Pages:
Author

Topic: বাংলা (Bengali) (Read 5518193 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
Today at 04:10:01 PM
আপনার সিচুয়েশন ভিন্ন। আমার সিচুয়েশন ভিন্ন। আমি কখনোই ১ দিনে ব্যাংক এ ৫ লাখ টাকা আনতে যাবো না। যদি আমার ইমারজেন্সি ৫ লাখ টাকা দরকার পড়ে, আমি ৩-৪ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করবো। যেহেতু ব্যাংক একাউন্ট ব্যাবহার করাই হয়ে থাকে, একাধিক ব্যাংক একাউন্ট থাকলে সেগুলো ব্যাবহার করবেন। আমার সব মিলিয়ে ৬ টি ব্যাংক একাউন্ট আছে যার মধ্যে ৩ টা একদম নিস্ক্রিয় অবস্থায়। আমি চাইলে বাকি ৩ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করতে পারি। পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক ব্যাবহার বন্ধ করে দিয়েছি। ইসলামী ব্যাংক ব্যাবহার করি সেলফিন থাকার কারনে। যদিও এখানে ২০ হাজার টাকার বেশি অন্য ব্যাংক এ পাঠানো যায় না। এছাড়া ডাচ বাংলা ব্যাংক ব্যাবহার করছি এবং এর এটিএম যেখানে সেখানে পাওয়া যায়। ৪ টা কার্ড দিয়ে চাইলেই ১ দিনে ২ লাখ টাকা তোলা যাবে ব্যাংক এ যাওয়া ছাড়াই। আর আমি আগে জব করতাম, এখন বিজনেস করি। আমার টাকার সোর্স নিয়ে কখনো প্রশ্ন করেনি। আর করবে বলে আশা করি না।
মেইন বিষয়টাই তো এখানে আপনি জব করেছেন এবং বর্তমানে বিজনেস করতেছেন আর আমি জব এবং বিজনেস দুটোর একটাও করি না আর যদি বলে ফ্রিল্যান্সিং করতেছি তাহলে এটা ডকুমেন্ট দেখাতে হবে তাছাড়া আমার আর্নিং এর  বেশিরভাগ অংশ শুধুমাত্র ক্রিপ্ত  থেকে আসে, ডকুমেন্ট চাইলে তাদেরকে শো করতে গিয়ে আরো অন্য রকমের ভেজালে পড়বো তাছাড়া আমি মনে করি স্টুডেন্ট অবস্থায় এতগুলো ব্যাংক একাউন্ট থাকাও অনেকটা রিস্কি,
কারণ বর্তমানে আমি যে ব্যাংক ইউজ করি সেই ব্যাংকে যখন আমি একাউন্ট খুলতে গেলাম তখন আমাকে ব্যাংক থেকে বলা হয়েছিল যে আমার ইনকাম সোর্স কি যখন আমি স্টুডেন্ট বললাম তখন তারা বলল ইনকাম সোর্স দেখাতে হবে তখন আর কি করবো নিজের বাপের ইনকাম ট্যাক্স এর ডকুমেন্ট এবং সেই সাথে এড করে দিলাম আমি আমার বাপের থেকে ৩০ হাজার টাকা করে প্রতি মাসে পাই। বুঝেন তাইলে আমার অবস্থা।

এখন চিন্তা করতেছি বিজনেস লাইসেন্স নিয়ে ছোটখাটো অনলাইনে বিজনেস চালু করার জন্য যেন  এটলিস্ট যদি কখনো অডিট বা জিজ্ঞাসার সামনে পরী , সেখান থেকে কিছু দেখিয়ে বেরিয়ে আসতে পারি।

দেখেন ভাই কপাল কষ্ট করে আর্নিং করবো কিন্তু ভাব এমন ভাবে নিতে হবে যেন চুরি করতেছি। 🥱

যাইহোক খালিদ ফারহান এর ভিডিওর কথা মনে পড়ে গেল-
যারা দেখেন নাই তারা দেখতে পারেন এবং চাইলে আশেপাশের মানুষজনকে একটু দেখাতে পারেন।
Code:
https://www.youtube.com/watch?v=TyeWWvBKO7w
jr. member
Activity: 33
Merit: 8
Today at 09:30:26 AM
এ বছর সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তরকোরিয়ার হ্যাকাররা।

এই বছর, অর্থাৎ ২০২৪ সালে সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি দুনিয়া থেকে মোট ২২০ কোটি মার্কিন ডলার চুরি হয়েছে, এবং এর এই চুরির পেছনে সবচেয়ে বেশি জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা। এবং এর বিষয়টি একটি গবেষণা সংস্থা চেইন্যালাইসিস দাবি করেছে। যেখানে উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় ১৩০ কোটি ডিজিটাল মুদ্রা চুরি করেছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি।
এই বছরে সব থেকে বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে শুধুমাত্র প্রাইভেট কি চুরি হওয়ার কারণে।

Quote
এই বছর আলোচিত চুরির মধ্যে জাপানি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে চুরি, ডিএমএম বিটকয়েন থেকে ৩০ কোটি মিলিয়ন সমতুল্য বিটকয়েন চুরি ও ভারতের ওয়াজিরএক্স থেকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার চুরি। মার্কিন সরকারের ভাষ্যে, উত্তর কোরিয়ার সরকার নিজেই ক্রিপ্টোকারেন্সি চুরি ও অন্যান্য ধরনের সাইবার অপরাধে জড়িত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে চুরির মাধ্যমে অর্থ সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে সেন্ট লুইসের একটি ফেডারেল আদালত ১৪ উত্তর কোরীয় নাগরিককে অভিযুক্ত করেছে। অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন বিভিন্ন কোম্পানির কাছ থেকে তহবিল চুরি করে পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগাড় করছে বলা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন অভিযুক্ত কারও তথ্য দিলে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
এই খবরটির মূল সোর্স: https://www.prothomalo.com/technology/cyberworld/rlbjnt380v
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 20, 2024, 10:58:15 PM
কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ক্রিপ্ত কারেন্সি এর সাথে কানেক্টেড এবং আপনার নির্দিষ্ট কোন আলাদা ইনকাম সোর্স নাই সেই সময় যদি ধরেন  আল্লাহ না করুক  কারোর কোন ইমারজেন্সি সিচুয়েশন আসলো যেখানে তার 10 লাখ টাকা বা বিশ লাখ টাকা প্রয়োজন।

অথবা আমার কথাই ধরেন আমি একজন স্টুডেন্ট আমিও অনেকদিন যাবত নিজের জন্য একটা গাড়ি কেনার চিন্তা করতেছি এখন হঠাৎ করে যদি আমি আমার ব্যাংক একাউন্টে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি অ্যাড করি অবশ্যই ব্যাংক আমাকে জিজ্ঞাসা করবে টাকার সোর্স কি।

আপনার সিচুয়েশন ভিন্ন। আমার সিচুয়েশন ভিন্ন। আমি কখনোই ১ দিনে ব্যাংক এ ৫ লাখ টাকা আনতে যাবো না। যদি আমার ইমারজেন্সি ৫ লাখ টাকা দরকার পড়ে, আমি ৩-৪ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করবো। যেহেতু ব্যাংক একাউন্ট ব্যাবহার করাই হয়ে থাকে, একাধিক ব্যাংক একাউন্ট থাকলে সেগুলো ব্যাবহার করবেন। আমার সব মিলিয়ে ৬ টি ব্যাংক একাউন্ট আছে যার মধ্যে ৩ টা একদম নিস্ক্রিয় অবস্থায়। আমি চাইলে বাকি ৩ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করতে পারি। পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক ব্যাবহার বন্ধ করে দিয়েছি। ইসলামী ব্যাংক ব্যাবহার করি সেলফিন থাকার কারনে। যদিও এখানে ২০ হাজার টাকার বেশি অন্য ব্যাংক এ পাঠানো যায় না। এছাড়া ডাচ বাংলা ব্যাংক ব্যাবহার করছি এবং এর এটিএম যেখানে সেখানে পাওয়া যায়। ৪ টা কার্ড দিয়ে চাইলেই ১ দিনে ২ লাখ টাকা তোলা যাবে ব্যাংক এ যাওয়া ছাড়াই। আর আমি আগে জব করতাম, এখন বিজনেস করি। আমার টাকার সোর্স নিয়ে কখনো প্রশ্ন করেনি। আর করবে বলে আশা করি না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 20, 2024, 03:37:42 PM
ভাই এখানে আসলে সোর্স নিউজ শেয়ার করার কিছু দেখছি না। কোনো পত্রিকা বা অনলাইন পোর্টাল নিউজ লিখেছে কি না জানি না। তবে এটা অনেকেরই জানা যে বাংলাদেশের আইন অনুযায়ী, যদি কোনো ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষনা করে, তবে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংক এর গ্রাহকদের সর্বোচ্চ এক লক্ষ টাকা প্রদান করবে। আপনার যদি ১০ কোটি টাকা থাকে, তাহলেও ১ লক্ষ টাকা পাবেন, যদি ২ লক্ষ টাকা থাকে, তবুও এক লক্ষ টাকা পাবেন। এই টাকা মূলত বাংলাদেশ ব্যাংক এ রাখা সিকিউরিটি ডিপোজিট থেকে দেয়া হবে। কিন্তু আমার যতটুকু ধারনা, এই প্রসেস ও একটা লম্বা সময়ের। ব্যাংক দেউলিয়া ঘোষনা করার কয়েক বছর পরেও টাকা পাবেন কি না সেটা নিয়েও সন্দেহ আছে। ব্যাংক এর ওপর কোনো দিনই আমার আস্থা ছিলো না, আর আস্থা রাখতেও যাবো না।
আপনি তো হয়ে আরো  ভয়ংকরি তথ্য দিলেন। যদিও এতদিন ওই টাকা নিয়ে কোন টেনশন ছিল না বর্তমানে ওই টাকা নিয়ে টেনশন হচ্ছে এই মাস শেষে আবার একটু ব্যাংকে যাব আপডেট নিতে যদিও আজকে শুনলাম যে তারা নাকি এখন ১০ হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা করে উত্তোলন লিমিট করেছে।
যদিও এটা আশার বাণী দেখা যাচ্ছে তারপরও আমার তাদের কথার উপর বিশ্বাস হচ্ছে না যে তারা ৩০ দিন পর থেকেই আবার আগের মতন ব্যবস্থা নিয়ে আসবে। কারণ তাদের অনলাইন এন পি এস বি ট্রানজেকশন এখনো ব্লক করে রাখা হয়েছে।
Quote
৫০ হাজার বা ১ লাখ টাকা রাখাই বেশি মনে হয় আমার কাছে। তবে দরকারি সময়ে এই পরিমান টাকা লাগে, যেটা ব্যাংক এ রাখা যেতে পারে।
কথা ঠিক ৫০ বা ১ লাখ টাকা রাখা ভালো যদি আমার এক্সপেরিয়েন্সের কথা চিন্তা করি।

কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ক্রিপ্ত কারেন্সি এর সাথে কানেক্টেড এবং আপনার নির্দিষ্ট কোন আলাদা ইনকাম সোর্স নাই সেই সময় যদি ধরেন  আল্লাহ না করুক  কারোর কোন ইমারজেন্সি সিচুয়েশন আসলো যেখানে তার 10 লাখ টাকা বা বিশ লাখ টাকা প্রয়োজন।

অথবা আমার কথাই ধরেন আমি একজন স্টুডেন্ট আমিও অনেকদিন যাবত নিজের জন্য একটা গাড়ি কেনার চিন্তা করতেছি এখন হঠাৎ করে যদি আমি আমার ব্যাংক একাউন্টে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি অ্যাড করি অবশ্যই ব্যাংক আমাকে জিজ্ঞাসা করবে টাকার সোর্স কি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 18, 2024, 11:52:11 PM
কি বলেন ভাই আপনি তো আরো বড় ধরনের ভয় ঢুকায় দিলেন ভিতরে।
নিউজটির যদি সোর্স খুঁজে পান তাহলে আশা করি আমাকে সেন্ড করবেন অথবা এখানেই মেনশন করে দিয়েন।
বিষয়টা একটু ঘেঁটে দেখতে হবে কারণ এতগুলো টাকার থেকে যদি মাত্র এক লাখ টাকা পাই তাহলে পুরাই মারা খেয়ে যাব।

ভাই এখানে আসলে সোর্স নিউজ শেয়ার করার কিছু দেখছি না। কোনো পত্রিকা বা অনলাইন পোর্টাল নিউজ লিখেছে কি না জানি না। তবে এটা অনেকেরই জানা যে বাংলাদেশের আইন অনুযায়ী, যদি কোনো ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষনা করে, তবে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংক এর গ্রাহকদের সর্বোচ্চ এক লক্ষ টাকা প্রদান করবে। আপনার যদি ১০ কোটি টাকা থাকে, তাহলেও ১ লক্ষ টাকা পাবেন, যদি ২ লক্ষ টাকা থাকে, তবুও এক লক্ষ টাকা পাবেন। এই টাকা মূলত বাংলাদেশ ব্যাংক এ রাখা সিকিউরিটি ডিপোজিট থেকে দেয়া হবে। কিন্তু আমার যতটুকু ধারনা, এই প্রসেস ও একটা লম্বা সময়ের। ব্যাংক দেউলিয়া ঘোষনা করার কয়েক বছর পরেও টাকা পাবেন কি না সেটা নিয়েও সন্দেহ আছে। ব্যাংক এর ওপর কোনো দিনই আমার আস্থা ছিলো না, আর আস্থা রাখতেও যাবো না। ৫০ হাজার বা ১ লাখ টাকা রাখাই বেশি মনে হয় আমার কাছে। তবে দরকারি সময়ে এই পরিমান টাকা লাগে, যেটা ব্যাংক এ রাখা যেতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 18, 2024, 01:45:56 PM
টাকা আপনি কোথায় রাখবেন সব জায়গাতেই রিস্ক। কিছু কিছু ক্রিপ্টো কয়েন চোখের সামনে কোথায় থেকে কোথায় চলে গেল কিন্তু শুধু দেখে গেলাম কিছুই করতে পারলাম না। এদিকে ব্যাংকে টাকা রাখি নিয়মিত খরচ এবং ইমারজেন্সি মুহূর্তে যেন টাকাগুলো তাৎক্ষণিক পাওয়া যায় তার জন্য সেখানেও মুদ্রাস্ফীতির কারণে দিন দিন টাকার মান কমে যাচ্ছে। আবার ব্যাংক দেউলিয়া হবারও ভয় থাকে। আমি একবার নিউজে দেখেছিলাম যে যদি আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন আর সেই ব্যাংক যদি দেওলিয়া হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে আপনি শুধুমাত্র এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন বাংলাদেশ ব্যাংকের ইন্সুরেন্স থেকে। এদিকে ক্রিপ্টোতে রাখবো সেখানেও রয়েছে ভয় কারন ইমারজেন্সি সময়ে সেখান থেকে টাকা তুলতে গেলে হয়তোবা অনেক লসের সম্মুখীন হতে হবে এই ভেবে ক্রিপ্টোতে টাকা রাখা হয় না আর খুব বেশি পরিমাণে টাকা নেই যে কিছু অংশ ক্রিপ্টোতে রাখবো। বিজনেসে করবো সেখানেও ভয়। আসলে ভাই গরিব মানুষের জন্য এই পৃথিবী নয়। যাদের টাকা আছে তারাই আরো টাকার মালিক নয় আর গরিবরা সবসময় গরিবই থাকে।
কি বলেন ভাই আপনি তো আরো বড় ধরনের ভয় ঢুকায় দিলেন ভিতরে।
নিউজটির যদি সোর্স খুঁজে পান তাহলে আশা করি আমাকে সেন্ড করবেন অথবা এখানেই মেনশন করে দিয়েন।
বিষয়টা একটু ঘেঁটে দেখতে হবে কারণ এতগুলো টাকার থেকে যদি মাত্র এক লাখ টাকা পাই তাহলে পুরাই মারা খেয়ে যাব।

ব্যাংকে টাকা রেখেছিলাম কারণ এটা পৈতৃক সূত্রে পাওয়া ছিল আর যেহেতু  আমি ইনকাম করি ক্রিপ্টো কারেন্সি এর মাধ্যমে তাই চাইলে হুট করে  বড় ট্রানজেকশন করতেও ভয় পাই তার মধ্যে আমার অ্যাকাউন্টটি হচ্ছে স্টুডেন্ট একাউন্ট আর স্টুডেন্ট একাউন্টে বেশি ট্রানজেকশন দেখলে তারা  জিজ্ঞাসা এর  সম্মুখীন করে। এর জন্য ব্যাংকে টাকা রেখেছিলাম।
sr. member
Activity: 546
Merit: 309
December 18, 2024, 01:26:02 PM
এটা কোনো হাস্যকর কথা না ভাই। দেশের প্রায় বেশ কিছু ব্যাংক একদম দেউলিয়া হয়ে যাওয়ার পথে। চিন্তা করে দেখেন যাদের ব্যালেন্স কোটি টাকা, এরকম ১০ হাজার টাকা করে তারা কত বছরে সেই টাকা তুলতে পারবে? আমি যতটুকু শুনেছি, বাংলাদেশ ব্যাংক অনেক টাকা ছাপিয়েছে এসব ব্যাংক গুলো বাচানোর জন্য। টাকা গুলো ব্যাংকে দিলে ব্যাংক হয়তো বেচে যাবে, কিন্তু আপনি যদি ১ লাখ টাকা রেখে থাকেন, সেটার ভ্যালু হয়ে যাবে ৬০ হাজার টাকার সম পরিমান।
হাস্যকর কথাটি বলার কারণ হচ্ছে আমি ব্যাংকে টাকাগুলো রেখেছিলাম শুধুমাত্র সিকিউরিটি এর জন্য যেমন ক্রিপ্টোকারেন্সিতে রাখেনি ভেবেছিলাম এখানে সিকিউরিটি এর অভাব। এখন সোজা বাংলায় এ কয়েক বছরে  এমনিতেই সেই টাকার সুদ আসছে মাত্র 78 হাজার টাকার মতন আর অন্যদিকে যদি আমি মুদ্রাস্ফীতি হিসাব করি তাহলে এটি এক লাখ টাকার উপরে হয়েছে যদি ২০ পার্সেন্ট ধরি।

তাছাড়া খেলা দেখেন সিকিউরিটি এর কারণে ব্যাংকে রেখেছিলাম  যেন যখন তখন টাকাগুলো উঠাতে পারি। তখন বিট কয়েন নেমেছিল ১৫ হাজার এর ঘরে ইনভেস্টমেন্ট করে নি যে এখানে ইনভেস্টমেন্ট করলে হয়তোবা যখন তখন টাকা উঠাতে পারবো না কারণ বিটকয়েনের ভোলাটিলিটি এর কারণে। ভাগ্যের খেলা দেখেন ব্যাংকে টাকা রয়েছে কিন্তু ইমারজেন্সি সিচুয়েশনের জন্য গিয়েছিলাম টাকা উঠাতে কিন্তু সেটা আর উঠাতে পারলাম না। বলে যে কয়েকদিন সময় দেন।
টাকা আপনি কোথায় রাখবেন সব জায়গাতেই রিস্ক। কিছু কিছু ক্রিপ্টো কয়েন চোখের সামনে কোথায় থেকে কোথায় চলে গেল কিন্তু শুধু দেখে গেলাম কিছুই করতে পারলাম না। এদিকে ব্যাংকে টাকা রাখি নিয়মিত খরচ এবং ইমারজেন্সি মুহূর্তে যেন টাকাগুলো তাৎক্ষণিক পাওয়া যায় তার জন্য সেখানেও মুদ্রাস্ফীতির কারণে দিন দিন টাকার মান কমে যাচ্ছে। আবার ব্যাংক দেউলিয়া হবারও ভয় থাকে। আমি একবার নিউজে দেখেছিলাম যে যদি আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন আর সেই ব্যাংক যদি দেওলিয়া হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে আপনি শুধুমাত্র এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন বাংলাদেশ ব্যাংকের ইন্সুরেন্স থেকে। এদিকে ক্রিপ্টোতে রাখবো সেখানেও রয়েছে ভয় কারন ইমারজেন্সি সময়ে সেখান থেকে টাকা তুলতে গেলে হয়তোবা অনেক লসের সম্মুখীন হতে হবে এই ভেবে ক্রিপ্টোতে টাকা রাখা হয় না আর খুব বেশি পরিমাণে টাকা নেই যে কিছু অংশ ক্রিপ্টোতে রাখবো। বিজনেসে করবো সেখানেও ভয়। আসলে ভাই গরিব মানুষের জন্য এই পৃথিবী নয়। যাদের টাকা আছে তারাই আরো টাকার মালিক নয় আর গরিবরা সবসময় গরিবই থাকে।

Quote
Quote
সরকার পতনের পর আমার চাচাতো ভাই তার বিদেশ থেকে স্যালারির টাকা ইসলামী ব্যাংক এ পাঠিয়েছে, সেই টাকা তোলার জন্য ১ মাস এটিএম এ ঘুরে ঘুরে তুলতে পারিনি। সর্বশেষ বিকাশে এডমানি করে করে ২৫ হাজার করে ক্যাশ আউট করা লাগছে। খুবই খারাপ সময় পার করছি আমরা।
ভালো একটা কথা মনে করায় দিলেন, বিকাশে অ্যাড মানিতে সপ্তাহে কয়দিন পঁচিশ হাজার করে ক্যাশ আউট করা যেতে পারে। যেমন ন্যাশনাল ব্যাংকে তারা শুধুমাত্র সপ্তাহের দুই দিন ১০ হাজার করে উইথড্র করার সুযোগ দিচ্ছে। দেখে আমারটায় বিকাশে এডমানি করা যায় কিনা।
ইসলামী ব্যাংক মানুষের অনেক আস্থার একটি ব্যাংক ছিল। এদিকে ন্যাশনাল ব্যাংক রেমিটেন্স আনার দিক থেকে অনেক এগিয়েছিল। সোনালী ব্যাংক সরকারি ব্যাংক থাকায় মানুষ এটিকে বিশ্বাস করত এবং প্রচুর পরিমাণ টাকা এখানে রাখতো। AB ব্যাংক ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক খ্যাতি ছিল এবং তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাংকিং খাতে অনেক সাহায্য করতো তাই এই ব্যাংকেরও অনেকে খ্যাতি ছিল। কিন্তু এই ব্যাংকগুলারে পুরো ধ্বংস করে দিছে ১৬ বছরের একতরফা ক্ষমতা। প্রচুর পরিমাণে ঋণ খেলাপি করে। আর এই কারণেই সাময়িক সময়ের জন্য দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে বড় ট্রানজেকশন করতে নিষেধ করেছিল বাংলাদেশ ব্যাংক। যেন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করতে পারেন কারণ ব্যাংকগুলো এমনি দুর্বল হয়েছে আর এই খবরগুলো শুনে জনগণ হুমড়ি খেয়ে টাকা তোলা শুরু করবে তখন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া ছাড়া উপায় থাকবে না আর এগুলো ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সামনে বছরের শুরু থেকে নরমাল হতে পারে সবকিছু। এই ডিসেম্বর মাস এই সমস্যাগুলো পোহাতে হবে
full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
December 18, 2024, 10:43:06 AM
আমরা কমবেশি সবাই যারা ক্রিপ্টোতে আছি তারা মোটামুটি "Hodl" এই শব্দটির সাথে পরিচিত। যদিও শব্দটির বানান ভুল তবুও আমরা এটা ব্যবহার করে আসছি, কিন্তু কেনই বা করছি, এর অর্থ কি, আর এর পেছনের ইতিহাসটা কি!

মূলত আজকের এই দিনে GameKyuubi নামক এক ভদ্রলোক বিটকয়েনটকে একটি পোস্ট ক্রিয়েট করেন যেখানে টপিকটির টাইটেল ছিলো "I AM HODLING"। ভদ্রলোকটি এখানে "Hold" লিখতে গিয়ে ভুলবশত "Hodl" লিখে ফেলেন, আর সেখান থেকেই এই শব্দটির এসেছে। ক্রিপ্টোকারেন্সির জগতে প্রাইস মুভমেন্ট যেদিকেই হোক না কেনো আমরা ক্রিপ্টো হোল্ড করবোই, এই কনসেপ্টটি থেকে Hodl এই শব্দটির প্রচলন ঘটে, যা বর্তমানে বহুর ব্যবহৃত।
ওয়াও সুন্দর একটি জিনিস দেখতে পেলাম। আসলে ভাই Hodl/Hold ইজ Gold. যারা Hodl/Hold করতে পারে ভালো পরিমাণে প্রফিট করতে পারে। আমার জানা মতে আমার এক বন্ধু যে ৩টা BNB কিনে রাখছিলো ২৫$ করে দিয়ে। তার BNB এখন কোন পর্যায়ে চলে গেছে চিন্তার বাইরে। এরকম যারা Hodl করে তারা খুব ভালো পরিমাণে প্রফিট করতে পারে। আমরা আসলে ধরে রাখতে পারি না এই হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু যারা আসলে Hodl করতে পারে তারা অনেক ভালো করে। যাইহোক আমিও চেষ্টা করতেছি Hold করার জন্য দেখা যাক কতদুর পর্যন্ত করতে পারি।

DYING_SOUL অভিনন্দন, আপনি আরেক ধাপ এগিয়ে গেলেন। আপনার এই নতুন যাত্রায় আশা রাখি খুব ভালোভাবে পরবর্তী যাত্রা পর্যন্ত যেতে পারবেন। দীর্ঘ অপেক্ষার পরে Hero Member হয়ে গেলেন। যেহেতু মোটামুটি একটা ভালো এচিভমেন্ট অর্জন করে ফেললেন। বর্তমান সময়ে আপনি এটা এচিভ করলেন এবং কিছুদিন আগে Shishir99 ভাই Hero Member হয়ে গিয়েছে। আপনারা দুইজন মিলে এখন আমাদের বাংলা কমিউনিটির জন্য একটি ছোটখাটো গিভওয়ে দেন ভাই আমাদের জন্য।
full member
Activity: 532
Merit: 229
December 18, 2024, 06:49:03 AM


অনেক অনেক অভিনন্দ DYING_S0UL ভাই Hero Member র্যাংক অর্জনের জন্য! এটি সত্যি অনেক বড়  একটি অর্জন, আপনার দীর্ঘ যাত্রা, দক্ষতা এবং সৎ পরিশ্রম করার মাধ্যমে আপনি আজ এই পর্যায়ে পৌঁছেছেন, এটা আপনার প্রাপ্য। আপনার এই অর্জন আমাদেরকেউ অনুপ্রাণিত করছে, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার জন্য শুভকামনা রইলো, এবং দোয়া রইলো, আপনার পরবর্তী লিজেন্ডারি র্যাংক অর্জনের যাত্রা তাড়াতাড়ি সফল হোক এবং সুন্দর হোক.
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 17, 2024, 09:43:41 PM
BTC Happy Hodl Day Everyone BTC


Hodl Hodl Hodl BTC

আমরা কমবেশি সবাই যারা ক্রিপ্টোতে আছি তারা মোটামুটি "Hodl" এই শব্দটির সাথে পরিচিত। যদিও শব্দটির বানান ভুল তবুও আমরা এটা ব্যবহার করে আসছি, কিন্তু কেনই বা করছি, এর অর্থ কি, আর এর পেছনের ইতিহাসটা কি!

মূলত আজকের এই দিনে GameKyuubi নামক এক ভদ্রলোক বিটকয়েনটকে একটি পোস্ট ক্রিয়েট করেন যেখানে টপিকটির টাইটেল ছিলো "I AM HODLING"। ভদ্রলোকটি এখানে "Hold" লিখতে গিয়ে ভুলবশত "Hodl" লিখে ফেলেন, আর সেখান থেকেই এই শব্দটির এসেছে। ক্রিপ্টোকারেন্সির জগতে প্রাইস মুভমেন্ট যেদিকেই হোক না কেনো আমরা ক্রিপ্টো হোল্ড করবোই, এই কনসেপ্টটি থেকে Hodl এই শব্দটির প্রচলন ঘটে, যা বর্তমানে বহুর ব্যবহৃত।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 16, 2024, 11:35:48 PM
ভালো একটা কথা মনে করায় দিলেন, বিকাশে অ্যাড মানিতে সপ্তাহে কয়দিন পঁচিশ হাজার করে ক্যাশ আউট করা যেতে পারে। যেমন ন্যাশনাল ব্যাংকে তারা শুধুমাত্র সপ্তাহের দুই দিন ১০ হাজার করে উইথড্র করার সুযোগ দিচ্ছে। দেখে আমারটায় বিকাশে এডমানি করা যায় কিনা।

ন্যাশনাল ব্যাক থেকে কার্ড এর ক্ষেত্রে কি লিমিট দিয়েছে তারা সেটা আমার জানা নাই। তবে আমি ধারনা করি তারা সেটাও বন্ধ করে রেখেছে। আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে না পারেন, বা এনপিএসবি করতে না পারেন, আমার ডাউট হয় যে তারা বিকাশের এড মানি চালু রাখবে। যদি রেখে থাকে, তাহলে আপনি প্রতিদিন ২৫ হাজার টাকা করে এডমানি করতে পারবেন। আমি মূলত মাষ্টার কার্ড থাকার কারনে চাচাতো ভাইয়ের টাকা তুলে দিতে পেরেছিলাম। বিকাশে ২৫ হাজার করে করে ৩ দিনে ৭০ হাজার টাকা তুলে দিয়েছি।

কষ্টের ব্যাপার হলো সেই ভাই আজকে ৪ মাস হলো বেতন পায় না। ‍উজবেকিস্তানের একটা ইন্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করছে ১০ মাস হলো, এর মধ্যে সর্বশেষ ৪ মাসের বেতন আটকা। আর সেখানের সিষ্টেম হলো ব্যাংক একাউন্ট এ সরাসরি বেতন দিবে। চুক্তিভিত্তিক হওয়ায় না পারছে কোম্পানি ছাড়তে, না পারছে ব্যাংক একাউন্ট বদল করতে, আর না পারছে চলে আসতে।
full member
Activity: 28
Merit: 7
Wheel of Whales 🐳
December 16, 2024, 10:45:54 AM
আসসালামু আলাইকুম বাংলাদেশী সকল সদস্য ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই বাংলায় কথা বলার জায়গা খুঁজে পেলাম। ফোরাম সম্পর্কে আমার সেরকম কোন জ্ঞান নেই বললেই চলে। তবে বিটকয়েন রিলেটেড নাম দেওয়া খোলা। কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটু আমাকে জানাবেন।
আপনাকে ফোরামের পক্ষ থেকে জানাই স্বাগতম। ফোরামের কিছু দিকনির্দেশনা আছে এগুলো দেখে শুনে চলবেন এবং DYING_SOUL ভাই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট গুছিয়ে দিয়েছে আপনি সেগুলো পড়বেন এবং শেখার চেষ্টা করুন। ‌ পরবর্তী সময় যেগুলো না বুঝবেন সেগুলো বলবেন আশা করি সবাই সমাধান করে দিবে।

যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা ‍বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।
আসলে তারা কিসের জন্য এভাবে পোস্ট করে আবার কোন কিছু না বলেই চলে যায়। প্রথমদিকে আমি এটা বলব যে ঠিক আছে তারা টেলিগ্রামের বট সম্পর্কে জানেনা সেজন্য ব্যবহার করেনা এর কারণে হয়তো তারা রিপ্লাই করতে পারে না কিন্তু যদি তারা ফোরামের ভালো কিছু করার জন্য আসতো বা শেখার জন্য আসত তাহলে অবশ্যই বাংলা কমিউনিটিতে আসতো এবং তাদের পোস্ট করার পর কারা পোস্ট করছে এগুলা খেয়াল করে দেখতো। তারা একাউন্ট করার পরে আইসা একটা দুইটা পোস্ট করে চলে যায় আর আসে না। এবং তাদেরকে মেনশন করে তাদের ভুল ধরিয়ে দিয়ে যেসব সমাধানমূলক কথা বলা হয় সেগুলো তারা আর দেখেনা। প্রথমদিকে আমিও এগুলো বুঝি নাই পরবর্তী সময়ে যখন বট ব্যবহার করা শুরু করলাম তখন থেকে notification গুলোর দিকে খেয়াল রাখি। আমার মনে হয় নতুন যারা আসে তারা কোন কিছু শেখার জন্য আসে না সেজন্যই তারা এরকম করে অনেক কিছুই আছে যেগুলা শিখতে হবে সেগুলো তারা শিখতে রাজি নয়।

বাংলা কমিউনিটিতে দেখা যায় গুটি কয়েকজন মানুষ ছাড়া এই ফোরামের প্রতি আগ্রহ নেই বললেই চলে। এই আপনারা কয়েকজন আছেন যারা রেগুলার এখানে পোস্ট করেন এবং ব্যস্ত থাকলে সেটাও বলেন কি কারনে এখানে আসতে পারেন নাই কিন্তু ভাই আরো অনেকে রয়েছে তারা এইখানে কোন পোস্টই করে না। কিছু দিন দেখা যায় ভালই পোস্ট করে আবার দেখা যায় একদম বন্ধ করে দেয়।‌ অন্যান্য লোকাল বোর্ডের দিকে তাকালে দেখা যায় আমাদের বাংলাদেশের লোকাল বোডের অবস্থা খুবই খারাপ। সকলেই যদি এইখানে একটু একটু করে সময় দিত তাহলে মনে হয় অন্যান্য লোকাল বোর্ডের মত বাংলা লোকাল বোর্ড অনেক এগিয়ে যেতো।

আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। বইয়ে পড়েছিলাম ৩০ লক্ষ্য শহিদের প্রানের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের পূর্বের নাম আমারা সবাই জানি, পুর্ব পাকিস্তান ছিলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। যদি মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন না দিতো তাহলে এই বিটকয়েনটক ফোরামে বাংলাদেশ নামক লোকাল থ্রেড থাকতো না। যাইহোক, শহীদদের অবধান কখনো ভুলে যাওয়ার মতো নয়, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
আসলে আমরা ১৯৭১ সালের স্বাধীনতা ২০২৪ সালে এসে পরিপূর্ণভাবে স্বাধীন হিসেবে পরিচিতি লাভ করেছি। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং সামনে যেন আমরা সুন্দর বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেই প্রত্যয় আমরা এগিয়ে যেতে পারি। ৭১ থেকে ২৪, আত্মদানে বলীয়ান সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিজয়ের উচ্ছাস হোক নতুন বাংলাদেশ গড়ার পাথেয়।

ব্যাংকিং সেক্টর থেকে আস্থা একদম উঠে গেছে আমার। ৪০-৫০ হাজার টাকার বেশি রাখার মতো সাহস আমি করতে পারি না। সরকার পতনের পর আমার চাচাতো ভাই তার বিদেশ থেকে স্যালারির টাকা ইসলামী ব্যাংক এ পাঠিয়েছে, সেই টাকা তোলার জন্য ১ মাস এটিএম এ ঘুরে ঘুরে তুলতে পারিনি। সর্বশেষ বিকাশে এডমানি করে করে ২৫ হাজার করে ক্যাশ আউট করা লাগছে। খুবই খারাপ সময় পার করছি আমরা।
ভাই আমি এটার ভুক্তভোগী কারণ আমার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠালে অনেক ঘুরে ঘুরে টাকা তুলতে হয়েছে। সামান্য কিছু টাকা দেখা যায় ৪-৫ দিন ঘুরে ঘুরে তুলতে হয়। ব্যাংকের প্রতি আমারও কোন আস্থা নেই ভাই। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম গুলো খুবই বাজে অবস্থা। আমাকে প্রত্যেক মাসেই এরকম ঘুরে ঘুরে অল্প অল্প করে টাকা তুলতে হয়। যেটা খুবই খারাপ লাগে সামান্য কিছু টাকা যেটা ইসলামী ব্যাংক একবারে দেয় না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 16, 2024, 10:28:18 AM
এটা কোনো হাস্যকর কথা না ভাই। দেশের প্রায় বেশ কিছু ব্যাংক একদম দেউলিয়া হয়ে যাওয়ার পথে। চিন্তা করে দেখেন যাদের ব্যালেন্স কোটি টাকা, এরকম ১০ হাজার টাকা করে তারা কত বছরে সেই টাকা তুলতে পারবে? আমি যতটুকু শুনেছি, বাংলাদেশ ব্যাংক অনেক টাকা ছাপিয়েছে এসব ব্যাংক গুলো বাচানোর জন্য। টাকা গুলো ব্যাংকে দিলে ব্যাংক হয়তো বেচে যাবে, কিন্তু আপনি যদি ১ লাখ টাকা রেখে থাকেন, সেটার ভ্যালু হয়ে যাবে ৬০ হাজার টাকার সম পরিমান।
হাস্যকর কথাটি বলার কারণ হচ্ছে আমি ব্যাংকে টাকাগুলো রেখেছিলাম শুধুমাত্র সিকিউরিটি এর জন্য যেমন ক্রিপ্টোকারেন্সিতে রাখেনি ভেবেছিলাম এখানে সিকিউরিটি এর অভাব। এখন সোজা বাংলায় এ কয়েক বছরে  এমনিতেই সেই টাকার সুদ আসছে মাত্র 78 হাজার টাকার মতন আর অন্যদিকে যদি আমি মুদ্রাস্ফীতি হিসাব করি তাহলে এটি এক লাখ টাকার উপরে হয়েছে যদি ২০ পার্সেন্ট ধরি।

তাছাড়া খেলা দেখেন সিকিউরিটি এর কারণে ব্যাংকে রেখেছিলাম  যেন যখন তখন টাকাগুলো উঠাতে পারি। তখন বিট কয়েন নেমেছিল ১৫ হাজার এর ঘরে ইনভেস্টমেন্ট করে নি যে এখানে ইনভেস্টমেন্ট করলে হয়তোবা যখন তখন টাকা উঠাতে পারবো না কারণ বিটকয়েনের ভোলাটিলিটি এর কারণে। ভাগ্যের খেলা দেখেন ব্যাংকে টাকা রয়েছে কিন্তু ইমারজেন্সি সিচুয়েশনের জন্য গিয়েছিলাম টাকা উঠাতে কিন্তু সেটা আর উঠাতে পারলাম না। বলে যে কয়েকদিন সময় দেন।
Quote
সরকার পতনের পর আমার চাচাতো ভাই তার বিদেশ থেকে স্যালারির টাকা ইসলামী ব্যাংক এ পাঠিয়েছে, সেই টাকা তোলার জন্য ১ মাস এটিএম এ ঘুরে ঘুরে তুলতে পারিনি। সর্বশেষ বিকাশে এডমানি করে করে ২৫ হাজার করে ক্যাশ আউট করা লাগছে। খুবই খারাপ সময় পার করছি আমরা।
ভালো একটা কথা মনে করায় দিলেন, বিকাশে অ্যাড মানিতে সপ্তাহে কয়দিন পঁচিশ হাজার করে ক্যাশ আউট করা যেতে পারে। যেমন ন্যাশনাল ব্যাংকে তারা শুধুমাত্র সপ্তাহের দুই দিন ১০ হাজার করে উইথড্র করার সুযোগ দিচ্ছে। দেখে আমারটায় বিকাশে এডমানি করা যায় কিনা।
jr. member
Activity: 4
Merit: 0
December 15, 2024, 11:17:51 PM
Happy Victory Day.



আসসালামু আলাইকুম!

আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। বইয়ে পড়েছিলাম ৩০ লক্ষ্য শহিদের প্রানের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের পূর্বের নাম আমারা সবাই জানি, পুর্ব পাকিস্তান ছিলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। যদি মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন না দিতো তাহলে এই বিটকয়েনটক ফোরামে বাংলাদেশ নামক লোকাল থ্রেড থাকতো না। যাইহোক, শহীদদের অবধান কখনো ভুলে যাওয়ার মতো নয়, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।


সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল এবং থাকবে। আর আমাদের অতীত ইতিহাস শুধু বাংলাদেশীরাই জানে না। এটি সমগ্র বিশ্বে যে ইতিহাস গড়ে উঠেছে তার মধ্যে একটি।

কিন্তু সত্যি বলতে, আজকের দিনটা আমার কাছে বিশেষ কোনো দিন মনে হচ্ছে না। কারণটা, আপনারা জানেন, যেদিন থাকে স্বৈরশাসক হাসিনা (আমাদের প্রাণের আপা Grin) দেশ ছেড়ে চলে যান, তার পর কোনো বিশেষ দিনেই আর, এলাকার মোরে মোরে কোনো গান বাজানো হয় নি। কোনো বিশেষ দিনে আর খিচুড়ি বিতরণ করা হয় নি Embarrassed। 16 বছরের অভ্যাস এক মুহূর্তে শেষ হয়ে গেলো  যা আমাকে কিছুটা অস্বস্তি বোধ করাচ্ছে Undecided Grin

কিন্তু বাস্তবতা , আমরা বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো আছি।
"আলহামদুলিল্লাহ"
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 15, 2024, 10:44:03 PM
একটা হাস্যকর কথা বলে যাই এখন যে টাকা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য রেখে দিয়েছিলাম সেই টাকা এখন সেই ব্যাংকে গিয়ে আমি উঠাতে পারছি না আমি এখনো পর্যন্ত শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালে দেখেছি এই ধরনের কথা যে ব্যাংক থেকে টাকা উঠানো যাচ্ছে না কিন্তু বর্তমানে আমি নিজে ভুক্তভোগী হলাম ব্যাংক সপ্তাহে দুই দিন টাকা দিচ্ছে তাও আবার আপনি ওই দুইদিন 10 হাজার এর বেশি টাকা উত্তোলন করতে পারবেন না, আমিও অনেক গ্রাহকের দেখেছি অনেকটা কান্না কান্না মুখ একজনের আত্মীয়র অপারেশনের জন্য ২ লাখ টাকা লাগবে সেখানে তারা দশ হাজার টাকার বেশি দিতে পারবে না এটা বলে ফিরিয়ে দিচ্ছে।

ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক তারা বলেছে যে সামনের মাসে হয়তো ঠিক হয়ে যাবে এদের ইন্টারনেট ব্যাংকিং ট্রান্সফার ও এখন বর্তমানে বন্ধ আল্লাহ মাবুদ জানে আমার টাকাগুলো ফেরত পাব কিনা।

এটা কোনো হাস্যকর কথা না ভাই। দেশের প্রায় বেশ কিছু ব্যাংক একদম দেউলিয়া হয়ে যাওয়ার পথে। চিন্তা করে দেখেন যাদের ব্যালেন্স কোটি টাকা, এরকম ১০ হাজার টাকা করে তারা কত বছরে সেই টাকা তুলতে পারবে? আমি যতটুকু শুনেছি, বাংলাদেশ ব্যাংক অনেক টাকা ছাপিয়েছে এসব ব্যাংক গুলো বাচানোর জন্য। টাকা গুলো ব্যাংকে দিলে ব্যাংক হয়তো বেচে যাবে, কিন্তু আপনি যদি ১ লাখ টাকা রেখে থাকেন, সেটার ভ্যালু হয়ে যাবে ৬০ হাজার টাকার সম পরিমান।

ব্যাংকিং সেক্টর থেকে আস্থা একদম উঠে গেছে আমার। ৪০-৫০ হাজার টাকার বেশি রাখার মতো সাহস আমি করতে পারি না। সরকার পতনের পর আমার চাচাতো ভাই তার বিদেশ থেকে স্যালারির টাকা ইসলামী ব্যাংক এ পাঠিয়েছে, সেই টাকা তোলার জন্য ১ মাস এটিএম এ ঘুরে ঘুরে তুলতে পারিনি। সর্বশেষ বিকাশে এডমানি করে করে ২৫ হাজার করে ক্যাশ আউট করা লাগছে। খুবই খারাপ সময় পার করছি আমরা।
sr. member
Activity: 602
Merit: 369
Betunlim|Welcome Bonus 100%|Upto 1000€
December 15, 2024, 08:10:45 PM
Happy Victory Day.



আসসালামু আলাইকুম!

আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। বইয়ে পড়েছিলাম ৩০ লক্ষ্য শহিদের প্রানের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের পূর্বের নাম আমারা সবাই জানি, পুর্ব পাকিস্তান ছিলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। যদি মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন না দিতো তাহলে এই বিটকয়েনটক ফোরামে বাংলাদেশ নামক লোকাল থ্রেড থাকতো না। যাইহোক, শহীদদের অবধান কখনো ভুলে যাওয়ার মতো নয়, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 15, 2024, 03:46:25 PM
যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা ‍বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।
খারাপ কিছু বলেননি আমি আপনার সাথে সহমত পোষণ করতেছি, যদিও এটা একটু হার্ড লাইনে যাওয়া হবে তবে এইসব ইউজার যারা একই ভুল বারবার করে তাদেরকে ওয়ার্নিং হিসেবে সরাসরি টেম্পোরারি ব্যান দেওয়াটাই শ্রেয় হবে।
শুরু থেকে আমিও চেষ্টা করেছি যে এরকম নতুন ইউজারদের  পিএম করে সচেতন করার তারপরেও  দেখেছি অনেকে সতর্ক হয় না এবং সেম ভুল আরো করতেছিল।
যদিও তাদের অনেকেই এখন ফোরামে নাই  কারণ তাদের প্রোফাইল গুলোতে লাল বাত্তি ধরিয়ে দেওয়া হয়েছে।



যাইহোক যে কথাটি বলেছিলাম অনেকেই হয়তো কিছুদিন আগে আমার কয়েকটা পোস্টে দেখেছেন আমি ২০২১ সালে বিটকয়েন ইনভেস্টমেন্ট করিনি শুধুমাত্র নতুন থাকার কারণে রিস্ক নিতে পারিনি আর তাছাড়া ব্যাংকে টাকা রেখে দিয়েছিলাম ইমারজেন্সি সিচুয়েশন কভার দেওয়ার জন্য।

একটা হাস্যকর কথা বলে যাই এখন যে টাকা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য রেখে দিয়েছিলাম সেই টাকা এখন সেই ব্যাংকে গিয়ে আমি উঠাতে পারছি না আমি এখনো পর্যন্ত শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালে দেখেছি এই ধরনের কথা যে ব্যাংক থেকে টাকা উঠানো যাচ্ছে না কিন্তু বর্তমানে আমি নিজে ভুক্তভোগী হলাম ব্যাংক সপ্তাহে দুই দিন টাকা দিচ্ছে তাও আবার আপনি ওই দুইদিন 10 হাজার এর বেশি টাকা উত্তোলন করতে পারবেন না, আমিও অনেক গ্রাহকের দেখেছি অনেকটা কান্না কান্না মুখ একজনের আত্মীয়র অপারেশনের জন্য ২ লাখ টাকা লাগবে সেখানে তারা দশ হাজার টাকার বেশি দিতে পারবে না এটা বলে ফিরিয়ে দিচ্ছে।

ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক তারা বলেছে যে সামনের মাসে হয়তো ঠিক হয়ে যাবে এদের ইন্টারনেট ব্যাংকিং ট্রান্সফার ও এখন বর্তমানে বন্ধ আল্লাহ মাবুদ জানে আমার টাকাগুলো ফেরত পাব কিনা।

সবাইকে বলব ব্যাংকে অন্তত টাকা না রেখে আপনার ট্রাস্ট ওয়ালেটে বিটকয়েন বা ইউএসডিটি করে রাখেন তাও অনেক ভালো হবে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর শেষ।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 15, 2024, 07:39:52 AM
যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।

If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.

যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা ‍বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।

আমি বুঝিনা এরা এইসব করে কি পায়। কথা নাই বার্তা নাই ঠাস করে কই থেকে জানি সোর্স ছাড়া একটা কনটেন্ট কপি মেরে পোস্ট করে দেয়। সোর্স দিতে মনে নাই বা নতুন হিসেবে রুলস্ জানে না সেটা বির্তকের খাতিরে মানা যায়। কিন্তু যে এখানে পোস্টটি করলো সে যদি এখানে ২-৪ টা গঠনমূলক আলোচনাও করতো তাও কথা ছিলো। সবার মতামত জানতে চেয়ে নিজেই গায়েব এখন। আদেও ৬ মাসে এখানে আসবে কিনা কে জানে।

প্রথম লাইলে যা বল্লেন সেটা একদম সঠিক। এই ইউজারকে ফোরামের রুলস্ রেগুলেশন সম্পর্কে পূবেই এক লোকাল মেম্বার জানাইসে, সেখানে সে রিপ্লাইও করছে। কিন্তু তিনি কোট করা পোস্টগুলো পড়ার প্রয়োজন মনে করে নাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 14, 2024, 11:31:10 PM
যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।

If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.

যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা ‍বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।
jr. member
Activity: 63
Merit: 7
December 14, 2024, 11:19:03 PM
বাজার বিশ্লেষকদের মতে, 2025 সালের প্রথম ত্রৈমাসিকে ইথার তার আগের সর্বকালের সর্বোচ্চকে ছাড়িয়ে যেতে পারে। Shocked
 আপনাদের ভবিষ্যদ্বাণী কী? জানাবেন সকলে কি হতে চলেছে ইথারের উপর Cheesy

যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।

If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.
সেই ব্যক্তিটি বিটগেট থেকে কপি করে এখানে হুবহু পোস্ট করে দিয়েছে, কোন চেঞ্জ করেনি এমনকি সে যেখান থেকে তার এই পোস্টটি কপি করেছে সেটার লিংক যুক্ত করেনি। তিনি এর আগে একটি পোস্টে ফোরামের নিয়ম কানুন জানতে চেয়েছিলেন আমাদের এই বোর্ডের একজন সদস্য খুবই সুন্দরভাবে তাকে সেই নিয়ম কানুন সম্পর্কিত পোস্ট গুলো উল্লেখ করেছিল তারপরও সে ভুল করেছে।

That person copied from Bitgate and posted exactly here, made no changes and not added a link to where he copied his post from. He wanted to know the rules of the forum earlier, one of our board members very nicely pointed him to the posts regarding those rules, but he made a mistake.

He copied part of that post from here.



এখান থেকে তার পোস্টের অংশটুকু কপি করেছে;


Link: https://www.bitget.com/news/detail/12560604421999
Pages:
Jump to:
© 2020, Bitcointalksearch.org