজ্জের টাকায় তারা মক্কার উন্নতির পাশাপাশি তাদের অন্যান্য খাতে ব্যায় করছে যেসব খাত মূলত পাপের আস্তানা।

যাই হোক, জর্ডান কেনো এরকম আচরন করেছে সেটাও আমার মাথার ওপর দিয়ে গেছে। এবার দেখেন, মুসলমানদের বেশি ক্ষতি কারা বেশি করে। নবীজী থাকা অবস্থায়ও মুসলমান নামের কিছু মুনাফিক রা ওনাকে প্রায়ই কষ্ট দিতো। সেই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব চাইতে নিচে।
Pages:
Jump to: