Author

Topic: বাংলা (Bengali) - page 549. (Read 5754681 times)

newbie
Activity: 58
Merit: 0
March 16, 2018, 01:36:09 AM
আশা করি কোন প্রকার হেল্প লাগলে আপনাদের কাছ থেকে পাবো
newbie
Activity: 58
Merit: 0
March 15, 2018, 11:42:32 PM
আসসালামু আলাইকুম, কার কেমন চলছে
আপনাকে মেসেজ দিছি ভাই।
রিপ্লে দিয়েন।
newbie
Activity: 58
Merit: 0
March 15, 2018, 11:17:47 PM
জীবন কে আমরা যেভাবে দেখি জীবন আমাদের সেভাবে দেখে না।
newbie
Activity: 58
Merit: 0
March 15, 2018, 09:26:50 PM
বিতকয়েন সম্পর্ক কে কি জানো।
newbie
Activity: 39
Merit: 0
March 15, 2018, 04:52:00 PM
বিটকয়েন হল ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজিটাল মানি। সুতরাং এর একক কোন মালিক নেই। এই পদ্ধতি পরিচালিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সার্ভার থেকে এবং সেগুলো থাকে অনেক জনের অধীনে। এটা বিটকয়েনকে মুদ্রাস্ফীতির মত যেকোনো প্রকার সমস্যা থেকে নিরাপদে রাখে। পাশাপাশি, বিটকয়েন পৃথিবী ব্যাপী জনপ্রিয়; যে কারণে এই উপাদানের জন্য গ্রাহকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
newbie
Activity: 280
Merit: 0
March 15, 2018, 11:26:28 AM
কাজের মধ্য থাকা অন্যরকম মজা।
newbie
Activity: 38
Merit: 0
March 15, 2018, 10:34:47 AM
ভালো কোন কেম্পইন এ জয়েন হতে পারলে ভালো লাকত
newbie
Activity: 280
Merit: 0
March 15, 2018, 09:57:24 AM
 চাঁদপুরের কে কে আছেনHuh
newbie
Activity: 280
Merit: 0
March 15, 2018, 08:56:33 AM
সময় যেন কাটেনা।।
jr. member
Activity: 350
Merit: 1
March 15, 2018, 08:46:32 AM
সবাইকে নিয়ে একটা ফেসবুক গ্রুপ খুললে কেমন হয়??
যেখানে সকল সিনিয়র মেম্বারেরা নতুনদের বিভিন্ন পরামর্শ দিবে। আর নতুনরা তাদের সমস্যাগুলো সিনিয়র ভাইদের কাছে উপস্থাপন করে সঠিক সমাধান পাবে।।
সকলের মতামত প্রত্যাশা করছি.....
newbie
Activity: 57
Merit: 0
March 15, 2018, 05:25:07 AM
I am also from Bangladesh, anyone reply please.

কোন জেলা ভাই?
newbie
Activity: 11
Merit: 0
March 15, 2018, 03:29:37 AM
কেমন আছেন সবাই
 
ভাই আমি  marit  বারাব কেমন করে আমায় একটু হেল্প করবেন দয়া করে।।।।।।
full member
Activity: 896
Merit: 100
March 15, 2018, 02:17:51 AM
All currency rate is low but why?
jr. member
Activity: 149
Merit: 4
March 15, 2018, 01:06:43 AM
newbie
Activity: 58
Merit: 0
March 15, 2018, 01:06:08 AM
ফোরামে স্প্যাম করে পরিবেশ টা কে নষ্ট করবেন না!
প্লিজ।।
সবাই ক্রিপ্টো বিষয়ক আলোচনা করুন।
এতে সবার ই উপকার হবে।
newbie
Activity: 58
Merit: 0
March 15, 2018, 01:03:55 AM
এই ফোরামের বড় ভাইদের রেসপন্স চাই।
হুম,
বড়দের রেস্পন্স চাই।।
jr. member
Activity: 1380
Merit: 1
March 14, 2018, 08:57:08 PM
Job korte balo lage na
But korte hobe. This is the reality.
newbie
Activity: 38
Merit: 0
March 14, 2018, 01:46:31 PM
এই ফোরামের বড় ভাইদের রেসপন্স চাই।
newbie
Activity: 11
Merit: 0
March 14, 2018, 12:11:49 PM
Need Local Exchanger.
jr. member
Activity: 97
Merit: 2
LET'S CREATE OUR WEALTH ALTOGETHER
March 14, 2018, 10:57:04 AM


প্রিয় riffat,

আমার উদ্দ্যেশ্য আসলে আপনি বিটকয়েনকে বৈধ বলেছেন কি না তা না। অপনি উইকিপিডিয়ার যে লিঙ্কটা দিয়েছেন সেটাতে অন্য একটা লিঙ্ক এম্বেড করা ছিলো। আমি ভেবেছিলাম আপনি ওই অংশটা মিস করে গেছেন, যেটা আমি আমার পোস্টে ছবি আকারে প্রকাশ করেছি। হ্যাঁ আমি ফেসবুকে আপনার দেওয়া লিঙ্ক এবং কমেন্ট দু'টাই দেখেছি। বাংলাদেশর অধিকাংশ মানুষ যারা বিটকয়েনের উপযোগিতা সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েনকে সাপোর্ট করে। এটা ফেসবুকসহ অন্যান্য বহু জাতিয় ও আন্তর্জাতিক মিডিয়ার পোস্টেও দেখেছি।
বিটকয়েন লিগালিটি পায়নি মাত্র ৬টি দেশে। সেদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর সম্প্রতি নেপালে বিটকয়েনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে। আপনার পোস্টে আপনি যে সন্দেহ পোষণ করেছেন, তা একদমই অমূলক নয়। আনঅফিসিয়ালি বিটকয়েন বাংলাদেশে অবৈধ হয়তো নয়; তাহলে নিশ্চয়ই দু'চারটা গ্রফতারের ঘোষণা শোনা যেত, যেমনটা দেথা গেছে নেপালে।
কিন্তু অফিসিয়ালি বিটকয়েন এথনও বাংলাদেশে অবৈধই বটে। একসময় নিশ্চয়ই বিটকয়েন ব্যবহার করার অধিকার আমাদের দেশসহ সারা বিশ্বে মানবাধিকার হিসেবাই পরিগণিত হবে বলে আমার বিশ্বাস।
[/quote]
Thanks vai ato shundor vabe bujhia bolar jonno..vi Ai BD tader political shomosha shesh korte kortai desher manush der nia vabar time pay na.Vai Apni bolen,je poriman bekar BD te ase tader jonno ki crypto related outsourcing ta valo kina? Ami trading ar kotha boltesi na.bivinno bounty te je poriman BTC ba ETH pawa jay ta kintu $ a onek?But bd te ashob nia govt. ar vabar time koi?
[/quote]

প্রিয় riffat,

অপনার সাথে আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশ রাজনৈতিক করণে অন্যান্য সাধারণ রাষ্ট্র থেকে ৫ থেক ১০ বছর আর উন্নত বিশ্বর দেশগুলো থেকে ২০ বছর পিছিয়ে থাকছে। আমার মতে ক্রিপ্টরিলেটেড যা কিছু আছে তা সবই বাংলাদেশর মানুষের জন্য মঙ্গলজনক। আমার তো মনে হয় না, আমরা বেশির ভাগ মানুষ যারা বিটকয়েন ও ক্রিপ্টকয়েনে আয় করি; তারা পকেটের পয়সা খরচ করে বিটকয়েন কিনিনি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ফসেট ক্লেইম করার মাধ্যমে বিটকয়েনের কাজ শুরু করেছিলাম। পরবর্তী সময়ে হাইপ বিজনেসের জালে আক্রান্ত হয়ে লসও করেছি। আমি যখন বিটকয়েনের কাজ শুরু করি তখন বিটকয়েনের প্রাইজ ছিলো, ২০০ থেকে ২৩০ ডলারের মতো। আমার বিটকয়েনের আয় কি তবে অবৈধ? নিশ্চয়ই না। যদিও বাংরাদেশের অফিসিয়াল আইনানুযায়ী অবৈধ।
সরকারের এই দীর্ঘসূত্রী কার্যক্রমের ফলে, আমরা হয়তো ক্রিপ্টকয়েন দুনিয়ায় ১০ বছর পিছিয়ে থাকব। কিন্তু আমি সাধুবাদ জানাই আপনাদের মতো ইয়ং জেনারেশনের সকলকে। যারা বিটকয়েন বিশ্বে বাংলাদেশের পতাকাকে সামনে এগিয় নিয়ে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ হয়তো কিছুটা হলেও ভারসাম্য বজায় রাখতে পারবে ক্রিপ্টকয়েন অভিযাত্রায়।

ধন্যবাদ।
Jump to: