Author

Topic: বাংলাদেশের স্থানীয়: কাল্পনিক মেটা। (Read 1007 times)

newbie
Activity: 1078
Merit: 0
বিটকয়েনে আমরা সিনিয়র ভাইদের প্রেরণা মূলক পোস্ট আশা করছি যাতে আমরা ভালো কাজ করতে পারি  Huh
newbie
Activity: 1078
Merit: 0
বিটকয়েন এ কিভাবে কাজ করতে হয়
newbie
Activity: 124
Merit: 0
এই জগতে একেবারেই নতুন। আভিজ্ঞ ভাইদের থেকে সহযোগিতা কাম্য।
newbie
Activity: 18
Merit: 0
আপনারা যারা বিটকয়েন্টক এ পুরাতন মেম্বার হয়েছেন তারা যদি মাঝে মাঝে এসে বিটকয়েন্টক এ রিপ্লাই বা পোস্ট করেন তাহলে আমাদের নতুনদের জন্য ভালো হয়
jr. member
Activity: 378
Merit: 1
আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রহিলো এমন ভাল একটি উদ্বেগ নেওয়ার জন্য, Bitcoin সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ গুলোর ধারনা কম, আর অনেকে এই ফোরাম কে মনে করে টাকার উপার্জন এর জন্য শুধু কিন্তু এই সকল বিষয়ে ধারনা দিবে কে!? তাই আমি প্রায় ৫ বছর আগে আমার Facebook এ আলোচনা করার চেষ্টা করেছিলাম, অনেক কে বুঝিয়েছি হয়তো অনেকে এখন এই খানে আছে,কিন্তু পরে বিভিন্ন সমস্যার কারনে এগিয়ে যেতে পারিনি, তাই আমি আশা করবো আপনারা যেহেতু দায়িত্বটি নিয়েছেন এর শেষ পর্যন্ত বুঝিয়ে ছাড়বেন, আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রহিলো ধন্যবাদ।           
jr. member
Activity: 266
Merit: 1
আমি রফিকুল, আমি বান্টি শুরু করেছি অল্প কিছু দিন থেকে।
আমি আশা করি বান্টি থেকে ভালো কিছু ইনকাম করতে পারবো।
যারা অনেক দিন আগে থেকে বান্টি শুরু করেছেন দয়া করে তারা আমাকে কিছু উপদেশ দিবেন।
ধন্যবাদ সবাইকে।
newbie
Activity: 18
Merit: 0
আমিতো বিটকয়েন্টক এর নতুন আমি কিভাবে বিটকয়েন্টক পোস্ট করব সেটা যদি গাইডলাইন পাওয়া যেত তাহলে খুব ভালো হতো
newbie
Activity: 42
Merit: 0
ভাই আমি CPA Marketing সম্পর্কে ফ্রীতে মানুষ কে শিখাতে চাই তার জন্য কোথায় পোস্ট করবো
newbie
Activity: 434
Merit: 0
এই থ্রেড কোনো সিনিয়ার ভাইদের আলোচনা নেই।এখানে সিনিয়ারদের ভালো ভালো পোস্ট আশা করছি,যা পরে সবাই বিট কয়েন সম্পকে সম্পুর্ণ ধারণা পাওয়া যায়।   
newbie
Activity: 434
Merit: 0
আমরা বাঙ্গালী বাংলা বলতে পারি।তাই যেহেতু এটা বাংলা থ্রেড আমাদের অবশ্যই বাংলায় লিখলে সবাই ভালো বুঝতো পারবো।আশা করি এখন থেকে সবাই বাংলা লিখবো।সবাইকে ধন্যবাদ।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
Niyomito update dile onk valo hoto. Tahole sob valo vabe boja jeto
ভাই এটা বাঙালি থ্রেড, এখানে বাংলায় লিখলেই ভাল হয়। আশা করি পরের পোস্ট গুলি বাংলায় লিখবেন।  এখানে সবাই ফোরম সম্পর্কিত বিষয় নিয়ে, বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টো কয়েন সম্পর্কে গঠন মূলক আলোচনা করবেন। এতে আমরা সবাই উপকৃত হবে ইনশাআল্লা্হ। আপনাকে ধন্যবাদ
newbie
Activity: 434
Merit: 0
বিটকয়েন ফোরামে কি সব সময় কাজ করা যায়?নাকি কোনোবাধা আছে?যদি সব সময় কাজে বাধা থাকে তাহলে কত সময় পর পর কাজ করা যায়?
newbie
Activity: 434
Merit: 0
এত সুন্দর সুন্দর আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার আলোচনার মাধ্যমে অনেক জরুরি বিষয়ে অবগত হলাম।আর বেশি বেশি করে নিয়মগুলো জানালে সকল ভুল পোস্ট  করা থেকে বিরত থাকতে পারবো।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
ভাই শুরুতেই আপনাকে সালাম ও ধন্যবাদ জানই। আপনি আমাদের জন্য সুন্দর একটা টপিক নিয়ে এসেছেন। আশাকরি সবাই এই ফোরামের নিয়ম গুলো মেনে চলবে। আমরা যারা বাংলা ভাষা ভাষি আছি  কেউ যেন ফোরামের বাহিরের কোন বিষয় নিয়ে আলোচনা না করি। বাউন্টিতে এমনিতেই বাংলাদেশের বাসিন্দারা বৈষম্যের শিকর হচ্ছি। আমাদের মেধা ও যোগ্যতা দিয়ে আমরা এই বৈষম্য দূর করতে চাই। ধন্যবাদ সবাইকে
newbie
Activity: 10
Merit: 0
বিটকয়েন এর জনপ্রিয়তা যতদিন যাচ্ছে ক্রমশই বেড়ে চলেছে,বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ সরকার এখনো এটাকে অনুমতি দেয়নি,এখানে নিয়মিত আপডেট থাকলে সবার উপকার হবে।       
jr. member
Activity: 88
Merit: 2
আপনাদের কাজ ১ বছর ধরে চলছে অনুবাদ এর কাজ কতটুকু আগালো? অনুবাদক হিসেবে আপনাদের দলে এখন কয়জন কাজ করছে? তারাতারি নতুন কিছু নিয়ে আসার বেবস্থা করুন।
sr. member
Activity: 742
Merit: 251
অনেক ভাল উদ্দেগ নতুনদের অনেক উপকার হবে। এখন অনুবাদের জন্য কয়জন কাজ করছে? সম্পূর্ণ অনুবাদ শেষ হবে কখন? একাউন্ট রেন্ক এবং মেরিট নিয়ে অনুবাদ তারাতারি করার চেষ্টা করেন কারন অনেকেই এই বিষয় গুলো বুঝতে পারতেছেনা।
jr. member
Activity: 938
Merit: 1
Niyomito update dile onk valo hoto. Tahole sob valo vabe boja jeto
জি ভাই আপনি ঠিক বলেছেন। নিয়মিত বাংলায় আপডেট পেলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পাববো।
jr. member
Activity: 938
Merit: 1
বিটকয়েন ভার্চুয়াল দুনিয়ায় আলোড়ন তোলা একটি নাম।এর মাধ্যমে আমরা আমাদের অনেক দরকার মেটাতে পার। এর মাধ্যমে আমরা বিভিন্নভাবে  উপার্জন করতে পার। কিন্তু আমার সঠিক মাধ্যম পাই না।এই ফোরামের মাধ্যমে আমরা অনেক উপকৃত হতেপারি।এর মাধ্যমে আমরা এই মার্কেটের সব কিছু আলাপ আলোচনা করতেপারছি এবং অনেককিছু জানতে পারছি। আশা করি আমরা এ ধরনের আলোচনা আরো করব এবং সবাই উপকৃত হব।                 
jr. member
Activity: 439
Merit: 3
Niyomito update dile onk valo hoto. Tahole sob valo vabe boja jeto
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
মূল টপিক: Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
টপিক এর মালিক: mprep



বিঃদ্রঃ: এই পরিবেশনা কাজ করবে রেফারেন্স/শিক্ষণীয়/তথ্যগত বিষয়  হিসাবে, এটি কোন কঠিনভাবে মান্য করার দিকনির্দেশনা নয়।

সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি অনেক নতুন মেম্বাররা সব নিয়ম জানে না এবং আমি স্বভাবত তাদের দোষ দেই না যেহেতু সব নির্দেশনা লিখা নয় এবং যেগুলো লিখা আছে তাও মেম্বারদের দ্বারা উপেক্ষিত যারা মনোযোগ দেয় না বোর্ডগুলোর স্টিকিগুলুতে। আশাকরি তারা এই টপিকে মনোযোগ দিবে, যেখানে আমি ফোরামের নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি উৎসও (যদি জেনে থাকি) দেয়ার চেষ্টা করব। নিয়মগুলো কোন ক্রমিক দিয়ে সাজানো নয়, শুধু লিখা হবে যেভাবে পাওয়া গিয়েছে যদিও আমি চেষ্টা করব সাধারণ গুলোকে প্রথমে রাখতে।

টপিক পোস্ট করার দিকনির্দেশনা এবং এফএকিউ-ও সংযোজন করা হয়েছে। স্ক্রল ডাউন করতে থাকলেই পাবেন।



সংক্ষিপ্ত বিবরণ / বিষয়বস্তু টেবিল (পোস্টের যেকোন অংশে যেতে লিঙ্ক ক্লিক করুন):

ফোরাম নিয়ম
উদাহরণ / নিমের ব্যাখ্যা
সচরাচর জিজ্ঞাস্য (এফএকিউ)
টপিকের জন্য নির্দেশিকা
সোর্স
কৃতজ্ঞতা


লেজেন্ড:
[1] - নীচের উৎস সংখ্যা।
[e] - নীচের নিয়ম সম্পর্কে আরো উদাহরণ
[?] - নিয়ম এখনও সক্রিয় আছে কি না তা যাচাই করা প্রয়োজন।


তালিকাটি কিছুটা সম্পূর্ণ হলেও আমি এখনও অনেক কিছু যুক্ত করতে পারি যদি নতুন কিছু পাই। ফর্ম্যাটিং, উত্স, ভুল, নিয়ম, তালিকা থেকে অপসারণ ইত্যাদির পরামর্শতে আমি অনেক ভাল অনুভব করব।

ফোরামের নিয়ম

১. কোন ধরনের শূন্য বা কম মান, মূল্যহীন বা অহেতুক পোস্ট বা থ্রেড গ্রহণযোগ্য না। [1][e]

২. অফ্-টপিক পোস্ট করবেন না।

৩. কোন ট্রোলিং (trolling) করবেন না।

৪. কোন রেফারেল কোড (রেফারেল লিংক) স্প্যাম করবেন না। [1]

৫. লিংক shorteners যেখানে অ্যাড দেখতে হয় তা গ্রহনযোগ্য নয়।

৬. সংগত কারন এবং সাবধানবাণী ছাড়া কোন ফিশিং (phishing) লিংক অথবা মালওয়ার গ্রহনযোগ্য নয়। [e]

৭. কোন ধরনের ভিক্ষা চাওয়া গ্রহনযোগ্য নয়। [5]

৮. শারীরিক ক্ষতি, মৃত্যুর হুমকি জাতীয় পোস্ট করবেন না।

৯. প্রধান বোর্ডের আলোচনা ইংরেজিতে হতে হবে। অন্যান ভাষার আলোচনা উপযুক্ত স্থানীয় বোর্ডে পোস্ট করা উচিত।

১০. কোথাও কোন NSFW ছবি পোস্ট করা যাবে না। NSFW কন্টেন্ট পোস্ট করলে তা চিহ্নিত করা আবশ্যক।

১১. অবৈধ ট্রেডিং, সাইট লিঙ্কিং গ্রহণযোগ্য নয়।

১২. একই পোস্ট একাধিক বোর্ডে পোস্ট করা যাবে না (স্থানীয় ভাষার বোর্ডগুলিতে এটি পুনরায় পোস্ট করার ব্যতীত - অনুবাদ)।

১৩. Bumps, "updates" এসব ২৪ ঘণ্টায় একবার করা যাবে।[2]

১৪. বিকল্পমুদ্রা সম্পর্কিত আলোচনা বিকল্পিক ক্রিপ্টোমুদ্রা (Alternate cryptocurrencies) এবং তার অন্তর্গত সাব-বোর্ডে হবে। [3][4][e]

১৫.  ফোরামের মধ্যে কোন বিকল্পমুদ্রা গিভএওয়ে (giveaways) গ্রহণযোগ্য নয়। [6][e]

১৬. একের অধিক সক্রিয় বিক্রয় টপিক কারেন্সি এক্সচেঞ্জ বাের্ডে গ্রহণযোগ্য নয়। [3]

১৭. পণ্যদ্রব্য যা বিক্রেতা বা ক্রেতার দেশে অবৈধ তা কেনাবেচা করা নিষিদ্ধ। [2]

১৮. একাধিক অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট বিক্রয় করার অনুমতি আছে, কিন্তু অ্যাকাউন্ট বিক্রয় নিরুৎসাহিত করা হয়।

১৯. সম্ভাব্য (বা বাস্তব) স্ক্যাম এবং ট্রাস্ট রেটিংগুলি মডারেট করা হয় না। (মডারেশন অপব্যবহার প্রতিরোধ করতে)।

২০. অ্যাকাউন্ট বিক্রি এবং ইনভাইটস্ এর জন্য ইনভাইট-অন্লি সাইটের সীমাবদ্ধতা আছে। দেখুন: https://bitcointalksearch.org/topic/sales-of-accounts-and-invites-to-invite-only-sites-134779 <= অনুবাদ করার জন্য আমন্ত্রিত। [2][?]

২১. পুরাতন bumps মুছে ফেলা উচিৎ। [2]

২২. অন্যনের পোস্টের বিজ্ঞাপন (মাইনিং পুল, জুয়ার সেবা, বিনিময়, দোকান, ইত্যাদি অন্তর্ভুক্ত।) করার অনুমতি নাই, এটি সীমাবদ্ধ নয় altcoin announcement জাতীয় টপিকেও। [8]

২৩. কোনও মেম্বার যদি নিয়ম ভাঙে তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্টাফদের তাদের নিজ নিজ ব্যাখ্যা অনুসরণ করার অধিকার রয়েছে।[e]

২৪. পোস্টের ভিতরে বিজ্ঞাপন (পোস্টের ভিতরের সিগনেচার সহ) করার অনুমতি নাই যদিনা আপনার তৈরি করা টপিক হয় এবং আসলেই সারগর্ভ এবং দরকারী।[9][e]

২৫. বেন এভাশন (একটি একাউন্ট বেন থাকা অবস্তায় অন্য একাউন্ট তৈরি অথবা ব্যবহার করা) অনুমদিত নয়।[e]

২৬. স্থানীয় টপিকের নিয়ম, যদি ভালোভাবে বিবরণ করা হয় যখন তা তৈরি করা হয়েছে, যা ফোরামের নিয়মকে বাধা দেয়না, তা মানতে হবে।[e]

২৭. স্বয়ংক্রিয় অনুবাদ সরঞ্জাম স্থানীয় বার্ডে অনুবাদ করতে ব্যবহার করা যাবে না।

২৮. ফোরাম সফত্গটওয়্যারের বাগ বা ত্রুটি (এমনকি ফলাফল নির্মম না হলেও) ব্যাবহার করা যাবে না।

২৯. অপ্রচলিত পিএম (PM) পাঠানো, বিজ্ঞাপন অথবা পিএম-এর বন্যা সহ এসব কাজ করা যাবে না।

৩০. একই রকম আইটেম একসাথে লিস্ট করতে হবে।[2][e]

৩১.  মেম্বারদের আবাটার NSFL অথবা NSFW কন্টেন্ট হবে না, কপিরাইট লঙ্ঘন করার চেষ্টাও করা যাবে না। [10]

৩২. একাধিক পোস্ট এক সারিতে (থ্রেড স্টার্টার দ্বারা reserved পোস্ট এবং bumps বাদে) করা যাবে না।

৩৩. চুরি করা বিষয়বস্তু (plagiarized content) পোস্ট করা যাবে না। [e]


উদাহরণ:

১. "বিক্রয় বিক্রয় বিক্রয়", "আমি একমত", "+১", "সমর্থন করলাম", "দেখছি", "মজা পাইলাম", "লল", "কেলেঙ্কারি", "আইনত", "নকল" - এরমতো পোস্ট; অন্য কথায়ে এক শব্দের পোস্ট, গালিগালাজে ভরপুর পোস্ট, পিরামিড উদ্ধৃতি, অনর্থক ভূমিকা জাতীয় টপিক, টপিক আগেই কয়েকবার আলোচনা করা হয়ে গেছে।

৬. স্বাবধানবানী সংগত কারনেই। যেমন: "MalwareSite.com <------ স্বাবধান. এটি malware সাইট - ক্লিক করবেন না।" সংগত কারন হতে পারে - যদি বিটকয়েন ওয়ালেট চুরি হয় তখন আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন তার দোষ।

১৪. সেবা প্রদান, লেনদেন, আলোচনা, ফটকা (speculation), মাইনিং, এবং অন্য প্রকার বিষয়বস্তু যা বিকল্পমুদ্রার অন্তর্ভুক্ত। লেনদেন যা বিকল্পমুদ্রা এবং বিটকয়েনের অন্তর্ভুক্ত তা ঠিক আছে (তাদের নিজেদের মধ্যে আদানপ্রদান ছাড়া)। উদাহারন: টপিক হতে পারে "ব্যাংক ট্রান্সফার করে বিটকয়েন এবং বিকল্পমুদ্রা কিনছি" সাধারন বোর্ডে থাকতে পারে।


১৫.
গিভএওয়ে (giveaways) টপিকগুলো ফোরামের বিকল্পিক ক্রিপ্টোমুদ্রা (Alternate cryptocurrencies) বিভাগে আর গণ্য করা হবে না। এখন থেকে, পোস্ট অথবা ওই রকম টপিকে জবাব দেয়ার পরিনতি বেন হতে পারে। <...>

বিশেষভাবে, আপনি আপনার টপিকে পোস্ট করার জন্য কোন উদ্দীপক অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করতে পারবেন না। মানুষকে কোন অর্থনৈতিক সুবিধা প্রদান করতে পারবেন না আপনার পোস্টে তাদের ঠিকানা, ইউজারনেম ইত্যাদি পোস্ট করার জন্য। অফ-সাইটে আপনি গিভএওয়ে দিতে পারবেন এবং গিভএওয়ে পেইজের লিংক টপিকে দিতে পারবেন কিন্তু মানুষকে কোন বোনাস দিতে পারবেন না আপনার পোস্টে উত্তর দেয়ার জন্য। <...>


মূল:
Most giveaway threads are no longer allowed in the Alternate cryptocurrencies sections. From now on, posting or replying to such threads could result in being banned. <...>

Specifically, you are not allowed to give people any incentive to post insubstantial posts in your threads. You can't offer to pay people who post their addresses, usernames, etc. You can do giveaways off-site and link to the giveaway page in a thread, but you can't give people any bonus for replying to your thread.
<...>

২৩. এই নিয়মটি মেম্বারদের সম্ভাব্য লুপহোল অপব্যাবহার করা অথবা কিছু অনুবাদ অনুসরণ করা যা আক্ষরিক অর্থে সঠিক কিন্তু প্রকৃতপক্ষে তা করা ক্ষতিকারক, এসব থেকে বিরত রাখবে।

২৪.
<...>
পোস্টের মধ্যে বিজ্ঞাপন দেয়া যাবে না (সিগনেচারের জায়গা ছাড়া) কারন এসব বিরক্তিকর এবং অপ্রাশংগীক। বিশেষকরে সব পোস্টের নীচে বিজ্ঞাপন করা নিষিদ্ধ। ঐতিহ্যগত প্রতিশ্রুতি (traditional valedictions) সহনীয় কিন্তু নিরুউৎসাহ করা হচ্ছে, সিগনেচারের জায়গা শুধু সিগনেচারের জন্য।

যাহোক, ফোরামকে যদি প্রকাশনার জায়েগা হিসাবে ব্যাবহার করেন যা আসলেই সংগত এবং কাজের, বিজ্ঞাপন বিক্রি করা ওই সংগত কাজের জন্য অনুমতি আছে।উপযুক্ততা অর্জন করতে, আপনার পোস্ট অবশ্যই আপনি শুরু করেছেন এমন কোন টপিকে হতে হবে, এবং আপনার পোস্ট অবশ্যই সংগত এবং পরিমান মতো লম্বা হতে হবে যাতে বিজ্ঞাপন সম্পূর্ণ তুচ্ছ মনে হয়। কোন সন্দেহে থাকলে, আমাকে জিজ্ঞাস করুন।

মূল:
<...>
Ads are typically not allowed in posts (outside of the signature area) because they are annoying and off-topic. It is especially disallowed to put ads or signatures at the bottom of all of your posts. Except for traditional valedictions, which are tolerated but discouraged, signatures are for the signature area only.

However, if you are using the forum as a publishing platform to host something really substantial and useful, selling ads in that substantial work is allowed. To be eligible for this, your post must be in a topic that you started, and your post must be substantial and long enough to make the ad seem entirely insignificant. If in doubt, ask me.

২৫. যদি আপনি বেন হন (অস্থায়ী বা স্থায়ীভাবে) এবং নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করেন পোস্ট/পিএম করার জন্য, এটি বেন ইভাসন হিসাবে গণ্য করা হবে। একমাত্র ব্যতিক্রম হল মেটাতে বেন সম্পর্কিত টপিক তৈরি করা।

২৬.
ওইগুলো বেশীরভাগ সেলফ-মডারেটেড টপিক দ্বারা প্রতিস্থাপিত করা। কিন্তু স্থানীয় নিয়ম মডারেটরের বিচক্ষণতা দ্বারা যাচাই করা যাবে।
মূল:
Those were mostly replaced by self-moderated topics, but local rules can be enforced at the moderator's discretion.

৩০. এটি অন্তর্ভুক্ত (সীমাবদ্ধ নয়) ডোমেইন, সফটওয়্যারের কী এবং সদস্যপদ আমন্ত্রনে। মডারেটরের ওই সময়ের অবস্তা বিচারের উপর নির্ভর করবে।

৩৩. এটি কোন টপিকের অংশ অথবা পুরো পোস্ট কপি করা (অন্য মানুষের), বাহিরের কোন সাইটের অংশ নিজের বলে চালিয়ে দেয়া।



To be continued...
Jump to: