2019 এ মনে হই Mb8 coin বাউন্টির মতো কোনো বাউন্টি এতো High Payment দেই নাই। আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য একটা ভালো Telegram গ্রুপ হলে ভালো হই,তাহলে ভালো ভালো Project সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
ভাই এটা প্রজেক্টের Roadmap অনুযায়ী কাজ করার উপর নির্ভর করে। এছাড়া কেমন Exchange এ লিস্টিং হচ্ছে তার উপরও বেশি নির্ভর করে। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি:
কোনো একটা বাউন্টি সফলভাবে সম্পন্ন হলো ও বাউন্টি হান্টারদের পারিশ্রমিক বা পেমেন্ট দিয়ে দিলো। এখন সবাই অপেক্ষায় থাকবে Exchange এ লিস্ট হওয়ার এবং এই সময় ২টা জিনিস কাজ করে।
---> যারা বেশি পরিমাণে Token পাবে, তারা লোভের কারণে Forkdelta বা Etherdelta তে contract trading এর মাধ্যমে ico মুল্যের তলনায় খুবই কম মূল্যে Token বিক্রি করবে। কারণ তারা ফ্রিতে এসব টোকেন পাচ্ছে। আর লোভের কারণে তারা ভালো প্রজেক্টেরও অবস্থা খারাপ করে দেয়। এছাড়াও টোকেনটা DEx এ ( Decentealized Exchange; যেমন: Forkdelta, Etherdelta, TokenJar ইত্যাদি) ট্রেড করার অনুমতি আছে কিনা তার উপর নির্ভর করে। আমি এখানে V-ID প্রজেক্টের কথা উল্লেখ করলাম। V-ID প্রজেক্টের বাউন্টিতে আমি কাজ করছিলাম এবং পেমেন্টও লিস্টিং এর আগে দিয়ে দিচ্ছিল। টিম মেম্বাররা ভালো ছিলেন, তাই তারা DEx এ Contract ট্রেডিং করতে দেয়নি। এক কথায় Forkdelta বা Etherdelta তে ট্রেডিং হত না। কিন্তু idex Exchange এ লিস্টিং হয় এবং মূল্য ico এর মূল্যের তুলনায় 3x-4x এ ট্রেড হয়।
তখন যারা বিক্রি করে, তারা তো লাভবান হয়। কিন্তু যারা টোকেন HODL করে তারা সবচেয়ে বেশি লাভবান হয়। কারণ টোকেনের মূল্য পরবর্তীতে 65x-70x হয়। অর্থাৎ তারা ico মূল্যের তুলনায় ৬৫-৭০ গুণ বেশি মূল্যে টোকেন বিক্রি করে লাভবান হয়।
---> কোন Exchange এ টোকেন লিস্ট হচ্ছে, তার উপর প্রজেক্টের সফলতা সবচেয়ে বেশি নির্ভর করে। যদি সেই টোকেনটা DEx এ ( Decentealized Exchange; যেমন: Forkdelta, Etherdelta, TokenJar ইত্যাদি) ট্রেড না হয় এবং লোভী বাউন্টি হান্টারদের হাত থেকে Price dump হওয়া থেকে রক্ষা পায়। এখন প্রজেক্টের টিম মেম্বাররা Latoken এর মতো ফলতু মার্কা Exchange এ টোকেন লিস্ট করে, তাহলে ঐ টোকেন ০.০০১% লাভের আশা বাদ দেন। অনেক মেম্বার বলবে, "কেন ভাই latoken আপনার আবার কি ক্ষতি করছে?"। আমি তাদের জন্য শুধু একটা কথাই বলব, ভাই আপনারা প্রতিদিন Latoken Exchange এ যাবেন এবং প্রতিটি নুতুন altcoin এর ২৪ ঘন্টার ট্রেডিং Volume দেখবেন আর নোট করে রাখবেন। এক সপ্তাহ শেষে আপনারা এটা দেখতে পারবেন যে, নুতুন altcoin/token এর জন্য কোনো ট্রেডার নাই। ফলে নুতুন নুতুন প্রজেক্টগুলো Latoken এ লিস্ট হওয়ার পর ধরা খায়। আর যদি ভালো Exchange এ লিস্ট হয়, তাহলে টোকেনের মূল্য কমপক্ষে ico এর মূল্যের কাছাকাছি থাকে।
এছাড়াও আরো কিছু কারণ আছে। আমি অলস 😅😅 হওয়ায় আজকে আর লেখলাম না। আমি এক সপ্তাহ পর থেকে নিয়মিত এইখানে আপনাকে আপডেট দিব, ইনশাল্লাহ।