Author

Topic: বাংলা (Bengali) - page 555. (Read 5757547 times)

newbie
Activity: 39
Merit: 0
March 07, 2018, 10:03:31 AM
বিশ্বের বহু দেশে বিটকয়েন অনেক জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস, মাইক্রোসফট, উইকিপিডিয়া, ওভারস্টকের মতো বিশ্বের প্রায় ত্রিশ হাজারের বেশি প্রতিষ্ঠান বিটকয়েন গ্রহণ করে। দিন দিন এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পর্যন্ত বিটকয়েন নিয়ে মন্তব্য করছেন, “Bitcoin is better than currency“।
newbie
Activity: 39
Merit: 0
March 07, 2018, 06:45:22 AM
বর্তমান বিশ্বে বিটকয়েনের মূল্য ও বাংলাদেশে এর অবস্থা

বিটকয়েন প্রথম চালু হওয়ার পর থেকে দিন দিন এর মূল্য বেড়েই চলেছে। ২০১১ সালে বিটকয়েনের বাজারমূল্য সর্বপ্রথম ০.৩০ ডলার থেকে ৩২ ডলারে উঠে। এরপর ২০১৩ সালে এর দাম উঠে যায় ২৬৬ ডলারে। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে বিটকয়েনের দাম। ২০১৬ সালের শেষের দিকে এই দাম চলে আসে ৬০০ ডলারের উপরে। এরপর ২০১৭ সালে বিটকয়েনের দাম বেড়ে যায় রেকর্ড পরিমাণ। প্রতি মাসে প্রায় এক হাজার করে বাড়তে বাড়তে এ বছরের নভেম্বরে বিটকয়েনের দাম উঠে যায় ৯,০০০ ডলারের কাছাকাছি। আর এই ডিসেম্বর মাসেই এই দাম বেড়ে পরিণত হয় ১৫,০০০ ডলারেরও বেশিতে যা সত্যিই অভূতপূর্ব একটি ঘটনা।
newbie
Activity: 39
Merit: 0
March 07, 2018, 12:13:39 AM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৮

বিটকয়েনের মূল্য অনেকটাই অস্থিতিশীল। কখনো বিশাল পরিমাণে বাড়ে তো কখনো বিশাল ধস নামে।
newbie
Activity: 38
Merit: 0
March 06, 2018, 11:36:47 PM
Twitter  flowers বারাতে হবে কোন ভাবে বারাতে পারছি না
 Follow করতে থাকেন Followers বাড়বে।
jr. member
Activity: 1380
Merit: 1
March 06, 2018, 11:13:08 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৬

বিটকয়েন সম্পূর্ণ অফেরতযোগ্য। অর্থাৎ কেউ ভুল করে কোনো ভুল ঠিকানায় বিটকয়েন পাঠিয়ে দিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।
aro j feature gulo ase segulo bolben ki
newbie
Activity: 39
Merit: 0
March 06, 2018, 09:51:46 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৭

বিটকয়েন লেনদেন প্রক্রিয়া কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। প্রেরক-প্রাপক উভয়ের পরিচয়ই সম্পূর্ণ গোপন থাকে। ফলে অনেক অপরাধমূলক কাজে বিটকয়েন ব্যবহার করা সম্ভব। অবৈধ পণ্যের কেনা বেচাতেও বিটকয়েন ব্যবহৃত হয়। ইন্টারনেটের গোপন অংশ ডার্ক ওয়েবের সমস্ত লেনদেন হয় বিটকয়েনের মাধ্যমে।
newbie
Activity: 39
Merit: 0
March 06, 2018, 12:21:16 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৬

বিটকয়েন সম্পূর্ণ অফেরতযোগ্য। অর্থাৎ কেউ ভুল করে কোনো ভুল ঠিকানায় বিটকয়েন পাঠিয়ে দিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।
newbie
Activity: 58
Merit: 0
March 06, 2018, 10:20:42 AM
বাংলা আমার মায়ের ভাষা।
newbie
Activity: 69
Merit: 0
March 06, 2018, 07:50:55 AM
are u from bangladesh?
আমি চট্টগ্রাম থেকে বলছি
jr. member
Activity: 350
Merit: 1
March 06, 2018, 07:04:21 AM
কি বলব ভাবতে পারছিনা
boro vai, apnake privet massage diyesilam... kisu kotha silo, reply er prottasay roilam  Smiley
jr. member
Activity: 350
Merit: 1
March 06, 2018, 07:03:00 AM
শুভ সকাল... কেমন আছেন সবাই? কে কি করছেন।
আমি কিছু ফেসবুক বাউন্টি প্রোগ্রামে অংশগ্রহন করেছি । চাইললে আপনারাও অংশগ্রহন করতে পারেন।
ভাল একটি আর্ন করতে পারবেন আশাকরি।

ধন্যবাদ সবাইকে
jr. member hote hobe ki?
na vai jr member hote hobe na...
ok vai. bounty program er link den tahole.
https://bitcointalk.org/index.php?board=238.0 akhane jan... onek bounty ase. jeta valo mone hobe... setate join korun...
tobe age ektu valo moto pore niyen, tahole valo hobe Smiley
newbie
Activity: 29
Merit: 0
March 06, 2018, 05:37:52 AM
Bitcoin Forum theke ki tk ase keo ki ekhn theke tk peyechen
jr. member
Activity: 1380
Merit: 1
March 06, 2018, 05:21:09 AM
সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে পূরণ করলে আমরা খুশি হই কিন্তু তারচেয়ে দ্বিগুণ খুশি হওয়া উচিৎ যদি ইচ্ছে পূরণ না হয়!!! ........ কারণ প্রথমটি ছিলো আমাদের ইচ্ছা, দ্বিতীয়টি সৃষ্টিকর্তার ইচ্ছা
onik sundor akti kotha. Apna k osankho dhonnobad.
jr. member
Activity: 1380
Merit: 1
March 06, 2018, 04:02:03 AM
ভাই আমরা যারা এই forum এ আছি যদি আমরা সবাই একটা group  হয়ে থাকতে পারতাম তাহলেই আমাদের সবার জন্যই উপকার হত। .
Ji bai aponar kotha balo laglo
via valo laglay hobe na. Ki vabe close howa jai sai idea Dan.
newbie
Activity: 38
Merit: 0
March 06, 2018, 02:46:42 AM
আমি আরিয়ান।ঢাকা থেকে বলছি।
jr. member
Activity: 1380
Merit: 1
March 05, 2018, 10:46:38 PM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
হুম আছে pm করেন আমাকে।
আপনাকে কিভাবে pm করব ।।।
seta ki vabe korbo bole dela valo hoto. ar bounty campaign a kono somossai porlay apna k knock korar kono upai ase thaklay janaben?
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
March 05, 2018, 10:07:10 PM
প্রিয় বন্ধুগণ,

ভালো আছেন সবাই? গত দু'দিন আসা হয়নি। সবার বিটকয়েন আয় কেমন চলছে? সবার স্টাটাস জানান।

ধন্যবাদ
newbie
Activity: 39
Merit: 0
March 05, 2018, 09:13:43 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৫

বিটকয়েন লেনদেন প্রক্রিয়া খুবই দ্রুত। পৃথিবীর যে প্রান্ত থেকেই বিটকয়েন পাঠানো হোক না কেন তা কয়েক মিনিটের মধ্যেই প্রাপকের কাছে পৌঁছে যাবে।
jr. member
Activity: 1380
Merit: 1
March 05, 2018, 06:06:27 PM
I wanted to write it bangla but my software didn't work correctly that is why have to write in English. Bangla is my won language. I thank to bitcointalk.org to give a particular language option where Bangladeshi people express their thoughts about the bitcoin and it's advantages with their won language.   
newbie
Activity: 39
Merit: 0
March 05, 2018, 12:03:06 PM
বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য - ৪

বিটকয়েন একাউন্ট খোলা খুবই সহজ। এক্ষেত্রে সাধারণ ব্যাংক একাউন্ট খোলার মতো কোনো ঝামেলাযুক্ত ফর্ম পূরণ করতে হয় না। কোন এক্সট্রা ফি-ও প্রয়োজন হয় না। কোনো কাগজপত্রও জমা দেওয়া লাগে না।
Jump to: