Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 2. (Read 3851649 times)

newbie
Activity: 28
Merit: 7
May 29, 2024, 05:12:57 AM
এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
আমার কাছে ওদের হাব বাব কিছুই ভালো মনে না ভাই। এরা সলনার সাথে সিস্টেমিক ভাবে উঠতে পারেনি বলেই এখন সলনাকে বাদ দিয়ে তাদের ব্লচেইন টাই পরিবর্তন করে ফেলতে চাচ্ছে। আসলে কাহিনি কি কি করবে তাদের অফিসিয়ালি নিউজ ছারা কিছু বোঝা যাচ্ছে না। যখন তারা ব্লচেইন টা পরিবর্তন করলো তখন কেমন যেন মনে হলো স্কাম করবা  মনে হয়।  করতে থাকেন ভাই ভালো হলে বা ভালো কোন ব্লকশেইনে যেতে পারলে ভালো কিছু পাবেন। ধন্যবাদ
ওদের ভাবভঙ্গি দেখেই হয়তো Solana Blockchain ওদের থেকে সরে যাচ্ছে কেননা Solana Blockchain অনেক অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তাই এদের কথার সাথে নয় ছয় না হলে সরে তো যাবেই। তবে TapSwap সলনাকে কাজে লাগিয়ে অনেক ফায়দা হাসিল করে নিয়েছে। 30 মিলিয়নের উপরে মেম্বার সংখ্যা আজকের কথা!!
আরেকটি টেপাটেপির এয়ারড্রোপ MemeFi ও Hamster Kombat এরাও কি TapSwap এর মতো তাল বাহানা আরম্ভ করবে নাকি।
Solona Blockchain কে কাজে লাগিয়ে তারা সত্যি TapSwap যে তাদের কমিউনিটি গড়ে নিলো এটা সত্যি। Solona Blockchain ব্যবহার করেছিলো তারা সাধারন হান্টার্সদের বিশ্বাস অর্জনের জন্য। তাদের ফায়দা হাসিল হয়ে গেছে এখন তারা বহানা দেখিয়ে নিজেরা ব্লকচেইন বানিয়ে ফেলছে। Notcoin থেকে মোটামুটি অনেকে ভালোই আর্ন করেছে কিন্তু Notcoin  এর পর থেকে তাদের সুত্র ধরের অনেক অনেক মানিং এয়ারড্রপ বানিয়ে ফেলছে। কিন্তু নট কয়েনের মতো কোন কিছু করতে পারবে না মনে হয়। এগুলা করা এতটা সহজ নয় এই সুযোগে কমিউনিটি বিল্ডআাপ করে নিচ্ছে তারা। অন্যদিকে MemeFi টোকেনের কথা বলছেন এটার কোন ভালো দিক দেখতে পাইনি আমি। তবুও জয়েন করে বট রান করে রেখে দিসি।
কিন্তু আমার কাছে Hamster Kombat এটা সবকিছু সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে এটা থেকে ভালো কিছু হতে পারে। আমি Hamster Kombat এর ইউটিউব প্রোমোট দেখে একদম অবাক হয়ে গেছি। দুইদিনে 4M+ হয়ে গেছে এটা কি কম কথা ভাই। এটা করতেছি দেখি কি হয় সামনে। তবে Blum, Hot Mining, Wave Wallet এগুলো মিস কইরেন না ভাই এগুলো অনেক ভালো।
member
Activity: 420
Merit: 52
May 29, 2024, 01:47:11 AM
এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
আমার কাছে ওদের হাব বাব কিছুই ভালো মনে না ভাই। এরা সলনার সাথে সিস্টেমিক ভাবে উঠতে পারেনি বলেই এখন সলনাকে বাদ দিয়ে তাদের ব্লচেইন টাই পরিবর্তন করে ফেলতে চাচ্ছে। আসলে কাহিনি কি কি করবে তাদের অফিসিয়ালি নিউজ ছারা কিছু বোঝা যাচ্ছে না। যখন তারা ব্লচেইন টা পরিবর্তন করলো তখন কেমন যেন মনে হলো স্কাম করবা  মনে হয়।  করতে থাকেন ভাই ভালো হলে বা ভালো কোন ব্লকশেইনে যেতে পারলে ভালো কিছু পাবেন। ধন্যবাদ
ওদের ভাবভঙ্গি দেখেই হয়তো Solana Blockchain ওদের থেকে সরে যাচ্ছে কেননা Solana Blockchain অনেক অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তাই এদের কথার সাথে নয় ছয় না হলে সরে তো যাবেই। তবে TapSwap সলনাকে কাজে লাগিয়ে অনেক ফায়দা হাসিল করে নিয়েছে। 30 মিলিয়নের উপরে মেম্বার সংখ্যা আজকের কথা!!
আরেকটি টেপাটেপির এয়ারড্রোপ MemeFi ও Hamster Kombat এরাও কি TapSwap এর মতো তাল বাহানা আরম্ভ করবে নাকি।
newbie
Activity: 28
Merit: 7
May 28, 2024, 09:43:28 PM
এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
আমার কাছে ওদের হাব বাব কিছুই ভালো মনে না ভাই। এরা সলনার সাথে সিস্টেমিক ভাবে উঠতে পারেনি বলেই এখন সলনাকে বাদ দিয়ে তাদের ব্লচেইন টাই পরিবর্তন করে ফেলতে চাচ্ছে। আসলে কাহিনি কি কি করবে তাদের অফিসিয়ালি নিউজ ছারা কিছু বোঝা যাচ্ছে না। যখন তারা ব্লচেইন টা পরিবর্তন করলো তখন কেমন যেন মনে হলো স্কাম করবা  মনে হয়।  করতে থাকেন ভাই ভালো হলে বা ভালো কোন ব্লকশেইনে যেতে পারলে ভালো কিছু পাবেন। ধন্যবাদ
LDL
hero member
Activity: 616
Merit: 614
May 28, 2024, 07:34:56 PM
এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
বিষয়টি এরকম ঘটেছে আগে হয়তো এই ট্যাপসোয়াপ প্রজেক্টটি সলানা প্রমোট করেছিল হয়তো এখন কোন একটি ঝামেলার কারণে সলানা প্রমোট করা থেকে বাদ দিয়ে দিয়েছে। এজন্য তারা আগে পাওয়ার্ড বাই সলানা লেখা ছিল কিন্তু এখন তাহলে নিজস্ব কমিউনিটি দ্বারা পরিচালিত হচ্ছে এজন্য লেখা রয়েছে পাওয়ার্ড বাই কমানিটি। আমি তাদের টেলিগ্রাম এনাউন্সমেন্টে এরকমটি দেখতে পেলাম। তারা অতিসত্বর ব্লকচেইন অ্যানাউন্সমেন্ট করবে এবং কোন ব্লকচেইনে পরবর্তীতে লাঞ্চ করবে সেটা তারা জানিয়ে দেবে। আপনার আরো কিছু জানার থাকলে নিচের লিঙ্কে প্রবেশ করে জেনে নিতে পারেন।
https://x.com/tapswapai/status/1795116544311074868?t=2TrqrebQl6aBqH5NhqGkqA&s=19
full member
Activity: 322
Merit: 124
May 28, 2024, 05:15:01 PM
এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
LDL
hero member
Activity: 616
Merit: 614
May 28, 2024, 04:40:06 PM
আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
আপনার মত আমিও উপকূল অঞ্চলে বসবাস করি না বরং বাংলাদেশের নিরাপদ স্থানগুলোর মধ্যে একটিতে বসবাস করি কিন্তু উপকূল অঞ্চলে বসবাস না করলে কি হবে আমাদের এখানে কুয়াশার পানি পড়লেই বিদ্যুৎ চলে যায় আর ঘূর্ণিঝড় হয়েছে তাতে বিদ্যুৎ যাবে না এমনটি নয়। প্রায় দুদিনের মতো বিদ্যুৎ ছিল না এবং মোবাইল নেটওয়ার্ক প্রায় 24 ঘন্টার মত ছিল না তাহলে বলেন বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকলে আমাদের কতটুকু ঝামেলা হতে পারে। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে মাছ ও মাংস ফ্রিজ থেকে পচে যাওয়া টা এবং কালকে তিন ওয়াক্তে শুধু মাছ দিয়ে ভাত খেয়েছি। ২৮০০ টাকার মাছ তিন ওয়াক্তে শেষ দিয়ে দিয়েছি মাংসের কথা বাদ দিলাম কেননা আমি মাংস প্রেমিক নয় এজন্য বেশি বেশি মাছ ফ্রিজে রেখে দেই। নদী উপকূল হাওয়ায় সাথে একটা ছোট্ট বাজার হওয়াতে পরিচিত জেলেরা বাড়িতে এসে মাছ দিয়ে যায় এক্ষেত্রে বাধা দেওয়ার কোন উপায় নেই বরং মাঝে মধ্যে বাধ্য হয়েই মাছ কিনতে হয়। বিদ্যুৎ যাওয়ার ঘন্টাখানেক আগে ফ্রিজে ২৮০০ টাকার মাছ ক্রয় করে রাখলে সেই মাছ কতটুকু ফ্রিজিং হতে পারে সেটা না বলাই বাহুল্য।
যাহোক আল্লাহ তায়ালা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে অঞ্চলের ক্ষয়ক্ষতি হয়েছে তারাই কেবল জানে ক্ষয়ক্ষতি পরিমাণ টা কত ভয়ংকর। আমাদের মাছ-মাংস নষ্ট হওয়াতে আমরা আফসোসে মরছি। আল্লাহতালা উপকূলবাসিকে হেফাজত করুক আমিন।
newbie
Activity: 28
Merit: 7
May 28, 2024, 02:13:19 PM
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
আপনার উল্লেখ করা আল্ড কয়েন টক ফোরামে যে এয়ার ড্রপের লিংক দিয়েছেন সেখানে প্রবেশ করে আমি এয়ার্ডোপে যুক্ত হয়েছি এবং জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করেছি। তারপর সেখানকার ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করছি এখন পর্যন্ত আমার ২৯ Gems and 310 XP হয়েছে।

তবে আমি বুঝতে পারছি না এইগুলো দিয়ে কি হবে এগুলো কিভাবে উইদ্র করা যাবে তার কি কোন অপশন আছে। নাকি অন্য কোন প্রসেস আছে।
আপনি এই এড এবং প্রশ্নের উত্তর দিয়ে ডেইলি টাচর্স গুলো কমপ্লিট করে এক্সআরপি জেমস এগুলা সংগ্রহ করতে থাকুন। আপনি লেভে ১০ পর্যন্ত করতে পারবেন এবং অনেক এক্সআরপি সংগ্রহ করতে পারবেন। আপনার এতো হয়েছে কেনো আমি এটা জানিনা। আমার তো ২৩৩৪টা এক্সআরপি এবং ৯৮টি জেমস হয়েছে।
আর ডেইলি টাচ সম্পন্ন করার মাধ্যমে একটা পয়েন্ট দিচ্ছে এই পয়েন্টের মাধ্যমে পরবর্তীতে এয়ারড্রপ দেবে এই এয়ারড্রপ সম্পূর্ণ করে হয়তো ভালো কিছু পাবেন কারন এটা খুবই ভালো প্রোজেক্ট।
legendary
Activity: 2282
Merit: 1204
The revolution will be digital
May 28, 2024, 12:56:40 PM
আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲

খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হলো। একে বিমান বাতিল। তার উপর বিদ্যুৎ নাই। যাচ্ছেতাই অবস্থা।

তবে গ্রামের দিকে কিছু জায়গায় অবস্থা আরো শোচনীয়। সেই তুলনায় অনেক ভালো আছি বলা চলে।
newbie
Activity: 5
Merit: 1
May 28, 2024, 11:16:04 AM
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
আপনার উল্লেখ করা আল্ড কয়েন টক ফোরামে যে এয়ার ড্রপের লিংক দিয়েছেন সেখানে প্রবেশ করে আমি এয়ার্ডোপে যুক্ত হয়েছি এবং জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করেছি। তারপর সেখানকার ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করছি এখন পর্যন্ত আমার ২৯ Gems and 310 XP হয়েছে।

তবে আমি বুঝতে পারছি না এইগুলো দিয়ে কি হবে এগুলো কিভাবে উইদ্র করা যাবে তার কি কোন অপশন আছে। নাকি অন্য কোন প্রসেস আছে।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 28, 2024, 08:10:02 AM
আমাদের এলাকায় আজকে ১০ টার পর থেকেই আর ঝড় বৃষ্টি কিছুই নেই। যে কারনে বিদ্যুৎ বিভাগের লোকেদের কাজ করতে সুবিধা হয়েছে। ১২ টার দিকে তারা একবার বিদ্যুৎ সরবরাহ চালু করেছে। তারপর আবার লোডশেডিং দিয়ে অন্য দিকে হয়তো কানেকশন মেরামতের কাজ শুরু করে দিয়েছে। ঝড় বৃষ্টির কারনে সবচাইতে বেশি ঝামেলায় পড়ে গ্রাম সাইডের মানুষ গুলো। গাছপালা বেশি থাকার কারনে প্রায়ই গাছ ভেঙ্গে লাইনের ওপরে পড়ে আগুন ধরে যায়। যেকারনে অনেক সময় তার পুড়ে যায়, ছিড়ে যায়। সুপেয় পানির একটা সংকটে পড়তে পড়তে আপাতত বেচে গিয়েছি। আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। আমার জানামতে আমাদের থ্রেড এর একজনের বাড়ি বর্ডার এড়িয়াতে, আশা করি উনিও সবাইকে নিয়ে নিরাপদ আছেন।
newbie
Activity: 28
Merit: 7
May 28, 2024, 03:30:29 AM
আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
জ্বি ভাই বাংলাদেশের সব জায়গায়-ই কম বেশি প্রভাবিত হয়েছে। বিশেষ করে ভোলা এবং সাতক্ষীরায় অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের এখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। গতকাল থেকে কারেন্ট ছিলো না গতকাল সন্ধ্যায় আসছিলো একটু আবার চলে গেছে আার আসেনি। আমার ল্যাপটপ মোবাইল সব বন্ধ হয়ে গিয়েছিলো পরে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়েছি ফোন। ঐদিকে ২মাসের বেশি হইছে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া হয় নি আমার। ২০% ছিলো ওটা দিয়ে চলছি কিছুক্ষণ কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছিলো। নেটওয়ার্ক টাওয়ার পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিলো। আমি পড়াশোনার জন্য বাড়ির বাহিরে থাকি মানে হলে থাকি। হলেও কারেন্ট থাকেনা একদম বাজে অবস্থা। দুইদিন যাবৎ বাসায় যোগাযোগ করতে পারছি না। আম্মু আব্বু সবার ফোন বন্ধ। এইরকম অবস্থায় মনে হচ্ছে কি জানেন ভাই ইলেকট্রনিক ডিভাইস ছাড়া নেটওয়ার্কের একদম বাহিরে   ১৯০০ সালের আগে বসবাস করতেছি। মুহূর্তটা যদিও একটু বাজে যাচ্ছে কিন্তু এটা ভেবে অনেক ভালো লাগছে যেন একদম ইলেকট্রনিক ডিভাইসের বাহিরে আছি ভালো আছি।

আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টির কারনে গতকাল সারাদিন ঘরে থেকে বের হতে পারি নাই। অনেক গুলো গাছ ঝড়ের কবলে পড়ে ভেংগে গেছে, আমাদের বাড়িতেই গাছ ভেংগে পড়েছিলো, তবে আমাদের পরিবারের কেউ বাহিরে ছিলাম না। আজকে সারারাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হইতাছে কিন্তু বাতাস এতটা নেই থেমে গেছে। গতকালই রবিবার রাতেই আমার ফোন অফ হয়েছিলো, গতকাল বাজারে গিয়েছিলাম দেখি এক দোকানে ৩০ টাকার বিনিময়ে ফোন চার্জ করে দিচ্ছে আমিও সেখানে থেকে ফোনটা চার্জ করে এনেছিলাম। আমাদের এখানেও আজকে তো বিদ্যুৎ আসার কোন সম্ভাবনা নেই, আগামীকাল আসবে কিনা সেটাও নিশ্চিত নয়। আজকে ফোন বন্ধ হতে যাচ্ছে প্রায় ১৯% চার্জ এসেছে, জানি না আবার কিভাবে ফোন চার্জ দিবো।

আমাদের থ্রেডের কোন সদস্য ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানি না। আশা করি সকলেই সুস্থ আছেন, সকলের মঙ্গল কামনা করি।
ভাই আমাদের এইদিকেও প্রচুর গাছপালা ভেঙে পরেছে। গাছপালাগুলো এমন ভাবে ভেঙেছে যেন এগুলো দেখলে ভয় করে। অনেক মানুষের অনেক ক্ষতি করেছে।  কিছুদিন আগে আমরা এত পরিমান গরমে থেকে রক্ষার জন্য বৃষ্টি চেয়েছি এখন এত পরিমাণ বাতাস ঝড়-বৃষ্টি এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এখন আল্লাহ্ কাছে দোয়া করছি। দেখছেন ভাই আল্লাহ মুহুর্তের মধ্যে কি করে ফেললো।
ভাই আপনার বাজারে গিয়ে ফোন চার্জ দেওয়ার বিষয়টি সত্যিই খুব ইন্টারেস্টিং লেগেছে। আমাদের এখানেও হলের সামনে চা ওয়ালা মামার ফোন চার্জ করার জন্য তার বাসা থেকে লাইন আইনা দিসিলো আমরা সবাই খান থেকে চার্জ দিসিলাম ফোন।

তবে ভাই ঘূর্ণিঝড় মোড়লের কবলে পড়ে অনেকেই প্রাণ হারিয়েছে অনেকের ঘরবাড়ি উড়ে চলে গড়ে গিয়েছে এরকম অবস্থায় তাদের সবার জন্য আমরা দোয়া করব তারা যেন এটা রক্ষা পায় আর যেন কোন ক্ষয় ক্ষতি না হয়।
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
May 27, 2024, 10:42:18 PM
আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টির কারনে গতকাল সারাদিন ঘরে থেকে বের হতে পারি নাই। অনেক গুলো গাছ ঝড়ের কবলে পড়ে ভেংগে গেছে, আমাদের বাড়িতেই গাছ ভেংগে পড়েছিলো, তবে আমাদের পরিবারের কেউ বাহিরে ছিলাম না। আজকে সারারাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হইতাছে কিন্তু বাতাস এতটা নেই থেমে গেছে। গতকালই রবিবার রাতেই আমার ফোন অফ হয়েছিলো, গতকাল বাজারে গিয়েছিলাম দেখি এক দোকানে ৩০ টাকার বিনিময়ে ফোন চার্জ করে দিচ্ছে আমিও সেখানে থেকে ফোনটা চার্জ করে এনেছিলাম। আমাদের এখানেও আজকে তো বিদ্যুৎ আসার কোন সম্ভাবনা নেই, আগামীকাল আসবে কিনা সেটাও নিশ্চিত নয়। আজকে ফোন বন্ধ হতে যাচ্ছে প্রায় ১৯% চার্জ এসেছে, জানি না আবার কিভাবে ফোন চার্জ দিবো।

আমাদের থ্রেডের কোন সদস্য ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানি না। আশা করি সকলেই সুস্থ আছেন, সকলের মঙ্গল কামনা করি।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 27, 2024, 10:01:15 PM
আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
May 27, 2024, 04:39:05 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড - ১১ ফ্রি রাফেল এনেছেন। এই ফ্রি রাফেলে সকল র‍্যাংকের সদস্যরা আবেদন করতে পারবেন। যাদের কমপক্ষে ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি মেরিট অর্জন করা আছে তারা ২টি স্লট নিতে পারবেন। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তাহারা আবেদন করতে পারেন। সকলের জন্য শুভকামনা রইলো।

র‍্যাফেল লিংক: https://bitcointalksearch.org/topic/m.64133858

legendary
Activity: 2044
Merit: 1981
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 27, 2024, 12:36:47 PM

যাইহোক, LM ভাইয়ের আরো একটা কথা মনে পড়ে গেলো, আচ্ছা ভাই আপনার ইনভেস্টমেন্ট এর খবর কী? আজকে মার্কেটে দেখলাম অনেক ডাউন হয়ে গেছে। আপনি কী সেল করেছিলেন, না এখনো হোল্ড করেছেন?

এখনো হোল্ড করতেছি ভাই। এইরকম সময় লাগবে আমি চিন্তাও করতে পারি নাই। আমি ভেবেছিলাম দ্রুত আমি প্রথম কিছু স্টেপ শেষ করতে পারবো অথচ হল ঠিক উলটো।
newbie
Activity: 28
Merit: 7
May 26, 2024, 09:52:31 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৬৫ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalksearch.org/topic/free-raffle-565th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5497843
আমি এই জিনিস সম্পর্কে জানিনা এটা কিভাবে কি করে। এই র্যাফেলের মানে কি? আসলে এটা কিভাবে কাজ করে? এটা ৫৬৫তম রাফেল দেখতে পাচ্ছি এর আগে যে রাফেল গুলো গিয়েছে ৫৬৪টা ওগুলো কিভাবে কি করেছে এটা সম্পর্কেও জানতে ইচ্ছুক আমি। আমাকে এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া দেবেন বিস্তারিত বলার মাধ্যমে। এবং আমি যদি এই রাফেলে অংশ গ্রহন করতে চাই তাহলে কি করতে পারবো? আশা রাখি কেউ আমাকে বুঝিয়ে দেবেন। ধন্যবাদ।
copper member
Activity: 2128
Merit: 1241
Need a Bounty Manager? t.me/shasan32
May 26, 2024, 12:47:11 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৬৫ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalksearch.org/topic/free-raffle-565th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5497843


newbie
Activity: 28
Merit: 7
May 25, 2024, 10:06:34 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।

বিটকয়েন আমাদের দেশে যেমন আছে তেমনী থাকাই বেটার। এমন নয় বাংলাদেশে অবৈধ দেখে বিটকয়েন ব্যবহার করতে পারছি না। আর এই ফোরামে আমাদের সকলের নিজেদের পরিচয় গপন করা হয়েছে। আর কে বলবে বাংলাদেশে বিটকয়েন বৈধ করার কথা? যদি আজকে আমি প্রকাশ্যে স্লগান দিয়ে বলি বিটকয়েন বৈধ করা হোক তাহলে আমি নিজেই ফেসে যাবো, প্রশাসনের লোকেরা তখন বুঝতে পারবে যে আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি বা আমার কাছে বিটকয়েন আছে।

তাই যেমন আছে তেমনি থাকাই অনেক ভালো। বিটকয়েন বৈধ করা হলে আমাদের দেশে বড় বড় নেতারা দেখবেন বিদেশে টাকা পাচারের পাহাড় গড়ে তুলবে। এখন আমার তো কোনদিন কোন অসুবিধা হয় নাই, জানি না অনেকের কেনো বিটকয়েন বৈধ করার কথা চিন্তা ভাবনা করে? আমরা বাংলাদেশী টাকায় বিটকয়েন কিনতে পারছি আবার বিক্রি করতে পারছি। বিটকয়েন ব্যবহার করা যায় এমন ওয়ালেট এক্সচেঞ্জ ইত্যাদি সবই তো বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। শুধু মেইন বিষয় হলো সকল কিছু গোপন রাখতে হবে।
বিটকয়েনের বৈধতা দেওয়া হয় নাই এমনিতেই যেভাবে মানুষ চোরা চালানি পাচার ও মানি লন্ডারিং করে যদি বৈধতা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মাটি পর্যন্ত পাচার করে দেবে। সাম্প্রতিক ঝিনাইদহের এমপির ঘটনাটি আমাদের সামনে স্পষ্ট তো যে চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে খুন খারাপের সংখ্যা বেড়ে যাবে ফলে কোন অবস্থাতেই আমাদের দেশ কন্ট্রোলের মধ্যে থাকবে না। তাই বিটকয়েনের বৈধতা দেওয়ার পক্ষে সুশীল সমাজ কখনো অবস্থান নেবে না।
আমার মনে হয় বিটকয়েনের বৈধতা বাংলাদেশ দেবে না কারন বাংলাদেশের পেক্ষাপট এতটা ভালো না। বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী বিটকয়েন বৈধতা দেওয়ার কথা চিন্তাও করা যায় না৷ মাঝে মধ্যে দেখবেন এমনি বিটকয়েন বৈধতা নিয়ে কথা উঠবে কিন্তু কোন কাজ হবে না ঐ কথা পর্যন্তই। বিশ্বের উন্নত দেশগুলোও বিটকয়েনের বৈধতা নিয়ে হিমশিম খাচ্ছে এখনো এতোটা ভালোভাবে বৈধতা দেও নি কোন দেশ। তবে উন্নত দেশগুলো এটা নিয়ে কাজ করছে এটার ভালে কিছু হবে কিন্তু বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশের যারা এই ক্রিপ্টো নিয়ে কাজ করে তারাও নিরাপদে নেই কারন যদি জানাজানি হয় তাহলে তাদের ক্ষতি হবে বলে।
copper member
Activity: 0
Merit: 0
🧠Mental Health Tech🧡
May 25, 2024, 04:57:59 PM
অভিনন্দন, ছোট মাউস! আপনি একবার আমাকে বলেছিলেন যে আপনি মানুষকে বিটসিওইন সম্পর্কে কিছুটা শেখানোর মাধ্যমে এবং একজন ব্যক্তি হিসাবে তাদের শিখতে এবং বেড়ে উঠতে দেখে আপনি অভ্যন্তরীণ শান্তি পান। আপনার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা রয়েছে এবং আমি যখন দূরে ছিলাম তখন আমার দরজায় কড়া নাড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আমি কী রেখে যেতে পারতাম, এবং এর জন্য এই জায়গায় আপনার অবিরাম সমর্থন রয়েছে। চিরতরে.

ধন্যবাদ ভাই.

এখানে ৩,০০০ মেধা!

_____________________________________________________

Abhinandana, chōṭa mā'usa! Āpani ēkabāra āmākē balēchilēna yē āpani mānuṣakē biṭasi'ō'ina samparkē kichuṭā śēkhānōra mādhyamē ēbaṁ ēkajana byakti hisābē tādēra śikhatē ēbaṁ bēṛē uṭhatē dēkhē āpani abhyantarīṇa śānti pāna. Āpanāra kāchē āmāra aśēṣa kr̥tajñatā raẏēchē ēbaṁ āmi yakhana dūrē chilāma takhana āmāra darajāẏa kaṛā nāṛāra jan'ya āpanākē dhan'yabāda. Āpani āmākē manē kariẏē diẏēchilēna yē āmi kī rēkhē yētē pāratāma, ēbaṁ ēra jan'ya ē'i jāẏagāẏa āpanāra abirāma samarthana raẏēchē. Ciratarē.

Dhan'yabāda bhā'i.

Ēkhānē 3,000 mēdhā!
member
Activity: 322
Merit: 85
★Bitvest.io★ Play Plinko or Invest!
May 25, 2024, 04:27:58 PM
অভিনন্দন Little Mouse ভাই
আমাদের লোকাল থ্রেডের সবচেয়ে জ্ঞানী ও অভিজ্ঞ সদস্য @Little Mouse ভাইয়ের আজকে ২০০০ মেরিট সম্পুর্ন হয়েছে। আমাদের থ্রেডে LM ভাই সর্বোচ্চ বেশি যোগ্যতা অর্জন করেছেন, ২০০০ যা আমার দেখা মতো কাউকে দেখি নাই। আবারো LM ভাইকে অভিনন্দন জানাই।



যাইহোক, LM ভাইয়ের আরো একটা কথা মনে পড়ে গেলো, আচ্ছা ভাই আপনার ইনভেস্টমেন্ট এর খবর কী? আজকে মার্কেটে দেখলাম অনেক ডাউন হয়ে গেছে। আপনি কী সেল করেছিলেন, না এখনো হোল্ড করেছেন?

Little Mouse তার মতো একজন জ্ঞানী ব্যক্তিকে আমাদের বাংলা লোকাল বোর্ডে পেয়ে আমরা অনেক গর্বিত। তার মত একজন বিচক্ষণতা ব্যক্তি আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য গর্ব তার প্রতি রইল অনেক অনেক শুভকামনা যাতে সে আরো জ্ঞানের অধিকারী হয়। বাংলা লোকাল বোর্ডে এই প্রথম ২০০০ মেরিট অধিকারী হলেনLittle Mouse ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন।
Pages:
Jump to: