Pages:
Author

Topic: বাংলা (Bengali) (Read 5765864 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
Today at 02:01:08 AM
আসসালামু আলাইকুম!

আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফোরামে বাংলাদেশ কমিউনিটি মেম্বার এবং তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের সবাইকে কি পরিমানে ট্রলের শিকার হতে হচ্ছে, সেটা সম্পর্কে সবাই অবগত আছেন বলে আমি ধরে নিলাম। কেউ যদি না যেনে থাকেন, জলিগুড এর প্রোফাইল এবং তার চেলা পেলাদের প্রোফাইল ঘুরে দেখতে পারেন। আমরা কমিউনিটি হিসাবে সব সময় নিরব ভুমিকা পালন করেছি। কিন্তু বর্তমানে হ্যারেজমেন্ট এর লেভেল সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আমি ব্যাক্তিগত ভাবে আপনাদের সাথে এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করতে চাই। যদি কেউ এই ব্যাপারে আলাপ করতে আগ্রহী হন, অনুগ্রহ করে আমার টেলিগ্রাম @learnbitcoin01 এ প্রাইভেট মেসেজ করুন। আমি সময় করে আপনাদের সাথে আলাপ করবো। মনে রাখবেন, এখনি সময় এক হওয়ার।

@LDL, আপনাকে গতকাল টেলিগ্রামে নক করেছিলাম।
@Review Master, ভাই আমার আগের টেলিগ্রাম ব্যান হওয়ার পর আপনার টেলিগ্রাম হারিয়ে ফেলেছি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 20, 2025, 04:58:05 PM
গত কিছুদিন পড়ালেখার চাপে অনলাইনে তেমন আসা হয়নি, আশা করি সকলে ভালো আছেন। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার বাকি রয়েছে, যেগুলো এই কয়েকদিন এখানে পোষ্ট করতে পারিনি।  Grin



১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350

এখন আসি আগের শেয়ার করা ZRO ট্রেডিং এর কিছু হালনাগাদ নিয়ে:

০১) ZRO টোকেনটি কিছুদিন আগের ডাম্পের সময় সর্বনিম্ন $3.97 এ চলে গিয়েছিলো
০২) যারা মাত্র 5x leverage নিয়ে ট্রেড নিয়েছিলেন, তাদেরকে অভিনন্দন
০৩) টোকেনটি পরবর্তীতে $5.15 পর্যন্ত পাম্প করেছিলো এবং যারা ট্রেডটি close করেছিলেন, তারা প্রায় ১০০% লাভ কিংবা ২গুণ লাভ করেছেন। আর যারা আমার মতো তারা close করেন নাই, তারা হয়তো এখন লাভে নেই।
০৪) গত কিছুদিন টোকেনটি $৪.০০ এবং $৫.০০ এর মধ্যে পাম্প-ডাম্প করতেছিলো, কারণ মার্কেটই পাম্প-ডাম্প করতেছিলো।
০৫) যেহেতু Trump এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন, তাহলে সামনের দিনগুলোতে মার্কেট আরো বৃদ্ধি পাবে। চাইলে আপানারা $4.00 এর কমে LONG অর্ডার নিতে পারেন।



→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।

যারা Plume Network এর টেস্টনেট করেছেন, তারা S1 Airdrop এর জন্য রেজিস্ট্রেশন করতে ভুলবেন নাহ। অবশ্যই ১৮ই জানুয়ারির বাংলাদেশ সময় রাত ১১টার আগেই সেটি করবেন, নইলে টেস্টনেট করার পরও এয়ারড্রপ পাবেন নাহ।



বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1879223676509544785

যারা Plume Network টেস্টনেট করেছেন এবং সময়মতো রেজিস্ট্রেশন করেছেন, তারা কালকের জন্য তৈরি হোন। কেননা আগামীকালকে ( ২১ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টার সময় $PLUME টোকেনটি বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হবে। এক্সচেঞ্জগুলো হলো:





নিচের দুইটি প্রজেক্টের এয়ারড্রপ চেকিং কিংবা claiming চালু হয়েছে। আমি নিজে যদিও এই দুইটা করি নাই, আপনাদের কেউ যদি করে থাকে, তাহলে দেখে নিয়ে যে এয়ারড্রপ পেয়েছেন কি নাহ।

- Nillion: https://x.com/nillionnetwork/status/1881327695260463436
- Analog: https://x.com/OneAnalog/status/1881059103084322988




২০২৪ সালে শেষের দিকে বিটকয়েনের দাম ১০০k অতিক্রম করে রেকর্ড করেছিলো, কিন্তু ২০২৫ সালের শুরুতে বিটকয়েনের দাম কমতে শুরু করেছিলো। অনেকেই ভেবেছিলেন বিটকয়েনের দাম আরও কমে যেতে পারে। কিন্তু আজকে বিটকয়েন তার পুর্বের ATH ভেঙ্গে নতুন ATH গড়েছে। ২০২৪ সালের শেষের দিকে সর্বোচ্চ মুল্যে ছিলো $108k। আজকে পুরনো রেকর্ড ভেঙ্গেছে আজকে বিটকয়েনের দাম $109k প্লাস হয়েছে।

ট্রাম্প আজকে ক্ষমতায় আসার সাথে সাথে ক্রিপ্টো কমিউনিটি খুবই খুশি কেননা ট্রাম্প এখন ক্রিপ্টো নিয়ে পজিটিভ এবং সকলেই আশা করতেছে, ট্রাম্পের এই নতুন শাসন আমলে ক্রিপ্টোর ভালো কিছু হবে। আর গত পাম্পগুলোকে ট্রাম্প নিজে "The Trump Effect" বলে উল্লেখ করেছেন, কেননা নির্বাচন জেতার পর থেকেই ক্রিপ্টোসহ অন্যান্য মার্কেটগুলো নতুন রেকর্ড তৈরি করেছে। যাইহোক আশা করা যায়, সামনের সপ্তাহগুলোতে আমরা ভালো কোনো খবর পাবো ক্রিপ্টো নিয়ে এবং মার্কটেও পাম্প করবে। কিন্তু অল্টকয়েনের পাম্প দেরিতে হবে হয়তো আমার যতটুকু মনে হয়।

Pnut আমারে দিছে ঢুকাইয়া আইককা বাঁশ। এই বছরে ২০২৫ এ আপাতত আমার পোর্টফোলিওতে লালবাতি জ্বলে থাকবে মনে হচ্ছে। আমি যে দামে বিনিয়োগ করেছি খুব সম্ভবত আর সেই দামে পৌঁছাতে পারবে না অথবা পৌঁছাতে পারলেও আমার ধৈর্য্যে কুলাবে না।



আমি বিনিয়োগ করার পর টানা পঞ্চমবারের মতো সেরা লুজারে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফিতে এর চেয়ে ভালো কোন এলটকয়েন পারফরম্যান্স করতে পারে না।

আপনাকে শুধু এটিই বলবো যে, বাইন্যান্স কিংবা অন্যান্য যেকোনো এক্সচেঞ্জগুলো memecoin লিস্ট শুধুমাত্র তখনই করে, যখন তাদের ট্রেডিং ভলিউম দরকার হয়। আর এমন memecoin এ বিনিয়োগ নাহ করাই ভালো, যদি নাহ কোনো ধরনের ট্রেন্ড কিংবা হাইপ থাকে, অথবা coinbase এর মতো এক্সচেঞ্জে এখনো লিস্টিং এর সম্ভাবনা থাকে। PNUT কিন্তু কিছুদিন আগে coinbase এ লিস্টিং হয়ে গেছে এবং এটি হয়তো পাম্প করতো , কিন্ত Trump তার নিজের নামের memecoin চালু করে পুরো হাইপটা টেনে নিয়েছে। এইকারণে অন্যান্য memecoin তেমন একটি বৃদ্ধি পায় নি।

আর একটি বিষয় লক্ষ্য করবেন, Binance কিংবা অন্যান্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো কিন্তু ট্রেডিং ভলিউমের শেয়ার নেওয়ার জন্য Trump কয়েন কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট করেছিলো। কারণ যত বেশি তারা ট্রেডিং ভলিউমের শেয়ার নিতে পারবে, তাদের তত বেশি লাভ হবে ট্রেডিং ফি থেকে। আর আপনি চাইলে PNUT এ লসটা মেনে নিয়ে বাকি যতটুকু অর্থ রয়েছে, সেগুলো দিয়ে লসটা পুশিয়ে নিতে পারেন। বাকি দেখেন কি করবেন, কিন্তু আমার মতে memecoin থেকে দূরে থাকা, যদি নাহ সেটি নতুন পর্যায়ের হয়ে থাকে। মানে এখনো মার্কেটক্যাপ খুবই কম এবং বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এখনো লিস্টি বাকি রয়েছে।

আমি 0.61 করে 1200 এক্সআরপি কিনে Exodus ওয়ালেটে হোল্ডিং করে রেখেছিলাম কিন্তু বৌয়ের গহনা বানানোর জন্য বিক্রি করে দিয়েছিলাম যদি ভুলেও রেখে দিতাম তাহলে আজ ছয় গুণ বেশি প্রফিট পেতাম। আসলে যেটা ভাগ্যে নেই সেটা কখনোই আমার ভাগ্য আল্লাহপাক লিখে রাখেননি।

এমন অনেকের সাথেই হয়েছে হোক সেটা XRP কিংবা অন্য অল্টকয়েন। যাইহোক ট্রাম্পের কারণে হয়তো XRP আরো বৃদ্ধি পেতে পারে এবং ক্রিপ্টো কমিউনিটি আবারও memecoin ট্রেন্ডের আশা করেতেছে XRPL চেইনে । আর সেট যদি সম্ভব হয়, তাহলে আবারও XRP এর মূল্য বৃদ্ধি পেতে পারে। বাকি অন্যান্যরা নিজেদের বিশ্লেষণ শেষে বিনিয়োগ করতে পারে।

]
আমি তো ভাই মনে করি যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনেই করা উচিত যদি আমাদের ট্রেডিং এনালাইসিস নলেজকম থাকে।

শুধুমাত্র ট্রেডিং এনালাইসিসের জ্ঞান থাকলেই যে, আপনি ভালো কিছু করতে পারবেন এমনও নাহ ভাই। অনেক সময় TA জানার পরও ক্ষতি হয়, কারণ মার্কেটে কোনো FUD কিংবা অন্য খবরের কারণে আপনার TA তখন কাজে লাগবে নাহ। তাই আমার মতে, সকলে উচিত বিভিন্ন ট্রেন্ড নিয়ে জানা এবং হালকা পাতলা TA জানার, তাহলেই অল্টকয়েন থেকে লাভ করা সম্ভব এবং বিটকয়েনের পাশাপাশি অন্যগূলোতেও বিনিয়োগ করতে পারবেন।

আমাদের সবাই এমনকি আমিও একটি সাধারণ ভুল করে থাকি আর সেটি হলো যে, যেটিতেই বিনিয়োগ করি নাহ কেন, যতক্ষণ আমাদের টার্গেট পূরণ না হবে ততক্ষণ বিক্রি করি নাহ। আর এই কারণেই আমারদের ক্ষতির পরিমাণ বেশি হয়, কেননা অনেক অল্টকয়েন দেখা যায় ৬০% কিংবা ৮০% টার্গেটে পৌছানোর পরই ডাম্প শুরু করে। এইজন্য কমিউনিটিতে একটি কথা ভালোই পরিমাণে বলা হয়ে থাকে যে,

Don't get married to your trade/coin/investment  Grin


আজকের মতোই এইটুকুই, আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে এয়ারড্রপ নিয়ে কিছু প্রজেক্ট আপনাদের জন্য শেয়ার করবো।  Wink
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 20, 2025, 12:04:25 PM
আমি তো ভাই মনে করি যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনেই করা উচিত যদি আমাদের ট্রেডিং এনালাইসিস নলেজকম থাকে।

অন্তত এখানে লং টাইম এর জন্য যদি হোল্ড করা হয় তাহলে লসের সম্মুখীন হওয়া সম্ভাবনা খুবই কম। যেমন বিটকয়েন যখন এর আগের বুল সিজনে ৬৩কে ছিল তখন আমি ইনভেস্টমেন্ট করেছিলাম সেই এমাউন্ট এখন পর্যন্ত হোল্ড করে লসের থেকে প্রফিটে এসে পড়েছি। আর যত সব অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম সবগুলো তেই লসে রয়েছি শুধুমাত্র bnb ছাড়া।

আমি এক্সপার্ট না, তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ১০০ জনের মধ্যে ৯৯ জন ই বলবে পোর্টফলিও তে ডাইভারসিটি রাখার জন্যে। যদি ডিসিএ করতেন, লং টার্ম হোল্ডার হতেন বা, এনাফ ক্যাপিটাল ফান্ড থাকতো, তাহলে বলতাম অল্ট মারা খাক বিটিসিই শুধু হোল্ড করবো। বাট আমার মনে হয়না এখানে ঐরকম লেভেলের টাকা পয়সা ওয়ালা কেউ আছে। আমাদের মতো গরিবদেন ভরসা অল্টকয়েন আপাতত। কম দামে কিনে সিজনে ৩ গুন ৪ গুন ৫ গুন লাভে সেল করা,। যদিও বেশিরভাগই কমবেশি মারা খাইতেছি, বাট যারা ভয় না পেয়ে লাস্ট পর্যন্ত হোল্ড করবে তারাই কোপ দিবে, টাইমিং টাই মেইন (আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ)।

তবে ব্রেন ছাড়া ২ টার একটাও পসিবল না।

Quote
এতক্ষণে বুঝলেন আমি রেজিস্ট্রেশন করি নাই, আমার প্রথম পোস্টইতো এই কারণে যে আমি দুঃখজনকভাবে আপনার পোস্টটি দেরিতে সিন করে ফেলেছিলাম এবং আজকেও খাইছি ভাই ২০ টাকার ঝাল মুড়ি প্রচুর ঝাল দিয়া।

আপনি দেখি মিয়া ভারি রসিক মানুষ বটে (ভালো হয়ে যান)।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 20, 2025, 11:52:14 AM
স্টক বলেন, ক্রিপ্টো বলেন আর যে কোন বিনিয়োগের ক্ষেত্র বলেন, আপনাকে অবশ্যই পোর্টফলিওতে ডাইভার্সিটি আনতে হবে। ক্রিপ্টোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পোর্টফলিওর বেশিরভাগ বিটকয়েনে রাখতে হবে। অল্টকয়েন রিস্কি বিনিয়োগ, পক্ষান্তরে বিটকয়েনে বিনিয়োগ খুবই কম ঝুঁকিপূর্ণ।
আমি তো ভাই মনে করি যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনেই করা উচিত যদি আমাদের ট্রেডিং এনালাইসিস নলেজকম থাকে।

অন্তত এখানে লং টাইম এর জন্য যদি হোল্ড করা হয় তাহলে লসের সম্মুখীন হওয়া সম্ভাবনা খুবই কম। যেমন বিটকয়েন যখন এর আগের বুল সিজনে ৬৩কে ছিল তখন আমি ইনভেস্টমেন্ট করেছিলাম সেই এমাউন্ট এখন পর্যন্ত হোল্ড করে লসের থেকে প্রফিটে এসে পড়েছি। আর যত সব অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম সবগুলো তেই লসে রয়েছি শুধুমাত্র bnb ছাড়া।
সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি ফকির হতে চান তাহলে আপনার সমস্ত টাকা-পয়সা দিয়ে ক্রিপ্টো কারেন্সি কিনে রাখুন। দেখবেন অতি অল্প সময়ের মধ্য আপনার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় নামতে হবে।
কথাটা অন্য সকলের ক্ষেত্রে কতটুকু সত্য জানিনা কিন্তু আমার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেছে। অতীতে সিগনেচার ক্যাম্পেইন করে যাহা কিছু আয় করিয়াছি তাহা অতিসত্বর কিছু meme কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেলেছিলাম আর আমার সেই কয়েনগুলো শুধুমাত্র নামে রয়েছে কিন্তু দামে পৃথিবীর ছিদ্র করে নিচের দিকে যাচ্ছে।
ভাই ভেজালটা হইছে গিয়া আমাদের নিজেদের, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর বিষয়ে আমার কথা হল, আমরা বুঝিনা বালের মাথা খালি  করি হাতা পাতা। আর এই হাতা পাতা করতে গিয়ে আমরা আমাদের লসের  এমাউন্ট কে শুধু বড় করি।
আমার ক্ষেত্রেও এমন অনেকবার হয়েছে যে সঠিকভাবে এনালাইসিস না করে অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করে লস খেয়ে বসে আছি। আমি মনে করি অল্ট কয়েন বা ফিউচার ট্রেড এ তখনই যাওয়া উচিত যখন একজন ট্রেডার পুরোপুরিভাবে টেকনিক্যাল এনালাইসিস, মার্কেট সাইকোলজি, ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জানে। কিন্তু রিয়েলিটি দেখেন আমি এটা মনে করেও অনেক সময় ট্রেড নিয়ে থাকি এদিক দিয়ে আমার কোনটাই ফুলফিল নাই।

তবে আমি চেষ্টা করি আমার ইনভেসমেন্ট অ্যামাউন্ট খুবই কম রাখার। যেমন আপনি বললেন আপনার সিগনেচার ক্যাম্পেইনের সবকিছুই মিম এ ইনভেস্টমেন্ট করে লস খেয়েছেন, আমি যেটা মনে করি ইনভেস্টমেন্ট করলে সেই  অ্যামাউন্টের ইনভেসমেন্ট করা উচিত যেটা লস খেলেও, আফসোস করলেও যেন আফসোসটা কমের মধ্য দিয়ে যায়।
থাউক গা, মাথা নষ্ট না করি, আমি আসলেই আপনার কথা বুঝি নাই / বুঝতেছিনা। -_-

আমি যেগুলো অল্ট চুজ করছি সেগুলোতে আমার কিছু রিয়েল লাইফ হোল্ডিং আছে, আমার কাছে প্রজেক্টগুলো ভালো মনে হইছে। পাম্প ডাম্প বছর শুরুতে করুক, মাঝে করুক বা শেষে করুক, আমার কাছে যায় আসে না। ওভারঅল ভালো পারফরমেন্স দিলেই আমার জন্য এনাফ।

আর মিয়া আপনি তো রেজিস্টেশন ই করেন নাই, তাহলে হুদাই এতো মাথা খাইতেছেন কেন! মুড়ি খান লল  Undecided
এতক্ষণে বুঝলেন আমি রেজিস্ট্রেশন করি নাই, আমার প্রথম পোস্টইতো এই কারণে যে আমি দুঃখজনকভাবে আপনার পোস্টটি দেরিতে সিন করে ফেলেছিলাম এবং আজকেও খাইছি ভাই ২০ টাকার ঝাল মুড়ি প্রচুর ঝাল দিয়া।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 20, 2025, 02:19:31 AM
২০২৪ সালে শেষের দিকে বিটকয়েনের দাম ১০০k অতিক্রম করে রেকর্ড করেছিলো, কিন্তু ২০২৫ সালের শুরুতে বিটকয়েনের দাম কমতে শুরু করেছিলো। অনেকেই ভেবেছিলেন বিটকয়েনের দাম আরও কমে যেতে পারে। কিন্তু আজকে বিটকয়েন তার পুর্বের ATH ভেঙ্গে নতুন ATH গড়েছে। ২০২৪ সালের শেষের দিকে সর্বোচ্চ মুল্যে ছিলো $108k। আজকে পুরনো রেকর্ড ভেঙ্গেছে আজকে বিটকয়েনের দাম $109k প্লাস হয়েছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 19, 2025, 11:07:46 PM
কথাটা অন্য সকলের ক্ষেত্রে কতটুকু সত্য জানিনা কিন্তু আমার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেছে। অতীতে সিগনেচার ক্যাম্পেইন করে যাহা কিছু আয় করিয়াছি তাহা অতিসত্বর কিছু meme কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেলেছিলাম আর আমার সেই কয়েনগুলো শুধুমাত্র নামে রয়েছে কিন্তু দামে পৃথিবীর ছিদ্র করে নিচের দিকে যাচ্ছে।
স্টক বলেন, ক্রিপ্টো বলেন আর যে কোন বিনিয়োগের ক্ষেত্র বলেন, আপনাকে অবশ্যই পোর্টফলিওতে ডাইভার্সিটি আনতে হবে। ক্রিপ্টোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পোর্টফলিওর বেশিরভাগ বিটকয়েনে রাখতে হবে। অল্টকয়েন রিস্কি বিনিয়োগ, পক্ষান্তরে বিটকয়েনে বিনিয়োগ খুবই কম ঝুঁকিপূর্ণ।
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 19, 2025, 10:52:45 PM

Little Mouse ভাই অনেক দিন ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন করবো বাট করা হয় নি। অল্ট সিজন আসায় প্রশ্নটা মনে পড়ে হঠাৎ করে।

বহু বছরররর আগে আপনি একটা প্রপোজাল নিয়ে আসছিলেন যেখানে "100 ডলার রে 100000 ডলার" বানাবেন সামথিং। ঐটার আপডেট কি? (আমার এক্সাক মনে নাই কয়েনটার নাম, বা ঘটনা)
Enjin Coin

আমি তখন ১০০ ডলারের বিটকয়েন নিলেও ভালো ছিল। তবে এইটাও ঠিক আমি ওই প্ল্যানের পিছনে আর সময় দেই নাই।
একটা গ্রাম্য প্রবাদ ছিল যদি তোমার অনেক টাকা থাকে এবং সহজ উপায়ে যদি গরীব হতে চাও তাহলে নিকা করো। তাও যদি না হয় তাহলে নৌকা বাইচের নৌকা বানাও। তাহলে দেখবেন অতি সত্বর অল্প কিছুদিনের মধ্যে ফকির হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে।
সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি ফকির হতে চান তাহলে আপনার সমস্ত টাকা-পয়সা দিয়ে ক্রিপ্টো কারেন্সি কিনে রাখুন। দেখবেন অতি অল্প সময়ের মধ্য আপনার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় নামতে হবে।
কথাটা অন্য সকলের ক্ষেত্রে কতটুকু সত্য জানিনা কিন্তু আমার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেছে। অতীতে সিগনেচার ক্যাম্পেইন করে যাহা কিছু আয় করিয়াছি তাহা অতিসত্বর কিছু meme কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেলেছিলাম আর আমার সেই কয়েনগুলো শুধুমাত্র নামে রয়েছে কিন্তু দামে পৃথিবীর ছিদ্র করে নিচের দিকে যাচ্ছে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 19, 2025, 10:38:57 PM

Little Mouse ভাই অনেক দিন ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন করবো বাট করা হয় নি। অল্ট সিজন আসায় প্রশ্নটা মনে পড়ে হঠাৎ করে।

বহু বছরররর আগে আপনি একটা প্রপোজাল নিয়ে আসছিলেন যেখানে "100 ডলার রে 100000 ডলার" বানাবেন সামথিং। ঐটার আপডেট কি? (আমার এক্সাক মনে নাই কয়েনটার নাম, বা ঘটনা)
Enjin Coin

আমি তখন ১০০ ডলারের বিটকয়েন নিলেও ভালো ছিল। তবে এইটাও ঠিক আমি ওই প্ল্যানের পিছনে আর সময় দেই নাই।
ভাই ENJ বর্তমানে অনেক কমেছে। আমিও কিনেছিলাম কিন্তু আমার কাছে সুবিধা মনে হয় নাই তাই কিছুটা প্রফিটে সেল করে দিয়েছিলাম। আমাদের লোকালের আরও কয়েকজনে হয়তো ENJ তে বিনিয়োগ করেছিলো। LM ভাই যখন বিনিয়োগ করেছিলেন, তার পর সম্ভবত এইটা থেকে ২ গুনের বেশি প্রফিট হয়েছিলো। আমি কয়েকবার এখানে মেনশন করেছিলাম, যে এই কয়েন ২ গুন প্রফিট হয়েছে, সেল করেছেন কীনা? আমার ঠিক মনে নাই হয়তো আপনার পরিকল্পনা ছিলো ২ গুন হলে এই কয়েন সেল করা, কিন্তু আপনি এই কয়েন ২ গুনে সেল করেন নাই। যাইহোক, ভাই আপনি কি এখনো এই কয়েন হোল্ড করতেছেন?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 19, 2025, 10:28:57 PM

Little Mouse ভাই অনেক দিন ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন করবো বাট করা হয় নি। অল্ট সিজন আসায় প্রশ্নটা মনে পড়ে হঠাৎ করে।

বহু বছরররর আগে আপনি একটা প্রপোজাল নিয়ে আসছিলেন যেখানে "100 ডলার রে 100000 ডলার" বানাবেন সামথিং। ঐটার আপডেট কি? (আমার এক্সাক মনে নাই কয়েনটার নাম, বা ঘটনা)
Enjin Coin

আমি তখন ১০০ ডলারের বিটকয়েন নিলেও ভালো ছিল। তবে এইটাও ঠিক আমি ওই প্ল্যানের পিছনে আর সময় দেই নাই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 19, 2025, 10:25:33 PM
-snip-
আসলেই আপনি আমার কথাটি বুঝেন নাই। সেই সাথে সাথে আমিও মনে হয় বোঝাতে পারিনি।
আমি মূলত যেটি বলছি সেটা হল ধরুন আপনি কিছু কয়েন হোল্ড করলেন আর সেগুলোর দাম বছরের মাঝখানে বেড়ে গেল, এবং পরবর্তীতে বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করল, এটা বলার কারণ হচ্ছে প্রতি বছরেই কিন্তু আমরা বুল সিজন পাইনা যে বছরের লাস্টের দিকে গিয়ে পাম্প করবে।
এমনও অনেক রেকর্ড রয়েছে যে হোল মার্কেট বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করে।  ধরেন আপনি যেগুলো হোল্ড করতেছেন এনালাইসিস করে বুঝতে পারলেন বছরের শেষের দিকে  ডাম্প করার পসিবিলিটি আছে, তাহলে কি আপনি সেখানে এই কনটেস্ট জেতার জন্য লস দিয়ে হলেও হোল্ডিং করবেন?


থাউক গা, মাথা নষ্ট না করি, আমি আসলেই আপনার কথা বুঝি নাই / বুঝতেছিনা। -_-

আমি যেগুলো অল্ট চুজ করছি সেগুলোতে আমার কিছু রিয়েল লাইফ হোল্ডিং আছে, আমার কাছে প্রজেক্টগুলো ভালো মনে হইছে। পাম্প ডাম্প বছর শুরুতে করুক, মাঝে করুক বা শেষে করুক, আমার কাছে যায় আসে না। ওভারঅল ভালো পারফরমেন্স দিলেই আমার জন্য এনাফ।

আর মিয়া আপনি তো রেজিস্টেশন ই করেন নাই, তাহলে হুদাই এতো মাথা খাইতেছেন কেন! মুড়ি খান লল  Undecided



Little Mouse ভাই অনেক দিন ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন করবো বাট করা হয় নি। অল্ট সিজন আসায় প্রশ্নটা মনে পড়ে হঠাৎ করে।

বহু বছরররর আগে আপনি একটা প্রপোজাল নিয়ে আসছিলেন যেখানে "100 ডলার রে 100000 ডলার" বানাবেন সামথিং। ঐটার আপডেট কি? (আমার এক্সাক মনে নাই কয়েনটার নাম, বা ঘটনা)
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 19, 2025, 05:08:43 PM
এই কনটেস্ট এর একটা বিষয় আমার নিকট অড লাগতেছে, সেটা হল এই কন্টেস্টটা এক বছর মেয়াদী কিন্তু এটার সাবমিশন ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছে। 
ধরুন আপনি যেগুলো coin হোল্ড করেছেন সেগুলোর দাম বেড়ে গেল এবং আপনার টার্গেট টাচ করে ফেলল বছর শেষ হওয়ার পূর্বেই আপনি কি সেটা সেল করে দিয়ে আরেকটা  কয়েন কে চুজ করবেন না?

নাকি আপনি বছর শেষে যেকোন  অল্ট কয়েন বসিয়ে দিবেন কারণ সেটাও সুযোগ নেই আপনি অলরেডি রেজিস্টার করার সময় আপনার চারটি  কয়েন কে উল্লেখ করে দিচ্ছেন। !!

আসলে কনটেস্টটির প্রাইজপুল আরো বেশি হওয়া উচিত ছিল।  Grin  ওহো লস খাইলে তো আর কোন উপায়ই থাকবে না এমনিও মারা অমনিও মারা।

বুঝলাম না তোমার কথা!  Huh

প্রথমত এখানে তোমাকে কেউ ফিজিক্যালি কোনো কয়েন হোল্ড করতে বলেতেছে না। তুমি যে ৪ টি অল্ট নিয়ে আশাবাদী সেই ৪ টা চুজ করবা।
আসলেই আপনি আমার কথাটি বুঝেন নাই। সেই সাথে সাথে আমিও মনে হয় বোঝাতে পারিনি।
আমি মূলত যেটি বলছি সেটা হল ধরুন আপনি কিছু কয়েন হোল্ড করলেন আর সেগুলোর দাম বছরের মাঝখানে বেড়ে গেল, এবং পরবর্তীতে বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করল, এটা বলার কারণ হচ্ছে প্রতি বছরেই কিন্তু আমরা বুল সিজন পাইনা যে বছরের লাস্টের দিকে গিয়ে পাম্প করবে।
এমনও অনেক রেকর্ড রয়েছে যে হোল মার্কেট বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করে।  ধরেন আপনি যেগুলো হোল্ড করতেছেন এনালাইসিস করে বুঝতে পারলেন বছরের শেষের দিকে  ডাম্প করার পসিবিলিটি আছে, তাহলে কি আপনি সেখানে এই কনটেস্ট জেতার জন্য লস দিয়ে হলেও হোল্ডিং করবেন?
Quote
ধরো আমি, Manta চুজ করলাম। এখন কথার কথা, বছরের শুরুতে এটি ১$ ছিল, এক বছর পর ১০০$ হইছে (মাঝখানের পাম্প-ডাম্প, মারা খাওয়া ম্যাটার করে না)। এখানে ওভারঅল ক্যালকুলেট হবে, কত ভালো পারফোর্ম করছে, পজেটিভ নাকি নেগেটিভ এইসব ব্যাপার স্যাপার (যদিও তারা কিভাবে এটা ইভালুয়েট করবে আমার জানা নাই)। বিভিন্ন সাইটেও  তো দেখা যায়, টপ ১০ অল্ট অফ ২০২৩,২০২৪, এমন কিছু একটা।
মার্কেট আসলে কারো নিয়মে চলে না, যে বছরের শুরুতে একটি প্রাইস থাকবে তারপর মাঝখানে পাম্প করবে ডাম্প করবে এবং বছরের শেষে গিয়ে গ্যারান্টেদটি পাম্প করবে। আমরা যদি ২০২২ সালের কথা বলি ২০২১ সালের শেষের দিকে মার্কেট বুল সিজন থেকে আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং ২০২২ সালের শুরুতেও মার্কেট মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে ছিল। কিন্তু ২০২২ এর শেষের দিকে মার্কেট একদম বেয়ার মার্কেটে উপনীত হয়েছিল। এ সময় আমরা অল্ট কয়েনের মার্কেট কেউ একদম নিচে দেখতে পেয়েছি।
Quote
যাই হোক লস খাওয়ার যে বিষয়টা বল্লা, তুমি যেহেতু এখানে কিছু হোল্ড করো নাই, জাস্ট একটা স্পেকুলেশন করছো, সেক্ষেত্র লস কই? আর যদি সত্তি সত্তি হোল্ডও করো, তাহলেও তো ডাম্প দেয়া শুরু করলে সেল করে দিতা।
কথা সত্য যে আমি আপনি যেসব কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন শেষ হবে করিনি  অথবা আপনি যে সব কয়েনের কথা ভাবতেছেন ইনভেস্টমেন্ট করার জন্য সেসব কয়েনে আমি হয়তো ইনভেস্টমেন্ট করিনি
বাট আপনার পোস্টটি আমি একটু লেট করে নজর করে ফেলেছি না হলে হয়তো আমিও আমার ইনভেস্ট করা কয়েন গুলো কেউ অ্যাড করে সেখানে পার্টিসিপেন্ড করার জন্য রেজিস্টার করতে পারতাম।  Roll Eyes
তবে এটা আমি অবশ্যই মাথায় রাখতাম এই কনটেস্ট জেতার জন্য আমি আমার টার্গেট টাচ হয়ে যাওয়ার পরও হোল্ড করতাম না।
যাইহোক  আমি পার্সোনালি মনে করতেছি যে এই বছরের শেষের দিক থেকে শুরু হবে বিয়ার সিজনের যাত্রা
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 19, 2025, 06:32:17 AM
এই কনটেস্ট এর একটা বিষয় আমার নিকট অড লাগতেছে, সেটা হল এই কন্টেস্টটা এক বছর মেয়াদী কিন্তু এটার সাবমিশন ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছে। 
ধরুন আপনি যেগুলো করেন হোল্ড করেছেন সেগুলোর দাম বেড়ে গেল এবং আপনার টার্গেট টাচ করে ফেলল বছর শেষ হওয়ার পূর্বেই আপনি কি সেটা সেল করে দিয়ে আরেকটা  কয়েন কে চুজ করবেন না?

নাকি আপনি বছর শেষে যেকোন  অল্ট কয়েন বসিয়ে দিবেন কারণ সেটাও সুযোগ নেই আপনি অলরেডি রেজিস্টার করার সময় আপনার চারটি  কয়েন কে উল্লেখ করে দিচ্ছেন। !!

আসলে কনটেস্টটির প্রাইজপুল আরো বেশি হওয়া উচিত ছিল।  Grin  ওহো লস খাইলে তো আর কোন উপায়ই থাকবে না এমনিও মারা অমনিও মারা।

বুঝলাম না তোমার কথা!  Huh

প্রথমত এখানে তোমাকে কেউ ফিজিক্যালি কোনো কয়েন হোল্ড করতে বলেতেছে না। তুমি যে ৪ টি অল্ট নিয়ে আশাবাদী সেই ৪ টা চুজ করবা।

ধরো আমি, Manta চুজ করলাম। এখন কথার কথা, বছরের শুরুতে এটি ১$ ছিল, এক বছর পর ১০০$ হইছে (মাঝখানের পাম্প-ডাম্প, মারা খাওয়া ম্যাটার করে না)। এখানে ওভারঅল ক্যালকুলেট হবে, কত ভালো পারফোর্ম করছে, পজেটিভ নাকি নেগেটিভ এইসব ব্যাপার স্যাপার (যদিও তারা কিভাবে এটা ইভালুয়েট করবে আমার জানা নাই)। বিভিন্ন সাইটেও  তো দেখা যায়, টপ ১০ অল্ট অফ ২০২৩,২০২৪, এমন কিছু একটা।

যাই হোক লস খাওয়ার যে বিষয়টা বল্লা, তুমি যেহেতু এখানে কিছু হোল্ড করো নাই, জাস্ট একটা স্পেকুলেশন করছো, সেক্ষেত্র লস কই? আর যদি সত্তি সত্তি হোল্ডও করো, তাহলেও তো ডাম্প দেয়া শুরু করলে সেল করে দিতা।

প্রাইজ পুল বাড়ছে মেইবি। আমার জানা মতে, বিসি গেইম স্পনসর করছে।

(তোমার প্রশ্নটা নিয়ে এখনো একটু কনফিউজড আমি, হয় আমার ধরার ভুল হইছে, বা তোমার বোঝায় মিস-আনডাস্টিং হইছে)
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 18, 2025, 04:33:38 PM
আজকেই কিন্তু শেষ দিন!

এখনো যারা সেরা অল্টকয়েন কনটেস্টে জয়েন করেন নাই তারা চাইলে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন, কি কি রিকয়ামেন্ট, উদাহরণ সহ সব আমি আগেই উল্লেখ করে দিয়েছিলাম। সবার সুবির্ধাতে অবারো পুরানো পোস্টটি কোট করে দিলাম। পড়ে নিয়েন।

এখানে গিয়ে রেজিস্টেশন করে আসুন: [Registration] Best Altcoins Portfolio 2025
কনটেস্ট টি কিন্তু ১ বছর মেয়াদী। ধরুন আপনার কাছে ১০০০$ আছে। এখন আপনি যেই ৪ টা অল্ট চুজ করবেন তার মধ্যে কোনটা কত শতাংশ (১০০ তে) হোল্ড করবেন তা নির্ধারণ করে দিবেন। বছর শেষে মানে, ১ জানুয়ারি ২০২৫ এ আপনার পোর্টফলিওর কত ভ্যালু ছিলো এবং ৩১ ডিসেম্বর ২০২৫ এ তা কত তে গিয়ে দাঁড়িয়েছে তা হিসাব করা হবে এবং এদের মধ্যে যাদের অল্টকয়েন সবথেকে ভালো পারফর্ম করবে তাদের বিজয়ী ঘোষনা করা হবে।
এই কনটেস্ট এর একটা বিষয় আমার নিকট অড লাগতেছে, সেটা হল এই কন্টেস্টটা এক বছর মেয়াদী কিন্তু এটার সাবমিশন ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছে।  
ধরুন আপনি যেগুলো করেন হোল্ড করেছেন সেগুলোর দাম বেড়ে গেল এবং আপনার টার্গেট টাচ করে ফেলল বছর শেষ হওয়ার পূর্বেই আপনি কি সেটা সেল করে দিয়ে আরেকটা  কয়েন কে চুজ করবেন না?

নাকি আপনি বছর শেষে যেকোন  অল্ট কয়েন বসিয়ে দিবেন কারণ সেটাও সুযোগ নেই আপনি অলরেডি রেজিস্টার করার সময় আপনার চারটি  কয়েন কে উল্লেখ করে দিচ্ছেন। !!

আসলে কনটেস্টটির প্রাইজপুল আরো বেশি হওয়া উচিত ছিল।  Grin  ওহো লস খাইলে তো আর কোন উপায়ই থাকবে না এমনিও মারা অমনিও মারা।
এইটা ঠিক বলেছেন এলটকয়েনে বিনিয়োগ করার মানেই অনিশ্চিত সম্ভাবনাময় লটারি টিকিট কেনা। কেউ এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য এলটকয়েনে বিনিয়োগ করতে যাবেন না এক্ষেত্রে আপনার পোর্টফোলিও দেখানোর জন্য গিয়ে আপনার পোর্টফোলিও যেন ঋণে লালবাতি যেন না জ্বলে। আমি আপাতত এলটকয়েনে বিনিয়োগ করতে যাব না। Pnut আমারে দিছে ঢুকাইয়া আইককা বাঁশ। এই বছরে ২০২৫ এ আপাতত আমার পোর্টফোলিওতে লালবাতি জ্বলে থাকবে মনে হচ্ছে। আমি যে দামে বিনিয়োগ করেছি খুব সম্ভবত আর সেই দামে পৌঁছাতে পারবে না অথবা পৌঁছাতে পারলেও আমার ধৈর্য্যে কুলাবে না। আমি 0.61 করে 1200 এক্সআরপি কিনে Exodus ওয়ালেটে হোল্ডিং করে রেখেছিলাম কিন্তু বৌয়ের গহনা বানানোর জন্য বিক্রি করে দিয়েছিলাম যদি ভুলেও রেখে দিতাম তাহলে আজ ছয় গুণ বেশি প্রফিট পেতাম। আসলে যেটা ভাগ্যে নেই সেটা কখনোই আমার ভাগ্য আল্লাহপাক লিখে রাখেননি।



আমি বিনিয়োগ করার পর টানা পঞ্চমবারের মতো সেরা লুজারে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফিতে এর চেয়ে ভালো কোন এলটকয়েন পারফরম্যান্স করতে পারে না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 18, 2025, 03:23:49 PM
আজকেই কিন্তু শেষ দিন!

এখনো যারা সেরা অল্টকয়েন কনটেস্টে জয়েন করেন নাই তারা চাইলে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন, কি কি রিকয়ামেন্ট, উদাহরণ সহ সব আমি আগেই উল্লেখ করে দিয়েছিলাম। সবার সুবির্ধাতে অবারো পুরানো পোস্টটি কোট করে দিলাম। পড়ে নিয়েন।

এখানে গিয়ে রেজিস্টেশন করে আসুন: [Registration] Best Altcoins Portfolio 2025
কনটেস্ট টি কিন্তু ১ বছর মেয়াদী। ধরুন আপনার কাছে ১০০০$ আছে। এখন আপনি যেই ৪ টা অল্ট চুজ করবেন তার মধ্যে কোনটা কত শতাংশ (১০০ তে) হোল্ড করবেন তা নির্ধারণ করে দিবেন। বছর শেষে মানে, ১ জানুয়ারি ২০২৫ এ আপনার পোর্টফলিওর কত ভ্যালু ছিলো এবং ৩১ ডিসেম্বর ২০২৫ এ তা কত তে গিয়ে দাঁড়িয়েছে তা হিসাব করা হবে এবং এদের মধ্যে যাদের অল্টকয়েন সবথেকে ভালো পারফর্ম করবে তাদের বিজয়ী ঘোষনা করা হবে।
এই কনটেস্ট এর একটা বিষয় আমার নিকট অড লাগতেছে, সেটা হল এই কন্টেস্টটা এক বছর মেয়াদী কিন্তু এটার সাবমিশন ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছে। 
ধরুন আপনি যেগুলো করেন হোল্ড করেছেন সেগুলোর দাম বেড়ে গেল এবং আপনার টার্গেট টাচ করে ফেলল বছর শেষ হওয়ার পূর্বেই আপনি কি সেটা সেল করে দিয়ে আরেকটা  কয়েন কে চুজ করবেন না?

নাকি আপনি বছর শেষে যেকোন  অল্ট কয়েন বসিয়ে দিবেন কারণ সেটাও সুযোগ নেই আপনি অলরেডি রেজিস্টার করার সময় আপনার চারটি  কয়েন কে উল্লেখ করে দিচ্ছেন। !!

আসলে কনটেস্টটির প্রাইজপুল আরো বেশি হওয়া উচিত ছিল।  Grin  ওহো লস খাইলে তো আর কোন উপায়ই থাকবে না এমনিও মারা অমনিও মারা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 15, 2025, 08:50:46 PM
যুদ্ধ বিরতি উৎসবে মেতেছে ফিলিস্তিনি বাসী



পৃথিবীর বুকে একখণ্ড জাহান্নাম দেখতে পেরেছি অতীতে এবং সেই অতীতের অভিজ্ঞতা থেকে বলছি গাঁজায় প্রত্যেকটি বালিকণা জানে ভয়ঙ্কর অতীতের যুদ্ধের সকল অভিজ্ঞতা। ওখানে প্রতিনিয়ত শিশুরা জন্ম নিয়েছে বোমা ও কামানের শব্দে। চারদিক থেকে সূর্যের আলো দেখার আগে গাজাবাসীর নবাগত শিশু দেখেছে রকেট হামলার রক্তিম আলো। আমরা জন্মের পর থেকে মুক্ত বাতাসে মাটির অম্লান গন্ধ ও বাতাসে ফুলের সুবাসিত গন্ধে আমাদের বুক ভরে উঠত। কিন্তু সেই ফিলিস্তিনিবাসী সন্তান জন্মের পর বাতাসে লাশের গন্ধ ও কামানের গোলাবারুদের গন্ধে তাদের বেড়ে ওঠা। অতীতে এত সকল লাশ কামান ধ্বংসস্তূপ এর অভিজ্ঞতা থেকে কিছুটা হলেও মুক্তির স্বাদ পাচ্ছে ফিলিস্তিনিবাসী। খুব সম্প্রীতি যুদ্ধবিরতির একটি প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বলা চলে ফিলিস্তিনিবাসীর যুদ্ধ বিরতি উৎসব দেখে আমাদের খুব ভালো লাগছে। আল্লাহতালা ফিলিস্তিনের বাসীকে হেফাজত করুক এবং তাদের জীবন হয়ে উঠুক আমাদের মতই স্বাধীন এবং আমাদের মতই আনন্দময়।

যুদ্ধ বিরতি উৎসবে মেতেছে ফিলিস্তিনি : https://youtu.be/UDSSoeMBLsE?si=LUK65mJNvuA1i8B6
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 15, 2025, 06:08:56 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (598 তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5526186


sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 15, 2025, 08:51:43 AM
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 14, 2025, 09:18:12 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#27)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-27-5526462
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 14, 2025, 01:44:32 PM
→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।

যারা Plume Network এর টেস্টনেট করেছেন, তারা S1 Airdrop এর জন্য রেজিস্ট্রেশন করতে ভুলবেন নাহ। অবশ্যই ১৮ই জানুয়ারির বাংলাদেশ সময় রাত ১১টার আগেই সেটি করবেন, নইলে টেস্টনেট করার পরও এয়ারড্রপ পাবেন নাহ।



বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1879223676509544785


Soneium mainnet আজকে চালু হয়েছে এবং সাধারণ কোনো প্রজেক্টের মেইননেট যখনই চালু হয়, সেগুলো যারা শুরু দিকে ব্যবহার করে তাদের জন্য প্রজেক্ট কখনো কখনো বিভিন্ন রিওয়ার্ড দিয়ে থাকে। কিংবা কোনো NFT প্রজেক্ট তাদের জন্য ফ্রিতে এয়ারড্রপ অথবা whitelist দিয়ে থাকে। তাই এটি ব্যবহার করতে পারেন, কারণ এখনো মাত্র ২৪ হাজার ওয়ালেট সংখ্যা। মানে এখনো এই চেইনটিতে ব্যবহারকারীর সংখ্যা তেমন বৃদ্ধি পায়নি।



Gas.zip এটি ব্যবহার করে সর্বনিম্ন $২ সমপরিমাণ ETH ব্রিজ করুন কিংবা চাইলে সর্বোচ্চ $৫০ ব্রিজ করতে পারবেন এবং এটিতে অন্যান্য ব্রিজের মতো তেমন কোনো অতিরিক্ত ফি নেই।
kyo.finance এটি ব্যবহার করে আপনার ETH কে অন্যান্য টোকেনে কিংবা কয়েনে সোয়াপ করুন। বেশি অর্থ ব্রিজ করে থাকলে LP farming ও করতে পারেন।

Degen দের জন্য একটি বিষয়, এখন কিন্তু soneium চেইনে memecoin এর হাইপ দেখা যাবে। কারণ যখনই কোনো নতুন মেইননেট চালু হয়, তখনই সেই চেইনে মিমকয়েনের হাইপ হয়ে থাকে। তো আপনার বিশ্লেষণ করে মিমকয়েনের হাইপ থেকে বিনিয়োগের মাধ্যমে লাভ অথবা ক্ষতি দুইটাই করতে পারেন।  Grin


full member
Activity: 238
Merit: 177
January 14, 2025, 04:45:03 AM
নন-গাম্বলিং সিগ না পাওয়ায় আমি অনেক মাস কোনো সিগ করি নাই, তখন AOBT এর পতাকা নিয়ে ঘুরতাম, হয়তো খেয়াল করছিলেন। যদিও আমার ব্যাপক সুযোগ ছিলো কোনো একটায় ঢুকে পড়ার। এখন মনে হচ্ছে সবগুলো সিগ করাই বেটার ছিলো। ভালো মানুষের দাম নাই ভাই, যে ফেয়ার প্লে করতে চায় সেই সবসময় মারা খায়। এখন থেকে দুষ্টু ছেলে হতে হবে।
ভাই আমি বুঝতে পারছি আপনার বিষয় কিন্তু ভাই আপনি যে কথাটা বললেন ভালো মানুষের খারাপটাই বাংলাদেশী মেম্বারদের সাথে হয়। আমি এই কয়েক মাসে ফোরাম সম্পর্কে যতটা জানার চেষ্টা করছি সেখান থেকে আমি যতটুকু বুঝি ফোরামে বাংলাদেশী হয়ে টিকে থাকা বড়ই ট্রাপ হয়ে গেছে। আর যারা এগুলা নিয়েই করতেছে তারা সবসময় বাংলাদেশীদের চেপে ধরে রেখে তারা ভালো সেজে কিছু করার চেষ্টা করতেছে এবং করতেছে। চিল্লাপাল্লা করেও কোন লাভ হয় না ভাই এটা চিল্লাপাল্লা কে মিথ্যে ট্রল বানিয়ে আরো বেশি ট্যাগ দিয়ে দেয়। বিশেষ করে এদের বাহবা দিয়ে বেশি কথা বলে সবাই কেউ তাদের প্রতি কোন ব্যবস্থা গ্রহণ করে না বা করার চেষ্টাও করে না। ফোরাম এরাই চালায় এরাই চালাই যাবে আমাদের এখান থেকে কাউকে তারা ভালো অবস্থানে যেতে দিবে না এটা তারা কনফার্ম ভাবে নিয়েছে। যতই ভালো থাকেন না কেন কোন না কোন একটা আজাইরা ফল্ট বের করে ট্যাগ লাগিয়ে দিবে। তবে যারা ভালো অবস্থানে আছেন ডিটির দিকে তারা কিছু করতে পারেন নাকি দেখেন।‌ আমার সমস্যা নেই আমাকে ট্যাগ দিয়েছে কোন ম্যানেজার নীলে নিল না নিলে নাই এগুলো নিয়ে আফসোস করি না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী টেনশন করার কোন কারণ নেই। ভাবছিলাম সিগনেচার ক্যাম্পেইনে থাকতে পারলে দুই একটা টিউশন কম করাবো চাকরির পড়াশোনার দিকে একটু মনোযোগ দিব যে সময়টুকু পাব কিন্তু সেটা হল না। যদি কোন ক্যাম্পেইনে ঢুকতে পারি ঢুকবো না হলে টিউশন দুই একটা বাড়িয়ে নেব ভাই এইটাই চিন্তাভাবনা করেছি আমি।

তবে ভাই আমি এটা ছাড়বো না আমি ট্যাগ খেয়েছি এইটা নিয়ে আমি অগ্রসর হব যদি আমি কখনো ভালো অবস্থানে যেতে পারি তাইলে আমি অবশ্যই তাদেরকে ট্যাগ লাগাই দিব। আমি এখানে সর্বোচ্চ পরিমাণ লড়াই করে যাবো তাদের ট্যাগ লাগাইতে। সেটা আমি পারলে পারলাম না পারলে নাই তবে আমি চেষ্টা করে যাবো ভাই আপনারা সাপোর্ট দিয়েন তাহলে আমি পারবো। ফোরামে চুপ থাকার কারণে এরা কথা বলার সাহস পাই বেশি। চুপ থাকার কারণ মনে করে হার মেনে নেওয়া কিন্তু আমি চুপ থাকি নাই ভাই বুঝি আর না বুঝি চিল্লাপাল্লা কইরা যাইতাছি এতে যা ইচ্ছা তাই হোক সমস্যা নাই। তবে তারা যে একটা গ্যাং এটাই স্পষ্টভাবে বুইঝা গেছি ভাই। কি একটা অবস্থা ফোরামে বাংলা কমিউনিটির মেম্বার দেখলে সবাই একটা নেগেটিভলি চিন্তাভাবনা করে বসে থাকে।

বাংলা ফোরামের তারা ডিটি মেম্বারের দিকে আছেন হয়তো তারা কিছু করতে পারবেন এগুলো নিয়ে যারা এগুলো নিয়ে ভালো বোঝেন তারা এগুলো যদি পারেন বন্ধ করার চেষ্টা করিয়েন না হলে বাংলা কমিউনিটির অবস্থা আরো খারাপ হয়ে যাবে।
Pages:
Jump to: