Author

Topic: বাংলা (Bengali) - page 545. (Read 5284512 times)

copper member
Activity: 210
Merit: 7
March 08, 2018, 02:41:17 AM
এখন চলুন দেখি বাংলাদেশে বিটকয়েনের অবস্থান নিয়ে। বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসাবে বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হয় ২০১৪ সালের ১৫ আগস্টে। কিন্তু বিটকয়েন ফাউন্ডেশনে যুক্ত হওয়ার ঠিক এক মাসের মধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয় বিটকয়েনের সকল লেনদেনের উপর। বাংলাদেশ ব্যাংক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ দেশে বিটকয়েনের সকল প্রকার লেনদেন থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানায়। অর্থাৎ বিটকয়েন লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাংলাদেশে বিটকয়েনের উপর এই নিষেধাজ্ঞা বজায় রয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের কারণে আমরা পিছয়ে পড়ছি ক্রিপ্টকয়েন দুনিয়ায়। আশা করছি অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
ebong jotodin nisedhagga tule na nibe totodin amader aro piciye porte hobe.
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
March 08, 2018, 02:22:43 AM
এখানে কোন কোন জেলার মানুষ আছেন ,সাড়া দেন??

ভাই এখানে সবাই বাংলাদেশের মানুষ। আপনি কি জানতে চান বলেন?
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
March 08, 2018, 02:19:42 AM
এখন চলুন দেখি বাংলাদেশে বিটকয়েনের অবস্থান নিয়ে। বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসাবে বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হয় ২০১৪ সালের ১৫ আগস্টে। কিন্তু বিটকয়েন ফাউন্ডেশনে যুক্ত হওয়ার ঠিক এক মাসের মধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয় বিটকয়েনের সকল লেনদেনের উপর। বাংলাদেশ ব্যাংক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ দেশে বিটকয়েনের সকল প্রকার লেনদেন থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানায়। অর্থাৎ বিটকয়েন লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাংলাদেশে বিটকয়েনের উপর এই নিষেধাজ্ঞা বজায় রয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের কারণে আমরা পিছয়ে পড়ছি ক্রিপ্টকয়েন দুনিয়ায়। আশা করছি অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
newbie
Activity: 47
Merit: 0
March 08, 2018, 02:18:00 AM
এখানে কোন কোন জেলার মানুষ আছেন ,সাড়া দেন??
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
March 08, 2018, 02:16:21 AM
kaw bolte paren bitcoin forum a ki Vabe rank upgrad kora jai?

ভাই আপনি বিটকয়েনটকের এই টপিকটি দ্যাখেন। https://bitcointalk.org/index.php?topic=178608.0;topicseen এরপরও কোনো সমস্যা হলে জানাবেন। আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো।

ধন্যবাদ
jr. member
Activity: 1380
Merit: 1
March 07, 2018, 10:53:29 PM
Exam shes korlam....I Am free now

Exam কেমন হলো ভাইয়া?
exam ses holay khub e free lage. to akhon kaj kore te onik valo lagbe. Wish you good luck. Have a nice day take care.
jr. member
Activity: 266
Merit: 1
March 07, 2018, 09:55:48 PM
kaw bolte paren bitcoin forum a ki Vabe rank upgrad kora jai?

আমি এই বিষয় একটা পোস্ট দিবো সময় এর অভাবে এখন দিতে পারলাম না।
newbie
Activity: 39
Merit: 0
March 07, 2018, 09:50:39 PM
এখন চলুন দেখি বাংলাদেশে বিটকয়েনের অবস্থান নিয়ে। বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসাবে বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হয় ২০১৪ সালের ১৫ আগস্টে। কিন্তু বিটকয়েন ফাউন্ডেশনে যুক্ত হওয়ার ঠিক এক মাসের মধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয় বিটকয়েনের সকল লেনদেনের উপর। বাংলাদেশ ব্যাংক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ দেশে বিটকয়েনের সকল প্রকার লেনদেন থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানায়। অর্থাৎ বিটকয়েন লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাংলাদেশে বিটকয়েনের উপর এই নিষেধাজ্ঞা বজায় রয়েছে।
jr. member
Activity: 1380
Merit: 1
March 07, 2018, 02:02:04 PM
kaw bolte paren bitcoin forum a ki Vabe rank upgrad kora jai?
newbie
Activity: 57
Merit: 0
March 07, 2018, 11:05:33 AM
চিটাগাং জেলার এখানে কেউ আছেন?
newbie
Activity: 29
Merit: 0
March 07, 2018, 10:42:19 AM
জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন।
তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে
পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।
newbie
Activity: 39
Merit: 0
March 07, 2018, 10:03:31 AM
বিশ্বের বহু দেশে বিটকয়েন অনেক জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস, মাইক্রোসফট, উইকিপিডিয়া, ওভারস্টকের মতো বিশ্বের প্রায় ত্রিশ হাজারের বেশি প্রতিষ্ঠান বিটকয়েন গ্রহণ করে। দিন দিন এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পর্যন্ত বিটকয়েন নিয়ে মন্তব্য করছেন, “Bitcoin is better than currency“।
newbie
Activity: 39
Merit: 0
March 07, 2018, 06:45:22 AM
বর্তমান বিশ্বে বিটকয়েনের মূল্য ও বাংলাদেশে এর অবস্থা

বিটকয়েন প্রথম চালু হওয়ার পর থেকে দিন দিন এর মূল্য বেড়েই চলেছে। ২০১১ সালে বিটকয়েনের বাজারমূল্য সর্বপ্রথম ০.৩০ ডলার থেকে ৩২ ডলারে উঠে। এরপর ২০১৩ সালে এর দাম উঠে যায় ২৬৬ ডলারে। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে বিটকয়েনের দাম। ২০১৬ সালের শেষের দিকে এই দাম চলে আসে ৬০০ ডলারের উপরে। এরপর ২০১৭ সালে বিটকয়েনের দাম বেড়ে যায় রেকর্ড পরিমাণ। প্রতি মাসে প্রায় এক হাজার করে বাড়তে বাড়তে এ বছরের নভেম্বরে বিটকয়েনের দাম উঠে যায় ৯,০০০ ডলারের কাছাকাছি। আর এই ডিসেম্বর মাসেই এই দাম বেড়ে পরিণত হয় ১৫,০০০ ডলারেরও বেশিতে যা সত্যিই অভূতপূর্ব একটি ঘটনা।
newbie
Activity: 39
Merit: 0
March 07, 2018, 12:13:39 AM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৮

বিটকয়েনের মূল্য অনেকটাই অস্থিতিশীল। কখনো বিশাল পরিমাণে বাড়ে তো কখনো বিশাল ধস নামে।
newbie
Activity: 38
Merit: 0
March 06, 2018, 11:36:47 PM
Twitter  flowers বারাতে হবে কোন ভাবে বারাতে পারছি না
 Follow করতে থাকেন Followers বাড়বে।
jr. member
Activity: 1380
Merit: 1
March 06, 2018, 11:13:08 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৬

বিটকয়েন সম্পূর্ণ অফেরতযোগ্য। অর্থাৎ কেউ ভুল করে কোনো ভুল ঠিকানায় বিটকয়েন পাঠিয়ে দিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।
aro j feature gulo ase segulo bolben ki
newbie
Activity: 39
Merit: 0
March 06, 2018, 09:51:46 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৭

বিটকয়েন লেনদেন প্রক্রিয়া কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। প্রেরক-প্রাপক উভয়ের পরিচয়ই সম্পূর্ণ গোপন থাকে। ফলে অনেক অপরাধমূলক কাজে বিটকয়েন ব্যবহার করা সম্ভব। অবৈধ পণ্যের কেনা বেচাতেও বিটকয়েন ব্যবহৃত হয়। ইন্টারনেটের গোপন অংশ ডার্ক ওয়েবের সমস্ত লেনদেন হয় বিটকয়েনের মাধ্যমে।
newbie
Activity: 39
Merit: 0
March 06, 2018, 12:21:16 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৬

বিটকয়েন সম্পূর্ণ অফেরতযোগ্য। অর্থাৎ কেউ ভুল করে কোনো ভুল ঠিকানায় বিটকয়েন পাঠিয়ে দিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।
newbie
Activity: 57
Merit: 0
March 06, 2018, 10:20:42 AM
বাংলা আমার মায়ের ভাষা।
newbie
Activity: 69
Merit: 0
March 06, 2018, 07:50:55 AM
are u from bangladesh?
আমি চট্টগ্রাম থেকে বলছি
Jump to: