Author

Topic: বাংলা (Bengali) - page 512. (Read 5743531 times)

member
Activity: 104
Merit: 10
July 23, 2018, 02:26:19 PM
এই thread সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষের জন্যে...
হ ভাই। সবাই আমরা আমরা  Grin Grin
member
Activity: 416
Merit: 42
July 23, 2018, 12:31:15 PM
মেরিট কিভাবে বাড়বে, কেউ যদি একটু আইডিয়া দিতেন😒✌

মেরিট বাড়ানোটা ভাই একদিনের বিষয় না। আপনি ফোরামে ইনফরমেটিভ কিছু শেয়ার করতে পারেন ক্রিপটোকারেন্সি সম্পর্কে। বিভিন্ন পোস্টে ঐ বিষয় সম্পর্কে কোন মতামত বা জানার থাকলে তা দিতে পারেন। মোট কথা আপনাকে ফোরামে একটিভ থাকতে হবে। নতুন কোন মেম্বার যদি কোন প্রশ্ন করে থাকে এবং তার উত্তর যদি আপনার জানা থাকে আপনি সুন্দর করে এনসার দিয়ে দিতে পারেন। আপনার কোন একটা ভালো পোস্ট ফোরামের উচ্চরেন্কধারী কোন মেম্বারের চোখে পরলে যদি তার ভালো লাগে তা হলে সে আপনাকে মেরিট সেন্ড করতে পারে। মোট কথা হলো আপনি ফোরামে একটিভ থেকে মানসম্মত পোস্ট করলে মেরিট একদিন এমনিতেই আসবে।
member
Activity: 416
Merit: 42
July 23, 2018, 12:13:25 PM
যারা ভালো পারেন নতুনদের সাহায্য করেন

সর্বপ্রথম আপনাকে যে কথাটি বলবো তা হলো সাহায্য সর্বপ্রথম নিজেকে নিজের করতে হবে। আর ২য় কথাটি হলো ভাই আপনার কোন বিষয়ে সাহায্য দরকার? স্পেসেফিক টপিক সহো প্রশ্ন করবেন। যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আপনার উত্তর পেয়ে যাবেন। আার আমার চোখে না পড়লে ও সমস্যা নাই। ফোরামে আমাদের বাংলাদেশের অনেক সিনয়র ভাইরা রয়েছেন। কেউ না কেউ অবশ্যই আপনার এনসার দিয়ে দিবে।
newbie
Activity: 20
Merit: 0
July 23, 2018, 07:06:39 AM
যারা ভালো পারেন নতুনদের সাহায্য করেন
newbie
Activity: 42
Merit: 0
July 23, 2018, 05:43:40 AM
আমি কিছু বিটকয়েন কিনতে চাই
jr. member
Activity: 42
Merit: 1
July 23, 2018, 02:48:09 AM
মেরিট কিভাবে বাড়বে, কেউ যদি একটু আইডিয়া দিতেন😒✌
প্রথমে জানুন মেরিট কি

মেরিট কি?
মেরি হলো মেধার উৎস। যা যারা  বিটকয়েন সম্পর্কে পারদর্শী তাদের পুরশ্কার হিসেবে দেউয়া হয়।

মেরিট এবং স্যারের মধ্যে পার্থক্য কি?

মেধার দুটি ধরনের আছে। আপনি আপনার যোগ্যতা পাঠাতে পারবেন না, শুধু sMerit আপনি পাবেন প্রতিটি মেইরিটির জন্য আপনি 0.5 ফিটযোগ্য যোগ্যতা পোস্ট হিসাবে পুরোপুরি দেখতে পাবেন।
মেরিট পাঠাবেন?

প্রতিটি পোস্ট উপরের ডানদিকে + একটি মেমরি বাটন আছে। যোগ্যতার উপর ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

আপনি বলতে পাড়েন কি মেধার জন্য জিজ্ঞাসা করতে পারি?

এই কাজ করার প্রয়োজন নেই এবং এই আচরণ সাধারণত 'মেধার তালিকা' হিসাবে দেখা হয় যা সম্প্রদায় দ্বারা frowned এবং আপনি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে। গুণমান, গঠনমূলক পোস্টগুলি রাখুন এবং আপনার অবশ্যই সময়ের সাথে পুরস্কৃত করা হবে।

 মেরিট বিক্রি করতে পারি?

মেরিট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

আপনি বলতে পারেন আমি কি আমার Alt অ্যাকাউন্টের মেরিট দিতে পারি?

না, এই উপর frowned এবং প্রায় নিশ্চিত আপনি নেতিবাচক প্রতিক্রিয়া প্রাপ্ত যদি আবিষ্কৃত হবে।

 আমি কি নিরপেক্ষ হতে পারি বা মেরিট হারায়?

না, বর্তমানে নয় এমনকি যদি আপনার পোস্ট মুছে ফেলা হয় মেরিট এখনও থাকবে।

 একটি মেধার উৎস কি?

একটি নির্দিষ্ট সংখ্যক বিশেষ মেধার উত্স রয়েছে যা অনেকটা মর্যাদা প্রদান করে। তালিকাটি সর্বজনীনভাবে পাওয়া যায় না কিন্তু স্টাফকে জানা যায়।

 কিভাবে আপনি  একটি মেধার উত্স হতে পারেন?

যদি আপনি একটি মেধার উৎস হতে চান:

 1. কিছুটা প্রতিষ্ঠিত সদস্য হোন।
 2. গত কয়েক মাসে লিখিত দশটি পোস্ট সংগ্রহ করুন যা তাদের জন্য কতটা ভালো, এবং তাদের জন্য নতুন কোনো থ্রেডে কোট উদ্ধৃত করার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেনি।
 3. আমরা আপনার ইতিহাসের দিকে নজর রাখব এবং আপনাকে একটি উৎস তৈরি করতে পারেন
বর্তমান মেরিট পাওয়ার প্রচলিত নিয়ম

মেরিট সিস্টেম বর্তমানে বন্ধ আছে যার কারনে অ্যাক্টিভিটি বাড়লে কোনো মেরিট হয় না। মেরিট পেতে হলে আপনাকে কিছু ওয়ে অবলম্ভন করতে হবে।

  আপনি  যেভাবে মেরিট পাবেন তা নিম্নরুপ

★আপনার পোস্টে যদি সহায়ক বা তথ্যবহুল কোনো কিছু  খুঁজে পাওয়া যায়  তবে আপনি সম্প্রদায়ের লোকদের দ্বারা মেরিট অর্জন করতে পাড়েন।
★ আপনি যদি বিটকয়েন রিলেটিভ ভালো তথ্যমূলক আপডেট কিছু পোস্ট করেন তাহলে আপনি মেরিট পেতে পাড়েন।
★ আপনি কাওকে সাহায্যে মাদ্ধমেও মেরিট পেতে পাড়েন।
♠ এইসব অবলম্ভন করলে মেরিট পেতে পাড়েন।
  এখন জানুন অ্যাক্টিভিটি সম্পর্কে
অ্যাক্টিভিটি কিভাবে গণনা করা হয় তা বোঝা জটিল, কিন্তু কেবলমাত্র আপনারা প্রতি দুই সপ্তাহের মধ্যে 14 অ্যাক্টিভিটি পয়েন্ট পেতে পারেন। এটি মূলত আপনার জানা প্রয়োজন কিন্তু আমি কোন বিভ্রান্তি এড়ানোর জন্য নীচের সিস্টেমের জটিলতা এবং কৌশল ব্যাখ্যা করব:

★ আপনি শুধুমাত্র প্রতি পনের দিনের জন্য 14 অ্যাক্টিভিটি পয়েন্ট পেতে পারেন।
★ পল্লীঘটিত সময়সীমা স্থির হয় এবং আপনি সাইন আপ করার সময় শুরু করবেন না।
★ কার্যকলাপ সময়সীমার সমস্ত তারিখ একটি তালিকা এই স্প্রেডশীট পাওয়া যাবে (ক্রেডিট এটি compiling জন্য jambola2 যায়)।
★ যদি আপনি সময়কালের মধ্যে সাইন আপ করেন তবে আপনি প্রযুক্তিগতভাবে দুই সপ্তাহের মধ্যে 14 টির বেশি অ্যাক্টিভিটি পেতে পারেন।
★ আপনি শুধুমাত্র পরবর্তী পোস্টে অ্যাক্টিভিটি সংগ্রহ করতে সক্ষম হতে প্রতিটি অ্যাক্টিভিটি সময়ের মধ্যে অন্তত একটি পোস্ট করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি তিনটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পোস্ট তৈরি করতে পারেন এবং তারপর আপনার 3 টি পোস্ট এবং 3 টি অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু 42 টি সম্ভাব্য অ্যাক্টিভিটি থাকবে। একবার আপনি 42 টি পোস্ট তৈরি করলে 42 টি অ্যাক্টিভিটি থাকবে কিন্তু আর হবে না। যদি আপনি 35 টি বিভিন্ন সময়ের মধ্যে একটি পোস্ট তৈরি করেন তবে আপনি 35 টি পোষ্ট এবং 35 টি কাজ করতে পারবেন কিন্তু 480 এর একটি সম্ভাব্য অ্যাক্টিভিটি থাকবে। এর মানে আপনি একটি জুনিয়র সদস্য হতে পারবেন কিন্তু আপনি যদি 480 টি পূর্ণ পোস্ট তৈরি করেন তবে আপনি অবিলম্বে একটি হিরো সদস্য হয়ে উঠবেন।
★ আপনার পোষ্টের সংখ্যা 14 বা তার বেশি সময় ধরে আপনার অ্যাক্টিভিটি আওতায় পড়ে থাকলে আপনাকে 14 টি সম্পূর্ণ কর্মসূচি পেতে নতুন সময়ের মধ্যে একটি পোস্ট তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ, আপনার পোস্টের সংখ্যা 200 কিন্তু আপনার অ্যাক্টিভিটি ২8। অন্য 14 টি কার্যকলাপ পেতে আপনার নতুন সময়ের মধ্যে শুধুমাত্র একটি পোস্ট তৈরি করতে হবে এবং তারপর আপনার মোট 42 অ্যাক্টিভিটি থাকবে।

পোস্ট এবং অ্যাক্টিভিটি:
ব্র্যান্ড নতুন: 0 অ্যাক্টিভিটি +0 মেরিট
নিউবায়: 1-29 অ্যাক্টিভিটি +0 মেরিট
জুনিয়র মেম্বার: 30-59 অ্যাক্টিভিটি +0 মেরিট
মেম্বার: 60-119 অ্যাক্টিভিটি +10 মেরিট
ফূল মেম্বার: 120-239 অ্যাক্টিভিটি+100 মেরিট
সিনিয়র মেম্বার: 240-479 অ্যাক্টিভিটি+250 মেরিট
হিরো মেম্বার: 480 অ্যাক্টিভিটি +500 মেরিট
লেজেনডারি: 775 এবং 1030 অ্যাক্টিভিটি এর মধ্যে +1000 মেরিট

মেরিট:
অ্যাক্টিভিটির পাশাপাশি এখন আপনাকে প্রতিটি পদে অর্জনের জন্য মেরিট প্রয়োজন।
অ্যাক্টিভিটি ভাড়ার সময়
Quote
1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 536
40 X 14 = 550
41 X 14 = 564
42 X 14 = 578
43 X 14 = 592
44 X 14 = 606
45 X 14 = 620
46 X 14 = 634
47 X 14 = 648
48 X 14 = 662
49 X 14 = 676
50 X 14 = 690
51 X 14 = 704
52 X 14 = 718
53 X 14 = 732
54 X 14 = 746
55 X 14 = 760
56 X 14 = 784  --- Legendary rank (2 years)

নোট
সকল বাংলাদেশী ভাইদের বলা যাচ্ছে এই থ্রেডে কেও কোনো রকম স্পামিং পোস্ট করবেন না দয়া কোরে। কারন এই থ্রেড খোলা হয়েছে শুধু মাত্র সঠিক এবং জ্ঞানমূলক পোস্ট করার জন্য। যাতে সবাই সবার সমস্যা সমাধান করতে পাড়েন। এবং সবাই মেরিটের অধিকারী হতে পাড়েন এবং নিজের পজিশন বাড়াতে পাড়েন। শুভ কামনা করি এই থ্রেডের সকল বাংলাদেশী ভাইদের।
newbie
Activity: 25
Merit: 0
July 23, 2018, 02:39:45 AM
মেরিট কিভাবে বাড়বে, কেউ যদি একটু আইডিয়া দিতেন😒✌
newbie
Activity: 42
Merit: 0
July 22, 2018, 11:59:21 PM
ইনফরমেশন দেওয়ার জন্যে ধন্নবাদ
jr. member
Activity: 533
Merit: 1
July 22, 2018, 08:53:03 PM
জুনিয়ার মেম্বার কি ভাবে হ
  ৩০ টা একটিভিটি হলে জুনিয়ার মেম্বার হতে পারবে ১৪ দিন পরপর ১৪ টা করে একটিভিটি বারবে
member
Activity: 244
Merit: 10
Official Street Team member
July 22, 2018, 02:22:11 AM
বিটকয়েন বিক্রি করার মত কেউ আছেন কি? আমি ব্যাংক কিংবা বিকাশ, আপনি যেটা পছন্দ করেন ওইটাতেই পে করতে পারব।ফোরামে আমার ভালো রেপুটেশন আছে, আমার পোস্ট হিস্টোরি কিংবা প্রোফাইল দেখতে পারেন।যাই হোক, আমি এসক্রো (৩য় ব্যক্তির মাধ্যমে ডিল করা) সার্ভিস ব্যবহার করতেও রাজি আছি। আমি কিছু মাসের জন্য বাংলাদেশে থাকবো।
ইনবক্স করতে পারেন চাইলে।

Thank you pkmoney for the translation
ভাই আপনার ফোরামে ভালো রেপুটেশন আছে বললেন কিন্তু আপনি তো ট্রাস্ট রংং খাইয়া রইছেন।তাইলে ভালো রেপুটেশন হয়লো কেমনে।
নেগেটিভ ট্রাস্ট মানেই যে খারাপ তা কিন্তু নয়।

ফোরামে আইডি কেনা বেচার অনুমতি আছে কিন্তু আমি আপনি সবাই জানি সেটা ভালো দেখায় না।তাই অনেকেই যারা আইডি কিনে অথবা বিক্রি করে তাদের রেড ট্যাগ করে।তার মানে এই না যে সে খারাপ কিংবা তার সাথে ডিল করা যাবেন।
বাই দ্যা ওয়ে, ডিল করার সময় অবশ্যই এসক্রো সার্ভিস ব্যবহার করতে ভুলবেন না।সেটা সবার জন্যই ভালো হবে।
member
Activity: 416
Merit: 42
July 22, 2018, 01:31:34 AM
যে ভাবে একটিভিটি ক্যালকুলেট করা হয় তা বুঝা একটু কমপ্লিকেটেড। ২ সপ্তাহের মধ্যে আপনি ১৪ একটিভিটি পেতে পারবেন। এটি মূলত ফোরামের নতুন মেম্বারদের জানা প্রয়োজন। বিভ্রান্তি এড়ানোর জন্য আমি নিচের সিস্টেমের জটিলতা এবং কৌশল ব্যাখ্যা করব।


                                                                                                      


১) আপনি শুধুমাত্র ১৫ দিনের জন্য ১৪ টি একটিভিটি পয়েন্ট পাবেন।
২) কার্যকলাপ সময়সীমার সমস্ত তারিখের একটি তালিকা এই স্প্রেডশীটে পাওয়া যাবে।
https://docs.google.com/spreadsheets/d/12saLhlUoqIdairxzuSPu6EYGrt7FN2lOstO1yDjCEbA/edit
৩) ফোরামে সাইনআপ যদি একটু টেকনিক্যালি করতে পারেন, তা হলে ২ সপ্তাহে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন।
৪) আপনার শুধুমাত্র পরবর্তি একটিভিটি সংগ্রহ করতে সক্ষম হতে প্রতিটি একটিভিটির সময় অন্তত একটি পোস্ট করতে হবে।
উদাহরনস্বরুপ, আপনি তিনটি নির্দিষ্ট সময়ের মধ্যে  এক পোস্ট করতে পারেন এবং আপনার ৩ টি পোস্ট এবং ৩ টি কর্যকলাপ থাকবে, কন্তু ৪২ টি সম্বাব্য কার্যকলাপ।
একবার আপনি ৪২ টা পোস্ট তৈরী করলে আপনি ৪২ টি একটিভিটি পাবেন কিন্তু আর না।
আবার আপনি একটা পোস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩৫ টা পোস্ট তৈরী করতে পারেন। যেটি হবে ৪৮০ এর একটি সম্ভাব্য কার্যকলাপ।(edited)
এর মানে আপনাকে জুনিয়র মেম্বার হতে হবে। কিন্তু আপনি যদি ৪৮০ টি পোস্ট তৈরী করতে পারেন তা হলে আপনি ইনসট্যান্ট হিরো মেম্বার হবেন।
৫) আপনার পোস্টের সংখ্যা ১৪ বা তার বেশি হলে আপনার একটিভিটির আওতায় পড়ে থাকলে আপনাকে ১৪ টি সম্পূর্ন  একটিভিটি পেতে শুধুমাত্র একটি নতুন পোস্ট করতে হবে।
উদাহরনস্বরূপ, আপনার পোস্টের সংখ্যা ২০০ কিন্তু আপনার একটিভিটি কেবল ২৪। অন্য ১৪ টি একটিভিটি পেতে আপনার নতুন সময়ের মধ্যে একটি পোস্ট তৈরী করতে হবে এবং তারপর আপনার মোট ৪২ কার্যকলাপ থাকবে।


আসুন জেনে নেই রেনক এবং একটিভিটি চার্ট:



                                                                  


ব্রান্ড নিউ                     -  ০ পোস্ট
নিউবি                         -  ১-২৯ একটিভিটি
জুনিয়র মেম্বার              -  ২৯-৫৯ একটিভিটি
মেম্বার                        -  ৬০-১১৯ একটিভিটি
ফুল মেম্বার                   -  ১২০-২৩৯ একটিভিটি
সিনিয়র মেম্বার               - ২৪০-৪৭৯ একটিভিটি
হিরো মেম্বার                  -  ৪৮০ একটিভিটি
লিজেন্ডারি মেম্বার            - ৭৭৫-১০৩০ একটিভিটি





মেরিট:


একটিভিটির পাশাপাশি আপনাকে প্রতিটি পদ অর্জনের জন্য আপনার মেরিট দরকার। তো আসুন এবার দেখে নেই কোন পদের জন্য আপনার কি পরিমান মেরিট দরকার।


ব্রান্ড নিউ:    ০                  
নিউবি: ০                        
জুনিয়র মেম্বার: ০            
মেম্বার: ১০                        
ফুল মেম্বার:১০০                
সিনিয়র মেম্বার:২৫০                        
হিরো মেম্বার: ৫০০                
লিজেন্ডারি মেম্বার: ১০০০


এখানে একটিভিটি সময়সীমার একটি সারনি এবং প্রতিটা পদ অর্জন করতে কত সময় লাগতে পারে তা দিয়ে দেওয়া হলো:


1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 536
40 X 14 = 550
41 X 14 = 564
42 X 14 = 578
43 X 14 = 592
44 X 14 = 606
45 X 14 = 620
46 X 14 = 634
47 X 14 = 648
48 X 14 = 662
49 X 14 = 676
50 X 14 = 690
51 X 14 = 704
52 X 14 = 718
53 X 14 = 732
54 X 14 = 746
55 X 14 = 760
56 X 14 = 784  --- Legendary rank (2 years)



একটিভিটি নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই।


১) কেন আমার একটিভিটি স্টাক হয়ে আছে?

কারন আপনি ২ সপ্তাহের মধ্যে ১৪ একটিভিটি পাবেন।

২) কেন আামার রেনক/ একটিভিটি আপডেট হচ্ছে না?

আপডেট হতে কয়েক ঘন্টা লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

৩)  আমার একটিভিটি অথবা রেনক এর কি অবনমন হতে পারে?

হ্যা। এটি কেবলমাত্র হ্রাস হতে পারে যদি আপনার কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে সকল পোস্ট করেছেন, সেইগুলি যদি ডিলেট করেন।

৪) ২ সপ্তাহের মধ্যে কি ১৪ একটিভিটির বেশি  পতে পারি?

না। যদি আপনি সমেয়ের মধ্যে সাইন আপ করেন তবে আপনি ১৫ দিনের মধ্যে টেকনিক্যালি ১৫ কার্যদিবসের মধ্যে পেতে পারেন। তবে আপনি ১৫ দিনের মধ্যে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন না।

৫) আমি যদি একটি পিরিয়ড মিস করি তা হলে কি হবে?

কিছুই হবে না। আপনি ঐ একটুভিটিগুলো পাবেন না। শুধু পরের মেয়াদে অন্য ১৪ টির জন্য পোস্ট করতে ভুলবেন না।

৬) কেন আমি আমার এভাটার চেন্জ করতে পারছি না?

এভাটার চেন্জ করার জন্য আপনাকে আগে ফোরামের ফুল মেম্বার হতে হবে।

৭) কখন আমি লিজেন্ডারি মেম্বার হতে পারবো?

আপনার ৭৭৫-১০৩০ একটিভিটি থাকলে সম্বাবনা আছে হওয়ার।

৮) ফোরামে আমরা যে সময় কাটাই এটা কি একটিভিটি হিসাবে কাউন্ট হবে?

না। এটা একটি অর্থহীন পরিসংখ্যান।

৯) একটিভিটি কাউন্ট হওয়ার জন্য পোস্টগুলি কি কোন ন্যূনতম অক্ষরের দৈর্ঘ হতে হবে?

না। সব বোর্ড এবং সমস্ত দৈর্ঘের পোস্টগুলো বর্তমানে উভয়ই কাউন্ট করা হয়।

১০) যদি আমি একাউন্ট তৈরি করি এবং এটিকে x পরিমাণে রাখি তবে আমি যখন ফিরে আসব তখন আমি উচ্চতর র্যাংক হব?

না। আপনি এখনও একটি newbie হবে। কার্যকলাপ ফোরামে কীভাবে সক্রিয় থাকে এবং অলস অ্যাকাউন্ট চাষের বিরুদ্ধে প্রতিরোধ করা। যদি আপনি প্রতিটি সময় অন্তত একটি পোস্ট না করেন তবে আপনি যে কার্যকলাপ পাবেন না।

১১) কেন আমি ছবি পোস্ট করতে পারি না?

যেহেতু আপনাকে এটি করতে একটি জুনিয়র সদস্য হতে হবে। একটি জুনিয়র সদস্য হওয়ার জন্য আপনাকে তিনটি কার্যকলাপের মধ্যে পোস্ট করতে হবে এবং অন্তত ২8 টি কাজ করতে হবে। যাইহোক, আপনি এখানে একটি ছোট ফি জন্য কপার সদস্যপদ ক্রয় এই সীমাবদ্ধতা বাইপাস করতে পারেন।



মেরিট নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই:


# মেরিট কি?

ফোরামে মানের অবদানকে পুরস্কৃত করার জন্য মেরিট একটি নতুন সিস্টেম তৈরি করা হয়েছে। এখন ক্রমবর্ধমান বৃদ্ধি পেতে আপনাকে কার্যকলাপের পাশাপাশি মেরিট অর্জন করতে হবে।

# আমি কিভাবে মেরিট পাবেন?

আপনার পোস্টটি যদি সহায়ক বা তথ্যবহুল হয় তবে আপনি কমিউনিটির উচ্চযগ্যোতাসম্পন্ন লোকদ্বারা মেরিট অর্জন করবেন।

# আমি কিভাবে মেরিট পাঠাব?

প্রতিটি পোস্ট উপরের ডানদিকে + একটি মেমরি বাটন আছে। যোগ্যতার উপর ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

# মেরিট এবং এস মেরিট এর মধ্যে পার্থক্য কি?

মেধার দুটি ধরনের আছে। আপনি আপনার যোগ্যতা পাঠাতে পারবেন না, শুধু sMerit আপনি পাবেন প্রতিটি মেইরিটির জন্য আপনি 0.5 ফিটযোগ্য যোগ্যতা পোস্ট হিসাবে পুরোপুরি দেখতে পাবেন।

# আমি কি মেধার জন্য জিজ্ঞাসা করতে পারি?

এই কাজ করার প্রয়োজন নেই এবং এই আচরণ সাধারণত 'মেধার ভিক্ষা' হিসাবে দেখা হয় যা সম্প্রদায় দ্বারা ভ্রূকুঞ্চিত এবং আপনি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে। গুণমান, গঠনমূলক পোস্টগুলি রাখুন এবং আপনার অবশ্যই সময়ের সাথে পুরস্কৃত করা হবে।

# আমি যোগ্যতা বিক্রি করতে পারি?

যোগ্যতা বিক্রি নিষিদ্ধ করা হয়।

#আমি কি আমার নিজের সবগুলো একাউন্টে মেরিট দিতে পারি?


না। যদি আপনি ধরা পরেন তা হলে অবশ্যই নেতিবাচক প্রতিক্রিয়া প্রাপ্ত হবেন।

#আমি কি মেরিট পাওয়ার পর তা হারাতে পারি?

না। বর্তমানে নয়। এমনকি আপনার পোস্ট ডিলেট হলেও আপনার মেরিট থাকবে।

# মেরিটের উৎস কি?

একটি নির্দিষ্ট সংখ্যক বিশেষ মেধার উত্স রয়েছে যা অনেকটা মর্যাদা প্রদান করে। তালিকাটি সর্বজনীনভাবে পাওয়া যায় না কিন্তু স্টাফকে জানা যায়।

# কিভাবে আমি একটি মেধার উত্স হতে পারি?

theymos' এর নির্দেশাবলী অনুযায়ী:
যদি আপনি একটি মেধার উৎস হতে চান:

 1. কিছুটা প্রতিষ্ঠিত সদস্য হোন।
 2. গত কয়েক মাসে লিখিত দশটি পোস্ট সংগ্রহ করুন যা তাদের জন্য কতটা ভালো, এবং তাদের জন্য নতুন মেটা থ্রেডে কোট উদ্ধৃত করার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেনি।
 3. আমরা আপনার ইতিহাসের দিকে নজর রাখব এবং আপনাকে একটি উৎস তৈরি করতে পারি।

# মেরিট প্রেরন করার কি কোন লিমিট আছে?
হ্যাঁ। আপনি প্রতি 30 দিনের মধ্যে একজন ব্যবহারকারীকে সর্বোচ্চ 50 টি মেরিট প্রদান করতে পারেন।



দ্রষ্টব্য:    

আশাকরি ফোরামের আমার নতুন বাংলা ভাষা-ভাষী ভাই-বোনের জন্য পোস্টটি হেল্পফুল হবে। যদি আপনার কোন মতামত বা পরামর্শ থাকে আপনি জানাতে পারেন। আর আমার বাংলাদেশী সিনিয়র ভাইদের কাছে আবেদন যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তা হলে অবশ্যই অবগত করবেন।

jr. member
Activity: 42
Merit: 1
July 19, 2018, 08:00:53 AM
এখনে অনেকে আছেন যারা নতুন। তারা অনেকে কাজ পাড়েন আবার অনেকে পাড়েন না। আবার অনেকে কাজ পাড়লেও টোকেন পাওয়ার পড় সেই টোকেন এক্সচেঞ্জ করতে পাড়েন না। আমি একজন বাংলাদেশি তাই আমি সব বাঙালীদের সাহায্য করবো। আর সব কিছু জানতে বা বুঝতে আপাকে টেলিগ্রামে  মেসেজ করতে পাড়েন। অথবা কেও কোনো টোকেন বিক্রি করলে আমাকে টেলিগ্রামে মেসেজ করুন আমি সব টোকেন ক্রয় করি।
Telegram Link : https://t.me/jahid349203
newbie
Activity: 5
Merit: 0
July 19, 2018, 06:25:20 AM
বিটকয়েন এ ফেসবুক টুইটার এড করে কেমনে।কেউ একটু সাহায্য করবেন।
full member
Activity: 364
Merit: 100
https://twetch.com/u/42191
July 19, 2018, 02:10:28 AM
বিটকয়েন বিক্রি করার মত কেউ আছেন কি? আমি ব্যাংক কিংবা বিকাশ, আপনি যেটা পছন্দ করেন ওইটাতেই পে করতে পারব।ফোরামে আমার ভালো রেপুটেশন আছে, আমার পোস্ট হিস্টোরি কিংবা প্রোফাইল দেখতে পারেন।যাই হোক, আমি এসক্রো (৩য় ব্যক্তির মাধ্যমে ডিল করা) সার্ভিস ব্যবহার করতেও রাজি আছি। আমি কিছু মাসের জন্য বাংলাদেশে থাকবো।
ইনবক্স করতে পারেন চাইলে।

Thank you pkmoney for the translation
ভাই আপনার ফোরামে ভালো রেপুটেশন আছে বললেন কিন্তু আপনি তো ট্রাস্ট রংং খাইয়া রইছেন।তাইলে ভালো রেপুটেশন হয়লো কেমনে।

মজা পাইলাম ভাই। কিন্তু তার সাথে আরেকটা কথাও বলতে হচ্ছে যে, এই ফোরাম এর অনেকেই রেড ট্রাস্ট খাইছে একটা বাটপার গ্রুপ এর মাধ্যমে কোনো ফ্রড করা ছাড়াই। আমার আইডিতেও মারছে বাইন**রা। আমার প্রোফাইলে গিয়া দেখেন শালারা লাল বাত্তির কারণ টা কি দিছে। অথছ কিছুই করি নাই   
full member
Activity: 364
Merit: 100
https://twetch.com/u/42191
July 19, 2018, 02:04:28 AM
আমরা বাংলাদেশি ইউজাররা একটা সোশ্যাল গ্রুপের মাধ্যমে সবাই একে অপরকে ভালো ইনকাম করে দেয়ার সুযোগ তৈরি করতে পারি। সবার মতামত আশা করছি। সবাই একমত হলে সামনে এগোতে পারবো ইনশাআল্লাহ।  আমি এটা এজন্য বলছি কারণ প্রায় সব বাউন্টি তেই বড় গ্রুপের আর্নিং এর বিষয়টা এখন বেশি দেখা যাচ্ছে।  আর তাছাড়াও আমাদের ভালো কমিউনিকেশন না থাকার কারনে এখনো ট্রান্সলেশনের কাজ ও আমাদের দেয়া হয় না। সবাই একটু ভেবে দেখবেন    
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
July 18, 2018, 11:31:50 PM
বিটকয়েন বিক্রি করার মত কেউ আছেন কি? আমি ব্যাংক কিংবা বিকাশ, আপনি যেটা পছন্দ করেন ওইটাতেই পে করতে পারব।ফোরামে আমার ভালো রেপুটেশন আছে, আমার পোস্ট হিস্টোরি কিংবা প্রোফাইল দেখতে পারেন।যাই হোক, আমি এসক্রো (৩য় ব্যক্তির মাধ্যমে ডিল করা) সার্ভিস ব্যবহার করতেও রাজি আছি। আমি কিছু মাসের জন্য বাংলাদেশে থাকবো।
ইনবক্স করতে পারেন চাইলে।

Thank you pkmoney for the translation
ভাই আপনার ফোরামে ভালো রেপুটেশন আছে বললেন কিন্তু আপনি তো ট্রাস্ট রংং খাইয়া রইছেন।তাইলে ভালো রেপুটেশন হয়লো কেমনে।
Aita koidin agay escrow service howar jonno apply koraychilam then ekta mod money korsay ami scam kortay pari so red trust diya disay. Forum ami onek enemy o banaisi. Amar ekta topic chilo jaykhaney ami merit abuser der investigation kortam. Muloto oi khan theykey onaykey amar upor upset. Ek member upset hoye amar namey ponzi promoter topic khulsay. Shey claim koray jay ami forum ay ponzi promote korsi etc.

Anyway ai redtrust eta karo tk maira dayer jonno na, ai red trust guess er upor deya. Shey money korchay amar jothesto reputation nai 20BTC hold korar moto so shey red trust disay. Shuntay obossho obak e lagay, jaykhaney ami ekhono kunu scam e kori nai.

Anyway, jodi BTC thakey then jana, ami escrow use korbo. So amader dui jon er jonno e safe.
newbie
Activity: 19
Merit: 0
July 18, 2018, 04:51:07 PM
পুরাতন মেমবাররা নতুনদের হেল্প করলে ভাল হয়। এতে বাঙালীদের স্ট্রং একটি কমিউনিটি গড়ে উঠবে।
newbie
Activity: 26
Merit: 0
July 18, 2018, 04:50:49 PM

এই গুড মর্নিং ই আমার  একটা  আইডি খাইছে ? তখন নতুন ছিলাম তাই টের পাইনাই । আর যারা বিশেষ কইরা বাংলা থ্রেটে ইংরেজিতে গুড মর্ণিং লিখবে তাদের মত মফিজ হয় না ।

মাডারেটর টের পাইলে রক্ষা নাই
newbie
Activity: 42
Merit: 0
July 18, 2018, 08:45:50 AM
জুনিয়ার মেম্বার কি ভাবে হ
jr. member
Activity: 42
Merit: 1
July 18, 2018, 08:16:40 AM
বিটকয়েন বিক্রি করার মত কেউ আছেন কি? আমি ব্যাংক কিংবা বিকাশ, আপনি যেটা পছন্দ করেন ওইটাতেই পে করতে পারব।ফোরামে আমার ভালো রেপুটেশন আছে, আমার পোস্ট হিস্টোরি কিংবা প্রোফাইল দেখতে পারেন।যাই হোক, আমি এসক্রো (৩য় ব্যক্তির মাধ্যমে ডিল করা) সার্ভিস ব্যবহার করতেও রাজি আছি। আমি কিছু মাসের জন্য বাংলাদেশে থাকবো।
ইনবক্স করতে পারেন চাইলে।

Thank you pkmoney for the translation
ভাই আপনার ফোরামে ভালো রেপুটেশন আছে বললেন কিন্তু আপনি তো ট্রাস্ট রংং খাইয়া রইছেন।তাইলে ভালো রেপুটেশন হয়লো কেমনে।
Jump to: