Author

Topic: কিভাবে ফেক ICO সনাক্ত করবেন? (Read 721 times)

newbie
Activity: 504
Merit: 0
jr. member
Activity: 315
Merit: 2
Aapni thik kotha bolechen. Ekhon 99% ico fake aar Scam. Aar eisob ico project a Invest kora ekdom thik nah. Jodi eisob bisoye proper knowledge thake, tobei Investment er bisoye vaba dorkar.   
full member
Activity: 1022
Merit: 133
ICO-এর মার্কেট প্রায় শেষ কারন বিভিন্ন ধরনের স্ক্যাম ও ফ্রড এদের নাম বদনাম করে দিয়েছে। আমি এখন বিশ্বাস করি যে 100 এর মধ্যে 1 টি হয়তো স্ক্যাম নয়। তাই যেসব কয়েন আগে থেকেই মার্কেট-এ অবস্থিত, সেই গুলোতেই ইনভেস্ট করা ভালো।
newbie
Activity: 434
Merit: 0
itcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।আপনি চাইলে এখনি যোগ দিতে পারেন বিটকয়েন নামক জগতে।ভালো জালিয়াতি সবি আছে তার মাঝেই আপনাকে এগিয়ে যেতে হবে।       
newbie
Activity: 27
Merit: 0
উপরোক্ত সব বিষয় ই বুঝলাম।  বাট তবুও ফান্ড কালেক্ট করতে না পারলে অনেক প্রজেক্ট ই স্ক্যাম করে।  অনেক প্রজেক্ট করছি কিন্তু তারা মার্কেট এ আসতে পারে নাই।  ফান্ডের জন্যই অনেক  প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। 
member
Activity: 90
Merit: 13
Indian section ta ja ichhe tai hoe gachhe. ICO ICO kore matha kheye naye..
newbie
Activity: 15
Merit: 0
Wonderful .. Eta khub valo guide. Apni ki kono valo ICO platform suggest korta paren.. Jar review ka trust kora jae??
jr. member
Activity: 88
Merit: 2
মোটামুটি সব ICO এখন স্ক্যাম।তাই এইখানে ইনভেস্ট করা খুব রিস্কি এবং আমি সবাইকে বলছি আপনারা ইনভেস্ট করার আগে ভেবে নিবেন।এখন IEO তে ইনভেস্ট করা ভালো কারন এইটা তে রিস্ক নাই।ভালো এক্সচেঞ্জ গুলো দিয়ে প্রজেক্ট ফান্ড তোলা হয়।তাই এক্সচেঞ্জগুলোতে লিস্টেড ও হয়।কিনতে একটু ঝামেলা হলেও আমি মনে করি IEO ভালো।
newbie
Activity: 336
Merit: 0
আপনাকে অনেক ধন্যবাদ ভাই কারণ আমার এই বিষয় গুলো জানা ছিল না।আমার মনে হয় আমার মত যরা একেবারে নতুন তাদের ও অনেক উপকার হয়েছে।আশা করি সমনে আরও খুব ভালভাল পোস্ট নিয়ে হাজির হবেন।
jr. member
Activity: 131
Merit: 1
আই সি ও তে ইনবেস্ট করা এখন অনেক রিস্কি, বেশির ভাগ আই সি ও স্কেম হয়। মানুষের টাকা মেরে দেয়, প্রিয় বিটকয়েনটক বাসী, যারা আইসি ও তে ইনবেস্ট করবেন ভাবতেছেন তাদের বলছি, সাবধানে ইনবেস্ট করুন।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
এই ব্যাপার গুলো সম্পর্কে আমরা অজ্ঞই বলা চলে।  যাই হোক আপনি অনেক ভালো কিছু লিখেছেন।  এটার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন
ধন্যবাদ ভাই।আমি এইগুলো নিয়ে আরো লিখবো সামনে।এইখানে আলোচনা করার লোক থাকলে আরো উৎসাহ পেতাম।আশা করছি এইখানে আরো এক্টিভ লোক পাবো।
copper member
Activity: 267
Merit: 1
এই ব্যাপার গুলো সম্পর্কে আমরা অজ্ঞই বলা চলে।  যাই হোক আপনি অনেক ভালো কিছু লিখেছেন।  এটার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
.......
সময় পেলে অবশ্যই লিখবো।আমিও চাই এইখানে আমরা সবাই ভালো কিছু আলোচনা করি যাতে সবারই উপকার হয়।
member
Activity: 252
Merit: 10
thank you for creating such a useful post. amra eikhane valo kisu alochona korte pari but keu seta na kore ulta palta post dey. apnar kaj of course appreciated.Ami chai apni r o valo likhun eikhane. bitcoin r blockchain somprke likhte paren. tahole sobar jonno valo hobe.
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
প্রথমেই শুরু করি ICO কি ?
ICO  হলো অনেকটা IPO এর মত। অর্থাৎ কোন কোম্পানি তাদের ব্যবসা প্রসারের জন্য যেমন IPO মাধ্যমে টাকা মার্কেট থেকে টাকা উত্তোলন করে এবং বিনিময়ে তার কোম্পানির শেয়ার দেয় , ঠিক তেমনি বিভিন্ন কোম্পানি টাকা উত্তোলনের জন্য ICO নিয়ে আসে এবং বিনিময়ে তাদের টোকেন কিংবা কয়েন দেয়। কয়েনগুলো তুলনামূলক কম দামে দেয় এবং ইনভেস্টর এই আশায় বিনিয়োগ করে যে তারা পরে লাভ করতে পারবে।

যাই হোক ,মূল কথায় ফিরে আসি। বর্তমানে বেশিরভাগ ICO ফেক বা স্কেম। তারা ICO নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে এবং সে টাকা নিয়ে উধাও হয়ে যায়।যেহেতু এইটা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে, কারো তেমন কিছু করার ও থাকে না। সুতরাং , ICO তে বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই অনেক ভেবেচিন্তে করতে হবে যাতে কোনোরকম ঝুঁকি না থাকে বা প্রতারণার শিকার না হন। এইখানে আমি চেষ্টা করবো কিভাবে এইসব ফেইক কিংবা স্কেম ICO সনাক্ত করা যায় এবং ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়।

১. টিম সবচেয়ে বড় ভূমিকা পালন করে
ICO তে বিনিয়োগের শুরুতেই দেখে নিন যেখানে বিনিয়োগ করছেন, মানে যে ICO তে বিনিয়োগ করার কথা ভাবছেন সেটার পিছনে কোন মানুষগুলো কাজ করছে। তারা কি বাস্তব নাকি ফেইক। অনেক ICO আছে যারা তাদের টিমের পিক দেয় অন্য মানুষের। হতে পারে আমার কিংবা আপনার। তারা তাদের বলে চালিয়ে দিচ্ছে। যদি তারা এইরকম করে তাহলে অবশ্যই বুঝে নিবেন যে তাদের উদ্দেশ্য ভালো নয়। মানে তারা মানুষের টাকা মেরে দেয়ার চিন্তা ভাবনা করছে। কিভাবে বুঝবেন যে তারা প্রকৃত মানুষ নাকি অন্যের পরিচয় ব্যবহার করছে ? ওকে। আপনি খুব সহজভাবে গুগল ইমেজ সার্চ করে বের করে নিতে পারেন। এইটা খুবই সহজ কাজ।  

২. Whitepaper যাচাই করুন
Whitepaper হলো ওই প্রজেক্টের উদ্দেশ্য, লক্ষ্য, কিংবা তাদের রোডম্যাপ। অর্থাৎ সবকিছুর বিস্তারিত। আপনি ওইটা পড়লেই বুঝতে পারবেন কতটা প্রফেশনাল। তাছাড়া আপনি কপি/পেস্ট চেকার দিয়ে চেক করে নিন অন্য কোথাও থেকে চুরি করা কিনা। বেশির ভাগ প্রতারকরা এই কাজটাই করে। অন্যের সবকিছু কপি করবে। এইটা করা খুবই সহজ। আমি নিচে সব প্রয়োজনীয় লিংক দিয়ে দেব যাতে আপনাদের কষ্ট করতে না হয়।

৩. ওয়েবসাইট যাচাই করুন
ICO কোম্পানির যে ওয়েবসাইট আছে দেখে নিন তা কতদিন আগের নাকি নতুন খোলা হয়েছে। কতটা প্রফেশনাল ভাবে তারা ওয়েবসাইট সাজিয়েছে কিংবা তাদের ডোমেইন কতদিনের রেজিস্ট্রেশন করা। যদি কম হয় তাহলে তারা ভুয়া মানে স্কেম। দুই নাম্বারি করে টাকা মারাই তাদের উদ্দেশ্য।

৪. কয়েনের ব্যবহার আছে কিনা দেখে নিন
বর্তমানে এমন অনেক কয়েন/টোকেন আছে যে গুলো আসলে বাস্তব জীবনে কোনো ব্যবহার নেই বললেই চলে। ওইরকম কোনো ICO তে বিনিয়োগ করবেন না। তাহলে দুইটা ঝুঁকি থাকে। এক, কোম্পানি স্কেম করবে। দুই, স্কেম না করলেও লাভ করা অনেক কঠিন। এমন একটা কয়েন এ বিনিয়োগ করুন যেটা বাস্তব জীবনে ব্যবহার করা যায়। যেমন ইথেরিয়াম। এই কয়েনের জনপ্রিয়তা বেশির অন্যতম কারণ হলো স্মার্ট কন্ট্রাক্ট।

এইগুলো ছাড়াও অনেক কারণ রয়েছে। আমি আস্তে আস্তে আপডেট করবো আপনাদের কাছ থেকে সাড়া পেলে। আমার এই লেখার উদ্দেশ্য হলো নতুন যারা বিনিয়োগ করে তারা যেন প্রতারণার শিকার না হয়।

যেকোনো ধরণের রিসার্চ করতে ব্যবহার করতে পারেন- https://icoethics.com/
কপি পেস্ট চেক করুন- https://smallseotools.com/plagiarism-checker/
Jump to: