Author

Topic: বাংলা (Bengali) - page 543. (Read 5054884 times)

jr. member
Activity: 350
Merit: 1
March 04, 2018, 01:47:41 AM
সকল বাংলাদেশী ভাই বোনদের জানাই মার্চের রক্তিম শুভেচ্ছা ও শুভ সকাল।
jr. member
Activity: 350
Merit: 1
March 04, 2018, 01:45:11 AM
কি করব বুজতে পারি না
কি বিষয় ভাই, আমাদের সাথে শেয়ার করেন।
jr. member
Activity: 350
Merit: 1
March 04, 2018, 01:43:59 AM
রাজশাহী জেলার কোন ব্যক্তি আছেন এই ফোরামে
ভাই আমি রাজশাহী বিভাগ থেকে আছি  Grin
newbie
Activity: 68
Merit: 0
March 03, 2018, 08:31:10 PM
আপনার সামাজিক যোগাযোগের মাধ্যম Telegram, Twitter, Facebook, You Tube, Linkedin, Medium, Reddit ইত্যাদির মাধ্যমে আপনার আইকো প্রচারের জন্য কোম্পানীর কাছ থেকে পুরষ্কার লাভের জন্য প্রচুর সুযোগ রয়েছে। আপনি পোস্ট বা ভিডিওগুলি পছন্দ করেন বা নিজের পোস্টিং করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া গ্রুপগুলিতে স্বাক্ষর প্রচারাভিযানের জন্যও দেওয়া হয় তবে এটির জন্য আপনাকে বিটকয়েন টক এর নির্দিষ্ট স্তরের উন্নয়নের প্রয়োজন।

আপনার কাজটি ভিত্তি করে আপনি ICO পরে কয়েন দেওয়া হয়। কিন্তু নিম্নলিখিত দানগুলি অর্জনের জন্য বিবেচনা করা উচিত
1) আপনার সোশাল মিডিয়ার অ্যাকাউন্টের বয়স আপনার অ্যাকাউন্টের পুরোনো আপনি আরো উপার্জন করবেন
2) অনুগামীদের কোনও প্রকৃত হতে হবে না (অনুগ্রহকারীদের বেশি অনুদান বেশী)
কিন্তু পরামর্শ দেওয়া হবে যদি আপনি যোগদানকারী সংস্থার সাথে শুরু করতে পারেন 1) আরিড্রপস হিসাবে তারা উপার্জন করতে অনেক সহজ এবং তারপর ধীরে ধীরে অনুগ্রহের দিকে অগ্রসর হয়।
member
Activity: 102
Merit: 100
March 03, 2018, 07:22:28 PM
কি করব বুজতে পারি না
newbie
Activity: 56
Merit: 0
March 03, 2018, 02:28:23 PM
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।
newbie
Activity: 159
Merit: 0
March 03, 2018, 01:20:58 PM
আজকে শুধু বাংলার জন্যই
newbie
Activity: 68
Merit: 0
March 03, 2018, 08:38:35 AM
এখানে কি টাংগাইল এর কেউ আসো?
newbie
Activity: 2
Merit: 0
March 03, 2018, 05:45:54 AM
একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না ,
বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না.
newbie
Activity: 24
Merit: 0
March 03, 2018, 04:21:40 AM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ২

বিটকয়েন লেনদেনের সম্পূর্ণ প্রক্রিয়াটিই হয় নাম বিহীনভাবে। একজন বিটকয়েন ব্যবহারকারী একাধিক বিটকয়েন একাউন্ট খুলতে পারে। এসব একাউন্ট খোলার জন্য কোনো ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারীর নাম, ঠিকানা ইত্যাদি প্রয়োজন হয় না। ফলে ব্যবহারকারীর প্রকৃত পরিচয় থাকে গোপন।
তাইলে তো খুব ভালো
newbie
Activity: 39
Merit: 0
March 03, 2018, 03:15:47 AM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ২

বিটকয়েন লেনদেনের সম্পূর্ণ প্রক্রিয়াটিই হয় নাম বিহীনভাবে। একজন বিটকয়েন ব্যবহারকারী একাধিক বিটকয়েন একাউন্ট খুলতে পারে। এসব একাউন্ট খোলার জন্য কোনো ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারীর নাম, ঠিকানা ইত্যাদি প্রয়োজন হয় না। ফলে ব্যবহারকারীর প্রকৃত পরিচয় থাকে গোপন।
newbie
Activity: 24
Merit: 0
March 03, 2018, 02:58:35 AM
ভাই কি করবো বুজতেছিনা।।।।
Altcoin Discussion  এ যান। সেখানে অনেক কয়েনের এয়ারড্রপ এবং বাউন্টি প্রোগ্রামের পোস্ট আছে। সেগুলো দেখে বাউন্টি/ এয়ারড্রপ নেন।

আর এখানে অনেকে হাই, হ্যালো এই টাইপের কমেন্ট করছেন। ভাই এটা ক্রিপ্টো সম্পর্কে বাংলা ভাষায় জানার, জানানোর ট্র্বেড তাই স্পাম করা থেকে বিরত থাকুন। আমাদের ভালো এক্টিভিটির কারণে এই ট্রেড other এ  না থেকে Home পেজে চলে আসবে।

একদম ঠিক ভাই।আমি আপনার সাথে একমত
newbie
Activity: 172
Merit: 0
March 03, 2018, 02:40:22 AM
ভাই কি করবো বুজতেছিনা।।।।
Altcoin Discussion  এ যান। সেখানে অনেক কয়েনের এয়ারড্রপ এবং বাউন্টি প্রোগ্রামের পোস্ট আছে। সেগুলো দেখে বাউন্টি/ এয়ারড্রপ নেন।

আর এখানে অনেকে হাই, হ্যালো এই টাইপের কমেন্ট করছেন। ভাই এটা ক্রিপ্টো সম্পর্কে বাংলা ভাষায় জানার, জানানোর ট্র্বেড তাই স্পাম করা থেকে বিরত থাকুন। আমাদের ভালো এক্টিভিটির কারণে এই ট্রেড other এ  না থেকে Home পেজে চলে আসবে।
newbie
Activity: 39
Merit: 0
March 03, 2018, 01:29:53 AM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ১

বিটকয়েন একটি সম্পূর্ণ বিকেন্দ্রীভূত মুদ্রা ব্যবস্থা। সরকার কিংবা কোনো কর্তৃপক্ষ এটি নিয়ন্ত্রণ করে না। পিয়ার টু পিয়ার ব্যবস্থার ফলে এখানে প্রত্যেক ব্যবহারকারী তাদের বিটকয়েনের প্রকৃত মালিক। অন্য কেউ তাদের বিটকয়েন নেটওয়ার্কের মালিকানা নিতে পারে না।
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
March 02, 2018, 10:39:59 PM
যেভাবে কাজ করে বিটকয়েন:
সাধারণ মুদ্রার মতো বিটকয়েন আপনি হাতে নিয়ে লেনদেন করতে পারবেন না। কোনো ব্যাংক কিংবা প্রতিষ্ঠান এটি নিয়ন্ত্রণ করে না। পিয়ার টু পিয়ার ব্যবস্থার কারণে বিটকয়েন প্রেরক থেকে সরাসরি প্রাপকের ‘ওয়ালেটে’ চলে যায়। ওয়ালেট হচ্ছে আপনার মানিব্যাগের মতো, যেখানে আপনার নিজের বিটকয়েন জমা থাকে। ওয়ালেট অনলাইন কিংবা অফলাইন দু’ধরনেরই হয়। অনলাইন ওয়ালেট ব্যবহারকারী তার স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারে। প্রতিটি ওয়ালেটের একটি নির্দিষ্ট এড্রেস বা ঠিকানা থাকে। ঠিকানাটি সম্পূর্ণ এনক্রিপ্টেড হয় বলে এটি মনে রাখা অসম্ভব। বিটকয়েন লেনদেনের জন্য ব্যবহারকারী তার এই ঠিকানাটি ব্যবহার করে থাকেন। এক এড্রেস থেকে অন্য এড্রেসে বিটকয়েন পাঠালে তা সাথে সাথে একটি উন্মুক্ত খতিয়ানে লিপিবদ্ধ হয়ে যায়, যার নাম ‘ব্লকচেইন’। এটি এমনই বিশাল একটি খতিয়ান ব্যবস্থা যাতে এযাবতকালে যত বিটকয়েন লেনদেন হয়েছে তার সবগুলোরই রেকর্ড রয়েছে। প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে নেটওয়ার্কে একটি নতুন বিট কয়েন তৈরি হয়। পদ্ধতিকেই বলা হয় বিটকয়েন মাইনিং।

আপনার বিটকয়েন সংক্রান্ত পোস্টগুলো অত্যন্ত কার্যকর! আপনি পোস্ট করে জান আমি কিন্তু প্রতিদিন পড়ি।

ধন্যবাদ।
newbie
Activity: 392
Merit: 0
March 02, 2018, 02:01:37 PM
এসেছে নতুন শিশু ছেড়ে দিতে স্হান,পৃথিবীর সব জায়গায় নতুন দের জয় জয় কার,তাহলে আপনি কেন নয়?
newbie
Activity: 260
Merit: 0
March 02, 2018, 12:19:11 PM
বিটকয়েনে নতুনদের স্বাগতম
newbie
Activity: 68
Merit: 0
March 02, 2018, 11:16:05 AM
বিটকয়েন টল্ক বাংলাদেশের জন্য একটি খুব ভাল সাইট। কারণ এটি আমার অনলাইন আয়ের জন্য সহায়তা করে।
সবাই কি একমত?
newbie
Activity: 68
Merit: 0
March 02, 2018, 10:45:12 AM
হ্যালো,,
এখান থেকে কে কত ইনকাম করেছেন?
newbie
Activity: 55
Merit: 0
March 02, 2018, 05:22:46 AM
রাজশাহী জেলার কোন ব্যক্তি আছেন এই ফোরামে
আমি চিটাগাং ছেলে আপনি...?
Jump to: