Author

Topic: বাংলা (Bengali) - page 459. (Read 5298201 times)

member
Activity: 100
Merit: 21
December 11, 2019, 10:26:58 AM
যারা নিউবি বা জুনিয়র মেম্বার, তারা বাউন্টি বা সিগনেচার ক্যাম্পেইন এর চিন্তা না করে নিজের আইডি বিল্ড আপ করার চেষ্টা করুন। আপনি যদি ফোরামে ভালো পরিমাণ কন্ট্রিবিউট করতে পারেন তাহলে ফোরাম আপনাকে সাইড ইনকাম করারও সুযোগ দেবে অটোম্যাটিকালি। মানসম্পন্ন পোস্ট ও রিপ্লাই করার মাধ্যমে আপনি ফোরামের জন্য একজন ভালো মেম্বার হতে পারবেন। নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে গেলে এবং বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজেদের জ্ঞান বাড়ানোর মাধ্যমে আপনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন। একইসাথে ICO বেসড বাউন্টিগুলোতে অংশ নিলে দেখে শুনে অংশ নেবেন। কেননা এগুলোর কারণে স্প্যাম পোস্টের সংখ্যা যেমন বেড়ে যায়, তেমনি আইডির কোয়ালিটিও কমতে থাকে। সেই সাথে পেমেন্টের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাউন্টিতে প্রাপ্ত কয়েন যদি মার্কেটে না আসে বা আসলেও দাম অত্যন্ত কম থাকে, তবে আপনারই লস। এই ফোরামে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাই দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্বও আপনার। যদি সবাই মিলে ভালো কনটেন্ট বানাতে পারি, তাহলে হয়ত আমরা নিজস্ব লোকাল বোর্ডও পেয়ে যেতে পারি।
আমি নিজেও একসময় বাউন্টির জন্য এখানে আসতাম। তবে পরে ভুল বুঝতে পেরে ফোরামের একজন মেম্বার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। সকলের দোয়াপ্রার্থী।  Smiley
full member
Activity: 1099
Merit: 116
December 11, 2019, 06:44:04 AM
কেউ আশা হারাবেন না।কোনো কিছু না করার চেয়ে করে নিজেকে প্রমান করাটাই উত্তম।এখনো যারা এই ফরম এ কিছু করতে পারেননি বা কোনো সফলতা পাননি তারা দৈর্য দরুন। সামনে অনেক কিছুই পাবেন।আর আস্তে আস্তে আপনিও সফল হবেন। তাই কেউ আশা হারাবেন না।

ধন্যবাদ।

বাউন্টির সেরা সময় গেছে ২০১৮ সালের জানুয়ারী মাস পর্যন্ত। এরপর থেকে ক্রিপ্টো মার্কেটে পতন শুরু হয়। আস্তে আস্তে বিটকয়েন, ইথার সহ অন্যান্য কয়েনের দাম কমতে থাকে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয় এবং অনেক বিনিয়োগকারী সেই থেকে আজ পর্যন্ত তার বিনিয়োগে লোকসানে আছেন। মার্কেটে নতুন নতুন গুজব প্রায় আসে যার প্রভাবে পতন ঘটে। এছাড়া আস্থাহীনতার কারণে নতুন কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা আর সাকসেস হচ্ছেনা বলেই নতুন বাউন্টি তেমন আসতেছে না যার কারণে বাউন্টি হান্টাররা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তবে সময় সব সময় এক যায়না। এজন্য এখন খারাপ সময়ে ধৈর্য্য ধারণ করতে হবে এবং কাজে লেগে থাকতে হবে তাহলে সামনে হয়তো আবার ক্রিপ্টোমার্কেটে আস্থা ফিরে আসবে তখন বাউন্টি হান্টার এবং নতুন প্রজেক্ট টীম সবাই উপকৃত হবে। সেটাই এখন কামনা রইলো।
jr. member
Activity: 112
Merit: 1
December 10, 2019, 11:00:48 PM
কেউ আশা হারাবেন না।কোনো কিছু না করার চেয়ে করে নিজেকে প্রমান করাটাই উত্তম।এখনো যারা এই ফরম এ কিছু করতে পারেননি বা কোনো সফলতা পাননি তারা দৈর্য দরুন। সামনে অনেক কিছুই পাবেন।আর আস্তে আস্তে আপনিও সফল হবেন। তাই কেউ আশা হারাবেন না।

ধন্যবাদ।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 10, 2019, 10:30:24 AM
আচ্ছা বিভিন্ন বাউন্টিতে দেখি কন্ডিশন দেওয়া বাউন্টি শেষ হওয়ার আগ পর্যন্ত টুইটার,ফেসবুক ফলোয়ার একই থাকতে হবে। কিন্তু টুইটার ফলোয়ার তো প্রতিদিন পরিবর্তন হয়।। এখানে মুলত কি বোঝাতে চাইছে??
ভাল একটা প্রশ্ন করেছেন। যারা বাউন্টিতে নতুন তাদের এই প্রশ্নটা আসতেই পারে। যে কোন বাউন্টিতে জয়েন করার সময় আপনার  টুইটার,ফেসবুক, লিংকডিন, ইন্সট্রাগ্রাম এ যে ফলোয়ার থকে বাউন্টি শেষ হওয়া পর্যন্ত কন্ডিশন আনুযায়ী ফলোয়ার অনুসারে স্টেক পাবেন। আপনার  টুইটার,ফেসবুক, লিংকডিন, ইন্সট্রাগ্রাম এ ফলোয়ার সব সময পরিবর্তনশীল, এটা কমতে বাড়তে পারে। তবে খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন বাউন্টিতে জয়েন করার সময় এর চেয়ে ফলোয়ার না কমে।
newbie
Activity: 2
Merit: 0
December 10, 2019, 08:30:33 AM
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
December 10, 2019, 07:15:07 AM
ভাই আমি এই ফোরামে নতুন। ভাই এই ফোরামের কোন নিয়মকানুম  জানি না।আমাকে কেউ হেল্প করবেন।
ভাই তোমারে এই ফোরামে স্বাগত। তুমি এই ফোরামে নিয়মকানুম গুলো মেনে চলবা। যেমন,
কেমন আছো।,কি করো,good morning
 এই ধরণে কোন পোষ্ট করা যাবো না।তুমি কোন কিছু   জানার জন্য  এখানে   হেল্প চাইতে পারবা।    তা ছাড়া কেউ যদি হেল্প চায়। তাকে তুমি হেল্প করতে পারো।তাছাড়া ফালতু পোষ্ট করে যে একটিভিটি বাড়াবা। তা হলে তোমার আইডি ব্যান করে দিব। তাই ভালো মানের পোষ্ট করো। আর কোন হেল্প লাগলে পোষ্ট করো।
[ধন্যবাদ]       
newbie
Activity: 2
Merit: 0
December 10, 2019, 06:29:15 AM
ভাই আমি এই ফোরামে নতুন। ভাই এই ফোরামের কোন নিয়মকানুম  জানি না।আমাকে কেউ হেল্প করবেন।
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
December 10, 2019, 06:16:44 AM
আমি শুভ।।
সবাই কেমন আছেন?
সবাই কেমন আছেন,কি করছেন,খাইছেন কিনা এইসব স্মামিং পোস্ট করবেন না। কাজের বিষয়ে কথা বলুন।আর কোনো কিছু ভুজতে অসুবিধা হলে সিনিয়রদের সাহায্য নিন।

ধন্যবাদ।
ভাই আগের পোষ্ট এ Reply না দিয়ে আপডেট পোষ্ট গুলিতে  Reply দেন। আগের পোষ্ট গুলিতে  Reply দিয়ে কোন লাভ নাই। তাই  ভাই নতুন পোষ্ট গুলিতে  Reply  দেন।ভালো কোন উপকারী পোষ্ট দিতে পারলে আপনার লাভ হবে।
[ধন্যবাদ]
newbie
Activity: 10
Merit: 0
December 10, 2019, 02:49:03 AM
খুবই ভালো উদ্যোগ,সত্যিকার অর্থেই বাংলা ভাষা দেখে ভালো লাগল,সবাই সবাইকে সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ফোরামে কাজ করতে সুবিধা হবে।
ধন্যবাদ       
full member
Activity: 1582
Merit: 101
December 10, 2019, 12:44:10 AM
@xtylishRakib
একটানা দুইটা পোস্ট করা নরমালি ফোরাম রুল এলাউ করেনা। আপনি চাইলে আপনার আগের পোস্ট ইডিট করে দিতে পারতেন। অন্যথায় আমাদের এই থ্রেডের মালিক আপনার পোস্ট ডিলেট করবে।
@সবাই যারা মেরিট পেতে চান
মেরিট পাওয়া খুবই সহজ যদি আপনি ফোরামে অবদান রাখেন। যেমন-
১. কাউকে সহায়তা করা মানে কেউ কিছু জানতে চাইলে উত্তর দেয়া।
২. ভালো কোন আর্টিকেল লিখা।
৩. বিটকয়েন এর ট্যাকনিকাল নলেজ শেয়ার করা।
এইসব করলে মেরিট পাওয়া খুব সহজ।

মেরিট সম্পর্কে আপনি ভালো বলেছেন তবে আজকাল এত সহজে কেউ কাউকে মেরিট দিতে চায়না। ইদানিং মেরিট বেচাকেনাও হয় শুনলাম তাই সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, কখনোই এই কাজটা করতে যাবেননা। কারন এটা ফোরামের শৃংখলা পরিপন্থি কাজ আর এডমিন যদি জানতে পারে তাহলে আপনার আইডি চীরতবে বন্ধ করে দিবে। তাই সবাই সাবধান থাকবেন।

ধন্যবাদ.
jr. member
Activity: 112
Merit: 1
December 09, 2019, 11:55:43 PM
বিটকয়েন ফরম তথ্যাবলি।

বাউন্টি : সাধারনত বাউন্টি করতে কি কি লাগবে বা কখন বাউন্টি করলে স্টেক পাওয়া জাবে বা কিভাবে বাউন্টি করা হয়। তা আমরা অনেকেই জানি না।আর তাদের জন্যই আমার এই পোস্ট। যেমন : ১/বাউন্টি করতে হলে প্রথমত জুনিয়র মেম্বার হতে হবে। জুনিয়র মেম্বার ছারাউ করা জাবে কিন্তু আপনি স্টেক পাবেন না২/ আপনার কিছু Social Account থাকতে হবে যেমন  :  Facebook,Twitter,Telegram আরো কিছু ক্যাম্পেইন আছে সেগুলো করতে হবে। আর আপনার Twitter Account টি  ৩ মাস এর পুরোনো হতে হবে আর আপনার ফলোয়ার ২৫০ টা থাকতে হবে।আর জত বেশি ফলোয়ার হবে ততো আপনি স্টিক বেশি পাবেন।আর আপনার একটা My Ether wallet থাকতে হবে। আর আপনাকে ক্যাম্পেইন অনুযায়ী ফরম পুরন করতে হবে।

Merit:  Merit পাওয়া খুবি সহজ। কেননা আপনি অন্য কে সাহায্য করেউ পেতে পারেন মেরিট। আর ক্রিপ্ট,বিটকয়েন সম্পর্কে পোস্ট করেউ পেতে পারেন। আসলে এখন আর আগের মত নাই। কেনোনা আগে মেরিট ছারায় জুনিয়র মেম্বার হওয়া গেছে। কিন্তু এখন কমছে কম ১ টা মেরিট থাকতে হবে না হলে আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন না আর আপনার একটিভিটিউ বারাতে হবে। আর আপনি ভাবছেন মেড়িট পাবেন কিভাবে। তাহলে আপনাকে স্পাম পোস্ট থেকে বিরত থাকতে হবে। স্পামিং পোস্ট হচ্ছে, Hi,hello kmn asen, কি করছেন, খাইছেন কিনা? এইবব হচ্ছে স্পাম পোস্ট আপনি এইসব পোস্ট করলে মেরিট পাবেন না।আরো আপনার ফরমটি ব্যান হয়ে যেতে পারে।
আর আপনার কোনো সমস্যা হলে সিনিয়রদের সাহায্য নিন তাহলে আপনি সব ভুজতে পারবেন।আর এখানে সবাই বাংলাদেশ এরই তাই আপনি এখানে বাংলায় এই কথা বলতে পারেন।আশা করি আপনাদের ভুজতে অসুবিধা হবে না। আর অসুবিধা হলে আমাকে জানাবেন আমার সাধ্য অনুযায়ী আপনাকে সাহায্য করবো।

ধন্যবাদ।

 
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
December 09, 2019, 09:56:37 AM
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
ভাই  দিনে ডাম্পিং হলেও  ২০২০ সালের  BTCপ্রাইজ বাড়বে। ধৈর্য হারাবেন না।


ভাই আপনি কিভাবে বুঝলেন ২০২০ সালে বিটিসি প্রাইজ বাড়বে? আপনার কাছে কোন তথ্য প্রমান থাকলে দয়া করে উপস্থাপন করবেন। বিটিসি প্রাইজ যথন ১৬ হাজার তখন থেকে ফোরামে কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোন ভবিষ্যৎ বানী কাজ করতে দেখলাম না। অনেকে বড় বড় লোকেরা ভবিষ্যৎ বানী দেখেছি ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি আর সামনেও হবে কিনা সন্দেহ। আসলে ক্রিপ্টো মার্কেটে আগামী কাজ কি হবে তা বলা মুশকিল।

ধন্যবাদ
ভাই আপনার বক্তব্য আমার খুব ভালো লাগছে। আপনি বাস্তব এবং গঠন মূলক কথা বলেছেন; তবে হতাশ না হযে আশাবদী হন। আমি আশকরি বিটিসি প্রাইজ ভবিষ্যতে বাড়বে, ক্রিপ্টো মার্কেট এর উন্নতি হবে, বিনিয়েগকরীদের আস্থা বাড়বে। আপনাকে ধন্যবাদ।
jr. member
Activity: 112
Merit: 1
December 09, 2019, 07:21:00 AM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
হুম অবশ্যই হেল্প পাবেন।নিয়মিত আপডেট দেখুন সিনিয়রদের পোস্ট দেখুন তারা কি কি নিরদেশনা দেয় তা দেখুন আশা করছি সব ভুজতে পারবেন।

ধন্যবাদ।
jr. member
Activity: 112
Merit: 1
December 09, 2019, 06:18:20 AM
আমি শুভ।।
সবাই কেমন আছেন?
সবাই কেমন আছেন,কি করছেন,খাইছেন কিনা এইসব স্মামিং পোস্ট করবেন না। কাজের বিষয়ে কথা বলুন।আর কোনো কিছু ভুজতে অসুবিধা হলে সিনিয়রদের সাহায্য নিন।

ধন্যবাদ।
jr. member
Activity: 112
Merit: 1
December 09, 2019, 04:48:35 AM
সিনিয়র মেম্বারদের দৃষ্টি আর্কষণ করছি। কি করলে মেরিট পাওয়া যাবো। Plasse Help  me?
মেরিট পাওয়া খুব সিম্পল ব্যাপার আপনি ক্রিপ্টোকারেন্সি, বিটিসি সম্পর্কএ পোস্ট করুন।সিনয়রদের ফলো করুন,আর কোনো কিছু না জানলে সিনিয়রদের সাহায্য নিন।আর এইখানে  Hi Hello এসব পোস্ট না করাই  উত্তম কেননা এইসব স্পামিং পোস্ট, আর স্মামিং পোস্ট করার অপরাধে আপনার একাউন্ট ও ব্যান হয়ে যেতে পারে।তাই এসব থেকে দূরে থাকুন।

ধন্যবাদ।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 07, 2019, 03:05:00 AM
@xtylishRakib
একটানা দুইটা পোস্ট করা নরমালি ফোরাম রুল এলাউ করেনা। আপনি চাইলে আপনার আগের পোস্ট ইডিট করে দিতে পারতেন। অন্যথায় আমাদের এই থ্রেডের মালিক আপনার পোস্ট ডিলেট করবে।
@সবাই যারা মেরিট পেতে চান
মেরিট পাওয়া খুবই সহজ যদি আপনি ফোরামে অবদান রাখেন। যেমন-
১. কাউকে সহায়তা করা মানে কেউ কিছু জানতে চাইলে উত্তর দেয়া।
২. ভালো কোন আর্টিকেল লিখা।
৩. বিটকয়েন এর ট্যাকনিকাল নলেজ শেয়ার করা।
এইসব করলে মেরিট পাওয়া খুব সহজ।
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
December 07, 2019, 01:47:33 AM

BOUNTY করতে কি কি লাগে
 
ভাই  BOUNTY করতে আপনার টুইটার আইডি  লাগবে। টুইটার আইডি তে নিম্নে ২৫০  followers লাগবে। এ'ছাড়া ফেসবুক আইডি,টেলিগ্রাম আইডি,     এবং আপনার একটি  Ethereum আইডি লাগবে। এ সব কিছু আপনার থাকলে আপনি  BOUNTY করতে পারবেন।
full member
Activity: 1099
Merit: 116
December 07, 2019, 12:15:56 AM
হ্যাক স্বাভাবিক এবং এর জন্যে দাম কমাটাও স্বাভাবিক। যারা বড় এমাউন্ট এক্সচেঞ্জে রাখতেছেন, দয়া করে এই ভুল করবেন না। এক্সচেঞ্জে কখনো বেশি দিনের জন্যে কয়েন রাখবেন না। নিজস্ব ওয়ালেট ব্যবহার করুন। মাল্টিকয়েন এর অনেক ট্রাস্টেড ওপেন সোর্স ওয়ালেট আছে। ওইগুলো ব্যবহার করুন।
আপনি ঠিক বলছেন ভাই।সকলের উচিত নিজস্ব ওয়ালেট ব্যবহার করার, বিশেষ করে যেসব ওয়ালেটের প্রাইভেট কী আপনার নিয়ন্ত্রণে আছে। মাল্টিওয়ালেটের ক্ষেত্রে  Coinmoi ওয়ালেট ব্যবহারের সময় সতর্ক থাকবেন। কারণ কিছুমাস একজন সাইবার নিরাপত্তারক্ষী লক্ষ্য করেন যে, এই ওয়ালেটের ব্রাউজার extension ওয়ালেটের প্রাইভেট কী সার্চ ইঞ্জিনে ফাস/লিক করে দেয়। ফলে সেই নিরাপত্তারক্ষী বিশাল অর্থ হারান। এই বিষয় নিয়ে Coinomi ওয়ালেটের দলের সদস্যের সাথে ঐ নিরাপত্তারক্ষীর Twitter এ অনেক বাকবিতণ্ডা চলে। যদিও পরে এই বিষয়টির সমাধান হয়। তবুও এই ওয়ালেট ব্যবহারে সতর্ক থাকবেন।
coinmi ওয়ালেট আমি ব্যবহার করিনি তবে অনেকেই এই ওয়ালেট ব্যবহার করেন এবং ভালো রিভিউ দিয়েছে।ধন্যবাদ আপনাকে এও ব্যাপারটা শেয়ার করার জন্যে। ট্রন বেসড কারেন্সিগুলো হোল্ড করার জন্যে আমি ভেনাপি ওয়ালেট সাজেস্ট করি। আর মাল্টি ক্রিপ্টো জন্য ওয়ালেটগুলো নিয়ে আমি একটি রিভিউ লিখবো শিঘ্রই।


হা, বায়নান্স হ্যাক হলেও তখন মাকেট পতন হয়নি কারণ ট্রেডারদের ব্যালাঞ্চ ঠিকই ছিলো। আমার নিজেরও বড় এমাউন্ট ছিলো বায়নান্সে। আমার কোন সমস্যা হয়নি। তবে অন্যান্য কয়েকটি একচেঞজার হ্যাক হওযার খবর ছড়িয়ে পড়তেই মানুষ হুড়মুড় করে সব বেচতে থাকে আর তাতেই ক্রিপ্টো মার্কেটে মারাত্নক আগুন লাগে। আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
বাইন্যান্স থেকে ৭০০০ মত বিটকয়েন হ্যাক হয়েছিল।এইটা তাদের জন্য খুব বেশি বড় এমাউন্ট না।যার কারনের তারা তাদের ব্যাকয়াপ সাফু ফান্ড থেকে দিতে পেরেছিল।


হা, মাত্র ৭০০০ বিটিসির মত এমাউন্ট বায়নান্সের জন্য বড় কিছু না। সবচেয়ে বড় কথা হলো হ্যাক হওয়ার মাত্রই সিইও দ্রুত আপডেট দেয় এবং ডিপোজিট উইথড্র অফ করে দেয়। অন্য যে একচেঞ্জগুলোা হ্যাক কয়েছে তাদের নিরাপত্তা দুর্বলতা ছিলো অনেক। আর গুজবও ও বড় একটা কারণ যার কারণে যে কোন মার্কেট পতনের মুখে পড়ে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 06, 2019, 10:35:52 AM
আমি আছি কিন্তু রাজশাহী থেকে বলছি।আপনারা সবাই ভালো আছেন তো।

আমি ভালো  আছি ভাই, আপনি কেমন আছেন ।
ভাই পুরাতন পোস্টের ভালো-মন্দের অবস্থা নিয়ে মতামত না দিয়ে যদি কোনো নুতুন বিষয় নিয়ে আলোচনা করেন। তাহলে বাংলাদেশ সেকশনটা আরো ভালো হবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 06, 2019, 10:29:33 AM
ভাই আপনি কিভাবে বুঝলেন ২০২০ সালে বিটিসি প্রাইজ বাড়বে? আপনার কাছে কোন তথ্য প্রমান থাকলে দয়া করে উপস্থাপন করবেন।
ভাই এসব সম্ভব। কারণ বিটিসির মূল্য পূর্ববর্তী ইতিহাস বা ঘটনাকে অনুসরণ করে। আর বিটিসির মূল্য বাড়বে কিনা বলা সম্ভব যদি আপনি ভালো মানের FA ( Fundamentall Analysis) & TA ( Technical Analysis) বিশ্লেষক হয়ে থাকেন। এইক্ষেত্রে আপনি Trading View ব্যবহার করে এসব বিশ্লেষণের মাধ্যমে কিছুটা হলেও জানতে পারেন মার্কেটের অবস্থা কী হবে। আপনি এক সপ্তাহ অপেক্ষা করুন, আমি তার তথ্য প্রমাণ দিব। কিন্তু একটা কথাই বলব, গত সময়ে যতবারই হালভিং হয়েছে বিটিসির মূল্য অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আর এটা হলো FA ( Fundamentall Analysis) এর অংশ।

বিটিসি প্রাইজ যথন ১৬ হাজার তখন থেকে ফোরামে কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোন ভবিষ্যৎ বানী কাজ করতে দেখলাম না। অনেকে বড় বড় লোকেরা ভবিষ্যৎ বানী দেখেছি ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি আর সামনেও হবে কিনা সন্দেহ। আসলে ক্রিপ্টো মার্কেটে আগামী কাজ কি হবে তা বলা মুশকিল।
যখন বিটিসির বেয়ার বা খারাপ মার্কেট চালু হয়, তখন আপনি এই মার্কেট সম্পর্কে জানতে শুরু করেছেন। তাই শুধু এই মার্কেটের খারাপ অবস্থাটা বেশি দেখেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী যে বিটিসির মূল্য হ্রাস-বৃদ্ধি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার উপর নির্ভর করে। আর এখন বিটিসির মূল্য হ্রাস-বৃদ্ধির মূল কারণ হলো কিছু Ponzi Scheme সাইট বা প্রতারক কোম্পানির সাইট এবং জনগণের অসচেতনভাবে এসব সাইটে বিটিসি বা অন্য ক্রিপ্টো কারেন্সি ইনভেস্ট করা। যেমন: বর্তমানে Plus Token নামের প্রতারক কোম্পানির লোক দৈনিক ১৩০০+ বিটিসির বিক্রি করতেছে, ফলে বিটিসির মূল্যের হ্রাস-বৃদ্ধি হচ্ছে। কিন্তু এটা ৩-৪ মাস চলবে, একজন বিশেষজ্ঞের বিশ্লেষণ অনুযায়ী।
Jump to: