Author

Topic: বাংলা (Bengali) - page 382. (Read 5720399 times)

newbie
Activity: 419
Merit: 0
February 21, 2021, 12:44:35 AM
আমি নতুন। আমি বেশ কিছু Bounty করেছি। Bounty শেষে যখন টোকেন ডিসট্রিবিউট হবে তখন একাউন্টে যদি ডলার জমা হয় তাহলে সেটা তুলব কি করে। মানে একাউন্টে থাকা ডলার টা ক্যাশ করা পর্যন্ত পুরা প্রসেস টা কেউ বুঝিয়ে দিতে পারবেন?
খুব কনফিউশানে আছি এই ব্যাপারটা নিয়ে।
আসলে এখানে কনফিউশনের কিছু নেই আপনি যদি বাউন্টিতে কাজ করেন এবং অনলাইনে যেকোন কয়েনের প্রজেক্ট এ জয়েন হোন আর আপনি যদি সে কয়েনটা আপনার ওয়ালেট এ পেয়ে যান। তাহলে সেই কয়েন টা সর্বপ্রথম আগে আপনাকে দেখতে হবে কোন এক্সচেঞ্জ আরে অ্যাড আছে তো আমরা স্বাভাবিক ভাবে জানি যে যেকোনো কয়েন বা টোকেন আমরা এক্সচেঞ্জ করতে পারি শুধুমাত্র এক্সচেঞ্জার এর সাহায্যে বর্তমানে অনলাইনে অনেক এক্সচেঞ্জার আছে।তারমধ্য দেখতে হবে আসলে সেই কয়েন টা কোন এক্সচেঞ্জার অ্যাড আছে সেই একচেঞ্জ আরে আপনার ওয়ালেট থেকে সে কয়েনটা ডিপোজিট করে এক্সচেঞ্জ করে টপ কয়নি রূপান্তরিত করতে পারবেন যেমন বিটকয়েন ইথেরিয়াম ইউএসডিটি এই ধরনের টক কয়েনে রুপান্তরিত করতে পারবেন করে সেটা উইথড্র করে আপনি সেই ডলার টি আপনি অন্য কারো কাছে সেল দিয়ে আপনি আপনার বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যাংকিং এর মাধ্যমে সেটা বাংলাদেশের টাকায় রূপান্তরিত করতে পারবেন।
আসলে প্রত্যেকটা কয়েন কেনাবেচা হয় বাংলাদেশেও। তবে তার মধ্যে টপ কয়েন গুলো বেশি কেনাবেচা হয় তো আপনি চাইলে টপ কয়েন বিশ্বস্ত ব্যক্তির কাছে ছেলে দিয়ে বাংলাদেশের টাকায় রূপান্তরিত করতে পারবেন ধন্যবাদ আশা করি এই পোস্টটি আপনি সব জানতে পারবেন আরো যদি জানার থাকে অবশ্যই জেনে নেবেন ধন্যবাদ
jr. member
Activity: 966
Merit: 2
February 20, 2021, 09:06:25 PM
আমি নতুন। আমি বেশ কিছু Bounty করেছি। Bounty শেষে যখন টোকেন ডিসট্রিবিউট হবে তখন একাউন্টে যদি ডলার জমা হয় তাহলে সেটা তুলব কি করে। মানে একাউন্টে থাকা ডলার টা ক্যাশ করা পর্যন্ত পুরা প্রসেস টা কেউ বুঝিয়ে দিতে পারবেন?
খুব কনফিউশানে আছি এই ব্যাপারটা নিয়ে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 20, 2021, 12:08:23 PM
এইখানে কেউ কি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন? যেমন- লেজার ন্যানো কিংবা ট্রেজর কিংবা অন্য হার্ডওয়্যার ওয়ালেট? যদি করে থাকেন তাহলে একটু দয়া করে বলবেন আপনারা কিভাবে বাংলাদেশে এনেছেন এবং কাস্টমস এ ঝামেলা কেমন করে? কোন কিছু জিজ্ঞেস করে? মানে রিস্ক আছে কি?
newbie
Activity: 5
Merit: 0
February 20, 2021, 04:58:31 AM

অনেকেই দেখতেসি ক্রিপ্টো তে তাদের ইনকাম নিয়ে ফেইসবুক এ পোস্ট করতেছে স্ক্রিনশট সহ। যারা এসব করছেন তাদের সাবধান হওয়া উচিৎ। ক্রিপ্টো বাংলাদেশ এ এমনিতেই অনুমোদিত না তার ওপর পাবলিক ভাবে এইসব প্রচার হইলে পুলিশ এর নজরে আসবে। আর সবাই এ ফেইসবুক এ কোনো না কোনো গ্রুপ এ আছেন। একটা গ্রুপ ক ধরলে একসাথে অনেক গ্রুপ এ সামনে চলে আসবে তাই সকলে সাবধান।
এইটা ঠিক যে এই ব্যপারটি অনেকেই করে থাকেন। আমিও বেশ কয়েকটি মানুষকে দেখলাম বিভিন্ন গ্রুপে রিসেন্ট ট্রেড কিংবা ফ্রি তে পাওয়া ডলার এর স্ক্রিনশট দেয়। যদিও প্রসাশন এইসব ব্যাপারে তেমন মাথা ঘামায় না। যাই হোক, আমাদের সবাই সাবধানে লেনদেন করা উচিত।

অনেকে দেখতেছি ভাই এখন এক্সচেঞ্জে ট্রেড করে স্কিন সট দেয় এটা আমাদের জন্য হুমকি সরুপ। এভাবে চলতে থাকলে এক সময় প্রশাসনের নজরে সহজেই চলে আসবে ব্যাপার গুলা। আমাদের নিজেদের সেইফে রাখা উচিত।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 19, 2021, 01:20:21 PM

অনেকেই দেখতেসি ক্রিপ্টো তে তাদের ইনকাম নিয়ে ফেইসবুক এ পোস্ট করতেছে স্ক্রিনশট সহ। যারা এসব করছেন তাদের সাবধান হওয়া উচিৎ। ক্রিপ্টো বাংলাদেশ এ এমনিতেই অনুমোদিত না তার ওপর পাবলিক ভাবে এইসব প্রচার হইলে পুলিশ এর নজরে আসবে। আর সবাই এ ফেইসবুক এ কোনো না কোনো গ্রুপ এ আছেন। একটা গ্রুপ ক ধরলে একসাথে অনেক গ্রুপ এ সামনে চলে আসবে তাই সকলে সাবধান।
এইটা ঠিক যে এই ব্যপারটি অনেকেই করে থাকেন। আমিও বেশ কয়েকটি মানুষকে দেখলাম বিভিন্ন গ্রুপে রিসেন্ট ট্রেড কিংবা ফ্রি তে পাওয়া ডলার এর স্ক্রিনশট দেয়। যদিও প্রসাশন এইসব ব্যাপারে তেমন মাথা ঘামায় না। যাই হোক, আমাদের সবাই সাবধানে লেনদেন করা উচিত।
jr. member
Activity: 573
Merit: 1
February 19, 2021, 05:05:11 AM
ক্রিপ্টোকারেন্সি কেন বাংলাদেশে বৈধ নয় ? বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধ হত তাহলে বেকারত্ব থাকত না। আমি আশা করি সরকার এটা বৈধ করুক। ক্রিপ্টোকারেন্সি তে একটা সোনার হরিণ আছে যার নাম বিটকয়েন। বিটকয়েন বর্তমানে সবার উপরে ক্রিপ্টোকারেন্সি পেছনে যা কিছু আছে সব কিছুর মূলে বিটকয়েন। যদি বাংলাদেশে অবৈধ না হতো তাহলে বাংলাদেশ আরো উন্নতি করতে পারত। বেকারত্বের হার কমে যেত বিশ্বের অনেক দেশে এটা বৈধ, আমি আশা করি বাংলাদেশ সরকার বৈধ করুক। এতে মানুষের অনেক উপকার হবে, আমি এটাও আশা করি ক্রিপ্টোকারেন্সি আরো অনেক এগিয়ে যাক।
hero member
Activity: 1498
Merit: 537
February 18, 2021, 01:53:36 PM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
আপনি কি RAB এর লোক নাকি? Cool
শুধু RAB না Police ও ধরে নিয়ে যায় 😁 যাইহোক সাবধানে থাকবেন আর এইখানে একটু ক্রিপ্টো নিয়ে আলোচনা করেন। আমরা এই বাংলাদেশ টপিকটাকে বোর্ডে রূপান্তরিত করতে চাই। সবাই একটিভ হলেই এটি সম্ভব।

অনেকেই দেখতেসি ক্রিপ্টো তে তাদের ইনকাম নিয়ে ফেইসবুক এ পোস্ট করতেছে স্ক্রিনশট সহ। যারা এসব করছেন তাদের সাবধান হওয়া উচিৎ। ক্রিপ্টো বাংলাদেশ এ এমনিতেই অনুমোদিত না তার ওপর পাবলিক ভাবে এইসব প্রচার হইলে পুলিশ এর নজরে আসবে। আর সবাই এ ফেইসবুক এ কোনো না কোনো গ্রুপ এ আছেন। একটা গ্রুপ ক ধরলে একসাথে অনেক গ্রুপ এ সামনে চলে আসবে তাই সকলে সাবধান।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
February 17, 2021, 10:33:24 PM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
আপনি কি RAB এর লোক নাকি? Cool
শুধু RAB না Police ও ধরে নিয়ে যায় 😁 যাইহোক সাবধানে থাকবেন আর এইখানে একটু ক্রিপ্টো নিয়ে আলোচনা করেন। আমরা এই বাংলাদেশ টপিকটাকে বোর্ডে রূপান্তরিত করতে চাই। সবাই একটিভ হলেই এটি সম্ভব।
jr. member
Activity: 35
Merit: 3
February 17, 2021, 12:33:04 PM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
আপনি কি RAB এর লোক নাকি? Cool
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 17, 2021, 12:21:58 PM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
ভাই এইভাবে কাউকে পাবেন না। উপরের ভাই যেমন বলছে কেউ এইখানে নিজের পরিচয় দিতে চাইবে না। যাই হোক, আমি এইখানে বায় সেল করে থাকি রেগুলারলি। আপনি চাইলে আমাকে এই ফোরামে মেসেজ দিতে পারেন।  বিটিসি, ইএসডিটি কিংবা এলটিসি, এইগুলা সাধারণত বায় সেল করে থাকি।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
February 17, 2021, 01:18:31 AM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
এভাবে আসলে ডিরেক্ট পরিচয় নেয়াটা কেমন জানি। তার কারণ, আমরা সবাই এখানে গোপনীয়তা বজায় রাখতে চাই এবং উচিত। দেশে যে পর্যন্ত এর বৈধতা না আসবে ততদিন আসলে আমাদের পরিচয় গোপন করে চলা খুবই প্রয়োজন। আর না হয় বিপদে পড়ার সম্ভাবনা প্রচুর।

একজন লিক হয়ে যাওয়া মানে ঐ একজন দিয়ে একটি কমিউনিটি বের করা কোন ব্যাপার না। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলা উচিত।

আপনি ক্রিপ্টো কেনা বেচার কথা বলেছেন, তো এটি করার জন্য নির্দিষ্ট এলাকায় থাকা আবশ্যকীয় নয়। আপনার অপরিচিত লোক কিন্তু বিশ্বস্ত হলে লাখ লাখ টাকার লেনদেন করা কোন ব্যাপার না, এটি অহরহ হচ্ছে। আপনার যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাহলেও বলতে পারেন। কেউ না কেউ হেল্প করবে। আমরা যারা বাই/সেল করি তারা বিশ্বস্ত লোকজনের সাথে করে থাকি, সে কোন এলাকার এসব ম্যাটার করে না।
newbie
Activity: 46
Merit: 0
February 16, 2021, 12:11:43 AM
 ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 15, 2021, 12:26:05 PM
অনেকেই এই ব্যাপারটা বুঝতে চায় না যে এই ফোরামটা কত বড় একটা রিসোর্স আমাদের জন্য। এইখানেই তো ক্রিপ্টোকারেন্সির সব ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথম ক্রিপ্টোকারেন্সি, প্রথম আই.সি.ও, প্রথম এক্সচেঞ্জ, প্রথম বিটকয়েন এর ব্যবহার সবকিছুই এই ফোরামের হাত ধরেই শুরু হয়েছে।
আমাদের দেশের কেউ ভালো কোন প্রজেক্ট নিয়ে কাজ করছে না। করলেও সেটা এইখানে একদমই দৃশ্যমান নয়।
যাই হোক, রেগুলার সবাই যদি এক্টিভ থাকি তাহলে আমাদের জন্য বেনেফিটই হবে আলাদা বোর্ড পাওয়ার জন্য।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
February 15, 2021, 08:26:22 AM
পোষ্টগুলো এখনো সম্পন্ন করতে পারি নাই এবং সকল এক্টিভ মেম্বাররা এখন শুধুমাত্র বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু অল্টকয়েনগুলো পাম্প করা শুরু হয়েছে। আর সকলেই এই সময়টিকে সুযোগে লাগাইতেছে যেন ভালো লাভ অর্জন করতে পারে। চাইলে আমরা বিভিন্ন কয়েন নিয়ে এখানে আলোচনা করতে পারি, কিন্তু অনেকে সেইসব আলোচনায়ও মন খারাপ করে যদি কেউ তাদের মতামতের বিপরীত মতামত প্রকাশ করে। সকলেই যদি বিপরীত মতামতকে মেনে নিতে পারি, তাহলে সকলেই আমরা বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করতে পারি। অন্যান্যদের মতামত আশা করতেছি।
আমরা এখানে একটা ওপেন প্লাটফর্ম এ আছি এবং যে কেউ তার মতামত প্রকাশ করার ক্ষমতা রাখি। আপনাকে/আপনার পোস্ট আমার ভালো না লাগতেই পারে তার মানে এই নয় আমি আপনার পিছনে লেগে থাকবো অথবা আপনার খারাপ হয় এমন কাজ করবো। এটা নিশ্চিত, যারা এই কাজ গুলো করে তারা অবশ্যই তার হীনমন্যতার পরিচয় দিচ্ছে।

আমার মতামত ভালো না লাগলে ইগনোর করুন, আর পাল্টা জবাব/ভালো কিছু থাকলে সেটি আপনার ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেন। তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে।

হ্যা, আমরা এখানেই বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে আলোচনা করতে পারি। আপনার পোস্ট গুলো ও আপনি কমপ্লিট করে ফেলুন। আশা করি অন্যরাও একমত হবেন। তাহলে প্লাটফর্মটিও জমজমাট হবে আর এখানে অনেকেই পোস্ট করতে আগ্রহী হবে, যার ফলে আমাদের বহুল আকাঙ্ক্ষিত বাংলা বোর্ড পাওয়ার সম্ভাবনা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 15, 2021, 03:17:42 AM
লোকাল বোর্ড হবার জন্য যে পরিমাণ এক্টিভিটি প্রয়োজন আমাদের এখানে সে পরিমাণ এক্টিভিটি নেই। কিছুদিন পূর্বে অনেক ভালো পোস্ট করা হতো, অনেক মেম্বার একটিভ ছিলো, কিন্তু এই সংখ্যাটি পোস্ট এবং মেম্বার দুই সেক্টরেই কমে গেছে। সবাই একটিভ হয়ে ভালো পোস্ট করতে থাকলে হয়তো খুব শীঘ্রই ভালো সংবাদ আসবে।

সহমত এই বিষয়টি নিয়ে, অন্যদের কথা বলবো না। কারণ আমি নিজেই বিভিন্ন পোষ্ট দেয়ার কথা বলেছিলাম। কিন্তু সেই পোষ্টগুলো এখনো সম্পন্ন করতে পারি নাই এবং সকল এক্টিভ মেম্বাররা এখন শুধুমাত্র বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু অল্টকয়েনগুলো পাম্প করা শুরু হয়েছে। আর সকলেই এই সময়টিকে সুযোগে লাগাইতেছে যেন ভালো লাভ অর্জন করতে পারে। চাইলে আমরা বিভিন্ন কয়েন নিয়ে এখানে আলোচনা করতে পারি, কিন্তু অনেকে সেইসব আলোচনায়ও মন খারাপ করে যদি কেউ তাদের মতামতের বিপরীত মতামত প্রকাশ করে। সকলেই যদি বিপরীত মতামতকে মেনে নিতে পারি, তাহলে সকলেই আমরা বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করতে পারি। অন্যান্যদের মতামত আশা করতেছি।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
February 15, 2021, 12:54:16 AM
সবাই কে Active করাতে পারলে হযত এক সময় approved হবে! 
লোকাল বোর্ড হবার জন্য যে পরিমাণ এক্টিভিটি প্রয়োজন আমাদের এখানে সে পরিমাণ এক্টিভিটি নেই। কিছুদিন পূর্বে অনেক ভালো পোস্ট করা হতো, অনেক মেম্বার একটিভ ছিলো, কিন্তু এই সংখ্যাটি পোস্ট এবং মেম্বার দুই সেক্টরেই কমে গেছে। সবাই একটিভ হয়ে ভালো পোস্ট করতে থাকলে হয়তো খুব শীঘ্রই ভালো সংবাদ আসবে।

I will want to $200 BTC invest so any advice to you where i can invest safely? 
আপনার এই পোস্ট করার জন্য আলাদা বোর্ড আছে ফোরামে। Trading Discussion এ এই রিলেটেড পোস্ট/আলোচনা করা হয়।

আর এখানে যদি করতে চান তাহলে বাংলা ভাষা ব্যবহার করুন। আপনার অনেক ভাই-ব্রাদার এখানে আছে। তারা অনেক ভালো ভাবে আপনাকে হেল্প করবে আশা করি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 14, 2021, 10:38:46 AM
আজকে একজন গ্রুপে জিজ্ঞাসা করল কেউ ব্লকচেইন ডেভেলপার কিনা। ভালো লাগলো প্রশ্নটা শুনে। অন্যান্য দেশ এক্ষেত্রে অনেকটাই এগিয়ে। তারা বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করছে। আমাদের এইখানে কেউ আছেন কি? থাকলে সাড়া দিয়েন। যদিও আমাদের অনেক লিমিটেশন রয়েছে।

বাংলাদেশ থেকেও অনেক ব্লকচেইন ও ওয়েব ডেভেলপার আছে, কিন্তু তারা ভুয়া ICO ওয়েবসাইট তৈরি করে সকলের ফান্ড চুরি করে। আবার অনেক ভালো ডেভেলপার আছে, যারা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে কিন্তু ব্যক্তিগত তথ্য দিতে অনিচ্ছুক। ব্লকচেইন ডেভেলপমেন্টের জন্য যেসব বিষয় জানার প্রয়োজন আছে, সেগুলো হলো: ওয়েব ডেভেলপমেন্ট শেখার পাশাপাশি (HTML, CSS, JavaScript, MARN( MERN= MongoDB, ExpressJS, ReactJS, NodeJS) , Jquery, Bootstrap, PHP, CMS এর মধ্যে Wordpress প্রভৃতি) Git, Go Programming language, Solidity/Ethereum, Tuffle, Docker, HyperLedger, Vagrant প্রভৃতি।
newbie
Activity: 139
Merit: 0
February 14, 2021, 12:39:45 AM
বড় ভাইদের কাছ থেকে জানতে চাই। বাংলা বোর্ডে অন্য বোর্ডের মতো সাজানো গোছানো নেই কেনো? আমি এএলটিকয়েনটকে ও দেখেছি সেখানে সুন্দরভাবে সাজানো গোছানো। কিন্তু বিটকয়েনটকে এর সম্পূর্ণ বিপরীত। এখানে শুধুমাত্র সিরিয়ালি কমেন্ট করা যায়। কোন টপিক নেই এর কারণ কি?
আমার মনে হয়। অনেক বাংলাদেশি বাউন্টি হান্টার বিটকয়েনটকের বাংলা বোর্ড সম্পর্কে জানেন না এই কারণে। আর বাংলাদেশিরা এজন্য এখানে কম আসে। আমি বাউন্টিতে জয়েন হই প্রায় ১ বছর থেকে। আমিও জানতাম না বিটকয়েনটকে বাংলা বোর্ড আছে। দুই দিন আগে মনের কৌতূহলে ফোরামের সার্চ অপশনে সার্চ দিয়েছিলাম বাংলাদেশ লিখে। তাই বাংলা বোর্ডের খোঁজ পেলাম। না হয় আমিও জানতাম না, ফোরামে যে বাংলা বোর্ড আছে।
এইটা বাংলা বোর্ড না, একটা টপিক মাত্র। যদিও অনেকেই এডমিনের কাছে আলাদা একটি বাংলা বোর্ডের জন্য আবেদন করেছে, এডমিন এখনো সেটা মঞ্জুর করেনি কারন আমাদের এই টপিকে কিংবা বাংলাদেশ থেকে ক্রিপ্টোর প্রতি ইন্টারেস্টেড মানুষের সংখ্যা অনেক কম। যদি এক্টিভিটি থাকত বেশি তাহলে হয়ত এডমিন আমাদের আলাদা একটি বোর্ড দিত।
ভাই বাংলাদেশ থেকে অনেক একটিভ মেম্বার বাউন্টি করে। শুধুমাত্র বোর্ড নেই এজন্য এখানে একটিভিটি কম এটা এডমিনকে বুঝানো উচিৎ বলে মনে করি। যদি বোর্ড থাকতো এক্টিভিটি আরও বাড়ত। যেমন আমিও জানতাম না বাংলা নিয়ে টপিক আছে, তেমনি অনেকে জানেননা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 13, 2021, 12:10:52 PM
বড় ভাইদের কাছ থেকে জানতে চাই। বাংলা বোর্ডে অন্য বোর্ডের মতো সাজানো গোছানো নেই কেনো? আমি এএলটিকয়েনটকে ও দেখেছি সেখানে সুন্দরভাবে সাজানো গোছানো। কিন্তু বিটকয়েনটকে এর সম্পূর্ণ বিপরীত। এখানে শুধুমাত্র সিরিয়ালি কমেন্ট করা যায়। কোন টপিক নেই এর কারণ কি?
আমার মনে হয়। অনেক বাংলাদেশি বাউন্টি হান্টার বিটকয়েনটকের বাংলা বোর্ড সম্পর্কে জানেন না এই কারণে। আর বাংলাদেশিরা এজন্য এখানে কম আসে। আমি বাউন্টিতে জয়েন হই প্রায় ১ বছর থেকে। আমিও জানতাম না বিটকয়েনটকে বাংলা বোর্ড আছে। দুই দিন আগে মনের কৌতূহলে ফোরামের সার্চ অপশনে সার্চ দিয়েছিলাম বাংলাদেশ লিখে। তাই বাংলা বোর্ডের খোঁজ পেলাম। না হয় আমিও জানতাম না, ফোরামে যে বাংলা বোর্ড আছে।
এইটা বাংলা বোর্ড না, একটা টপিক মাত্র। যদিও অনেকেই এডমিনের কাছে আলাদা একটি বাংলা বোর্ডের জন্য আবেদন করেছে, এডমিন এখনো সেটা মঞ্জুর করেনি কারন আমাদের এই টপিকে কিংবা বাংলাদেশ থেকে ক্রিপ্টোর প্রতি ইন্টারেস্টেড মানুষের সংখ্যা অনেক কম। যদি এক্টিভিটি থাকত বেশি তাহলে হয়ত এডমিন আমাদের আলাদা একটি বোর্ড দিত।
newbie
Activity: 139
Merit: 0
February 13, 2021, 10:51:31 AM
বড় ভাইদের কাছ থেকে জানতে চাই। বাংলা বোর্ডে অন্য বোর্ডের মতো সাজানো গোছানো নেই কেনো? আমি এএলটিকয়েনটকে ও দেখেছি সেখানে সুন্দরভাবে সাজানো গোছানো। কিন্তু বিটকয়েনটকে এর সম্পূর্ণ বিপরীত। এখানে শুধুমাত্র সিরিয়ালি কমেন্ট করা যায়। কোন টপিক নেই এর কারণ কি?
আমার মনে হয়। অনেক বাংলাদেশি বাউন্টি হান্টার বিটকয়েনটকের বাংলা বোর্ড সম্পর্কে জানেন না এই কারণে। আর বাংলাদেশিরা এজন্য এখানে কম আসে। আমি বাউন্টিতে জয়েন হই প্রায় ১ বছর থেকে। আমিও জানতাম না বিটকয়েনটকে বাংলা বোর্ড আছে। দুই দিন আগে মনের কৌতূহলে ফোরামের সার্চ অপশনে সার্চ দিয়েছিলাম বাংলাদেশ লিখে। তাই বাংলা বোর্ডের খোঁজ পেলাম। না হয় আমিও জানতাম না, ফোরামে যে বাংলা বোর্ড আছে।
Jump to: