অবশ্যই আমাদের এক্টিভিটি বাড়ছে যেটা আমাদের জন্য ভালো এবং সেটা যদি একবার এডমিন থিমসের নজরে আনা যায় তাহলে আমাদের জন্য লোকাল বোর্ড পাওয়া যাবে। তবে আমাদের এই এক্টিভিটি ধরে রাখতে হবে। কমে গেলে আলাদা বোর্ড পাওয়া কষ্টকর হয়ে যাবে।
It was the Bitcointalk forum that inspired us to create Bitcointalksearch.org - Bitcointalk is an excellent site that should be the default page for anybody dealing in cryptocurrency, since it is a virtual gold-mine of data. However, our experience and user feedback led us create our site; Bitcointalk's search is slow, and difficult to get the results you need, because you need to log in first to find anything useful - furthermore, there are rate limiters for their search functionality.
The aim of our project is to create a faster website that yields more results and faster without having to create an account and eliminate the need to log in - your personal data, therefore, will never be in jeopardy since we are not asking for any of your data and you don't need to provide them to use our site with all of its capabilities.
We created this website with the sole purpose of users being able to search quickly and efficiently in the field of cryptocurrency so they will have access to the latest and most accurate information and thereby assisting the crypto-community at large.
Name
সকলের কাছে আমার একটি প্রশ্ন। আমি এখানে নতুন। তবে বাংলা ভাষায় সব ধরনের টপিক সেকশন নেই কেনো একটি স্বয়ংসম্পূর্ন বোর্ড তখনই তৈরি হবে যখন বিভিন্ন টপিক নিয়ে বিস্তর আলোচনা হবে এবং প্রচুর একটিভি তৈরি হবে তখন। আমাদের অনেক বড় রেঙ্ক করা আইডি আছে কিন্তু লোকাল বোর্ড এ একটিভ না। এমন অনেক বড় বড় আইডি আছে তারা অন্যান্য সেকশন এ অনেক ভালো অবদান কিন্তু লোকাল বোর্ড এ আসেও না।খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য। ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে। অবশ্যই ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ । আপনি বিটকয়েন বা ভাল যে কয়েন গুলা আছে সেগুলার প্রাইস চার্ট দেখলেই বুঝতে পারবেন যে ৫ বছর আগে ওইগুলার দাম কি ছিল আর এখন কি অবস্থা । ভাবেন তো ৫ বছর আগে যে বিট কয়েন কিনে রেখে ছিল তারা সবাই আজকে মিলিওনার । আসতে আসতে এর ব্যাবহার বারতেই আছে । তো আপনি যদি এখন ভাল ভাল কয়েন গুলা কিনে রাখতে পারেন অবশ্যই আপনার সাধ্যমত তবে ভবিষ্যৎ এ আপনি ভাল ফল পাবেন । আপনি ভালো কথা তুলে ধরেছেন। ক্রিপটো মুদ্রা দিয়ে বিনিয়োগ খুবই লাভজনক। তবে বিনিয়োগ করার জন্য আমাদের প্রথমে ক্রিপটো বিশ্বের অভিজ্ঞতা লাভ করা প্রয়োজন। আমরা যদি ক্রিপটো মুদ্রার বাজারেরে দিকে লক্ষ্য করি তাহলে আমরা অনেক মুদ্রা দেখতে পাবো। তবে সেখান থেকে আমাকে ভালো মুদ্রা বেছে নিতে হবে। আর বিনিয়োগ হলো সফল ভ্রমন। বিনিয়োগ কোনো এককালীন ইভেন্ট নয়,তাই বিনিয়োগ দীর্ঘদিনের জন্য করতে হবে। আর বিনিয়োগ করার জন্য আপনাকে সঠিক কয়েন এবং নিরাপদ একচেন্জ সাইট খুজে নিতে হবে। আর মাল্টিপল মুদ্রা দিয়ে বিনিয়োগ করলে ঝুকি কম থাকে
সকলের কাছে আমার একটি প্রশ্ন। আমি এখানে নতুন। তবে বাংলা ভাষায় সব ধরনের টপিক সেকশন নেই কেনো
মাইক্রোস্ট্রাটেজি সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার পুনরায় বিটকয়েন এ বিনিয়োগ করেছেন। তারা এইবার সর্বমোট ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন যার গড় মুল্য ছিল ১৯৪০০+ ডলার। এ নিয়ে তাদের সর্বমোট বিটকয়েন হল ৪০৮২৪ বিটকয়েন। বিষয়টি অতি গুরুত্বপূর্ন, এর দ্বারা সহজেই অনুমান করা যায় বিটকয়েনের পপুলারিটি অনেক অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর তারা যে ১৯৪০০ দিয়ে বিটকয়েন কিনেছে তা দ্বারা আরো একটি বিষয় খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তা হচ্ছে, মাইক্রোস্ট্রাটেজি এখন আগের চেয়েও অনেক বুলিশ। সো, আগমী দিন যে বিটকয়েনের দিন আসছে তা খুব সহজেই অনুমান করা যাচ্ছে।তারা যেহেতু ১৯৪০০ তে ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন, কি মনে হয় আপনাদের? বিটকয়েন কি আপাতত ডাম্প হওয়ার কোন চান্স আছে? আমি দেখছি না। যেভাবে এই কয়েকদিন কিছুটা স্টাবল হয়ে আছে আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ডিসেম্বার এর পাম্প শুরু হবে এবং ২০০০০ ডলারের রেসিস্টেন্স ভাংবে। সো, ২০২১ উজ্জল বছর হবে বিটকয়েনের জন্য (নিজস্ব অভিমত)। নিজ দ্বায়িত্বে ইনভেস্ট করবেন। এর দ্বারা কোন এ্যডভাইস দেওয়া হচ্ছে না। আমাদের দেশের অনেক Newbie/ Junior মেম্বার আছেন যারা Rank up করতে চান। কিন্তু মেরিটের জন্য Rank up হচ্ছে না। আবার অনেকেই আছেন যারা Newbie মেম্বার হবার জন্য বিভিন্ন বাউন্টিতে জয়েন হতে পারছেন না। তাদের জন্য আমি নিচে কিছু মেরিট গিভওয়ে টপিকের লিঙ্ক দিচ্ছি। আপনারা চাইলে apply করতে পারেন। ভাগ্য ভালো হলে কিছু মেরিট পেয়ে যেতে পারেন। ১. Giving merit to newbies for good replies ২. Giving X Newbie/Jr. Members a Chance to Rank Up ৩. [Merit] Help newbies and those who have a little left to the next rank ৪. [Merit] Hey Newbies! Can You Sign A Message? ৫. [Merit] Hey Bitcoiners! Can You Send Encrypted Messages? legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
সকল নতুনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কোথা থেকে বিটকয়েন কিনবো কোনো রকম প্রতারিত না হয়ে কারন বাংলাদেশ তো বিটকয়েন লিগাল না তো ব্যাংক এর সাহায্যে তো কিনতে পারবো না যা অন্য দেশে হয়ে থাকে? আর নিজের টাকা অন্যের উপর ভরসা করাও যায় না দেখা গেল কেউ আবার হয়ে থাকে। সেখানেও রিস্ক অল্প টাকা হলে তা হয়তো দেয় তবে বেশি টাকার ব্যাপার হলেই বাটপারি করে। আর তারা যানে যে বাটপারি করলেও ওদের সমস্যা নাই কারন পুলিশ কেস করতে পারবে না করলে ও নিজেই ফাসবে কারন বিটকয়েন তো লিগাল না। এত্ত সমস্যা যে কি করি। এখন আপনারা বলছেন আরে ভাই আপনি ও তো সমস্যাই বলছে সমধান কিছু থাকলে তা বলুন। এইটা ঠিক যে আমাদের দেশে এখনো ভালো কোন মাধ্যম নেই বিটকয়েন বায় সেল করার। পিটুপি সর্বোত্তম পন্থা। যাই হোক, আমি সাধারনত বিটকয়েন ক্রয় করে থাকি- https://bitcointalksearch.org/topic/sell-bitcoin-in-bangladesh-buying-btc-for-bdt-bangladeshi-taka-98tk-per-usd-5251387, যদি কেউ বিক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন। আর যদি কেউ ক্রয় করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। @ristarakib আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে, যেমন betfury bounty, interfinex bounty, unicap bounty আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে জানিনা আপনার সমস্যার সমাধান পেয়েছেন কিনা। তারপরও আমি আপনাকে বলছি। আপনি যেসব বাউন্টি উল্লেখ করেছেন এইগুলো সপ্তাহিক রিপোর্টে সমস্যা করছে সত্যি। এটা আমি যেভাবে সমাধান পেয়েছি সেটা হল। যেমন ধরেন আপনি সপ্তাহে রিপোর্টটা 5 নাম্বার পেজে ছিল, আপনি এখন পাঁচ নাম্বার পেজে না খুজে তার আগের পেজ 4 নাম্বার পেজে খোঁজেন তাহলে আপনার পোস্টটা দেখতে পাবেন। বিকল্প ভাবে করতে পারেন: যেমন ধরেন আপনার প্রোফাইলে ওই বাউন্টি সাপ্তাহিক পোস্ট দেখতে পারছেন, আপনি ওই পোস্ট টিতে ক্লিক করুন তারপরে আপনাকে বাউন্টি থ্রেডে যে পেজে নিয়ে যাবে তার আগের পেজটাতে খুঁজুন আপনার পোস্ট পেয়ে যাবেন। জ্বি ধন্যবাদ আপনাকে সমস্যাটি আপনার কথামতই হয়েছে পোষ্টগুলো পূর্বের পেজে পাওয়া যায়. BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। অনেক ভালোভাবে অনেক ভালো কিছু পয়েন্ট আমাদের বলেছেন কিন্তু যারা নতুন বিটকয়েন এ বাংলাদেশ থেকে তাদের জন্য সব থেকে জরুরি কিছু কথা বলার দরকার ছিলো তা বলেন নি। ব্যাপার না এই সুযোগ আমি কাজে লাগাই আমি কিছু তথ্য দেই নতুন যারা বিটকয়েন ইন্ডাস্ট্রিতে এসেছে বা যারা আসবে তাদের জন্য। সকল নতুনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কোথা থেকে বিটকয়েন কিনবো কোনো রকম প্রতারিত না হয়ে কারন বাংলাদেশ তো বিটকয়েন লিগাল না তো ব্যাংক এর সাহায্যে তো কিনতে পারবো না যা অন্য দেশে হয়ে থাকে? আর নিজের টাকা অন্যের উপর ভরসা করাও যায় না দেখা গেল কেউ আবার হয়ে থাকে। সেখানেও রিস্ক অল্প টাকা হলে তা হয়তো দেয় তবে বেশি টাকার ব্যাপার হলেই বাটপারি করে। আর তারা যানে যে বাটপারি করলেও ওদের সমস্যা নাই কারন পুলিশ কেস করতে পারবে না করলে ও নিজেই ফাসবে কারন বিটকয়েন তো লিগাল না। এত্ত সমস্যা যে কি করি। এখন আপনারা বলছেন আরে ভাই আপনি ও তো সমস্যাই বলছে সমধান কিছু থাকলে তা বলুন। এখন সমধান হচ্ছে একটাই p2p trading এটা আমরা করবো বিশ্বের সব থেকে বিশ্বস্ত এক্সেঞ্জ থেকে তা তে টাকা হারানোর ভয় নেই কেউ চিট করলেও কোম্পানির থেকে আমরা নিতে পারবো। আর এই সমধানটা কিছুদিন আগেই এসেছে বিশ্বের সবথেকে বড় দুইটা এক্সেঞ্জ Kucoin আর BINANCE বাংলাদেশি Taka কে মানে BDT কে তাদের p2P fiat কারেস্নিতে যোগ করেছে এখানে তারা বাংলাদেশের থেকে ভেরিফাই করে ক্রিপ্টকারেন্সি বায়ার সেলার নিবে যাদের ধারা আমরা বায় সেল করতে পারবো। যদি কেউ প্রতারণা করে কোম্পানি কে প্রমান দিলে তারা আমাদের টাকা ফেরত দিবে এবং সেই প্রতারক এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। তবে হ্যা বাংলাদেশ এ এখনো যেহেতু বিটকয়েন আসে নি লিগালি তাই মাঝে মাঝে irregulation সমস্যা দিতে পারে। ধন্যবাদ আসা করি এই লেখা টুকু আমার সকল নতুন বিটকয়েন ইন্ডাস্ট্রিতে আসা ভাই বোনের উপকারে আসবে। মার্জিন ট্রেডিং ত্রুিপ্টোকারেন্সি আসলে কি এ সম্পকে কোন সিনিয়র ভাই জানলে আমাকে বলে সাহায্য করেন। মার্জিন ট্রেডিং মূল অর্থই হচ্ছে কিছু ব্যক্তিগত ব্যলান্সের উপর ভিত্তি করে এক্সচেন্জ থেকে ধার নিয়ে ট্রেড করা। যেই ধার ঘন্টার উপর নির্ভর করে ইন্টারেস্ট বা সুদ দিতে হয়। অতএব আপনার ট্রেড করা শেষ হয়ে গেলেই দ্রুত আপনার ধার পরিশোধ করে দিত ভুলবেন না। কারন আপনি ধার নেওয়ার পরে ট্রেড করুন আর নাই করুন যত সময় পার হবে আপনার উপর তোতই সুদের পরিমান বাড়তে থাকবে। মার্জিন ট্রেডিং এ যেমন আপনি তাড়াতাড়ি বেশি লাভ করতে পারবেন তেমনি খুব অল্প সময় এ সবকিছু হারাতে পারেন । এই আর্টিকেলটা পড়লে আপনি আরও ভাল ধারণা পাবেন মার্জিন ট্রেডিং সম্পরকে ঃ ১। https://www.fxbangladesh.com/margin-trading/ ২। https://academy.binance.com/en/articles/what-is-margin-trading
মার্জিন ট্রেডিং ত্রুিপ্টোকারেন্সি আসলে কি
এ সম্পকে কোন সিনিয়র ভাই জানলে আমাকে বলে সাহায্য করেন। legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
১০ বছর নাও লাগতে পারে বিতকোয়েণ অনেক গুলা কোম্পানির সাথে কাজ করা শুরু করে দিয়েছে তাতে করে আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে বিটকয়েন একদিন ১লাখ ডলার ছাড়ায়ে যাবে, তবে তা হচ্ছে আমাদের নাগালের বাইরে যখন বিটক্যেনের দাম বাড়বে আমরা চাইলেও তখন বিটকয়েন জমা রাখতে পারবোনা । তখন আমাদেরকে দেখে শুধু আফসোস করতে হবে । বিটকয়েন অনেক কোম্পানির সাথে কাজ শুরু করেছে বলাটা সম্পুর্ণ ভুল কারন, বিটকয়েন কোন কোম্পানি না যে তারা অন্য কোম্পানির কাছে যাচ্ছে এবং বিটকয়েন গ্রহন করার জন্য বলছে। এইটা ঠিক যে অনেক কোম্পানি বিটকয়েন গ্রহন করছে এবং অনেক প্রতিষ্ঠান বিটকয়েনে বিনিয়োগ করছে।এখনো বিটকয়েন সংরক্ষণ করার অনেক সময় আছে ভাই। মাত্র তো ২০০০০ ডলার। ২০২১ থেকে ২০২৪ এর মধ্যে যে কোনো সময় ০.১ থেকে ০.২ মিলিয়ন ডলার প্রতি বিটকয়েনের দাম হইব বইলা আমি আশা রাখি। তবে এই দাম ক্ষণস্থায়ী হইব বইলা আমার ধারণা। ১০০০০০ থেকে ২০০০০০ ডলার প্রতি বিটকয়েন? এইটা কি ইনফ্লেশন এর কারনে হবে? নরমাল ইকোনমিতে আমি মনে করি এইটা অসম্ভব। ১০০০০০ ডলার প্রতি বিটকয়েন মানে মোটামুটি বিটিসির গ্রহনযোগ্যতা সব জায়গায় থাকবে, মানে গণ-গ্রহনযোগ্যতা (নিজে আবিষ্কার করা শব্দ ) যেটা আমার মনে হয় আরো ৮/১০ বছর লাগবে।১০ বছর নাও লাগতে পারে বিতকোয়েণ অনেক গুলা কোম্পানির সাথে কাজ করা শুরু করে দিয়েছে তাতে করে আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে বিটকয়েন একদিন ১লাখ ডলার ছাড়ায়ে যাবে, তবে তা হচ্ছে আমাদের নাগালের বাইরে যখন বিটক্যেনের দাম বাড়বে আমরা চাইলেও তখন বিটকয়েন জমা রাখতে পারবোনা । তখন আমাদেরকে দেখে শুধু আফসোস করতে হবে । ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে। অবশ্যই ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ । আপনি বিটকয়েন বা ভাল যে কয়েন গুলা আছে সেগুলার প্রাইস চার্ট দেখলেই বুঝতে পারবেন যে ৫ বছর আগে ওইগুলার দাম কি ছিল আর এখন কি অবস্থা । ভাবেন তো ৫ বছর আগে যে বিট কয়েন কিনে রেখে ছিল তারা সবাই আজকে মিলিওনার । আসতে আসতে এর ব্যাবহার বারতেই আছে । তো আপনি যদি এখন ভাল ভাল কয়েন গুলা কিনে রাখতে পারেন অবশ্যই আপনার সাধ্যমত তবে ভবিষ্যৎ এ আপনি ভাল ফল পাবেন । এত সুন্দর করে বিনিয়োগ বিষয়টার ওপর বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি অবশ্যাই বিনিয়োগ করবো। ভাইয়া আপনি কি আমাকে বলে সাহায্য করবেন? বর্তমানে কোন কয়েন গুলো মার্কেটে ভালো? পরবর্তীতে দাম বাড়তে পারে। legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
২০২১ থেকে ২০২৪ এর মধ্যে যে কোনো সময় ০.১ থেকে ০.২ মিলিয়ন ডলার প্রতি বিটকয়েনের দাম হইব বইলা আমি আশা রাখি। তবে এই দাম ক্ষণস্থায়ী হইব বইলা আমার ধারণা। ১০০০০০ থেকে ২০০০০০ ডলার প্রতি বিটকয়েন? এইটা কি ইনফ্লেশন এর কারনে হবে? নরমাল ইকোনমিতে আমি মনে করি এইটা অসম্ভব। ১০০০০০ ডলার প্রতি বিটকয়েন মানে মোটামুটি বিটিসির গ্রহনযোগ্যতা সব জায়গায় থাকবে, মানে গণ-গ্রহনযোগ্যতা (নিজে আবিষ্কার করা শব্দ ) যেটা আমার মনে হয় আরো ৮/১০ বছর লাগবে। Jump to:
|