Author

Topic: বাংলা (Bengali) - page 504. (Read 5740573 times)

newbie
Activity: 58
Merit: 0
August 20, 2018, 02:09:36 AM
আমি ২টা পোস্ট দিলাম কিন্তু এখন দেখি ঐ গুলা নাই কারণ কি Huh

স্পাম এর কারনে পোষ্ট ডিলেট হয়ে গেছে আপনার । যদি এমন হয় তবে মেসেজে নোটিফিকেশন পাবেন। আর যদি নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে, আপনি যে থ্রেডে পোষ্ট করেছেন সেটি কোন কারনে ডিলেট হয়ে গেছে। তবে নতুন হিসাবে আপনার জন্য একটায় সাজেশন, স্পাম করবেন না আর কপি পোষ্ট করবেন না।
member
Activity: 532
Merit: 15
Trader
August 19, 2018, 06:21:31 AM
আমি ২টা পোস্ট দিলাম কিন্তু এখন দেখি ঐ গুলা নাই কারণ কি Huh
আপনি হয়তো কোন স্পামিং পোস্ট করেছিলেন যার  কারনে মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিয়েছে। ভাল ভাল পোস্ট করেন রাহলে আর ডিলিট হবে না।
member
Activity: 532
Merit: 15
Trader
August 19, 2018, 06:19:00 AM
Twitter ছাড়া শুধু মাত্র Facebook দিয়ে কি কাজ করা যাবে Huh
হ্যা আপনি টুইটার ছাড়া শুধু ফেসবুক দিয়েই কাজ করতে পাড়বেন এতে শুধু ফেসবুক এর পারসেনটেন্স অনুজাইয়ী টোকেন পাবেন। যেমন ফেসবুক এ যদি ১০% থাকে তাহলে আপনি তাদের টোকেন শেয়ারের ১০% পবেন।যদি ২০% থাকে তাহলে ২০% পাবেন। বাকি গুলার জন্য পাবেন না।
member
Activity: 868
Merit: 15
August 18, 2018, 07:46:15 PM
কোন পোষ্ট ডিলেট হওয়ার ম্যাসেজ পাওয়া যায় না, কিন্ত তার পর ও দেখা যায় মাঝে মাঝে একটিভিটি কমে যায় এটার কারন কি?

আপনার পোষ্ট বিভিন্ন্য কারনে ডিলেট হয়ে যেতে পারে, যদি আপনি স্প্যাম করেন তাহলে পোষ্ট ডিলেট হতে পারে, যদি আপনি খারাপ কোন পোষ্ট করেন তাহলে আপনার পোষ্ট ডিলেট হয়ে যেতে পারে, একটিভিটি কমে যাওয়ার মুল কারন হচ্ছে আপনি যে থ্রেড এ পোষ্ট করেছেন সেই থ্রেড কোন কারন বসত ডিলেট হয়ে গেলে বা আপনার পোস্টটি ডিলেট হয়ে গেলে একটিভিটি কমে যায়।

অনেক সময় ২-১ দিন কমেন্ট না করলে একটিভি কমে যায় এটার কারন ও কি সেম? আর এটা তো কমতেই থাকে দেখা যায় একটিব না হলে?

আসলে এটা আপনার ভুল ধারনান ২-১ দিন কমেন্ট না করলে এ্যাক্টিভিটি কমেনা।

Quote
যদি আপনি স্প্যাম করেন তাহলে পোষ্ট ডিলেট হতে পারে, যদি আপনি খারাপ কোন পোষ্ট করেন তাহলে আপনার পোষ্ট ডিলেট হয়ে যেতে পারে, একটিভিটি কমে যাওয়ার মুল কারন হচ্ছে আপনি যে থ্রেড এ পোষ্ট করেছেন সেই থ্রেড কোন কারন বসত ডিলেট হয়ে গেলে বা আপনার পোস্টটি ডিলেট হয়ে গেলে একটিভিটি কমে যায়।

newbie
Activity: 8
Merit: 0
August 18, 2018, 03:51:51 PM
আইডি এর বয়স ৪৫ দিন হওয়ার
 আগে মানসম্মত কমেন্ট করে কি জুনিয়র মেম্বার
হওয়া যায়? নাকি জুনিয়র মেম্বার হওয়ার
 জন্য আইডি এর বয়স ৪৫ দিন হওয়া লাগেই?
অ্যাক্টিভিটি তার নিজের নিয়মে বাড়তে থাকে। প্রতি ১৪ দিন পড় পড় ১৪ টা করে অ্যাক্টিভিটি বাড়ে সেই হিসেবে আপনার জুনিয়র মেম্বার হতে ৪২ দিন সময় লাগে।তবে আপনি যদি সিস্টেমের মদ্ধে পড়ে যান তাহলে আপনি হয়তো ২৯ দিনেই জুনিয়র মেম্বার হতে পাড়বেন। যেমন ধরুন অ্যাক্টিভিটি বাড়ার দিন ১৪ দিন পড়  বুধবার হয় আপনি ১৩ দিন এর দিন মানে মঙ্গলবারে অ্যাকাউন্ট করেছেন ও আপনি ১৪ টা পোস্ট করেছেন অ্যাক্টিভিটি ১৪ টা হয়েছে। সেই ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে আপনার আবার নতুন গণনা শুরু হবে এ ক্ষেত্রে আপনি মাত্র ১৫ দিনে ২৮ টা অ্যাক্টিভিটি পাইতেছেন তার পর ১৪ দিন পড়ে  আপনার আরও ১৪ টা অ্যাক্টিভিটি হবে। এ ক্ষেত্রে আপনি ২৯ দিনের জুনিয়র হতে পারবেন। তবে বোঝা মুস্কিল যে কবে থেকে গণনা শুরু হবে। তাই বেশিরভাগ ক্ষেত্রে জুনিয়র মেম্বার হতে ৪২ দিন সময় লাগে। আসা করি বুঝাতে পেড়েছি ।

ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য 😊
আমি প্রতিদিন একটা করেই পোষ্ট করে যাবো।
দেখা যাক কি হয়। নিজের এক্সপেরিয়ান্স টা পরে শেয়ার করবো।
newbie
Activity: 29
Merit: 0
August 18, 2018, 03:44:58 PM
আইডি এর বয়স ৪৫ দিন হওয়ার
 আগে মানসম্মত কমেন্ট করে কি জুনিয়র মেম্বার
হওয়া যায়? নাকি জুনিয়র মেম্বার হওয়ার
 জন্য আইডি এর বয়স ৪৫ দিন হওয়া লাগেই?
আমি জুনিয়র মেম্বার হইছি মাত্র ১৬ দিনে।আপনি ভালো পোস্ট করেন আর যাই করেন, এক্টিভিটি তার নিজের গতিতে চলবে।যাই হোক, ভালো পোস্ট করুন।সময়মত হয়ে যাবেন এমনিতেই।

১৬ দিনে?  কিভাবে?  তাহলে তো সবাই পারবে ১৬ দিনে হতে?
একটু বিস্তারিত বলেন, কিভাবে কি করলেন আর দিনে কয়টা করে
পোষ্ট করেছিলেন?
ভালো পোষ্ট করলে আর কপি না করলে ব্যান খাওয়ার ভয় নেই।
member
Activity: 532
Merit: 15
Trader
August 18, 2018, 11:52:18 AM
আইডি এর বয়স ৪৫ দিন হওয়ার
 আগে মানসম্মত কমেন্ট করে কি জুনিয়র মেম্বার
হওয়া যায়? নাকি জুনিয়র মেম্বার হওয়ার
 জন্য আইডি এর বয়স ৪৫ দিন হওয়া লাগেই?
অ্যাক্টিভিটি তার নিজের নিয়মে বাড়তে থাকে। প্রতি ১৪ দিন পড় পড় ১৪ টা করে অ্যাক্টিভিটি বাড়ে সেই হিসেবে আপনার জুনিয়র মেম্বার হতে ৪২ দিন সময় লাগে।তবে আপনি যদি সিস্টেমের মদ্ধে পড়ে যান তাহলে আপনি হয়তো ২৯ দিনেই জুনিয়র মেম্বার হতে পাড়বেন। যেমন ধরুন অ্যাক্টিভিটি বাড়ার দিন ১৪ দিন পড়  বুধবার হয় আপনি ১৩ দিন এর দিন মানে মঙ্গলবারে অ্যাকাউন্ট করেছেন ও আপনি ১৪ টা পোস্ট করেছেন অ্যাক্টিভিটি ১৪ টা হয়েছে। সেই ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে আপনার আবার নতুন গণনা শুরু হবে এ ক্ষেত্রে আপনি মাত্র ১৫ দিনে ২৮ টা অ্যাক্টিভিটি পাইতেছেন তার পর ১৪ দিন পড়ে  আপনার আরও ১৪ টা অ্যাক্টিভিটি হবে। এ ক্ষেত্রে আপনি ২৯ দিনের জুনিয়র হতে পারবেন। তবে বোঝা মুস্কিল যে কবে থেকে গণনা শুরু হবে। তাই বেশিরভাগ ক্ষেত্রে জুনিয়র মেম্বার হতে ৪২ দিন সময় লাগে। আসা করি বুঝাতে পেড়েছি ।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 18, 2018, 07:40:03 AM
আইডি এর বয়স ৪৫ দিন হওয়ার
 আগে মানসম্মত কমেন্ট করে কি জুনিয়র মেম্বার
হওয়া যায়? নাকি জুনিয়র মেম্বার হওয়ার
 জন্য আইডি এর বয়স ৪৫ দিন হওয়া লাগেই?
আমি জুনিয়র মেম্বার হইছি মাত্র ১৬ দিনে।আপনি ভালো পোস্ট করেন আর যাই করেন, এক্টিভিটি তার নিজের গতিতে চলবে।যাই হোক, ভালো পোস্ট করুন।সময়মত হয়ে যাবেন এমনিতেই।
newbie
Activity: 8
Merit: 0
August 18, 2018, 05:42:15 AM
আইডি এর বয়স ৪৫ দিন হওয়ার
 আগে মানসম্মত কমেন্ট করে কি জুনিয়র মেম্বার
হওয়া যায়? নাকি জুনিয়র মেম্বার হওয়ার
 জন্য আইডি এর বয়স ৪৫ দিন হওয়া লাগেই?
newbie
Activity: 27
Merit: 0
August 18, 2018, 05:11:25 AM
চট্টগ্রাম এর কেউ কি আছেন ??

চট্রগ্রামের কাউকে কিসের জন্য প্রয়োজন ভাই?  এটা নিশ্চুই কোন চ্যাটিং করার প্লাটফর্ম নয় তাই না বড় ভাই?
এখানে শুধুমাত্র ক্রিপ্টো বিষয়ক কোন কিছু জানার আগ্রহ থাকলে সেই বিষয় নিয়ে পোষ্ট করুন।
newbie
Activity: 30
Merit: 0
August 17, 2018, 09:24:24 AM
কোন পোষ্ট ডিলেট হওয়ার ম্যাসেজ পাওয়া যায় না, কিন্ত তার পর ও দেখা যায় মাঝে মাঝে একটিভিটি কমে যায় এটার কারন কি?

আপনার পোষ্ট বিভিন্ন্য কারনে ডিলেট হয়ে যেতে পারে, যদি আপনি স্প্যাম করেন তাহলে পোষ্ট ডিলেট হতে পারে, যদি আপনি খারাপ কোন পোষ্ট করেন তাহলে আপনার পোষ্ট ডিলেট হয়ে যেতে পারে, একটিভিটি কমে যাওয়ার মুল কারন হচ্ছে আপনি যে থ্রেড এ পোষ্ট করেছেন সেই থ্রেড কোন কারন বসত ডিলেট হয়ে গেলে বা আপনার পোস্টটি ডিলেট হয়ে গেলে একটিভিটি কমে যায়।

অনেক সময় ২-১ দিন কমেন্ট না করলে একটিভি কমে যায় এটার কারন ও কি সেম? আর এটা তো কমতেই থাকে দেখা যায় একটিব না হলে?
member
Activity: 868
Merit: 15
August 17, 2018, 07:56:40 AM
কোন পোষ্ট ডিলেট হওয়ার ম্যাসেজ পাওয়া যায় না, কিন্ত তার পর ও দেখা যায় মাঝে মাঝে একটিভিটি কমে যায় এটার কারন কি?

আপনার পোষ্ট বিভিন্ন্য কারনে ডিলেট হয়ে যেতে পারে, যদি আপনি স্প্যাম করেন তাহলে পোষ্ট ডিলেট হতে পারে, যদি আপনি খারাপ কোন পোষ্ট করেন তাহলে আপনার পোষ্ট ডিলেট হয়ে যেতে পারে, একটিভিটি কমে যাওয়ার মুল কারন হচ্ছে আপনি যে থ্রেড এ পোষ্ট করেছেন সেই থ্রেড কোন কারন বসত ডিলেট হয়ে গেলে বা আপনার পোস্টটি ডিলেট হয়ে গেলে একটিভিটি কমে যায়।
newbie
Activity: 29
Merit: 0
August 17, 2018, 07:20:48 AM
কোন পোষ্ট ডিলেট হওয়ার ম্যাসেজ পাওয়া যায় না, কিন্ত তার পর ও দেখা যায় মাঝে মাঝে একটিভিটি কমে যায় এটার কারন কি?
member
Activity: 868
Merit: 15
August 17, 2018, 03:02:21 AM
Quote
~snip~

Quote
কি নিয়ে আলোচনা করবো তা যদি বলতেন তাহলে ভালো হত।আমি পোস্টটি আপডেট করতাম।আপনার কি বিষয়ে জানারাছে সেটা বলুন।


আপনি চাইলে ইংরেজিতে যে সকল আলোচনা গুলা হয় সেগুলা বাংলাতে অনুবাদ করতে পারেন, তবে কিছু বিষয় আপনাকে মাথায় রাখা প্রয়োজন (যেমন- অনুবাদের ক্ষেত্রে যেন কোন প্রকার অট্মেশন টুলস বা এ্যাপ এর ব্যাবহার যেন না করা হয়) এবং আরো মনে রাখা প্রয়োজন যে সেগুলা পুরোপুরি কপি করা যাবেনা, সেগুলোর মুল বক্তব্য গুলো আপনাকে নিজের মতো করে সেচটা করতে হবে,  আরো মনে রাখা প্রয়োজন যে কোনকিছু যেন এই ফরামের রুলস/নিওম কানুন এর বিরুদ্ধে না যায়, সে কারনে আপনার প্রথমে প্রতিটা সেকশন বা টপিক এ যে পিনপোস্ট গুলা ভালোভাবে পড়া প্রয়োজন।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 17, 2018, 02:25:18 AM


আমরা যখন কোন পোস্ট করতে যাই তখন এই অপশনগুলো দেখতে পাই। আমি কিছু কিছু অপশনের কাজ জানি। কিন্তু কোন সিনিয়র ওর জুনিয়র ভাই যদি সবগুলো অপশনের কাজ জানেন তা হলে কোনটা কি কাজে কিভাবে ইউজ করা হয় তা নিয়ে যদি ডিটেইলস বলতেন তা হলে খুব ভালো হতো।  যদি স্ক্রীনশট সহো দেখিয়ে দেন তা হলে সবার জন্যই ভালো হবে, যারা বিষয়গুলো জানে না তাদের জন্য। আপনার জানার পরিধিটা সবার মাঝে ছড়িয়ে দিন। আলো আসবেই Smiley
ছোট একটি চেষ্টা।আশা করি নতুনদের কাজে দেবে।পড়ে আসুন সবাই।ভুল থাকলে শুধরে দেবেন এবং অবশ্যই কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন।আমি আছি সবসময়।যতটুকু পারি সহায়তা করবো।
BB Code শিখুন বাংলায়- https://bitcointalksearch.org/topic/bb-code-4907164
সত্যি অসাধারন একটি উপস্টথাম্পনা আপনি যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমি হয়তোবা পারতাম না, তবে আমার মনে হয় শেষের দিকে আরো একটু বিস্তারিত আলোচনা করলে আরো সুন্দর্য বৃদ্ধি পাবে আপনার উপস্থাপ্নার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে এই ধরনের আরো পোষ্ট আশা করছি।
কি নিয়ে আলোচনা করবো তা যদি বলতেন তাহলে ভালো হত।আমি পোস্টটি আপডেট করতাম।আপনার কি বিষয়ে জানারাছে সেটা বলুন।
jr. member
Activity: 1176
Merit: 1
August 17, 2018, 12:23:37 AM


আমরা যখন কোন পোস্ট করতে যাই তখন এই অপশনগুলো দেখতে পাই। আমি কিছু কিছু অপশনের কাজ জানি। কিন্তু কোন সিনিয়র ওর জুনিয়র ভাই যদি সবগুলো অপশনের কাজ জানেন তা হলে কোনটা কি কাজে কিভাবে ইউজ করা হয় তা নিয়ে যদি ডিটেইলস বলতেন তা হলে খুব ভালো হতো।  যদি স্ক্রীনশট সহো দেখিয়ে দেন তা হলে সবার জন্যই ভালো হবে, যারা বিষয়গুলো জানে না তাদের জন্য। আপনার জানার পরিধিটা সবার মাঝে ছড়িয়ে দিন। আলো আসবেই Smiley
ছোট একটি চেষ্টা।আশা করি নতুনদের কাজে দেবে।পড়ে আসুন সবাই।ভুল থাকলে শুধরে দেবেন এবং অবশ্যই কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন।আমি আছি সবসময়।যতটুকু পারি সহায়তা করবো।
BB Code শিখুন বাংলায়- https://bitcointalksearch.org/topic/bb-code-4907164
সত্যি অসাধারন একটি উপস্টথাম্পনা আপনি যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমি হয়তোবা পারতাম না, তবে আমার মনে হয় শেষের দিকে আরো একটু বিস্তারিত আলোচনা করলে আরো সুন্দর্য বৃদ্ধি পাবে আপনার উপস্থাপ্নার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে এই ধরনের আরো পোষ্ট আশা করছি।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 16, 2018, 02:15:41 PM


আমরা যখন কোন পোস্ট করতে যাই তখন এই অপশনগুলো দেখতে পাই। আমি কিছু কিছু অপশনের কাজ জানি। কিন্তু কোন সিনিয়র ওর জুনিয়র ভাই যদি সবগুলো অপশনের কাজ জানেন তা হলে কোনটা কি কাজে কিভাবে ইউজ করা হয় তা নিয়ে যদি ডিটেইলস বলতেন তা হলে খুব ভালো হতো।  যদি স্ক্রীনশট সহো দেখিয়ে দেন তা হলে সবার জন্যই ভালো হবে, যারা বিষয়গুলো জানে না তাদের জন্য। আপনার জানার পরিধিটা সবার মাঝে ছড়িয়ে দিন। আলো আসবেই Smiley
ছোট একটি চেষ্টা।আশা করি নতুনদের কাজে দেবে।পড়ে আসুন সবাই।ভুল থাকলে শুধরে দেবেন এবং অবশ্যই কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন।আমি আছি সবসময়।যতটুকু পারি সহায়তা করবো।
BB Code শিখুন বাংলায়- https://bitcointalksearch.org/topic/bb-code-4907164
newbie
Activity: 39
Merit: 0
August 16, 2018, 10:58:20 AM
সবাঈ কেমন আছেন?? আমি এখানে নতুন।
ভাল আছি. ফোরামে বেশি করে সময় দিন. ভাল ভাবে কাজ শিখার চেষ্টা করুন  এবং যারা অভিজ্ঞ তাদের সাহায্য নিয়ে কাজ করুন.
member
Activity: 868
Merit: 15
August 15, 2018, 10:10:22 PM

আমি  আপনার সবাইর অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, আমি bounty/airdrop থেকে একটি টোকেন পেয়েছি, কিন্তু এটি বিক্রি করার বিষয়ে আমি বিভ্রান্ত, এবং এখানে জিজ্ঞাসা করতে চাই কেন টোকেন মূল্য ICO মূল্য থেকে আলাদা? ICO, কি এমন টোকেন আছে যা ICO হিসাবে একই বা বেশি ব্যয়বহুল? যদি এটা পার্থক্য না হয়? দয়া করে আমাকে জানান। আগাম ধন্যবাদ  Smiley

আমার পুরো পোস্ট কপি করে দেওয়ার মানে কি? নিজের কিছু জানার থাকলে এখানে পোস্ট দেন। অন্যের পোস্ট ডিরেক্ট কপি করে দিলে যদি কেও রিপোর্ট করে তাহলে নেগেটিভ ট্রাস্ট বা বেন্ড খাইতে পারেন। সময় থাকতে সাবধান হয়ে জান।

পোস্ট কপি  করা ঠিক না । পোস্ট কপি করলে আইডি নেগেটিভ ট্রাস্ট বা বেন্ড  হতে পারে। তাই আমাদের সাবধানে কাজ করা উচিত।
কপি করলে ব্যান নিশ্চিত।একটা কপি ধরা পরলেই যথেষ্ট।আর কপি করে বাচার উপায় নাই বললেই চলে।আজ হোক কিংবা কাল, আপনি ব্যান খাবেন।সো, কপি করা থেকে বিরত থাকুন।
হা ঠীক বলেন। কিন্তুু এটা অনেকে বুঝে না।  পোস্ট কপি নিজের ও সমস্যা হয় আবার যার পোস্ট কপি করে তাকে ও সমস্যায় পড়তে হয়। আমাদের উচিত এই গুলো বর্জ্যন করা।


ডাইরেক্ট পোষ্ট কপি করলে ব্যান তো খাবেই এটাই সাভাবিক। তবে একটা উত্তর বেশি ঘুরিয়ে পেছিয়ে না দিয়া, সামান্য কপি করে নিজের মতো করে লেখলে এতে সমস্যা হবে না। তবে ডাইরেক্ট কপি করলে ব্যান হবে।
কপি মানে কপি।আপনি একটুও কেন কপি করতে যাবেন।এইটা তো খারাপ কথা।আমরা সবাই কম বেশি লিখতে পারি।অন্তত পক্ষে যা পারি নিজের মতামত টা তুলে ধরাটাই শ্রেয়।অন্যের মতামত নয়।

আপনি একটা পোষ্ট  থেকে ধারনা নিতে পারেন। ধারনা নিয়ে নিজের মত করে একটা উত্তর দিবেন। নিজে মত করে উত্তর দেওয়া ভাল।
[/color]

আপনি এখানে অন্যের পোষ্ট থেকে কি ধরনের ধারনা নিতে ব্লেছেন আমি আসলে ভিষয়টা বুঝিনি, দয়া করে একটু বিস্তারিত
 বলেনHuh এখানে যে নিয়ম গুলা আছে আমার মনে হয় আপনি সবগুলা ভালো করে পরেন নাই, দয়া করে আগে নিয়ম গুলা পড়ুন তার পরে পোষ্ট করুন।

https://bitcointalk.org/index.php?board=39.0

https://bitcointalk.org/index.php?board=24.0

https://bitcointalk.org/index.php?board=5.0
newbie
Activity: 39
Merit: 0
August 15, 2018, 10:47:00 AM

আমি  আপনার সবাইর অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, আমি bounty/airdrop থেকে একটি টোকেন পেয়েছি, কিন্তু এটি বিক্রি করার বিষয়ে আমি বিভ্রান্ত, এবং এখানে জিজ্ঞাসা করতে চাই কেন টোকেন মূল্য ICO মূল্য থেকে আলাদা? ICO, কি এমন টোকেন আছে যা ICO হিসাবে একই বা বেশি ব্যয়বহুল? যদি এটা পার্থক্য না হয়? দয়া করে আমাকে জানান। আগাম ধন্যবাদ  Smiley

আমার পুরো পোস্ট কপি করে দেওয়ার মানে কি? নিজের কিছু জানার থাকলে এখানে পোস্ট দেন। অন্যের পোস্ট ডিরেক্ট কপি করে দিলে যদি কেও রিপোর্ট করে তাহলে নেগেটিভ ট্রাস্ট বা বেন্ড খাইতে পারেন। সময় থাকতে সাবধান হয়ে জান।

পোস্ট কপি  করা ঠিক না । পোস্ট কপি করলে আইডি নেগেটিভ ট্রাস্ট বা বেন্ড  হতে পারে। তাই আমাদের সাবধানে কাজ করা উচিত।
কপি করলে ব্যান নিশ্চিত।একটা কপি ধরা পরলেই যথেষ্ট।আর কপি করে বাচার উপায় নাই বললেই চলে।আজ হোক কিংবা কাল, আপনি ব্যান খাবেন।সো, কপি করা থেকে বিরত থাকুন।
হা ঠীক বলেন। কিন্তুু এটা অনেকে বুঝে না।  পোস্ট কপি নিজের ও সমস্যা হয় আবার যার পোস্ট কপি করে তাকে ও সমস্যায় পড়তে হয়। আমাদের উচিত এই গুলো বর্জ্যন করা।


ডাইরেক্ট পোষ্ট কপি করলে ব্যান তো খাবেই এটাই সাভাবিক। তবে একটা উত্তর বেশি ঘুরিয়ে পেছিয়ে না দিয়া, সামান্য কপি করে নিজের মতো করে লেখলে এতে সমস্যা হবে না। তবে ডাইরেক্ট কপি করলে ব্যান হবে।
কপি মানে কপি।আপনি একটুও কেন কপি করতে যাবেন।এইটা তো খারাপ কথা।আমরা সবাই কম বেশি লিখতে পারি।অন্তত পক্ষে যা পারি নিজের মতামত টা তুলে ধরাটাই শ্রেয়।অন্যের মতামত নয়।

আপনি একটা পোষ্ট  থেকে ধারনা নিতে পারেন। ধারনা নিয়ে নিজের মত করে একটা উত্তর দিবেন। নিজে মত করে উত্তর দেওয়া ভাল।
Jump to: