Author

Topic: BCA 2024 (ENG - BAN) draft (Read 55 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 13, 2025, 10:16:01 AM
#1
লেখক: icopress
অরিজিনাল টপিক: [Voting 2024] Bitcointalk Community Awards 🏆





বিটকয়েনটক কমিউনিটি এওয়ার্ড এর মাধ্যমে আমরা সেইসব বিশেষ ব্যক্তিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যারা অনবরত এই কমিউনিটির জন্য তাদের বেস্ট দিয়ে যাচ্ছেন, এবং যারা এই ফোরামের উপর বিশাল প্রভাব রেখেছেন.... আমরা এই ৪ বছর ধরে এটাই বলে এসেছি। আমরা এখনও ২০২৪ সালের পুনরাবৃত্তি করতে এসেছি, এবং আপনারা এখনও ইভেন্ট বা ইউজারদের জন্য ভোট করতে পারবেন, তবে এবারই প্রথমবারের মতো, পুরষ্কারগুলো এতোবছর ধরে যারা পর্দার আড়ালে ছিলেন তাদের দেয়া হবে। সমস্ত পুরষ্কার ভোটারদের কাছে যাবে। 🏆

       বিজয়ীদের জন্য কি কি পুরষ্কার থাকছে?

এই বছর, আমাদের স্পনসর 🔥 BC.Game, GazetaBitcoin, [C]ryptioS সব পুরস্কারের ব্যবস্থা করেছেন!! Prizes will go to 15% of ALL qualified votes, অথবা ৩০ জন বিজয়ী $১৫০ ডলার করে তাদের বিটকয়েন এড্রেসে পাবেন। পূর্ববর্তী বছরগুলোর ভোটের সংখ্যা বিবেচনা করে, এই বছর পুরষ্কারগুলো মেইনলি দুটি ঝুড়িতে থাকবে, যেখানে প্রতিটি ঝুড়িতে ১০০ জন ইউজার রাখা হবে। এছাড়াও একটা স্পেশাল রাফেল থাকবে যেখানে BC cards, BTC Romania cards, বোনাস কোড সহ বেশ কিছু সারপ্রাইজ থাকবে! 🎁 Note.




ঝুড়ি #২ (০-৯৯)
Jump to:
© 2020, Bitcointalksearch.org