Author

Topic: বাংলা (Read 522 times)

member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
September 27, 2021, 10:33:56 PM
#16
কি করলে মেরিট হবে একটু বলেন প্লিজ।।
ভাই মেরিট পাওয়ার আশা করার আগে, মেরিট কি.? সে সম্পর্কে আগে জানা জরুরী। মেরিট হচ্ছে টেলেন্টেড নির্বাচন করার প্রতিক মাত্র। আপনি খেয়াল করে দেখবেন যে যতো বেশি ভালো মানের পোস্ট করতে পেরেছেন সে ততো বেশি মেরিট পেয়েছেন। তাই আপনাকেও মেরিট পেতে হলে অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে, যে পোস্ট গুলো অবশ্যই হবে ইনফরমেটিভ বা শিক্ষামূলক তবেই আপনি মেরিট পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 336
Merit: 1
September 02, 2021, 12:07:35 AM
#15
কি করলে মেরিট হবে একটু বলেন প্লিজ।।
jr. member
Activity: 336
Merit: 1
September 02, 2021, 12:00:43 AM
#14
ভাইয়া আমি নতুন কি করলে ভালো করে কাজ করতে পাড়ব??  আইডি ঠিক থাকবে কেউ যদি বলতেন উপকৃত হতাম।
jr. member
Activity: 378
Merit: 2
August 16, 2021, 05:08:41 AM
#13
হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
আইডি সাসপেন্ড সাধারণত করা হয় যদি কেউ কপি পোস্ট করে, স্পাম করে বা গুগল থেকে কোন কিছু কপি করে এনে সেটা পোস্ট করা ইত্যাদি তাছাড়া আর একটি আছে সেটি হল মাল্টিপল একাউন্ট ব্যবহার করা। আমি যদি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন এবং সেই গুলো অ্যাকাউন্ট একই ফোনে অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার এ ব্যবহার করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড করে দেওয়া হবে। একাধিক একাউন্ট একই ফোনে অথবা ল্যাপটপ ব্যবহার করা হচ্ছে কিনা সেটা বের করা খুব সহজ। যেমন আপনি একটি ফোন দিয়ে দুটো একাউন্ট ব্যবহার করেন। আপনি প্রথমে আপনার ফাস্ট একাউন্ট দিয়ে পোস্ট করবেন তারপর লগআউট করে আপনার সেকেন্ড একাউন্ট দিয়ে পোস্ট করেন তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড হবে কারণ প্রতিটা পোস্টে ফোন বা ল্যাপটপ এর আইপি অ্যাড্রেস রয়ে যায়। তাই অতি সহজে ধরা যায় যে আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন।
newbie
Activity: 13
Merit: 1
August 14, 2021, 10:55:09 AM
#12
খুবই ভালো একটি প্রস্তাব রেখেছেন আপনি এর জন্য ধন্যবাদ আপনাকে। এখন আমি যে মন্তব্যটি করতে চাই যে মেরিটের ক্ষেত্তে কোন বিষয়ের উপর পোস্ট করলে আমি বেশি করে মেরিট অর্জন করতে পারবো। এবং তা কত লাইনের ভিতরে লিখবো। এবং একাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়ে যদি কেউ আমাকে একটু ধরনা দিতেন তাহলে নিউবায় হিসাবে আমি খুবই উপকৃত হতাম।
sr. member
Activity: 1428
Merit: 250
July 27, 2021, 12:57:11 PM
#11
হ্যালো ভাই,
আমি কিভাবে বিটকয়েনটক এ বেশি বেশি মেরিট অর্জন করতে পারি? এ সম্পর্কে যদি আপনি কিছু ধারনা দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। কেননা আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি মেরিট অর্জন করার কিন্তু কোনভাবেই পাচ্ছিনা।
ক্রিপ্টোওয়ার্ল্ড সম্পর্কে অনেক জানতে চেষ্টা করুন এবং সেটা সুন্দর করে বর্ননা করতে সামর্থ্য অর্জন করুন এবং কোনো প্রশ্নের উত্তরে সাবলীল ভাষাসহ প্রাঞ্জল বর্ননা তুলে ধরার চেষ্টা করুন প্রশনের উত্তরে অবশ্যই প্রয়োজনীয় তথ্য যোগ করুন মেরিট পাবেন।
sr. member
Activity: 1428
Merit: 250
July 27, 2021, 12:52:31 PM
#10
ভাই, আমাদের বাংলার জন্য আলাদা টপিক আছে কয়েকবছর ধরে। https://bitcointalksearch.org/topic/bengali-631891
সেখানে আমরা আলোচনা করতে পারি। এর জন্য আলাদা টপিক না খোলাই ভালো বলে আমি মনে করছি। আমরা সেখানে বেশি একটিভিটি এবং গঠণমূলক আলোচনা করে আলাদা বাংলা সাব ফোরাম পাওয়ার দাবিটাকে জোরালে করে তুলতে পারি। আলাদা আলাদা টপিক খুলে সেটা আরো জটিল হতে পারে। আশা করছি আমার কথাটাকে আপনারা নেগটিভলি নিবেন না।
এতে কোনো সমস্যা নাই এভাবে চলতেই পারে, আশাকরছি মডারেটররা আমাদের প্রয়োজনীয়তাটা অবশ্যই উপলব্ধি করতে সমর্থ হবেন এবং অদূর ভবিষ্যতে বাংলা ফোরাম পাব।
sr. member
Activity: 1428
Merit: 250
July 27, 2021, 12:48:02 PM
#9
হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
ভাই আপনি একটু সাবধানে বাউন্টি করবেন কারণ কিছু কিছু বাউন্টি ম্যানেজাররা 1 থেকে 2 উইক ভালোভাবে চালিয়ে তারপর সে বাউন্টি স্কাম করে। আর সেই স্কাম বাউন্টিতে যদি আপনি পোস্ট করেন তাহলে সেই পোস্ট অফটপিক হিসেবে ধরা হয় আর ফর্মে কারো পোস্ট যদি অফটপিক হয় তাহলে সেই একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে।
সাবধানতা অবলম্বন করুন এবং অযথা অপ্রয়োজনীয় পোষ্ট করার কোনো দরকার নাই আর বাউন্টি কোনটা স্কাম করবেনা বুঝাটা আসলে একটু কঠিন তবে সতর্কতার বিকল্প নাই।
full member
Activity: 1099
Merit: 116
July 08, 2021, 04:46:57 AM
#8
ভাই, আমাদের বাংলার জন্য আলাদা টপিক আছে কয়েকবছর ধরে। https://bitcointalksearch.org/topic/bengali-631891
সেখানে আমরা আলোচনা করতে পারি। এর জন্য আলাদা টপিক না খোলাই ভালো বলে আমি মনে করছি। আমরা সেখানে বেশি একটিভিটি এবং গঠণমূলক আলোচনা করে আলাদা বাংলা সাব ফোরাম পাওয়ার দাবিটাকে জোরালে করে তুলতে পারি। আলাদা আলাদা টপিক খুলে সেটা আরো জটিল হতে পারে। আশা করছি আমার কথাটাকে আপনারা নেগটিভলি নিবেন না।
member
Activity: 462
Merit: 16
July 08, 2021, 02:15:17 AM
#7
হ্যালো ভাই,
আমি কিভাবে বিটকয়েনটক এ বেশি বেশি মেরিট অর্জন করতে পারি? এ সম্পর্কে যদি আপনি কিছু ধারনা দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। কেননা আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি মেরিট অর্জন করার কিন্তু কোনভাবেই পাচ্ছিনা।
jr. member
Activity: 410
Merit: 1
June 05, 2021, 04:49:50 AM
#6
হাই অল, আসুন সবাই এখানে ফোরাম সম্পর্কে আলোচনার মাধ্যমে নিজেদের প্রবলেমও কথাগুলো তুলে ধরার মাধ্যমে নিজেদেরকে নিজেরাই সমৃদ্ধ করার চেষ্টা করি।
আপনাকে ধন্যবাদ ভাই এমন একটি উদ্যোগ নেয়ার জন্য । সমস্যা সমাধানের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়।
newbie
Activity: 29
Merit: 11
May 30, 2021, 04:26:42 AM
#5
হ্যা বাংলাতে কথা বলতে ও সমস্যাগুলো বলতে ও শিখতে খুপ সহজ হয় আমাদের।তবে বাংলাতে কি দুইটি টপিক কেনোHuhআমাদের প্রথম পেজটি (বাংলাদেশ /bangladesh)এটি ব্যাবহার করলে হয়তো ভালো হয়।
newbie
Activity: 24
Merit: 0
May 20, 2021, 05:09:26 AM
#4
হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
ভাই আপনি একটু সাবধানে বাউন্টি করবেন কারণ কিছু কিছু বাউন্টি ম্যানেজাররা 1 থেকে 2 উইক ভালোভাবে চালিয়ে তারপর সে বাউন্টি স্কাম করে। আর সেই স্কাম বাউন্টিতে যদি আপনি পোস্ট করেন তাহলে সেই পোস্ট অফটপিক হিসেবে ধরা হয় আর ফর্মে কারো পোস্ট যদি অফটপিক হয় তাহলে সেই একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে।
full member
Activity: 1190
Merit: 100
May 06, 2021, 10:27:56 AM
#3
হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
অনেক ক্ষেত্রে আপনি যদি কোন লেখা কপি পেস্ট করে রিপ্লাই দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কোন না কোন সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে সাসপেন্ড করার কোন কারন লাগেনা । তারাও অহেতুক একাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। প্রথমদিকে আমারও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে নষ্ট হয়ে গেছে নষ্ট গেছে। তবে আপিল করলে কোন কাজ হয়না।
newbie
Activity: 280
Merit: 0
May 04, 2021, 05:05:42 AM
#2
হ্যালো ব্রো,
কোন কারণ ছাড়া অ্যাকাউন্ট গুলি সাসপেন্ড হয় কেন? হোম পেজে লিখা থাকে কনো এক মডারেটর একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ডাইরেক্ট ম্যাসেস বা স্পাম এর কারনে,আসলে আমি তো কাউকে ই ম্যাসেস করিনি আর স্পাম ও করিনি।আমি বাউন্টিতে রিপ্লে করে সাইন আউট করে চলে গেছি।পরে লগ ইন করে দেখলাম আমার একাউন্ট সাসপেন্ড।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিওর রাখতে পারবো ?
sr. member
Activity: 1428
Merit: 250
April 24, 2021, 08:56:38 AM
#1
হাই অল, আসুন সবাই এখানে ফোরাম সম্পর্কে আলোচনার মাধ্যমে নিজেদের প্রবলেমও কথাগুলো তুলে ধরার মাধ্যমে নিজেদেরকে নিজেরাই সমৃদ্ধ করার চেষ্টা করি।
Jump to: