Pages:
Author

Topic: বাংলা (Bengali) (Read 3837134 times)

hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
May 12, 2024, 12:47:07 PM
ধন্যবাদ আপডেট দেয়ার জন্য। আমার ১১ হাজারের মতো নট কয়েন আছে যেটা আসলে ১.১ মিলিয়নের মতো ছিলো। আমি সবার মতো তাড়াহুড়ো করছি না। যেহেতু এটা টেলিগ্রামের প্রজেক্ট, এয়ারড্রপের লোকজন বের হয়ে গেলেই নট কয়েন পাম্প করা শুরু করবে। সময় ৬ মাসের বেশি লাগতে পারে। তাই আমি আপাতত উইথড্র দেয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছি না। আর বাইনান্সের লঞ্চপ্যাড এর নিউজ দেযার জন্য ধন্যবাদ। আমি ১ বিএনবি স্টেকিং করে দিলাম। ষ্টেকিং টাইম দেখলাম মাত্র ৩ দিন। যেহেতু লম্বা সময় ষ্টেকিং করার ঝামেলা নেই, তাই জয়েন করে নিলাম। দেখা যাক কি হয়।
ভাইরে ভাই, NOTcoin কি খেয়াল দেখাইলো নাম দেখে ভেবেছিলাম এটা কোন  ভালো প্রজেক্ট হবে না এখন দেখি এটাই বর্তমানে মার্কেটে হাইপ ক্রিয়েট করতেছে,  বিনান্স সহ আরো ভালো ভালো এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড হয়ে। রিমোর দেখতেছি যে এই NOTcoin দুই সেন্ট পর্যন্ত হতে পারে, যদিও আমার বিশ্বাস হচ্ছে না এটি এত বেশি পাম্প নিবে, তবে যেহেতু আপনি ১.১ মিলিয়ন রাখেননি আর মাত্র ১১ হাজার হোল্ডিং করে রাখেন, দেখা যাক লিস্টেড হওয়ার পরে কি অবস্থা হয়।
হ্যাঁ এইবার ষ্টেকিং এর টাইম মাত্র ৩ দিন দিয়েছে এর আগের বারেরটা ৬ দিনের ছিল ।যদিও ক্রিপ্ত কারেন্সির ব্যাপার বলা যায় না একদিনেও ও আপনার বিএনবি ১০ থেকে ২০% ডাউন খেতে পারে। তাই বলতে চাই সব সময় লং টাইমে যদি বিএনবি হোল্ডিং করতে চান তাহলে ষ্টেকিং  আরো বেশি করে করলেও সমস্যা নেই। আর FDUSD এর চেয়ে BNB তে staking করে প্রফেট বেশি অর্জন করা যায়, যদি BNB লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন।
Quote
আজকেও একটা টেষ্টনেট এর গাইড লিখবো ভাবছিলাম, কিন্তু সত্যি বলতে কমিউনিটি থেকে কাউকেই জয়েন করতে দেখলাম না। গাইড লিখে এখানে যে সময়টা দিচ্ছি, এই সময় অন্য কাজ করলেও অন্তত লস হবে না। যাই হোক, আমি শেয়ার করতে থাকবো। যার ভালো লাগে জয়েন করবেন, নয়তো না।
আপনি শেয়ার করতে থাকেন, হয়তো মানুষের সাড়া পেতে একটু দেরি হতে পারে আশা করি সামনে পাবেন। আর এয়ার ড্রপ নিয়ে সবার মনের ভেতরে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভিটি বেশি থাকে এজন্য এই জায়গায় সহজে কেউ সময় দিতে চায় না। তবে আমি আজকে আমার এক বন্ধুর কথা শুনে অবাক হয়ে গিয়েছি যে তাদের এলাকার কয়েকজন লোক দুই হাজার থেকে 15 হাজার 20 হাজার ডলার পর্যন্ত এক একটি এয়ার ড্রপ থেকে প্রফিট করেছে।
শুরুতে আমি ভেবেছিলাম এটা শুধু  ফাপর কিন্তু একটা মানুষ যদি ছাপরি থেকে পাপরি হয়ে যায় তাহলে তো বিশ্বাস করতে হবেই।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 12, 2024, 11:16:29 AM
সেই সাথে সাথে NOTCOIN নিয়ে আমি আরেকটা আপডেট দিতে চাই ১৬ তারিখের নর্থ কয়েন শুধু এই তিনটা এক্সচেঞ্জারের লিস্টিং হবে না আরো ১৫ টি এক্সচেঞ্জারের লিস্টেড হবে।
যাই হোক এটা আমার আপডেট ছিল না আপডেট হল- বাইনান্স এক্সচেঞ্জার এ যারা স্টেকিং এর মাধ্যমে লাঞ্চপুল থেকে কিছু আর্নিং করেন তারা
ভুলে যেয়েন না আর মাত্র একদিন ৬ ঘন্টা সময় রয়েছে নতুন লাঞ্চপুলে স্ট্যাকিং করার। ইতিমধ্যেই বিএনবি তে ৮৬৯কে+ এবং স্টাবল কয়েন FDUSD তে  525মিলিয়ন+ স্টেকিং হয়ে গেছে মোটামুটি ভালো রিপোর্ট পেতে ফার্মিং শুরু হওয়ার পূর্বেই স্ট্যাকিং করে ফেলুন।

ধন্যবাদ আপডেট দেয়ার জন্য। আমার ১১ হাজারের মতো নট কয়েন আছে যেটা আসলে ১.১ মিলিয়নের মতো ছিলো। আমি সবার মতো তাড়াহুড়ো করছি না। যেহেতু এটা টেলিগ্রামের প্রজেক্ট, এয়ারড্রপের লোকজন বের হয়ে গেলেই নট কয়েন পাম্প করা শুরু করবে। সময় ৬ মাসের বেশি লাগতে পারে। তাই আমি আপাতত উইথড্র দেয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছি না। আর বাইনান্সের লঞ্চপ্যাড এর নিউজ দেযার জন্য ধন্যবাদ। আমি ১ বিএনবি স্টেকিং করে দিলাম। ষ্টেকিং টাইম দেখলাম মাত্র ৩ দিন। যেহেতু লম্বা সময় ষ্টেকিং করার ঝামেলা নেই, তাই জয়েন করে নিলাম। দেখা যাক কি হয়।

আজকেও একটা টেষ্টনেট এর গাইড লিখবো ভাবছিলাম, কিন্তু সত্যি বলতে কমিউনিটি থেকে কাউকেই জয়েন করতে দেখলাম না। গাইড লিখে এখানে যে সময়টা দিচ্ছি, এই সময় অন্য কাজ করলেও অন্তত লস হবে না। যাই হোক, আমি শেয়ার করতে থাকবো। যার ভালো লাগে জয়েন করবেন, নয়তো না।
jr. member
Activity: 56
Merit: 8
HODL Bitcoin
May 12, 2024, 09:43:46 AM

Happy Mother's Day
আজকে আন্তর্জাতিক মা দিবস। হ্যাপি মাদার্স ডে। ভালো থাকুক পৃথিবীর সকলের মা বাবা। যে মা ছাড়া আমরা এই পৃথিবীতে আগমন করতে পারতাম না। আমাদের বাংলাদেশ প্রায় লোকের প্রত্যেকদিন মা দিবস হয়ে থাকে কিন্তু পৃথিবীর কিছু দেশ রয়েছে যেখানে তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে প্রত্যেক বছর মা দিবসে তাদের মাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় থাকেন। এক্ষেত্রে আমাদের দেশের লোকজন অনেক ভালো। হ্যাপি মাদার্স ডে।
copper member
Activity: 2128
Merit: 1241
Need a Bounty Manager? t.me/shasan32
May 11, 2024, 07:51:52 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#9)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যাদের মেরিট ৫০০  বা তার বেশি তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5495268

hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
May 11, 2024, 01:57:08 PM

NotCoin আপডেট।

যাদের টেলিগ্রাম প্রিমিয়াম একাউন্ট, তাদের জন্য অলরেডি ক্লেইম বাটন এভেইলেবল হয়েছে। অন্যদের জন্য আস্তে আস্তে এভেইলেবল হয়ে যাবে। ১৬ তারিখে Binance, Bybit and OKX এ লিষ্টিং হবে।
সেই সাথে সাথে NOTCOIN নিয়ে আমি আরেকটা আপডেট দিতে চাই ১৬ তারিখের নর্থ কয়েন শুধু এই তিনটা এক্সচেঞ্জারের লিস্টিং হবে না আরো ১৫ টি এক্সচেঞ্জারের লিস্টেড হবে।
যাই হোক এটা আমার আপডেট ছিল না আপডেট হল- বাইনান্স এক্সচেঞ্জার এ যারা স্টেকিং এর মাধ্যমে লাঞ্চপুল থেকে কিছু আর্নিং করেন তারা
ভুলে যেয়েন না আর মাত্র একদিন ৬ ঘন্টা সময় রয়েছে নতুন লাঞ্চপুলে স্ট্যাকিং করার। ইতিমধ্যেই বিএনবি তে ৮৬৯কে+ এবং স্টাবল কয়েন FDUSD তে  525মিলিয়ন+ স্টেকিং হয়ে গেছে মোটামুটি ভালো রিপোর্ট পেতে ফার্মিং শুরু হওয়ার পূর্বেই স্ট্যাকিং করে ফেলুন।

Quote

আর এয়ারড্রপের কথা যেটা বলেছেন, আপনি বেছে বেছে টেষ্টনেট প্রজেক্টগুলোত জয়েন করবেন। সব প্রজেক্ট এ জয়েন করার দরকার নাই। আর এয়ারড্রপে কাজ করার জন্য ডেডিকেটেড একাউন্ট করে নিবেন। টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ গুলো জয়েন করার পর মিউট করে দিবেন। সহজ সমাধান।
আমি মনে করি ভাই শুধুমাত্র ডেডিকেট একাউন্ট করে নেওয়া না এয়ার ড্রপ করতে হলে ডেডিকেট ব্রাউজার ব্যবহার করা উচিত আমার মতে সবচাইতে ভালো হয় এয়ার ড্রপ করার জন্য আলাদা ডিভাইস ব্যবহার করা এখানে আমাকে অনেকে পাগল বলতে পারেন যে এই ইয়ার ড্রপ করার জন্য আলাদা ডিভাইস ব্যবহার করতে বলতেছেন কেন,
আমার কথাই আমি শেয়ার করি আমি আমার কাজের জন্য আমার ল্যাপটপটি ব্যবহার করি আর এইখানে প্রয়োজনীয় বিভিন্ন ওয়ালেট থেকে শুরু করে যে সকল সোশ্যাল হ্যান্ডেল রয়েছে সেগুলো খুবই ইম্পরট্যান্ট, আর যেহেতু এযারড্রপ করলে সিকিউরিটি নিয়ে রিস্ক তো অবশ্যই থাকে । এর জন্য যে ডিভাইসে আমার এই গুরুত্বপূর্ণ তথ্য নেই সেইসব ডিভাইস মাঝেমধ্যে ব্যবহার করে এয়ার ড্রপ করি। তবে যাদের ডেডিকেট ডিভাইস ব্যবহার করার সামর্থ্য নেই অথবা ডেডেকেট ডিভাইস থাকা সত্ত্বেও আপনি একই ডিভাইসে করতে চাচ্ছেন তারা চাইলে ভার্চুয়াল মেশিন ব্যবহার করে এয়ারড্রোপ করতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 11, 2024, 11:48:18 AM



আশা করি জয়েন কিভাবে করতে হয় সবাই জানেন। ষ্টেপগুলো খুবই সিম্পল। তবুও স্ক্রিনশট ছাড়াই বলে দিচ্ছি। ওয়েবসাইটে প্রবেশ করার পর Join Now বাটনে ক্লিক করবেন, তারপর ৩ টি ধরনের ক্যাটাগরিতে অনেকগুলো অপশন পাবেন। প্রথমে টুইটার বাইন্ড করে নিবেন, তারপর মেটামাস্ক কানেক্ট করবেন, আর শেষে ইউনিসাট এড করে নিবেন।

লগইন করার পর Universal Account এ ক্লিক করুন। এখানেই মূলত আপনাকে কিছু টেষ্টনেট টোকেন ডিপোজিট করতে হবে এটাকে ইউনিভারসাল গ্যাস ফি টোকেনে কনভার্ট করার জন্য। যেটা আপনার এই টেষ্টনেট এ পার্টিসিপেট করার জন্য লাগবে। আপনার যদি কোনো টেষ্টনেট টোকেন না থাকে, তাহলে https://www.alchemy.com/faucets/ethereum-sepolia থেকে ক্লেইম করে নিতে পারেন। তবে আপনার মেইন ইথেরিয়াম ওয়ালেটে 0.001 ইথেরিয়াম থাকতে হবে। আপনি চাইলে গুগল করে অন্য ওয়েবসাইট থেকেও টোকেন নিতে পারেন।

Task 1

ডিপোজিট হয়ে গেলে Get $Parti Point এ ক্লিক করুন, নিচে স্ক্রল করে দেখবেন ক্যালেন্ডার দেয়া আছে, ডেইলি চেকইন করে করে পয়েন্ট ক্লেইম করবেন। এই পয়েন্ট পরবর্তীতে $Parti টোকেন হিসেবে এয়ারড্রপ হতে পারে।

Task 2

টাস্ক ২ হচ্ছে ডিপোজিট টাস্ক। এটা একবারই ক্লেইম করা যায়। আপনি যদি অলরেডি ডিপোজিট করে থাকেন, তাহলে আপনার এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে।

Task 3

Open Wallet এ ক্লিক করুন, দেখবেন আপনার ইউনিভারসাল ওয়ালেট ওপেন হয়েছে, এবার এখানে কিছু টেষ্টনেট ইথেরিয়াম ডিপোজিট করুন। ডিপোজিট হয়ে গেলে এবার সেন্ড এ ক্লিক করে কোনো এড্রেস এ মিনিমাম যেকোনো পরিমান ইথেরিয়াম সেন্ড করবেন। সেন্ড করার সময় গ্যাস ফি হিসাবে ইউনিভারসাল গ্যাস ফি সিলেক্ট করবেন। এভাবে ৩ বার কোনো এড্রেসে ইএথরিয়াম সেন্ড করবেন। ৩ বার ট্রানজেকশন করলে ১৫০ পয়েন্ট পাবেন।

এরপর থেকে প্রতিদিন শুধু চেক ইন করবেন এবং ৩ টি ট্রানজেকশন করবেন। এই এয়ারড্রপটি বিভিন্ন রেপুটেড চ্যানেলগুলো শেয়ার করছে। সবাই ভালো কিছু আশা করছে। তবে এটা লং টার্ম এয়ারড্রপ। যারা আজকে কাজ করে আগামী সপ্তাহে পেমেন্ট আশা করবেন, তাদরে জয়েন করার দরকার নাই। ধন্যবাদ।

NotCoin আপডেট।

যাদের টেলিগ্রাম প্রিমিয়াম একাউন্ট, তাদের জন্য অলরেডি ক্লেইম বাটন এভেইলেবল হয়েছে। অন্যদের জন্য আস্তে আস্তে এভেইলেবল হয়ে যাবে। ১৬ তারিখে Binance, Bybit and OKX এ লিষ্টিং হবে।

ভাই এখন পর্যন্ত অনেক ফ্রি প্রজেক্ট করেছি কিন্তু কোন পেমেন্ট পাই নাই। অসংখ্য এয়ারড্রপ করেছি পেমেন্ট পেয়েছি যা বলার মতো না ২-৪ ডলার পেমেন্ট পেয়েছি যা না পাওয়াই বলা যায়। এই ধরনের ফ্রি প্রজেক্টগুলো করলে শুধু হাজার হাজার টেলিগ্রাম চ্যানেলে জয়ের হওয়া লাগে, এর পর শুধু বিরক্তিকর মেসেজগুলো ফোনের মধ্যে আসতে থাকে।

প্রথমেই আপনাকে অভিনন্দন সিনিয়র মেম্বর হওয়ার জন্য।
আর এয়ারড্রপের কথা যেটা বলেছেন, আপনি বেছে বেছে টেষ্টনেট প্রজেক্টগুলোত জয়েন করবেন। সব প্রজেক্ট এ জয়েন করার দরকার নাই। আর এয়ারড্রপে কাজ করার জন্য ডেডিকেটেড একাউন্ট করে নিবেন। টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ গুলো জয়েন করার পর মিউট করে দিবেন। সহজ সমাধান।
B2Z
newbie
Activity: 14
Merit: 0
May 11, 2024, 10:11:06 AM
Bd officer ভাই আপনাকে অনেক অভিনন্দন অনেক দেরিত হলেও আপনাকে এই অভিনন্দন জানাতে পেরে অনেক ভালো লাগছে। আপনি মেম্বার থেকে থেকে সিনিয়র মেম্বারের রেঙ্ক অর্জন করেছেন এজন্য আপনাকে জানাই অনেক অভিনন্দন। মূলত আপনি বাংলা লোকাল বোর্ডে নিয়মিত একটিভ থাকেন আপনার পোষ্ট মাধ্যমে আমাদের মত ছোট সদস্যরা অনেক কিছু শিখতে পারি। ভবিষ্যতে আপনার আরো সফলতা কামনা করছি।
full member
Activity: 322
Merit: 124
May 11, 2024, 07:23:31 AM
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
Bd officer সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে এজন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাঙালি কমিউনিটির অনেক সদস্যের মধ্যে Bd Officer ভাই একজন একটিভ সদস্য যিনি নিয়মিত পোস্ট করে থাকে। বিগত কয়েক মাসের পোস্ট সংখ্যা পর্যবেক্ষন করলেই আমরা সবাই অবগত হতে পারবো।
এপ্রিল ২০২৪ Bd Officer 2nd পজিশন ১৬ পোস্ট
মার্চ ২০২৪ Bd officer 1st পজিশন ২২ পোস্ট
ফেব্রুয়ারি ২০২৪ Bd officer 1st পজিশন ২২ পোস্ট
জানুয়ারি ২০২৪ Bd Officer 3rd পজিশন ১৯ পোস্ট

তাহলে আমরা সবাই তার অবদানের কথা অবশ্যই স্বীকার করে নেব। তিনি অনেক অনেক সময় আমাদের বাংলাদেশ কমিউনিটিতে দিয়ে থাকে।
member
Activity: 322
Merit: 85
★Bitvest.io★ Play Plinko or Invest!
May 10, 2024, 02:21:23 PM
Bd Officer ভাই আপনাকে অভিনন্দন মেম্বার থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আপনি বাংলা লোকাল বোর্ডে সবসময় একটিভ থাকেন অবশ্যই আপনার পোস্টগুলা অনেক মানসম্মত আপনার পোষ্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষনীয় বিষয় শিখতে পারি। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে ভবিষ্যতে আপনি আরো পদমর্যাদা অর্জন করুন।
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
May 10, 2024, 11:54:17 AM
~snip~
~snip~
আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যাইহোক আজকে আমার বিশেষ আনন্দের দিন, এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানবো আমাদের কমিনিউটির সকল সদস্যদের, কারন তাদের ছাড়া আমি এতদুর এগোতে পারতাম না, কমিনিউটি ছাড়া এগিয়ে যাওয়া কঠিন। আমি ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হয়েছি, যা আমার একটা সফলতা অর্জন করা। যাইহোক যদি মিষ্টি খাওয়ানো সম্ভব হতো, তাহলে আমি অবশ্যই সকল সদস্যদের মিষ্টি খাওয়াতাম। 

আমি অনেক সদস্য দেখেছি যারা আগে অনেক এক্টিব ছিলো কিন্তু রেঙ্ক আপ করার পর তারা লোকাল থ্রেডে সময় দেয় না। সকল লোকাল কমিনিউটি ভাইয়েদের আহ্বান জানাবো আপনারা সবাই লোকাল থ্রেডে এক্টিব থাকবেন। আমি কখনো এই লোকাল থ্রেডে ছেড়ে যাবো না। আমার কমিনিউটির সকল ভাইয়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।


এয়ারড্রপ কারা করবেন?

এয়ারড্রপ চাইলে সবাই করতে পারেন। তবে আমার মতে যাদের হাতে অফুরন্ত সময় আছে, এবং আপনি চাচ্ছেন বেকার সময় কাজে লাগিয়ে দু-পয়সা ইনকাম করতে তাহলে আপনার জন্য এয়ারড্রপ। জেনে রাখা দরকার যে বেশিরভাগ ‍ফ্রি প্রজেক্টগুলো হারিয়ে যায় বা পেমেন্ট করে না। যেসব প্রজেক্ট এ টুকিটাকি ইনভেষ্টমেন্ট আছে, সেগুলো থেকে কিছু পাওয়ার আসা থাকে।
ভাই এখন পর্যন্ত অনেক ফ্রি প্রজেক্ট করেছি কিন্তু কোন পেমেন্ট পাই নাই। অসংখ্য এয়ারড্রপ করেছি পেমেন্ট পেয়েছি যা বলার মতো না ২-৪ ডলার পেমেন্ট পেয়েছি যা না পাওয়াই বলা যায়। এই ধরনের ফ্রি প্রজেক্টগুলো করলে শুধু হাজার হাজার টেলিগ্রাম চ্যানেলে জয়ের হওয়া লাগে, এর পর শুধু বিরক্তিকর মেসেজগুলো ফোনের মধ্যে আসতে থাকে।

যাইহোক ভাই আপনি বেশ ভালো পরামর্শ দিয়েছেন যা আজকে থেকে ফলো করার চেষ্টা করবো। তবে আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রেখেছি। যাইহোক ভাই আপনি চেষ্টা করুন, অল্প পরিমান ইনভেস্ট করা লাগে এরকম ভালো ভালো এয়ার ড্রপ শেয়ার করার।
LDL
hero member
Activity: 588
Merit: 598
May 10, 2024, 11:34:28 AM


আমাদেরই বাংলা কমিউনিটিতে মেম্বারদের অভিনন্দন নিয়ে খুব একটা বেশি পোস্ট দিতে দেখা যায় না কিন্তু আজকে আমি উপরে একজন ভাইয়ের অভিনন্দন পোস্ট দেখে খুব ইচ্ছে জাগলো একটা পোস্ট দিয়ে ফেলি। আজকে আমাদের কমিউনিটির একজন নিয়মিত সক্রিয় মেম্বার Bd Officer ভাই ভাইজান আজকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলেছে। Congratulations ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছি। আপনারা আজকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলেছেন। আমরাও ভবিষ্যতে আপনাদের মত উচ্চতার রেংক অর্জন(আলহামদুলিল্লাহ হিরো থেকে লিজেন্ডারী )করব ইনশাআল্লাহ। তখন আমাদেরকে নিয়েও ফোরামের অভিনন্দন পোস্ট দেওয়া হবে। ভুলেই গেছি ভাইয়া সিনিয়র মেম্বার হলেন তো আমাদের মিষ্টি খাওয়াবেন কবে।
member
Activity: 420
Merit: 52
May 10, 2024, 11:01:14 AM


কনগ্রাচুলেশন @Bd Officer আপনার সিনিয়র সদস্য হওয়ার জন্য।
আপনাদের অক্লান্ত পরিশ্রমের পর নতুন র‍্যাংক পেয়েছেন এজন্য আমাদের বাংলা কমিউনিটি পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনার আগামী দিনগুলো অনাবিল আনন্দে কাটুক আমরা কমিউনিটির সদস্য হিসাবে এই প্রত্যাশাটুকু করছি।
LDL
hero member
Activity: 588
Merit: 598
May 10, 2024, 10:40:18 AM
Friend.tech থেকে যারা অনেকদিন আগে এয়ারডোব অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে আবারও সুযোগ দিয়েছে । শুধুমাত্র পুরাতন ইউজাররা এই সুযোগ পাবেন। পুরাতন ইউজাররা তাদের অ্যাকাউন্ট লগইন করুন এবং $FRIENDS টোকেন ক্লেইম করে নিন।
ধন্যবাদ ভাই আজকে একটা gmail থেকে login করে দেখি আমার একটা অ্যাকাউন্ট করা ছিল। এই একাউন্টে ছয়টা টোকেন দিয়েছিল। সেই টোকেন আজ ১৭ ০০ টাকা বিক্রি করে দিয়ে কিছু বাচ্চার জন্য কেনাকাটা করেছি। আপনি যদি এই এয়ারড্রোপের কথা না বলতেন তাহলে হয়তো আমার আজকে এই টাকাটা উপার্জন করা হতো না। উল্লেখ্য বলা উচিত যে আমি অ্যাকাউন্টটি পূর্বে করিনি বরং আমার স্ত্রী এই একাউন্টটি করে রেখেছিল।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 10, 2024, 10:03:33 AM
এয়ারড্রপের আদ্যপান্ত!


আমরা অনেকেই ক্রিপ্টো এয়ারড্রপের সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। আমরা অনেকেই ধরেই নিয়েছি যে সব ধরনের এয়ারড্রপ স্ক্যাম। যা আমাদের একটা ভূল ধারনা। তবে এটা সত্য যে বেশিরবাগ প্রজেক্টগুলোই স্ক্যাম করে থাকে। আসলে তারা স্ক্যাম করতে বাধ্য হয়। মূলত একটা নতুন প্রজেক্ট শুরু করার সময়, সেই প্রজেক্ট তার প্রথমদিকের ইউজারদেরকে কিছু কাজ বা ইনভেষ্টমেন্ট এর বিনিময়ে এয়ারড্রপ করে থাকে। এয়ারড্রপ কয়েক প্রকারের হয়ে থাকতে পারে। কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে আপনাকে ইনভেষ্ট করতে হতে পারে। তবে নিজে রিসার্চ না করে ইনভেষ্ট না করাই ব্যাটার।

প্রজেক্টগুলো এয়ারড্রপে কেনো দেয়?

বেশ কিছু কারনে প্রজেক্টগুলো এয়ারড্রপ দিয়ে থাকে। তার মধ্যে প্রথম কারন হতে পারে মার্কেটিং। একটা প্রজেক্ট মাসের পর মাস এডভার্টাইজ করে যে পরিমান গ্রাহক পাবে, তার চাইতে বেশি পরিমান ইউজার তারা পেয়ে থাকে এয়ারড্রপের মাধ্যমে। খেয়াল করবেন যে কোনো কিছুিই কিন্তু ফ্রি নয়। তবে কিছু কিছু প্রজক্ট ফ্রিতে দিয়ে থাকে। আর বেশিরভাগ প্রজক্টগুলোই আপনাকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়ে নিচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়া এংগেজমেন্ট।

এয়ারড্রপ কারা করবেন?

এয়ারড্রপ চাইলে সবাই করতে পারেন। তবে আমার মতে যাদের হাতে অফুরন্ত সময় আছে, এবং আপনি চাচ্ছেন বেকার সময় কাজে লাগিয়ে দু-পয়সা ইনকাম করতে তাহলে আপনার জন্য এয়ারড্রপ। জেনে রাখা দরকার যে বেশিরভাগ ‍ফ্রি প্রজেক্টগুলো হারিয়ে যায় বা পেমেন্ট করে না। যেসব প্রজেক্ট এ টুকিটাকি ইনভেষ্টমেন্ট আছে, সেগুলো থেকে কিছু পাওয়ার আসা থাকে।

কোন ধরনের এয়ারড্রপ করবেন?

আমি সবার কথা বলতে পারি না, তবে আমি সাধারনত টেষ্টনেট প্রজেক্টগুলোতে বেশি সময় দিয়ে থাকি। একটা প্রজেক্ট মেইননেট এ লঞ্চ করার আগে তারা টেষ্টনেট রান করে। তাদের টেষ্টনেট প্লাটফর্মগুলো চেক করার জন্য ইউজার দরকার হয়ে থাকে। যারা এসব টেষ্টনেট প্রজেক্টগুলো একটিভিটি করে থাকে, মেইন নেট লঞ্চ হলে প্রজেক্টগুলো সেই ইউজারদেরকে রিওয়ার্ড দিয়ে থাকে।

এয়ারড্রপ করতে কি কি লাগে?

- মিনিমাম একটা এন্ড্রয়েড ফোন, ল্যাপটপ বা পিসি হলে আরো ভালো।
- কয়েক প্রকারের ওয়ালেট এক্সটেনশন যেমন: Metamask, Unisat, Phantom
- মোবাইল ইউজার হলে ওয়ালেট এক্সটেনশন ভালো কাজ করে এমন ব্রাউজার, যেমন Kiwi, Mises
- এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য টেষ্টনেট টোকেন যেমন, tBTC, Sepholia ETH, Base ETH ETC.
- মেইননেট এয়ারড্রপের জন্য গ্যাস ফি (প্রায় প্রতিটা চেইনের জন্য)
- ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া একাউন্ট যেমন Telegram, Discord, Twitter

এয়ারড্রপ কতোদিন পরে পেমেন্ট করে?

এটা আসলে ডিপেন্ড করে প্রজেক্ট এর ওপরে। তবে বেশিরভাগ প্রজক্টগুলোই ৩ মাসের বেশি সময় নিয়ে থাকে। কিছু ‍কিছু প্রজেক্ট ১৫ দিনেও পেমেন্ট করে থাকে। তবে এদের সংখ্যা অনেক কম। এই একটা জিনিস না জানার কারনে আমরা হাল ছেড়ে দেই। ধরেই নেই এগুলো থেকে আসলে পেমেন্ট পাওয়া যায় না।

ছোট ছোট করে নিজের মনে যে প্রশ্নগুলো এসছিলো, সেগুলোর উত্তর লেখার চেষ্টা করেছি। নিয়মিত এয়ারড্রপ গাইড পোষ্ট করবো ভাবছি। প্রতিদিন নতুন নতুন এয়ারড্রপ প্রজেক্ট সম্পর্কে জানতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে : https://t.me/airdropsbrobd
LDL
hero member
Activity: 588
Merit: 598
May 09, 2024, 08:56:45 PM
পরকিয়ার প্রতিশোধ

বিটকয়েনের মাধ্যমে আমার জানামতে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা এই প্রথম জানলাম। বিষয়টি দারুন ইন্টারেস্টিং এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মহিলারা সাধারণত স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। ঠিক এরকম একটি ঘটনা আমেরিকার টেক্সাসে ঘটেছে। 58 বছর বয়সী Michelle Murphy নামক একজন মহিলা বিটকয়েনের মাধ্যমে কিলার ভাড়া করে তার স্বামীর পরকীয়া গার্লফ্রেন্ডকে হত্যা করেছে। এই মহিলা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১০৫১০ ডলার বিটকয়েনের বিনিময়ে একজন কিলারকে ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং এজন্য এই মহিলার গতকালকে নয় বছরের কারাদণ্ড হয়েছে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কেউ যদি বিটকয়েন লেনদেন কঠিনভাবে পর্যবেক্ষণ করে তাহলে এই বিটকয়েনের লেনদেনে সূত্র ধরে যতই ডার্ক ওয়েব ব্যবহার করা হোক না কেন বের করা সম্ভব। এই মহিলা বিটকয়েন যখন মার্ডার করার পর হিটম্যানকে ট্যান্সেসকশন করে দিয়ে দেয় তখন এই হ্যাশ কাউন্ট করে ট্যাগ করে এবং যখন হিটম্যান এটিএম বুথ থেকে বিটকয়েন ক্যাশ করে তখন ওই hitman কে এরেস্ট করা হয়। পরবর্তীতে সকল ঘটনা ৫৮ বছর বয়সে Michelle Murphy স্বীকার করে নিয়েছেন।

একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বাংলাদেশে যদি বিটকয়েনের অবাধ লেনদেন বৈধতা দেয়া হতো তাহলে যে হারে পরকীয়া বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রতিদিনই বিটকয়েনের মাধ্যমে এরকম হত্যাকাণ্ড ঘটতো। যাহোক আপাতত বাংলাদেশে বিটকয়েনের বৈধতা নাই দেওয়া হোক।

full member
Activity: 322
Merit: 124
May 09, 2024, 05:03:13 PM
Do not post in the thread about specific airdrops. Such posts will be deleted.

কোনও নির্দিষ্ট এয়ারড্রপসমূহ সম্পর্কে থ্রেডে পোস্ট করবেন না। এমন পোস্টগুলি মুছে ফেলা হবে।
অবশ্যই বর্তমানে বেশিরভাগ এয়ারড্রোপ প্রজেক্টগুলো আনভেরিফাইড হয়ে থাকে এবং এই সকল প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই ওয়ালেট কানেক্ট করা প্রয়োজন হয়। স্ক্যাম প্রজেক্ট গুলোর সকল কিছুই স্ক্যাম হয়ে থাকে ফলে এই সকল প্রজেক্টের Airdrops অংশগ্রহণ করলে সেখানে ওয়ালেট কম্প্রোমাইজড হওয়ার সম্ভাবনা থেকে থাকবে। তাছাড়া বর্তমানে টেলিগ্রাম কমিউনিটিতে বেশিরভাগ স্কাম হওয়ার ঘটনা ঘটে চলেছে বিশেষ করে একটি প্রজেক্টে অংশগ্রহণ করার পর সেই প্রোজেক্টের টেলিগ্রামে শত শত ছদ্দবেশী এডমিন থেকে থাকে এবং তারা বিভিন্ন সময়ে সাহায্য করার নামে বিনিয়োগকারীদের (Nob) কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওয়ালেটের অ্যাক্সেস নিয়ে নেয়। তাই এয়ার্ডোপ ক্যাম্পেইনে অংশগ্রহণ করার আগে অবশ্যই টেলিগ্রাম এডমিনদের (ফেইক এডমিন) বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।
staff
Activity: 2436
Merit: 2347
May 09, 2024, 09:38:50 AM
Do not post in the thread about specific airdrops. Such posts will be deleted.

কোনও নির্দিষ্ট এয়ারড্রপসমূহ সম্পর্কে থ্রেডে পোস্ট করবেন না। এমন পোস্টগুলি মুছে ফেলা হবে।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 09, 2024, 07:57:09 AM
ইয়ারড্রোব ক্যাম্পেইন গুলো এখানে যদি পাকিস্তান বোর্ডের মত শেয়ার করা হতো তাহলে এই লোকাল বোর্ডের অনন্য সদস্যদের জন্য উপকার হতো। আমি আশা করছি আগামীতে আপনার এখানে ভালো ভালো ইয়ারড্রোব ক্যাম্পেইন এখানে শেয়ার করবেন।

ব্যাপারটা কিন্তু এমন না যে আমাদের লোকাল থ্রেড এ এয়ারড্রপ নিয়ে পোস্ট হতো না। Review Master অনেক আগে আমাদের লোকাল থ্রেড এ এয়ারড্রপ নিয়ে পোস্ট করতো। কিন্তু এখন বিগত ৬ মাস ধরে উনি আর তেমন কোনো পোস্ট করেন না। এর কারণ হলো বাংলাদেশ থ্রেড থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় না। বা কোনো প্রকার ইন্টারেস্ট দেখা যায় না। যদিও আমিও একসময় এয়ারড্রপ কে টাইম ওয়েস্ট বলে মনে করতাম। তবে হালাল ইনকাম কখনোই সহজ ছিলো না। হারাম ইনকাম সহজে করতে করতে হালাল ভাবে কামাইয়ের কস্ট দেখে বিরক্ত লাগে। এয়ারড্রপ শুধুমাত্র তাদের জন্য যাদের হাতে অফুরন্ত সময় আছে। আমি কিছুদিন হলো কয়েন আলাপের সাথে কাজ করতে চাচ্ছিলাম। কিন্তু আমি ঠিকমতো সময় দিতে পারছি না। তাছাড়া তাদের ওয়েবসাইট কয়েকদিন ধরে ডাউন দেখতে পাচ্ছি। ভাবছি আমাদের থ্রেডে এয়ারড্রপ নিয়ে পোস্ট করবো।
LDL
hero member
Activity: 588
Merit: 598
May 08, 2024, 02:19:14 PM
Friend.tech থেকে যারা অনেকদিন আগে এয়ারডোব অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে আবারও সুযোগ দিয়েছে । শুধুমাত্র পুরাতন ইউজাররা এই সুযোগ পাবেন। পুরাতন ইউজাররা তাদের অ্যাকাউন্ট লগইন করুন এবং $FRIENDS টোকেন ক্লেইম করে নিন।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই গুরুত্বপূর্ণ এনাউন্সমেন্ট দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এনাউন্সমেন্টটি সার্বিকভাবে অন্যান্য সকল মেম্বারদের জন্যে ভালো নিউজ হলেও আমি ব্যক্তিগতভাবে কাজে লাগাতে পারছি না কেননা আমি এয়ারড্রোব ক্যাম্পেইনে জয়েন হতে পারি নাই। যদি ভালো ভালো এ্যায়ারড্রোব গুলো এখানে শেয়ার করা হতো তাহলে হয়তো জয়েন হওয়ার সম্ভাবনা থাকতো। ইয়ারড্রোব ক্যাম্পেইন গুলো এখানে যদি পাকিস্তান বোর্ডের মত শেয়ার করা হতো তাহলে এই লোকাল বোর্ডের অনন্য সদস্যদের জন্য উপকার হতো। আমি আশা করছি আগামীতে আপনার এখানে ভালো ভালো ইয়ারড্রোব ক্যাম্পেইন এখানে শেয়ার করবেন।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 08, 2024, 09:19:36 AM
কিছু দিন আগে ঘটে যাওয়া সেই ফ্রিল্যান্সারের কাছে থেকে বিটকয়েন পুলিশেরা আত্মসাৎ করেছিল সেই বিটকয়েন কোথায় কেউ কী জানেন? নাকী যারা জব্দ করেছিল তারাই আত্মসাৎ করে খেয়েছে।

এটা তো আর জব্দ ছিলো না। এটা ছিলো ডাকাতি। যদি জব্দ করা হতো, তাহলে ভিন্ন কথা ছিলো। কিন্তু এটাতো ডাকাতি করা হয়েছে। এই ফান্ড ডাকাতরাই ভাগাভাগি করে নিয়েছে। বাংলাদেশে এসব কেইসের কোনো অগ্রগতি হয় না। প্রথম অবস্থায় মিডিয়ায় আসে, তারপর এগুলো আর ফলোআপ করা হয় না। এর পেছনে দায়ী হলুদ মিডিয়া। তারা শুধু সেসব নিউজ প্রকাশ করে, যেগুলো প্রকাশ করলে তারা অনলাইনে ভিউ পাবে। যেসব নিউজ থেকে তাদের ইনকাম হবে না, সেসব নিউজ আর তারা ফলোআপ করে না। আরেকটা ব্যাপার হলো, অতিতে বাংলাদেশে যেই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে, সেগুলো কি কখনো সরকারি ফান্ডে জমা হয়েছে? আমার মনে হয় না কখনো এসব ফান্ড সরকারি ফান্ডে গিয়েছে। গেলে সেগুলোর তালিকা অবশ্যই থাকা উচিৎ ছিলো।

Friend.tech থেকে যারা অনেকদিন আগে এয়ারডোব অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে আবারও সুযোগ দিয়েছে । শুধুমাত্র পুরাতন ইউজাররা এই সুযোগ পাবেন। পুরাতন ইউজাররা তাদের অ্যাকাউন্ট লগইন করুন এবং $FRIENDS টোকেন ক্লেইম করে নিন।

যেহেতু আমি জয়েন করিনি, তাই আর দেখেও লাভ নেই। আপনি কি নিয়মিত এয়ারড্রপে জয়েন করেন?
Pages:
Jump to: