Author

Topic: বাংলা (Bengali) - page 558. (Read 5757837 times)

newbie
Activity: 68
Merit: 0
March 02, 2018, 10:16:05 AM
বিটকয়েন টল্ক বাংলাদেশের জন্য একটি খুব ভাল সাইট। কারণ এটি আমার অনলাইন আয়ের জন্য সহায়তা করে।
সবাই কি একমত?
newbie
Activity: 68
Merit: 0
March 02, 2018, 09:45:12 AM
হ্যালো,,
এখান থেকে কে কত ইনকাম করেছেন?
newbie
Activity: 55
Merit: 0
March 02, 2018, 04:22:46 AM
রাজশাহী জেলার কোন ব্যক্তি আছেন এই ফোরামে
আমি চিটাগাং ছেলে আপনি...?
newbie
Activity: 39
Merit: 0
March 02, 2018, 03:44:50 AM
যেভাবে কাজ করে বিটকয়েন:
সাধারণ মুদ্রার মতো বিটকয়েন আপনি হাতে নিয়ে লেনদেন করতে পারবেন না। কোনো ব্যাংক কিংবা প্রতিষ্ঠান এটি নিয়ন্ত্রণ করে না। পিয়ার টু পিয়ার ব্যবস্থার কারণে বিটকয়েন প্রেরক থেকে সরাসরি প্রাপকের ‘ওয়ালেটে’ চলে যায়। ওয়ালেট হচ্ছে আপনার মানিব্যাগের মতো, যেখানে আপনার নিজের বিটকয়েন জমা থাকে। ওয়ালেট অনলাইন কিংবা অফলাইন দু’ধরনেরই হয়। অনলাইন ওয়ালেট ব্যবহারকারী তার স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারে। প্রতিটি ওয়ালেটের একটি নির্দিষ্ট এড্রেস বা ঠিকানা থাকে। ঠিকানাটি সম্পূর্ণ এনক্রিপ্টেড হয় বলে এটি মনে রাখা অসম্ভব। বিটকয়েন লেনদেনের জন্য ব্যবহারকারী তার এই ঠিকানাটি ব্যবহার করে থাকেন। এক এড্রেস থেকে অন্য এড্রেসে বিটকয়েন পাঠালে তা সাথে সাথে একটি উন্মুক্ত খতিয়ানে লিপিবদ্ধ হয়ে যায়, যার নাম ‘ব্লকচেইন’। এটি এমনই বিশাল একটি খতিয়ান ব্যবস্থা যাতে এযাবতকালে যত বিটকয়েন লেনদেন হয়েছে তার সবগুলোরই রেকর্ড রয়েছে। প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে নেটওয়ার্কে একটি নতুন বিট কয়েন তৈরি হয়। পদ্ধতিকেই বলা হয় বিটকয়েন মাইনিং।
newbie
Activity: 196
Merit: 0
March 02, 2018, 03:38:49 AM
বাংলা ভাষায় কথা বলতে পেরে আমার খুব ভাল লাগছে
বাংলা আমাদের মায়ের ভাষা
বাংলায় কথা বলতে পেরে অনেক ভাল লাগছে
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
March 02, 2018, 12:20:05 AM
কার ও কাছে কি?  কোন নতুন কাজ আছে.....?

আমার কাছে আছে। কিন্তু আপনি করতে আগ্রহী কি না কি করে বলবো? জানাবেন অনুগ্রহ করে।

ধন্যবাদ
newbie
Activity: 3
Merit: 0
March 02, 2018, 12:12:21 AM
ভাই কি করবো বুজতেছিনা।।।।
jr. member
Activity: 391
Merit: 2
March 02, 2018, 12:01:48 AM
ভাইসব কেমনে বাউন্টি করবHuhHuh
newbie
Activity: 11
Merit: 0
March 01, 2018, 11:00:32 PM
I want to work on a bitcoins but I do not have a good fit, but someone will help me. It's a bit better or a very good direction. I'm very impressed with my eye direction, so if I do a little bit of help to me, then I am very good. I love you bitcoin
newbie
Activity: 58
Merit: 0
March 01, 2018, 10:11:29 PM
বাংলা ভাষায় কথা বলতে পেরে আমার খুব ভাল লাগছে
বাংলা আমাদের মায়ের ভাষা
newbie
Activity: 55
Merit: 0
March 01, 2018, 10:27:22 AM
need local exhchanger

any info ?

কোন জেলায় ?
আমি চিটাগাং জেলার
newbie
Activity: 55
Merit: 0
March 01, 2018, 09:24:25 AM
এই thread সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষের জন্যে...
আমি বাংলা কথা বলতে চাই
newbie
Activity: 210
Merit: 0
March 01, 2018, 04:10:41 AM
কার ও কাছে কি?  কোন নতুন কাজ আছে.....?
newbie
Activity: 29
Merit: 0
March 01, 2018, 03:27:20 AM
সকল বন্ধুদের কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি,
আল্লাহ্ তাআলা যেন হাফেজ কুরআন এবং
বড়ো আলেম হওয়ার তৌফিক ও মেধা শক্তি দান করেন এবং ইসলামের ধারক বাহক সিপাহ সালাহ হিসাবে কবুল করেন আমিন । নাম মো: মাহমুদ হাসান আফনান
newbie
Activity: 39
Merit: 0
March 01, 2018, 02:50:30 AM
বিটকয়েন মাইনিং সম্পর্কে আরো কিছু :

বিটকয়েন মাইনিং একটি জটিল প্রক্রিয়া। একটি নির্দিষ্ট মাইনিং সফটওয়্যারের মাধ্যমে করা হয়। এজন্য প্রয়োজন হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। কম্পিউটারের সিপিইউ এবং জিপিইউ ব্যবহার করে জটিল কিছু গাণিতিক এলগরিদমের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি বিটকয়েন লেনদেন করা হলে তা ব্লকচেইনে লিপিবদ্ধ হয়। এ সময় বিটকয়েন মাইনাররা মাইনিং সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি লেনদেনের বৈধতা নির্ণয় করেন। আর এ সময়ই একটি নতুন বিটকয়েন তৈরি হয়। বিটকয়েন লেনদেন ও নতুন বিটকয়েন তৈরির এই সমস্ত প্রক্রিয়াটিই ঘটে অত্যন্ত সুরক্ষিতভাবে। ফলে এতে কোনো ধরনের ছলচাতুরী কিংবা প্রতারণার সম্ভবনা থাকে না। উভয় পক্ষেরই পরিচয় থাকে গোপন।
newbie
Activity: 172
Merit: 0
March 01, 2018, 02:07:57 AM
আমিও চট্টগ্রাম থেকে। অনেক বাঙলাদেশী আছে দেখি। স্বার্থপর না হয়ে ইচ্ছে করলে আমরা একে অপরকে সাহায্য করে অনেক দূর আগাতে পারি।
newbie
Activity: 69
Merit: 0
March 01, 2018, 12:43:14 AM
আমি শুভ।।
সবাই কেমন আছেন?
আমি হাফিজ চট্টগ্রাম থেকে বলছি
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
February 28, 2018, 11:56:31 PM
সবার জানা দরকার :
২০০৮ সালের ১৮ আগস্ট। এই দিনে ইন্টারনেট জগতে ‘bitcoin.com’ নামের একটি ওয়েবসাইটের ডোমেইন রেজিস্টার করা হয়। এ বছরেরই নভেম্বর মাসে ‘সাতোশি নাকামোতো’ ছদ্মনামে এক ব্যক্তি বা একটি দল ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ নামে একটি গবেষণাপত্র অনলাইনে প্রকাশ করেন। এই গবেষণাপত্রটিতেই সর্বপ্রথম বিটকয়েন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

২০০৯ সালের জানুয়ারি মাসে সাতোশি নাকামোতো বিটকয়েন তৈরি করার সফটওয়্যারের কোড অনলাইনে রিলিজ করেন। তৈরি হয় বিটকয়েন ‘মাইনিং’ এর সফটওয়্যার। বিটকয়েন মাইনিং হলো এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে বিটকয়েন তৈরি করা হয়। ২০০৯ সালের এই জানুয়ারি মাসেই সাতোশি বিশ্বের প্রথম বিটকয়েন তৈরি করেন।

বহু বার বহুজনকে সাতোশি নাকামোতো সন্দেহে গ্রেফতার করা হলেও প্রকৃত সাতোশি নাকামোতো কে, বা এই নামের পেছনে কে বা কারা আছে তা আজও জানা যায়নি।

ভাই আপনার টপিকগুলো প্রাসংগীক। আপনি চালিয়ে যান, যারা বিটকয়েনটকের প্রকৃত উদ্দেশ্য জানেন তারা নিশ্চই পড়ছেন।
ধন্যবাদ
newbie
Activity: 39
Merit: 0
February 28, 2018, 10:19:15 PM
সবার জানা দরকার :
২০০৮ সালের ১৮ আগস্ট। এই দিনে ইন্টারনেট জগতে ‘bitcoin.com’ নামের একটি ওয়েবসাইটের ডোমেইন রেজিস্টার করা হয়। এ বছরেরই নভেম্বর মাসে ‘সাতোশি নাকামোতো’ ছদ্মনামে এক ব্যক্তি বা একটি দল ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ নামে একটি গবেষণাপত্র অনলাইনে প্রকাশ করেন। এই গবেষণাপত্রটিতেই সর্বপ্রথম বিটকয়েন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

২০০৯ সালের জানুয়ারি মাসে সাতোশি নাকামোতো বিটকয়েন তৈরি করার সফটওয়্যারের কোড অনলাইনে রিলিজ করেন। তৈরি হয় বিটকয়েন ‘মাইনিং’ এর সফটওয়্যার। বিটকয়েন মাইনিং হলো এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে বিটকয়েন তৈরি করা হয়। ২০০৯ সালের এই জানুয়ারি মাসেই সাতোশি বিশ্বের প্রথম বিটকয়েন তৈরি করেন।

বহু বার বহুজনকে সাতোশি নাকামোতো সন্দেহে গ্রেফতার করা হলেও প্রকৃত সাতোশি নাকামোতো কে, বা এই নামের পেছনে কে বা কারা আছে তা আজও জানা যায়নি।
member
Activity: 102
Merit: 100
February 28, 2018, 07:21:48 PM
 নতুন বলে কেউ হেপ করে না
Jump to: