Pages:
Author

Topic: বাংলা (Bengali) (Read 3717173 times)

sr. member
Activity: 462
Merit: 767
Today at 08:37:22 AM
সরকার কি করলো আর না করল সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবাইকে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এটাই আমাদের দেখার বিষয়। আপনি আর আমি যদি ভারতীয় পণ্য বয়কট করি তাহলে হয়তো আমাদেরকে কেউ কিনতে বাধ্য করবে না তাই নিজেদের সচেতন হবে এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে।

ভাই আমরা চাইলে বেশিরভাগ দেশের পন্য বয়কট করতে পারি। কিন্তু আমরা পারি না চোরের বাচ্চাদের জন্য। বাংলাদেশের অসাধু ব্যাবসায়ীদের জন্য। এরা সুযোগ পেলেই দুনিয়ার সব কিছুর দাম বাড়িয়ে দেয়। ভারতের পেয়াজ রপ্তানি বন্ধের নিউজের সাথে সাথে প্রতি কেজিতে ৫০ টাকা কিভাবে দাম বেড়ে যায় সেটা কি দেখেছেন? সব পন্যের ক্ষেত্রে এরকমই হবে। আজকে হয়তো আমরা নিজের বয়কট করছি বলে দাম বাড়েনা। কালকে ভারত বলে দিক যে তারা বাংলাদেশে কোনো প্রকার সাবান শ্যাম্পু রপ্তানি করবে না, আগামীকাল দেখবেন বাংলাদেশের সাবান শ্যাম্পুর মতো একটা পন্যের আকাশ চুম্বী দাম হয়ে গেছে।

আমার দেশে না কৃষক লাভ করতে পারে, না ক্রেতারা লাভ করতে পারে। সারা বছরই দালাল রা কয়েকগুন করে লাভে পন্য বিক্রি করে। ভারত থেকে কার্যত গরু আমদানী বন্ধ আছে। তবুও যদি অফিশিয়ালি ভারত আবার বলে যে বাংলাদেশে গরু রপ্তানী বন্ধ, কালকে বাজারে ১০০০ টাকার নিচে গরুর গোস্ত খুজে পাবেন না। এই চোরের বাচ্চাদের জন্য কিছুই সম্ভব না।
newbie
Activity: 1
Merit: 0
Today at 04:47:38 AM
খুব গুরুত্বপূর্ণ নিউজ

এক সময় মরণঘাতী ক্যান্সারের কথা আমরা খুব কম শুনেছি কিন্তু ইদানিং এই মরনঘাতী রোগটি খুব সচরাচর শোনা যায়। সম্প্রতি একটি গবেষণায় ভারতের বিভিন্ন পণ্যের মধ্যে মারনগাতি ক্যান্সারের জীবাণু Ethylene oxide পাওয়া গেছে ফলে ইউরোপে ভারতীয় ৫২৭টি ভিন্ন রকমের পণ্য বর্জন করেছে। এটা অনেকেই ভারতের একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এবং বিশ্ব মানবতাকে ধ্বংসের জন্য ভারতের একটি কঠিন চাল হিসাবে অনেকেই মনে করছে। আমরা যারা ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য এই পণ্য বর্জনের বিষয়টি আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।
https://www.talkimg.com/images/2024/04/26/rutKo.jpeg

https://www.somoynews.tv/news/2024-04-25/DBWF3uKL
ভারতের৫২৭ টি পূর্ণের মধ্যে ক্যান্সারের উপাদান পেল ইউরোপীয় ইউনিয়ন আমরা যারা ভারতের পণ্য বয়কট করতে চাই এটাই সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদেরকে ভারতের পণ্য বয়কট করা উচিত। একটা দুটো নয় প্রায় ৫২৭ টি ভারতীয় পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান রয়েছে এর মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশ অনেকগুলাই পণ্য আমদানি রপ্তানি করা হয়। আমাদের সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন আমাদের দেশের সরকার আমদানি রপ্তানি না করে। আমাদের দেশের প্রায় অনেক জনগণের ভারতে পণ্যের প্রতি খুবই আকৃষ্ট তাই আমাদের সরকারকে অবশ্যই বিবেচনা করতে হবে যে যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন কখনোই আমাদের দেশে আমদানি রপ্তানি না করা হয়।
যে দেশের সরকার ও আমলা ভারতীয় পণ্যের জন্য বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর চড়াও পাকড়াও করতে পারে সেই দেশের সরকার ভারতীয় পণ্য বয়কট করার জন্য সহায়তা করবে বলে আপনার ধারণা।এই দেশের 90% জনগণ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও সরকার ভারতীয় পণ্যের বিপরীতে অবস্থান নেবে না।যা করার এখনই করতে হবে, আমি আপনি ভারতীয় পণ্য বয়কট করলেই চলবে ভাই। কালকে থেকে কাজুবাদাম, কাঠবাদাম খাওয়া বাদ দিয়ে দিছি। বাদাম জাতীয় 45 পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে।। আল্লাহতালা জানে আমাদের দেশে ভারতীয় পণ্যের যে চালান আসে তাতে মনে হয় সবচেয়ে বেশি ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু বেশি রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় পণ্যের রপ্তানি করার সময় অবশ্যই ভালোভাবে রিসার্চ করে রপ্তানি করে আর তাতেই যে পরিমাণ ফলাফল পেয়েছে তাহলে একটু আমার দেশের কথা বিবেচনা করে দেখুন কি পরিমান ক্যান্সারের জীবাণু পাওয়া পাবে। সময় থাকতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ভারতের পণ্যের ব্যবহার বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বিপদমুক্ত রাখুন।আমীন।
সরকার কি করলো আর না করল সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবাইকে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এটাই আমাদের দেখার বিষয়। আপনি আর আমি যদি ভারতীয় পণ্য বয়কট করি তাহলে হয়তো আমাদেরকে কেউ কিনতে বাধ্য করবে না তাই নিজেদের সচেতন হবে এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে।
LDL
hero member
Activity: 560
Merit: 581
Today at 02:14:33 AM
খুব গুরুত্বপূর্ণ নিউজ

এক সময় মরণঘাতী ক্যান্সারের কথা আমরা খুব কম শুনেছি কিন্তু ইদানিং এই মরনঘাতী রোগটি খুব সচরাচর শোনা যায়। সম্প্রতি একটি গবেষণায় ভারতের বিভিন্ন পণ্যের মধ্যে মারনগাতি ক্যান্সারের জীবাণু Ethylene oxide পাওয়া গেছে ফলে ইউরোপে ভারতীয় ৫২৭টি ভিন্ন রকমের পণ্য বর্জন করেছে। এটা অনেকেই ভারতের একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এবং বিশ্ব মানবতাকে ধ্বংসের জন্য ভারতের একটি কঠিন চাল হিসাবে অনেকেই মনে করছে। আমরা যারা ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য এই পণ্য বর্জনের বিষয়টি আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।


https://www.somoynews.tv/news/2024-04-25/DBWF3uKL
ভারতের৫২৭ টি পূর্ণের মধ্যে ক্যান্সারের উপাদান পেল ইউরোপীয় ইউনিয়ন আমরা যারা ভারতের পণ্য বয়কট করতে চাই এটাই সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদেরকে ভারতের পণ্য বয়কট করা উচিত। একটা দুটো নয় প্রায় ৫২৭ টি ভারতীয় পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান রয়েছে এর মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশ অনেকগুলাই পণ্য আমদানি রপ্তানি করা হয়। আমাদের সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন আমাদের দেশের সরকার আমদানি রপ্তানি না করে। আমাদের দেশের প্রায় অনেক জনগণের ভারতে পণ্যের প্রতি খুবই আকৃষ্ট তাই আমাদের সরকারকে অবশ্যই বিবেচনা করতে হবে যে যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন কখনোই আমাদের দেশে আমদানি রপ্তানি না করা হয়।
যে দেশের সরকার ও আমলা ভারতীয় পণ্যের জন্য বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর চড়াও পাকড়াও করতে পারে সেই দেশের সরকার ভারতীয় পণ্য বয়কট করার জন্য সহায়তা করবে বলে আপনার ধারণা।এই দেশের 90% জনগণ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও সরকার ভারতীয় পণ্যের বিপরীতে অবস্থান নেবে না।যা করার এখনই করতে হবে, আমি আপনি ভারতীয় পণ্য বয়কট করলেই চলবে ভাই। কালকে থেকে কাজুবাদাম, কাঠবাদাম খাওয়া বাদ দিয়ে দিছি। বাদাম জাতীয় 45 পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে।। আল্লাহতালা জানে আমাদের দেশে ভারতীয় পণ্যের যে চালান আসে তাতে মনে হয় সবচেয়ে বেশি ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু বেশি রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় পণ্যের রপ্তানি করার সময় অবশ্যই ভালোভাবে রিসার্চ করে রপ্তানি করে আর তাতেই যে পরিমাণ ফলাফল পেয়েছে তাহলে একটু আমার দেশের কথা বিবেচনা করে দেখুন কি পরিমান ক্যান্সারের জীবাণু পাওয়া পাবে। সময় থাকতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ভারতের পণ্যের ব্যবহার বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বিপদমুক্ত রাখুন।আমীন।
member
Activity: 322
Merit: 85
★Bitvest.io★ Play Plinko or Invest!
Today at 01:04:06 AM
খুব গুরুত্বপূর্ণ নিউজ

এক সময় মরণঘাতী ক্যান্সারের কথা আমরা খুব কম শুনেছি কিন্তু ইদানিং এই মরনঘাতী রোগটি খুব সচরাচর শোনা যায়। সম্প্রতি একটি গবেষণায় ভারতের বিভিন্ন পণ্যের মধ্যে মারনগাতি ক্যান্সারের জীবাণু Ethylene oxide পাওয়া গেছে ফলে ইউরোপে ভারতীয় ৫২৭টি ভিন্ন রকমের পণ্য বর্জন করেছে। এটা অনেকেই ভারতের একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এবং বিশ্ব মানবতাকে ধ্বংসের জন্য ভারতের একটি কঠিন চাল হিসাবে অনেকেই মনে করছে। আমরা যারা ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য এই পণ্য বর্জনের বিষয়টি আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।


https://www.somoynews.tv/news/2024-04-25/DBWF3uKL
ভারতের৫২৭ টি পূর্ণের মধ্যে ক্যান্সারের উপাদান পেল ইউরোপীয় ইউনিয়ন আমরা যারা ভারতের পণ্য বয়কট করতে চাই এটাই সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদেরকে ভারতের পণ্য বয়কট করা উচিত। একটা দুটো নয় প্রায় ৫২৭ টি ভারতীয় পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান রয়েছে এর মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশ অনেকগুলাই পণ্য আমদানি রপ্তানি করা হয়। আমাদের সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন আমাদের দেশের সরকার আমদানি রপ্তানি না করে। আমাদের দেশের প্রায় অনেক জনগণের ভারতে পণ্যের প্রতি খুবই আকৃষ্ট তাই আমাদের সরকারকে অবশ্যই বিবেচনা করতে হবে যে যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন কখনোই আমাদের দেশে আমদানি রপ্তানি না করা হয়।
full member
Activity: 280
Merit: 117
April 26, 2024, 05:01:07 AM
খুব গুরুত্বপূর্ণ নিউজ

এক সময় মরণঘাতী ক্যান্সারের কথা আমরা খুব কম শুনেছি কিন্তু ইদানিং এই মরনঘাতী রোগটি খুব সচরাচর শোনা যায়। সম্প্রতি একটি গবেষণায় ভারতের বিভিন্ন পণ্যের মধ্যে মারনগাতি ক্যান্সারের জীবাণু Ethylene oxide পাওয়া গেছে ফলে ইউরোপে ভারতীয় ৫২৭টি ভিন্ন রকমের পণ্য বর্জন করেছে। এটা অনেকেই ভারতের একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এবং বিশ্ব মানবতাকে ধ্বংসের জন্য ভারতের একটি কঠিন চাল হিসাবে অনেকেই মনে করছে। আমরা যারা ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য এই পণ্য বর্জনের বিষয়টি আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।


https://www.somoynews.tv/news/2024-04-25/DBWF3uKL
sr. member
Activity: 462
Merit: 767
April 26, 2024, 04:56:27 AM
আসলে ভাই বাইনান্স এমন একটা জায়গায় রয়েছে যে এটাকে  ট্রাস্ট করি না কিন্তু আবার ট্রাস্ট না করার উপায় নাই।
তার মধ্যে বাইনান্স BUSD কে  ডি-লিস্টেড করেছে দেখেই আমার ভয়, কারণ যে কোন সময় যদি FDUSD  ডিলিস্টেড করে দেয় তাহলে এটারও ধ্বস নেওয়া যাবে কারণ বাইনান্স ছাড়া আর দুই একটা যে সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট রয়েছে সেগুলোতেও  ডি লিস্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তাছাড়া আমি মনে করি FDUSD কে যদি বাইনান্স  ডিলিস্টেড করে তাহলে আমি তো আমার ফান্ড ফেরত পাব, যদিও আমি এ বিষয়ে শিওর না।

আপনি যদি অনলাইনে একটিভ থাকেন, তাহলে ডি লিস্ট হওয়ার আগে অবশ্যই জানতে পারবেন। BUSD ডিলিস্ট হওয়ার পেছনের কারণ হলো বাইনান্সের দুর্নীতি যার কারনে সিজে অব্দি বাইনান্স থেকে লিভ নিতে বাধ্য হয়েছে। বাইনান্সের এরকম দুর্নীতি নিয়ে কিন্তু কয়েন আলাপে অনেক আগে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছিলো। বাইনান্স এর প্রতিটা BUSD এর বদলে এক ডলার করে ব্যাক রাখার কথা ছিলো। কিন্তু তারা প্রায় রিজারভ থেকে ডলার সরিয়ে লেনদেন করতো। পরবর্তীতে বাইনান্স সেই রিজার্ভ আবার ফিল করেছে কি না এরকম কোনো আপডেট তারা জানায়নি। সর্বশেষ সিকিউরিটি এক্সচেঞ্জ ডিপারমেন্ট এর মামলায় সম্ভবত অনেক কয়েন বাইনান্স থেকে রিমুভ করা হয়। এর মধ্যে BUSD একটা। বাইনান্স ডিলিস্ট করার আগেই জানিয়ে দিয়েছে যে এটা ডিলিস্ট করে দেয়া হবে। আমার মনে হয় না বাইনান্স একই ভুল আবারো করবে। সুতরাং আপাতত টেনশন ফ্রি থাকতে পারেন।
hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
April 26, 2024, 02:32:35 AM
FDUSD কয়েনটি আমি মনে করছি সম্পর্ন ট্রাস্টেড এর কারণ হচ্ছে বাইনান্সে যখন লাঞ্চ  পুল চলে তখন FDUSD কয়েন স্ট্যেকিং করলে লাঞ্চ  পুল এর টোকেন গুলো পাওয়া যায়।বাইনান্সে এর এইরকম অফার দেয়ার কারণ হচ্ছে FDUSD কয়েনটি জনপ্রিয়ো করে তোলার জন্য এমন পদক্ষেপ নিয়েছে হয়তো।FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন কি আপনি কি এটা জানেন? FDUSD বাইনান্সে নিজস্ব কয়েন হলে তাহলে চিন্তার কোন কারণ নেই এটা কখনোই ডি লিস্টেড হবে বলে মনে করি না।আর যদি কখনো FDUSD কোন কারনে বাইনান্সে থেকে ডি লিস্টেড  হয় তবে আপনার বিনিয়োগ করা FDUSD অর্থ ফেরত দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে।আর যদি FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন না হয় তবে কোন কারনে ডি লিস্টেড হলে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে।
FDUSD যে বাইনান্সের নিজস্ব কয়েন এটা আমি জানতাম না! এটাতে ইনভেস্ট করার কারণ ছিল আমার প্রচুর ট্রেডিং ভলিউম। আপনি হয়তো ঠিক বলেছেন যে বাইনান্সে লিস্টেড তারপরে তাদের নিজস্ব কয়েন এবং হয়তো এর জন্য এটাকে ট্রাস্টেড বলা চলে কিন্তু আমারও টেনশন সে জায়গায় যে যদি BUSD এর মতন এটাকে কখনো ডিলিস্টেড  করে তাহলে এটার মূল্য থাকার পসিবিলিটি একদমই জিরো। সকল ইনভেস্টমেন্টে অনেকটা  ঝুঁকির মধ্যেই পড়ে তবে আমার ফান্ড থেকে টাকা দরকার তাই এখানে staking করে রেখেছি যদিও এখনো আমি এটার মধ্যে 14 ডলারের মতন লসে আছি,  স্টেবল কয়েন এক সেন্ট কমে যাওয়া মানে বহুত কমে যাওয়া।
ভাই এটা ডিপেন্ড করে আপনি বাইনান্স কে ট্রাষ্ট করেন কি না। অনেকেই এখনো জানে না যে বাইনান্সের আগের কয়েন BUSD এর বদলেই তারা নতুন এই কয়েন নিয়ে এসেছে। আগের কয়েন BUSD নিয়ে তাদের কোনো একটা আইনি ঝামেলা হয়েছিলো। এখন BUSD কোনো এক্সচেঞ্জ এ সম্ভবল লিস্টেড নাই। আর অপরদিকে FDUSD খুবই নতুন একটা স্ট্যাবল কয়েন যেটা বাইনান্স নিজেই নিয়ে আসছে। আর মজার ব্যাপার হলো এটাও কিন্তু বাইনান্স ছাড়া আর মাত্র একটা এক্সচেঞ্জ এ লিস্টেড আছে। আপাতত বাইনান্স এবং গেট ডট আইও তে ছাড়া এই কয়েন আর কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ নাই। হয়তো ভবিষ্যতে অন্য এক্সচেঞ্জ এ লিস্টেড হতে পারে। তো আপনি যদি বাইনান্স কে ট্রাষ্ট করতে পারেন, তাহলে এই কয়েন নিয়ে সমস্যা থাকার কথা না। কিন্তু বাইনান্স কে ট্রাষ্ট না করলে এটাও ব্যাবহার করার দরকার নাই।
আসলে ভাই বাইনান্স এমন একটা জায়গায় রয়েছে যে এটাকে  ট্রাস্ট করি না কিন্তু আবার ট্রাস্ট না করার উপায় নাই।
তার মধ্যে বাইনান্স BUSD কে  ডি-লিস্টেড করেছে দেখেই আমার ভয়, কারণ যে কোন সময় যদি FDUSD  ডিলিস্টেড করে দেয় তাহলে এটারও ধ্বস নেওয়া যাবে কারণ বাইনান্স ছাড়া আর দুই একটা যে সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট রয়েছে সেগুলোতেও  ডি লিস্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তাছাড়া আমি মনে করি FDUSD কে যদি বাইনান্স  ডিলিস্টেড করে তাহলে আমি তো আমার ফান্ড ফেরত পাব, যদিও আমি এ বিষয়ে শিওর না।
sr. member
Activity: 462
Merit: 767
April 26, 2024, 01:56:16 AM
যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা  লাঞ্চ  পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।

ভাই এটা ডিপেন্ড করে আপনি বাইনান্স কে ট্রাষ্ট করেন কি না। অনেকেই এখনো জানে না যে বাইনান্সের আগের কয়েন BUSD এর বদলেই তারা নতুন এই কয়েন নিয়ে এসেছে। আগের কয়েন BUSD নিয়ে তাদের কোনো একটা আইনি ঝামেলা হয়েছিলো। এখন BUSD কোনো এক্সচেঞ্জ এ সম্ভবল লিস্টেড নাই। আর অপরদিকে FDUSD খুবই নতুন একটা স্ট্যাবল কয়েন যেটা বাইনান্স নিজেই নিয়ে আসছে। আর মজার ব্যাপার হলো এটাও কিন্তু বাইনান্স ছাড়া আর মাত্র একটা এক্সচেঞ্জ এ লিস্টেড আছে। আপাতত বাইনান্স এবং গেট ডট আইও তে ছাড়া এই কয়েন আর কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ নাই। হয়তো ভবিষ্যতে অন্য এক্সচেঞ্জ এ লিস্টেড হতে পারে। তো আপনি যদি বাইনান্স কে ট্রাষ্ট করতে পারেন, তাহলে এই কয়েন নিয়ে সমস্যা থাকার কথা না। কিন্তু বাইনান্স কে ট্রাষ্ট না করলে এটাও ব্যাবহার করার দরকার নাই।
newbie
Activity: 21
Merit: 15
April 25, 2024, 11:22:40 PM
যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা  লাঞ্চ  পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।
FDUSD কয়েনটি আমি মনে করছি সম্পর্ন ট্রাস্টেড এর কারণ হচ্ছে বাইনান্সে যখন লাঞ্চ  পুল চলে তখন FDUSD কয়েন স্ট্যেকিং করলে লাঞ্চ  পুল এর টোকেন গুলো পাওয়া যায়।বাইনান্সে এর এইরকম অফার দেয়ার কারণ হচ্ছে FDUSD কয়েনটি জনপ্রিয়ো করে তোলার জন্য এমন পদক্ষেপ নিয়েছে হয়তো।FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন কি আপনি কি এটা জানেন? FDUSD বাইনান্সে নিজস্ব কয়েন হলে তাহলে চিন্তার কোন কারণ নেই এটা কখনোই ডি লিস্টেড হবে বলে মনে করি না।আর যদি কখনো FDUSD কোন কারনে বাইনান্সে থেকে ডি লিস্টেড  হয় তবে আপনার বিনিয়োগ করা FDUSD অর্থ ফেরত দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে।আর যদি FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন না হয় তবে কোন কারনে ডি লিস্টেড হলে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে।
legendary
Activity: 1960
Merit: 1908
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 25, 2024, 02:50:56 PM

Little Mouse ভাই অভিজ্ঞ মানুষ আমাকে নিষেধ করেছিল কিন্তু শুনি নাই আজ তার খেসারত দিতে হচ্ছে। ভাই অল্প পরিমাণ বিনিয়োগ করতে বলেছিল কিন্তু আমি মাতব্বরি করে অনেক বেশি বিনিয়োগ করে ফেলছি। বড় ও অভিজ্ঞদের কথা শুনতে হয়।
কত লস দিয়েছেন? শুনে খারাপ লাগলো। আশা করছি ওরা তালবাহানা না করে লিস্টেড হবে।
এই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করা আসলেই রিস্কি। যেসব কয়েন মার্কেটে আছে সেগুলোতে যেখানে বিনিয়োগ করতে অনেক ভাবতে হয়, সেখানে কোন নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ছাড়া আইসিওতে অংশগ্রহণ সত্যিই খুবই রিস্কি।

যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা  লাঞ্চ  পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।
বিস্তারিত তো জানি না। তবে যেহেতু স্টেবলকয়েন, বলা যায় রিস্ক কম।
hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
April 25, 2024, 01:53:52 PM
এইটা বেশিরভাগ মানুষের সাথেই হয় এবং সেটা যারা নতুন তাদের সাথে হওয়ার সম্ভাবনা বেশি। কয়েনে বিনিয়োগ করার পর যখন সেটা ক্রমান্বয়ে কমতে থাকে তখন আমরা সিদ্ধান্তহীনতায় থাকি। কি করা উচিত ইত্যাদি। যখন আরো দাম কমতে থাকে তখন আমরা আরো বেশি ক্ষতির ভয়ে মার্কেট থেকে বের হয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা সাপোর্ট/ফ্লোর প্রাইচ থেকেই বের হয়েছি যার কারনে মার্কেট আবার আপ হয়। আর আমাদের ধারনা হয় যে আমি সেল দিলেই মার্কেট আপ হয়।
এটা ভাই শুধু আপনার ধারণা না আমরা বেশিরভাগ লোকই প্রায় একই গোয়ালের গরু। বাইনান্সে যখন ENA টোকেন লিস্টেড হল তখন আমি মাত্র অ্যারাউন্ড ০.৫৬$ এ মোটামুটি ৩৪ ডলার এর মতন সেল করেছিলাম তার কিছুদিন পর সেটি বেড়ে 1.52$ এ চলে গেল এটাই হোল্ডিং করিনি বাস খেয়েছি।
আর অন্যদিকে SAGA  হোল্ডিং করেছিলাম এবং সেই সাথে OMNI এ দুটোই সেই লেভেলের বাঁশ দিতেছে। বলতে পারেন আমিও যখন হোল্ডিং করি তখন দাম কমে আর যখন সেল করি তখন দাম বাড়ে।
 
যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা  লাঞ্চ  পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।
member
Activity: 169
Merit: 14
April 25, 2024, 01:32:08 PM

Hi.

I believe you are not Bengali and you have used a translator to post it. I appreciate that you have tried to raise awareness against the scammers. I hope a lot of people are already aware of those scammers. Even if some of our locals didn't know about those scammers, people who will see this post will know about those scammers from now on. I will write more about it in native Bengali.

অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। আমরা সাধারনত ফ্রি নাম শুনলে মনে করি এটা ট্রাই করা উচিৎ। ফি ওয়ালেটের নাম শুনে অনেকে মনে করবে এই ওয়ালেটে ট্রানজেকশন ফি ফ্রিতে করা যায় নাকি? আসলে তা নয়। এরকম নাম পিক করার কারন হলো গুগলে রেংক করা। মানুষ ফ্রি ওয়ালেট লিখে সার্চ করলেই এই স্ক্যামারদের ওয়েবসাইট সবার আগে আসে। এরা মূলত স্ক্যামার। ছোট এমাউন্ট হলে সমস্যা না করলেও বড় এমাউন্ট হলেই স্ক্যাম এর স্বীকার হবেন।

Thank you! Yes, I dont know Bengali, so some translations might be incorrect. Just wanted to warn local traders and investors.
LDL
hero member
Activity: 560
Merit: 581
April 25, 2024, 11:25:58 AM
ভাই কপালটা আমার ভালো যাচ্ছে না অবশ্য কপালের দোষ দিয়ে পার পাওয়া যাবে না। ধার দেনা করে ৭৮০ ডলার পরিমাণ BitcoinDogs(0Dog) নামক একটা প্রজেক্টে বিনিয়োগ করেছি কিন্তু টিমের বিভিন্ন কারসাজির কারণে মনে হচ্ছে প্রজেক্ট স্ক্যাম। তারা এক্সচেঞ্জ লিস্ট নিয়ে বিভিন্ন তালবাহানা করছে।
আসলে অল্টকয়েনে বিনিয়োগ করা বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনি এখনো মার্কেটে লিস্ট হয় নাই এই রকম প্রকল্প তে বিনিয়োগ করেছেন যা আরও ঝুঁকিপুর্ন। হ্যাঁ, এই ধরনের প্রকল্পতে বিনিয়োগ করলে অনেক বেশি প্রফিট করা যায় কিন্তু অনেক বেশি ঝুঁকি থাকে। যদি আপনি মার্কেটে লিস্ট হওয়া কয়েনে বিনিয়োগ করতেন তাহলেও কিছুটা অর্থ উঠাতে পারতেন কিন্তু আপনি যেখানে বিনিয়োগ করেছেন এখানে থেকে সম্পূর্ণ অর্থ হারানো সম্ভাবনা রয়েছে। যাইহোক, অপেক্ষা করুন দেখেন মার্কেটে লিস্টিং হয় কিনা, স্কাম হলে সব হারাবেন। তবে এধরনের প্রকল্পে বিনিয়োগ না করাই ভালো।
আরে ভাই এই রকম প্রজেক্ট বিনিয়োগ করতে চাই কিন্তু বিনিয়োগ করতে পারিনা। বিনিয়োগ করতে গেলে Ape terminal, Sodify, ChainGPT, Impossible finance এগুলোর মধ্যে আইডিও চালায় কিন্তু আমি ওইগুলো থেকে কিনতে পারি না। ওইগুলো কি প্রসেসে কেনা যায় এটা কেউ যদি আমাকে সাজেস্ট করতো ভালো হতো। আমি অনেকবার নিজে নিজে চেষ্টা করেছি কিন্তু বিষয়টি আমার কাছে খুব কঠিন লাগে। এই সমস্ত প্রজেক্টগুলোতে আইডিও অংশগ্রহণ করতে পারলে অনেক প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া যে সকল প্রজেক্ট নিজস্ব ওয়েবসাইট থেকে প্রিসেল রান করে ঐ সমস্ত প্রজেক্ট অংশগ্রহণ করা সহজ কিন্তু এক্সচেঞ্জ লিস্ট করতে গেলে তাল বাহানা শুরু করে দেয়। দেখি কয়েকটি প্রজেক্টে প্রিসেলে অংশগ্রহণ করেছি যদি এক্সচেঞ্জ লিস্ট করে তাহলে কিছু পেতে পারি আর যদি না করে তাহলে তওবা করলাম আর কখনো প্রিসেলে অংশগ্রহণ করবো না।

Little Mouse ভাই অভিজ্ঞ মানুষ আমাকে নিষেধ করেছিল কিন্তু শুনি নাই আজ তার খেসারত দিতে হচ্ছে। ভাই অল্প পরিমাণ বিনিয়োগ করতে বলেছিল কিন্তু আমি মাতব্বরি করে অনেক বেশি বিনিয়োগ করে ফেলছি। বড় ও অভিজ্ঞদের কথা শুনতে হয়।
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
April 25, 2024, 07:35:31 AM
ভাই কপালটা আমার ভালো যাচ্ছে না অবশ্য কপালের দোষ দিয়ে পার পাওয়া যাবে না। ধার দেনা করে ৭৮০ ডলার পরিমাণ BitcoinDogs(0Dog) নামক একটা প্রজেক্টে বিনিয়োগ করেছি কিন্তু টিমের বিভিন্ন কারসাজির কারণে মনে হচ্ছে প্রজেক্ট স্ক্যাম। তারা এক্সচেঞ্জ লিস্ট নিয়ে বিভিন্ন তালবাহানা করছে।
আসলে অল্টকয়েনে বিনিয়োগ করা বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনি এখনো মার্কেটে লিস্ট হয় নাই এই রকম প্রকল্প তে বিনিয়োগ করেছেন যা আরও ঝুঁকিপুর্ন। হ্যাঁ, এই ধরনের প্রকল্পতে বিনিয়োগ করলে অনেক বেশি প্রফিট করা যায় কিন্তু অনেক বেশি ঝুঁকি থাকে। যদি আপনি মার্কেটে লিস্ট হওয়া কয়েনে বিনিয়োগ করতেন তাহলেও কিছুটা অর্থ উঠাতে পারতেন কিন্তু আপনি যেখানে বিনিয়োগ করেছেন এখানে থেকে সম্পূর্ণ অর্থ হারানো সম্ভাবনা রয়েছে। যাইহোক, অপেক্ষা করুন দেখেন মার্কেটে লিস্টিং হয় কিনা, স্কাম হলে সব হারাবেন। তবে এধরনের প্রকল্পে বিনিয়োগ না করাই ভালো।
legendary
Activity: 1960
Merit: 1908
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 24, 2024, 11:30:50 PM
আমি যখন বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দেই ঠিক তার কয়েকদিনের মধ্যেই কয়েন গুলো কয়েকগুণ দাম বেড়ে যায়।আবার যখন কোন কয়েন ধরে রাখি সেগুলো ধীরে ধীরে দাম কমতে থাকে এগুলো দেখে চিন্তিত হয়ে বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দিতে বাধ্য হই
এইটা বেশিরভাগ মানুষের সাথেই হয় এবং সেটা যারা নতুন তাদের সাথে হওয়ার সম্ভাবনা বেশি। কয়েনে বিনিয়োগ করার পর যখন সেটা ক্রমান্বয়ে কমতে থাকে তখন আমরা সিদ্ধান্তহীনতায় থাকি। কি করা উচিত ইত্যাদি। যখন আরো দাম কমতে থাকে তখন আমরা আরো বেশি ক্ষতির ভয়ে মার্কেট থেকে বের হয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা সাপোর্ট/ফ্লোর প্রাইচ থেকেই বের হয়েছি যার কারনে মার্কেট আবার আপ হয়। আর আমাদের ধারনা হয় যে আমি সেল দিলেই মার্কেট আপ হয়।
newbie
Activity: 21
Merit: 15
April 24, 2024, 11:22:50 PM
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
অল্টকয়েন গুলোতে বিনিয়োগ করলে লাভের জন্য বেশি লোভ করলে প্রায় সময় আমি ক্ষতির সম্মুখীন হয়েছি।তাই এখন আমি যদি কোন অল্টকয়েন বিনিয়োগ করি তবে সেখান থেকে বেশি লাভের আশা কখনোই করি না।আমার সাথে প্রায় সময় এমনও ঘটনা ঘটেছে যেগুলো বললে সবাই মনে করবে আমি এখানে মিথ্যা নাটক বানিয়ে বলছি।আমি যখন বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দেই ঠিক তার কয়েকদিনের মধ্যেই কয়েন গুলো কয়েকগুণ দাম বেড়ে যায়।আবার যখন কোন কয়েন ধরে রাখি সেগুলো ধীরে ধীরে দাম কমতে থাকে এগুলো দেখে চিন্তিত হয়ে বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দিতে বাধ্য হই
LDL
hero member
Activity: 560
Merit: 581
April 24, 2024, 06:49:29 PM
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
ভাই কপালটা আমার ভালো যাচ্ছে না অবশ্য কপালের দোষ দিয়ে পার পাওয়া যাবে না। ধার দেনা করে ৭৮০ ডলার পরিমাণ BitcoinDogs(0Dog) নামক একটা প্রজেক্টে বিনিয়োগ করেছি কিন্তু টিমের বিভিন্ন কারসাজির কারণে মনে হচ্ছে প্রজেক্ট স্ক্যাম। তারা এক্সচেঞ্জ লিস্ট নিয়ে বিভিন্ন তালবাহানা করছে।
তাছাড়া আমিও আপনার মত কিছু অ্যালট কয়েন কিনে হোল্ডিং করে রেখেছি অবশ্য হোল্ডিং করার পিছনে কারণ রয়েছে কেননা হাই বাজারে বিনিয়োগ করে বর্তমানে অনেক লসে রয়েছি। মার্কেট কোন দিকে যাবে বলা যাবে না তবে এলটকয়েনে বিনিয়োগ করে হোল্ডিং করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।
B2Z
brand new
Activity: 0
Merit: 0
April 24, 2024, 12:46:52 AM
দিন দিন আবহাওয়া মানুষের অনুকূলে চলে যাচ্ছে তীব্র তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জনজীবন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড তাপের মধ্যেও তাদের জীবিকা নির্বাহের জন্য কাজে বের হতে হচ্ছে।রৌদ্রের প্রখর তাপে কারণে দেশের বিভন্ন জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরক্ত গরমের কারণে  বাচ্চারা বিভিন্ন ভাবেও অসুস্থ হচ্ছে যেমন  ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দিন দিন যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বাহিরে চলাফেরা করা মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে।আমাদের এখানে  রাস্তার পিচগুলো গলে  যাচ্ছে আল্লাহ তা'আলা এই প্রচন্ড গরম থেকে আমাদেরকে রক্ষা করুন।
আপনি সঠিক বলেছেন দিন দিন তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টদায়ক । এত তাপমাত্রার মধ্যেও সাধারণ মানুষের জীবিকা নির্বাহের জন্য বের হতে হচ্ছে। এই প্রচন্ড তাপমাত্রা কারণে একদিকে যেরকম শিশুরা অসুস্থ হচ্ছে অন্যদিকে বয়স্ক লোক অসুস্থ হচ্ছে মহান আল্লাহ তা'আলা যেন আমাদের এই  তীব্র গরমের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন।
sr. member
Activity: 462
Merit: 767
April 23, 2024, 10:37:14 PM
member
Activity: 169
Merit: 14
April 23, 2024, 02:27:44 PM
ওহে!
আমি সকল গ্রাহকদেরকে সতর্ক করতে চাই Freewallet.org নামক এই ধরনের অ্যাপ্লিকেশন কখনই ব্যবহার করবেন না। এটা একটা কেলেঙ্কারী!
ফ্রিওয়ালেট ওআরজি কি? কিছু লোক উত্তর দিতে পারে: "এটি একটি নিরাপদ এবং সুরক্ষিত ক্রিপ্টো ওয়ালেট"। এই উত্তরটি যৌক্তিক বলে মনে হয়েছিল, কারণ সমস্ত বিজ্ঞাপন আমাদের অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি সম্পর্কে বলে। কয়েক ডজন টোকেন এবং কয়েনের জন্য একটি অন্তর্নির্মিত এক্সচেঞ্জার সমর্থন রয়েছে। কিন্তু বাস্তবে, ফ্রিওয়ালেট একটি কেলেঙ্কারী। এবং এই অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনের সমস্ত পর্যালোচনাগুলি আসলে প্রশাসন দ্বারা অর্থপ্রদান করা হয়। বাস্তবে, ক্লায়েন্টরা কেবল তাদের সঞ্চয় হারায়
অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, পরিষেবাটির মালিক হল ওয়ালেট সার্ভিসেস লিমিটেড, হংকং-এ নিবন্ধিত৷ একটি সাধারণ অনুসন্ধান প্রকাশ করে যে Wallet Services Limited… জানুয়ারী 2022 সালে অস্তিত্ব বন্ধ হয়ে গেছে! তার মানে: আজ Freewallet এর কোন অফিসিয়াল মালিক নেই।
দাবির ক্ষেত্রে, ক্ষতিগ্রস্তদের এমন একজন ব্যক্তিও থাকবে না যার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে। দুর্ভাগ্যবশত, সমস্ত শিক্ষানবিস এই ধরনের সূক্ষ্মতা সম্পর্কে সচেতন নয়, যা নির্দোষ ব্যবহারকারীদের মানিব্যাগ থেকে কয়েন এবং টোকেন চুরির দিকে পরিচালিত করে।

Pages:
Jump to: