Author

Topic: বাংলা (Bengali) - page 460. (Read 5727953 times)

newbie
Activity: 419
Merit: 0
February 10, 2020, 07:41:14 AM
ভাই বাউন্টি আর এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য কি?
আমি স্বাভাবিকভাবে জানি এয়ারড্রপ স্বল্পমেয়াদী বাউন্টি দীর্ঘমেয়াদি। এয়ার্ড্রপ এ স্বল্প ইনকাম বাউন্টিতে বেশি ইনকাম। আসলে কি বাউন্টি আরিয়া ড্রপ একি নাকি ভিন্ন?
jr. member
Activity: 458
Merit: 1
February 09, 2020, 02:18:43 PM
আমাদের বাংলাদেশে অনেকেই অনেক আর্টিকেল লিখেছেন কিংবা ভিডিও বানিয়েছেন কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলতে হয়। কিন্তু সবাই ভুল ধারনা দিয়েছেন। বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলতে হয় সেটা দেখিয়েছেন ঠিকই কিন্তু সবাই ব্যবহার করেছেন কয়েনবেজ ওয়ালেটকে। কয়েনবেজ প্রথমত একটা এক্সচেঞ্জ সাইট যা এর পাশাপাশি ওয়ালেট সুবিধাও দিয়ে থাকে। তবে এই ধরনের ওয়ালেট রিস্কি কারন এই ওয়ালেটের উপর আপনার নিয়ন্ত্রন নেই বললেই চলে। এইটা বিটকয়েন ওয়ালেট ব্যবহারের প্রকৃত মেথড না। ইমেইল এড্রেস দিয়ে যে ওয়ালেট ব্যবহার করতে হয় সেগুলো অনেক রিস্কি, যেমন- কয়েনবেজ, ব্লকচেইন ওয়ালেট। এইগুলো হট ওয়ালেট যা অনেক রিস্কি। এই ওয়ালেটগুলোর উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কারন এইগুলো একটা ইমেইল একাউন্ট দিয়ে নিয়ন্ত্রিত হয়। বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভুল ধারনাগুলো ক্লিয়ার করে নিতে দেখুন- কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলবেন bangla tutorial
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কিছু শিখতে সহায়তা করবে।আমি নিজেও কিছু ভুল ধারনায় ছিলাম। আমার দেখা এই পর্যন্ত এইটাই সবচেয়ে সুন্দর টিউটোরিয়াল যেখানে বাংলায় বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলবেন তার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
thanks for good imformation

RIFAT001 ভাই এখানে বাংলা ভাষায় কথা বললে ভালো হয়। এই রকম পোস্ট করে এখানে সপাম কইরেন না।  ভালো কোয়ালিটির পোস্ট করার চেষ্টা করেন।       

ঠিক আছে
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
February 09, 2020, 09:57:34 AM
আমাদের বাংলাদেশে অনেকেই অনেক আর্টিকেল লিখেছেন কিংবা ভিডিও বানিয়েছেন কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলতে হয়। কিন্তু সবাই ভুল ধারনা দিয়েছেন। বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলতে হয় সেটা দেখিয়েছেন ঠিকই কিন্তু সবাই ব্যবহার করেছেন কয়েনবেজ ওয়ালেটকে। কয়েনবেজ প্রথমত একটা এক্সচেঞ্জ সাইট যা এর পাশাপাশি ওয়ালেট সুবিধাও দিয়ে থাকে। তবে এই ধরনের ওয়ালেট রিস্কি কারন এই ওয়ালেটের উপর আপনার নিয়ন্ত্রন নেই বললেই চলে। এইটা বিটকয়েন ওয়ালেট ব্যবহারের প্রকৃত মেথড না। ইমেইল এড্রেস দিয়ে যে ওয়ালেট ব্যবহার করতে হয় সেগুলো অনেক রিস্কি, যেমন- কয়েনবেজ, ব্লকচেইন ওয়ালেট। এইগুলো হট ওয়ালেট যা অনেক রিস্কি। এই ওয়ালেটগুলোর উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কারন এইগুলো একটা ইমেইল একাউন্ট দিয়ে নিয়ন্ত্রিত হয়। বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভুল ধারনাগুলো ক্লিয়ার করে নিতে দেখুন- কিভাবে বিটকয়েন ওয়ালেট খুলবেন bangla tutorial
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কিছু শিখতে সহায়তা করবে।আমি নিজেও কিছু ভুল ধারনায় ছিলাম। আমার দেখা এই পর্যন্ত এইটাই সবচেয়ে সুন্দর টিউটোরিয়াল যেখানে বাংলায় বিটকয়েন ওয়ালেট কিভাবে খুলবেন তার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
thanks for good imformation

RIFAT001 ভাই এখানে বাংলা ভাষায় কথা বললে ভালো হয়। এই রকম পোস্ট করে এখানে সপাম কইরেন না।  ভালো কোয়ালিটির পোস্ট করার চেষ্টা করেন।       
newbie
Activity: 419
Merit: 0
February 07, 2020, 09:55:49 PM
আমরা প্রতিনিয়ত বিটকয়েনটক ফোরাম এ নিষেধাজ্ঞা পরসি। যার  কারণ হচ্ছে আমরা এখানে এক বিষয়ের উপর রিপ্লাই করি। আর এই এক বিষয়ের উপর রিপ্লাই করার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো খুব সহজেই নিষেধাজ্ঞায় পরে।  আমাদের এই নিষেধাজ্ঞা হওয়া থেকে দূরে থাকার জন্য প্রতিনিয়ত বিভিন্ন  ক্যাটাগরির নিচে আমাদের কমেন্ট করা বা রিপ্লাই করা উচিত।তহলেই আমাদের বিটকয়েনটক আইডি গুলো টিক থাকবে।
ভাই আপনি ভালো একটা কথা বলেছেন স্বাভাবিকভাবেই বর্তমানে বিটকয়েন্টক একাউন্ট অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি যে কথাটা বলেছেন অনেক বিষয়ের ওপর রিপ্লাই করা তো এটা আমার আসলে জানা ছিলনা তো এটা আপনি বলে অনেক উপকার করেছেন আমার এবং এই পোস্টটি যারা দেখবে তাদের উপকার করেছেন অনেক ভাল লেগেছে আপনার পোস্টটি। আমি এখনও অনেকের পোস্টে ভালো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।
jr. member
Activity: 102
Merit: 2
February 07, 2020, 10:38:30 AM
বিটকয়েনের দাম গতকাল থেকে আজ অবধি প্রায় ৫% বেড়েছে, অনেকেই আশা করতেছে বিটকয়েন অফিসিয়ালি বুল রানের দিকে যাচ্ছে, যদি সত্যি হয় তাহলে আমরা নতুন একটা অল টাইম হাই দাম দেখতে পারবো। এই নিয়ে আমাদের ছোট একটি আর্টিকেল- বিটকয়েন কি ২০১৭ এর সর্বোচ্চ দামের রেকর্ড অতিক্রম করবে? আপনাদের মতামত জানাবেন অবশ্যই, এইখানে কিংবা আর্টিকেলে কমেন্ট করে।
জানুয়ারি মাসের শুরু থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে | গত বছরের অক্টোবর মাসে বিটকয়েন 6k হয়েছিল যেটা বিটকয়েনের সর্বশেষ নিম্ন দাম ছিল এখন বিটকয়েন প্রতিদিন ২%-৩% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যেটা অবশ্যই বুল রানের পূর্ব লক্ষণ | এই বছর বিটকয়েনের দাম সর্বনিম্ন 30k হবে আশা করি এবং আমরা বুল রান পর্যন্ত বিটকয়েন হোল্ড করবো |
jr. member
Activity: 81
Merit: 1
February 07, 2020, 04:51:29 AM
আমরা প্রতিনিয়ত বিটকয়েনটক ফোরাম এ নিষেধাজ্ঞা পরসি। যার  কারণ হচ্ছে আমরা এখানে এক বিষয়ের উপর রিপ্লাই করি। আর এই এক বিষয়ের উপর রিপ্লাই করার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো খুব সহজেই নিষেধাজ্ঞায় পরে।  আমাদের এই নিষেধাজ্ঞা হওয়া থেকে দূরে থাকার জন্য প্রতিনিয়ত বিভিন্ন  ক্যাটাগরির নিচে আমাদের কমেন্ট করা বা রিপ্লাই করা উচিত।তহলেই আমাদের বিটকয়েনটক আইডি গুলো টিক থাকবে।
newbie
Activity: 419
Merit: 0
February 06, 2020, 10:28:19 PM
আমি আছি কিন্তু রাজশাহী থেকে বলছি।আপনারা সবাই ভালো আছেন তো।

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? ভাই আমিও রাজশাহী থেকে বলছি।
full member
Activity: 1582
Merit: 101
February 06, 2020, 01:09:22 AM
শুনলাম অনেক জনের বিটকয়েন্টক একাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে বিটকয়েন্টক একাউন্ট সচল রাখার উপায় কি?

ভাই আপনি যদি বিটকয়েনটক ফোরামের নিয়ম মেনে পোস্ট করেন আপনার আইডি কিছু হবে না। কোন কপি পোস্ট করবেন না, ভালো কোয়ালিটির পোস্ট করে যান অফ টপিক পোস্ট করবেন না। তাহলেই আপনার আইডি নিরাপদ থাকবে


একদম সঠিক কথা বলেছেন। প্রত্যেক কিছুর একটা নিয়মকানুন থাকে আর আপনি ওখান থেকে সুবিধা নিবেন কিন্তু নিয়মকানুন মানবেন না তা হয়না। আমরা প্রায়শই নিয়মের বাহিরে কাজ করি সেজন্যই আইডি ব্যান হয়। আমি আরেকটু যোগ করে বলব, পোষ্ট করার সময় এক বোর্ড এ না করে বিভিন্ন বোর্ডে করবেন তাহলে আপনার আইডির কিছুই হবে না আর বিষয়ের বাহিরে কমেন্ট করবেন না।

ধন্যবাদ
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
February 05, 2020, 06:59:57 AM
শুনলাম অনেক জনের বিটকয়েন্টক একাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে বিটকয়েন্টক একাউন্ট সচল রাখার উপায় কি?

ভাই আপনি যদি বিটকয়েনটক ফোরামের নিয়ম মেনে পোস্ট করেন আপনার আইডি কিছু হবে না। কোন কপি পোস্ট করবেন না, ভালো কোয়ালিটির পোস্ট করে যান অফ টপিক পোস্ট করবেন না। তাহলেই আপনার আইডি নিরাপদ থাকবে
jr. member
Activity: 854
Merit: 1
February 05, 2020, 02:03:00 AM
শুনলাম অনেক জনের বিটকয়েন্টক একাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে বিটকয়েন্টক একাউন্ট সচল রাখার উপায় কি?
newbie
Activity: 419
Merit: 0
February 03, 2020, 09:44:55 PM
ভাই ম্যারিড কিভাবে বা পোস্ট কিভাবে করব এটা যদি বলতেন খুব ভালো হতো।আমি শুধু বোনটি করেছি কিন্তু কোনদিন পোস্ট করি নাই কোন কিছু না শেয়ার করা থাকলেও ভালো কিছু শেয়ার করতে চাইলেও আমি করতে পারি না তার কারণ আমি পোস্ট করতে পারিনা। ভাই এটা যদি আমাকে বলতেন আমি খুবই উপকৃত হতাম।
newbie
Activity: 191
Merit: 0
February 02, 2020, 02:23:59 PM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে

ধন্যবাদ। তবে সেক্ষেত্রে কি একটি নির্দিষ্ট টপিক (যেমন এখানে বাংলা) নিয়ে কথা বলতে থাকলে কি একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে/
না। বাংলায় কথা বললে account suspend হওয়ার কোনো কারণ নেই। বহু Russian user নিজের board এর বাইরে কথাই বলেন না। কেউ ওনাদের suspend করেনি। নির্ভয়ে বাংলায় কথা বলুন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি ভবিষ্যৎকালেও আপনার থেকে সহায়তা পাবো।
ভাইয়া একটু হেল্প করবেন আমার ফুল মেম্বার একাউন্ট ছিল আমার জানামতে কোনা দুনাম্বারি করিনি আমার একাউন্ট টা ব্যান্ড করেদিছে আমি কি কোনো ভাবে একাউন্টা ঠিক করতে পারি। একাউন্ট কি বিটকয়েন অথরিটি ব্যান্ড করে নাকি কেউ অভিযোগ দিলে ব্যান্ড করে একটু বলবেন প্লিজ
newbie
Activity: 560
Merit: 0
February 01, 2020, 11:30:37 AM
বিটকয়েনটক ফোরাম এ আমরা পোস্ট করার সময় অনেক কিছুই বুঝি না। বিশেষ করে বি বি কোড গুলোর ব্যাবহার কোনটা কি কাজ করে, তাই আমি একটা গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করলাম। এই লিংক টা দেখলে আশা করি আপনারা সবাই বিটকয়েনটক পোস্ট বিষয়ে সব কিছু বুঝতে পারবেন।

https://bitcointalk.org/index.php?action=help;page=post
অসংখ্য ধন্যবাদ NNRR আপনাকে। আপনি সত্যিই একটা গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করেছেন। আমি আগে অল্পকিছুুর কাজ জানতাম কিন্তু এখন আপনার লিংক শেয়ার করার পর থেকে আমি এখন সুন্দর করে পোস্ট করতে পারি। নতুন যারা আছে তারা এই লিংকটা দেখলে আশাকরি সুন্দরভাবে পোস্ট করতে পারবে।
jr. member
Activity: 1442
Merit: 2
February 01, 2020, 05:57:13 AM
আপনাদের মত মানুষের সাপোর্ট আছে বলেই আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা বাংলাদেশি। এটা ভেবে ও আমি অনেক আনন্দিত যে আপনার মত লিজেন্ডারি মেম্বেররা এই ফোরামে রয়েছে।  আশা করি খুবশিগ্রই অন্যান্য দেশের মত বাংলাদেশের ও আলাদা লোকাল সাব-ফোরাম দেখতে পারব। সঠিক গাইড লাইনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 
jr. member
Activity: 79
Merit: 1
February 01, 2020, 02:47:54 AM
Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।

বিনামূল্যে কয়েন বা টোকেন বিতরন করার উদ্দশ্যে কি? এতে কোম্পানির কি লাভ বা ক্ষতি?

বিনামূল্যে কয়েন বিতরণ কোম্পানির কোন ক্ষতি নেই বরং লাভ হয়।

বিনামূল্যে কয়েন বিতরণ হচ্ছে একটি কোম্পানির এয়ার্ড্রপ অথবা বাউন্টি কাজ সমূহ।

এখন দেখে নেয়া যাক এয়ার্ড্রপ করতে আমাদের কি কি কাজ করতে হয়?

এয়ার্ড্রপ করার জন্য প্রথমে আমাদের যে কোম্পানির এয়ার্ড্রপ করবো ওই কোম্পানির টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করতে হয়।
তারপর ওই কোম্পানিতে টুইটার এবং ফেসবুক সেসাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ফলো করতে হয়। এতে ফলো করলে যে কোম্পানিটির এয়ার্ড্রপ করছি ওই কোম্পানিতে ফলোয়ার বাড়ে এবং সেই সাথে আমরা ওই কোম্পানি যেসব পোস্ট শেয়ার করি তা আমাদের সোশ্যাল মিডিয়া বন্ধু লিস্টে যারা আছে তারা সবাই দেখতে পাই এতে করে ওই কোম্পানিটির প্রচার এবং প্রচারণা খুব সহজে হয়ে যায়।

তাই মূলত ওই কোম্পানিতে আমাদের বিনামূল্যে কিছু কয়েন বা টোকেন প্রদান করে থাকে।

এবার চলে আসা যাক বাউন্টি ক্ষেত্রে।

আমরা সবাই কমবেশি বাউন্টি করি।
আর বাউন্টি হলো একটি নির্দিষ্ট সময় থেকে অন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কোম্পানির প্রচার-প্রচারণা করা।এক্ষেত্রে আমরা ওই কোম্পানিটির ফেসবুক টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিংবা আমরা আর্টিকেল লিখে ওই কোম্পানিতে প্রচার প্রচারণা চালায়। তাতে ওই কোম্পানিটির বিভিন্ন নিউজ এবং ওই কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলো আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে যেসব বন্ধুগণ আছে ওদের মাঝে শেয়ার করতে পারি , যার ফলে ওই কোম্পানিটির প্রচার খুব ভালো হয় এবং একটা নির্দিষ্ট সময় আমরা কাজ করার পর ওই কোম্পানিতে আমাদের কাজের জন্য কিছু টোকেন বা কয়েন দিয়ে থাকে।
jr. member
Activity: 33
Merit: 2
January 30, 2020, 07:58:49 AM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে

ধন্যবাদ। তবে সেক্ষেত্রে কি একটি নির্দিষ্ট টপিক (যেমন এখানে বাংলা) নিয়ে কথা বলতে থাকলে কি একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে/
না। বাংলায় কথা বললে account suspend হওয়ার কোনো কারণ নেই। বহু Russian user নিজের board এর বাইরে কথাই বলেন না। কেউ ওনাদের suspend করেনি। নির্ভয়ে বাংলায় কথা বলুন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি ভবিষ্যৎকালেও আপনার থেকে সহায়তা পাবো।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
January 30, 2020, 07:45:18 AM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে

ধন্যবাদ। তবে সেক্ষেত্রে কি একটি নির্দিষ্ট টপিক (যেমন এখানে বাংলা) নিয়ে কথা বলতে থাকলে কি একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে/
না। বাংলায় কথা বললে account suspend হওয়ার কোনো কারণ নেই। বহু Russian user নিজের board এর বাইরে কথাই বলেন না। কেউ ওনাদের suspend করেনি। নির্ভয়ে বাংলায় কথা বলুন।
jr. member
Activity: 33
Merit: 2
January 30, 2020, 05:17:23 AM
বর্তমান সময়ে একটা সমস্যা বেশি দেখা দিচ্ছে bitcointalk নতুন ইউজারদের অ্যাকাউন্ট সমস্যা সেটা হল একাউন্ট সাসপেন্স ?


আমরা যারা নতুন bitcointalk ব্যবহারকারী রয়েছি বর্তমান সময়ে আমরা bitcointalk এ শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করি এবং সেখানেই রিপ্লাই করি এছাড়া অন্য কোন সেকশনে গিয়ে নিজের মতামত অন্যের মতামত নিয়ে কোন করিনা উত্তর দেইনা মূলত এই জন্যই আমাদের অ্যাকাউন্টগুলো ban হয়ে যাচ্ছে

নতুন ইউজারদের কাছে পরামর্শ এটাই যে আপনারা ডিসকাশন গ্রুপের সব সেকশনে গিয়ে আপনার নিজের মতামত এবং অন্যের মতামত এর পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ban হওয়ার সম্ভাবনা কমে যাবে

ধন্যবাদ। তবে সেক্ষেত্রে কি একটি নির্দিষ্ট টপিক (যেমন এখানে বাংলা) নিয়ে কথা বলতে থাকলে কি একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে/
newbie
Activity: 560
Merit: 0
January 28, 2020, 11:59:59 AM
বিটকয়েনের দাম গতকাল থেকে আজ অবধি প্রায় ৫% বেড়েছে, অনেকেই আশা করতেছে বিটকয়েন অফিসিয়ালি বুল রানের দিকে যাচ্ছে, যদি সত্যি হয় তাহলে আমরা নতুন একটা অল টাইম হাই দাম দেখতে পারবো। এই নিয়ে আমাদের ছোট একটি আর্টিকেল- বিটকয়েন কি ২০১৭ এর সর্বোচ্চ দামের রেকর্ড অতিক্রম করবে? আপনাদের মতামত জানাবেন অবশ্যই, এইখানে কিংবা আর্টিকেলে কমেন্ট করে।
হা বিটকয়েন বুলরানের দিকে যাচ্ছে, তবে আমার মনে হয়না আমরা অল টাইম হাই দাম দেখতে পারবো। 2020 সালে অনেক প্রত্যাশা রয়েছে এবং অনেকেই অপেক্ষা করছেন যে বিটকয়েনর দাম উঠে যাবে এবং আমিও সেই জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় 2020 সালে বিটকয়েন $15 K আতিক্রম করবে.
newbie
Activity: 9
Merit: 1
January 28, 2020, 02:15:25 AM
বিটকয়েনের দাম গতকাল থেকে আজ অবধি প্রায় ৫% বেড়েছে, অনেকেই আশা করতেছে বিটকয়েন অফিসিয়ালি বুল রানের দিকে যাচ্ছে, যদি সত্যি হয় তাহলে আমরা নতুন একটা অল টাইম হাই দাম দেখতে পারবো। এই নিয়ে আমাদের ছোট একটি আর্টিকেল- বিটকয়েন কি ২০১৭ এর সর্বোচ্চ দামের রেকর্ড অতিক্রম করবে? আপনাদের মতামত জানাবেন অবশ্যই, এইখানে কিংবা আর্টিকেলে কমেন্ট করে।
Jump to: