Author

Topic: বাংলা (Bengali) - page 455. (Read 5726580 times)

newbie
Activity: 15
Merit: 2
April 17, 2020, 06:17:24 AM
ভাইদের প্রতি সাহায্য আশা করছি, বাংলাদেশে কি ক্রিপটোকারেনছি বৈধ নাকি অবৈধ। ভারতের মোত যদি কোটের ন্যায় যদি প্রকাশ করতো তাহলে বাংলাদেশে ক্রিপটোকারেনচি অনেক উন্নতি করত। এবং বাংকের মাধ্যমে লেনদেন হলে অনেক অসাধু ব্যবসায়ি প্রতিরোধ হতো।
Kakamrul, ভাই বাংলাদেশ Cryptocurrency একে বারে নিষিদ্ধ,  যদি কোন ধরনের Crypto Currency এর সংবাদ  ডিবি পুলিশ, কিংবা কোন আইন শৃংখলার  দায়িত্বরত কেউ জানতে পারে, তাহলে আপনাকে ধরএ নিয়ে যাবে এটা ১০০% নিশ্চিত, যার প্রমান হিসেবে আপনি ধরেন নিয়েন ২০১৯ সালের বগুরার কিছু লোককে ধরে নিয়ে যায়, আর তার মাঝে আমার পরিচিত ছিলো ২ জন লোক যারা হাজার হাজার ডলার Buy/sell করতো। পরে প্রায় ৭-৮ লাখ খরচ করে জেল থেকে বের হতে হয়েছে, আর তাদেরকে যেদিন ধরে নিয়ে যায়, সেদিন বিভিন্ন পত্রিকা এবং Jamuna টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সেই খবরটি প্রচার হয়।  সুতরাং যা কিছু করবেন গোপনে করবেন। আমি আশা করি আপনি আপনার উত্তর টি পেয়েছেন।     
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 17, 2020, 05:26:14 AM
Quote
snip
কয়জনে বলে ভাই,  বেশি ভাগই বলে না আমি এই বাংলাদেশের Forum এ প্রবেশ করেই দেখলাম Analysis কিন্তু আগে পরে Negative গুলো আর বলে না শুধু প্রশংসা যে প্রশংসা গুলো একজন নতুন ব্যবহারকারীর জন্য মারাত্মক ক্ষতির কারন হয়ে যায়।         
ভাই সকল বিষয়গূলো খোলামেলাভাবে না বললেও আকার-ইঙ্গিতে বলে, যে বুঝে নিতে হয়। আর আমি সকলকে একটা বিষয় বলব,
অল্পতে বড়লোক হওয়া যদি যেত, থাকত না গরিব মানুষ
বিটিসির মূল্য বৃদ্ধির বাণী শুনে হারিওর না নিজেদের হুষ

আপনার পোষ্টগুলো ঠিক আছে , তবে একটু সাজিয়ে লেখুন। যেমন: শিরোনামটি এত বড় না দিলে হয়, স্বাভাবিকের মধ্যে একটি সাইজ দেন এবং শিরোনামের শুরুতে ও শেষে "hr" ট্যাগটা করুন। তাহলে আরো ভালো লাগবে। আমি নিচে একটি উদাহরণ দিলাম কোডসহ, বাকি আপনার ইচ্ছা।
Code:
[quote author=Najir2017 link=topic=631891.msg54237509#msg54237509 date=1587078738]
[hr]
[center][color=red][size=28pt][b] [btc]বিটয়েন ও বিভিন্ন দেশের মুদ্রার মাঝে পার্থক্য কি? [btc][/b][/size][/color][/center]
[hr]
[/quote]
   

BTCবিটয়েন ও বিভিন্ন দেশের মুদ্রার মাঝে পার্থক্য কি? BTC


legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 17, 2020, 12:09:28 AM
ZaraCB- ১০০০ টাকা সমপরিমাণ ইটিএইচ দেবেন বলেছেন।
এড্রেস- 0x4ffe116437a639F51eD293aDc184a919165dAe05

ধন্যবাদ @Little Mouse। আমি উক্ত এড্রেসে 0.076 ETH পাঠিয়ে দিয়েছি। একটু চেক করে দেখবেন।
https://etherscan.io/tx/0x52c4f5e2364f4a5325629e435dec40520fe682fd5d4e011f065b2a36a291ef99
আমি ইতিমধ্যে সেটা উপরের পোস্টে আপডেট দিয়েছি।
ইটিএইচ বিক্রি করে মোট ১০৭৫ টাকা পেয়েছি।
আমাদের বর্তমান ফান্ড- ১১২৮৫ টাকা।
jr. member
Activity: 252
Merit: 4
April 16, 2020, 11:06:28 PM
ভাইদের প্রতি সাহায্য আশা করছি, বাংলাদেশে কি ক্রিপটোকারেনছি বৈধ নাকি অবৈধ। ভারতের মোত যদি কোটের ন্যায় যদি প্রকাশ করতো তাহলে বাংলাদেশে ক্রিপটোকারেনচি অনেক উন্নতি করত। এবং বাংকের মাধ্যমে লেনদেন হলে অনেক অসাধু ব্যবসায়ি প্রতিরোধ হতো।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 16, 2020, 09:36:37 PM

মতামত চাইছি সবার

আমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ সবাইকে উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে তাদের মতামত দেয়ার জন্য। আমি টেলিগ্রামে কয়েকজন এর সাথে কথা বলেছি এবং ভালো সাড়া পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ।
আমি প্রথমে ১০ দিনের খাদ্যের কথা বলেছিলাম কিন্তু সেটাতে দেখা যাচ্ছে আমাদের ২০ হাজার টাকার মত লাগবে। কিন্তু আমার বর্তমান লক্ষ্য হল আপাতত ১০০০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য ৫০০ টাকা বাজেট।

এখন পর্যন্ত আমি যে ফান্ড পেয়েছি-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি

মোট- ০.০০৯১৮৩৩৪

আরো প্রায় ০.০০৮ এর মত লাগবে বর্তমান দাম অনুযায়ী।

যা যা দেয়ার পরিকল্পনা আছে-
চাল- ৬ কেজি
মসুর ডাল- ১/২ কেজি
আলু- ২ কেজি
তেল- ১/২ লিটার
চিনি- ১/২ কেজি
পেয়াজ- ১ কেজি
লাইফবয় সাবান- ১ টি

৫০০ টাকার মধ্যে এইটাই বেস্ট আমার দৃষ্টিতে। আপনাদের মতামত দেবেন অবশ্যই।

বিটিসি এড্রেস- 33cZvuGasQxCpdqnoyo8jbUYCVqJy8RhZA

সম্পুর্ন ফান্ড হলে আমি সবকিছুর ছবি সহ এইখানে পোস্ট করব। আশা করছি সবাই অংশগ্রহণ করবেন।

এখন পর্যন্ত আমাদের মোট ফান্ড হল- ০.০১৭১৮৪২৪ বিটিসি
যারা দিয়েছেন-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি
bitcoinbangladesh.org- ০.০০৭৯৯৮১০ বিটিসি
ZaraCB- ১০০০ টাকা সমপরিমাণ ইটিএইচ দেবেন বলেছেন।
এড্রেস- 0x4ffe116437a639F51eD293aDc184a919165dAe05

আমাদের টাকা বেশি হলে আমরা ২০ পরিবারের বেশি দিয়ে দেব। আমি এখন বিটিসি সেল করব। বিডিটি যা হয় সেটা এইখানে আপডেট দেব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।

আপডেট
 ZaraCB ০.০৭৬০ ইটিএইচ পাঠিয়েছেন।

বিটিসি সেল দিয়েছি। বিকাশ খরচ বাদ দিয়ে ১০২১০ টাকা পেয়েছি সর্বমোট। ইটিএইচ এখনো সেল দেয়া হয়নি। আমি কালকে সব কিছু সম্পন্ন করব। কালকের মধ্যেই এই সহায়তা সবার কাছে পৌঁছে দেয়া হবে।
newbie
Activity: 15
Merit: 2
April 16, 2020, 06:12:18 PM
--------------বিটয়েন ও বিভিন্ন দেশের মুদ্রার মাঝে পার্থক্য কি?



উত্তর
* পার্থক্যটি হ'ল বিটকয়েনের কোনও শারীরিক অস্তিত্ব নেই। অর্থাৎ আপনি এটি দেখতে এবং স্পর্শ করতে পারবেন না। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা। এটি কেবল একটি ইন্টারনেট এবং কম্পিউটার নির্ভর মুদ্রা। বিটকয়েনটি সর্বপ্রথম ২০০৮ সালে চালু হয়েছিল এবং মুদ্রাটি প্রবর্তনকারী ব্যক্তি বা গোষ্ঠীর নাম সতোসী নাকামোটো। এখন বিটকয়েনটি খনির জন্য পুরষ্কার বা পুরষ্কার হিসাবে তৈরি করা হয়।

বিটকয়েন লেনদেন পরিচালনার জন্য কোনও পৃথক সংস্থা বা সংস্থার প্রয়োজন নেই। আপনি যদি কারও সাথে বিটকয়েন লেনদেন করেন তবে কেউ কখনও আপনার লেনদেন ট্র্যাক করতে সক্ষম হবে না। একে পিয়ার-টু-পিয়ার লেনদেন বলা হয়। এই কারণেই বিটকয়েন বর্তমান যুগে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। একটি বিটকয়েন লেনদেন পুরোপুরি প্রক্রিয়া ও স্বীকৃত হওয়ার সাথে সাথেই নতুন বিটকয়েন তৈরি করা হবে।
যে নতুন বিটকয়েনগুলি তৈরি করা হয়, সেগুলি বিটকয়েনগুলি প্রতি 7 বছরে অর্ধেক নেমে আসে। এবং, নতুন বিটকয়েন তৈরি 21th পর্যন্ত চলবে। এর পরে কোনও নতুন বিটকয়েন তৈরি হবে না। হ্যাঁ, বিটকয়েনের বাজারমূল্য প্রায় প্রতিদিনই ওঠানামা করে, অনেকটা শেয়ার বাজারের মতো। এই নিবন্ধটি লেখার মুহুর্তে, 1 বিটকয়েনের মান 7100 Usd  মার্কিন ডলার সমান, 

বিটকয়েন কিভাবে মানুষ এর কাছে পৌঁঁছে?


প্রশ্নঃ বিটকয়েন কীভাবে লোকের কাছে পৌঁছে?

 এই বিষয়ে অন্য আরেকদিন বলবো, আমার Article টি অনেক বড় হয়ে গেছে, চায় না বড় করতে তার পরেও বুঝিয়ে বলতে গিয়ে বড় হয়ে যায়। তাই সেই সম্পর্কে অন্য আরেকদিন বলবো। আশা করি আজকের বিষয়টি আপনাদের কিছু উপকারে এসেছে। 
jr. member
Activity: 378
Merit: 1
April 16, 2020, 05:00:05 AM
full member
Activity: 333
Merit: 105
www.cd3d.app
April 16, 2020, 03:32:22 AM
মতামত চাইছি সবার

খুব ভাল উদ্যোগ নিয়েছেন আপনি। আমি আপনার এই ভাল কাজে সহায়তা করতে চাই যতটুকু পারি। কিন্তু আমার কাছে BTC নেই এখন ETH আছে কিছু। আপনি যদি একটি ETH address দেন তবে আমি ১০০০ টাকার পরিমাণ ETH পাঠিয়ে দেব।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 16, 2020, 12:55:46 AM

মতামত চাইছি সবার

আমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ সবাইকে উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে তাদের মতামত দেয়ার জন্য। আমি টেলিগ্রামে কয়েকজন এর সাথে কথা বলেছি এবং ভালো সাড়া পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ।
আমি প্রথমে ১০ দিনের খাদ্যের কথা বলেছিলাম কিন্তু সেটাতে দেখা যাচ্ছে আমাদের ২০ হাজার টাকার মত লাগবে। কিন্তু আমার বর্তমান লক্ষ্য হল আপাতত ১০০০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য ৫০০ টাকা বাজেট।

এখন পর্যন্ত আমি যে ফান্ড পেয়েছি-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি

মোট- ০.০০৯১৮৩৩৪

আরো প্রায় ০.০০৮ এর মত লাগবে বর্তমান দাম অনুযায়ী।

যা যা দেয়ার পরিকল্পনা আছে-
চাল- ৬ কেজি
মসুর ডাল- ১/২ কেজি
আলু- ২ কেজি
তেল- ১/২ লিটার
চিনি- ১/২ কেজি
পেয়াজ- ১ কেজি
লাইফবয় সাবান- ১ টি

৫০০ টাকার মধ্যে এইটাই বেস্ট আমার দৃষ্টিতে। আপনাদের মতামত দেবেন অবশ্যই।

বিটিসি এড্রেস- 33cZvuGasQxCpdqnoyo8jbUYCVqJy8RhZA

সম্পুর্ন ফান্ড হলে আমি সবকিছুর ছবি সহ এইখানে পোস্ট করব। আশা করছি সবাই অংশগ্রহণ করবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 16, 2020, 12:41:04 AM
ভাই,
আপনারা সবাই কেমন আসেন। আশা করি আল্লাহর রহমতে ভালই আসেন। আপনাদের কাছে কিছু জানতে চাই, ২০২০ এর শেষে ইথিরিয়াম ৫০০ ডলার হতে পারে। দয়া করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
এটা নির্ভর করবে বিটকয়েনের মূল্য কত বেশি হবে। যদি বিটকয়েনের মূল্য বেশি হয়, তাহলে ইথিরিয়ামের মূল্য বেশি হবে। এজন্য হালভিং এর পর বিটকয়েনের মূল্যের উর্ধগতি দরকার। তবেই ইথিরিয়াম ৫০০ ডলার হতে পারে।
jr. member
Activity: 252
Merit: 4
April 15, 2020, 08:55:13 PM
ভাই,
আপনারা সবাই কেমন আসেন। আশা করি আল্লাহর রহমতে ভালই আসেন। আপনাদের কাছে কিছু জানতে চাই, ২০২০ এর শেষে ইথিরিয়াম ৫০০ ডলার হতে পারে। দয়া করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 15, 2020, 06:36:57 AM
                 হালভিং এর পরে কি আসলেই Bitcoin এর দাম বাড়বে?
             
আপনার পোষ্টটি কিছুটা অনুবাদ করার মতো মনে হচ্ছে। কারণ এটি একজন ৫০-৫০ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি প্রেমিকের পোষ্ট । কারণ যখন কোনো বিটকয়েন বিশ্লেষক মূল্যের সম্ভাব্য প্যাটার্ন প্রকাশ করে, তখন সেই বিশ্লেষক প্রথমেই বলে দেন যে,
Quote
এটি শুধুমাত্র পূর্ববর্তী বিটকয়েনের মূল্যের ইতিহাস পর্যালোচনা করে বলা হচ্ছে এবং এই বিষয়টির উল্টো ঘটতে পারে। তাই সকলে নিজ নিজ অভিঙ্গতা অনুযায়ী বিশ্লেষণ করুন এবং আপনার নিজের ঝুঁকিতে বিনিয়োগ করুন ।

এটি যদি কোনো বিশ্লেষক না বলে এবং সে যা বলতেছে সেটি হবে, তাহলে তার কাছ থেকে দূরে থাকুন ।  Grin
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 15, 2020, 06:24:19 AM

ভাই , আপনি ভালো কথা বলেছেন। যদি আপনার মতো উচ্চ মেম্বারশিপের এক্টিভ ব্যবহারকারীরা (অনেক উচ্চ মেম্বারশিপের ব্যবহারকারীরা ফোরামে এখনো এক্টিভ নেই , এরা মনে হয় ঘুমায় আছে। বিটকয়েনের মূল্য বাড়লে হয়তো এদের ঘুম ভাঙ্গেবে  Embarrassed ) এই উদ্যোগটি শুরু করেন , তাহলে আমরা সকলেই আমাদের জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করব।
member
Activity: 364
Merit: 12
April 15, 2020, 03:25:19 AM
                                      <>         

আমি মনে করি এটি খুব ভাল উদ্যোগ। আমাদের উচিত মানবতার সেবায় এগিয়ে আসা। শুধু পাকিস্তানে নয় আমাদের দেশেও অনেক শ্রমজীবি মানুষ চরম খাদ্যাভাবে দিন কাটাচ্ছে। কয়েকদিন আগে খবরে দেখলাম সাধারন মানুষ সরকারি ট্রাক থামিয়ে ত্রান লুট করে নিচ্ছে এটি তারই প্রমাণ। আমাদের দেশের সিনিয়র ভাইয়েরা চাইলে এধরনের উদ্যোগ নিতে পারেন। অথবা কেউ চাইলে irfan_pak10 কে সাহায্য করতেন পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 14, 2020, 09:18:21 PM

“কাউকে কিছু দিয়ে কেউ গরীব হয় না।” ―Anne Frank

মুল টপিক- https://bitcointalksearch.org/topic/fundraising-campaign-feed-the-one-who-are-affected-by-the-covid-19-pandemic-5240168


irfan_pak10 কোভিড-১৯ মহামারীত্র যারা খাদ্য সংকটে আছেন, বিশেষ করে যারা দিনমজুর তাদের জন্য খাবার সরবরাহের একটি উদ্যোগ নিয়েছেন। প্রসঙ্গত, এটি পাকিস্তানের দিনমজুরদের জন্য। যারা এই ক্যাম্পেইন এ অংশগ্রহণ করে কিছু মানুষের পাশে দাড়াতে চান, তারা নিচের এড্রেসগুলোতে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠাতে পারেন। আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এড্রেসগুলো minerjones এর নিকটে এস্ক্রো করা।

বিটকয়েন: 3QKLyiGvwUgSeCJcKKQnmvW6XsB1fbFBjM

ইথেরিয়াম: 0xe39Ac15001147271520c817aa855241d4Ec77486

বিটকয়েন ক্যাশ: qrds3ct02l5vxd39pkzr0x0rh3ylkyz8esttdnjvc7

লাইটকয়েন: MTdonmhzvNwhxSTg7yQjV92Yz3EEAycgj9


কোভিড-১৯ মহামারীর কারনে বেশিরভাগ দেশই লকডাউন করা হয়েছে এবং পাকিস্তান এর ব্যতিক্রম নয়- https://www.aljazeera.com/news/2020/03/pakistan-daily-wagers-struggle-survive-coronavirus-lockdown-200325115143152.html

অনেক দিনমজুর লকডাউনের জন্য কাজ করতে পারছে না এবং ফলস্বরুপ, তাদের ছেলেমেয়ে কিংবা পরিবার পরিজনদের খাদ্য সংগ্রহে হিমশিম খাচ্ছে। তারা কোভিড-১৯ এর জন্যে মারা না গেলেও খাদ্যের অভাবে মারা যাবে নিশ্চিত। তাই আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।


irfan_pak10 ইতিমধ্যে ০.০৪ বিটিসি মত সহায়তা করেছেন। কয়েকটি সংস্থার সাথে কাজ করে প্রায় ১০০০ পরিবারের একমাসের খাদ্য সরবরাহ করেছেন। কিন্তু এই মহামারী তো এক মাসের জন্য নয়। তাই, তাদের জন্য আরো খাদ্যের ব্যবস্থা করা উচিত বলেই উনি এইখানে এই ক্যাম্পেইন করেছেন। বর্তমানে, তারা প্রতিটি পরিবারের জন্য নিচের খাদ্যগুলো সরবরাহ করছেন-

1. Flour 20kg
2. Split Bengal gram 1kg
3. Split Red Lentil 1 kg
4. White Bengal gram 1 kg
5. Sugar 2-1/2 kg
6. Salt 1 kg
7. Lemon Bar 1 pack
8. Soap 3 pack
9. Lipton Tea 250 grams
10. Butter 1 kg
11. Oil 1 kg
12. Rice 3 kg


আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে এইখানে কিংবা উক্ত থ্রেডে করতে পারেন।



আমার মতামত

আমি জানি আমাদের দেশে এইরকম দিনমজুরের সংখ্যা বেশি বৈ কম নয়। আমাদের উচিত সবার আগে তাদের পাশে এগিয়ে আসা। হয়তবা অনেকেই ইতিমধ্যে সামাজিকভাবে সেটা করছেন। যাইহোক, যাদের সে সুযোগটি নেই এবিং যেহেতু আমরা আমাদের দেশের জন্য কোন উদ্যোগ নেই নি, আমাদের উচিত তাদের সহায়তা করা। যতটুকু পারেন সহায়তা করেন।


মতামত চাইছি সবার

আমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
newbie
Activity: 15
Merit: 2
April 14, 2020, 05:25:58 PM
                 হালভিং এর পরে কি আসলেই Bitcoin এর দাম বাড়বে?



উত্তর
বিটকয়ের এর দাম কখন কি হবে এই দুনিয়াতে এখনো এমন কেউ আসেনি যে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবে, সকলেই সবার অভিজ্ঞতা থেকে হয়তো একটু ধারনা দিতে পারে, আবার কেউ কেউ পূর্বের অভিজ্ঞতা থেকে কিছু রিসার্চ করে কিছু বলতে পারে, কিন্তু প্রকৃতি সত্য এটাই যে Bitcoin কারোর ধারনা মানে না, কোন রিসার্চ কাজ করেনা, আমাদের বাংলাদেশে একটি কথার প্রচলন আছে না? "জায়মা কেউ কোন দিন বড় লোক হতে পারে না!" এই কথাটা নিয়া একটু ভাবুন তাহলে অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। আসলেই কিন্তু যদি জাইনা কেউ বড় লোক হতে পারতো, তখন সে বড় লোক হবে, তাহলে তার জীবনে কোন চিন্তায় থাকতো না, টাকার জন্য কোন দিন কষ্ট করতে হতো না, সে যদি জানতে পারতো এতো বছর পর আমি বড় লোক হয়ে যাবো তাহলে সে তখন ব্যাংক থেকে টাকা লোন নিয়ে আরামে বসে থেকে খাইতেন আর ঘুমাইতেন,  যখন এতো বছর হয়ে যাবে তখন সে বড় লোক হয়ে যাবে আর বড় হয়ে ব্যাংক এর সব লোন সুদ করে দিবে, কিসের চিন্তা!! ঠিক তেমনিই যদি কেউ ১০০% ভাবে জানতে পারতো যে ৪ বছর পর / বিটকয়েন এর পরিমান (যেটা কে আমরা হাল-বিং বলি) বৃদ্বির পরে কিংবা ২০২০ সালে মে মাসে Bitcoin এর দাম অনেক বেড়ে যাবে আনুমানিক ৬ হাজার ডলার থেকে তা ২০ হাজার ডলার এ চলে যাবে, তাহলে সকলেই তার বাব-দাদার যত সম্পত্তি আছে সব বিক্রি করে দিতো, এবং সেই সাথে ব্যাংক বন্ধু বান্ধব, আত্বীয় - স্বজন সবার কাছ থেকে টাকা এনে Bitcoin ক্রয় করতেন, আর মে মাসের পরে সব Bitcoin sell করে দিতেন!  এই ভাবে সবাই কোটিপতি হয়ে যেতেন, কিন্তু আসলেই এই গুলো শুধু একটি খেলা বড় একটি চক্র এর পিছনে আছেন, তারা কিছু সাল কে টার্গেট করে রেখেছেন সেই সাল গুলোতেই তারা তাদের খেলা গুলো খেলে তাদের কে ছাড়া কেউ বলতে পারবে না কখন কি হয় সে বিষয়ে আমি পরবর্তীতে একটি post করবো সেখানে সব কিছু বিস্তারিত থাকবে। যদি আমার এই পোস্টটি পড়ে কেউ আগাত পেতে থাকেন তাহলে ক্ষমার চোখের দেখবেন যাহা সত্যি সেটাই কিন্তু বলছি, তবে হ্যা সবাই যেমন নিজের মন থেকে কিছু ধারনা করে কিছু বলে Bitcoin সম্পর্কে আমি ও আর সাত বছরের অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারি- সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে এই বছর মানে ২০২০ সালের Jun মাসের পর থেকে যদি Bitcoin কিনা যায় তাহলে কিছু লাভ হতে পারে, Jun মাসের ১২-১৫ তারিখের পর থেকে বাড়ার আশংকা রয়েছে, এবং August মাসে মার্কেট আবার কিছুটা কমবে, August এর শেষের দিক থেকে আবার বাড়তে থাকবে,  এই হলো Bitcoin সম্পর্কে আমার এই বছরের ধারনা।
আশা করবো আপনারা Bitcoin এর ভবিষ্যৎ যারা বলে এই দিন এটা হবে, সে দিন সেটা হবে সে সম্পর্কে বুঝেছেন কেন বলে বা কিভাবে বলে?  আসলেই কি হবে? সবাই কে ধন্যবাদ।  
             
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 14, 2020, 12:12:24 PM
ভাই,
বিটকয়েন কি হালবিং এর পরে দাম বারতে পারে। আমি বিটকয়েন রেখে দিয়েছি। বিটকয়েন হালবিং তো মে তে হতে পারে। সবাই বলে হালবিঙ্গের পর দাম বারে। প্লিজ একটু জানালে ভাল হতো।
আপনি এই পোস্টটি পড়ুন , সকল বিষয় ভালোভাবে জানতে পারবেন। ==> বিটকয়েন হালভিং ও বিটকয়েনের মূল্যে এর প্রভাব
jr. member
Activity: 252
Merit: 4
April 14, 2020, 09:57:18 AM
ভাই,
বিটকয়েন কি হালবিং এর পরে দাম বারতে পারে। আমি বিটকয়েন রেখে দিয়েছি। বিটকয়েন হালবিং তো মে তে হতে পারে। সবাই বলে হালবিঙ্গের পর দাম বারে। প্লিজ একটু জানালে ভাল হতো।
full member
Activity: 333
Merit: 105
www.cd3d.app
April 14, 2020, 02:43:03 AM
মুল টপিক: 5 Resources to teach Average Joe about Bitcoin.

Author: fillippone



আমি প্রায়ই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিপদে পড়ে যাই: "আমি বিটকয়েন সম্পর্কে শুনেছি, কিন্তু কীভাবে আমি এটি কিনতে পারি?"

বেশ, কোনকিছুই না জেনে অপ্রয়োজনীয় ঝুকি নেওয়া এবং বিটকয়েন কেনা আমি পছন্দ করি না, যেমন প্রায় প্রতিটি "জ্ঞানশূন্য বিনিয়োগ" আপনার টাকা হারানোর জন্য একটি গোল্ডেন পথ তৈরি করে।

তাই আমি চাই যে আমার মা / একজন সাধারন ব্যক্তির বিটকয়েন কেনার কথা ভাবার আগেই বিটকয়েন কি এ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে হবে।
সমস্যা হচ্ছে বিটকয়েন সম্পর্কে ব্যাখ্যা করা কঠিন, বিটকয়েন হলো ক্রিপ্টোগ্রাফি, অর্থনৈতিক ও আর্থিক তত্ত্ব, গেম তত্ত্ব, কম্পিউটার নেটওয়ার্কিং এবং ডাটা ট্রান্সমিশনের একটি ক্রসরোড।
এই বিষয়গুলির একটি সম্পর্কে জ্ঞান থাকা কেবল কঠিনই নয়, বরং আপনার ব্যাখ্যাটিকেও বায়াস করে তোলে এবং এটি সমস্ত প্রক্রিয়াটিকে ত্রুটিযুক্ত করে তুলতে পারে।(যদি আমি ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে অনেক বেশি জানি তবে আমি এই দিকটিকে বেশি করে জোর দেব, এবং এটি আমার প্রতিপক্ষকে উৎসাহী করবে এমন কোন গ্যারান্টি নেই।)

সুতরাং আমি এখানে 5 টি উপায়  (নিবন্ধ, ভিডিও, টুইটার অ্যাকাউন্ট, পোর্টালগুলি, আপনি যাই নাম দিন) এর একটি সংগ্রহ পোস্ট করতে চাই যেদিকে আমার সম্ভাব্য বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি নজর দেয়।

এগুলোর তালিকা হচ্ছে,
আমার ইচ্ছা হচ্ছে যখনই কোন নতুন উপকরণ অনলাইনে আসবে বা আপনি যা পরামর্শ দিবেন সে অনুসারে এটি নিয়মিত আপডেট করা:

  • Lopp.net বিটকয়েন তথ্য এবং উপায়সমূহ
    এটি একটি বিটকয়েন সম্পর্কে মূল পাঠ (হোয়াইট পেপার) থেকেও আর উন্নত এবং খুব প্রযুক্তিগত বিষয়ে জেমসন লপ্প, পেশাদার সাইফারপাঙ্কের লিখিত নিবন্ধ এবং ভিডিও / অ্যানিমেশন উভয় উপায়সমূহের সংগ্রহ।(দয়া করে নোট করুন Cypherpunk, not Cyberpunk)

  • নতুনদের কাছে বিটকয়েন
    এটি একটি বিটকয়েনের বিভিন্ন দিক যেমন এটি কী, কীভাবে কিনতে হবে, কোথায় এবং কীভাবে এটি সংরক্ষণ করতে হবে এ সম্পর্কে আন্ড্রেয়াস অ্যান্টোনোপল্লোসের ভূমিকা ভিডিওগুলির প্লেলিস্ট...

  • বিটকয়েনের মডেলিং মূল্য এবং স্বল্পতা
    এটি একটি বিটকয়েনকে মূল্য দেওয়ার জন্য মূল, সাধারণ এবং এখন পর্যন্ত আকর্ষণীয় মডেল। এটি কোন আর্থিক পরামর্শ নয়।

  • বিটকয়েন স্ট্যান্ডার্ড: সেন্ট্রাল ব্যাংকিংয়ের বিকেন্দ্রীভূত বিকল্প।
    এটি একটি আকর্ষণীয় পাঠ্য, সম্পূর্ণ অপ্রযুক্তিগত এবং বিটকয়েনের সাথে সরাসরি সম্পর্কিত নয়: আপনি যদি এটি পড়ার পরে বিটকয়েনের প্রেমে না পড়ে থাকেন তবে আপনি কখনই পরবেন না।
    I am a strong believer in the utility of local boards.
    I am lucky enough to be able to express myself in at least a couple of languages, but I know this is not the case for everyone.
    A lot of users post only in the local boards because of a variety of reasons  either language or cultural barriers, lack of interest or whatever other reason.
    I personally know a lot of very good users (from the italian sections mainly, for obvious reason) who doesn't post in the international sections.

    I think all those users they are missing a lot of good contents posted on the international (english) section or on other boards.

    আপনি যদি মনে করেন আপনি এখানে সহায়তা করতে পারেন তবে শুধু থ্রেডটি ভিজিট করুন!
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
April 11, 2020, 10:55:17 AM
আমি আছি কিন্তু রাজশাহী থেকে বলছি।আপনারা সবাই ভালো আছেন তো।

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? ভাই আমিও রাজশাহী থেকে বলছি।

ভাই  কিছু মনে করবেন না, এটা কুশলাদি বিনিময়ের জায়গা না। এখানে ফোরাম সম্পূর্কে, বিটকয়েন সম্পূর্কে, ক্রিপ্টোকারেন্সি সম্পূর্কে গঠন মূলক আলোচনা করবেন। আপনি চাইলে যে কোন গঠনমূলক প্রশ্ন করতে পারেন অথবা কোন প্রশ্নের গঠনমূলক উত্তর দিতে পারেন। এতে সবার উপকার হবে, বাঙলা থ্রেড়ের গ্রহন যোগ্যতা বাড়বে। ধন্যবাদ
Jump to: