Pages:
Author

Topic: বাংলা (bangla) - page 17. (Read 19355 times)

newbie
Activity: 88
Merit: 0
June 14, 2018, 12:33:04 AM
কেমোন আছো বন্ধুরা সবাই?
member
Activity: 868
Merit: 15
June 13, 2018, 07:42:30 PM
বিটকয়েন একটি উদ্ভাবনী পেমেন্ট নেটওয়ার্ক এবং একটি নতুন ধরনের অর্থ।বিটকয়েনের সাথে আপনার জানা দরকার এবং এটি শুরু করুন।
Quote
পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক হওয়ার কারণে বিটকয়েনের ট্রানজিকশন বা লেনদেন সেবা দাতা ও গ্রহিতার ‘ওয়ালেট’ থেকে ‘ওয়ালেটে’ সম্পন্ন হয়। ‘ওয়ালেটে’ বিটকয়েন সঞ্চিত রাখা থাকে। এটি অনলাইন বা অফলাইন দু’রকমেই হতে পারে। একজন বিটকয়েন ব্যবহারকারীকে দুটি ‘কি’ (Keys) ব্যবহার করতে হয়। একটি ‘পাবলিক কি’ (Public Key), এটি সবার জন্য উন্মুক্ত। অন্যটি ‘প্রাইভেট কি’ (Private key), এটি সর্বদা গোপন থাকে এবং লেনদেনের নিশ্চয়তার জন্য ব্যবহৃত হয়।
ট্রানজিকশনের ইতিবৃত্ত একটি উম্মুক্ত খতিয়ানে (পাবলিক লেজার) রেকর্ড করা থাকে, যাকে ‘ব্লক চেইন’ (Block chain) বলে। এক্ষেত্রে ‘পাবলিক কি’ ব্যবহার করা হয় এবং একই লেনদেন একই ব্যবহারকারীর মাধ্যমে পুনরাবৃত্তি করা যায়না। ব্লকচেইনে সর্বপ্রথম ট্রানজিকশনের হিসাব থেকে আজ পর্যন্ত সব হিসাব সংরক্ষিত আছে এবং নিয়মিতভাবে আপডেট হচ্ছে।
এটি দেখুন।
newbie
Activity: 308
Merit: 0
June 13, 2018, 05:51:03 PM
বিটকয়েন একটি উদ্ভাবনী পেমেন্ট নেটওয়ার্ক এবং একটি নতুন ধরনের অর্থ।বিটকয়েনের সাথে আপনার জানা দরকার এবং এটি শুরু করুন।
newbie
Activity: 42
Merit: 0
June 13, 2018, 04:33:18 PM
অনলাইনে ডলার-পাউন্ড-ইউরোর পাশাপাশি কেনাকাটা করা যায় বিটকয়েনে। তবে অন্যান্য মুদ্রাব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ কিংবা একদল সফটওয়্যার ডেভেলপার নতুন ধরনের ভার্চ্যুয়াল মুদ্রার প্রচলন করে। এ ধরনের মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়। নাকামোতোর উদ্ভাবিত সে ক্রিপ্টোকারেন্সির নাম দেওয়া হয় বিটকয়েন।

বিটকয়েন লেনদেনে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি (পিয়ার-টু-পিয়ার) আদান-প্রদান হয়। লেনদেনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ক্রিপ্টোগ্রাফি নামের পদ্ধতি।

সাম্প্রতিক সময়ে বিটকয়েন আলোচনায় আসার কারণ মূল্যস্ফীতি। বিটকয়েনে যারা বিনিয়োগ করেছিল, হঠাৎই তাদের সম্পদ বেড়েছে কয়েক শ গুণ। কিন্তু বিটকয়েন কেন জনপ্রিয় হচ্ছে? নিজের পরিচয় প্রকাশ না করেই এতে লেনদেন করা যায়। অন্যদিকে লেনদেনের ব্যয় খুব কম। তবে সবচেয়ে বড় কারণটা হলো বিটকয়েনে বিনিয়োগ করলে কয়েক গুণ লাভ হবে, এমন একটা ধারণা অনেকের মধ্যে আছে।

এখনো অনেক দেশে মুদ্রা হিসেবে স্বীকৃতি না পেলেও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বিটকয়েন। ফলে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েনের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সদ্য সমাপ্ত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ সম্মেলনের এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, আগামী বছরের জুনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে কমিটি গঠন করা হবে। এই কমিটির কাজ হবে বাংলাদেশে কীভাবে দ্রুত ডিজিটাল মুদ্রার প্রচলন করা যায়, তা খতিয়ে দেখা।

বিটকয়েন নিয়ে কিছু তথ্য থাকছে এখানে:

বিটকয়েন সীমিত

প্রচলিত পদ্ধতিতে ২ কোটি ১০ লাখ বিটকয়েনের প্রচলন সম্ভব। অর্থাৎ সরবরাহ সীমিত। সে জন্যই বিটকয়েনকে স্বর্ণের সঙ্গে তুলনা করা হয়। খনি থেকে উত্তোলনের একপর্যায়ে গিয়ে যেমন স্বর্ণের সরবরাহ শেষ হয়ে যাবে। এরপর উত্তোলিত স্বর্ণের বিকিকিনি হতে পারে। তবে নতুন করে উত্তোলনের সুযোগ থাকবে না। বিটকয়েনের ধারণাও তা-ই। অ্যালগরিদমের সমাধানের মাধ্যমে বিটকয়েন ‘উত্তোলন’ করতে হয়, যা বিটকয়েন মাইনিং হিসেবে পরিচিত। আর বর্তমান হারে চলতে থাকলে ২ কোটি ১০ লাখ বিটকয়েন মাইনিং করতে ২১৪০ সাল লেগে যাবে।

ভগ্নাংশেও কেনা যায় বিটকয়েন

বিটকয়েনের বিনিময় হার বেড়ে যাওয়ায় এর ভগ্নাংশ সম্প্রতি আলোচনায় উঠে এসেছে। অর্থাৎ বিটকয়েনের ভগ্নাংশ কেনাও সম্ভব। উদ্ভাবকের নামের সঙ্গে মিল রেখে বিটকয়েনের ভগ্নাংশ সাতোশি নামে পরিচিত। এক বিটকয়েনের ১০ কোটি ভাগের এক ভাগ হলো এক সাতোশি।

দেড় হাজার কোটি ডলারের বিটকয়েন চুরি

অন্যান্য মুদ্রার মতো বিটকয়েনও নির্দিষ্ট হারে বিনিময় করা হয়। এই বিনিময় হয় বিটকয়েন এক্সচেঞ্জের মাধ্যমে। এক্সচেঞ্জ থেকে ৯ লাখ ৮০ হাজার বিটকয়েন চুরি হয়েছিল। বর্তমান বিনিময় হারে যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। চুরি যাওয়া বিটকয়েনের কিছু অংশ উদ্ধার হলেও চুরির পেছনের রহস্য উদ্ধার করা সম্ভব হয়নি।

বিটকয়েনের এক হাজার প্রতিদ্বন্দ্বী

বিটকয়েন একধরনের ক্রিপ্টোকারেন্সি। একমাত্র ক্রিপ্টোকারেন্সি না। বিটকয়েনের সাফল্যের পর এমন এক হাজারের বেশি ভার্চ্যুয়াল মুদ্রা চালু করা হয়। সব অবশ্য বিটকয়েনের মতো সফল হয়নি। তবে এ থেকে ভার্চ্যুয়াল মুদ্রানির্ভর ভবিষ্যৎ আর্থিক ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়।

বিটকয়েন দুভাগে বিভক্ত

বিটকয়েনের সফটওয়্যার কোডে বিভক্তির কারণে চলতি বছরের ১ আগস্টের আগে কেনা সব বিটকয়েন ভার্চ্যুয়ালি দুভাগে বিভক্ত হয়ে যায়। বিটকয়েনের পাশাপাশি বিটকয়েন ক্যাশ নামের আরেকটি ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়।
newbie
Activity: 308
Merit: 0
June 13, 2018, 01:01:00 PM
বিটকয়েন একটি ক্রিপ্টোকুরেন্স এবং বিশ্বব্যাপী পেমেন্ট সিস্টেম। এটি প্রথম বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা, কারণ সিস্টেমটি কোনও কেন্দ্রীয় ব্যাংক বা একক প্রশাসক ছাড়া কাজ করে। ... বিটকয়েন নামের একটি অজানা ব্যক্তি বা গোষ্ঠীর লোকেরা স্যাটোসি নাকামোটো ব্যবহার করে উদ্ভাবিত হয়েছিল এবং ২009 সালে ওপেন সোর্স সফ্টওয়্যার হিসেবে মুক্তি পায়। উইকিপিডিয়ায়
newbie
Activity: 88
Merit: 0
June 13, 2018, 04:29:55 AM
রোজা তো শেষ হতে চলেছে  বন্ধুরা?
newbie
Activity: 26
Merit: 0
June 13, 2018, 03:02:26 AM
Samne Eid sober ki khobor
newbie
Activity: 46
Merit: 0
June 13, 2018, 01:40:15 AM
ভাল কাজ পেলে একটু জানাইয়েন কেউ।
newbie
Activity: 46
Merit: 0
June 13, 2018, 01:37:29 AM
শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন?
newbie
Activity: 308
Merit: 0
June 13, 2018, 01:03:53 AM
বিটকয়েন একটি নতুন মুদ্রা যা ২006 সালে একটি অজানা ব্যক্তির দ্বারা উত্সাহী সতোশি নাকামোটো ব্যবহার করে তৈরি করা হয়েছিল। লেনদেন কোন মধ্যম পুরুষদের সঙ্গে তৈরি করা হয় - অর্থ, কোন ব্যাংক! বিটকয়েন এক্সপিডিয়া হোটেল বুক, ওভারফোল এবং Xbox কেনার কেনার জন্য আসবাবপত্র কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু বেশিরভাগ প্রচারই এটিকে ট্রেড করার মাধ্যমে সমৃদ্ধি অর্জন করে। বিটকয়েনের মূল্য ২017 সালে হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
newbie
Activity: 50
Merit: 0
June 12, 2018, 11:58:15 PM

  সবাই কে ওগ্রিম ঈদ এর শুভেচ্ছা
newbie
Activity: 308
Merit: 0
June 12, 2018, 06:23:44 PM
কেন বিটকয়েন বিতর্কিত?

অনেকেই বিটকয়েনের সাথে সোনার বা কাগজের অর্থ এর তুলনা করছেন। ব্যাংক এবং এসকল প্রতিষ্ঠানগুলিতে বিটকয়েন নিষিদ্ধ এবং অনেক দেশেই এর ব্যবহার করা হয় না, কেননা এটি কার অধীনে নিয়ন্ত্রিত, তা কারো জানা নেই।

গতবছরের  ২১ শে নভেম্বর, একটি ৩১ মিলিয়ন ডলারের চুরির ঘটনা প্রকাশিত হয়, যার ফলে বিটকয়েনের দাম অস্থায়ীভাবে কমে যায়। সুতরাং, এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে, এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ।

বিটকয়েনের লেনদেন কালো বাজার এবং অন্ধকার ওয়েব(Dark Web) এর সাথে  ও সংশ্লিষ্ট। সাম্প্রতিক সময়ে মানি লন্ডারিং এর সাথে ও বিটকয়েনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এসকল দিক বিবেচনায় এখন ও বিটকয়েন লেনদেন বারবার  বিতর্কিতই থেকে যাচ্ছে।
newbie
Activity: 88
Merit: 0
June 12, 2018, 06:11:45 PM
কেমন আছো বন্ধুরা  সবাই?
newbie
Activity: 308
Merit: 0
June 12, 2018, 05:54:19 PM
 কিছু অজানা তথ্য,বিটকয়েনের দাম বেড়েছে ব্যাপক হারে
বিশ্বের বহু দেশে বিটকয়েন অনেক জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস, মাইক্রোসফট, উইকিপিডিয়া, ওভারস্টকের মতো বিশ্বের প্রায় ত্রিশ হাজারের বেশি প্রতিষ্ঠান বিটকয়েন গ্রহণ করে। দিন দিন এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পর্যন্ত বিটকয়েন নিয়ে মন্তব্য করছেন, “Bitcoin is better than currency“।
newbie
Activity: 308
Merit: 0
June 12, 2018, 12:57:54 PM
বর্তমান বিশ্বে বিটকয়েনের মূল্য ও বাংলাদেশে এর অবস্থা?
বিটকয়েন প্রথম চালু হওয়ার পর থেকে দিন দিন এর মূল্য বেড়েই চলেছে। ২০১১ সালে বিটকয়েনের বাজারমূল্য সর্বপ্রথম ০.৩০ ডলার থেকে ৩২ ডলারে উঠে। এরপর ২০১৩ সালে এর দাম উঠে যায় ২৬৬ ডলারে। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে বিটকয়েনের দাম। ২০১৬ সালের শেষের দিকে এই দাম চলে আসে ৬০০ ডলারের উপরে। এরপর ২০১৭ সালে বিটকয়েনের দাম বেড়ে যায় রেকর্ড পরিমাণ। প্রতি মাসে প্রায় এক হাজার করে বাড়তে বাড়তে এ বছরের নভেম্বরে বিটকয়েনের দাম উঠে যায় ৯,০০০ ডলারের কাছাকাছি। আর এই ডিসেম্বর মাসেই এই দাম বেড়ে পরিণত হয় ১৫,০০০ ডলারেরও বেশিতে যা সত্যিই অভূতপূর্ব একটি ঘটনা।
newbie
Activity: 23
Merit: 0
June 12, 2018, 12:49:25 PM
  সবাই কে ওগ্রিম ঈদ এর শুভেচ্ছা।
newbie
Activity: 62
Merit: 0
June 12, 2018, 11:36:22 AM
সবাই কেমন আছেন?
newbie
Activity: 10
Merit: 0
June 12, 2018, 11:24:22 AM
hi mamara kamon aco
newbie
Activity: 308
Merit: 0
June 12, 2018, 10:57:47 AM
বিটকয়েনের কিছু অসুবিধা
বিটকয়েন সম্পূর্ণ অফেরতযোগ্য। অর্থাৎ কেউ ভুল করে কোনো ভুল ঠিকানায় বিটকয়েন পাঠিয়ে দিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।
বিটকয়েন লেনদেন প্রক্রিয়া কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। প্রেরক-প্রাপক উভয়ের পরিচয়ই সম্পূর্ণ গোপন থাকে। ফলে অনেক অপরাধমূলক কাজে বিটকয়েন ব্যবহার করা সম্ভব। অবৈধ পণ্যের কেনা বেচাতেও বিটকয়েন ব্যবহৃত হয়। ইন্টারনেটের গোপন অংশ ডার্ক ওয়েবের সমস্ত লেনদেন হয় বিটকয়েনের মাধ্যমে।
বিটকয়েনের মূল্য অনেকটাই অস্থিতিশীল। কখনো বিশাল পরিমাণে বাড়ে তো কখনো বিশাল ধস নামে।
newbie
Activity: 44
Merit: 0
June 12, 2018, 10:04:32 AM
বিটকয়েন এর অসুবিধা সমূহঃ
১। মাইনর ট্রানজেকশন এপ্রুভ করতে অনেক সময় মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে।
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
৫। বাজার মূল্য অস্থিতিশীল।
শেষেরটায় সব ঝামেলার মূল। যখন ইচ্ছে তখন পেমেন্ট নেওয়া যায় না। নইতো বড় ধরণের লস। আর ২ নাম্বারটার কারণেই মেবি এটার উৎপত্তি।
Pages:
Jump to: