গত কিছুদিন পড়ালেখার চাপে অনলাইনে তেমন আসা হয়নি, আশা করি সকলে ভালো আছেন। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার বাকি রয়েছে, যেগুলো এই কয়েকদিন এখানে পোষ্ট করতে পারিনি।
১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে
বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন:
https://x.com/0xSultan_/status/1876282542992822350 এখন আসি আগের শেয়ার করা ZRO ট্রেডিং এর কিছু হালনাগাদ নিয়ে:
০১) ZRO টোকেনটি কিছুদিন আগের ডাম্পের সময় সর্বনিম্ন $3.97 এ চলে গিয়েছিলো
০২) যারা মাত্র 5x leverage নিয়ে ট্রেড নিয়েছিলেন, তাদেরকে অভিনন্দন
০৩) টোকেনটি পরবর্তীতে $5.15 পর্যন্ত পাম্প করেছিলো এবং যারা ট্রেডটি close করেছিলেন, তারা প্রায় ১০০% লাভ কিংবা ২গুণ লাভ করেছেন। আর যারা আমার মতো তারা close করেন নাই, তারা হয়তো এখন লাভে নেই।
০৪) গত কিছুদিন টোকেনটি $৪.০০ এবং $৫.০০ এর মধ্যে পাম্প-ডাম্প করতেছিলো, কারণ মার্কেটই পাম্প-ডাম্প করতেছিলো।
০৫) যেহেতু Trump এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন, তাহলে সামনের দিনগুলোতে মার্কেট আরো বৃদ্ধি পাবে। চাইলে আপানারা $4.00 এর কমে LONG অর্ডার নিতে পারেন।
→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।
বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।
যারা Plume Network এর টেস্টনেট করেছেন, তারা S1 Airdrop এর জন্য রেজিস্ট্রেশন করতে ভুলবেন নাহ। অবশ্যই ১৮ই জানুয়ারির বাংলাদেশ সময় রাত ১১টার আগেই সেটি করবেন, নইলে টেস্টনেট করার পরও এয়ারড্রপ পাবেন নাহ।
বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1879223676509544785যারা Plume Network টেস্টনেট করেছেন এবং সময়মতো রেজিস্ট্রেশন করেছেন, তারা কালকের জন্য তৈরি হোন। কেননা আগামীকালকে ( ২১ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টার সময় $PLUME টোকেনটি বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হবে। এক্সচেঞ্জগুলো হলো:
নিচের দুইটি প্রজেক্টের এয়ারড্রপ চেকিং কিংবা claiming চালু হয়েছে। আমি নিজে যদিও এই দুইটা করি নাই, আপনাদের কেউ যদি করে থাকে, তাহলে দেখে নিয়ে যে এয়ারড্রপ পেয়েছেন কি নাহ।
- Nillion:
https://x.com/nillionnetwork/status/1881327695260463436- Analog:
https://x.com/OneAnalog/status/1881059103084322988
২০২৪ সালে শেষের দিকে বিটকয়েনের দাম ১০০k অতিক্রম করে রেকর্ড করেছিলো, কিন্তু ২০২৫ সালের শুরুতে বিটকয়েনের দাম কমতে শুরু করেছিলো। অনেকেই ভেবেছিলেন বিটকয়েনের দাম আরও কমে যেতে পারে। কিন্তু আজকে বিটকয়েন তার পুর্বের ATH ভেঙ্গে নতুন ATH গড়েছে। ২০২৪ সালের শেষের দিকে সর্বোচ্চ মুল্যে ছিলো $108k। আজকে পুরনো রেকর্ড ভেঙ্গেছে আজকে বিটকয়েনের দাম $109k প্লাস হয়েছে।
ট্রাম্প আজকে ক্ষমতায় আসার সাথে সাথে ক্রিপ্টো কমিউনিটি খুবই খুশি কেননা ট্রাম্প এখন ক্রিপ্টো নিয়ে পজিটিভ এবং সকলেই আশা করতেছে, ট্রাম্পের এই নতুন শাসন আমলে ক্রিপ্টোর ভালো কিছু হবে। আর গত পাম্পগুলোকে ট্রাম্প নিজে "
The Trump Effect" বলে উল্লেখ করেছেন, কেননা নির্বাচন জেতার পর থেকেই ক্রিপ্টোসহ অন্যান্য মার্কেটগুলো নতুন রেকর্ড তৈরি করেছে। যাইহোক আশা করা যায়, সামনের সপ্তাহগুলোতে আমরা ভালো কোনো খবর পাবো ক্রিপ্টো নিয়ে এবং মার্কটেও পাম্প করবে। কিন্তু অল্টকয়েনের পাম্প দেরিতে হবে হয়তো আমার যতটুকু মনে হয়।
Pnut আমারে দিছে ঢুকাইয়া আইককা বাঁশ। এই বছরে ২০২৫ এ আপাতত আমার পোর্টফোলিওতে লালবাতি জ্বলে থাকবে মনে হচ্ছে। আমি যে দামে বিনিয়োগ করেছি খুব সম্ভবত আর সেই দামে পৌঁছাতে পারবে না অথবা পৌঁছাতে পারলেও আমার ধৈর্য্যে কুলাবে না।
আমি বিনিয়োগ করার পর টানা পঞ্চমবারের মতো সেরা লুজারে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফিতে এর চেয়ে ভালো কোন এলটকয়েন পারফরম্যান্স করতে পারে না।
আপনাকে শুধু এটিই বলবো যে, বাইন্যান্স কিংবা অন্যান্য যেকোনো এক্সচেঞ্জগুলো memecoin লিস্ট শুধুমাত্র তখনই করে, যখন তাদের ট্রেডিং ভলিউম দরকার হয়। আর এমন memecoin এ বিনিয়োগ নাহ করাই ভালো, যদি নাহ কোনো ধরনের ট্রেন্ড কিংবা হাইপ থাকে, অথবা coinbase এর মতো এক্সচেঞ্জে এখনো লিস্টিং এর সম্ভাবনা থাকে। PNUT কিন্তু কিছুদিন আগে coinbase এ লিস্টিং হয়ে গেছে এবং এটি হয়তো পাম্প করতো , কিন্ত Trump তার নিজের নামের memecoin চালু করে পুরো হাইপটা টেনে নিয়েছে। এইকারণে অন্যান্য memecoin তেমন একটি বৃদ্ধি পায় নি।
আর একটি বিষয় লক্ষ্য করবেন, Binance কিংবা অন্যান্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো কিন্তু ট্রেডিং ভলিউমের শেয়ার নেওয়ার জন্য Trump কয়েন কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট করেছিলো। কারণ যত বেশি তারা ট্রেডিং ভলিউমের শেয়ার নিতে পারবে, তাদের তত বেশি লাভ হবে ট্রেডিং ফি থেকে। আর আপনি চাইলে PNUT এ লসটা মেনে নিয়ে বাকি যতটুকু অর্থ রয়েছে, সেগুলো দিয়ে লসটা পুশিয়ে নিতে পারেন। বাকি দেখেন কি করবেন, কিন্তু আমার মতে memecoin থেকে দূরে থাকা, যদি নাহ সেটি নতুন পর্যায়ের হয়ে থাকে। মানে এখনো মার্কেটক্যাপ খুবই কম এবং বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এখনো লিস্টি বাকি রয়েছে।
আমি 0.61 করে 1200 এক্সআরপি কিনে Exodus ওয়ালেটে হোল্ডিং করে রেখেছিলাম কিন্তু বৌয়ের গহনা বানানোর জন্য বিক্রি করে দিয়েছিলাম যদি ভুলেও রেখে দিতাম তাহলে আজ ছয় গুণ বেশি প্রফিট পেতাম। আসলে যেটা ভাগ্যে নেই সেটা কখনোই আমার ভাগ্য আল্লাহপাক লিখে রাখেননি।
এমন অনেকের সাথেই হয়েছে হোক সেটা XRP কিংবা অন্য অল্টকয়েন। যাইহোক ট্রাম্পের কারণে হয়তো XRP আরো বৃদ্ধি পেতে পারে এবং ক্রিপ্টো কমিউনিটি আবারও memecoin ট্রেন্ডের আশা করেতেছে XRPL চেইনে । আর সেট যদি সম্ভব হয়, তাহলে আবারও XRP এর মূল্য বৃদ্ধি পেতে পারে। বাকি অন্যান্যরা নিজেদের বিশ্লেষণ শেষে বিনিয়োগ করতে পারে।
]
আমি তো ভাই মনে করি যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনেই করা উচিত যদি আমাদের ট্রেডিং এনালাইসিস নলেজকম থাকে।
শুধুমাত্র ট্রেডিং এনালাইসিসের জ্ঞান থাকলেই যে, আপনি ভালো কিছু করতে পারবেন এমনও নাহ ভাই। অনেক সময় TA জানার পরও ক্ষতি হয়, কারণ মার্কেটে কোনো FUD কিংবা অন্য খবরের কারণে আপনার TA তখন কাজে লাগবে নাহ। তাই আমার মতে, সকলে উচিত বিভিন্ন ট্রেন্ড নিয়ে জানা এবং হালকা পাতলা TA জানার, তাহলেই অল্টকয়েন থেকে লাভ করা সম্ভব এবং বিটকয়েনের পাশাপাশি অন্যগূলোতেও বিনিয়োগ করতে পারবেন।
আমাদের সবাই এমনকি আমিও একটি সাধারণ ভুল করে থাকি আর সেটি হলো যে, যেটিতেই বিনিয়োগ করি নাহ কেন, যতক্ষণ আমাদের টার্গেট পূরণ না হবে ততক্ষণ বিক্রি করি নাহ। আর এই কারণেই আমারদের ক্ষতির পরিমাণ বেশি হয়, কেননা অনেক অল্টকয়েন দেখা যায় ৬০% কিংবা ৮০% টার্গেটে পৌছানোর পরই ডাম্প শুরু করে। এইজন্য কমিউনিটিতে একটি কথা ভালোই পরিমাণে বলা হয়ে থাকে যে,
Don't get married to your trade/coin/investment
আজকের মতোই এইটুকুই, আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে এয়ারড্রপ নিয়ে কিছু প্রজেক্ট আপনাদের জন্য শেয়ার করবো।