Author

Topic: Escrow কি আর Airdrop কি? (Read 205 times)

member
Activity: 182
Merit: 10
December 22, 2018, 01:24:27 AM
#2
Escrow :
Escrow হল একজন মধ্যস্থ বিশ্বস্ত বাক্তি। যে আপনার লেনদেন এর সুরক্ষা প্রদান করে। ধরুন আপনি অচেনা কারো সাথে লেনদেন করবেন। কিন্তু আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি একজন Escrow এর সহায়তা নিতে পারেন।

ধরুন আপনি ৫ বিটকয়েন সেল করবেন সেক্ষেত্রে আপনি আগে Escrow কে আপনার বিটকয়েন পাঠিয়ে দিবেন। Escrow আপনার বিটকয়েন সংরক্ষন করবে। তারপর বাইয়ার এর কাছ থেকে আপনার টাকা পাওয়ার পর Escrow কে নিশ্চিত করবেন যে আপনি বাইয়ার এর কাছ থেকে ঠিক মত টাকা পেয়েছেন তারপর Escrow বাইয়ার কে বিটকয়েন পাঠিয়ে দিবেন। এক্ষেত্রে অবশ্য Escrow সামান্য কিছু ফি নিয়ে থাকে।

অর্থাৎ Escrow, Seller ও Buyer এর মধ্যে মধ্যস্থকারি হিসাবে কাজ করে। লেনদেন এর সুরক্ষা প্রদান করে। Escrow এর মাধ্যমে লেনদেন করা সুরক্ষিত। আশাকরি বুঝতে পেরেছেন।


Airdrop:
Airdrop হল যখন বাজারে নতুন কোন cryptocurrency বা কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন কয়েন কে বাজারে Promote বা পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।

মূলত তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ Singup করার জন্য কিছু কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি Ethereum বা Bitcoin এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি বুঝতে পেরেছেন।

Best regards
Coin-Desk


newbie
Activity: 20
Merit: 10
December 22, 2018, 01:21:51 AM
#1
কেউ একটু বলবেন Escrow এর কাজ টা কি? আর অনেকেই দেখি Airdrop airdop করে এটা কি?
Jump to: