Author

Topic: বাংলা (Bengali) - page 379. (Read 5310604 times)

jr. member
Activity: 33
Merit: 2
January 07, 2021, 08:11:44 AM
কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।
newbie
Activity: 504
Merit: 0
January 07, 2021, 01:44:53 AM
https://i.imgur.com/JAIcg5b.png

এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?
  এই ধরনের ঘটনা ইতিমধ্যে আমার সাথে ঘটে গিয়েছে কিছুদিন আগে  , আমার সাথে এমন ঘটনা কেনো ঘটলো আমি
বুঝে উঠতে পারিনা , সুতরাং ভবিষ‍্যতে এই ধরনে সমস্য গুলি এড়িয়ে চলার জন্য আমি আমার পোষ্ট গুলো সাবধানে করি ..
jr. member
Activity: 410
Merit: 1
January 05, 2021, 01:27:16 PM
newbie
Activity: 314
Merit: 0
January 05, 2021, 12:42:14 PM
আমি Suzan26@ নামের একজন উইজার।
আমি প্রথমেই ধন্যবাদ জানাই BitCoinDream নামের ইউজার কে। কারন তিনি অনেক কষ্ট করে আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন গুলো তুলে দরেছেন। যা আমাদের মনের ভিতর জানার আগ্রহ থাকলেও আমরা কোথায় জানবো বলতে পারি না।
ধন্যবাদ ভাই আপনাকে।
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
January 05, 2021, 10:28:58 AM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?

আমার ও একই ঘটনা ঘটেছে। প্রায় অর্ধেক ডিলিট হয়েছে ওই বাউন্টির রিপ্লাই এ।      

আপনার এই পোস্টটা স্পাম পোস্ট  হিসেবে ধরা হয়েছে এই কারণে মডারেটর সেটা ডিলিট করে দিয়েছে।  স্পাম পোস্ট ধরার কারণ হল আপনি প্রুফ পোস্ট এ রেফার লিংক দিয়েছেন। বিটকয়েনটক ফোরামে কোন রেফার লিংক দিলে তা অফ টপিক বা স্পাম পোস্ট হিসেবে ধরা হয়।  
ফোরামের রুলস গুলো ভালো করে পড়েন তাহলে আসা করি সব বুঝতে পারবেন।

ফোরামের রুলস লিংক ঃ https://bitcointalksearch.org/topic/m.7955645



4. No referral code (ref link) spam. [1]

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 05, 2021, 07:45:15 AM
কোন বাউন্টিতে করছেন এই পোস্ট? ওই বাউন্টি হয়ত শেষ হয়ে গিয়েছে কিংবা ওই বাউন্টিতে এইরকম পোস্ট করতে বলা হয়নি যার কারনে কেউ রিপোর্ট করেছে এবং আপনার পোস্ট ডিলিট হয়েছে। সবসময় বাউন্টির আপডেট দেখে নেবেন। তাহলে আর এই ঝামেলা হবে না।
jr. member
Activity: 410
Merit: 1
January 04, 2021, 02:30:01 PM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?

আমার ও একই ঘটনা ঘটেছে। প্রায় অর্ধেক ডিলিট হয়েছে ওই বাউন্টির রিপ্লাই এ।       
full member
Activity: 1582
Merit: 101
January 04, 2021, 10:39:54 AM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?

কারণ হচ্ছে আপনি অফ টপিকে পোষ্ট করেছেন তাই মডারেটর সেটা ডিলিট করে দিয়েছে।এই ধরনের ভুল কাজ সামনে করবেন না তাইলে আপনার আইডির সমস্যা হতে পারে। ফোরামে পোষ্টিং রুলসগুলো ভালো করে পড়ে পোস্ট যেভাবে করার সেভাবে করবেন তাহলে আপনার পোষ্ট আমাকরি আর ডিলিট হবেনা।

ধন্যবাদ।
copper member
Activity: 550
Merit: 10
January 04, 2021, 09:16:49 AM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?
sr. member
Activity: 1428
Merit: 250
January 04, 2021, 05:32:24 AM
যদি কেউ বিটকয়েন ক্রয় অথবা বিক্রয় করতে চান তবে আমাদের দেশীয় সাইট রয়েছে। এই সাইট থেকে Coinbase, LTC, XRP, XLM, Ethereum, Dogecoin, এইসকল ওয়ালেট এর মাধ্যমে ক্র‍্যাইপ্টোকারেন্সি বিক্রয় করে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
এখানে ভোটার আইডি কার্ড এর মাধ্যমে আপনার তথ্য প্রদান করতে হবে এবং আপনার তথ্য ভেরিফাই করার মাধ্যমে আপনার একাউন্ট টি চালু হবে।
বলে রাখা ভালো সর্বনিম্ন $10 এর ক্র‍্যাইপ্টোকারেন্সি আপনি বিক্রয় করতে পারবেন।


https://ipdbse.com/access/subscriber/login
কতটা বিস্বস্ত এই সাইট, আপনি কোনো লেনদেনের প্রমাণসহ লিখুন, এগুলো বেশিরভাগ বিস্বস্ততার সহিত লেনদেনে অসমর্থতার প্রমাণ দেয়।
newbie
Activity: 14
Merit: 0
January 04, 2021, 02:37:20 AM
যদি কেউ বিটকয়েন ক্রয় অথবা বিক্রয় করতে চান তবে আমাদের দেশীয় সাইট রয়েছে। এই সাইট থেকে Coinbase, LTC, XRP, XLM, Ethereum, Dogecoin, এইসকল ওয়ালেট এর মাধ্যমে ক্র‍্যাইপ্টোকারেন্সি বিক্রয় করে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
এখানে ভোটার আইডি কার্ড এর মাধ্যমে আপনার তথ্য প্রদান করতে হবে এবং আপনার তথ্য ভেরিফাই করার মাধ্যমে আপনার একাউন্ট টি চালু হবে।
বলে রাখা ভালো সর্বনিম্ন $10 এর ক্র‍্যাইপ্টোকারেন্সি আপনি বিক্রয় করতে পারবেন।


https://ipdbse.com/access/subscriber/login
newbie
Activity: 14
Merit: 0
January 04, 2021, 01:59:17 AM
নিউবি দের জন্য কোনো কাজ আছে? কেউ যদি বলতেন তাহলে উপকৃত হতাম ধন্যবাদ।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
January 03, 2021, 11:44:45 PM
বাউন্টি হান্টারদের জন্য কতিপয় বাউন্টি টোকেনের ডিস্ট্রিবিউশন, লিস্টিং এবং ট্রেডিং সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য।

কিছু বাউন্টি টোকেনের ডিস্ট্রিবিউশন সিডিউল:


Bounty
jr. member
Activity: 101
Merit: 2
January 03, 2021, 08:19:27 PM
newbie
Activity: 14
Merit: 0
January 03, 2021, 01:29:15 PM
লক্ষীপুর থেকে কেউ আছেন?
আমার গ্রামের বাড়ি লক্ষীপুর ভাই।
newbie
Activity: 14
Merit: 0
January 03, 2021, 01:22:37 PM
আপনাকে অনেক ধন্যবাদ Bitcointalk সম্পর্কে আমাদের মত নতুন দের জন্য এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য। অনেক ব্যাপারেই আপনার এই পোষ্ট থেকে জানতে পেরেছি যা সম্পর্কে আগে অবগত ছিলাম না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
January 03, 2021, 06:24:14 AM
ঠিক এই কারণেই বেশিরভাগ বলেছি। আসলে যথার্থ কোনো শব্দ খুঁজে পাইনি বলে 'বেশিরভাগ' কথা ব্যবহার করেছি। আর কয়েন মিক্সিং এর চেয়ে কয়েনজয়েন ব্যবহারই নিরাপদ। তবে কয়েনজয়েনে খুব সম্ভব মিনিমাম এমাউন্টের একটা লিমিট আছে।
যদিও কয়েনজয়েন ডিসেন্ট্রালাইজড মিক্সিং মেথড, এইটা সম্পুর্ন নিরাপদ নয়। কারন, এইটাও একটা নির্দিষ্ট মেথড বা নির্দিষ্ট মেকানিজম ফলো করে যা ট্রাকিং করা সম্ভবও হতে পারে। পক্ষান্তরে সেন্ট্রালাইজড মিক্সিং মেথডে যদি মিক্সিং সাইট কোন লগ স্টোর না করে তাহলে খুব বেশি রিস্ক থাকেনা। যাই হোক, থিমসের একটি পোস্ট দেখছিলাম যেটা আমি এখন খুজে পাচ্ছি না। থিমস বলেছিল,  বিটিসিকে প্রাইভেসি কয়েন মনেরোতে কনভার্ট করে তারপর পুনরায় বিটিসি করে কয়েনজয়েন ব্যবহার করলে ট্রাকিং হওয়ার রিস্ক থাকেনা বললেই চলে।

Monero is not a magic black box which provides perfect anonymity! If you use eg. flyp.me to buy XMR and then quickly sell this XMR on flyp.me again, it is blatantly obvious to flyp.me what you've done (if they keep logs), both due to the amounts and the specific Monero inputs used. In order to get decent privacy, you have to do something like this:
 1. Convert BTC to XMR (using your own Monero wallet, not a hosted wallet).
 2. In two or more transactions of random amounts, move XMR from that wallet to a different wallet/account.
 3. Optionally, you can repeat the above step with additional wallets/accounts for greater anonymity.
 4. Preferably in two or more transactions of random amounts, convert the XMR in your last wallet in the chain to BTC.
 
Ideally, all of the above should be performed over as long a period of time as you can tolerate.

 - Pros: Possibly the best anonymity, especially if you're able to stay within the XMR ecosystem to some extent
 - Cons: You should use Tor with Monero, but you have to set this up manually; it's all more difficult; you're exposed to exchange rate risk; transaction fees may be significant
newbie
Activity: 504
Merit: 0
January 03, 2021, 04:03:22 AM
jr. member
Activity: 770
Merit: 1
January 03, 2021, 12:57:36 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা |
নতুন বছরে প্রথম বাউন্টিতে ঢুকলাম...☺
jr. member
Activity: 410
Merit: 1
January 02, 2021, 12:44:12 PM
AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?
Amepay মোটামুটি ভালো প্রজেক্ট। তবে দেখা যাক সামনে কি হয়। ফেব্রুয়ারিতে টপ ৩ এক্সচেঞ্জের একটায় লিস্ট হওয়ার কথা আছে। এখনো এই প্রজেক্ট নিয়ে ক্লেয়ার কিছু বলা যাচ্ছে না। BKEX এ লিস্ট হলেও deposit বন্ধ আছে।                 
Jump to:
© 2020, Bitcointalksearch.org