Author

Topic: বাংলা (Bengali) - page 494. (Read 5738414 times)

jr. member
Activity: 54
Merit: 2
September 22, 2018, 05:17:28 AM
  আসলে বিটকয়েন লেনদেন হয় অনেক ভাবে কিছু কিছু হয় ইচ্ছাক্রিত ভাবে আবার কিছু চাপে পরে।
আর তাই  অনেকসময় শোনা যায় আন্তর্জাতিক হ্যাকাররা বিভিন্ন কম্পিউটার হ্যাক করে মুক্তিপণ দাবি করছে আর সে মুক্তিপণ পরিশোধ করতে বলা হয় বিটকয়েনে।

বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভারচুয়াল মুদ্রা। মুদ্রাটির দাম ওঠা-নামার মধ্যেই রয়েছে। মঙ্গলবার ছিল প্রায় ১৯ হাজার ডলার যেখানে আজ সকালে দাম পড়ে গিয়ে হয়েছে প্রায় ১৭ হাজার।

যদিও বাস্তবে এর অস্তিত্ব নেই। ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায়।

বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, "এটি ইন্টারনেট সিস্টেমে একটা নির্দিষ্ট অংকে প্রোগামিং করা আছে যা চাইলে কেনা যায়। প্রতিবছর এটি অল্প অল্প করে বাড়ানো হয়ে থাকে। ১০/১৫ বছর পর্যন্ত হয়তো বাড়বে তারপর আর বাড়বে না"।
member
Activity: 532
Merit: 15
Trader
September 22, 2018, 03:41:39 AM
সকল বাঙালী থ্রেডে মেম্বারদের বলছি আপনারা সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন।
জুনিয়র মেম্বার থেকে যারা নিউবায় হয়েছেন তাদের মন হয়তো বেশি ভালো নয়। তবে এটা মন খারাপের কিছু নয়। এই সিস্টেমটি কসার একমাত্র কারন হচ্ছে স্পামার ধমন। ফোরামে ইউজার এর পরিমান বারার সাথে সাথে স্পামিং এর পরিমাণও বেরেছিল অনেক।আর অই সব জঘন্য পোস্ট গুলার কারানে এই theymos এই সিস্টেমটি চালু করেছে। যাতে করে স্পামাররা তাদের পজিশন আপ করতে না পাড়ে। এর কারনে হয়তো অনেক ভালো মনমানসিকতার ইউজাররাও অনেক বিপদের মদ্ধে পরে গেছে।কারন মিনিমাম ১৮ লাখ জুনিয়র মেম্বার নিউবায় হওয়ায় সবাই মেরিট পাওয়ার চেষ্টা করছে এখন এখান থেকে মেরিট পাওয়াও টাপ ব্যপার হয়ে দাড়িয়েছে। তার পরেও কথায় আছে মানুষ পাড়ে না এমন কিছু নেই মনে প্রানে চেষ্টা চালিয়ে যান।আমি মনে যারা সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন তারা মেরিট পাবেন। তাই কেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। যেহেতু আমাদের বাঙালী থ্রেডে বড় মেম্বাররা আসে না সে ক্ষেত্রে আপনারা বড় বড় থ্রেডে পোস্ট করার চেষ্টা করুন। বড় থ্রেড বলতে হচ্ছে। meta, Bitcoin Discussion ইত্যাদি মূলত যেখানে বড় বড় মেম্বাররা সর্বদা ঘুরাঘুরি করে। আপনার পোস্ট কোয়ালিটি ভালো করে সেখানে পোস্ট করুন আসা করি মেরিট পাবেন। ভূলেও কেও কপি পেস্ট, বা স্পামিং পোস্ট সেখানে করতে যাবেন না তাহলে ব্যান খেয়ে জাবেন। কিরকম মানের পোস্ট করবেন তা বুঝতে না পাড়লে সিনিয়র মেম্বারদের পোস্ট ফলো করুন এবং ফোরামের সকল থ্রেড ঘুরে দেখুন ও পড়ুন তাহলে সবকিছু বুঝতে পাড়বেন।
ধন্যবাদ..
jr. member
Activity: 54
Merit: 2
September 22, 2018, 02:15:46 AM
ডিজিটাল কারেন্সি বিটকয়েনের মূল্য এক সপ্তাহেরও কম সময়ে এক তৃতীয়াংশ কমেছে।গত সপ্তাহের শুরুতে এর মূল্য ছিলো ২০ হাজার ডলারের কাছাকাছি। কিন্তু শুক্রবার বিটকয়েনের দাম কমে দাঁড়ায় ১১ হাজার ডলারে।এবছরের শুরুর দিকে বিটকয়েনের দাম ছিলো এক হাজার ডলারের মতো। তারপর থেকে এর মূল্য হঠাৎ করেই বাড়তে থাকে।bitcoin-techshohorবিশ্লেষকরা আগে থেকেই এতে বিনিয়োগের ব্যাপারে সতর্কবার্তা দিচ্ছিলেন। এর মধ্যেই গত কয়েক দিন ধরে এর দাম পড়তে শুরু করেছে। সেই পতন এখনো অব্যাহত রয়েছে।ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ওয়েবসাইট ক্রিপ্টোকমপেয়ারের প্রতিষ্ঠাতা চার্লস হাটার বলেছেন, চড়া দাম হওয়ার কারণে অনেকেই বিটকয়েন বিক্রি করে দিয়ে অর্থ তুলে নিচ্ছেন। ফলে এখন তার দাম পড়ে যাচ্ছে।এই পরিস্থিতিতে বিটকয়েনের পেছনে বিনিয়োগের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন অর্থনীতিবিদরা।
jr. member
Activity: 1232
Merit: 1
September 22, 2018, 02:11:27 AM
জানুয়ারি ২০১৬ সালে বিশ্বব্যাপী ৫০২ টি বিটকয়েন এটিএম ছিল।২০১৮ সালের আগস্ট মাসে তাদের সংখ্যা ৩৪৬১ টি বেরেছে বিটকয়েন এটিএমগুলির সর্বচ্চো সংখ্যা ২০১৮ সালে ২০২৬ টি মার্কিন যুক্তরাষ্টে রেকর্ড করা হয়েছিল। কানাডা, যুক্তরাষ্ট ও অস্ট্রিয়া যথাক্রমে ৫৩৫ ১৬৪ এবং১৫৫ টি বিটকয়েন এটিএম অনুসরণ করে। সামগ্রিকভাবে ৭৪ শতাংশ  বিশ্বব্যাপী এটিএম উত্তর আমেরিকাতে ছিল।
বিটকয়েন ডিজিটাল মুদ্রার একটি প্রকার যা ইলেক্টিকভাবে তৈরি এবং প্রক্রিয়াকৃত হয়, কোনও সংস্থার দ্বারা কেন্দ্রীয়ভাবে নিয়ন্রিত হয় না। বিটকয়েনের বিক্রিয়াকৃত চরিত্রটি অন্যান্য প্রচলিত মুদ্রাগুলি থেকে আলাদা করে তোলে।  
jr. member
Activity: 364
Merit: 4
September 22, 2018, 01:40:06 AM
যতই সময় পার হইতেছে বিটকয়েন টক ফোরাম আরো বেশি শক্তিশালী হচ্ছে। "Theymos sir" এর নতুন নতুন নিয়ম গূলো বিটকয়েন টক ফোরাম কে আরো বেশি শক্তিশালী হতে সাহায্য করছে । এখন আর Scammers রা বিটকয়েন টক এর কোন ক্ষতি করতে পারবে না। তাই আমি "Theymos sir" কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই । তিনি মহান ।
ফোরামের নিয়ম যত শক্তিশালী হচ্ছে, নতুনদের জন্য সুযোগ ততো কমে যাচ্ছে। বিশেষ করে তাদের, যারা, একাউন্ট খোলার পরদিন থেকেই আয় করতে চায়।
jr. member
Activity: 1232
Merit: 1
September 22, 2018, 01:10:40 AM
কয়েক দিন  আগেও বিটকয়েন টক ফোরামে jr.Member রা স্বতঃস্ফূর্ত ভাবে ফোরামে কাজ করতে পারত। কিন্তুু নতুন নিয়ম আসার পর  jr.Member ডিমোশন হয়ে Newbie হয়ে গেছে। কমপক্ষে একটি  মেরিট হলে আবার প্রমোশন হয়ে jr.Member হওয়া যায়। যদিও এই  সিস্টেমটি খারাপ চোখে দেখছে তবুও নিয়ম টি ফোরামের জন্য অনেক ভাল। তাই এই নিয়ম কে স্বাগতম জানাই।  
jr. member
Activity: 1232
Merit: 1
September 22, 2018, 12:06:37 AM
নতুন নিয়ম হওয়ার পর ফোরামে যথেষ্ট উন্নতি হচ্ছে। আজ coinbase তাকাতে দেখলাম Ethereum  এবং bitcoin এর দাম অনেক বেরেছে। এর অন্যতম প্রধানকারণ হচ্ছে scammers alert scamming ico বন্ধ হলেই  Market এর উন্নতি  হবে।  

jr. member
Activity: 187
Merit: 1
September 21, 2018, 07:46:04 PM
এবারের নতুন নিয়ম দেখে আমার মনে হয় আগের মতো ইনকাম হবে যা ২০১৭ সালে ছিলো।  নতুন নিয়ম আমার অনেক ভাল লেগেছে আশা করি এখন আর কোন স্পামার টিকে থাকতে পারবেনা। এত দিন কিছু অসাদু মানুষের জন্যে আমরা সকল শুবিধা থেকে বঞ্চিত ছিলাম। এখন আর তা নাই। তাই আমরা সবাই নিয়ম মনে কাজ করি একে অপরকে সাহায্য করি।
member
Activity: 86
Merit: 27
September 21, 2018, 01:38:19 PM
ভাইয়া, আপনেরা Bitcoin বেচাকেনার লাইগা কোন exchange ব্যবহার করতাছেন?
jr. member
Activity: 54
Merit: 2
September 21, 2018, 10:37:37 AM
বিটকয়েন এর দাম আবার বারবে।
আর আবার আগের মতো উন্নয়ন শীল হবে।
তাই আশা হারাবেন না।  নিজের মন কে কন্ট্রল এ রাখুন র পরিবার এর সাথে আড্ডা দিন।  আর প্রান খুলে বিটকয়েন এ যুক্ত থাকুন।
jr. member
Activity: 187
Merit: 1
September 21, 2018, 09:13:50 AM
আসেন আমরা সবাই নিয়ম মেনে পোস্ট করি এবং কি স্পায়মিং  বন্দ করি।  আমরা বাংগালিরা খালি পারি স্পায়মিং পোস্ট করতে তাছাড়া আর কিছুই পারিনা, আমরা যদি স্পায়মিং বন্দ করি তাহলে দেকবেন আমাদের ইনকাম আগের মতোই হবে ।  আসলে অনেক খারাপ লাগে যখন দেখি কিছু অসাদু মানুষের জন্যে আমরা সকল শুবিধা থেকে বঞ্চিত হই তখন, আসলে মনে হয় আমাদের কপাল গুলা জন্মগত ভাবেই খারাপ আসুন আমরা সবাই মিলে সব নিয়ম কানুন মেনে চলি, এবং সকল ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকি, আর একে অপরকে সাহায্য করার চেষ্টা করতে হবে যেন সবাই খারাপ বা অপরাধ মুলক কাজ যাতে না করে সেই দিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে আমাদের।
jr. member
Activity: 54
Merit: 2
September 21, 2018, 05:45:03 AM
 বিশ্ব অর্থনীতি ও ক্রিপ্টোকোকনে উপরের তথ্যটির প্রভাব কী?
Crypto Currency  হ্রাসের কোনো প্রভাব আছে কি? যদি এটি হয়?
দেশের খবর কি এর উপরে প্রভাব?
newbie
Activity: 1876
Merit: 0
September 21, 2018, 03:45:39 AM
যতই সময় পার হইতেছে বিটকয়েন টক ফোরাম আরো বেশি শক্তিশালী হচ্ছে। "Theymos sir" এর নতুন নতুন নিয়ম গূলো বিটকয়েন টক ফোরাম কে আরো বেশি শক্তিশালী হতে সাহায্য করছে । এখন আর Scammers রা বিটকয়েন টক এর কোন ক্ষতি করতে পারবে না। তাই আমি "Theymos sir" কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই । তিনি মহান ।
newbie
Activity: 587
Merit: 0
September 21, 2018, 12:56:26 AM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।এই দেশে বেকারত্বের হার এখনও ব্যাপকভাবে বিরাজ করছে।বেকারত্বের জাতাকলে পৃষ্ঠ হয়ে আমাদের জীবন প্রায় ধরাসাই।এই  অবস্থায়  Bitcointalk forum এর সাথে পরিচিত হই।ভালভাবেই চলছিল forum  ও আমার জীবন।এই forum এ আমার rank ছিল jr member.  কিন্তু গত ১৭ই সেপ্টেম্বর forum কর্তৃক প্রচলিত আইনুযায়ী আমার rank demotion হয়ে newbie  হয়। এতে আমার বেকারত্ব জীবনে বড় ধাক্কা খেয়ে  যাই। আমার কাছে মনে হচ্ছে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তাই আমি অভাগা, অসহায়ের মতো চেয়ে আছি একটা মেরিটের আশায়। জানিনা সেটা আধো পাওয়া সম্ভব কিনা।               
jr. member
Activity: 54
Merit: 2
September 20, 2018, 08:24:08 PM
বর্তমান ব্লক জন্য শুধুমাত্র কাজ পাঠানো হয়। আপনি যদি পূর্ববর্তী ব্লকের জন্য একটি হ্যাশ জমা দেন তবে সম্ভবত বাতিল হয়ে যাওয়া বা বর্তমান অসুবিধাটি পূরণ না করে এটি বাতিল করা হবে।
 আর আগে পোস্ট ডিলেট কপরলে এক্টিবিটি কুমতো না কিন্তু এখন ডিলেট দিলে কমে যায়।
newbie
Activity: 37
Merit: 0
September 20, 2018, 02:44:27 PM
পোষ্ট কমে যাচ্ছে কেন? ৩৭ থেকে ৩১ এ চলে আসছে।
jr. member
Activity: 54
Merit: 2
September 20, 2018, 09:41:18 AM
Spamar dher Jonno Bounty Valo maner Pawaa jasse naa...
tai Shabdhan scam kno post korben naa
jr. member
Activity: 54
Merit: 2
September 20, 2018, 09:04:39 AM
আমি বিশ্সাস করি। 
ETH এর দাম আবার ভারবে। 

আবার ২০১৭ সালের মতো লালে লাল
হবে
copper member
Activity: 232
Merit: 10
September 20, 2018, 08:28:12 AM
Kew Copy Post..... Korven na copy post Korlee ID Jekono Shomoi Van hoiyee jaitee Paree So Be Careful Now

Yea, you have said right. Don't try to copy and past guys. Make unique post with your own knowledge otherwise your id may be banned.
copper member
Activity: 232
Merit: 10
September 20, 2018, 08:20:40 AM
গতকাল নিউবি একাউন্ট দিয়ে কেউ কি পোস্ট করতে পেরেছিলেন? আমি তো কোন পোস্টই করতে পারিনি। তবে আজকে সব ঠিক আছে মনে হচ্ছে।
Jump to: