আমরা বাঙালি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।পাকিস্তানিরা বলেছিল আমাদের ভাষা উর্দু হবে। তখন ১৯৫২সালে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়।এই ভাষা আন্দোলনে অনেকেই শহিদ হন। যেমন, রফিক, জব্বর,শফিউল,সালাম, মতিউর, সৈকত, আরো অনেকেই শহিদ হয়ে। বাংলা ভাষা আমাদের প্রান। বাংলাদেশ এখন সোনার দেশ।প্রবাদে আছে,বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁ। বাংলাদেশ সবুজ শস্য শ্যামলা দেশ। বাংলাদেশ থেকে চাল,গম,ইত্যাদি। অন্যদেশে পাঠানো হয়।
lol ভাই এখানে আপনি বাংলা পরিক্ষা দিতে আসেন নাই যে গদ্য লেখা শুরু করছেন। এটা একটা বিটকয়েন ফোরাম সাইট এখানে আপনি যেতো সুন্দর করেই বাংলা রচনা বা ইতিহাস লেখেন না কেনো কোনো লাভ হবে না। এখানে উচ্চ পর্যায় যেতে হলে ক্রিপ্টোকুয়ারেন্সি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে এবং ফোরামের সকল নিয়ম কানুন শিখতে হবে তাহিলে ভালো কিছু করতে পাড়বেন এবং ইনকাম করতে পাড়বেন। পারলে ক্রিপ্টো কুয়ারেন্সি অথবা ফোরামের কোনো গুরুত্বপূর্ন বিষয় নিয়ে পোস্ট করুন, অযথা বাংলা রচনা লেখবেন না।
বিটকয়েন ফর্মে যারা কাজ করে তাদের সকলের মঙ্গলকামনা করি।
সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে,
আসসালামু আলাইকুম ,,,,
ধন্যবাদ..