আমাদের মধ্যে যারা বাউন্টি করেন তারা অনেকেই কিছুদিন পূর্বে একটি টোকেন পেয়েছেন যার নাম base (Base Protocol)। টোকেন পাওয়ার পর অনেকে তখনই সেল করেছেন আবার কেউ টোকেন জমা রেখেছেন। যারা জমা রেখেছেন তারা এক দুই দিন পর দেখতে পেয়েছেন অটোমেটিকভাবে টোকেনের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু ওয়ালেট থেকে কোন টোকেন ট্রান্সফার হয়নি। তাহলে এই টোকেন কোথায় গেল? এই বিষয়ে আমার কোন ধারনা ছিল না। এরপর একটু ঘাটাঘাটি করে কিছুটা জানতে পেরেছি।
আমাদের মধ্যে অনেকেই জানেন না যে
ইলাস্টিক সাপ্লাই টোকেন বা রিবেস টোকেন কি। ইলাস্টিক সাপ্লাই টোকেন হল এমন একটি টোকেন যেটির একটি নির্দিষ্ট মূল্য ঠিক থাকার জন্য টোটাল সাপ্লাই অটোমেটিকভাবে কম বা বেশি হয়।
একটা উদাহরন দিলে বিষয়টা আরো পরিস্কার হবে। উদাহরন হিসাবে আমি base টোকেনই ব্যবহার করছি। মনে করুন আপনার ওয়ালেটে ১০০টি base টোকেন আপনি জমা রাখলেন যার প্রতিটার মূল্য ১ ডলার করে। অর্থাৎ ১০০টি base টোকেনের মূল্য ১০০ ডলার। দুইদিন পর দেখলেন base টোকেনের দাম কমে ০.৯০ ডলার হয়েছে। অর্থাৎ আপনার ১০০টি base টোকেনের মূল্য এখন ৯০ ডলার। যেহেতু এটি ইলাস্টিক সাপ্লাই টোকেন তাই এটির টার্গেট মূল্য ১ ডলার ঠিক রাখার জন্য টোটাল সাপ্লাই কমে যাবে এবং আপনি দেখবেন আপনার ওয়ালেটে এখন ৯০ টি base টোকেন আছে অর্থাৎ ১০টি কমে গেছে। ৯০টি base টোকেনের মূল্য ৯০ ডলার অর্থাৎ ১টি ১ ডলার করে।
আবার উল্টোভাবে মনে করুন আপনার ১০০টি base টোকেনের মূল্য বৃদ্ধি পেয়ে ১১০ ডলার হয়েছে। একইভাবে টোকেনের টার্গেট মূল্য ১ ডলার ঠিক রাখার জন্য টোটাল সাপ্লাই বেড়ে যাবে এবং আপনি দেখতে পাবেন আপনার ওয়ালেটে টোকেনের পরিমান বেড়ে গিয়ে ১১০টি হয়েছে। অর্থাৎ রিবেস টোকেনে ট্রেডিং করলে লস হলে ডাবল লস আর লাভ হলে ডাবল লাভ হবে।
কিছু রিবেস টোকেনের উদাহরন:
১. Base Protocol (base).
২. Ampleforth ( AMPL)
৩. YAM Finance (YAM).
যারা আরো বেশি জানতে চান তারা নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
https://academy.binance.com/en/articles/elastic-supply-tokens-explained.amp