Pages:
Author

Topic: বাংলা (bangla) - page 2. (Read 19311 times)

newbie
Activity: 37
Merit: 0
July 28, 2018, 11:32:18 PM
বিটকয়েন মাইনিং এর কাজ করেন এমন এক্সপার্ট বড় ভাইদের সাহায্য কামনা করছি
newbie
Activity: 280
Merit: 0
July 28, 2018, 09:50:34 PM
বিটকয়েন এর দাম নাকি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে.....?
newbie
Activity: 28
Merit: 0
July 28, 2018, 01:55:47 PM

শুভ রাত্রি বাংলাদেশ
member
Activity: 244
Merit: 10
Official Street Team member
July 28, 2018, 11:50:02 AM
আমার কিছু বিটকয়েন দরকার কেউ বিক্রি করবেন 
ইনবক্সে আসুন।কতটুকু লাগবে?
newbie
Activity: 42
Merit: 0
July 28, 2018, 10:06:24 AM
আমার কিছু বিটকয়েন দরকার কেউ বিক্রি করবেন 
member
Activity: 244
Merit: 10
Official Street Team member
July 28, 2018, 09:34:08 AM
120 দিনের আগে কি কারও থেকে মেরিট নেওয়া যাবে?
কেউ জানলে বলবেন...
আপনার পোস্ট যদি মেরিট পাওয়ার জন্য উপযুক্ত হয় তাহলে আপনি প্রথম দিনেই পাবেন।

আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি মেরিট কেনার ধান্দায় আছেন।এই ভুল করবেন না।এইটা খুবই বাজে কাজ।আপনার আইডি হারানোর ভয় আছে।
newbie
Activity: 42
Merit: 0
July 28, 2018, 08:58:24 AM
ঠিক আছে ভাই মাজে মাজে কিছু লোক আছে জারা মানুষ এর ভাল চায় না     
newbie
Activity: 29
Merit: 0
July 28, 2018, 06:21:55 AM
কে বলেছে ভাই কাজ ফেইক? কাজ তো জেনুইন ।
লেগে থাকুন যখন ইনকাম হবে তখন বুঝতে পারবেন
জেনুইন না ফেইক। মানুষের কথায় কান দিয়েন না।
কাজ করে জান।
newbie
Activity: 42
Merit: 0
July 28, 2018, 03:27:54 AM
অনেকে বলে বিটকয়েন এর কাজ নাকি ফেক আসলে কাজ কি জেনোইন না কি     
newbie
Activity: 20
Merit: 0
July 28, 2018, 03:05:32 AM
কোথায় গেলে ভালো ভালো কাজ পাওয়া যাবে
newbie
Activity: 58
Merit: 0
July 28, 2018, 01:09:24 AM
আপনাদের কি কোন গ্রুপ আছে, টেলিগ্রাম, ফেসবুক অথবা অন্য কোথাও(
যেখানে ভালো ভালো কাজ গুলা পোষ্ট করে থাকেন?
newbie
Activity: 544
Merit: 0
July 28, 2018, 12:42:33 AM
মেরিট বাড়ানোর পদ্ধতি কি? কেউ জানলে অবশ্যই জানাবেন..
মেরিট বাড়াতে চাইলে ভালো ভালো পোস্ট করতে হবে বিটকয়েন সর্ম্পকে। যা বিটকয়েন এ সুনাম বয়ে আনবে।
member
Activity: 416
Merit: 42
July 27, 2018, 11:57:36 PM
কোথায় থেকে কাজ খুজতে হয় ?
কেউ জানলে দয়াকরে বলবেন.....

মার্ক করা সেকশনটিতে চলে যান। ওখানে প্রতিদিন প্রুচুর বাউন্টি পাবেন। এবার আপমার যেটা ভালো মনে হয় চুজ করে নিয়ে কাজ শুরু করে দিন, যদি আপনি চান।

newbie
Activity: 280
Merit: 0
July 27, 2018, 10:01:15 PM
কোথায় থেকে কাজ খুজতে হয় ?
কেউ জানলে দয়াকরে বলবেন.....
newbie
Activity: 37
Merit: 0
July 27, 2018, 08:34:35 PM
 আমরা সবাই যারা এখানে পোস্ট করি তারা সবাই বিটকয়েন /ক্রিপ্টো কারেন্সি মেম্বার।ব্লকচেইন এর মত সবাই একসাথে কাজ করলে ভাল হত
newbie
Activity: 28
Merit: 0
July 27, 2018, 01:43:02 PM

আমি গাইবান্ধা থেকে এসেছি, তুমি Huh
newbie
Activity: 37
Merit: 0
July 27, 2018, 01:23:34 PM
বিটকয়েন খুব শীগ্রই বিশ্বের ২০% মানুষের কাছে পৌছে যাবে।
member
Activity: 416
Merit: 42
July 27, 2018, 12:51:50 PM
একজন এর  আর একজনকে দেয়া যায় যুদি দেয়া যায় তাহলে কেউ     মেরিট দিবেন

ভাই নিচের লেখাটা একটু ভালোভাবে পড়ুন। আর এইভাবে মেরিট চাওয়াটা সাধারণত 'মেধার ভিক্ষা' হিসাবে দেখা হয় যা সম্প্রদায় দ্বারা ভ্রূকুঞ্চিত এবং আপনি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারেন।


যে ভাবে একটিভিটি ক্যালকুলেট করা হয় তা বুঝা একটু কমপ্লিকেটেড। ২ সপ্তাহের মধ্যে আপনি ১৪ একটিভিটি পেতে পারবেন। এটি মূলত ফোরামের নতুন মেম্বারদের জানা প্রয়োজন। বিভ্রান্তি এড়ানোর জন্য আমি নিচের সিস্টেমের জটিলতা এবং কৌশল ব্যাখ্যা করব।


                                                                                                      


১) আপনি শুধুমাত্র ১৫ দিনের জন্য ১৪ টি একটিভিটি পয়েন্ট পাবেন।
২) কার্যকলাপ সময়সীমার সমস্ত তারিখের একটি তালিকা এই স্প্রেডশীটে পাওয়া যাবে।
https://docs.google.com/spreadsheets/d/12saLhlUoqIdairxzuSPu6EYGrt7FN2lOstO1yDjCEbA/edit
৩) ফোরামে সাইনআপ যদি একটু টেকনিক্যালি করতে পারেন, তা হলে ২ সপ্তাহে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন।
৪) আপনার শুধুমাত্র পরবর্তি একটিভিটি সংগ্রহ করতে সক্ষম হতে প্রতিটি একটিভিটির সময় অন্তত একটি পোস্ট করতে হবে।
উদাহরনস্বরুপ, আপনি তিনটি নির্দিষ্ট সময়ের মধ্যে  এক পোস্ট করতে পারেন এবং আপনার ৩ টি পোস্ট এবং ৩ টি কর্যকলাপ থাকবে, কন্তু ৪২ টি সম্বাব্য কার্যকলাপ।
একবার আপনি ৪২ টা পোস্ট তৈরী করলে আপনি ৪২ টি একটিভিটি পাবেন কিন্তু আর না।
আবার আপনি একটা পোস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩৫ টা পোস্ট তৈরী করতে পারেন। যেটি হবে ৪৮০ এর একটি সম্ভাব্য কার্যকলাপ।(edited)
এর মানে আপনাকে জুনিয়র মেম্বার হতে হবে। কিন্তু আপনি যদি ৪৮০ টি পোস্ট তৈরী করতে পারেন তা হলে আপনি ইনসট্যান্ট হিরো মেম্বার হবেন।
৫) আপনার পোস্টের সংখ্যা ১৪ বা তার বেশি হলে আপনার একটিভিটির আওতায় পড়ে থাকলে আপনাকে ১৪ টি সম্পূর্ন  একটিভিটি পেতে শুধুমাত্র একটি নতুন পোস্ট করতে হবে।
উদাহরনস্বরূপ, আপনার পোস্টের সংখ্যা ২০০ কিন্তু আপনার একটিভিটি কেবল ২৪। অন্য ১৪ টি একটিভিটি পেতে আপনার নতুন সময়ের মধ্যে একটি পোস্ট তৈরী করতে হবে এবং তারপর আপনার মোট ৪২ কার্যকলাপ থাকবে।


আসুন জেনে নেই রেনক এবং একটিভিটি চার্ট:



                                                                  


ব্রান্ড নিউ                     -  ০ পোস্ট
নিউবি                         -  ১-২৯ একটিভিটি
জুনিয়র মেম্বার              -  ২৯-৫৯ একটিভিটি
মেম্বার                        -  ৬০-১১৯ একটিভিটি
ফুল মেম্বার                   -  ১২০-২৩৯ একটিভিটি
সিনিয়র মেম্বার               - ২৪০-৪৭৯ একটিভিটি
হিরো মেম্বার                  -  ৪৮০ একটিভিটি
লিজেন্ডারি মেম্বার            - ৭৭৫-১০৩০ একটিভিটি





মেরিট:


একটিভিটির পাশাপাশি আপনাকে প্রতিটি পদ অর্জনের জন্য আপনার মেরিট দরকার। তো আসুন এবার দেখে নেই কোন পদের জন্য আপনার কি পরিমান মেরিট দরকার।


ব্রান্ড নিউ:    ০                  
নিউবি: ০                        
জুনিয়র মেম্বার: ০            
মেম্বার: ১০                        
ফুল মেম্বার:১০০                
সিনিয়র মেম্বার:২৫০                        
হিরো মেম্বার: ৫০০                
লিজেন্ডারি মেম্বার: ১০০০


এখানে একটিভিটি সময়সীমার একটি সারনি এবং প্রতিটা পদ অর্জন করতে কত সময় লাগতে পারে তা দিয়ে দেওয়া হলো:


1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 536
40 X 14 = 550
41 X 14 = 564
42 X 14 = 578
43 X 14 = 592
44 X 14 = 606
45 X 14 = 620
46 X 14 = 634
47 X 14 = 648
48 X 14 = 662
49 X 14 = 676
50 X 14 = 690
51 X 14 = 704
52 X 14 = 718
53 X 14 = 732
54 X 14 = 746
55 X 14 = 760
56 X 14 = 784  --- Legendary rank (2 years)



একটিভিটি নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই।


১) কেন আমার একটিভিটি স্টাক হয়ে আছে?

কারন আপনি ২ সপ্তাহের মধ্যে ১৪ একটিভিটি পাবেন।

২) কেন আামার রেনক/ একটিভিটি আপডেট হচ্ছে না?

আপডেট হতে কয়েক ঘন্টা লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

৩)  আমার একটিভিটি অথবা রেনক এর কি অবনমন হতে পারে?

হ্যা। এটি কেবলমাত্র হ্রাস হতে পারে যদি আপনার কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে সকল পোস্ট করেছেন, সেইগুলি যদি ডিলেট করেন।

৪) ২ সপ্তাহের মধ্যে কি ১৪ একটিভিটির বেশি  পতে পারি?

না। যদি আপনি সমেয়ের মধ্যে সাইন আপ করেন তবে আপনি ১৫ দিনের মধ্যে টেকনিক্যালি ১৫ কার্যদিবসের মধ্যে পেতে পারেন। তবে আপনি ১৫ দিনের মধ্যে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন না।

৫) আমি যদি একটি পিরিয়ড মিস করি তা হলে কি হবে?

কিছুই হবে না। আপনি ঐ একটুভিটিগুলো পাবেন না। শুধু পরের মেয়াদে অন্য ১৪ টির জন্য পোস্ট করতে ভুলবেন না।

৬) কেন আমি আমার এভাটার চেন্জ করতে পারছি না?

এভাটার চেন্জ করার জন্য আপনাকে আগে ফোরামের ফুল মেম্বার হতে হবে।

৭) কখন আমি লিজেন্ডারি মেম্বার হতে পারবো?

আপনার ৭৭৫-১০৩০ একটিভিটি থাকলে সম্বাবনা আছে হওয়ার।

৮) ফোরামে আমরা যে সময় কাটাই এটা কি একটিভিটি হিসাবে কাউন্ট হবে?

না। এটা একটি অর্থহীন পরিসংখ্যান।

৯) একটিভিটি কাউন্ট হওয়ার জন্য পোস্টগুলি কি কোন ন্যূনতম অক্ষরের দৈর্ঘ হতে হবে?

না। সব বোর্ড এবং সমস্ত দৈর্ঘের পোস্টগুলো বর্তমানে উভয়ই কাউন্ট করা হয়।

১০) যদি আমি একাউন্ট তৈরি করি এবং এটিকে x পরিমাণে রাখি তবে আমি যখন ফিরে আসব তখন আমি উচ্চতর র্যাংক হব?

না। আপনি এখনও একটি newbie হবে। কার্যকলাপ ফোরামে কীভাবে সক্রিয় থাকে এবং অলস অ্যাকাউন্ট চাষের বিরুদ্ধে প্রতিরোধ করা। যদি আপনি প্রতিটি সময় অন্তত একটি পোস্ট না করেন তবে আপনি যে কার্যকলাপ পাবেন না।

১১) কেন আমি ছবি পোস্ট করতে পারি না?

যেহেতু আপনাকে এটি করতে একটি জুনিয়র সদস্য হতে হবে। একটি জুনিয়র সদস্য হওয়ার জন্য আপনাকে তিনটি কার্যকলাপের মধ্যে পোস্ট করতে হবে এবং অন্তত ২8 টি কাজ করতে হবে। যাইহোক, আপনি এখানে একটি ছোট ফি জন্য কপার সদস্যপদ ক্রয় এই সীমাবদ্ধতা বাইপাস করতে পারেন।



মেরিট নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই:


# মেরিট কি?

ফোরামে মানের অবদানকে পুরস্কৃত করার জন্য মেরিট একটি নতুন সিস্টেম তৈরি করা হয়েছে। এখন ক্রমবর্ধমান বৃদ্ধি পেতে আপনাকে কার্যকলাপের পাশাপাশি মেরিট অর্জন করতে হবে।

# আমি কিভাবে মেরিট পাবেন?

আপনার পোস্টটি যদি সহায়ক বা তথ্যবহুল হয় তবে আপনি কমিউনিটির উচ্চযগ্যোতাসম্পন্ন লোকদ্বারা মেরিট অর্জন করবেন।

# আমি কিভাবে মেরিট পাঠাব?

প্রতিটি পোস্ট উপরের ডানদিকে + একটি মেমরি বাটন আছে। যোগ্যতার উপর ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

# মেরিট এবং এস মেরিট এর মধ্যে পার্থক্য কি?

মেধার দুটি ধরনের আছে। আপনি আপনার যোগ্যতা পাঠাতে পারবেন না, শুধু sMerit আপনি পাবেন প্রতিটি মেইরিটির জন্য আপনি 0.5 ফিটযোগ্য যোগ্যতা পোস্ট হিসাবে পুরোপুরি দেখতে পাবেন।

# আমি কি মেধার জন্য জিজ্ঞাসা করতে পারি?

এই কাজ করার প্রয়োজন নেই এবং এই আচরণ সাধারণত 'মেধার ভিক্ষা' হিসাবে দেখা হয় যা সম্প্রদায় দ্বারা ভ্রূকুঞ্চিত এবং আপনি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে। গুণমান, গঠনমূলক পোস্টগুলি রাখুন এবং আপনার অবশ্যই সময়ের সাথে পুরস্কৃত করা হবে।

# আমি যোগ্যতা বিক্রি করতে পারি?

যোগ্যতা বিক্রি নিষিদ্ধ করা হয়।

#আমি কি আমার নিজের সবগুলো একাউন্টে মেরিট দিতে পারি?


না। যদি আপনি ধরা পরেন তা হলে অবশ্যই নেতিবাচক প্রতিক্রিয়া প্রাপ্ত হবেন।

#আমি কি মেরিট পাওয়ার পর তা হারাতে পারি?

না। বর্তমানে নয়। এমনকি আপনার পোস্ট ডিলেট হলেও আপনার মেরিট থাকবে।

# মেরিটের উৎস কি?

একটি নির্দিষ্ট সংখ্যক বিশেষ মেধার উত্স রয়েছে যা অনেকটা মর্যাদা প্রদান করে। তালিকাটি সর্বজনীনভাবে পাওয়া যায় না কিন্তু স্টাফকে জানা যায়।

# কিভাবে আমি একটি মেধার উত্স হতে পারি?

theymos' এর নির্দেশাবলী অনুযায়ী:
যদি আপনি একটি মেধার উৎস হতে চান:

 1. কিছুটা প্রতিষ্ঠিত সদস্য হোন।
 2. গত কয়েক মাসে লিখিত দশটি পোস্ট সংগ্রহ করুন যা তাদের জন্য কতটা ভালো, এবং তাদের জন্য নতুন মেটা থ্রেডে কোট উদ্ধৃত করার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেনি।
 3. আমরা আপনার ইতিহাসের দিকে নজর রাখব এবং আপনাকে একটি উৎস তৈরি করতে পারি।

# মেরিট প্রেরন করার কি কোন লিমিট আছে?
হ্যাঁ। আপনি প্রতি 30 দিনের মধ্যে একজন ব্যবহারকারীকে সর্বোচ্চ 50 টি মেরিট প্রদান করতে পারেন।



দ্রষ্টব্য:    

আশাকরি ফোরামের আমার নতুন বাংলা ভাষা-ভাষী ভাই-বোনের জন্য পোস্টটি হেল্পফুল হবে। যদি আপনার কোন মতামত বা পরামর্শ থাকে আপনি জানাতে পারেন। আর আমার বাংলাদেশী সিনিয়র ভাইদের কাছে আবেদন যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তা হলে অবশ্যই অবগত করবেন।


newbie
Activity: 42
Merit: 0
July 27, 2018, 09:28:18 AM
 ১৬ দিন এ jr মেম্বার কি হওয়া যায়
newbie
Activity: 20
Merit: 0
July 27, 2018, 09:24:38 AM
সবাই আসেন আলোচনা করি
Pages:
Jump to: