Author

Topic: বাংলা (Bengali) - page 511. (Read 5743256 times)

newbie
Activity: 112
Merit: 0
July 28, 2018, 08:17:54 PM
এখানে এমন কোন ভাই আছেন আমাকে বিটকয়েন সিগনেচার বাউন্টি টা একটু ক্লিয়ার বলবেন??  আমরা যারা ফেসবুক, টুইটার বাউন্টি করি তারা সপ্তাহ শেষে লিংক গুনা তাদের বিটকয়েন থ্রেডে ‍সাবমিট করি,,, সিগনেচা্র এ্ও কি এমনই Huh উইয়িকলি লিংক সাবমিট করতে হয়Huh

আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জানার আগ্রহ দেখে ভালো লাগছে। এবার আসি সিগনেচার বাউন্টির ব্যাপারে। ম্যাক্সিমাম সিগনেচার বাউন্টিতে পার্টিসিপেট করতে হলে দেখবেন যে ওরা এট লিস্ট জুনিয়র মেম্বার চায়। ইভেন কিছু বাউন্টিতে মেম্বার এবং হায়ার রেনকধারীরা শুধুমাত্র পার্টিসিপেট করতে পারে।


কিভাবে পার্টিসিপেট করবেন-


প্রতিটা বাউন্টির কিছু রুলস দেওয়া থাকে। রুলসগুলো প্রায় একই রকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নিচে উদাহরন হিসাবে কিছু চিত্র দিয়ে দিলাম। সিগনেচার বাউন্টিতে থ্রেডে প্রতি সপ্তাহে কোন লিংনক সাবমিট করতে হবে না।


https://i.imgur.com/XGnY2wY.png

https://i.imgur.com/NveqXuc.png


মেম্বারশীপ অনুযায়ী সিগনেচার বাউন্টিতে কোড দেওয়া থাকে। আপনার মেম্বারশিপ অনুযায়ী আপনি ঐ কোড টা কপি করে নেন। এরপর নিচের চিত্রগুলো ফলো করুন।

https://i.imgur.com/vFszxhL.png

https://i.imgur.com/deKPuTo.png

সিগনেচারের ঘরে আপনার কপি করা কোড টা পেস্ট করে দিয়ে সেভ করে দিন। আর প্রতি সপ্তাহে মিনিমাম কয়টা কমেন্ট করতে হবে তা তো রুলসে বলাই থাকবে। ঐ অনুযায়ী কমেন্ট করতে থাকুন এবং সিগনেচার বাউন্টি থেকে অার্ন করতে থাকুন।
হ্যাপি অার্নিং Smiley
ধন্যবাদ এইভাবে বুঝিয়ে দেয়ার জন্য।আশা করছি সবার উপকার হবে।আমার মেরিট থাকলে এই পোস্টে একটি মেরিট অবশ্যই দিতাম।কিপ আপ।

এখানে কোন দয়াবান ভাই আছেন কি যে আমাকে
কিছু কাজ দিতে পারবেন? 😔
এইখানে কেউ কাউকে কাজ দেয়না।অনেক কাজ আছে।খুজে দেখেন।চেষ্টা করেন।পেয়ে যাবেন অবশ্যই।


ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে ঘুছিয়ে বলার জন্য ....তাদের একটা রুলস Posts in alternate cryptocurrencies section are required. Posts in bounty announcement thread will not count এই রুলস টা আমি বুঝতে পারতেছি না... alternate cryptocurrencies section কোনগুলো হবে ভাইয়া ?? ‍এই ব্যপারটা একটু হেল্প করেন ,, তাহলে আমি কমপ্লিটলি কাজটা করতে পারব।....
member
Activity: 244
Merit: 10
Official Street Team member
July 28, 2018, 07:52:54 AM
এখানে এমন কোন ভাই আছেন আমাকে বিটকয়েন সিগনেচার বাউন্টি টা একটু ক্লিয়ার বলবেন??  আমরা যারা ফেসবুক, টুইটার বাউন্টি করি তারা সপ্তাহ শেষে লিংক গুনা তাদের বিটকয়েন থ্রেডে ‍সাবমিট করি,,, সিগনেচা্র এ্ও কি এমনই Huh উইয়িকলি লিংক সাবমিট করতে হয়Huh

আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জানার আগ্রহ দেখে ভালো লাগছে। এবার আসি সিগনেচার বাউন্টির ব্যাপারে। ম্যাক্সিমাম সিগনেচার বাউন্টিতে পার্টিসিপেট করতে হলে দেখবেন যে ওরা এট লিস্ট জুনিয়র মেম্বার চায়। ইভেন কিছু বাউন্টিতে মেম্বার এবং হায়ার রেনকধারীরা শুধুমাত্র পার্টিসিপেট করতে পারে।


কিভাবে পার্টিসিপেট করবেন-


প্রতিটা বাউন্টির কিছু রুলস দেওয়া থাকে। রুলসগুলো প্রায় একই রকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নিচে উদাহরন হিসাবে কিছু চিত্র দিয়ে দিলাম। সিগনেচার বাউন্টিতে থ্রেডে প্রতি সপ্তাহে কোন লিংনক সাবমিট করতে হবে না।







মেম্বারশীপ অনুযায়ী সিগনেচার বাউন্টিতে কোড দেওয়া থাকে। আপনার মেম্বারশিপ অনুযায়ী আপনি ঐ কোড টা কপি করে নেন। এরপর নিচের চিত্রগুলো ফলো করুন।





সিগনেচারের ঘরে আপনার কপি করা কোড টা পেস্ট করে দিয়ে সেভ করে দিন। আর প্রতি সপ্তাহে মিনিমাম কয়টা কমেন্ট করতে হবে তা তো রুলসে বলাই থাকবে। ঐ অনুযায়ী কমেন্ট করতে থাকুন এবং সিগনেচার বাউন্টি থেকে অার্ন করতে থাকুন।
হ্যাপি অার্নিং Smiley
ধন্যবাদ এইভাবে বুঝিয়ে দেয়ার জন্য।আশা করছি সবার উপকার হবে।আমার মেরিট থাকলে এই পোস্টে একটি মেরিট অবশ্যই দিতাম।কিপ আপ।

এখানে কোন দয়াবান ভাই আছেন কি যে আমাকে
কিছু কাজ দিতে পারবেন? 😔
এইখানে কেউ কাউকে কাজ দেয়না।অনেক কাজ আছে।খুজে দেখেন।চেষ্টা করেন।পেয়ে যাবেন অবশ্যই।
newbie
Activity: 112
Merit: 0
July 27, 2018, 10:41:17 PM
এখানে এমন কোন ভাই আছেন আমাকে বিটকয়েন সিগনেচার বাউন্টি টা একটু ক্লিয়ার বলবেন??  আমরা যারা ফেসবুক, টুইটার বাউন্টি করি তারা সপ্তাহ শেষে লিংক গুনা তাদের বিটকয়েন থ্রেডে ‍সাবমিট করি,,, সিগনেচা্র এ্ও কি এমনই Huh উইয়িকলি লিংক সাবমিট করতে হয়Huh
newbie
Activity: 26
Merit: 0
July 27, 2018, 02:05:01 PM
আপনাদের ভালোর জন্যেই বলছি এই ধরনের পোস্ট দিয়েন না....নিজের একাউন্ট বাচাইতে চাইলে...
member
Activity: 416
Merit: 42
July 27, 2018, 07:27:21 AM
গতকাল মার্কাটোক্সের লয়েলিটি পোগ্রাম নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। আজকে এই সপ্তাহের পেমেন্ট প্রুফটা দেখাবো। এখানে বলে রাখি আমি শুধুমাত্র একটি তে পার্টিসিপেট করেছি। আপনারা ৩ টা প্রোমশনে পার্টিসিপেট করতে পারবেন।





আপনারা দেখতেই পাচ্ছেন এই সপ্তাহে আমি একটি মাত্র প্রোমশনে পার্টিসিপেট করে ১৬ টি পয়েন্ট পয়েছি। সো আপনার বুঝতেই পারছেন ৩ টি প্রমোশনে পার্টিসিপেট করে আপনার প্রতি সপ্তাহে কতো পয়েন্ট পতে পারেন।










এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে এই ১৬ পয়েন্টের ভ্যালু কতো?
এই মুহূর্তের লাস্ট ট্রেড ভ্যালু যদি ধরি তা হলো ১ পয়েন্ট= ৪০০০ সাতোশি
তবে মজার ব্যাপার হলো ২ সপ্তাহ আগে এক একটা পয়েন্ট ৬০ হাজার সাতোশি তে ও সেল হয়েছে। আর এই পয়েন্ট থাকায় আপনি কিছু বেনিফিট পাবেন যা নিয়ে পরবর্তিতে আলোচনা করবো। শুধু একটা কথাই বলবো এই পয়েন্ট খুব মূল্যবান। কারন নতুন টোকেন লিস্টিং এর ক্ষেত্রে তাদের অনেক পয়েন্ট এর দরকার হয়। যেটা দিয়ে তারা ভোট দিয়ে নতুন টোকেন লিস্টিং করায়। তাই বলবো খুব চিপলি এই পয়েন্ট সেল করবেন না।

সবাইকে ধন্যবাদ Smiley
member
Activity: 868
Merit: 15
July 26, 2018, 10:51:04 PM
আমার উদ্দ্যেশ্য আসলে আপনি বিটকয়েনকে বৈধ বলেছেন কি না তা না। বাংলাদেশর অধিকাংশ মানুষ যারা বিটকয়েনের উপযোগিতা সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েনকে সাপোর্ট করে। এটা ফেসবুকসহ অন্যান্য বহু জাতিয় ও আন্তর্জাতিক মিডিয়ার পোস্টেও দেখেছি।
বিটকয়েন লিগালিটি পায়নি মাত্র ৬টি দেশে। সেদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর সম্প্রতি নেপালে বিটকয়েনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা যে সন্দেহ পোষণ করতেছেন, তা একদমই অমূলক নয়। আনঅফিসিয়ালি বিটকয়েন বাংলাদেশে অবৈধ হয়তো নয়; তাহলে নিশ্চয়ই দু'চারটা গ্রফতারের ঘোষণা শোনা যেত, যেমনটা দেথা গেছে নেপালে।
কিন্তু অফিসিয়ালি বিটকয়েন এখনও বাংলাদেশে অবৈধই বটে। একসময় নিশ্চয়ই বিটকয়েন ব্যবহার করার অধিকার আমাদের দেশসহ সারা বিশ্বে মানবাধিকার হিসেবাই পরিণিত হবে বলে আমার বিশ্বাস।

আপনার সাথে আমি একমত, তবে আমাদের দেশ হয়তোবা কোন্দিন বিটকয়েন লেন্দেন এর বৈধতা দিবেকিনা তার সন্দেহ আছে কারন আমাদের দেশে পেপাল আসতে দিচ্ছেনা আমাদের সরকার ব্যাবস্তা তাই আমার যতোদুর মনে হয় তা হল বিটকয়েন এর লেনদেন এর অনুমতি আমাদের সরকার মনে হয়না আর কোন্দিন দিবে...!
member
Activity: 244
Merit: 10
Official Street Team member
July 26, 2018, 10:01:32 AM
~snip~
পোস্ট টা অবশ্যই ভালো ছিল।ধন্যবাদ শেয়ার করার জন্যে। জানিনা এইখানে এইরকম পোস্ট করা যায় কিনা।

বাই দ্য ওয়ে,
আপনারা এত গুলা প্রজেক্ট মেনেজ করেন কেমনে? আমি টায়ার্ড হয়ে গেছি ভাই।
member
Activity: 416
Merit: 42
July 26, 2018, 05:51:39 AM
আমি জানি না, এই পোস্ট টা এইখানে দেওয়া কতোটা যুক্তিসংগত। কিন্তু অনেক নতুন বাংলাদেশী ভাই যারা ফোরামে নতুন তারা অনেকেই বলছে কি ভাবে আর্ন করবো, কোথা থেকে শুরু করবো। সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি এই মার্কাটোক্সোর লয়েলিটি পোগ্রাম থেকেই আর্ন শুরু করতে পারেন, যদি আপনি চান।


আসুন আগে জেনে নেই মার্কাটোক্স কি?
# সহজ কথায় মার্কাটোক্স হলো একটা ডজিটাল এক্সচেন্জ সাইট যেখানে  ক্রিপটোকারেন্সি কেনা- বেচা করা হয়।


এখন আপনাদের মনে যে সকল প্রশ্ন আসবে তার এনসার আগে দিয়ে নেই।
১) এখানে কি আমার ইনভেস্ট করা লাগবে?
# না।
২) আচ্ছা ভাই আমার কি কি লাগবে কাজ করতে?
# এন্ডোয়েড ফোন অথবা পিসি, নেট কানেকশন, ফেসবুক একাউন্ট, টুইটার একাউন্ট, বিটকয়েনটক একাউন্ট, ব্লগ একউন্ট ও ইউটিউব চ্যানেল।(না থাকলে প্রবলেম নাই)
৩) এখান থেকে আমি মাসে কতো আর্ন করতে পারবো?
#ক্রিপটোকারেন্সি নিয়ে কাজ করতে এসে এমন প্রশ্ন করাটাই বোকামি। কেননা ক্রিপটোকারেন্সির প্রাইস কখোনোই স্থায়ী থাকে না। আর এই লয়েলিটি প্রোগ্রামে পার্টিসিপেট করে আপনি প্রতি সপ্তাহে রিওয়ার্ড পাবেন। আপনার কাজটা যতো লয়েল হবে রিওয়ার্ড ততো বেশি হবে। আমার পার্সোনাল কথা যদি বলি তা হলে প্রতি সপ্তাহে এরাউন্ড ২০ $ এর মতো আসে।
কিভাবে কাজ করবেন-

কাজ শুরু করতে হলে প্রথমেই আপনাকে মারকাটোক্সে একাউন্ট করতে হবে। যাদের একাউন্ট কারা নাই নিচের লিংনকে ক্লিক করুন।

https://mercatox.com

লিংনকে ক্লিক করার পর আপনাদের সামনে এ রকম পেজ আসবে। তারপর সাইন আপ  এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করলে আপনাদের সামনে এ রকম পেজ আসবে।








তারপর ফর্ম টা ফিল আপ করে একাউন্ট টা করে নিন। যে মেইল এডড্রেস দিয়ে একাউন্ট করবেন ঐ মেইল এডড্রেস এ একটা লিংনক মারকাটোক্স থেকে পাঠানো হতে পারে। আপনারা লিংনকটাই ক্লিক করে একাউন্ট ট একটিভ করে নিবেন। এবার  একাউন্টে লগইন করবেন।  লগইন এর পর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। তারপর নিচের চিত্র গুলো ফলো করুন।















টাইপস অফ প্রোমশনে ৫ টা অপশন দেওয়া আছে। কিন্তু আপনি সর্বোচ্চ ৩ টায় পার্টিসিপেট করতে পারবেন। আপনি যে ৩ টায় পার্টিসিপেট করতে চান সেই   ৩ টার লিংনক দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর চেকিং লেখা দেখতে পাবেন। তারা যখন চেক করে দেখবে সব ঠিক আছে তখন তারা এপ্রুভ করে দিবে।
যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করলেন, তা হলে লিংনক এর ঘরে আপনি আপনার ফেসবুক অথবা টুইটার প্রোফাইল লিংনক দিয়ে সাবমিট করুন। তারপর মারকাটক্সের এফ.বি এবং টুইটারে ফলো দিন। এবং তারা যে আপডেটগুলো দিচ্ছে আপনি আপনার টাইমলাইনে তা শেয়ার করুন। এ ভাবে অন্য যে গুলোয় আপনি পার্টিসিপেট করতে চান সেই কাজটা করার পর লিংনকটা সাবমিট করে দিন।পার্টিসেপেট করার আগে লয়েলিটি প্রোগ্রাম ডেসক্রিপশনটা ভালো ভাবে পড়ে নিবেন। কি কাজের জন্য আপনি কত পয়েন্ট পাবেন তা ওখানে উল্লেখ আছে।


# এই পয়েন্ট দিয়ে আমি করবো টা কি?
এই পয়েন্ট আপনি সেল করে বিটিসি তে কনভার্ট করতে পারেন।

আপনি যদি কোন সমস্যার সম্মুখীন হন তা হলে মারকাটোক্স কাস্টোমার সার্ভিসে টিকিট কাটুন। লিংনক নিচে দিয়ে দিলাম
https://support.mercatox.com


হ্যাপি আার্নিং: Smiley






jr. member
Activity: 42
Merit: 1
July 26, 2018, 04:39:33 AM
আমার উদ্দ্যেশ্য আসলে আপনি বিটকয়েনকে বৈধ বলেছেন কি না তা না। বাংলাদেশর অধিকাংশ মানুষ যারা বিটকয়েনের উপযোগিতা সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েনকে সাপোর্ট করে। এটা ফেসবুকসহ অন্যান্য বহু জাতিয় ও আন্তর্জাতিক মিডিয়ার পোস্টেও দেখেছি।
বিটকয়েন লিগালিটি পায়নি মাত্র ৬টি দেশে। সেদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর সম্প্রতি নেপালে বিটকয়েনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা যে সন্দেহ পোষণ করতেছেন, তা একদমই অমূলক নয়। আনঅফিসিয়ালি বিটকয়েন বাংলাদেশে অবৈধ হয়তো নয়; তাহলে নিশ্চয়ই দু'চারটা গ্রফতারের ঘোষণা শোনা যেত, যেমনটা দেথা গেছে নেপালে।
কিন্তু অফিসিয়ালি বিটকয়েন এখনও বাংলাদেশে অবৈধই বটে। একসময় নিশ্চয়ই বিটকয়েন ব্যবহার করার অধিকার আমাদের দেশসহ সারা বিশ্বে মানবাধিকার হিসেবাই পরিণিত হবে বলে আমার বিশ্বাস।
member
Activity: 244
Merit: 10
Official Street Team member
July 26, 2018, 01:10:46 AM

 বিশ্বের  এক নম্বর বানানোর জন্য বাঙলাতে আরও আলোচনা করা চেষ্টা করুন
আপনি জানেন কি?
এই ধরনের পোস্টের জন্য আমরা কতটা পিছিয়ে আছি। এইগুলা বন্ধ করুন দয়া করে।ভালো মানের আলাপ আলোচনা করুন।
newbie
Activity: 19
Merit: 0
July 25, 2018, 12:30:24 PM
কিছু ভাল লিংক দিবেন কি কেউ আরনিং ভাল হয়
newbie
Activity: 26
Merit: 0
July 25, 2018, 12:29:09 PM

আসলে আমরা বিটকয়েন্টক নিয়ে যা ভাবি তা নয়। আমরা সকলে এই আশা নিয়েই এই সাইট এ কষ্ট করে একাউন্ট খুলি, কেউবা অন্য কারো কাছে থেকে এই আশা নিয়েও একাউন্ট খুলি যে বিটকয়েনটক এ একাউন্ট খুললেই মনে হয় টাকা আয় করা যায়।কিন্তু এ ধারণা সম্পুর্ন ভুল। কেননা বিটকয়েনটক হলো একটি ডিসকাশন ফোরাম যেখানে প্রফেশনাল ক্রিপ্টো-এক্সপারটদের আনাগোনা। আর এই ফোরামের মেইন টপিক্স হলো ক্রিপ্টো ওয়ার্ল্ড। এই ফোরামে এক্সপার্টরা তাদের নলেজ শেয়ার করে এবং নতুনরা তা থেকে শেখে। আর হ্যা বিটকয়েনটক থেকে ইনকাম ও করা যায় তাও আবার ভালো অংকের রিওয়ার্ড পাওয়া যায়। কিন্তু আপনি যেটা ভেবে একাউন্ট খুলেছেন সেভাবে কোনোদিনও আপনি ইনকাম করতে পারবেন না। আরও এই সাইটটাকে অনর্থথক বলে মনে হবে। আসলে ইনকাম করতে চাইলে যেকোনো থ্রেডে বসে বসে অনর্থক পোষ্ট দিয়ে এক্টিভিটি বারিয়ে কোনো লাভ নেই। ইনকাম করতে চাইলে আপনাকে কাজ করতে হবে। আর কাজ টা হলো ভালো কোনো ICO প্রজেক্টের একজন এনাউন্সারের কাজ করা, আর তাদের হয় সঠিক কাজ করতে পারলে তাদের বাজেট এর মোট অংশের একটি নির্ধারিত অংশ এনাউন্সারদের রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়। আর সেই রিওয়ার্ড হলো সেই সব প্রজেক্ট এর টোকেনসমুহ। আর ওই টোকেন গুলোই হলো আপনার আয়
newbie
Activity: 58
Merit: 0
July 25, 2018, 06:52:39 AM
Porichito ba oporichito Bangladeshi memberder kache merit pawar jonno request kora theke biroto thakun. Amake onek jon merit donate korte boltesen. Apnader sobar jonno janano jaitese, ai rokom vabe message korte thakle apnar account suspend kore dea hote pare. notun beboharkarider kopal mondo, bct dia earn kora khub kothin hoa porechhe. Shudhu marto quality post R help korte parle apnara sobai merit asha korte paren.
ভাই, মেরিট কিভাবে পাওয়া যায়,
একটু বুঝিয়ে বললে ভাল হতো।
jr. member
Activity: 364
Merit: 4
July 25, 2018, 05:59:26 AM
আমি কিছু বিটকয়েন কিনতে চাই
kine felun taratari, dam barar somvovona kub besi...
newbie
Activity: 58
Merit: 0
July 25, 2018, 01:25:06 AM
বাহ আমাদের বাংলা ভাষা অনেক এগিয়ে গেছে
সেদিন একটা ট্রান্সলেশন বাউন্টি পাইছিলাম
ডেভ দেখি বাংলা ট্রান্সলেট ও চায়। আমি তো পুরাই অবাক।
বাট আপসোস পিসি নাই বলে করা হয় নাই কাজ টা।
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
July 24, 2018, 04:24:13 PM
বিটকয়েন বিক্রি করার মত কেউ আছেন কি? আমি ব্যাংক কিংবা বিকাশ, আপনি যেটা পছন্দ করেন ওইটাতেই পে করতে পারব।ফোরামে আমার ভালো রেপুটেশন আছে, আমার পোস্ট হিস্টোরি কিংবা প্রোফাইল দেখতে পারেন।যাই হোক, আমি এসক্রো (৩য় ব্যক্তির মাধ্যমে ডিল করা) সার্ভিস ব্যবহার করতেও রাজি আছি। আমি কিছু মাসের জন্য বাংলাদেশে থাকবো।
ইনবক্স করতে পারেন চাইলে।

Thank you pkmoney for the translation
legendary
Activity: 1526
Merit: 1026
July 24, 2018, 12:40:00 PM
Porichito ba oporichito Bangladeshi memberder kache merit pawar jonno request kora theke biroto thakun. Amake onek jon merit donate korte boltesen. Apnader sobar jonno janano jaitese, ai rokom vabe message korte thakle apnar account suspend kore dea hote pare. notun beboharkarider kopal mondo, bct dia earn kora khub kothin hoa porechhe. Shudhu marto quality post R help korte parle apnara sobai merit asha korte paren.
member
Activity: 104
Merit: 10
July 23, 2018, 02:30:53 PM
আমার পোষ্ট গুলা ডিলিট করে দেওয়া হয় কেন বুঝতাইছি না।কেউ কি সাহায্য করবেন। কেমনে পোষ্ট করলে ডিলিট করবে না।
পোষ্ট গুলো বুজে উত্তর দেন।তাহলে ডিলিট হবেনা
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
July 23, 2018, 02:30:13 PM
আমার প্রফাইল কি করে আপডেট করবো ?    
Sorry bhai, ami bangla type ay bhalo na but dhoray nibo amar likha apni bujben.


1. Profile ay click korben
2. Apnar account related settings gulo update er jonno
3. Forum er profile information update er jonno

Money rakhben ay click korben information gulu update kortay.
member
Activity: 104
Merit: 10
July 23, 2018, 02:28:57 PM
মেরিট কিভাবে বাড়বে, কেউ যদি একটু আইডিয়া দিতেন😒✌

ভাল মানের পোষ্ট করেন। আশা করি মেরিট পাবেন
Jump to: