Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 3. (Read 3850866 times)

full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
May 25, 2024, 02:54:52 PM
অভিনন্দন Little Mouse ভাই
আমাদের লোকাল থ্রেডের সবচেয়ে জ্ঞানী ও অভিজ্ঞ সদস্য @Little Mouse ভাইয়ের আজকে ২০০০ মেরিট সম্পুর্ন হয়েছে। আমাদের থ্রেডে LM ভাই সর্বোচ্চ বেশি যোগ্যতা অর্জন করেছেন, ২০০০ যা আমার দেখা মতো কাউকে দেখি নাই। আবারো LM ভাইকে অভিনন্দন জানাই।



যাইহোক, LM ভাইয়ের আরো একটা কথা মনে পড়ে গেলো, আচ্ছা ভাই আপনার ইনভেস্টমেন্ট এর খবর কী? আজকে মার্কেটে দেখলাম অনেক ডাউন হয়ে গেছে। আপনি কী সেল করেছিলেন, না এখনো হোল্ড করেছেন?
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 25, 2024, 02:27:32 AM
এটায় কি একটু বেশি হাইপ নাকি? আমি সাইন আপ করতে গিয়েছিলাম কিন্তু  সাইন আপ এ ক্লিক করার পর যে সিকিউরিটি ভেরিফিকেশন আছে, সেটায় দেখাচ্ছে সামথিং অয়েন রং। এটা কি অতিরিক্ত ট্রাফিকের জন্যই হচ্ছে নাকি এটা বুঝলাম না
তবে ভাই একটা জিনিস বুঝলাম যে এবারের  ক্রিপ্টো মার্কেট অনেকটা এয়ার ড্রপ নিয়ে হাইপের উপরে থাকবে, যদিও আমরা বর্তমানে কিছু কিছু  লেজিট এয়ার ড্রপ পাচ্ছি, আমার আগের যে ধারণাটা ছিল সেটা এ বছর অনেকটা ভুল করতে যাচ্ছে এই এয়ার ড্রপ গুলো। তবে একই সাথে আমার ধারণা হচ্ছে যে একটা পর্যায়ে দেখা যাবে আবারো আগের মতন  স্ক্যামিং, তাই এখন যারা সঠিক এয়ার ড্রপ আইডেন্টিফাই করে  করতে পারতেছে, দিন শেষে তারাই দেখা যাচ্ছে হিউজ প্রফিট গেইন করতে পারতাছে, আর অবশ্যই যাদের একটা পার্সোনাল কমিউনিটি রয়েছে। যাই হোক আপনাকে ধন্যবাদ লিংকটি শেয়ার করার জন্য

হাইপ তো আছেই। তবে সে কারনে ওয়েবসাইটে প্রব্লেম হচ্ছে কি না জানি না। তাছাড়া ওয়েবসাইটটা একটু স্লো কাজ করছে আমার জন্যেও। আমি নিজেই বেশি সময় দিতে পারছি না শুধুমাত্র এয়ারড্রপের জন্য। যেসব এয়ারড্রপে অলরেডি জয়েন করেছি, সেগুলোর ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করার পর আর হাতে সময় থাকছে না নতুন প্রজেক্ট ঘাটাঘাটি করার। তবে এই সিজনে সবচাইতে বেশি হাইপ ক্রিয়েট করেছে বেইস এবং ব্লাস্ট চেইনের এয়ারড্রপ গুলো। ব্লাষ্ট জুন শেষে তাদের ন্যাটিভ টোকেন লিষ্ট করতে এবং এয়ারড্রপ করবে। ব্লাষ্ট ইকোসিষ্টে যতো গুলো ড্যাপ্স আছে, তার মধ্যে বেছে বেছে স্পট ডেক্স গুলোতে একটিভিটি করে রাখছি ব্লাষ্ট গোল্ড কালেক্ট করার জন্য। আশা করি প্রতিটা গোল্ড এর ভ্যালু ৫ ডলারের কম হবে না। আর বেস এর পেছনে তো কয়েনবেইজ আছেই! দেখা যাক কি হয়
hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
May 25, 2024, 01:56:47 AM
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
এটায় কি একটু বেশি হাইপ নাকি? আমি সাইন আপ করতে গিয়েছিলাম কিন্তু  সাইন আপ এ ক্লিক করার পর যে সিকিউরিটি ভেরিফিকেশন আছে, সেটায় দেখাচ্ছে সামথিং অয়েন রং। এটা কি অতিরিক্ত ট্রাফিকের জন্যই হচ্ছে নাকি এটা বুঝলাম না
তবে ভাই একটা জিনিস বুঝলাম যে এবারের  ক্রিপ্টো মার্কেট অনেকটা এয়ার ড্রপ নিয়ে হাইপের উপরে থাকবে, যদিও আমরা বর্তমানে কিছু কিছু  লেজিট এয়ার ড্রপ পাচ্ছি, আমার আগের যে ধারণাটা ছিল সেটা এ বছর অনেকটা ভুল করতে যাচ্ছে এই এয়ার ড্রপ গুলো। তবে একই সাথে আমার ধারণা হচ্ছে যে একটা পর্যায়ে দেখা যাবে আবারো আগের মতন  স্ক্যামিং, তাই এখন যারা সঠিক এয়ার ড্রপ আইডেন্টিফাই করে  করতে পারতেছে, দিন শেষে তারাই দেখা যাচ্ছে হিউজ প্রফিট গেইন করতে পারতাছে, আর অবশ্যই যাদের একটা পার্সোনাল কমিউনিটি রয়েছে। যাই হোক আপনাকে ধন্যবাদ লিংকটি শেয়ার করার জন্য
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 25, 2024, 01:12:18 AM
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
member
Activity: 420
Merit: 52
May 24, 2024, 11:30:48 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।

বিটকয়েন আমাদের দেশে যেমন আছে তেমনী থাকাই বেটার। এমন নয় বাংলাদেশে অবৈধ দেখে বিটকয়েন ব্যবহার করতে পারছি না। আর এই ফোরামে আমাদের সকলের নিজেদের পরিচয় গপন করা হয়েছে। আর কে বলবে বাংলাদেশে বিটকয়েন বৈধ করার কথা? যদি আজকে আমি প্রকাশ্যে স্লগান দিয়ে বলি বিটকয়েন বৈধ করা হোক তাহলে আমি নিজেই ফেসে যাবো, প্রশাসনের লোকেরা তখন বুঝতে পারবে যে আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি বা আমার কাছে বিটকয়েন আছে।

তাই যেমন আছে তেমনি থাকাই অনেক ভালো। বিটকয়েন বৈধ করা হলে আমাদের দেশে বড় বড় নেতারা দেখবেন বিদেশে টাকা পাচারের পাহাড় গড়ে তুলবে। এখন আমার তো কোনদিন কোন অসুবিধা হয় নাই, জানি না অনেকের কেনো বিটকয়েন বৈধ করার কথা চিন্তা ভাবনা করে? আমরা বাংলাদেশী টাকায় বিটকয়েন কিনতে পারছি আবার বিক্রি করতে পারছি। বিটকয়েন ব্যবহার করা যায় এমন ওয়ালেট এক্সচেঞ্জ ইত্যাদি সবই তো বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। শুধু মেইন বিষয় হলো সকল কিছু গোপন রাখতে হবে।
বিটকয়েনের বৈধতা দেওয়া হয় নাই এমনিতেই যেভাবে মানুষ চোরা চালানি পাচার ও মানি লন্ডারিং করে যদি বৈধতা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মাটি পর্যন্ত পাচার করে দেবে। সাম্প্রতিক ঝিনাইদহের এমপির ঘটনাটি আমাদের সামনে স্পষ্ট তো যে চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে খুন খারাপের সংখ্যা বেড়ে যাবে ফলে কোন অবস্থাতেই আমাদের দেশ কন্ট্রোলের মধ্যে থাকবে না। তাই বিটকয়েনের বৈধতা দেওয়ার পক্ষে সুশীল সমাজ কখনো অবস্থান নেবে না।
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
May 24, 2024, 06:49:53 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।

বিটকয়েন আমাদের দেশে যেমন আছে তেমনী থাকাই বেটার। এমন নয় বাংলাদেশে অবৈধ দেখে বিটকয়েন ব্যবহার করতে পারছি না। আর এই ফোরামে আমাদের সকলের নিজেদের পরিচয় গপন করা হয়েছে। আর কে বলবে বাংলাদেশে বিটকয়েন বৈধ করার কথা? যদি আজকে আমি প্রকাশ্যে স্লগান দিয়ে বলি বিটকয়েন বৈধ করা হোক তাহলে আমি নিজেই ফেসে যাবো, প্রশাসনের লোকেরা তখন বুঝতে পারবে যে আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি বা আমার কাছে বিটকয়েন আছে।

তাই যেমন আছে তেমনি থাকাই অনেক ভালো। বিটকয়েন বৈধ করা হলে আমাদের দেশে বড় বড় নেতারা দেখবেন বিদেশে টাকা পাচারের পাহাড় গড়ে তুলবে। এখন আমার তো কোনদিন কোন অসুবিধা হয় নাই, জানি না অনেকের কেনো বিটকয়েন বৈধ করার কথা চিন্তা ভাবনা করে? আমরা বাংলাদেশী টাকায় বিটকয়েন কিনতে পারছি আবার বিক্রি করতে পারছি। বিটকয়েন ব্যবহার করা যায় এমন ওয়ালেট এক্সচেঞ্জ ইত্যাদি সবই তো বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। শুধু মেইন বিষয় হলো সকল কিছু গোপন রাখতে হবে।
LDL
hero member
Activity: 616
Merit: 614
May 24, 2024, 06:00:30 PM
Rest In Peace, Kabosu

ওরে শালার , টুইটারে এই সংবাদটা প্রত্যেক বড় বড় নিউজ চ্যানেলগুলো প্রচার করছে যে RIP Kabosu , মাত্র ১৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। আমি ভাবছি এটা হয়তো অল্প বয়সের কোন তরুণী হবে যে না মাত্র 18 বছর বয়সে মারা গেলেন কিন্তু ভালোভাবে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি এটি মূলত ডগি কয়েন ও শিবাইনু কয়েনের মধ্যে যে লোগো রয়েছে সেই লোগোর কুকুরের নাম । এই মহিলা কুকুরটি ১৮ বছর বয়সে লিউকেমিয়া আক্রান্ত ছিল এবং মারা গেছে। এই কুকুরের মারা যাওয়া নিয়ে এত বড় আয়োজন যা আমি আগে জানতাম না বরং আজকে জানলাম ডগি কয়েনের লোগোর কুকুরের নাম Kabosu

sr. member
Activity: 560
Merit: 286
May 24, 2024, 10:52:59 AM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 24, 2024, 08:35:38 AM
হাহাহ, মন্ত্রী যেহেতু পারল না সেহেতু বিষয়টা অনেকটা উপরে একজন অলরেডি উল্লেখ করে দিয়েছে বিড়ালের গলায় ঘন্টা বাধার মতন, আর জনগণ যারা আন্দোলন করতে নামবে দেখা যাবে তাদেরকে উল্টো ঘাটাঘাটি শুরু হবে যে তাদের তাদের ক্রিপ্টোকারেন্সিতে ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা, পরে ওই চট্টগ্রামের ভাইটির মতন ক্রসফায়ারের ভয় দেখিয়ে আপনার অর্জিত সকল ফান্ড ডাকাতি করবে। জুনায়েদ ইসলাম পলক কে বছর কয়েক আগে এ বিষয় নিয়ে একটু একটু কথা বলতে দেখেছি কিন্তু বর্তমানে সে একদম নিশ্চুপ । জানিনা ফ্রিল্যান্সার বা যুবকদের সস্তা জনপ্রিয়তার জন্য এগুলো কথা বলেছে কিনা হয়তো এখন তার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে এখন আর এ ধরনের কোন কথা বলে না।

শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য বললে উসি সংবাদ সম্মেলনে সরাসরি বাংলাদেশ ব্যাংক এর কাউকে ইনভাইট করতো না ডিসকাশনের জন্য। জনপ্রিয়তা পাওয়ার জন্য হলে এমনিতে মিডিয়ায় দুই কথা বললেই শেষ হয়ে যেতো। কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তাদেরকে মিটিংয়ে বসার আবেদন করেছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো উত্তর পান নাই। কিটকয়েন কেনো ভালো, বা কেনো খারাপ, এসব নিয়ে প্রায় সব গনমাধ্যম ভুলভাল প্রচার করে। তখনই পলক সাহেব ওনাদেরকে ধরিয়ে দেন যে একটা কারেন্সি কে আপনারা খারাপ বলতে পারেন না। বা অবৈধ ঘোষনা করতে পারেন না। যারা এগুলো ব্যাবহার করে অপকর্ম করে তাদেরকে ধরেন পারলে। বিটকয়েন বাংলাদেশে অবৈধ, তাই বলে কি খুন খারাপি বন্ধ আছে? এই তো কয়দিন হলো একজন এম পি কে টকরো টুকরো করে কেটে ফেলে দিলো।
newbie
Activity: 588
Merit: 0
May 23, 2024, 09:44:28 PM
পিজ্জা ডে কনটেস্টে কার কেমন প্রস্তুতি? আমার পিজ্জা টা ভালো করে মন মতো বানাতে পারি নাই। আমাদের দেশে যেহেতু সচারাচর কারো বাড়িতে পিজ্জা বানানো হয় না, তাই পিজ্জা বানাতে এতটা অভিজ্ঞ নই। আমি যতটা পারি ভালো করে পিজ্জা বানানোর চেষ্টা করেছি। আমি মাটির  তৈরি চুলায় সাধারণ ভাবে পিজ্জা মেকিং করেছি। এই কাজে আমাকে আমার স্ত্রী বেশ সহায়তা করেছে, এর জন্য আমার স্ত্রী কে অনেক ধন্যবাদ জানাবো। আমি আমার পিজ্জা কনটেস্টে জমা দিয়েছি।
পিজ্জা কনটেস্ট জমা দেওয়ার লিংক: https://bitcointalksearch.org/topic/m.64089204

এখানেও আমার পিজ্জার পিকচার শেয়ার করি।










ডিয়ার Bd Officer,
পিজ্জাটি দেখতে তো অনেক সুস্বাদু দেখাচ্ছে।🤤  যদি খাওয়ার সুযোগ হতো তাহলে বলতে পারতাম কেমন হয়েছে।
আমাদের জন্য পিজ্জা পাঠিয়ে দিয়েন পরবর্তী সময়....

আপনাকেও জানাই পিজ্জা ডে এর শুভেচ্ছা।
member
Activity: 420
Merit: 52
May 23, 2024, 07:14:35 PM
পিজ্জা ডে কনটেস্টে কার কেমন প্রস্তুতি?
ছোটবেলার কবিতা মনে পড়ে গেল,,,

বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই
কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়
পাকা হোক তবু ভাই পরেরও বাসা
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা

নিজের হাতে যতটুকু করেছি ততটুকুই আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো পিজ্জা বাজার থেকে কিনে এনে নিজের হাতে গড়া বলে চালিয়ে দেবে কিন্তু আপনি ও আমি নিজের হাতে বানানোর অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটা হয়তো কিনে এনে প্রতিযোগিতা অংশগ্রহণ করলে সেই অভিজ্ঞতাটা অর্জন করা হতো না।


















প্রতিযোগিতার অংশগ্রহণ: লিংক
hero member
Activity: 826
Merit: 753
Living Life with Hemophilia🤡
May 23, 2024, 03:56:37 PM
বিটকয়েন নিয়ে কথা বলতে গেলে আপনাকে সরকারের উচ্চ লেভেলের কেউ হতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের আইসিটি মন্ত্রী এটা নিয়ে একবার কথা বলেছিলো। কিন্তু এরপর এর আর কোনো অগ্রগতী হয়নি। আসলে বাংলাদেশ ব্যাংক ওনার আবেদনে সাড়া দেয়নি। উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে ব্যাংক এর হাই লেভেল থেকে কেউ আমোদের সাথে বসেন, আমরা ক্রিপ্টো এক্সপার্ট রিসার্চার নিয়ে বসি এবং আলাপ আলোচনা হোক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে মুখ খুলেনি বরং ক্রিপ্টোকারেন্সি লেনদেন না করার জন্য একেরপর এক বিজ্ঞাপন দিয়েই চলেছে। যেখানে বাংলাদেশের একজন মন্ত্রী পারলো না বাংলাদেশ ব্যাংক কে রাজি করাতে, সেখানে সাধারন মানুষ কে যাবে সাহস করে এই ব্যাপারে কথা বলতে?
হাহাহ, মন্ত্রী যেহেতু পারল না সেহেতু বিষয়টা অনেকটা উপরে একজন অলরেডি উল্লেখ করে দিয়েছে বিড়ালের গলায় ঘন্টা বাধার মতন, আর জনগণ যারা আন্দোলন করতে নামবে দেখা যাবে তাদেরকে উল্টো ঘাটাঘাটি শুরু হবে যে তাদের তাদের ক্রিপ্টোকারেন্সিতে ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা, পরে ওই চট্টগ্রামের ভাইটির মতন ক্রসফায়ারের ভয় দেখিয়ে আপনার অর্জিত সকল ফান্ড ডাকাতি করবে। জুনায়েদ ইসলাম পলক কে বছর কয়েক আগে এ বিষয় নিয়ে একটু একটু কথা বলতে দেখেছি কিন্তু বর্তমানে সে একদম নিশ্চুপ । জানিনা ফ্রিল্যান্সার বা যুবকদের সস্তা জনপ্রিয়তার জন্য এগুলো কথা বলেছে কিনা হয়তো এখন তার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে এখন আর এ ধরনের কোন কথা বলে না।

না মোতে  ভারতে এমন ছিল তারা আইন অনুযায়ী এইটা সমাধান করার চেষ্টা করছে
ভারত পারলে আমার আইনে যেতে পারবো না কেন?
ভারতে অন্য যত দুর্নীতি চুরি বাটপারি হোক না কেন, তাদের আইন বিভাগ এখনো স্বাধীন রয়েছে, সো ভারত এজন্যই সেটা পেরেছে, আর বাংলাদেশ কেন পারবে না এটার জন্য আপনাকে আগে উত্তর দিতে হবে বাংলাদেশের আইন বিভাগ কে স্বাধীন রয়েছে?
এখন উত্তর আপনি হয়তো নিজেই পেয়ে গিয়েছেন-
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
May 23, 2024, 02:24:44 PM
পিজ্জা ডে কনটেস্টে কার কেমন প্রস্তুতি? আমার পিজ্জা টা ভালো করে মন মতো বানাতে পারি নাই। আমাদের দেশে যেহেতু সচারাচর কারো বাড়িতে পিজ্জা বানানো হয় না, তাই পিজ্জা বানাতে এতটা অভিজ্ঞ নই। আমি যতটা পারি ভালো করে পিজ্জা বানানোর চেষ্টা করেছি। আমি মাটির  তৈরি চুলায় সাধারণ ভাবে পিজ্জা মেকিং করেছি। এই কাজে আমাকে আমার স্ত্রী বেশ সহায়তা করেছে, এর জন্য আমার স্ত্রী কে অনেক ধন্যবাদ জানাবো। আমি আমার পিজ্জা কনটেস্টে জমা দিয়েছি।
পিজ্জা কনটেস্ট জমা দেওয়ার লিংক: https://bitcointalksearch.org/topic/m.64089204

এখানেও আমার পিজ্জার পিকচার শেয়ার করি।








newbie
Activity: 119
Merit: 0
May 23, 2024, 01:36:46 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

বিটকয়েন নিয়ে কথা বলতে গেলে আপনাকে সরকারের উচ্চ লেভেলের কেউ হতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের আইসিটি মন্ত্রী এটা নিয়ে একবার কথা বলেছিলো। কিন্তু এরপর এর আর কোনো অগ্রগতী হয়নি। আসলে বাংলাদেশ ব্যাংক ওনার আবেদনে সাড়া দেয়নি। উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে ব্যাংক এর হাই লেভেল থেকে কেউ আমোদের সাথে বসেন, আমরা ক্রিপ্টো এক্সপার্ট রিসার্চার নিয়ে বসি এবং আলাপ আলোচনা হোক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে মুখ খুলেনি বরং ক্রিপ্টোকারেন্সি লেনদেন না করার জন্য একেরপর এক বিজ্ঞাপন দিয়েই চলেছে। যেখানে বাংলাদেশের একজন মন্ত্রী পারলো না বাংলাদেশ ব্যাংক কে রাজি করাতে, সেখানে সাধারন মানুষ কে যাবে সাহস করে এই ব্যাপারে কথা বলতে?

আমার জানা মোতে  ভারতে এমন ছিল তারা আইন অনুযায়ী এইটা সমাধান করার চেষ্টা করছে
ভারত পারলে আমার আইনে যেতে পারবো না কেন?
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 23, 2024, 02:21:49 AM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

বিটকয়েন নিয়ে কথা বলতে গেলে আপনাকে সরকারের উচ্চ লেভেলের কেউ হতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের আইসিটি মন্ত্রী এটা নিয়ে একবার কথা বলেছিলো। কিন্তু এরপর এর আর কোনো অগ্রগতী হয়নি। আসলে বাংলাদেশ ব্যাংক ওনার আবেদনে সাড়া দেয়নি। উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে ব্যাংক এর হাই লেভেল থেকে কেউ আমোদের সাথে বসেন, আমরা ক্রিপ্টো এক্সপার্ট রিসার্চার নিয়ে বসি এবং আলাপ আলোচনা হোক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে মুখ খুলেনি বরং ক্রিপ্টোকারেন্সি লেনদেন না করার জন্য একেরপর এক বিজ্ঞাপন দিয়েই চলেছে। যেখানে বাংলাদেশের একজন মন্ত্রী পারলো না বাংলাদেশ ব্যাংক কে রাজি করাতে, সেখানে সাধারন মানুষ কে যাবে সাহস করে এই ব্যাপারে কথা বলতে?
member
Activity: 420
Merit: 52
May 22, 2024, 01:14:03 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.
কাম সারছে!!! ইঁদুরের গলায় ঘন্টা বাঁধবে কে? আপনি যে বিটকয়েন নিয়ে আইন পাস করতে একত্রিত হতে বলেন নেতৃত্ব দেওয়ার মতো লিডার দরকার সে লিডার কে হবে বলতে পারেন। এমনিতেই দেশে হক কথা বলা যায় না তার পরে আসছেন বিটকয়েন নিয়ে আইন পাস করতে। বিটকয়েন নিয়ে কথা বললে যে দেশে পুলিশে ধরে সে দেশে বিটকয়েনের উপর আইন পাস করা রীতিমতো অলীক বস্তু।
hero member
Activity: 462
Merit: 767
#SWGT CERTIK Audited
May 22, 2024, 02:17:32 AM
রইসির মৃত্যুর খবর শোনার আগে ইরানের প্রেসিডেন্ট জন্য রাস্তা ঘাটে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল ইরানের প্রেসিডেন্টের হায়াত প্রার্থনার জন্য।
https://www.facebook.com/share/v/6yL6CUQkAjfmKVXq/?mibextid=oFDknk
আবার অনেক স্থানে মরহুম প্রেসিডেন্টের মৃত্যুর আনন্দে মিষ্টি বিতরণ করতে শোনা যাচ্ছে। একই দেশে সাধারণত রাজনৈতিক দলে মতপার্থকের কারণে এরকম বিভাজন দেখা যায় এই বিভাজন কিন্তু আমরা আমার দেশেও লক্ষ্য করছি। আমার দেশের সরকারের যদি অলাকাঙ্ক্ষিতভাবে কোন পরিবর্তন হয় তাহলে রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করা হবে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিরোধী দলের সমর্থকরা অবশ্যই আনন্দে মিষ্টি বিতরণ করছে এটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার কথাই ধরে নেব আমরা যা জানি সব গায়েব এবং একমাত্র আল্লাহ তা'আলা জানে মরহুম প্রেসিডেন্ট রাইসি কেমন মানুষ ছিলেন।

আপনি রাজনৈতিক হিসাব বাদ দেন। রাজনৈতিক ভাবে একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না এবং পারবেন ও না। সমস্যা হচ্ছে পুরো শিয়া জাতীদের। তারা  কাউকেই খলিফা হিসেবে মানেনি। হযরত আবু বকর (রাঃ), ওসমান, ওমর, এনাদের কাউকেই শিয়ারা মানে না। এমনকি এরা ওমর (রাঃ) হত্যাকারীর কবরকে মাজার বানিয়েছে। তাহলে চিন্তা করেন এনারা খলিফাদের কি পরিমানে ঘৃণা করেন। তাদের দেশে মিষ্টি বিতরন হয়েছে এই কথা আমি বলিনি।

বলেছি অন্যান্য আরব দেশের কথা। অন্যান্য আরব দেশগুলোতে মিষ্টি বিতরন করা হয়েছে কারন অন্যান্য রা মনে করেন শিয়া রা মুসলমান নয়। হয়তো তারা কাফের, অথবা মুনাফিক। তবে আমি কাউকে কিছু বলে ফতোয়া বা ট্যাগ দিতে চাই না, যেহেতু এই ব্যাপারে আমার জ্ঞান নেই।
newbie
Activity: 119
Merit: 0
May 22, 2024, 02:13:24 AM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
May 22, 2024, 12:54:45 AM
HAPPY BITCOIN PIZZA DAY


ফটো উৎস
আজকে ২২ মে বিটকয়েন পিজ্জা দিবস। আজকে আমি পিজ্জা ডে উপলক্ষে পিজ্জা কিনে এনে পিজ্জা ডে উদযাপন করব। আজকে প্লান ছিলো নিজে পিজ্জা বানিয়ে কনটেস্টে সাবমিশন করবো, কিন্তু অসুস্থতার কারনে বানাতে পারি নাই। চেষ্টা করবো ২ -১ দিনের মধ্যে পিজ্জা বানানোর। তবে আজকে পিজ্জা ডে উপলক্ষে পিজ্জা অর্ডার দিয়েছি। হ্যাপি পিজ্জা ডে।
full member
Activity: 322
Merit: 124
May 21, 2024, 07:45:30 PM
আমরা সকল মুসলমান ইব্রাহিম রইছি এর জন্য আল্লাহ তাআলার নিকট তার আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ স্থান দান করে।
আমীন

ফেইসবুকে ইব্রাহিম রইছির মৃত্যু নিয়ে যেমন শোকের পোষ্ট দেখতে পাচ্ছি, একই দিক দিয়ে ঘৃণার পোষ্ট দেখতে পাচ্ছি। ইরানের বেশিরভাগ মুসলমান মূলত মুনাফিক। এরা নামে মুসলমান হলেও, এরা বেশিরভাগ হলো শিয়া সম্প্রদায়। সবচাইতে অবাক করা তথ্য কি জানেন? ওমর ইবনুল খাত্তাবের হত্যাকারির কবরস্থানকে তারা মাজার বানিয়েছে। শিয়া মুসলমানরা মূলত মনে করে হযরত ওমর, হযরত আয়েশা, ওসমান, এনারা জাহান্নামি (নাউজুবিল্লাহ)।

ইব্রাহিম রইছির মৃত্যুতে অোরব কান্ট্রির কয়েক যায়গায় মিষ্টি বিতরনের ভিডিও অব্দি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে আমি কারো পক্ষে বা বিপক্ষে বলতে চাই না। গায়েব আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ ছাড়া।
রইসির মৃত্যুর খবর শোনার আগে ইরানের প্রেসিডেন্ট জন্য রাস্তা ঘাটে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল ইরানের প্রেসিডেন্টের হায়াত প্রার্থনার জন্য।
https://www.facebook.com/share/v/6yL6CUQkAjfmKVXq/?mibextid=oFDknk
আবার অনেক স্থানে মরহুম প্রেসিডেন্টের মৃত্যুর আনন্দে মিষ্টি বিতরণ করতে শোনা যাচ্ছে। একই দেশে সাধারণত রাজনৈতিক দলে মতপার্থকের কারণে এরকম বিভাজন দেখা যায় এই বিভাজন কিন্তু আমরা আমার দেশেও লক্ষ্য করছি। আমার দেশের সরকারের যদি অলাকাঙ্ক্ষিতভাবে কোন পরিবর্তন হয় তাহলে রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করা হবে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিরোধী দলের সমর্থকরা অবশ্যই আনন্দে মিষ্টি বিতরণ করছে এটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার কথাই ধরে নেব আমরা যা জানি সব গায়েব এবং একমাত্র আল্লাহ তা'আলা জানে মরহুম প্রেসিডেন্ট রাইসি কেমন মানুষ ছিলেন।
Pages:
Jump to: