Author

Topic: বাংলা (Bengali) - page 383. (Read 5720534 times)

newbie
Activity: 139
Merit: 0
February 13, 2021, 10:51:31 AM
বড় ভাইদের কাছ থেকে জানতে চাই। বাংলা বোর্ডে অন্য বোর্ডের মতো সাজানো গোছানো নেই কেনো? আমি এএলটিকয়েনটকে ও দেখেছি সেখানে সুন্দরভাবে সাজানো গোছানো। কিন্তু বিটকয়েনটকে এর সম্পূর্ণ বিপরীত। এখানে শুধুমাত্র সিরিয়ালি কমেন্ট করা যায়। কোন টপিক নেই এর কারণ কি?
আমার মনে হয়। অনেক বাংলাদেশি বাউন্টি হান্টার বিটকয়েনটকের বাংলা বোর্ড সম্পর্কে জানেন না এই কারণে। আর বাংলাদেশিরা এজন্য এখানে কম আসে। আমি বাউন্টিতে জয়েন হই প্রায় ১ বছর থেকে। আমিও জানতাম না বিটকয়েনটকে বাংলা বোর্ড আছে। দুই দিন আগে মনের কৌতূহলে ফোরামের সার্চ অপশনে সার্চ দিয়েছিলাম বাংলাদেশ লিখে। তাই বাংলা বোর্ডের খোঁজ পেলাম। না হয় আমিও জানতাম না, ফোরামে যে বাংলা বোর্ড আছে।
newbie
Activity: 18
Merit: 1
February 12, 2021, 11:25:17 PM
ami tangail,kew thakle amak shasajo koren, ami new ami valo niom kanun jani na?

https://bitcointalksearch.org/topic/forum-rankspositionsbadges-what-do-those-shiny-coins-under-my-name-mean-178608

Topic টা আপনার কাজে লাগতে পারে! মনযোগ দিয়ে পড়েন আর বোঝার চেষ্টা করেন! 
newbie
Activity: 18
Merit: 1
February 12, 2021, 10:06:12 PM
আজকে একজন গ্রুপে জিজ্ঞাসা করল কেউ ব্লকচেইন ডেভেলপার কিনা। ভালো লাগলো প্রশ্নটা শুনে। অন্যান্য দেশ এক্ষেত্রে অনেকটাই এগিয়ে। তারা বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করছে। আমাদের এইখানে কেউ আছেন কি? থাকলে সাড়া দিয়েন। যদিও আমাদের অনেক লিমিটেশন রয়েছে।

বাংলাদেশ থেকে এটা অনেক difficult আমি মনে করি কারন আমরা অনেক পিছিয়ে আছি।  যদিও আমাদের অনেক Teaching people আছে কিন্তু  তারা একটা লিমিটেডের মধ্য রয়েছে।  আশা করি এসব থেকে আমরা বের হতে পারবো।  
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 12, 2021, 12:59:37 PM
আজকে একজন গ্রুপে জিজ্ঞাসা করল কেউ ব্লকচেইন ডেভেলপার কিনা। ভালো লাগলো প্রশ্নটা শুনে। অন্যান্য দেশ এক্ষেত্রে অনেকটাই এগিয়ে। তারা বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করছে। আমাদের এইখানে কেউ আছেন কি? থাকলে সাড়া দিয়েন। যদিও আমাদের অনেক লিমিটেশন রয়েছে।
jr. member
Activity: 40
Merit: 2
February 11, 2021, 04:13:35 PM
ফাঁস হয়ে গেছে নেট দুনিয়ার কোটি কোটি গ্রাহকের তথ্য। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ হয়েছে। যার ফলে জিমেইল এবং হটমেইল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চলে গেছে হ্যাকারদের হাতে।

যেহেতু মেইলের সঙ্গে নেটফ্লিক্স ও বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে, তাই আশঙ্কা করা হচ্ছে, মেইলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতানো হতে পারে। শুধু তাই নয়, ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে জিমেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে। ফলে ওই ৩২৭ কোটি ব্যবহারকারীর বহু গোপন নথি চুরি যাওয়ার সম্ভাবনা প্রবল।

এর আগে ২০১৭ সালেও এই একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিল। সেবার হাতিয়ে নেওয়া হয়েছিল প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।

বিশেষজ্ঞদের বলছেন, হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে শীঘ্রই বদলে ফেলা উচিত পাসওয়ার্ড। বড়-ছোট অক্ষর, সিম্বল, নম্বরসহ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

source: somoynews
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 11, 2021, 03:00:01 PM

অনেকে দেখি ইংলিশ পোস্ট অনুবাদ করে বাংলা বোর্ড এ পোস্ট করে। এসব বিষয়েও সতর্ক থাকা উচিত আর নতুন রা না বুঝেই এসব করছে।
ইংলিশ পোস্ট বাংলায় অনুবাদ করে পোস্ট করলে কোন সমস্যা নেই কিন্তু যখন গুগল ট্রান্সলেটর ব্যবহার করা হয় তখন সেটা আর অনুবাদ থাকে না। তাই নিজে যদি ম্যানুয়ালি অনুবাদ করে কোন সমস্যা নাই। আবার অন্য কারো পোস্ট অনুবাদ করার আগে তার অনুমতিও নেয়া উচিত।
hero member
Activity: 1498
Merit: 537
February 11, 2021, 01:45:33 PM
আমি জয়েন হলাম মাত্রই। ২ মিনিট এর একটা রিচার্স করে যা বুঝলাম সেটি আমার আগের পোস্টের সাথে অনেকাংশে মিলে গেছে, যা আমি ধারনা করেছিলাম।
আমাদের গ্রুপের মুল উদ্দেশ্য বাউন্টি শেয়ার করা যদিও বুল মার্কেট আসার পর থেকে সবাই মোটামুটি ক্রিপ্টোকারেন্সি দাম নিয়েই আলোচনা করা। যাই হোক, আপনি যেটা বলেছেন এইটা সত্যি এবং আমি বরাবরই এই ব্যাপারে আপনার সাথে একমত। আমাদের ফোরামে আলোচনা করলে অনেকেই জানতে পারবে এবং শিখতে পারবে। আমি গ্রুপে এইটা নিয়া লিখব আজকে।

ইদানিং ভালো প্রজেক্ট ও তেমন দেখা যাচ্ছে না।  যারা বাউন্টি হান্টার ছিলো তারাও এখন মার্কেট বুল দেখে ট্রেড করা শুরু করেছে। সব টোকেন এর দাম বাড়ছে তাই লসের চাইতে সবার লাভ এ বেশি।  গ্রুপ এর চাইতে একটা চ্যানেল খোলেন বাউন্টি শেয়ার করার জন্যে। গ্রুপ এ প্রজেক্ট শেয়ার করলেও লিংক গুলো অনেক সময়ে নিচে চলে যায় ফলে অনেকেই নতুন প্রজেক্ট গুলো দেরিতে পায়।

সতর্কীকরণঃ যারা কপি পেস্ট পোস্ট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা-
ফোরামে কপি পেস্ট করা একবারে নিয়মের বাইরে। কপি পেস্ট করলে আপনাকে ব্যান করা হবে। আপনি হয়ত ভাবতে পারেন ফোরাম কিভাবে বুঝবে। এইখানে অনেক লোক আছে যারা পোস্ট এর ধরন দেখলেই বুঝতে পারে কপি করা কি না। আর কপি করা হলেই তারা রিপোর্ট করবে।
আমি অবশ্যই বলব কপি পেস্ট করবেন না। তবু যদি এইরকম হয় যা আপনাদের কপি কিছু কোন কারনে এড করাই লাগবে তাহলে অবশ্যই রেফারেন্স টা দেবেন মানে কপি অএস্ট অংশ যেখান থেকে নিয়েছেন তার একটা লিংক দিয়ে দেবেন।

অনেকে দেখি ইংলিশ পোস্ট অনুবাদ করে বাংলা বোর্ড এ পোস্ট করে। এসব বিষয়েও সতর্ক থাকা উচিত আর নতুন রা না বুঝেই এসব করছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 11, 2021, 01:10:08 PM
আমি জয়েন হলাম মাত্রই। ২ মিনিট এর একটা রিচার্স করে যা বুঝলাম সেটি আমার আগের পোস্টের সাথে অনেকাংশে মিলে গেছে, যা আমি ধারনা করেছিলাম।
আমাদের গ্রুপের মুল উদ্দেশ্য বাউন্টি শেয়ার করা যদিও বুল মার্কেট আসার পর থেকে সবাই মোটামুটি ক্রিপ্টোকারেন্সি দাম নিয়েই আলোচনা করা। যাই হোক, আপনি যেটা বলেছেন এইটা সত্যি এবং আমি বরাবরই এই ব্যাপারে আপনার সাথে একমত। আমাদের ফোরামে আলোচনা করলে অনেকেই জানতে পারবে এবং শিখতে পারবে। আমি গ্রুপে এইটা নিয়া লিখব আজকে।
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
February 11, 2021, 12:22:50 PM
এই টপিকের সব members দের নিয়ে একটা telegram group করা দরকার যেখানে খুব সহজে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে।  

আমাদের একটা গ্রুপ আছে যেখানে রেগুলার নতুন বাউন্টিগুলো শেয়ার দেয়ার চেষ্টা করি সবাই যাতে সবাই সহজেই জয়েন করতে পারে। চাইলে জয়েন হতে পারেন। তবে স্বপন ভাই যেটা বলছে সেটাও সত্যি। এইরকম গ্রুপ হলে অন ফোরাম আলোচনা কমে যাবে।
আমাদের গ্রুপ- @BountyHunk
আমি জয়েন হলাম মাত্রই। ২ মিনিট এর একটা রিচার্স করে যা বুঝলাম সেটি আমার আগের পোস্টের সাথে অনেকাংশে মিলে গেছে, যা আমি ধারনা করেছিলাম।

তবে পারস্পরিক সম্পর্ক স্থাপন এর জন্য একটি গ্রুপ অপরিহার্য। তবে আলোচনা এখানে করা উচিত, যাতে করে বৃহৎ পরিসরে জানার পরিধি বৃদ্ধি পায়।
যেহেতু একটি গ্রুপ রয়েছে, তাই এটায় জয়েন হয়ে নিলেই হয়। আর এখানে বেশ কিছু মেম্বার ও আছে দেখলাম। Smiley
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 11, 2021, 11:34:47 AM
এই টপিকের সব members দের নিয়ে একটা telegram group করা দরকার যেখানে খুব সহজে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। 

আমাদের একটা গ্রুপ আছে যেখানে রেগুলার নতুন বাউন্টিগুলো শেয়ার দেয়ার চেষ্টা করি সবাই যাতে সবাই সহজেই জয়েন করতে পারে। চাইলে জয়েন হতে পারেন। তবে স্বপন ভাই যেটা বলছে সেটাও সত্যি। এইরকম গ্রুপ হলে অন ফোরাম আলোচনা কমে যাবে।
আমাদের গ্রুপ- @BountyHunk
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
February 11, 2021, 04:21:53 AM
এই টপিকের সব members দের নিয়ে একটা telegram group করা দরকার যেখানে খুব সহজে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। 

আমি জানি না কোন গ্রুপ আছে কিনা, আর থাকলে সেটি কিভাবে নিয়ন্ত্রণ করে সেটি জানার ইচ্ছা আছে।

যদি না থাকে, তাহলে না খোলাটাই শ্রেয় হবে আমার মতে। তার একটি বিশেষ কারণ হচ্ছে, তখন এখানে আলোচনা কম হবে (ইদানিং হচ্ছে, বেশ কিছুদিন ধরে ফলো করছি তবে একটিভ না আমিও)। লোকজন টেলিগ্রামের মাধ্যমে তাদের সমস্যা সলভ করে নিবে, ফলে গঠনমূলক আলোচনা হবে না খুব একটা। এটি খুবই স্বাভাবিক ব্যাপার।

যদি থাকে, তাহলে উপরের কথাগুলো সত্যি/মিলে গেছে কিনা সেটি জানতে চাই।

আমি আসলে আপনাকে বিরোধীতা করছি না, অদূর ভবিষ্যতে এটি ফলপ্রসূ হবে না যেটি আমি মনে করি।
newbie
Activity: 139
Merit: 0
February 10, 2021, 11:51:25 PM
এই টপিকের সব members দের নিয়ে একটা telegram group করা দরকার যেখানে খুব সহজে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। 

আমিও তাই মনে করি। কৃপ্টো নিয়ে আমরা যারা কাজ করি তাদের সবার সাথে যোগাযোগ রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে টেলিগ্রাম। আর টেলিগ্রামে যদি একটি গ্রুপ থাকে তাহলে সবার সম্পর্ক আরও গভির হবে। এবং সবকিছুতে সহজেই বড়ভাইদের সাহায্য পাওয়া যাবে। আমি জানিনা এখন পর্যন্ত কোন গ্রুপ খোলা হয়েছে কিনা। যদি থাকে আমাকে গ্রুপের লিংক দিবেন।   
newbie
Activity: 18
Merit: 1
February 10, 2021, 11:17:30 PM
এই টপিকের সব members দের নিয়ে একটা telegram group করা দরকার যেখানে খুব সহজে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। 
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 09, 2021, 10:50:36 AM
আমরা অনেকেই ট্রেড করতে চাই। কিন্তু ট্রেড করার জন্য আমাদের  ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান লাভ  করতে হবে। তবে ট্রেডিং যতটা লাভজনক ঠিক ততটা ঝুকিপূর্ণ।  তাই ট্রেড করার জন্য টেকনিক্যাল এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ।  আমরা টেকনিক্যাল এনালাইসিস কিভাবে করবো?আর টেকনিক্যাল এনালাইসিস ট্রেড এর জন্য কতটা ভূমিকা রাখে?
যারা রেগুলার ট্রেড করে টেকনিক্যাল এনালাইসিস অনেক বড় একটা ফ্যাক্টর। এইটার মাধ্যমে কয়েনের মুভমেন্ট মোটামুটি বোঝা যায়। যাই হোক, এইটা রেগুলার ট্রেড এর জন্য অনেক কার্যকরী। কিন্তু বুল মার্কেটে কাজ করেনা বললেই চলে।
আপনি শিখতে চাইলে UDEMY তে কিছু ফ্রি কোর্স আছে। সেগুলো দেখতে পারেন। তাছাড়া ইউটিউবে অনেক কোর্স আছে। সেগুলো থেকেও শিখতে পারেন।
jr. member
Activity: 99
Merit: 4
February 08, 2021, 01:27:12 PM
আমরা অনেকেই ট্রেড করতে চাই। কিন্তু ট্রেড করার জন্য আমাদের  ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান লাভ  করতে হবে। তবে ট্রেডিং যতটা লাভজনক ঠিক ততটা ঝুকিপূর্ণ।  তাই ট্রেড করার জন্য টেকনিক্যাল এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ।  আমরা টেকনিক্যাল এনালাইসিস কিভাবে করবো?আর টেকনিক্যাল এনালাইসিস ট্রেড এর জন্য কতটা ভূমিকা রাখে?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 06, 2021, 11:57:01 AM
সতর্কীকরণঃ যারা কপি পেস্ট পোস্ট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা-
ফোরামে কপি পেস্ট করা একবারে নিয়মের বাইরে। কপি পেস্ট করলে আপনাকে ব্যান করা হবে। আপনি হয়ত ভাবতে পারেন ফোরাম কিভাবে বুঝবে। এইখানে অনেক লোক আছে যারা পোস্ট এর ধরন দেখলেই বুঝতে পারে কপি করা কি না। আর কপি করা হলেই তারা রিপোর্ট করবে।
আমি অবশ্যই বলব কপি পেস্ট করবেন না। তবু যদি এইরকম হয় যা আপনাদের কপি কিছু কোন কারনে এড করাই লাগবে তাহলে অবশ্যই রেফারেন্স টা দেবেন মানে কপি অএস্ট অংশ যেখান থেকে নিয়েছেন তার একটা লিংক দিয়ে দেবেন।
jr. member
Activity: 410
Merit: 1
February 06, 2021, 03:00:03 AM
বিটকয়েন অনেক মূল্যবান তাই এ সম্পর্কে বলা যাচ্ছে জে বিটকয়েন অনেক দাম বেশি হবে আগামীতে,,,কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করার কারনে,,আমরা স্বাধীন ভাবে কাজ করতে পারি না, আমাদের সবসময় ঝুঁকির সম্মুখীন হতে হয়,,তাই আসা করি অতি তারাতারি নিষিদ্ধ করণটা যেনো উঠিয়ে নেওয়া হয়৷।           
ইনশাআল্লাহ আমাদের দেশেও বৈধতা পাবে। আর সম্প্রতি  বিটকয়েন নিয়ে অনেক নিউজ হচ্ছে। আশা করি সরকার এটি নিয়ে কিছু করবেন।     
newbie
Activity: 24
Merit: 10
February 04, 2021, 04:59:23 AM

মন্দ কন নাই ভাই। পশ্চিমি দুনিয়ায় এইটা কিন্তু বেশ কিছু দেশে হইসে।
এইটা করা যায় কিন্তু আসলে অনেক রিস্কি যেহেতু সরকারী লোকগুলো আসল মানি লন্ডারিং যারা করে তাদের কিছুই করতে পারছে না, আমাদেরকে বলির পাঠা বানাবে। কিছু না করেও উলটো ফাসতে হবে আর কি।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। আমি আপনার কথার সাথে একমত পোষণ করছি। যারা আসলে মানিলন্ডারিং করে সরকার তাদের ধারেকাছেও যেতে পারে না। আর বলির পাঠা বানায় ভালো মানুষদের।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 04, 2021, 03:39:56 AM

মন্দ কন নাই ভাই। পশ্চিমি দুনিয়ায় এইটা কিন্তু বেশ কিছু দেশে হইসে।
এইটা করা যায় কিন্তু আসলে অনেক রিস্কি যেহেতু সরকারী লোকগুলো আসল মানি লন্ডারিং যারা করে তাদের কিছুই করতে পারছে না, আমাদেরকে বলির পাঠা বানাবে। কিছু না করেও উলটো ফাসতে হবে আর কি।
jr. member
Activity: 616
Merit: 1
February 03, 2021, 02:50:31 PM
উঠিয়ে নেয়ার জন্য সরকারকে দেখিয়ে কিছু করুন  :ড যেমন হতে পারে- বিটকয়েন কিনুন একটা সাইনবোর্ড কোথাও লাগিয়ে দিন কিংবা বিটকয়েন- ভবিষ্যতের মুদ্রা এই টাইপ কিছু লিখে সাইনবোর্ড লাগান। তাহলে সরকারের নজরে আসবে আস্তে আস্তে।

কিডিং করছি। আমাদের দেশের বড় আসনে বসে থাকা লোকগুলোর মধ্যে যোগ্যতার বড় অভাব। যার জন্য আমাদের পিছিয়ে থাকা লাগতেছে।




আমাদের দেশে হবে । কিন্তু সময় লাগবে । আর যখন বাংলাদেশের সরকার বোঝবে যে আসলে বিটকয়েন ভবিষ্যতের মুদ্রা । কিন্তু তখন আমাদের দেশ অন্যান্য দেশের থেকে ৫ বছর পিছিয়ে যাবে। আমাদের দেশ সহ মোট ৫টি দেশ বিটকয়েন কে সাপোর্ট করে না।

বাংলাদেশ।

ইরান।

নেপাল

ডেনমার্ক

ইকুয়েডর
Jump to: