Author

Topic: বাংলা (Bengali) - page 377. (Read 5310604 times)

jr. member
Activity: 136
Merit: 3
January 26, 2021, 04:15:17 AM
trc20 Wallet address ক্রিয়েট করার মেইন লিংক টা যদি কেউ দিতেন। IEO সমন্ধে একটু বললে ভালো হতো

ভাই এটা tron address (TRX) যেটা আমরা বলি ETH যেমন ERC20 ঠিক এমনি কিন্তু trc address তে আপনাকে কনো ফী দিতে হবে না
newbie
Activity: 191
Merit: 0
January 25, 2021, 01:06:41 PM
trc20 Wallet address ক্রিয়েট করার মেইন লিংক টা যদি কেউ দিতেন। IEO সমন্ধে একটু বললে ভালো হতো
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 25, 2021, 09:30:25 AM

 আমার ধারণাটি যদি সঠিক প্রমাণিত হয়, তবে কি দেশের সরকার কি তা গ্রহণ করবে?
 ১. কোন দেশের সরকার কি কখনও তাদের ব্যাংকিং খাতটি বিলুপ্ত হয়ে যাক এটা চাইবে?
 ২. সরকার কীভাবে জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করবে?
 ৩. সরকার যদি জনগণের বৈধ অর্থের হিসাব রাখতে না পারে, তাহলে কি দুর্নীতি বাড়বে না?
১. সরকার কি চায় সেটা মুল ফ্যাক্ট না। মানুষ কি চায় সেটাই ফ্যাক্ট। বাংলাদেশে বিটকয়েন অবৈধ হওয়া সত্ত্বেও মানুষ ব্যবহার করছে যেটা প্রমাণ করে যে মানুষ বিটকয়েন ব্যবহার করতে ইচ্ছুক। টেকনোলজি সরকার না চাইলে আজ কিংবা কাল, এডপ্ট করতেই হবে।
২ + ৩. বিটকয়েন এনোনিমাস না। এইটা ট্রান্সপারেন্ট। পর্যাপ্ত রেগুলেশন থাকলে সবকিছুই সরকারের নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব। চেইনএনালাইসিস এর যেমন বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টো ট্রাকিং করার মত টুলস আছে, সেরকম সরকারের ও পদক্ষেপ নিতে হবে।
jr. member
Activity: 686
Merit: 1
January 25, 2021, 08:18:33 AM
প্রাচীন কালের দিকে ফিরে চিন্তা করুন। যখন লোকেরা জানত না অর্থ কী।  তারা পণ্যের মাধ্যমে লেনদেন করতো।  অর্থাত্‍, একজনের মাছ অন্যের সবজির সাথে প্রতিস্থাপন করত।  এবং এটি ছিল তাদের লেনদেনের প্রক্রিয়া।  দিনের পরিক্রমায় মানুষ বদলে গেছে।  একসময় তারা গাছের পাতা লেনদেনের মাধ্যম হিসাবে ব্যবহার করত।  পরে ধীরে ধীরে সোনার মুদ্রা এবং রৌপ্য মুদ্রার প্রচলন হয়।  এবং আজ লেনদেনকে আরও সহজ করার জন্য কাগজের অর্থ তৈরি করা হয়েছে।  তবে 300 বছর আগেও কোনও ব্যাংক ছিল না, এবং আজ আমরা ব্যাংক ছাড়া চলতে পারি না।  একইভাবে, এখন থেকে 20 থেকে 30 বছর পরে, সম্ভবত ব্যাংকিং ব্যবস্থাটি উঠে যাবে।  কারণ লোকেরা চায় না যে অন্য কেউ তাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারুক।  এবং এই ব্যাংকের বিকল্প হিসাবে লোকেরা ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে।  বিটকয়েনই তার বিকল্প হতে পারে।  বিটকয়েন একটি বিকেন্দ্রীভূত প্রক্রিয়া।  এর অর্থ, এই প্রক্রিয়াটিতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।  এমন এক সময় আসবে যখন লোকেরা আর ব্যাঙ্কগুলির সহায়তা নেবে না।  তারা ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সমস্ত ক্রিয়াকলাপ পরিচালনা করবে।

 আমার ধারণাটি যদি সঠিক প্রমাণিত হয়, তবে কি দেশের সরকার কি তা গ্রহণ করবে?
 ১. কোন দেশের সরকার কি কখনও তাদের ব্যাংকিং খাতটি বিলুপ্ত হয়ে যাক এটা চাইবে?
 ২. সরকার কীভাবে জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করবে?
 ৩. সরকার যদি জনগণের বৈধ অর্থের হিসাব রাখতে না পারে, তাহলে কি দুর্নীতি বাড়বে না?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 22, 2021, 12:27:22 PM
বিটকয়েন খুব শীঘ্রই একটি বড় পাম্প দিবে মনে হচ্ছে, যদিও কোনো টেকনিক্যাল এনালাইসিস না করেই বলেছি। তবে এখানে কিছুদিন আগে তথ্য বহুল কিছু টেকনিক্যাল এনালাইসিস হতো যা ইদানিং তেমন একটা দেখা যায়না। আবার লাস্ট এক সপ্তাহের এক্টিভিটিও কিছুটা কম মনে হচ্ছে।

যারা টেকনিক্যাল এনালাইসিস জানেন, যদি এখানে পর্ব আকারে আলোচনা করা সম্ভব হয়, তাহলে আমরা ভাই ব্রাদাররা উপকৃত হবো।
গত বেশ কিছুদিন তেমন খুব এক্টিভিটি দেখা যাচ্ছে না।
আপনি কিসের ভিত্তিতে বলছেন বিটিসির দাম বাড়বে? কোন স্পেসিফিক কারন? প্রাতিষ্ঠানিক নতুন বিনিয়োগের দিকে বিবেচনা করে বলছেন? যাই হোক, আমার মনে হয় না খুব বেশি মানুষ দাম বাড়লে খুশি হবে। বিটকয়েন দাম বাড়া মানেই হল অল্টার দাম কমা যেটা আপাতত খুব বেশি খুশির খবর নয়, অন্ততপক্ষে আমার জন্য।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
January 22, 2021, 12:15:22 PM
বিটকয়েন খুব শীঘ্রই একটি বড় পাম্প দিবে মনে হচ্ছে, যদিও কোনো টেকনিক্যাল এনালাইসিস না করেই বলেছি। তবে এখানে কিছুদিন আগে তথ্য বহুল কিছু টেকনিক্যাল এনালাইসিস হতো যা ইদানিং তেমন একটা দেখা যায়না। আবার লাস্ট এক সপ্তাহের এক্টিভিটিও কিছুটা কম মনে হচ্ছে।

যারা টেকনিক্যাল এনালাইসিস জানেন, যদি এখানে পর্ব আকারে আলোচনা করা সম্ভব হয়, তাহলে আমরা ভাই ব্রাদাররা উপকৃত হবো।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 21, 2021, 10:20:41 AM
Bitcoin সম্পর্কে জানতে Bitcoin Discussion আর ভাল sub নেই। ঐটা signature spammer দের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বরং Development & Technical Discussion, Bitcoin Technical Support আর Beginners & Help এ শিক্ষণীয় বিষয়ে এখনো আলোচনা হয়।
এইটা ঠিক যে ওই বোর্ডে এখন খুব ভালো আলোচনা হয় না। অনেক স্পামার ওইখানে সিগ ক্যাম্পেইন এর জন্যে স্পাম করে। তবে এইটাও সত্য যে ওইখানে অনেক ইন্টারেস্টিং তথ্যবহুল পোস্ট দেখা যায়। টেকনিক্যাল বোর্ডে শুধু বিটকয়েনের টেকনিক্যাল দিকগুলো নিয়েই আলোচনা হয় যা যারা বিটকয়েনকে ভালো মত জানতে চান তাদের জন্য খুবই উপকারী।
বিটকয়েন দাম নিয়ে আলোচনা করার জন্য কিংবা ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো অনুসরণ করার জন্য বিটকয়েন স্পেকুলেশন সাববোর্ড অনেক তথ্যবহুল বলা যায়।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
January 20, 2021, 02:36:19 PM
আপনাকে অনেক ধন্যবাদ Bitcointalk সম্পর্কে আমাদের মত নতুন দের জন্য এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য। অনেক ব্যাপারেই আপনার এই পোষ্ট থেকে জানতে পেরেছি যা সম্পর্কে আগে অবগত ছিলাম না।
নতুন কিছু শেখার জন্য আপনাকে লোকাল টপিকের পাসাপাসি অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকে নজর রাখতে হবে।  ফোরাম সম্পর্কে জানতে চাইলে মেটায় যে টপিকগুলো আছে সেগুলো দেখুন। বিটকয়েন সম্পর্কে জানতে চাইলে বিটকয়েন ডিস্কাসনের পোস্টে নজর রাখতে হবে৷ বিভিন্ন ক্যাটাগরিতে নজর রাখলে অনেক কিছু জানতে পারবেন।   
Bitcoin সম্পর্কে জানতে Bitcoin Discussion আর ভাল sub নেই। ঐটা signature spammer দের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বরং Development & Technical Discussion, Bitcoin Technical Support আর Beginners & Help এ শিক্ষণীয় বিষয়ে এখনো আলোচনা হয়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 20, 2021, 11:35:46 AM
যারা Review Master ভাইয়ের পোস্টটি কোট করেছেন তাদের বলছি, এইরকম বড় একটি পোস্ট কোট করা খুবই বাজে দেখায়। আপনারা চাইলেই কোটের প্রয়োজনীয় কিংবা সম্পুর্ণ অংশ ফেলে দিতে পারতেন। তাহলে সুন্দর দেখাত এবং যারা আপনাদের পোস্ট পড়ছে তাদেরও সুবিধা হত।
jr. member
Activity: 826
Merit: 1
January 19, 2021, 11:56:22 PM
আপনাকে অনেক ধন্যবাদ Bitcointalk সম্পর্কে আমাদের মত নতুন দের জন্য এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য। অনেক ব্যাপারেই আপনার এই পোষ্ট থেকে জানতে পেরেছি যা সম্পর্কে আগে অবগত ছিলাম না।
নতুন কিছু শেখার জন্য আপনাকে লোকাল টপিকের পাসাপাসি অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকে নজর রাখতে হবে।  ফোরাম সম্পর্কে জানতে চাইলে মেটায় যে টপিকগুলো আছে সেগুলো দেখুন। বিটকয়েন সম্পর্কে জানতে চাইলে বিটকয়েন ডিস্কাসনের পোস্টে নজর রাখতে হবে৷ বিভিন্ন ক্যাটাগরিতে নজর রাখলে অনেক কিছু জানতে পারবেন।   
newbie
Activity: 9
Merit: 2
January 19, 2021, 12:18:40 PM
jr. member
Activity: 840
Merit: 1
January 19, 2021, 10:47:32 AM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 19, 2021, 02:22:39 AM
সোয়াপ সম্পর্কিত কিছু আপডেট


পূর্বের পোষ্টের সকল নিয়ম মেনে কয়েকজন বাউন্টটি হান্টার এই সোয়াপে অংশগ্রহণ করেছেন এবং আমি ইতিমধ্যে সোয়াপের জন্য টিম কর্তৃক প্রদানকৃত নির্দিষ্ট এড্রেসে টোকেন পাঠিয়ে দিয়েছি। নিচে সকল বিবরণি দিলাম।
বিটকয়েনটক ইউজারনেম
jr. member
Activity: 896
Merit: 1
Need bounty Manager Contact https/t.me/startrack62
January 18, 2021, 01:59:56 PM
newbie
Activity: 616
Merit: 0
January 18, 2021, 01:56:21 PM
newbie
Activity: 602
Merit: 0
January 18, 2021, 01:51:30 PM
newbie
Activity: 9
Merit: 2
January 18, 2021, 09:01:43 AM
member
Activity: 195
Merit: 51
January 18, 2021, 08:35:51 AM
jr. member
Activity: 658
Merit: 1
January 18, 2021, 07:56:33 AM
আমি বিটকয়েন ফর্মে নতুন আমি কেমন করে Merit পাবো কোন সিনিয়র ভাই যদি বলতেন তাহলে অবশ্যই আমরা অনেক উপকৃত হত। আমি দেখেছি অনেক বাউন্টি তে কাজ করতে গেলে দেখা যায় Merit না থাকলে সেখানে নিউবয় নেওয়া হয় না । তাই আমি সিনিয়র ভাইদের কাছে থেকে কিছুটা জ্ঞান বা ধারণা পেতাম যদি এ বিষয়ে জানাতেন।
প্রথমে আপনাকে ফোরামের নিয়মগুলো পড়তে হবে এবং ফোরামের নিয়ম মেনে একটি টপিকের উপরের আলোচনা করতে হবে। আপনার পোস্ট যদি কারো উপকারী মনে হয়, তাহলে সে আপনাকে মেরিট দিবে।
jr. member
Activity: 840
Merit: 1
January 18, 2021, 06:48:21 AM
Jump to:
© 2020, Bitcointalksearch.org