Author

Topic: বাংলা (Bengali) - page 506. (Read 5741334 times)

member
Activity: 868
Merit: 15
August 12, 2018, 06:53:14 AM
amader deshe kono coin exchange korar ba convert korar system ki ase?
আপনি ভেরিফাই কয়েনগুলা এক্সচেঞ্জ করতে পাড়বেন যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগি, রিপেল, কিন্তু আপনি সরাসরি বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করতে পাড়বেন না। ডলার থেকে বিকাশ বা রকেটে টাকা এক্সচেঞ্জ করে আনার কয়েকটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মানুষের দ্বারা চালিত এর কারনে আপনি ডলার পাঠানোর সাথে সাথে টাকা পাবেন না, ২-১২ ঘন্টা দেরি হতে পারে।সব ওয়েবসাইট আবার ট্রাস্টেড না অধিকাংশ ওয়েবসাইটে বেশি পরিমানে ডলার এক্সচেঞ্জ করতে গেলে স্কাম করে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পাড়েন আমি কিছু লোকের সন্ধান দিতে পাড়বো যারা নিয়মিত ডলার কিনে থাকে এবং ১০০% ট্রাস্টেড। আমি তাদের কাছে ডলার বিক্রি করি।

আমি এই প্রথম একচেঞ্জ করতে যাচ্ছি প্রায় ৪০০ ডলারের মতো। একবারে করলে কি কোন প্রোব্লেম হতে পারে? কম কম করে কি করবো? কোনটা ভাল বুদ্ধি হবে ভাই? ধন্যবাদ

আপনি অনেক একচেঞ্জ পাবেন।
paidbd.com এমন অনেক পাবেন৷
আর যদি একান্তই দরকার থাকে আমাকে দিতে পারেন।
আমি সবসময় ডলার নিয়ে থাকি।
টেলিগ্রামে rasu0771 খুজলেই পাবেন।
আশাকরি আপনাকে সাহায্য করতে পেরেছি।
paidbd ভাল সার্ভিস দেয়, আমি এখান থেকে লেনদেন করেছি। তবে আপনার যেহেতু প্রথম, তাই অল্প অল্প করেও করতে পারেন।

এই ফরামে সরাসরি কোন লিঙ্ক সেয়ার করা যাবেনা, এটা ফরামের নিওম এর বিরুদ্ধে কোন কিছুর শুধুমাত্র লিঙ্ক শেয়ার করা যেতে পারে তাছারা কনো প্রকার লিঙ্ক সেয়ার গ্রহনযোজ্ঞ না, এই সকল পোষ্ট এ সবাইকে ব্যান্ড করা হতে পারে, পরবর্তি থেকে সবায় সাবধানে পোষ্ট করবেন।
আর ট্রেড সংক্রান্ত কোন বিষয় সমপ্ররকে জানতে হলে https://bitcointalk.org/index.php?board=8.0 এই সেকশন এ দেখতে পারেন।
jr. member
Activity: 181
Merit: 5
A Blockchain Mobile Operator With Token Rewards
August 12, 2018, 06:51:50 AM
বাঙালি থ্রেডের সকল নিউ মেম্বার এবং অদক্ষ মেম্বারদের আমি একটা বিষয় জানাতে চাই। আপনারা হয়তো ভাবতেছেন পোস্ট করবো অ্যাক্টিভিটি বাড়বে আর বাউন্টি করবো। আসলে মূলত এটা বিষয় না। আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। মেরিট পেতে হবে এবং বড় লেভেলে যেতে হবে। আবার ভাবতে পাড়েন মেরিট পাওয়ার জন্য যারা মেরিট পায় তাদের পোস্ট কপি করে পোস্ট করবো এটা ভেবে থাকলে এখনি ভূলে যান। কপি পেস্ট অনেক খারাপ এবং ঘৃনিয় একটি বিষয়। আপনি যদি কপি পেস্ট পোস্ট করেন তাহলে আপনি নিশ্চিৎ ব্যান খাবেন।আর ব্যান খাওয়া অ্যাকাউন্ট ২য় তো ঠিক করতে পাড়বেন না। তাই কেউ কপি পেস্ট পোস্ট ও স্পামিং পোস্ট করবেন না। কোন কিছু জানার থাকলে বড় মেম্বার বা অভিজ্ঞদের কাছে ভালোভাবে জানতে চাবেন আসা করি তারা না করবে না আপনাকে সাহায্য করবে।
না কপি পোস্ট করা যাবে কিন্তু কন্ডিশন অনুযায়ী...
কারণ কেউ যদি কোনো একটা বিষয় সম্বন্ধে জানতে চায় তখন আপনি তাকে নিজের ভাষায় সাহায্য করতে যাবেন...কিন্তু ঠিক একই বিষয় সম্বন্ধে যদি কেউ আগে থেকেই খুব ভালোভাবে উত্তর দিয়ে পোস্ট করে থাকেন তাহলে হয়তোবা আপনার নতুন করে উত্তর দেয়ার চাইতে তার সেই ভালোমানের উত্তরটাই কিছুটা কপি বা কুওট করে আনা টা উত্তম হবে.....তাতে নতুন করে পেঁচানো উত্তরের সংখ্যা আর বৃদ্ধি পাবেনা...

উদাহারন হিসেবে যেমন ধরুন কেউ জানতে চাইলো যে (মেরিট পাইতে গেলে কি লাগে/কি করতে হয় বা মেরিট রিকুয়ারমেন্ট কেউ বলবেন?) তখন কি আপনি খুজে খুজে সকল তথ্য বের করে একসাথে করে পোস্ট লিখে তাকে উত্তর দিবেন? হয়তোবা না! কারণ এইটা সম্বন্ধে পরিষ্কারভাবে উত্তর দেয়া আছে মেটা থ্রেডে যেখানে মেরিট রিকুয়ারমেন্ট সম্বন্ধে একটা টপিক্স-ই আছে...যেখানে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনার প্রশ্নের উত্তর দেয়া আছে..........আর এক্ষেত্রে আপনি অবশ্যই নতুন করে আর পোস্ট তৈরী করবেন না..!! আপনি সেই টপিক্স এ দেয়া উত্তর টাই কপি বা কুওট করে দিবেন যেটা উত্তম........

তাই বলছি যারা নতুন তারা কপি করবেন তবে মেরিট এর উদ্দ্যেশ্যে বা এক্টিভিটি বাড়ানোর জন্যে না অন্যকে সাহায্য করার উদ্দ্যেশ্যে তবে হ্যা...ভুলেউ একই পোস্ট আবার বারবার কপি করে পোস্ট করতে যাবেন না...ওই একবারই কন্ডিশন অনুযায়ী আপনি যখন কাউকে কোনো প্রশ্নের উত্তর দিবেন!!
 Remember that : "Always say no to spamming and be an anti-spammer..!!✌"
member
Activity: 532
Merit: 15
Trader
August 12, 2018, 05:30:16 AM
বাঙালি থ্রেডের সকল নিউ মেম্বার এবং অদক্ষ মেম্বারদের আমি একটা বিষয় জানাতে চাই। আপনারা হয়তো ভাবতেছেন পোস্ট করবো অ্যাক্টিভিটি বাড়বে আর বাউন্টি করবো। আসলে মূলত এটা বিষয় না। আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। মেরিট পেতে হবে এবং বড় লেভেলে যেতে হবে। আবার ভাবতে পাড়েন মেরিট পাওয়ার জন্য যারা মেরিট পায় তাদের পোস্ট কপি করে পোস্ট করবো এটা ভেবে থাকলে এখনি ভূলে যান। কপি পেস্ট অনেক খারাপ এবং ঘৃনিয় একটি বিষয়। আপনি যদি কপি পেস্ট পোস্ট করেন তাহলে আপনি নিশ্চিৎ ব্যান খাবেন।আর ব্যান খাওয়া অ্যাকাউন্ট ২য় তো ঠিক করতে পাড়বেন না। তাই কেউ কপি পেস্ট পোস্ট ও স্পামিং পোস্ট করবেন না। কোন কিছু জানার থাকলে বড় মেম্বার বা অভিজ্ঞদের কাছে ভালোভাবে জানতে চাবেন আসা করি তারা না করবে না আপনাকে সাহায্য করবে।
jr. member
Activity: 350
Merit: 1
August 12, 2018, 12:31:52 AM
amader deshe kono coin exchange korar ba convert korar system ki ase?
আপনি ভেরিফাই কয়েনগুলা এক্সচেঞ্জ করতে পাড়বেন যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগি, রিপেল, কিন্তু আপনি সরাসরি বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করতে পাড়বেন না। ডলার থেকে বিকাশ বা রকেটে টাকা এক্সচেঞ্জ করে আনার কয়েকটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মানুষের দ্বারা চালিত এর কারনে আপনি ডলার পাঠানোর সাথে সাথে টাকা পাবেন না, ২-১২ ঘন্টা দেরি হতে পারে।সব ওয়েবসাইট আবার ট্রাস্টেড না অধিকাংশ ওয়েবসাইটে বেশি পরিমানে ডলার এক্সচেঞ্জ করতে গেলে স্কাম করে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পাড়েন আমি কিছু লোকের সন্ধান দিতে পাড়বো যারা নিয়মিত ডলার কিনে থাকে এবং ১০০% ট্রাস্টেড। আমি তাদের কাছে ডলার বিক্রি করি।

আমি এই প্রথম একচেঞ্জ করতে যাচ্ছি প্রায় ৪০০ ডলারের মতো। একবারে করলে কি কোন প্রোব্লেম হতে পারে? কম কম করে কি করবো? কোনটা ভাল বুদ্ধি হবে ভাই? ধন্যবাদ

আপনি অনেক একচেঞ্জ পাবেন।
paidbd.com এমন অনেক পাবেন৷
আর যদি একান্তই দরকার থাকে আমাকে দিতে পারেন।
আমি সবসময় ডলার নিয়ে থাকি।
টেলিগ্রামে rasu0771 খুজলেই পাবেন।
আশাকরি আপনাকে সাহায্য করতে পেরেছি।
paidbd ভাল সার্ভিস দেয়, আমি এখান থেকে লেনদেন করেছি। তবে আপনার যেহেতু প্রথম, তাই অল্প অল্প করেও করতে পারেন।
newbie
Activity: 39
Merit: 0
August 11, 2018, 11:54:11 PM
newbie
Activity: 128
Merit: 0
August 11, 2018, 10:45:38 PM
প্রয়োজনীয় কিছু কথা যারা এই ফোরাম/থ্রেডে নতুন
আপনারা যারা নতুন তারা সবাই হয়তো এইভেবেই এই ফোরামে একাউন্ট খুলেছেন যে শুধু এই ওয়েবসাইট বা ফোরামে জয়েন করলেই টাকা আয় করা যায় এবং ফেইসবুকের মতো উলটা পাল্টা স্ট্যাটাস (যেমনঃ বন্ধুরা সবাই কেমন আছো,শুভ সকাল,শুভ রাত্রি,আমার দিনটা খুব ভালো গেলো ইত্যাদি) লিখে পোস্ট করে শুধু এক্টিভিটি বাড়ালেই হবে। তাইলেই বাড়ি ভরতি টাকা এসে জড়ো হইবো। আর শতকরা ৮০℅ ইউজার ই এই ধারনা নিয়ে পোস্ট করে এবং এক্টিভিটি বাড়ায়। কিন্তু আপনাদের ধারণা ভুল কারণ বিটকয়েনটক আয় করার সাইট না। এইটা একটা ফোরাম যেখানে সকল ক্রিপ্টোকারেন্সি কারেন্সি নিয়ে আলাপ আলোচনা হয়। আর এইটা এমন একটা ফোরাম যেখানে সিনিয়ররা নিউবিদের সাহায্য করতাছে আবার নিউবিদের দ্বারা সিনিয়ররা উপকৃত হচ্ছে। আর হ্যা এইখানে যে আয় করা যায় না সেটাও নয় কারণ এখানে অল্টারনেট ক্রিপ্টোকারেন্সি সেকশন এ বাউন্টিস নামক একটি টপিক্স আছে যেখানে বিভিন্ন বাউন্টি ম্যানেজাররা বিভিন্ন  ICO প্রজেক্ট এর হয়ে বাউন্টি ছাড়েন যেখানে কাজ হলো সেইসব প্রজেক্ট কে প্রমোট করা আর তার প্রতিদান হিসেবে তারা তাদের  ICO প্রজেক্টের টোকেন এর একটি নির্দিষ্ট অংশ অংশগ্রহনকারীদের মধ্যে বিলিয়ে দেন। তবে হ্যা বর্তমানে যদি এই ফোরামে কাজের জন্যে জয়েন করেন তাহলে আপনাদের সেটা ভুল হবে। কারণ এখন আর আগের মতো সুযোগ সুবিধা নেই বা পাবেন না। তাই আপনার জন্যে সবচাইতে ভালো হবে সিনিয়র ভাইদের সাথে থাকা তাদের সবসময় পরামর্শ নেয়ার চেষ্টা করা আর আপনি যা জানুন তা শেয়ার করুন কারণ এইটা একটা নলেজ শেয়ারিং ফোরাম। আর আপনারা সবাই ইউনিক পোস্ট করার চেষ্টা করবেন যাতে সকলের জন্যে উপকার হয় এবং তাতে আপনারো উপকার হবে আশা করি...আর যদি কোনো হেল্প লাগে তাহলে স্প্যামিং পোস্ট না করে সিনিয়রদের দৃষ্টি আকর্ষন করে সাহায্য চাইবেন..আশা করি তারা অবশ্যই সাহায্য করবে... Best of luck✌
jr. member
Activity: 181
Merit: 5
A Blockchain Mobile Operator With Token Rewards
August 11, 2018, 11:54:59 AM
প্রয়োজনীয় কিছু কথা যারা এই ফোরাম/থ্রেডে নতুন
আপনারা যারা নতুন তারা সবাই হয়তো এইভেবেই এই ফোরামে একাউন্ট খুলেছেন যে শুধু এই ওয়েবসাইট বা ফোরামে জয়েন করলেই টাকা আয় করা যায় এবং ফেইসবুকের মতো উলটা পাল্টা স্ট্যাটাস (যেমনঃ বন্ধুরা সবাই কেমন আছো,শুভ সকাল,শুভ রাত্রি,আমার দিনটা খুব ভালো গেলো ইত্যাদি) লিখে পোস্ট করে শুধু এক্টিভিটি বাড়ালেই হবে। তাইলেই বাড়ি ভরতি টাকা এসে জড়ো হইবো। আর শতকরা ৮০℅ ইউজার ই এই ধারনা নিয়ে পোস্ট করে এবং এক্টিভিটি বাড়ায়। কিন্তু আপনাদের ধারণা ভুল কারণ বিটকয়েনটক আয় করার সাইট না। এইটা একটা ফোরাম যেখানে সকল ক্রিপ্টোকারেন্সি কারেন্সি নিয়ে আলাপ আলোচনা হয়। আর এইটা এমন একটা ফোরাম যেখানে সিনিয়ররা নিউবিদের সাহায্য করতাছে আবার নিউবিদের দ্বারা সিনিয়ররা উপকৃত হচ্ছে। আর হ্যা এইখানে যে আয় করা যায় না সেটাও নয় কারণ এখানে অল্টারনেট ক্রিপ্টোকারেন্সি সেকশন এ বাউন্টিস নামক একটি টপিক্স আছে যেখানে বিভিন্ন বাউন্টি ম্যানেজাররা বিভিন্ন  ICO প্রজেক্ট এর হয়ে বাউন্টি ছাড়েন যেখানে কাজ হলো সেইসব প্রজেক্ট কে প্রমোট করা আর তার প্রতিদান হিসেবে তারা তাদের  ICO প্রজেক্টের টোকেন এর একটি নির্দিষ্ট অংশ অংশগ্রহনকারীদের মধ্যে বিলিয়ে দেন। তবে হ্যা বর্তমানে যদি এই ফোরামে কাজের জন্যে জয়েন করেন তাহলে আপনাদের সেটা ভুল হবে। কারণ এখন আর আগের মতো সুযোগ সুবিধা নেই বা পাবেন না। তাই আপনার জন্যে সবচাইতে ভালো হবে সিনিয়র ভাইদের সাথে থাকা তাদের সবসময় পরামর্শ নেয়ার চেষ্টা করা আর আপনি যা জানুন তা শেয়ার করুন কারণ এইটা একটা নলেজ শেয়ারিং ফোরাম। আর আপনারা সবাই ইউনিক পোস্ট করার চেষ্টা করবেন যাতে সকলের জন্যে উপকার হয় এবং তাতে আপনারো উপকার হবে আশা করি...আর যদি কোনো হেল্প লাগে তাহলে স্প্যামিং পোস্ট না করে সিনিয়রদের দৃষ্টি আকর্ষন করে সাহায্য চাইবেন..আশা করি তারা অবশ্যই সাহায্য করবে... Best of luck✌
newbie
Activity: 39
Merit: 0
August 11, 2018, 11:48:24 AM
রাজশাহী জেলার কোন ব্যক্তি আছেন এই ফোরামে

আছি ভাই। তবে বেশি দিন হয়নি কাজ করা। অনেক কিছুই এখন বুঝি না। মেইনলি টাকা কিভাবে তলে তাই জানিনা। হেল্প করেন ভাই কিছু সেখায়ে। ধন্যবাদ ভাই।  Smiley

কাজ করতে থাকেন।আর টাকা তুলাটা সহজ । আয় করাটা কঠিন। আপনি তো কঠিনটা করে পেলছেন। সুতরাং সহজটা নিয়ে চিন্তা করার কিছু নাই।
member
Activity: 111
Merit: 12
King of My own World
August 11, 2018, 11:13:10 AM
স্কিপ>>>
Are you trying to seduce? Just kidding  Grin
মাসুদুল কবির ভাই এই ফোরামে টাকা আয় করার উদ্দেশ্য নিয়ে জয়েন করে নাই তাই তিনি মেরিট পাচ্ছেন।আমাদের উদ্দেশ্য যদি পরিবর্তন করতে পারি এবং কিছু শিখার জন্য এই ফোরাম ব্যবহার করি তাহলে আমরাও পাবো।
ভাই উনাকে আমি চিনি,  কিছু শিখার জন্যই আমি উনাকে মেনসন করেছি, যেন উনার কাছ থেকে সবাই অনুপ্রানিত হয়।
member
Activity: 111
Merit: 12
King of My own World
August 11, 2018, 11:09:25 AM
কি ধরণের পোষ্ট করলে মেরিট পাওয়া যায়?
মেরিট পাওয়ার জন্য যদি পোস্ট করেন তাহলে আজীবনেও একটা মেরিট পাবেন না। যদি মনে করেন ১০টা মেরিট নিয়ে মেম্বার হয়ে কিছু সিগ্নেচার দিয়ে পয়সা আয় করবেন তাহলে ফ্রেন্ড সার্কেল থেকে ধার কর্জা করেন।  Shocked Shocked । তবে এই উপায়টা অসৎ উপায়। যদি সত্যিই ভালো কিছু করেন তাহলে অবশ্যই  তথ্য শেয়ার করুন, নিজের মেধা সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাকে কারো কাছে বলতে হবে না। কিভাবে মেরিট পাওয়া যায়, দেখবেন বড় বড় মেম্বাররা আপনাকে মেরিট দিচ্ছে। যেমন ধরুন আমাদের মাসুদুল ভাই। উনি ডিসেম্বারেও জুনিয়র মেম্বার ছিলো এখন তার একাউন্টে ২৫০+ মেরিট । এই গুলো কিভাবে আসলো? অবশ্যই তার মেধা এই ফোরামের ভালো জন্য ছড়িয়ে দিয়েছে । আর সে জন্যই সে আজকে সিনিয়র মেম্বার হতে যাচ্ছে। সর্বশেষ একটা কথাই বলতে চাই ভালো কাজ করুন, ভালো পোষ্ট করুন।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 11, 2018, 11:01:17 AM
member
Activity: 111
Merit: 12
King of My own World
August 11, 2018, 10:48:19 AM
কেমন আছেন বাংলাদেশি ভাইয়েরা। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করতেই আমার রিপ্লাই দেওয়া। অনেকেই হয়তো একাধিক একাউন্ট ব্যবহার করেন । সেটা মন্দ নয় কিন্তু আপনি যদি একাধিক একাউন্ট ব্যবহার করে কোন bounty program এ প্রতারণা করেন সে ক্ষেত্রে সেটি লজ্জাজনক । কারণ তাদের নিয়মে আছে যে আমরা একাধিক একাউন্ট ব্যবহার করতে পারব না । সে ক্ষেত্রে কেন আমরা একাধিক একাউন্ট ব্যবহার করে bounty program এ প্রতারণা করছি? আমি চাই যে আমাদের বাংলাদেশী ভাইয়েরা যেন কোন bounty program এ প্রতারণা না করে । তাদের বড় বড় account যেমন সিনিয়র মেম্বার বা full member অ্যাকাউন্টগুলো যেন নেগেটিভ ট্রাস্ট না  খায়। কারণ একটি সিনিয়র মেম্বার বা full member অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরী করা এত সোজা নয় বা এত সহজ নয়। সবাই তো আর মাসুদুল কবির mdayonliner হতে পারে না যে একটি জুনিয়র মেম্বার অ্যাকাউন্ট থেকে প্রায় সিনিয়র মেম্বার হয়ে গিয়েছে । দোয়া করি হয়তো তিনি legendary মেম্বার হয়ে যাবে একদিন ।   অনেকে হয়তো আগে না জেনে এই কাজগুলো করেছেন সে ক্ষেত্রে আপনাদের যেন এমন কাজ না  করেন । আমরা অসৎ উপায়ে আয় করতে করতে নতুনদের আয় হয়তো বন্ধ করে দেব । একসময় দেখা যাবে আমাদের বাংলাদেশের আইপি ব্যান করে দিয়েছে । নতুনরা যারা অর্থ উপার্জনের জন্যে আসবে তারা অর্থ উপার্জন করতে পারবে বা ক্রিপ্টোতে সরাসরি যুক্ত হতে পারবে না। ভাই এই ফোরাম থেকে মেধা অর্জন করুন তাহলে দেখবেন এক সময় আপনি এই ফোরাম থেকে ভালো কিছু পাবেন। মাসুদুল কবির ভাইয়ের মতো অনেক বাংলাদেশি ভাই আছে যারা খুব ভালো কিছু করছে তাদের মতো কাজ করুন। শুধু বাউন্টি থেকে কিছু অর্থের জন্য পড়ে না থেকে ভালো কিছু অর্জন করার চেষ্টা করুন। একাদিক একাউন্ট থেকে বাউন্টি ক্যাম্পেইন থেকে বিরত থাকুন। সুন্দর ফোরাম তৈরি করুন। বাংলাদেশি একটি লোকাল থ্রেড যেন পাওয়া যায় তার জন্য সবাই ভালো কাজে উদ্ভুদ্দ্য হই।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 11, 2018, 09:32:45 AM
Hi there

Here Wasif 53 years old from England, running here own departmental store bussniess and looking for some very honest young guy whose can work as trainee worker or asisstant manager

No previous experience required but must be honest young person, preferred an boy belong to pakistan or bangladesh either living in UK or Bangladesh or Pakistan.

possible to sponsor right person to uk as employer

Note: this job offer is 100% Genenine and we Never going to ask any upfornt money from you like others and seriously looking for young very honest sincere person to work as asisstant manager in our bussniess.

good salarey pakage and accondamention will be offered to right person

email:  [email protected]

thanks
Why are you spamming continuously? You have posted it 4 times already. Don't forget that you are in a forum and every forum has its own rules. How people will agree to be recruited by yourself while you are promoting the job with spamming a board?
member
Activity: 532
Merit: 15
Trader
August 11, 2018, 07:46:43 AM
Hi there

Here Wasif 53 years old from England, running here own departmental store bussniess and looking for some very honest young guy whose can work as trainee worker or asisstant manager

No previous experience required but must be honest young person, preferred an boy belong to pakistan or bangladesh either living in UK or Bangladesh or Pakistan.

possible to sponsor right person to uk as employer

Note: this job offer is 100% Genenine and we Never going to ask any upfornt money from you like others and seriously looking for young very honest sincere person to work as asisstant manager in our bussniess.

good salarey pakage and accondamention will be offered to right person

email:  [email protected]

thanks
brother it is bangali thrade so please do not post in English. if you know bangla please post in bangla. if you you don't know bangla please do not post this thrade. there are many threads to form post in english.please post there.

your answer : You can see my posts then you decide whether you need me or not.  I can not say I am well and trusted.But I say  honesty is best policy.
jr. member
Activity: 181
Merit: 5
A Blockchain Mobile Operator With Token Rewards
August 11, 2018, 07:29:50 AM
Hi there

Here Wasif 53 years old from England, running here own departmental store bussniess and looking for some very honest young guy whose can work as trainee worker or asisstant manager

No previous experience required but must be honest young person, preferred an boy belong to pakistan or bangladesh either living in UK or Bangladesh or Pakistan.

possible to sponsor right person to uk as employer

Note: this job offer is 100% Genenine and we Never going to ask any upfornt money from you like others and seriously looking for young very honest sincere person to work as asisstant manager in our bussniess.

good salarey pakage and accondamention will be offered to right person

email:  [email protected]

thanks
In which country??
member
Activity: 532
Merit: 15
Trader
August 11, 2018, 02:30:34 AM
amader deshe kono coin exchange korar ba convert korar system ki ase?
আপনি ভেরিফাই কয়েনগুলা এক্সচেঞ্জ করতে পাড়বেন যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগি, রিপেল, কিন্তু আপনি সরাসরি বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করতে পাড়বেন না। ডলার থেকে বিকাশ বা রকেটে টাকা এক্সচেঞ্জ করে আনার কয়েকটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মানুষের দ্বারা চালিত এর কারনে আপনি ডলার পাঠানোর সাথে সাথে টাকা পাবেন না, ২-১২ ঘন্টা দেরি হতে পারে।সব ওয়েবসাইট আবার ট্রাস্টেড না অধিকাংশ ওয়েবসাইটে বেশি পরিমানে ডলার এক্সচেঞ্জ করতে গেলে স্কাম করে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পাড়েন আমি কিছু লোকের সন্ধান দিতে পাড়বো যারা নিয়মিত ডলার কিনে থাকে এবং ১০০% ট্রাস্টেড। আমি তাদের কাছে ডলার বিক্রি করি।

আমি এই প্রথম একচেঞ্জ করতে যাচ্ছি প্রায় ৪০০ ডলারের মতো। একবারে করলে কি কোন প্রোব্লেম হতে পারে? কম কম করে কি করবো? কোনটা ভাল বুদ্ধি হবে ভাই? ধন্যবাদ
এখানে এইভাবে সবকিছু বলা সম্ভব না আমাকে টেলিগ্রামে মেসেজ করেন কাজ করে টোকেন ইনকাম+ এক্সচেঞ্জ করে ডলার আনা + ডিলার বিক্রি করে টাকা হাতে পাওয়া সব সিখাইয়া দিচ্ছি।
টেলিগ্রাম: @cryptofarid10
newbie
Activity: 2
Merit: 0
August 11, 2018, 01:04:27 AM
amader deshe kono coin exchange korar ba convert korar system ki ase?
আপনি ভেরিফাই কয়েনগুলা এক্সচেঞ্জ করতে পাড়বেন যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগি, রিপেল, কিন্তু আপনি সরাসরি বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করতে পাড়বেন না। ডলার থেকে বিকাশ বা রকেটে টাকা এক্সচেঞ্জ করে আনার কয়েকটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মানুষের দ্বারা চালিত এর কারনে আপনি ডলার পাঠানোর সাথে সাথে টাকা পাবেন না, ২-১২ ঘন্টা দেরি হতে পারে।সব ওয়েবসাইট আবার ট্রাস্টেড না অধিকাংশ ওয়েবসাইটে বেশি পরিমানে ডলার এক্সচেঞ্জ করতে গেলে স্কাম করে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পাড়েন আমি কিছু লোকের সন্ধান দিতে পাড়বো যারা নিয়মিত ডলার কিনে থাকে এবং ১০০% ট্রাস্টেড। আমি তাদের কাছে ডলার বিক্রি করি।

আমি এই প্রথম একচেঞ্জ করতে যাচ্ছি প্রায় ৪০০ ডলারের মতো। একবারে করলে কি কোন প্রোব্লেম হতে পারে? কম কম করে কি করবো? কোনটা ভাল বুদ্ধি হবে ভাই? ধন্যবাদ

আপনি অনেক একচেঞ্জ পাবেন।
paidbd.com এমন অনেক পাবেন৷
আর যদি একান্তই দরকার থাকে আমাকে দিতে পারেন।
আমি সবসময় ডলার নিয়ে থাকি।
টেলিগ্রামে rasu0771 খুজলেই পাবেন।
আশাকরি আপনাকে সাহায্য করতে পেরেছি।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 11, 2018, 12:42:30 AM
amader deshe kono coin exchange korar ba convert korar system ki ase?
আপনি ভেরিফাই কয়েনগুলা এক্সচেঞ্জ করতে পাড়বেন যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগি, রিপেল, কিন্তু আপনি সরাসরি বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করতে পাড়বেন না। ডলার থেকে বিকাশ বা রকেটে টাকা এক্সচেঞ্জ করে আনার কয়েকটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মানুষের দ্বারা চালিত এর কারনে আপনি ডলার পাঠানোর সাথে সাথে টাকা পাবেন না, ২-১২ ঘন্টা দেরি হতে পারে।সব ওয়েবসাইট আবার ট্রাস্টেড না অধিকাংশ ওয়েবসাইটে বেশি পরিমানে ডলার এক্সচেঞ্জ করতে গেলে স্কাম করে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পাড়েন আমি কিছু লোকের সন্ধান দিতে পাড়বো যারা নিয়মিত ডলার কিনে থাকে এবং ১০০% ট্রাস্টেড। আমি তাদের কাছে ডলার বিক্রি করি।

আমি এই প্রথম একচেঞ্জ করতে যাচ্ছি প্রায় ৪০০ ডলারের মতো। একবারে করলে কি কোন প্রোব্লেম হতে পারে? কম কম করে কি করবো? কোনটা ভাল বুদ্ধি হবে ভাই? ধন্যবাদ
ঢাকার আশেপাশে হলে আমাকে ইনবক্স করতে পারেন।ফেস টু ফেস ডিল করা যাবে।
ফেস টু ফেস ছাড়া ডিল করবেন না।ডলার হারানোর ভয় আছে।
newbie
Activity: 112
Merit: 0
August 10, 2018, 11:58:02 PM
amader deshe kono coin exchange korar ba convert korar system ki ase?
আপনি ভেরিফাই কয়েনগুলা এক্সচেঞ্জ করতে পাড়বেন যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগি, রিপেল, কিন্তু আপনি সরাসরি বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করতে পাড়বেন না। ডলার থেকে বিকাশ বা রকেটে টাকা এক্সচেঞ্জ করে আনার কয়েকটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মানুষের দ্বারা চালিত এর কারনে আপনি ডলার পাঠানোর সাথে সাথে টাকা পাবেন না, ২-১২ ঘন্টা দেরি হতে পারে।সব ওয়েবসাইট আবার ট্রাস্টেড না অধিকাংশ ওয়েবসাইটে বেশি পরিমানে ডলার এক্সচেঞ্জ করতে গেলে স্কাম করে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পাড়েন আমি কিছু লোকের সন্ধান দিতে পাড়বো যারা নিয়মিত ডলার কিনে থাকে এবং ১০০% ট্রাস্টেড। আমি তাদের কাছে ডলার বিক্রি করি।

আমি এই প্রথম একচেঞ্জ করতে যাচ্ছি প্রায় ৪০০ ডলারের মতো। একবারে করলে কি কোন প্রোব্লেম হতে পারে? কম কম করে কি করবো? কোনটা ভাল বুদ্ধি হবে ভাই? ধন্যবাদ
member
Activity: 532
Merit: 15
Trader
August 10, 2018, 09:12:44 PM
amader deshe kono coin exchange korar ba convert korar system ki ase?
আপনি ভেরিফাই কয়েনগুলা এক্সচেঞ্জ করতে পাড়বেন যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগি, রিপেল, কিন্তু আপনি সরাসরি বাংলাদেশের কোন ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করতে পাড়বেন না। ডলার থেকে বিকাশ বা রকেটে টাকা এক্সচেঞ্জ করে আনার কয়েকটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মানুষের দ্বারা চালিত এর কারনে আপনি ডলার পাঠানোর সাথে সাথে টাকা পাবেন না, ২-১২ ঘন্টা দেরি হতে পারে।সব ওয়েবসাইট আবার ট্রাস্টেড না অধিকাংশ ওয়েবসাইটে বেশি পরিমানে ডলার এক্সচেঞ্জ করতে গেলে স্কাম করে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পাড়েন আমি কিছু লোকের সন্ধান দিতে পাড়বো যারা নিয়মিত ডলার কিনে থাকে এবং ১০০% ট্রাস্টেড। আমি তাদের কাছে ডলার বিক্রি করি।
Jump to: