Author

Topic: বাংলা (Bengali) - page 463. (Read 5728142 times)

newbie
Activity: 1
Merit: 0
January 08, 2020, 10:47:03 AM
Crypto আর্নিং নিয়ে কিছু কথা বলি ।
Crypto আর্নিং এর ২টি  জনপ্রিয় উৎস হচ্ছে - Airdrop এবং  Bounty ।

Airdrop : Cryptocurrency এর প্রচার এর জন্য crypto কোম্পানি গুলো কিছু token বা coin অফার করে থাকে ।
এর জন্য তারা কিছু রুলস উল্লেখ করে থাকে । তাদের রুলস গুলো সঠিকভাবে পূরণ করতে পারলে তারা নির্দিষ্ট সংখক coin বা token পে করে থাকে ।
এয়ারড্রপ এ যে রুলস থাকে তার কিছুটা  উল্লেখ করি - ফেইসবুক পেজ এ লাইক দেয়া, পোস্ট শেয়ার করা, টুইটার এ ফলো করা, রিটুইট করা  মিডিয়াম এ ফলো করা reddit এ ফলো করা ডিসকোর্ড চ্যানেল এ join করা , টেলিগ্রাম  চ্যানেল আর  গ্রুপ  এ join  করা আর  proof হিসেবে লিংকগুলো তাদের সিলেক্টেড  ফর্ম এ সাবমিট করতে হয় । এই কাজগুলো আপনি খুব সহজেই  করতে পারবেন । বিভিন্ন youtube চ্যানেল এ আপনি বিস্তারিত জানতে পারবেন ।

বেশির ভাগ crypto (my ether wallet address) এ পে করে থাকে । লিংক  : myetherwallet.com এই লিংক এ গিয়ে আপনি ether address খুলে নিতে পারবেন । এছাড়াও কিছু  নির্দিষ্ট coin এর নির্ধারিত wallet থাকতে পারে airdrop এর কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে তাদের রুলস গুলো ভালোভাবে পরে নিতে হবে ।


Bounty : crypto এর জনপ্রিয়তা অর্জনের লক্ষে কোম্পানিগুলো promotion এর জন্য কিছু coin বা token অফার করে থাকে ।
বাউন্টি এর কিছুটা রুলস বলি- bounty তে আলাদা আলাদা সেকশন থাকে ।
যেমন- twitter campaign; facebook campaign; youtube campaign; content creation campaign;  linked in campaign;  reddit campaign; translation campaign; signature campaign ইত্যাদি । আপনি যেকোনো ১ টি ক্যাম্পেইন এর কাজ ও করতে পারেন ।

টুইটার এ রেগুলার টুইট করা, রিটুইট করা, ফেইসবুক পেজ এর পোস্ট শেয়ার করা, পোস্ট করা, কিছু ক্রিয়েটিভ সাবমিশন থাকতে পারে, এছাড়াও  ব্লগ পোস্ট তৈরী করা youtube  ভিডিও তৈরী করা reddit এ পোস্ট করা কমেন্ট করা ইত্যাদি কাজ থাকে । এর জন্য আপনাকে  weekly report করতে বলা হতে পারে । আর আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে । আর নির্ধারিত সময়ের পর আপনাকে পে করা হবে ।  কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে তাদের রুলস গুলো ভালোভাবে পরে নিতে হবে ।


bitcointalk এর bounty সেকশন এ এই কাজগুলো খুঁজে পাবেন । লিংক: https://bitcointalk.org/index.php?board=238.0
এছাড়াও কিছু youtube channel এ আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন ।

আপনার my ether wallet address এ প্রাপ্ত টোকেন এই লিংক এ গিয়ে চেক করে নিতে পারবেন : https://ethplorer.io/
এবং নির্ধারিত exchange এ exchange করে আপনি বিটকয়েন এ রূপান্তরিত করতে পারবেন পরবর্তীতে আপনি বিটকয়েন কে টাকা তে  রূপান্তরিত করতে পারবেন । বাংলাদেশ এ আপনি  localbitcoin.com এ bitcoin exchange করে বিকাশ রকেট নগদ বা আপনার একাউন্ট এ টাকা নিতে পারবেন । কিভাবে ether wallet খুলবেন, কিভাবে exchange করবেন,  কিভাবে কাজ করবেন এইসব নিয়ে youtube এ অনেক ভিডিও আছে ।

আমি একটা পাকিস্তানী youtube channel ফলো করি : https://www.youtube.com/channel/UCCzQNZgF08fIzkp_hwQCT5g
এছাড়াও আপনি চাইলে আমাকে নক করতে পারবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করবো ।

ধন্যবাদ সবাইকে, আর Bitcointalk এ বাংলাদেশী মেম্বারদের সাথে থেকে আমি আনন্দিত ।
jr. member
Activity: 42
Merit: 4
January 08, 2020, 05:02:32 AM
আমার মনে হয় Forkdelta হোল বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ exchange। কারণ এই বিনিময়টিতে আপনার লগ ইন করার জন্য ব্যক্তিগত কী (private key) প্রয়োজন।

এই বিনিময়টিতে আমার দুটি খারাপ অভিজ্ঞতা আছে। এই এক্সচেঞ্জে ট্রেড করার সময় আমার Wallet দুইবার হ্যাক হয়েছিল।

এখন আমি নতুনদের যারা ফর্কডেল্টায় trade করতে চান তাদের সতর্ক করতে চাই।

1. প্রথমে আমি আপনাকে মেটামাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।
২. যাদের কম্পিউটার নেই, যারা মোবাইল ফোন ব্যবহার করেন, তারা trading এর জন্য একটি নতুন ERC 20 ওয়ালেট ব্যবহার করতে পারেন।
৩. আপনি ফোর্কডেল্টায় একটি নতুন ঠিকানা তৈরি করতে বা বিদ্যমান অ্যাকাউন্ট আমদানি করতে পারেন। https://i.imgur.com/cTJbtTt.png
4. তারপরে আপনি ফর্কডেল্টায় trade করতে পারবেন।
5. এখন আপনি একটি ক্রয় অর্ডার বা বিক্রয় অর্ডার করতে পারেন। আমি অর্ডার দেওয়ার পরে সবাইকে ফরেক্সডেলটা থেকে আপনার অ্যাকাউন্টটি forget করার পরামর্শ দিই। https://i.imgur.com/B2DBJXD.png
6. আপনি ভাবতে পারেন যে আপনি যখন নিজের অ্যাকাউন্টটি forget করবেন তখন আপনার সম্পত্তির কী হবে? কিছুই ঘটে না. আপনি লগইন না করে আপনার অর্ডারটি দেখতে পারেন। আপনি যখন দেখেন যে আপনার অর্ডার সম্পন্ন হয়েছে তখন আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করুন এবং আপনার সম্পদ withdraw করুন।
7. আপনাকে মনে রাখতে হবে যে প্রতি 10000 টি ব্লক পার হবার পর আপনার অর্ডারটি complete না হলে এটি শেষ হয়ে যায়। সুতরাং আপনাকে আপনার অর্ডারটি পরীক্ষা করতে হবে এবং মেয়াদ শেষ হলে আপনাকে আবার একটি order করতে হবে।
৮. কারণ আপনি যত বেশি সময় ফর্কডেল্টায় লগইন করেন আপনার ওয়ালেট হ্যাক করার সুযোগ তত বেশি। হ্যাকারদের আপনার ওয়ালেট হ্যাক করার জন্য কিছু সময়তো প্রয়োজন।

আমি এখানে একটি গুরুত্বগূর্ণ লিঙ্ক ও শেয়ার করছি
1. https://www.coingecko.com/buzz/complete-guide-to-using-forkdelta।
2. https://bitcointalksearch.org/topic/forkdelta-exchange-tutorial-for-beginer-3272692
3. https://steemit.com/forkdelta/@bitcoindollar/how-to-use-forkdelta-with-myetherwallet
4. https://coinpaprika.com/exchanges/forkdelta/

 এছাড়াও যদি অন্য কারো এ বিষয়ে কিছু  জানা থাকে তবে এখানে আলোচনা করলে আমাদের সবার উপকার হবে।  ধন্যবাদ বন্ধুগন.
full member
Activity: 1582
Merit: 101
January 07, 2020, 02:33:02 AM
স্টেকিং করে আয় করুন।
আপনি কি জানেন স্টেকিং করে আয় করা যায়? বায়নান্সে আপনি স্টেকিং করে প্রতিমাসে আয় করতে পারবেন। স্টেকিং কয়েনগুলো হোল্ড করলে অটোমেটিকভাবে আপনার বায়নান্সের ওয়ালেটে আয় চলে আসবে। যেমন ধরুন NEO, XLM, Harmoney One, TRX টোকেন হোল্ড করলেন বা প্রতিনিয়ত স্টেকিং টোকেন/কয়েনগুলো ট্রেড করলেন, যতদিন আপনার ওয়ালেটে ওই কয়েন/টোকেনগুলো থাকবে প্রতিদিন বায়নান্স আপনার সেই টোকেনগুলো কিউমুলেটিভ ওয়েতে যোগ করে প্রতিমাসের শুরুতে নির্দিষ্ট পরিমানে সেই টোকেন বোনাস দেয়। বোনাসের পরিমান নির্ভর করে সেই নির্দিষ্ট টোকেন এর বাৎসরিক % হারের উপর। এরকম আরো কিছু একচেঞ্জারে স্টেকিং করে আয় করা যায়। CoinHe একচেঞ্জে তাদের নিজস্ব টোকেন CHT হোল্ড এবং লক ফর মাইনিং করে প্রতিদিন আয় করতে পারবেন। তাই ট্রেডের এই ‍দুর্দিনে স্টেকিং হতে পারে আপনার আয়ের উৎস।

অনেক ভালো একটা পোষ্ট করলেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ট্রেডিং করলে লাভ লোকসানের একটা ব্যাপার থাকে তাই এখন থেকে যাদের মোটামুটি ভালো টাকা আছে তারা এটা করতে পারে যেটা একদম রিস্ক বিহীন। আমিও এখন থেকে তাই করব।
full member
Activity: 1099
Merit: 116
January 06, 2020, 11:05:55 PM
বিট কয়েন 2018 সালে একটা সময়ে দাম অনেক কমে গেল এমন কি 3500 ডলার পর্যন্ত গিয়েছিল।সিনিয়র ভাইরা কি মনে করে 2019 তো আমরা শেষ করলাম বিটকয়েনের দাম কি আর কমতে পারে বলে মনে হয়।নাকি এখান থেকে পুনরায় উঠতে শুরু করবে।আমি জানতে চাইছিলাম মার্কেটের এই দাম উঠা নামার স্ট্রাটেজী কিভাবে বুঝা সম্ভব । কোন সিনিয়র ভাইয়ের জানা থাকলে বলবেন দয়া করে ।

ভাই, ক্রিপ্টো মার্কেটের ট্রেন্ড বুঝা বড়ই কঠিন। এখানে প্রেডিকশান তেমন কার্যকরী হয়না। কথনোসখনো কাকতালীয়ভাবে কোন প্রেডিকশান ফলে যেতে পারে আবার সেটা নাও ফলতে পারে। যেমন ম্যাকাফি বলেছিলো ২০20 সালের শেষে বিটকয়েনের দাম ১ মিলিয়ন ডলার হবে।  এটা তার প্রেডিকশান যদিও আমি এটা বিশ্বাস করিনা যে ২০২০ সালের শেষে ১ মিলিয়ন ডলার হবে। তবে আমি আশা করি অন্তত ১৫০০০ ডলার প্রাইস থাকতে পারে।
copper member
Activity: 1120
Merit: 2
January 06, 2020, 10:50:15 AM
বিট কয়েন 2018 সালে একটা সময়ে দাম অনেক কমে গেল এমন কি 3500 ডলার পর্যন্ত গিয়েছিল।সিনিয়র ভাইরা কি মনে করে 2019 তো আমরা শেষ করলাম বিটকয়েনের দাম কি আর কমতে পারে বলে মনে হয়।নাকি এখান থেকে পুনরায় উঠতে শুরু করবে।আমি জানতে চাইছিলাম মার্কেটের এই দাম উঠা নামার স্ট্রাটেজী কিভাবে বুঝা সম্ভব । কোন সিনিয়র ভাইয়ের জানা থাকলে বলবেন দয়া করে ।
sr. member
Activity: 993
Merit: 250
Moonbet.io
January 06, 2020, 08:15:25 AM
আমি মনে করি যে,বিটকয়েন ভবিষ্যত সুরক্ষিত এবং ক্রিপ্টোর শীর্ষ মুদ্রায় পৌঁছানোর চেষ্টা করে,তবে বিগত বছর থেকে আমরা বিটিসির ভবিষ্যত এবং লোকেদের সম্পর্কে অনেকগুলি মিথ্যা দাবি দেখছি যারা বিটিসি পুরোপুরি বুঝতে পারে না তারা এই সংবাদগুলি চারপাশে ছড়িয়ে দিচ্ছে তাদের মত না বুঝে ভিন্য মত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।আমাদের শান্ত হতে হবে এবং তৈরি করতে হবে একটি ভাল অনুসন্ধান যাতে বিটিসির দাম হবে।
আপনি সঠিকই বলেছেন ভাই, আমাদের দরকার ঐক্যেতা এবং অনুসন্ধান..        
newbie
Activity: 434
Merit: 0
January 05, 2020, 11:03:09 AM
এখন, বিটকয়েন পরবর্তী 10 বছরের জন্য যাত্রা শুরু করছে। আমরা জানি 10 বছরের বিটকয়েন দিয়ে অনেক কিছু ঘটবে। অনেক চ্যালেঞ্জ আছে। এমনকি নেতিবাচক বিকাশ যা এর কার্যকারিতা মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে, তবে দিনের শেষে আমি নিশ্চিত যে বিটকয়েন তাদের সমস্তকে আবহাওয়া নিয়ন্তন করতে সক্ষম হতে পারে।কারণ বিটকয়েন পরবতী যুগে সমস্ত  বাজার মাতিয়ে চলবে ইনসাল্লাহ। 
newbie
Activity: 434
Merit: 0
January 04, 2020, 05:51:06 PM
আমি মনে করি যে,বিটকয়েন ভবিষ্যত সুরক্ষিত এবং ক্রিপ্টোর শীর্ষ মুদ্রায় পৌঁছানোর চেষ্টা করে,তবে বিগত বছর থেকে আমরা বিটিসির ভবিষ্যত এবং লোকেদের সম্পর্কে অনেকগুলি মিথ্যা দাবি দেখছি যারা বিটিসি পুরোপুরি বুঝতে পারে না তারা এই সংবাদগুলি চারপাশে ছড়িয়ে দিচ্ছে তাদের মত না বুঝে ভিন্য মত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।আমাদের শান্ত হতে হবে এবং তৈরি করতে হবে একটি ভাল অনুসন্ধান যাতে বিটিসির দাম হবে।
newbie
Activity: 434
Merit: 0
January 03, 2020, 10:45:09 AM
বিটকয়েন ফিউচার চুক্তিতে, ডিলটি বিটকয়েন দামের ভিত্তিতে করা হয় এবং ব্যবসায়ীরা ভবিষ্যতের বিটকয়েন দামের নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে বিড জমা দিতে পারে।তারা তা ব্যবসার মাধ্যমে ব্যবহার করতে পারে।আরও তা বিটকয়েন ফিউচার  হিসেবে বিবেচনা করে বিটকয়েন ছাড়াই বাণিজ্য করতে দেয়।
আগামীতে আমরা আরও ভালো কোনো সুযোগী ব্যবসা হিসেবে পাশে পাবো।
copper member
Activity: 1120
Merit: 2
January 03, 2020, 09:16:14 AM
স্টেকিং করে আয় করুন।
আপনি কি জানেন স্টেকিং করে আয় করা যায়? বায়নান্সে আপনি স্টেকিং করে প্রতিমাসে আয় করতে পারবেন। স্টেকিং কয়েনগুলো হোল্ড করলে অটোমেটিকভাবে আপনার বায়নান্সের ওয়ালেটে আয় চলে আসবে। যেমন ধরুন NEO, XLM, Harmoney One, TRX টোকেন হোল্ড করলেন বা প্রতিনিয়ত স্টেকিং টোকেন/কয়েনগুলো ট্রেড করলেন, যতদিন আপনার ওয়ালেটে ওই কয়েন/টোকেনগুলো থাকবে প্রতিদিন বায়নান্স আপনার সেই টোকেনগুলো কিউমুলেটিভ ওয়েতে যোগ করে প্রতিমাসের শুরুতে নির্দিষ্ট পরিমানে সেই টোকেন বোনাস দেয়। বোনাসের পরিমান নির্ভর করে সেই নির্দিষ্ট টোকেন এর বাৎসরিক % হারের উপর। এরকম আরো কিছু একচেঞ্জারে স্টেকিং করে আয় করা যায়। CoinHe একচেঞ্জে তাদের নিজস্ব টোকেন CHT হোল্ড এবং লক ফর মাইনিং করে প্রতিদিন আয় করতে পারবেন। তাই ট্রেডের এই ‍দুর্দিনে স্টেকিং হতে পারে আপনার আয়ের উৎস।


আপনার এই তথ্য বহুল পোষ্ট টি আমার সহ অনেকের অনেক উপকার হবে ।বিশেষ করে অনেক নতুন বিনিয়োগ কারী না বুঝে মনে করে রাতারাতি টাকা বা মুলধন কয়েক গুন বৃদ্ধি করা যায়।পরে তাদের সমস্ত মুলধন ই নষ্ট হয়ে যায় তাদের জন্য এটা একটা ভাল সুযোগ হতে পারে বলে আমি মনে করি।
full member
Activity: 1099
Merit: 116
January 01, 2020, 06:25:22 AM
স্টেকিং করে আয় করুন।
আপনি কি জানেন স্টেকিং করে আয় করা যায়? বায়নান্সে আপনি স্টেকিং করে প্রতিমাসে আয় করতে পারবেন। স্টেকিং কয়েনগুলো হোল্ড করলে অটোমেটিকভাবে আপনার বায়নান্সের ওয়ালেটে আয় চলে আসবে। যেমন ধরুন NEO, XLM, Harmoney One, TRX টোকেন হোল্ড করলেন বা প্রতিনিয়ত স্টেকিং টোকেন/কয়েনগুলো ট্রেড করলেন, যতদিন আপনার ওয়ালেটে ওই কয়েন/টোকেনগুলো থাকবে প্রতিদিন বায়নান্স আপনার সেই টোকেনগুলো কিউমুলেটিভ ওয়েতে যোগ করে প্রতিমাসের শুরুতে নির্দিষ্ট পরিমানে সেই টোকেন বোনাস দেয়। বোনাসের পরিমান নির্ভর করে সেই নির্দিষ্ট টোকেন এর বাৎসরিক % হারের উপর। এরকম আরো কিছু একচেঞ্জারে স্টেকিং করে আয় করা যায়। CoinHe একচেঞ্জে তাদের নিজস্ব টোকেন CHT হোল্ড এবং লক ফর মাইনিং করে প্রতিদিন আয় করতে পারবেন। তাই ট্রেডের এই ‍দুর্দিনে স্টেকিং হতে পারে আপনার আয়ের উৎস।
newbie
Activity: 9
Merit: 1
January 01, 2020, 04:15:18 AM
স্বাগতম ক্রিপ্টো বাংলা ব্লগে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুঁটিনাটি এবং ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন সংবাদ নিয়ে সাজানো হবে আমাদের এই ব্লগ। আপনারা কি কি বিষয়ে আর্টিকেল পেতে চান নিচে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধমত আর্টিকেল পাবলিশ করার। আশা করছি সবার উপকারে লাগবে।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলায় খুব কম ব্লগ আছে, যা আছে তাও আবার ভুল তথ্য দিয়েই সাজানো। আমরা আমাদের সর্বোত্তমটা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বাংলায় ক্রিপ্টোকারেন্সির সব রিসোর্স পান।
ধন্যবাদ
এডমিন
ক্রিপ্টোবাংলা
newbie
Activity: 434
Merit: 0
December 31, 2019, 09:59:20 PM
বিটকয়েন হ'ল সেরা মুদ্রা, বিটকয়েন হলেন ক্রিপ্টোকারেন্সির জনক। বিটকয়েনের বৃদ্ধি এবং বাস্তবায়ন অন্য যে কোনও মুদ্রার তুলনায় অনেক দ্রুত।যদিও এর মূল্য ওঠা নামা করছে তবে বিটকয়েন ভবিষ্যতের ভার্চুয়াল বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। আমি আশা করি বিটকয়েন দীর্ঘদিন স্থায়ী হবে এবং সবার ভালো আয়ের উৎস হতে পারে।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 30, 2019, 12:09:02 PM

Happy new year to all member

ভাই যে পোস্ট করবেন সেটা যেন অবশ্যই অর্থবহ হয় নতুবা সেটা স্পাম হিসেবে বিবেচিত হবে। আমাদের সম্মানিত মডারেটর ভাই গত ৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একটা বাংলা সাবফোরাম খোলার জন্য কিন্তু এরকম আধা লাইন, একলাইন পোস্ট কিংবা অপ্রোয়োজনীয় পোস্টের জন্য আমাদের সাব ফোরাম খোলা সম্ভব হচ্ছেনা। অনেকেই বিরোধীতা করতেছে আমাদের বিপক্ষে। তাই সকলের কাছে অনুরোধ, পোস্ট করলে সেটা অর্থবহুল এবং অন্তত ২ লাইন পোস্ট করবেন। আমাদের সাব ফোরাম খোলার আবেদনটি পড়ুন তাহলে বুঝতে পারবেন।  https://bitcointalksearch.org/topic/local-board-request-for-bengali-4455886

একদম সত্যিকথা। এসব পোষ্ট দেয়ার মানে কি ভাই? ফোরামকে এত হালকা ভাবা উচিত নয়, শুভেচ্ছা জানানোর জন্য অনেক ম্যাসেঞ্জার আছে, ওখানে প্রতিনিয়ত শুভেচ্ছা জানাতে পারেন। তাই ভাইকে বলব ফোরামে এসব স্পামিং পোষ্ট করা থেকে বিরত থাকুন।

ধন্যবাদ
ফোরামে এ ধরণের স্পাম পোস্ট করার জন্য অবশ্যই ধিক্কার জানাই। পাশাপাশি আপনাদের মত সিনিয়র মেম্বারদের কাছ থেকে আরো বেশী বেশী পরামর্শ  প্রত্যাশা করি। আশাকরি পোস্ট বিষয়ে সবাই আরো সযাগ ও যত্নশীল হবেন।
newbie
Activity: 434
Merit: 0
December 30, 2019, 11:37:51 AM
আপনার পোস্টগুলো অনেক তথ্য বহুল হয়।আমরা নতুনরা আপনার তথ্য বহুল আলোচনা পরে বিটকয়েন ফোরাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারি।বিটকয়েন ফোরামে আপনাদের মত সিনিয়রদের পথ চলার সঙ্গী হয়ে বিটকয়েন ফোরামে সবার মাঝে এর  প্রসার করতে পারলে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করবো।     
full member
Activity: 1582
Merit: 101
December 30, 2019, 11:20:05 AM

Happy new year to all member

ভাই যে পোস্ট করবেন সেটা যেন অবশ্যই অর্থবহ হয় নতুবা সেটা স্পাম হিসেবে বিবেচিত হবে। আমাদের সম্মানিত মডারেটর ভাই গত ৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একটা বাংলা সাবফোরাম খোলার জন্য কিন্তু এরকম আধা লাইন, একলাইন পোস্ট কিংবা অপ্রোয়োজনীয় পোস্টের জন্য আমাদের সাব ফোরাম খোলা সম্ভব হচ্ছেনা। অনেকেই বিরোধীতা করতেছে আমাদের বিপক্ষে। তাই সকলের কাছে অনুরোধ, পোস্ট করলে সেটা অর্থবহুল এবং অন্তত ২ লাইন পোস্ট করবেন। আমাদের সাব ফোরাম খোলার আবেদনটি পড়ুন তাহলে বুঝতে পারবেন।  https://bitcointalksearch.org/topic/local-board-request-for-bengali-4455886

একদম সত্যিকথা। এসব পোষ্ট দেয়ার মানে কি ভাই? ফোরামকে এত হালকা ভাবা উচিত নয়, শুভেচ্ছা জানানোর জন্য অনেক ম্যাসেঞ্জার আছে, ওখানে প্রতিনিয়ত শুভেচ্ছা জানাতে পারেন। তাই ভাইকে বলব ফোরামে এসব স্পামিং পোষ্ট করা থেকে বিরত থাকুন।

ধন্যবাদ
copper member
Activity: 1120
Merit: 2
December 30, 2019, 12:37:20 AM

Happy new year to all member

ভাই যে পোস্ট করবেন সেটা যেন অবশ্যই অর্থবহ হয় নতুবা সেটা স্পাম হিসেবে বিবেচিত হবে। আমাদের সম্মানিত মডারেটর ভাই গত ৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একটা বাংলা সাবফোরাম খোলার জন্য কিন্তু এরকম আধা লাইন, একলাইন পোস্ট কিংবা অপ্রোয়োজনীয় পোস্টের জন্য আমাদের সাব ফোরাম খোলা সম্ভব হচ্ছেনা। অনেকেই বিরোধীতা করতেছে আমাদের বিপক্ষে। তাই সকলের কাছে অনুরোধ, পোস্ট করলে সেটা অর্থবহুল এবং অন্তত ২ লাইন পোস্ট করবেন। আমাদের সাব ফোরাম খোলার আবেদনটি পড়ুন তাহলে বুঝতে পারবেন।  https://bitcointalksearch.org/topic/local-board-request-for-bengali-4455886

ধন্যবাদ আমি আপনার প্রতিটি পোষ্ট খুবই গুরুত্বসহকারে পড়ি।আমি সিনিয়ার দের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করি।আশা করি আপনার নিকট থেকে ভবিষ্যৎ এ আরো ভালো ভালো তথ্য বহুল পোষ্ট পাবো বলে আশা করছি।এবং একই সাথে আপনাকে সহ সকল সিনিয়ার দের কে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।
full member
Activity: 1099
Merit: 116
December 29, 2019, 10:25:03 PM

Happy new year to all member

ভাই যে পোস্ট করবেন সেটা যেন অবশ্যই অর্থবহ হয় নতুবা সেটা স্পাম হিসেবে বিবেচিত হবে। আমাদের সম্মানিত মডারেটর ভাই গত ৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একটা বাংলা সাবফোরাম খোলার জন্য কিন্তু এরকম আধা লাইন, একলাইন পোস্ট কিংবা অপ্রোয়োজনীয় পোস্টের জন্য আমাদের সাব ফোরাম খোলা সম্ভব হচ্ছেনা। অনেকেই বিরোধীতা করতেছে আমাদের বিপক্ষে। তাই সকলের কাছে অনুরোধ, পোস্ট করলে সেটা অর্থবহুল এবং অন্তত ২ লাইন পোস্ট করবেন। আমাদের সাব ফোরাম খোলার আবেদনটি পড়ুন তাহলে বুঝতে পারবেন।  https://bitcointalksearch.org/topic/local-board-request-for-bengali-4455886
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 29, 2019, 12:39:31 PM
Cry Cryএই থ্রেডে কি কোন একটিভ মেম্বার নেই আজকে সারাদিন এ প্রায় কোন পোস্ট হইনি।  এখানে বিটকয়েন নিয়ে কোন আপডেট কথা হই না। শুধু আবোল তাবোল কথা।  আমাদের মোডারেটর বেশি একটিভ না থাকলেও ভালো হেল্প করেন। তিনি থ্রেডে বিটকয়েন নিয়ে আপডেট দিয়ে থাকেন।   Cry Cry
  ভাই আপনি ঠিকই বলেছেন, এখানে বিটকয়েন এর চেয়ে আবোল তাবোল বিষয় নিয়েই  বেশী কথা হতো। তবে ইদনিং বিটকয়েন ও ফোরাম নিয়ে অনেক তথ্যবহুল আলোচনা হচ্ছে। আশাকরি সবাই, বিশেষ করে সিনিয়র ভাইয়েরা আরো বেশী বেশী তথ্যবহুল আলাচনা আমাদের উপহার দিবেন। ধন্যবাদ সবাইকে
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 28, 2019, 09:14:18 AM
আমাদের বাংলাদেশের অনেক বেকার যুবক সহ অনেক চাকুরীজীবি ও এই ফোরামের মাধ্যমে পার্ট টাইম কিছু ফ্রিলান্সসিং করে সামান্য কিছু করে অর্থ উপার্জন করছেণ।এটা আমাদের সবার জন্য অনেক বড় পাওনা।আমরা এই আন্তজার্তিক ফোরামে একটা বাংলাথ্রেড পেয়েছি।আমি সিনিয়রদের কাছে একটা বিষয় পরামর্শ চাই সেটা হলো ট্রেড না করে শুধু স্টাকিং এ কয়েন রাখার জন্য সল্প সময়ে কোন কোন অলটার কয়েন গুলো ভাল হবে।সবার পরামর্শ কামনা করছি।

ট্রেড ছাড়াও বর্তমানে অনেক একচেঞ্জারে স্টেকিং করে আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে। সেখানে আপনি নির্দিষ্ট টোকেন বা কয়েন হোল্ড করে রাখলে স্টেকিং করে আয় করতে পারবেন। যেমনঃ বায়নান্সে আপনি BNB হোল্ড করে আয় করতে পারবেন। এছাড়াও One, XLM, NEO, TRX সহ আরো কিছু কয়েন আছে যেগুলো হোল্ড করে আপনি আয় করতে পারবেন। আমি বর্তমানে বায়নান্সে স্টেকিং করতেছি। এছাড়া Coinhe একচেঞ্জে CHT টোকেন হোল্ড করে মাইনিং এর মাধ্যমে আয় করতে পারবেন। IDEX একচেঞ্জে IDEX টোকেন হোল্ড করলে, কিংবা ট্রেডের উপর ভিত্তি করে IDEX টোকেন আয় করতে পারবেন। এরকম অনেক একচেঞ্জে বর্তমানে স্টেকিং করে আয় করার সুবিধা আছে। তাই শিট কয়েনে বিনিয়োগ না করে স্টেকিং কয়েনগুলোতে বিনিয়োগ করতে পারেন, সেটা হোল্ড করে আয় করার সুবিধা থাকে।
‌  একচেঞ্জারে স্টেকিং করে আয় করার সুযোগ বিষয়ে আমার তেমন কোন ধারণা ছিলনা। টোকেন বা কয়েন হোল্ড করে স্টেকিং করে আয় করার বিষয়ে আপনার তথ্যবহুল মূল্যবান পোস্ট/পরামর্শের জন্য  অনেক অনেক ধন্যবাদ।  আমার মত ফোরামের অনেকেই এই পোস্টটি পড়ে উপকৃত হবেন। আশাকরি ভবিষ্যতে আমাদেরকে আরো মূল্যবান পরামর্শ উপহার দিবেন।
Jump to: