বাঙালি থ্রেডের সকল নিউ মেম্বার এবং অদক্ষ মেম্বারদের আমি একটা বিষয় জানাতে চাই। আপনারা হয়তো ভাবতেছেন পোস্ট করবো অ্যাক্টিভিটি বাড়বে আর বাউন্টি করবো। আসলে মূলত এটা বিষয় না। আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। মেরিট পেতে হবে এবং বড় লেভেলে যেতে হবে। আবার ভাবতে পাড়েন মেরিট পাওয়ার জন্য যারা মেরিট পায় তাদের পোস্ট কপি করে পোস্ট করবো এটা ভেবে থাকলে এখনি ভূলে যান। কপি পেস্ট অনেক খারাপ এবং ঘৃনিয় একটি বিষয়। আপনি যদি কপি পেস্ট পোস্ট করেন তাহলে আপনি নিশ্চিৎ ব্যান খাবেন।আর ব্যান খাওয়া অ্যাকাউন্ট ২য় তো ঠিক করতে পাড়বেন না। তাই কেউ কপি পেস্ট পোস্ট ও স্পামিং পোস্ট করবেন না। কোন কিছু জানার থাকলে বড় মেম্বার বা অভিজ্ঞদের কাছে ভালোভাবে জানতে চাবেন আসা করি তারা না করবে না আপনাকে সাহায্য করবে।
না কপি পোস্ট করা যাবে কিন্তু কন্ডিশন অনুযায়ী...
কারণ কেউ যদি কোনো একটা বিষয় সম্বন্ধে জানতে চায় তখন আপনি তাকে নিজের ভাষায় সাহায্য করতে যাবেন...কিন্তু ঠিক একই বিষয় সম্বন্ধে যদি কেউ আগে থেকেই খুব ভালোভাবে উত্তর দিয়ে পোস্ট করে থাকেন তাহলে হয়তোবা আপনার নতুন করে উত্তর দেয়ার চাইতে তার সেই ভালোমানের উত্তরটাই কিছুটা কপি বা কুওট করে আনা টা উত্তম হবে.....তাতে নতুন করে পেঁচানো উত্তরের সংখ্যা আর বৃদ্ধি পাবেনা...
উদাহারন হিসেবে যেমন ধরুন কেউ জানতে চাইলো যে (মেরিট পাইতে গেলে কি লাগে/কি করতে হয় বা মেরিট রিকুয়ারমেন্ট কেউ বলবেন?) তখন কি আপনি খুজে খুজে সকল তথ্য বের করে একসাথে করে পোস্ট লিখে তাকে উত্তর দিবেন? হয়তোবা না! কারণ এইটা সম্বন্ধে পরিষ্কারভাবে উত্তর দেয়া আছে মেটা থ্রেডে যেখানে মেরিট রিকুয়ারমেন্ট সম্বন্ধে একটা টপিক্স-ই আছে...যেখানে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনার প্রশ্নের উত্তর দেয়া আছে..........আর এক্ষেত্রে আপনি অবশ্যই নতুন করে আর পোস্ট তৈরী করবেন না..!! আপনি সেই টপিক্স এ দেয়া উত্তর টাই কপি বা কুওট করে দিবেন যেটা উত্তম........
তাই বলছি যারা নতুন তারা কপি করবেন তবে মেরিট এর উদ্দ্যেশ্যে বা এক্টিভিটি বাড়ানোর জন্যে না অন্যকে সাহায্য করার উদ্দ্যেশ্যে তবে হ্যা...ভুলেউ একই পোস্ট আবার বারবার কপি করে পোস্ট করতে যাবেন না...ওই একবারই কন্ডিশন অনুযায়ী আপনি যখন কাউকে কোনো প্রশ্নের উত্তর দিবেন!!
Remember that : "Always say no to spamming and be an anti-spammer..!!✌"