Author

Topic: বাংলা (Bengali) - page 496. (Read 5739037 times)

newbie
Activity: 182
Merit: 0
September 18, 2018, 07:29:56 AM
bitcointalk.org ফোরামের মডারেটর থেয়মস যে নতুন রেগুলেশন প্রয়োগ করেছেন তা অবশ্যই এই ফোরামের জন্য কল্যান কর। এর মাধ্যমে একদিকে যেমন অপ্রাসংগিক পোষ্ট এর পরিমান কমবে তেমনি সবাই মেরিট পাবার জন্য বিশ্লষণাত্নক, প্রাসংগিক এবং প্রয়োজনীয় পোষ্ট করার প্রতি আগ্রহী হবে। যাতে করে এই ফোরামের মূল উদ্দেশ্য অক্ষুন্ন থাকবে । ফোরামের সদস্যগন এই ফোরাম এবং Cryptomarket সম্পর্কে আরো বিস্তর ধারণা পাবে।
newbie
Activity: 32
Merit: 0
September 18, 2018, 07:03:58 AM
obosese notun der jonno, aro akti dorja off hoye gelo...

একথা সত্য যে আমাদের নতুনদের জন্যে একটা দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু এখন আমরা যেকোন বিষয় সঠিক ভাবে জানতে পারব। নতুন নিয়মের জন্যে ফোরাম এর পরিবেশ এখন অনেকটাই ভাল থাকবে আশা করি।
newbie
Activity: 32
Merit: 0
September 18, 2018, 06:06:28 AM
স্প্যামিং রোধ করার জন্যে যে পদক্ষেপ গ্রহন করা হয়েছে, তা অবশ্যই প্রশংসা এর দাবিদার । তাহলে এরপর নতুন ICO গুলোতে কি ধরনের পরিবর্তন আমরা আশা করতে পারি ? অভিজ্ঞদের মতামত আশা করছি।
newbie
Activity: 22
Merit: 0
September 18, 2018, 04:21:45 AM
From yesterday, new guidelines have been presented for JR individuals. Starting now and into the foreseeable future, there will be at least 1 Merit for Jr part, the individuals who have old JR individuals, however lack 1 justify yet they have been eighth in Newbie - many are seeing the issue from various perspectives yet I have accepted the issue as positive in light of the fact that the gathering was loaded up with junk step by step . Numerous individuals remark without seeing even following 2 months of the finish of an abundance, numerous individuals submit week after week reports which are exceptionally ludicrous yet even subsequent to revealing to them they have not taken note. Everyone postes regard for the quality, it appears that Merit can be discovered which we need.
copper member
Activity: 42
Merit: 2
September 18, 2018, 03:54:18 AM
A lot of Bangladeshi are working in this forum. This forum about Bitcoin and other cryptocurrencies.
member
Activity: 532
Merit: 15
Trader
September 18, 2018, 01:54:16 AM
সকল বাঙালী ভাইয়েরা আপনারা তো সবাই দেখলেন এখন জুনিয়র মেম্বার হতেও ১ টি মেরিট লাগবে। এই সিস্টেম করার কারন হচ্ছে জঘন্য তমো পোস্ট করার কারনে। ১৯ লাখ ৭৬ হাজার মেম্বারের মদ্ধে মিনিমাম ১৮ লাখের বেশি ছিলো নিউবায় এবং জুনিয়র মেম্বার। কোনো রকম মেরিট বা যগ্যতা ছাড়াই সবাই জুনিয়র হতে পেড়েছে। সবাই জুনিয়র মেম্বার হওয়ার জন্য পোস্ট সংখ্যা বাড়ানোর লক্ষে নানা রকম স্পামিং এবং জঘন্য ধরনের পোস্ট গুলো করতো। এর কারনে মূলত এই সিস্টেমটি চালু করা হয়েছে।
আরও বিস্তারিত জানতে Administer theymos এর পোস্ট পড়তে পাড়েন।
https://bitcointalksearch.org/topic/enhanced-newbie-restrictions-requirements-5030366

নোট:  এখন যেহেতু শুধু পোষ্ট সংখ্যা বাড়ালেই জুনিয়র মেম্বার হতে পাড়বেন না। সেহেতু কিছু ভালো পোস্ট করে মেরিট অর্জন করে জুনিয়র হন।অযথা স্পামিং পোস্ট করে কোনো লাভ হবে না পোষ্ট সংখ্যা ১০০০ হলেও সেই নিউবায়েই পরে থাকতে হবে।তাই সবাই চেষ্টা করুন জ্ঞান অর্জন করতে। দরকার হলে সিনিয়র মেম্বারদের পোস্ট ফলো করুন। আশা করি আপনারাও মেরিট পেয়ে নিজের পজিশন বাড়াতে পাড়বেন।
ধন্যবাদ।
jr. member
Activity: 181
Merit: 5
A Blockchain Mobile Operator With Token Rewards
September 18, 2018, 12:44:11 AM
লোকে বলে ফ্রিতে নাকি কেউ কিছুই দেয়না।আমি দিচ্ছি।
যাদের মন অনেক খারাপ তারা ইউটিউবে Kaissa Funny Video দেখতে পারেন।অবশ্যই Pagla Director চ্যানেল এর ভিডিও গুলো দেখবেন।মন একদম ভালো হয়ে যাবে।ভালো না হলে এমবি কেনার টাকা ফেরত।কথা দিলাম।
সবচাইতে ভালো আইডিয়া।  Grin আমার থেকেউ আইডিয়া টা আপনাদের জন্য। চলেন এহন কাইসসা ফানি ভিডিও দেখি আর মনটা ফ্রেশ কইরা স্প্যামিং ছাইড়া কিছু পোস্ট করা শিখি যেগুলা সিনিয়রদের ইম্প্রেস করবে এবং আপনিও র‍্যাংকআপ হয়ে যাইবেন ফ্রিতে.. Smiley
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
September 17, 2018, 01:56:59 PM
লোকে বলে ফ্রিতে নাকি কেউ কিছুই দেয়না।আমি দিচ্ছি।
যাদের মন অনেক খারাপ তারা ইউটিউবে Kaissa Funny Video দেখতে পারেন।অবশ্যই Pagla Director চ্যানেল এর ভিডিও গুলো দেখবেন।মন একদম ভালো হয়ে যাবে।ভালো না হলে এমবি কেনার টাকা ফেরত।কথা দিলাম।
newbie
Activity: 560
Merit: 0
September 17, 2018, 12:30:17 PM
Bangladesh Forum এ কোন বিষয়ে কথা বলবে, তা নির্দিষ্ট করা যাচ্ছে না। যারা উপরের পজিশনে আছে, তারা যদি বিষয় গুলো সবার সামনে নিয়ে আসতে পারে তাহলে নির্দিষ্ট বিষয়ে যার যার মতামত প্রকাশ করতে সুবিধা হতো।
newbie
Activity: 280
Merit: 0
September 17, 2018, 12:07:37 PM
তাহলে হয়তো আর কাজের মাধ্যমে কখনও মেরিট আয় করা সম্ভব না। এখন যারা নিউবি আছেন তারা উন্নত মানের পোস্ট করুন এবং সবাই পোস্ট পড়ে যাতে অনেক কিছু জানতে ও বুঝতে পারে।অনেক একাউন্ট আজ নিউবিতে ভুগছে।তারা স্বস্তির নিশ্বাস তখনই ফেলতে পারবে, যখন তারা আবার পূর্বের পজিশনে ফিরে আসতে  পারবে।
newbie
Activity: 560
Merit: 0
September 17, 2018, 11:58:00 AM
বাংলা ভাষায় কথা বলার লোক খুব খম এখানে

কিছুটা ভাই, তবে আমি আছি। কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেল আজকের খবরে।
newbie
Activity: 560
Merit: 0
September 17, 2018, 11:51:56 AM
jr. member
Activity: 233
Merit: 1
September 17, 2018, 11:39:28 AM
obosese notun der jonno, aro akti dorja off hoye gelo...
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
September 17, 2018, 10:01:09 AM
ভালো করে পড়ে দেখুন থেয়মস কি লিখছে। নির্দিষ্ট কিছু মেম্বারদের শুধু মাত্র মেরিট সোর্স করা হয়েছে এবং মূলত তারাই ফোরামে অধিক মেরিট সেন্ড করে।! আপনি যেটা বলছেন সেটা মিলে না স্টাফদের কথার সাথে। ফোরামে যারা অধিক মেরিট বিলায় বেড়ান মূলত সেই লিস্ট তা দেখলে একটু ধারণা করা যায় কারা মেরিট সোর্স।
ওইটা ইনিশিয়াল ছিল।এখন দেখেন আপনি যেমন ভাবছেন ব্যাপারটা তেমন না।মেরিট সোর্সের নিয়মগুলো মানলে আপনিও মেরিট সোর্স হতে পারবেন।অবশ্য ওই পোস্টের নিচে কিভাবে মেরিট সোর্স হতে হয় সেটাও লিখা ছিল যা আপনি হয়ত পড়েন নাই নাহলে আপনার যুক্তিকে উপরে রাখার জন্যে এড়িয়ে গেছেন।জাস্ট কিডিং।

এই পোষ্টে ৫ টা মেরিট very lol  Grin  Grin
আমি বলব না আমার পোস্ট মেরিট ডিসার্ভ করে। কিন্তু যে পোস্ট গুলো মেরিট পাচ্ছে তাদের চাইতে মনে হয় ভালো ছিল, লল।নিজের প্রশংসা।
এইটা হল আল্টারনেটিভ একাউন্ট বড় করার ওয়ে।বুঝেন ই তো।ভাই ব্রাদার যাদের আছে তারা নিজেরা নিজেদের মেরিট দেবে।আই মিন মেরিট এবিউজ।
member
Activity: 532
Merit: 15
Trader
September 17, 2018, 09:55:53 AM
এখন বতমানে কতটি পোস্ট করার মাধ্যমে jr member হতে পারবে? আজকে যারা Newbie তে পরিনত হয়েছে, তারা কিভাবে আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবে? নিউবিতে যারা আছে তাদের যদি মেরিট সেন্ড করা হয়, তাহলে কি তারা আবার jr Member এ আসতে পারবে? আর এই jr member থেকে ধীরে ধীরে লিজেন্ডারি মেম্বারে পৌছাতে পারবে? আশা করি সবাই আমার প্রশ্নের উওর দিয়ে সহায়তা করবেন..
হ্যা.. যারা জুনিয়র মেম্বার থেকে নিউবায় হয়েছে তার যদি ১ টি মেরিট পায় তাহলে তারা পূর্নরায় জুনিয়র মেম্বার হতে পাড়বে এবং যারা নতুন অ্যাকাউন্ট করতেছে তাড়াওও যদি মেরিট পায় তাহলে জুনিয়র মেম্বার হতে পাড়বে। শুধু জুনিয়র মেম্বার নয়। পরিমিত মেরিট পেলে তার উপরের পজিশনেও যেতে পাড়বে।
newbie
Activity: 210
Merit: 0
September 17, 2018, 08:59:10 AM
এখন বতমানে কতটি পোস্ট করার মাধ্যমে jr member হতে পারবে? আজকে যারা Newbie তে পরিনত হয়েছে, তারা কিভাবে আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবে? নিউবিতে যারা আছে তাদের যদি মেরিট সেন্ড করা হয়, তাহলে কি তারা আবার jr Member এ আসতে পারবে? আর এই jr member থেকে ধীরে ধীরে লিজেন্ডারি মেম্বারে পৌছাতে পারবে? আশা করি সবাই আমার প্রশ্নের উওর দিয়ে সহায়তা করবেন..
member
Activity: 532
Merit: 15
Trader
September 17, 2018, 08:14:45 AM
আজ থেকে নতুন নিয়ম চালু হয়েছে জেআর মেম্বারদের জন্য। এখন থেকে জে আর মেম্বার হতে গেলে মিনিমাম ১ টা মেরিট পেতে হবে, যারা পুরাতন জেআর মেম্বার আছে অথচ ১ টা মেরিট পাননি এখনো তাদেরকে নিউবিতে ডিমোট করা হয়েছে-বিষয়টাকে অনেকে অনেকভাবে দেখছেন কিন্তু আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবে নিয়েছি কারণ ফোরামে গারবিজ পোস্টে দিন দিন ভরে যাচ্ছে দেখলাম। না বুঝেই অনেকে কমেন্ট করে এমনকি কোন বাউন্টি শেষ হওয়ার ২ মাস পরেও অনেকে সাপ্তাহিক রিপোর্ট জমা দেয় যা খুবই হাস্যকর অথচ তাদের বলার পরও দেখলাম তারা খেয়ালই করেনা। সবাই পোস্ট কোয়ালিটির দিকে খেয়াল রাখলে মনে হয় মেরিট পাওয়া যেতে পারে যা আমাদের কাম্য।
এই পোষ্টে ৫ টা মেরিট very lol  Grin  Grin
আজকে একটা বিষয় আমার চোখে পড়লো। তা হলো বাঙালী থ্রেডে প্রচুর পরিমানে মেরিটেড হচ্ছে। ব্যপাড়টা একেবারে আজব,যেখানে বাঙালী থ্রেডে mdonliner ছাড়া সহজে কেও কাওকে মেরিটেড করতো না। সেখানে আজকে জুনিয়র মেম্বার পর্যন্ত মেরিট সিস্টেম করায় ২-৫ টা করে মেরিট একবাড়ে দিচ্ছে।
যারা মেরিট এভাবে উলটা পালটা লেনদেন করতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি। আপনারা এভাবে low কোয়ালেটি পোস্টে এভাবে মেরিটেড করবেন না তাহলে আপনি নিশ্চিৎ রেট ট্রাস্ট খাবেন।এমনকি ব্যান হওয়ার সম্ভাবনা আছে।  তাই এভাবে মেরিট দেওয়া বন্ধ করুন। মেরিট যে একেবারে কাওকে দিবেন না সেটা কোনো কথা নয়।যারা মেরিট পাওয়ার যজ্ঞ তাদের মেরিট দিন High কোয়ালিটি পোষ্ট মেরিটেড করুন তাহলে আপনিও সেফ থাকবেন এবং তারও উপকার হবে।
ধন্যবাদ...
copper member
Activity: 232
Merit: 10
September 17, 2018, 07:43:15 AM
আজ থেকে নতুন নিয়ম চালু হয়েছে জেআর মেম্বারদের জন্য। এখন থেকে জে আর মেম্বার হতে গেলে মিনিমাম ১ টা মেরিট পেতে হবে, যারা পুরাতন জেআর মেম্বার আছে অথচ ১ টা মেরিট পাননি এখনো তাদেরকে নিউবিতে ডিমোট করা হয়েছে-বিষয়টাকে অনেকে অনেকভাবে দেখছেন কিন্তু আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবে নিয়েছি কারণ ফোরামে গারবিজ পোস্টে দিন দিন ভরে যাচ্ছে দেখলাম। না বুঝেই অনেকে কমেন্ট করে এমনকি কোন বাউন্টি শেষ হওয়ার ২ মাস পরেও অনেকে সাপ্তাহিক রিপোর্ট জমা দেয় যা খুবই হাস্যকর অথচ তাদের বলার পরও দেখলাম তারা খেয়ালই করেনা। সবাই পোস্ট কোয়ালিটির দিকে খেয়াল রাখলে মনে হয় মেরিট পাওয়া যেতে পারে যা আমাদের কাম্য।
member
Activity: 532
Merit: 15
Trader
September 17, 2018, 06:37:39 AM
সকল বাঙালী ভাইয়েরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন বিটকয়েন টক ইউজার এখন ২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। যার কারনে এখন পায় ৭০% বাউন্টি স্কাম হচ্ছে। আগে মেরিটের সিস্টেম ছিলো না যার কারনে যারা এখানে আসছে তাদের অ্যাক্টিভিটি বাড়ার সাথে সাথে তাদের পজিশন ও বেড়ে যেতো। তাই তখন সবাই খুব সহজেই লেজেনডারি মেম্বার পর্যন্ত যেতে পাড়ছেন। কিন্তু এক সময় মেরিট সিস্টেম চালু হয়। তার পড় থেকেই সবাই চাইলেই তাদের পজিশন বাড়াতে পাড়েনি। তখন মেরিট সিস্টেম মেম্বার পজিশন থেকে শুরু হয়েছিলো।তাই সবাই জুনিয়র মেম্বার পর্যন্ত যেতে পেড়েছেন। কিন্তু এখন জুনিয়র মেম্বার থেকে মেরিট সিস্টেম শুরু করা হয়েছে।তাই কেও এখন মেরিট ছাড়া নিউবায় থেকে একজন জুনিয়র মেম্বার হতে পাড়বেন না।এখন জুনিয়র মেম্বার হতেও মেরিট লাগবে। যাদের কোনো মেরিট ছিলো না তাদের পূর্নরায় নিউবায় পজিশনে নামিয়ে দিয়েছে। এখন সবাইকে বলতেছি মেরিট পেতে চায়লে আপনারা কোনো রকম স্পামিং না করে ভালো মানের পোষ্ট করা শুরু করুন। মিনিমাম ৪ লাইনের পোষ্ট করার চেষ্টা করুন। ধন্যবাদ
নতুন মেরিট সিস্টেম দেখে নিন
পজিশনঅ্যক্টিভিটি পয়েন্টমেরিট পয়েন্ট
ব্রান্ড নিউ
নিউবায়
জুনিয়র মেম্বার৩০
মেম্বার৬০১০
ফূল মেম্বার১২০১০০
এস,আর মেম্বার২৪০২৫০
হিরো মেম্বার৪৮০৫০০
লেজেনডারি মেম্বার ৭৭৫-১০৩০১০০০
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
September 17, 2018, 06:27:57 AM
Jr member হতে মোট কয়টি পোস্ট করতে হবে?
কেউ জানলে বলবেন......

Sob kisui ager motoi ache. Post count e kono change hoinai. Shudhu extra hisebe 1ta merit jog hoise. eitai.
Jump to: