আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জানার আগ্রহ দেখে ভালো লাগছে। এবার আসি সিগনেচার বাউন্টির ব্যাপারে। ম্যাক্সিমাম সিগনেচার বাউন্টিতে পার্টিসিপেট করতে হলে দেখবেন যে ওরা এট লিস্ট জুনিয়র মেম্বার চায়। ইভেন কিছু বাউন্টিতে মেম্বার এবং হায়ার রেনকধারীরা শুধুমাত্র পার্টিসিপেট করতে পারে।
কিভাবে পার্টিসিপেট করবেন-
প্রতিটা বাউন্টির কিছু রুলস দেওয়া থাকে। রুলসগুলো প্রায় একই রকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নিচে উদাহরন হিসাবে কিছু চিত্র দিয়ে দিলাম। সিগনেচার বাউন্টিতে থ্রেডে প্রতি সপ্তাহে কোন লিংনক সাবমিট করতে হবে না।
https://i.imgur.com/XGnY2wY.png
https://i.imgur.com/NveqXuc.png
মেম্বারশীপ অনুযায়ী সিগনেচার বাউন্টিতে কোড দেওয়া থাকে। আপনার মেম্বারশিপ অনুযায়ী আপনি ঐ কোড টা কপি করে নেন। এরপর নিচের চিত্রগুলো ফলো করুন।
https://i.imgur.com/vFszxhL.png
https://i.imgur.com/deKPuTo.png
সিগনেচারের ঘরে আপনার কপি করা কোড টা পেস্ট করে দিয়ে সেভ করে দিন। আর প্রতি সপ্তাহে মিনিমাম কয়টা কমেন্ট করতে হবে তা তো রুলসে বলাই থাকবে। ঐ অনুযায়ী কমেন্ট করতে থাকুন এবং সিগনেচার বাউন্টি থেকে অার্ন করতে থাকুন।
হ্যাপি অার্নিং
কিছু কাজ দিতে পারবেন? 😔
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে ঘুছিয়ে বলার জন্য ....তাদের একটা রুলস Posts in alternate cryptocurrencies section are required. Posts in bounty announcement thread will not count এই রুলস টা আমি বুঝতে পারতেছি না... alternate cryptocurrencies section কোনগুলো হবে ভাইয়া ?? এই ব্যপারটা একটু হেল্প করেন ,, তাহলে আমি কমপ্লিটলি কাজটা করতে পারব।....