Author

Topic: বাংলা (Bengali) - page 493. (Read 5292014 times)

member
Activity: 416
Merit: 42
September 03, 2018, 05:03:19 AM
anyone noticed? No ico or project wants Bengali translation. why???- because we are not in good communication.  you can also describe it as we are not organised or in a group.   
ami mone kori, valo community gore na tuthar onnotomo karon holo...
Sr member r akhane kub akta somoy dey na. ami onek high rank er Bangladeshi vai k dekhesi, but tara akhane ashar proyojon mone koren na.

amar o apnar moto amonta mone hoyese but aita puropuri thik na.  jkn ami active holam tkn aita bujte parlam. onek snr member rai active and tara khub valo vabe contribute korse. r jara active na ata tader personal bepar. jader passion ache, jader akta nirdiso kaj er proti valo laga create hoi tara amnite valobase kaj ta kore. onno snr member koto ta active aita cinta na kore amra nijera kotota active, koto ta contribution korsi ai dike jor dite hobe. tobe apni jodi kheyal kore dakhen ager thake obosthar onek unnoti hoyese. akon akhane spam onk kom hoi r sobai jar jar jaiga thake help korar try kore. r forum a to onek section ache.  tai aikhane inactive thakar manr ai na j se inactive.
jr. member
Activity: 233
Merit: 1
September 03, 2018, 01:09:15 AM
anyone noticed? No ico or project wants Bengali translation. why???- because we are not in good communication.  you can also describe it as we are not organised or in a group.   
ami mone kori, valo community gore na tuthar onnotomo karon holo...
Sr member r akhane kub akta somoy dey na. ami onek high rank er Bangladeshi vai k dekhesi, but tara akhane ashar proyojon mone koren na.
jr. member
Activity: 1176
Merit: 1
September 02, 2018, 08:04:14 AM
নিউ দের কি কি করা উচিত?

নতুনদের জন্য অনেক কিছুই করার আছে এখানে যা বলে শেষ করা যাবেনা, সংক্ষেপে কিছু করনিও নিচে দেওয়া হলোঃ-

১. প্রথমে সকল থ্রেড এর পিন পোস্ট গুলা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পরে শেষ করতে হবে।
২. এই ফরামের সকল নিওম কানুন গুলা খুব ভালোভাবে পড়তে হবে এবং যতটা সম্ভম মেনে চলতে হবে।
৩. যদি আপনি এই ফরামের নিওমকানুন মেনে না চলেন তবে আপনাকে শাস্তি দেওয়া হবে, এমনকি আপনি আপনার আইডি সারাজীবন এর জন্যে হারাতে পারেন।
৪. নতুন হিসাবে আপনার Beginners & Help সেকশন এ যতো পোস্ট আছে সব ভালোভাবে পরে শেষ করা প্রয়োজন তারপরে আপনার পোস্ট শুরু করা প্রয়োজন। লিঙ্কঃ- https://bitcointalk.org/index.php?board=39.0
৫. বাউন্টি করতে চাইলে প্রথমে বাউন্টি এর সকল  নিওম কানুন গুলা খুব ভালোভাবে পড়তে হবে এবং তা মেনে মেনে চলতে হবে তাছাড়া যেকোনো সময় আপনাকে নেগেটিভ ট্রাষ্ট ব্যান করা হতে পারে, বাউন্টি সেকশন এর লিঙ্কঃ- https://bitcointalk.org/index.php?board=238.0

বিঃদ্রঃ- আপনার আরো অনেক কিছু করা উছিত যা আপনি চাইলেও একদিন বা কয়েকদিন এ করতে পারবেন না, সকল বিষয় গুলা আপনাকে ভালো ভাবে পরতে হবে এং অভিজ্ঞতা অর্জন করতে হবে।
member
Activity: 532
Merit: 15
Trader
September 01, 2018, 11:57:48 PM
নিউ দের কি কি করা উচিত?
★ভালো ভালো মিনিমাম ২ লাইন করে পোস্ট করেন।তাহলে স্পামার হিসেবে গন্য হবেন না। তাহলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে।
★ কারো বিরুদ্ধে এখনি রিপোর্ট  করতে যাবেন না। মিনিমাম জুনিয়র হলে রিপোর্ট করতে পাড়েনন কিন্তু বেশি না। এখন যদি কোনো স্পামার পান।আর সে যদি তার স্পামিং এর মাত্রা ছাড়িয়ে ফেলে। যদি মনে করেন যে তাকে ব্যান না করলে চলবেই না তাহলে সে ক্ষেত্রে ১/২ টা করতে পাড়েন।
★প্রতিদিন ৪-৫ টা উন্নত মানের পোস্ট করেন। এ ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়বে + আপনি মেরিটও পেতে পাড়েন।আর মেরিট আপনাকে উপড়ের পজিশনে নিয়ে যাবে।
★ কারো কোনো ক্ষতি করতে জাবেন না তাহলে হয়তো আপনি উলটা আপনার কুয়োতে পড়বেন।
★ আপনি যদি এখানে ইনকাম করতে এসে থাকেন তাহলে। ভালো বাউন্টি দেখে ফেসবুক এবং টুইটার ক্যাম্পিং এ জয়েনিং করতে পাড়েন। মিনিমাম জুনিয়র হওয়ার পড় সিগনেচার এ জয়েন হতে পাড়বেন। আর যদি আপনি এখানে অভিজ্ঞতা বাড়াতে বা ক্রিপ্টো কুয়ারেন্সির সম্পর্কে জ্ঞান নিতে আসেন তাহলে। সাইটের সকল থ্রেড ঘুরে ঘুরে দেখুন এবং পড়ুন।
★নিজে থেকে সবকিছু বোঝার চেষ্টা করুন। তাহলে ভালো জায়গায় পৌসতে পাড়বেন এবং ভালো কিছু শিখতে পাড়বেন। আর যেগুলো বেশি জটিল, যদি দেখেন আপনি চেষ্টা করে কিছুতেই পাড়তেছেন না। তাহলে সাইটের বড় বড় অভিজ্ঞ মেম্বারদের কাছে ভালোভাবে জানতে চান। আশা করে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে।
আশা করি বোঝাতে পেড়েছি।
ধন্যবাদ..
member
Activity: 532
Merit: 15
Trader
September 01, 2018, 08:00:03 PM
বিটকয়েন টক এ নাকি অনেক ভালো ভালো বাউন্টি পাওয়া যায়,
সেগুলো কোথায় থেকে খুজে পাবো?
https://bitcointalk.org/index.php?board=238.0
এই লিনক এর যান অনেক বউন্টি আছে এবং নতুন বাউন্টি আসলেও এখানেই আসবে।এখান থেকে ভালো বাউন্ট খুজে জয়েন করেন।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
September 01, 2018, 05:14:51 AM
Hi

এটা হাই হ্যালো দেওয়ার জায়গা না ভাই। বান খাইতে পারেন। এসব দিয়েন না আর ভাই।
আপনিও স্পাম করছেন।এক নাগাড়ে ৩টা পোস্ট না করে একটাতেই সব করতে পারতেন।


একটাতে সব করলে যার কমেন্ট সে গুরুত্ব দিতো না কখনোই। ইগনোর করতো।
সে কারনেই যার যার কমেট তাকে মেনশন করেই করেছি  আসা করি বুঝতে পেরেছেন।
Aktatei sobar comment ke quote/mention kora jay. Se jonne alada alada reply dite hoyna. R eita clear spam.

You must also delete previous bumps since you are not allowed to post consecutive replies.
Jodio consecutive reply allowed na eirokom statement kothao nai, but eita simple logic. Apni keno consecutive reply korben o. Aktatei sob kora jay.
newbie
Activity: 30
Merit: 0
September 01, 2018, 03:14:53 AM
Hi

এটা হাই হ্যালো দেওয়ার জায়গা না ভাই। বান খাইতে পারেন। এসব দিয়েন না আর ভাই।
আপনিও স্পাম করছেন।এক নাগাড়ে ৩টা পোস্ট না করে একটাতেই সব করতে পারতেন।


একটাতে সব করলে যার কমেন্ট সে গুরুত্ব দিতো না কখনোই। ইগনোর করতো।
সে কারনেই যার যার কমেট তাকে মেনশন করেই করেছি  আসা করি বুঝতে পেরেছেন।
newbie
Activity: 44
Merit: 0
September 01, 2018, 12:52:20 AM
Hi

এটা হাই হ্যালো দেওয়ার জায়গা না ভাই। বান খাইতে পারেন। এসব দিয়েন না আর ভাই।
আপনিও স্পাম করছেন।এক নাগাড়ে ৩টা পোস্ট না করে একটাতেই সব করতে পারতেন।
জুনিয়র মেম্বার হয়ে যাওয়ার পর স্প্যামিং করে আদৌ কোনো লাভই নেই। কারণ পরের র‍্যাংকে যেতে মেরিট লাগবে। আর মেরিট তো স্প্যাম করলে জীবনেও পাবে না।
কে শুনে কার কথা? এরপরেও দেখা যাবে স্প্যামিং করেই যাচ্ছে। তবে এখন আগের চেয়ে অনেক কম স্প্যাম কমেন্ট হয়। আগে ভাল কোনো কমেন্টই ছিলো না বলতে গেলে।
newbie
Activity: 7
Merit: 0
September 01, 2018, 12:37:18 AM
Hi

এটা হাই হ্যালো দেওয়ার জায়গা না ভাই। বান খাইতে পারেন। এসব দিয়েন না আর ভাই।
আপনিও স্পাম করছেন।এক নাগাড়ে ৩টা পোস্ট না করে একটাতেই সব করতে পারতেন।
newbie
Activity: 30
Merit: 0
August 31, 2018, 04:46:03 PM
কেউ একটু জানাবেন বিটকয়েনের লীডে কোন দেশ আছে? মানে যারা মোটামুটি এটা নিয়ন্ত্রণ করে। আরেকটা জানার বিষয় ক্রিপ্টোকারেন্সি কি সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি নাকি অন্য কেউ বানিয়ে ছিল পরে তা   অনুমোদন পায়?
কোন দেশ এইটাকে নিয়ন্ত্রণ করছে না।এইখানে কারো হস্তক্ষেপ নাই।
সরকারের কিংবা থার্ড পার্টির হাত থেকে নিস্তার পাওয়ার জন্যেই মুলত ক্রিপ্টো কারেন্সি। তাই এইখানে কারো কোন হাত নেই।এইটা সত্যি যে অনেক সময় বেশির ভাগ ক্রিপ্টো কারেন্সি মেনিপুলেটেড হয়ে থাকে।মানে কেউ বা কতিপয় মানুষ ইচ্ছে করে দাম বাড়ায় কিংবা কমায়।এইটা আসলে নির্ভর করে কয়েনের দাম আর সাপ্লাই এর উপর।


বিটকয়েনের নিদিষ্ট কোন নিয়ন্ত্রণকারী নেই। বিটকয়েনের ব্যাবহারকারিরাই এটা নিয়ন্ত্রন করে থাকে।
সব কিছু এটার ইউজার দের হাতেই রয়েছে। আসা করি ক্লিয়ার হয়েছেন ।
newbie
Activity: 30
Merit: 0
August 31, 2018, 04:43:16 PM
Hi

আপনি একজন জুনিয়র মেম্বার হয়ে স্পাম করতাছেন?
কিভাবে? আপনি জুনিয়র মেম্বার হলেন কিভাবে এটাই সন্দেহ জাগতাছে মনে?
বিটকয়েন টক এ ২ মিলিয়ন মেম্বার হইছে ভাই, স্পাম করিয়েন না আইডি হারাইতে পারেন।
newbie
Activity: 30
Merit: 0
August 31, 2018, 04:41:27 PM
Hi

এটা হাই হ্যালো দেওয়ার জায়গা না ভাই। বান খাইতে পারেন। এসব দিয়েন না আর ভাই।
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 31, 2018, 04:50:49 AM
কেউ একটু জানাবেন বিটকয়েনের লীডে কোন দেশ আছে? মানে যারা মোটামুটি এটা নিয়ন্ত্রণ করে। আরেকটা জানার বিষয় ক্রিপ্টোকারেন্সি কি সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি নাকি অন্য কেউ বানিয়ে ছিল পরে তা   অনুমোদন পায়?
কোন দেশ এইটাকে নিয়ন্ত্রণ করছে না।এইখানে কারো হস্তক্ষেপ নাই।
সরকারের কিংবা থার্ড পার্টির হাত থেকে নিস্তার পাওয়ার জন্যেই মুলত ক্রিপ্টো কারেন্সি। তাই এইখানে কারো কোন হাত নেই।এইটা সত্যি যে অনেক সময় বেশির ভাগ ক্রিপ্টো কারেন্সি মেনিপুলেটেড হয়ে থাকে।মানে কেউ বা কতিপয় মানুষ ইচ্ছে করে দাম বাড়ায় কিংবা কমায়।এইটা আসলে নির্ভর করে কয়েনের দাম আর সাপ্লাই এর উপর।
newbie
Activity: 44
Merit: 0
August 31, 2018, 03:12:32 AM
কেউ একটু জানাবেন বিটকয়েনের লীডে কোন দেশ আছে? মানে যারা মোটামুটি এটা নিয়ন্ত্রণ করে। আরেকটা জানার বিষয় ক্রিপ্টোকারেন্সি কি সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি নাকি অন্য কেউ বানিয়ে ছিল পরে তা   অনুমোদন পায়?
newbie
Activity: 1
Merit: 0
August 31, 2018, 12:33:42 AM
বিটকয়েন কিংবা ব্লকচেইন সম্পর্কে জানার জন্যে বাংলায় কোন ভালো সাইট আছে? আমি যেগুলো পেয়েছি সেগুলো ক্লিয়ার না।অনেক ক্ষেত্রে  বিভ্রান্তিকর। তাই ভালো কিছু আর্টিকেল এর লিংক চাই।
ধন্যবাদ।
full member
Activity: 364
Merit: 100
https://twetch.com/u/42191
August 30, 2018, 10:59:24 AM
কোনো এক এক হ্যকার হামলা চালিয়েছিলো এই সাইটে এবং এটি পূর্নরায় ঠিক করতে ৫ ঘন্টা সময় লেগেছে।
Ekhaney hacking ba ayshob kichu na. Etakey boley DDos attack. Hamla kari just server takey busy koray rakhey r kichu na.

Quote
এটি এই সাইটের ৭ম হামলা।

Number shomporkey amar jana nai. Kunu reference ki ditay parben?


Quote
এখানে ইউজার বেশি হওয়ার কারনে।সাইটটি বেশি ভাইরাল হয়ে গেছে যার কারনে অনেক বড় বড় হ্যকাররা যেনে গেছে এই সাইটে কোটি কোটি ডলার আধান প্রধান বা শেয়ার হয়। যার কারনে তারা এই সাইটি হ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে।
Ayshob information kothe pailen?

Quote
তবে এই সাইটের এডমিন theymos এবং Cyrus এখানে অনেক শক্তিশালী সিকিউরিটি দিয়ে রেখেছেন। যার কারনে আসা করা যায় হ্যকাররা কিছু করতে পাড়বে না।
Kunu reference achey jay koto shoktishali security?

Quote
অনেক সময় এরা হ্যাকারদের কাছে গুরুত্বপূর্ন খবরগুলো অনেক সময় দিয়ে থাকে।
Ki khobor kay diye thakey?

Quote
বাঙালী থ্রেডের মেম্বারদের বলতেছি সবাই স্পামিং বন্ধ করেন। না হলে অতি শনিগ্রহ ব্যান খাবেন।আপনাদের কোনো বিষয় জানার আগ্রহ থাকলে কোনো রকম স্পামিং না করে সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট করুন অথবা কাওকে পারসোনাল ভাবে মেসেজ পাঠিয়ে জানার চেষ্টা করুন আশা করি তারা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। ধন্যবাদ..
Shesh porjonto bhalo kichu likhar jonno dhonnobad.

Anyway, kunu kichukay khub rongiye na likey simply reference diye present korlay shuntay bhoyaboho lagay na. Apnar post poray notun ra bhoye paliye jaytay parey. Hacking only once hoye chilo r ta chilo last 2015 ay. Jaykunu site DDos attack ay portay parey, eta kunu boro bishoe na bhoe pawar.


Anyway, ekta merit dilam just to inspire korar jono jay future ay bhalo post korben. Apnar bhitoray chesta achey, eta dhoray rakhiyen.

superb explanation. We should not spread any news without solid reference. New comer or who have liitle knowledge (beginner) may panic hardly. On the other side,it may affect with negative thinking about bangladesh and we have to admit that we are already on that track.
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
August 30, 2018, 09:12:10 AM
কোনো এক এক হ্যকার হামলা চালিয়েছিলো এই সাইটে এবং এটি পূর্নরায় ঠিক করতে ৫ ঘন্টা সময় লেগেছে।
Ekhaney hacking ba ayshob kichu na. Etakey boley DDos attack. Hamla kari just server takey busy koray rakhey r kichu na.

Quote
এটি এই সাইটের ৭ম হামলা।

Number shomporkey amar jana nai. Kunu reference ki ditay parben?


Quote
এখানে ইউজার বেশি হওয়ার কারনে।সাইটটি বেশি ভাইরাল হয়ে গেছে যার কারনে অনেক বড় বড় হ্যকাররা যেনে গেছে এই সাইটে কোটি কোটি ডলার আধান প্রধান বা শেয়ার হয়। যার কারনে তারা এই সাইটি হ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে।
Ayshob information kothe pailen?

Quote
তবে এই সাইটের এডমিন theymos এবং Cyrus এখানে অনেক শক্তিশালী সিকিউরিটি দিয়ে রেখেছেন। যার কারনে আসা করা যায় হ্যকাররা কিছু করতে পাড়বে না।
Kunu reference achey jay koto shoktishali security?

Quote
অনেক সময় এরা হ্যাকারদের কাছে গুরুত্বপূর্ন খবরগুলো অনেক সময় দিয়ে থাকে।
Ki khobor kay diye thakey?

Quote
বাঙালী থ্রেডের মেম্বারদের বলতেছি সবাই স্পামিং বন্ধ করেন। না হলে অতি শনিগ্রহ ব্যান খাবেন।আপনাদের কোনো বিষয় জানার আগ্রহ থাকলে কোনো রকম স্পামিং না করে সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট করুন অথবা কাওকে পারসোনাল ভাবে মেসেজ পাঠিয়ে জানার চেষ্টা করুন আশা করি তারা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। ধন্যবাদ..
Shesh porjonto bhalo kichu likhar jonno dhonnobad.

Anyway, kunu kichukay khub rongiye na likey simply reference diye present korlay shuntay bhoyaboho lagay na. Apnar post poray notun ra bhoye paliye jaytay parey. Hacking only once hoye chilo r ta chilo last 2015 ay. Jaykunu site DDos attack ay portay parey, eta kunu boro bishoe na bhoe pawar.


Anyway, ekta merit dilam just to inspire korar jono jay future ay bhalo post korben. Apnar bhitoray chesta achey, eta dhoray rakhiyen.
member
Activity: 532
Merit: 15
Trader
August 30, 2018, 06:05:00 AM
আপনারা ২৯-০৮-২০১৮ তারিখে একটা প্রব্লেম ফিল করেছেন।

সাইটে ডুকতে গেলে এইরকম দেখিয়েছে।
অনেকে হয়তো ভেবেছেন সাইটে কিছু আপডেট হচ্ছে। ব্যপারটা তা নয়। কোনো এক এক হ্যকার হামলা চালিয়েছিলো এই সাইটে এবং এটি পূর্নরায় ঠিক করতে ৫ ঘন্টা সময় লেগেছে। এটি এই সাইটের ৭ম হামলা।  এখানে ইউজার বেশি হওয়ার কারনে।সাইটটি বেশি ভাইরাল হয়ে গেছে যার কারনে অনেক বড় বড় হ্যকাররা যেনে গেছে এই সাইটে কোটি কোটি ডলার আধান প্রধান বা শেয়ার হয়। যার কারনে তারা এই সাইটি হ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এই সাইটের এডমিন theymos এবং Cyrus এখানে অনেক শক্তিশালী সিকিউরিটি দিয়ে রেখেছেন। যার কারনে আসা করা যায় হ্যকাররা কিছু করতে পাড়বে না। তবে এখন সব স্পামারদের খুজে খুজে ব্যান করা হবে। কারন স্পামাররা সাইটে অশ্লীলতার সৃষ্ট করে থাকে এবং অনেক সময় এরা হ্যাকারদের কাছে গুরুত্বপূর্ন খবরগুলো অনেক সময় দিয়ে থাকে। তাই সকল বাঙালী থ্রেডের মেম্বারদের বলতেছি সবাই স্পামিং বন্ধ করেন। না হলে অতি শনিগ্রহ ব্যান খাবেন।আপনাদের কোনো বিষয় জানার আগ্রহ থাকলে কোনো রকম স্পামিং না করে সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট করুন অথবা কাওকে পারসোনাল ভাবে মেসেজ পাঠিয়ে জানার চেষ্টা করুন আশা করি তারা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। ধন্যবাদ..
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
August 29, 2018, 03:21:33 AM
anyone noticed? No ico or project wants Bengali translation. why???- because we are not in good communication.  you can also describe it as we are not organised or in a group.  

apni khub important akta bisoy tule dhoresen. aikhane amaro khub dukkho. jkhane protita ico er akta boro amount translation er jonno thake but amra bangladeshi ra translation er kaj e pai na. tar akta boro karon hoito bangladesh a bitcoin approved na. r akta karon apni jeta bolesen seita. amader vitor communication gap onek besi abong amra akotaboddho hoye kaj korte pari na. but i am very hopefull. sooner or later our attitude and situation will be changed

হ্যাঁ ভাই। দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমাদের কোনো কমিউনিটি নাই নির্দিষ্ট বা এককথায় সহজ বাংলায় "বালটাও নাই"। শুনতে খারাপ লাগলেও উচিৎ কথাটাই বলবো আর সবচেয়ে বেশী যেই জিনিসটা আমাদের মাঝে নেই সেটা হল একজন আরেকজনকে সম্মান করা,তার কাজকে সম্মান,সাহায্য ও উৎসাহীত করা। আমরা যেন একজন আরেকজনকে নিচু দেখাতে পারলেই মহাখুশি।    
কারন আমরা বাংগালী। লল
আমরা ঠিকই একটি কমিউনিটি পেতাম যদি সবাই কম স্পাম করত।কিছুদিন আগে কেউ একজন পোস্ট করেছিল কিন্তু কেউ কেয়ার করে নাই।ফোরামের কিছু মেম্বার আমাদের থ্রেড ভিজিট করে বলেছিল শিটপোস্টার।হ্যা।তখন অবস্থাটা ওইরকম ই ছিল।যাই হোক, এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে।আমি পোস্ট করেছিলাম যাতে তিনটা থ্রেড থেকে একটাতে নিয়ে আসা হয়।তারা সেটা করছে।
যদি আমরা এইখানে আমাদের জন্য আলাদা স্থান চাই,
১. আমাদের এক্টিভিটি বাড়াতে হবে।মানে এই থ্রেডে বাড়াতে হবে।
২. সুন্দর একটি পোস্ট meta তে করতে হবে যেখানে যারা ভালো ইংলিশ লিখতে পারে শুধু তারাই সাপোর্ট দিবে।
৩. পোস্টে কেন আমাদের আলাদা থ্রেড প্রয়োজন সেটা উল্লেখ করতে হবে।
৪. আমাদের অসুবিধা গুলো তুলে ধরতে হবে।

এখন প্রশ্ন হল কে এই কাজ করবে।আমাদের এই সমস্যার সমাধানে আমরা সবাই টেলিগ্রামে একটা গ্রুপ খুলতে পারি যেখানে সবাই কথা বলব। তারপর একটা সিদ্ধান্তে আসব।
আপনারা চাইলে আমি একটি পোস্ট করতে পারি।অবশ্যই আমি সবার সাথে আগে শেয়ার করব তারপর ভুল থাকলে সেটা শুধরে নেব।আপনাদের কি ইচ্ছা? আমি কি একটা ড্রাফট রেডি করব?
newbie
Activity: 8
Merit: 0
August 28, 2018, 05:12:14 PM
anyone noticed? No ico or project wants Bengali translation. why???- because we are not in good communication.  you can also describe it as we are not organised or in a group.  

apni khub important akta bisoy tule dhoresen. aikhane amaro khub dukkho. jkhane protita ico er akta boro amount translation er jonno thake but amra bangladeshi ra translation er kaj e pai na. tar akta boro karon hoito bangladesh a bitcoin approved na. r akta karon apni jeta bolesen seita. amader vitor communication gap onek besi abong amra akotaboddho hoye kaj korte pari na. but i am very hopefull. sooner or later our attitude and situation will be changed

হ্যাঁ ভাই। দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমাদের কোনো কমিউনিটি নাই নির্দিষ্ট বা এককথায় সহজ বাংলায় "বালটাও নাই"। শুনতে খারাপ লাগলেও উচিৎ কথাটাই বলবো আর সবচেয়ে বেশী যেই জিনিসটা আমাদের মাঝে নেই সেটা হল একজন আরেকজনকে সম্মান করা,তার কাজকে সম্মান,সাহায্য ও উৎসাহীত করা। আমরা যেন একজন আরেকজনকে নিচু দেখাতে পারলেই মহাখুশি।    

একদম ঠিক বলেছেন ভাই আপনি,  আমাদের নির্দিষ্ট একটা কমিউনিটি হলে সেটা ভালোই হতো আমাদের জন্য সঠিক গাইড পাওয়া যেতো, উৎসাহিত হওয়া যেতো। তবে এই থ্রেড এর সিনিউর ভাইরা ভালোই হেল্প করে অবশ্য 
Jump to: