Author

Topic: বাংলা (Bengali) - page 516. (Read 5745532 times)

newbie
Activity: 70
Merit: 0
July 09, 2018, 03:39:56 AM
এই ফোরামে আমি নতুন।
তাই সকলের সহযোগীতা কামনা করি🙂
আমিওতো নতুন  আপনাকে কি ধরনের সহযোগিতা করতে পারি
এ দরুন পোস্ট এর  ব্যাপারে আপনাকে কিছু বলছি
অযথা পোস্ট করা যাবেনা  শুদু হাই হ্যালো লিখলে
চলবে না আপনাকে বিটকয়েন সর্ম্পকে লিখতে হবে 
অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে
jr. member
Activity: 42
Merit: 1
July 09, 2018, 03:18:30 AM
আমি বিটকয়েন এ কিভাবে কাজ করবHuh?
আপনি কাজ করতে চাইলে এখন আপনাকে বাউন্টি বা এয়ারডোপ করতে হবে। আপনি নিচের লিনক এ যেয়ে দেখেন অনেক বাউন্টি ও এয়ারডোপ আছে সেখান থেকে ভালো বাউন্টি বা এয়ারডোপ আপনি বেছে নিয়ে কাজ করেন। আবার বলতে পাড়েন কি কি কাজ করতে হয়।সে ক্ষেত্রে  আপনি যে বাউন্টি বা এয়ারডোপ করবেন সেই বাউন্টির যে ক্যাম্পিং এ আপনি জয়েন্ট করতে চান সেই ক্যাম্পিংএর রুলস ভালো ভাবে পড়ে নিবেন ইংলিশ না বুঝলে গুগল টান্সলেট ব্যবহার করেন। ইংলিশ টু বাংলা করে দেখে নিবেন তাহলে আসা করি নিজেই পাড়বেন।
এখান থেকে বাউন্টি খুজে নিন : https://bitcointalk.org/index.php?board=238.0
newbie
Activity: 70
Merit: 0
July 09, 2018, 02:59:21 AM
 গুড এভেনিং
এরকম ইংরেজীটা বাংলা করে লিখবেন না
 কারন পরে সমস্যা হতে পারে । যেমন
শুভ এভেনিং না লিখে শুভ সন্ধ্যা লিখবেন
তাহলে আপনারই ভালো হবে
newbie
Activity: 544
Merit: 0
July 09, 2018, 01:56:02 AM
আমি বিটকয়েন এ কিভাবে কাজ করবHuh?
newbie
Activity: 70
Merit: 0
July 09, 2018, 01:11:15 AM
আপনাদের কাজ কেমন চলছে?
আমাদের কাজ ভালোই চলছে আপনার
কেমন চলছে। কোন বাউন্টিতে অংশ
নিলে বেশি ইনকাম হয়। বলবেন একটু
খুব উপকার হতো।
আর নিউবাইবায়ে দের কাজ কেমন
পাওয়া যায়।
member
Activity: 205
Merit: 29
Love yourself.
July 09, 2018, 12:32:44 AM
So, better you can pm me and I will write the Bengali for you. I don't mind to take a little fee, lol. I'm kidding. I will be happy enough to help you.
Hi pk, can you just translate that paragraph only please  Smiley

If I have bigger task (Translation job) which pay worthy then definitely I will have you in mind.

Thanks
Check your inbox. I have translated this with some changes because if I would translate as it is written in English, it would be unmelodious. That's why I made some changes.
Feel free to pm me anytime. I will be gladly assist you.
newbie
Activity: 69
Merit: 0
July 08, 2018, 10:48:38 PM
newbie
Activity: 69
Merit: 0
July 08, 2018, 10:46:56 PM
ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই
newbie
Activity: 70
Merit: 0
July 08, 2018, 08:56:24 PM
সবার ইনকাম কেমন চলছে।
সবে মাএ নিউবাই এখনি ইনকাম কেমন আর হবে
আপনার কেমন হচ্ছে আশা করি
ভালো হচ্ছে আর একটু কষ্ট করে জুনিয়র মেম্বার
হলে আরো বেশ ইনকাম হবে  আর জুনিয়র মেম্বার
হয়ে তারপর বাউন্টিতে অংশ নিলে কোন সমস্যা হয় না
jr. member
Activity: 42
Merit: 1
July 08, 2018, 08:44:13 PM
আমি বাঙালি থ্রেডে কিছু বড় বড়  মেম্বার দেখেছি এবং তাদের মাঝে মাঝে পোস্ট করতে দেখেছি। কিন্তু আমি তাদের কখনও কাওকে কোনো কিছু শিখিয়ে সাহায্য করতে দেখিনি এমনকি তাদের অনেক মেরিট থাকা সত্তেও তারা কখনও কাওকে মেরিট দেয় না। তারা আছে তাদের সার্থ নিয়ে। তারা চায়না ছোট মেম্বার রা একটু বড় হোক। এখনে সবাই স্পামিং পোস্ট করলেও এর মদ্ধেউ কিছু মানুষ আছে যারা আছে আসলেও মেরিট পাওয়ার যোগ্য কিন্তু বড় বড় মেম্বাররা সেটা কখনও দেখে না তারা শুধু তাদের নীজের সার্থ নিয়ে আছে।অন্য অন্য থ্রেডে দেখা যায় বড় মেম্বাররা ছোটদের সব কিছু দিয়ে সাহায্য করে, হয় কোনো কিছু শিখিয়ে,হয় কোনো ভালো জ্ঞান দিয়ে, আর যারা মেরিট পাওয়ার যোগ্য তাদের মেরিট দিয়ে। কিন্তু বাঙালির বড় মেম্বারদের সেটা কখনই করতে দেখি না। তারা নিজেরা একাই বড় থাকতে চায়,এর কারনেও বাঙালি কখনও কোনো ভালো যায়গায় পৌছাতে পাড়ে না। ভাঙালির মদ্ধে কোনো দলবদ্ধতা নেই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।আমরা ছোট মেম্বার আমরা ভালো কিছু পাড়লেও অন্য মেম্বাররা কোনো বিপদে পড়লে তাদের কিছু বললে তারা সেটাতে সমাধান পাবে কিন্তু তারা তা বিশ্বাস করে না আমরা ছোট মেম্বার বলে তারা মনে করে আমরা কিছু পাড়ি না কিন্তু সেখানে কোনো বড় মেম্বার পাওয়া যায় না তাদের সাহায্য করার জন্য। তাই
সকল বড় মেম্বারদের বলছি আপনারা দয়া করে ছোটদের সাহায্য করুন, আর যারা মেরিট পাওয়ার যোগ্য তাদের মেরিট দিয়ে সাহায়তা করুন যাতেকোরা তারাও অন্যদের সাহায্য করতে পাড়ে,
আমি অনেকবার দেখেছি একজন আরেকজনের পোস্ট কপি করে পোস্ট করে। এতে এক পোস্ট বারবার হয় দয়া করে এটি বন্ধ করুন পরবর্তীতে দেখলে রিপোর্ট করা হবে
ধন্যবাদ।

আমার কোনো ভুল হলে সবাই ক্ষমা করে দেবেন।
legendary
Activity: 1526
Merit: 1026
July 08, 2018, 02:43:30 PM
copper member
Activity: 630
Merit: 420
We are Bitcoin!
July 08, 2018, 02:37:33 PM
So, better you can pm me and I will write the Bengali for you. I don't mind to take a little fee, lol. I'm kidding. I will be happy enough to help you.
Hi pk, can you just translate that paragraph only please  Smiley

If I have bigger task (Translation job) which pay worthy then definitely I will have you in mind.

Thanks
member
Activity: 205
Merit: 29
Love yourself.
July 08, 2018, 10:52:07 AM
Hello there. I was trying to find a seller that would be willing to sell 3 lakhs taka worth of BTC. But looks like they are too reluctant to sell in current market condition. All of them are at loss. And none of them wants to do any deal. Sorry, I couldn't be a help to you. Best of luck btw.
No worries, Thanks for your effort. Appreciate it.



যে কেউ বাংলাদেশে BTC বিক্রি করতে চায় আমি ব্যাংকে অর্থ প্রদান করতে পারি বা আপনি যা পছন্দ করেন তা বাকিয়াস করতে পারেন। আমি ফোরামে শালীন খ্যাতি আছে, আমার পোস্ট ইতিহাস এবং প্রোফাইল দেখুন মুক্ত মনে। তবে আমি একটি বিশ্বস্ত এসক্রো ব্যবহার করতে মনস্থির হবে না। আমি কয়েক মাস ধরে বাংলাদেশে এসেছি।
ইনবক্স আমাকে দয়া করে

Is there anyone who wants to sell BTC in Bangladesh. I can pay in Bank or can Bkash whichever you prefer. I have decent reputation in the forum, feel free to look at on my post history and profile. However I would not mind to use a trusted escrow. I am in Bangladesh for few months.
PM me please
Bro, you are using google translator for writing bangla and that's why the meaning is changing. While you have said, you will be agreed to use an escrow, in bengali its stands like, "I don't want to use escrow."
So, better you can pm me and I will write the Bengali for you. I don't mind to take a little fee, lol. I'm kidding. I will be happy enough to help you.
newbie
Activity: 98
Merit: 0
July 08, 2018, 10:44:09 AM
আজকে ১টা বিটকয়েন= ৬৮২৫ডলার। এগুলা প্রতিদিণ উঠা নামা করে। গত ৭-৮মাস আগে ১বিটকয়েন= ২০হাজার ডলার ছিল।
হুমম....বিটকয়েন প্রাইস আগের তুলনায় অনেক কমে গেছে....

এখন আবার আস্তে আস্তে বারবে। কিন্তু অনেক টাইম লাগবে। আমাদের আরও অনেক অপেক্ষা করতে হবে।
newbie
Activity: 26
Merit: 0
July 08, 2018, 10:00:05 AM
আপনাদের ভালোর জন্যেই বলছি এই ধরনের পোস্ট দিয়েন না....নিজের একাউন্ট বাচাইতে চাইলে..
newbie
Activity: 19
Merit: 0
July 08, 2018, 08:47:37 AM
আজকে ১টা বিটকয়েন= ৬৮২৫ডলার। এগুলা প্রতিদিণ উঠা নামা করে। গত ৭-৮মাস আগে ১বিটকয়েন= ২০হাজার ডলার ছিল।
হুমম....বিটকয়েন প্রাইস আগের তুলনায় অনেক কমে গেছে....
newbie
Activity: 4
Merit: 0
July 08, 2018, 06:03:47 AM
আজকে ১টা বিটকয়েন= ৬৮২৫ডলার। এগুলা প্রতিদিণ উঠা নামা করে। গত ৭-৮মাস আগে ১বিটকয়েন= ২০হাজার ডলার ছিল।
newbie
Activity: 42
Merit: 0
July 08, 2018, 05:58:40 AM
 প্রতি বিট কয়েন বাজার কতো
jr. member
Activity: 364
Merit: 4
July 08, 2018, 05:47:33 AM
ভাই আমি এখানে নতুন আমাকে সবাই হেল্প কইরেন, এখন শুনছি ফোরাম এ অনেক নতুন নিয়ম তাই আমকে সবাই হেল্প কইরেন।


কি বিষয়ে হেল্প লাগবে সেটা বল্লে ভাল হয়, সাধ্যমতো সবাই সহযোগিতা করার চেষ্টা করবে...
newbie
Activity: 1
Merit: 0
July 08, 2018, 02:09:09 AM
ভাই আমি এখানে নতুন আমাকে সবাই হেল্প কইরেন, এখন শুনছি ফোরাম এ অনেক নতুন নিয়ম তাই আমকে সবাই হেল্প কইরেন।
Jump to: