আমি জানি না, এই পোস্ট টা এইখানে দেওয়া কতোটা যুক্তিসংগত। কিন্তু অনেক নতুন বাংলাদেশী ভাই যারা ফোরামে নতুন তারা অনেকেই বলছে কি ভাবে আর্ন করবো, কোথা থেকে শুরু করবো। সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি এই মার্কাটোক্সোর লয়েলিটি পোগ্রাম থেকেই আর্ন শুরু করতে পারেন, যদি আপনি চান।
আসুন আগে জেনে নেই মার্কাটোক্স কি?
# সহজ কথায় মার্কাটোক্স হলো একটা ডজিটাল এক্সচেন্জ সাইট যেখানে ক্রিপটোকারেন্সি কেনা- বেচা করা হয়।
এখন আপনাদের মনে যে সকল প্রশ্ন আসবে তার এনসার আগে দিয়ে নেই।
১) এখানে কি আমার ইনভেস্ট করা লাগবে?
# না।
২) আচ্ছা ভাই আমার কি কি লাগবে কাজ করতে?
# এন্ডোয়েড ফোন অথবা পিসি, নেট কানেকশন, ফেসবুক একাউন্ট, টুইটার একাউন্ট, বিটকয়েনটক একাউন্ট, ব্লগ একউন্ট ও ইউটিউব চ্যানেল।(না থাকলে প্রবলেম নাই)
৩) এখান থেকে আমি মাসে কতো আর্ন করতে পারবো?
#ক্রিপটোকারেন্সি নিয়ে কাজ করতে এসে এমন প্রশ্ন করাটাই বোকামি। কেননা ক্রিপটোকারেন্সির প্রাইস কখোনোই স্থায়ী থাকে না। আর এই লয়েলিটি প্রোগ্রামে পার্টিসিপেট করে আপনি প্রতি সপ্তাহে রিওয়ার্ড পাবেন। আপনার কাজটা যতো লয়েল হবে রিওয়ার্ড ততো বেশি হবে। আমার পার্সোনাল কথা যদি বলি তা হলে প্রতি সপ্তাহে এরাউন্ড ২০ $ এর মতো আসে।
কিভাবে কাজ করবেন-
কাজ শুরু করতে হলে প্রথমেই আপনাকে মারকাটোক্সে একাউন্ট করতে হবে। যাদের একাউন্ট কারা নাই নিচের লিংনকে ক্লিক করুন।
https://mercatox.comলিংনকে ক্লিক করার পর আপনাদের সামনে এ রকম পেজ আসবে। তারপর সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করলে আপনাদের সামনে এ রকম পেজ আসবে।
তারপর ফর্ম টা ফিল আপ করে একাউন্ট টা করে নিন। যে মেইল এডড্রেস দিয়ে একাউন্ট করবেন ঐ মেইল এডড্রেস এ একটা লিংনক মারকাটোক্স থেকে পাঠানো হতে পারে। আপনারা লিংনকটাই ক্লিক করে একাউন্ট ট একটিভ করে নিবেন। এবার একাউন্টে লগইন করবেন। লগইন এর পর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। তারপর নিচের চিত্র গুলো ফলো করুন।
টাইপস অফ প্রোমশনে ৫ টা অপশন দেওয়া আছে। কিন্তু আপনি সর্বোচ্চ ৩ টায় পার্টিসিপেট করতে পারবেন। আপনি যে ৩ টায় পার্টিসিপেট করতে চান সেই ৩ টার লিংনক দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর চেকিং লেখা দেখতে পাবেন। তারা যখন চেক করে দেখবে সব ঠিক আছে তখন তারা এপ্রুভ করে দিবে।
যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করলেন, তা হলে লিংনক এর ঘরে আপনি আপনার ফেসবুক অথবা টুইটার প্রোফাইল লিংনক দিয়ে সাবমিট করুন। তারপর মারকাটক্সের এফ.বি এবং টুইটারে ফলো দিন। এবং তারা যে আপডেটগুলো দিচ্ছে আপনি আপনার টাইমলাইনে তা শেয়ার করুন। এ ভাবে অন্য যে গুলোয় আপনি পার্টিসিপেট করতে চান সেই কাজটা করার পর লিংনকটা সাবমিট করে দিন।পার্টিসেপেট করার আগে লয়েলিটি প্রোগ্রাম ডেসক্রিপশনটা ভালো ভাবে পড়ে নিবেন। কি কাজের জন্য আপনি কত পয়েন্ট পাবেন তা ওখানে উল্লেখ আছে।
# এই পয়েন্ট দিয়ে আমি করবো টা কি?
এই পয়েন্ট আপনি সেল করে বিটিসি তে কনভার্ট করতে পারেন।
আপনি যদি কোন সমস্যার সম্মুখীন হন তা হলে মারকাটোক্স কাস্টোমার সার্ভিসে টিকিট কাটুন। লিংনক নিচে দিয়ে দিলাম
https://support.mercatox.comহ্যাপি আার্নিং: