Author

Topic: বাংলা (Bengali) - page 476. (Read 5295280 times)

member
Activity: 251
Merit: 10
BIB Exchange
December 13, 2018, 09:24:50 AM
সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন। এই পোস্টটি যারা টোকেন পেয়ে এক্সচেঞ্জ করতে পাড়েন না অন্যের ওপর নির্ভর করতে হয় তাদের জন্য 

এখানে অনেকে আছেন যারা বাউন্টি বা এয়ারড্রপ করে টোকেন আর্ন করেন কিন্তু সেই টোকেন কিভাবে এক্সচেঞ্জার থেকে এক্সচেঞ্জ করে BTC/ ETH এ পরিনিত করতে হয়।

সব এক্সচেঞ্জারে একই নিয়ম। প্রথমে আপনার টোকেন যে এক্সচেঞ্জারে আছে সেই এক্সচেঞ্জারের একটি অ্যাকাউন্ট খুলবেন। তারপর তারা একটি Deposit wallet দিবে সেই ওয়ালেটে টোকেন পাঠাতে হবে। পাঠানোর পড় এক্সচেঞ্জারের  balance এ অ্যাড হতে একটু সময় লাগতে পাড়ে অ্যাড হওয়ার পর ওই টোকেনের ওপড় ক্লিক করলে ২ টা অপশন আসবে। একটি Buy order আরেকটি sell  order  সেই খানে সেল ওয়াডারে আপনার টোকেনের সংখা ও মূল্য দিয়ে সেল করে দিবেন। সেল করার সময় সিলেক্ট করে নিবেন আপনি কোন মার্কেটে সেল করতে চান BTC/ETH/LTC/DOGE তারপর এক্সচেঞ্জ করে অইগুলা আপনাদের ওয়ালেটে withdraw করে নিবেন।   
Dhonnobadh vhaia sobai k help korar jonno. Evabe niyomito update Pele sobai khub sohojei bujte parto. Tachara video upload Kore link diye dilew valo hoto.
jr. member
Activity: 439
Merit: 3
December 10, 2018, 12:43:15 PM
jr. member
Activity: 439
Merit: 3
December 10, 2018, 12:15:30 PM
Quote
আপনাকে ধন্যবাদ, আমি জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব ?            

প্রতিটা বাউন্টি বা ক্যাম্পেইন এ কিছু রুলস বলা হয়ে থাকে, যদি সেখানে র‍্যাং এর কোন রিকোয়ারমেন্ট না দেওইয়া থাকে তাহলে আপনি সেই বাউন্টি তে কাজ করতে পারবেন। তবে সাধারন রুলস গুলা সম্পর্কে আপনাকে অবশ্যই মেনে চলার চেস্টা করতে হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, তারমানে জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে কোন সমস্যা নাই।
Jodi requirements dewa na thank j Jr member Chara join Kora jabe na tahole parben na
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 10, 2018, 11:03:52 AM
IDEX এক্সচেঞ্জ সবদিকেই ভালো, কিন্তু তাদের ওইথদ্রও ফি বেশি এবং কম মূল্যের টোকেন সেখানে এক্সচেঞ্জ করা যায় না। এটাই সবচেতে বেশি সমস্যা।  আপনারা যারা ট্রেড করতে ইচ্ছুক   তারা binance অথবা Hitbtc তে ট্রেড করতে পাড়েন। এই এক্সচেজার গুলা সবদিকেই লেজিট।
আপনের আমার ইচ্ছায় তো লেনদেন করা সম্ভব নয়। টোকেন যেখানে লিস্তেড হবে আমাদের তো সেখানেই লেনদেন করতে হবে।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 10, 2018, 07:51:00 AM
যারা IDEX এ প্রথমবারের মত লেনদেন করতে চাচ্ছেন তারা কিছু বিষয় জেনে নিনঃ

আপনি যদি টোকেন বিক্রি করতে চানঃ
১। প্রথমে IDEX এ লগইন করুন। লগইন করার জন্য ১। Keystore File ২। Private Key ৩। Software Wallet (MetaMask, Trust Wallet, Toshi, BLUE Wallet, etc.) ৪। Ledger Wallet (recommended) এর যে কোন ১ টি তথ্য থাকতে হবে।
২। Balআnce এ ক্লিক করে Full balance এ ক্লিক করুন।
৩। এরপর সার্চ অপশন এ আপনের টোকেন এ নাম লিখে সার্চ দেন।
৪। এবার আপনি আপনের টোকেন এর ডানে ডিপোজিট অপশন এ ক্লিক করে ডিপোজিট করে নিন। তবে ডিপোজিট অপশন আসার পর gas price (gwei) set করে নিন।
৫। এবার আপনি trade এ ক্লিক করে আপনের টোকেন এ নাম লিখে সার্চ দেন। আপনের টোকেন এর নাম আসার পর টোকেন এর নাম এর উপর ক্লিক করুন। এবার টাইপ অপশন এ লিমিট বা মার্কেট অর্ডার সিলেক্ট করেন।
৬। মার্কেট অর্ডার সিলেক্ট করলে amount দিয়ে সেল এ ক্লিক করুন। আপ্নের সেল হয়ে যাবে।
৭। লিমিট অর্ডার সিলেক্ট করলে আপনি যে দামে বিক্রি করতে চান এবং যে পরিমাণ বিক্রি করতে চান তা দিয়ে সেল এ ক্লিক করতে হবে। এক্ষেত্রে ক্রেতা জতক্ষন না কিনবে ততক্ষন আপনের অর্ডার থেকে যাবে। তাড়াতাড়ি বিক্রি করতে চাইলে মার্কেট অর্ডার সিলেক্ট করাই ভাল।

বিশেষ দ্রষ্টব্যঃ
১। সর্বনিম্ন ০.১৫ eth এর কম থাকলে আপনি এখানে সেল করতে পারবেন নাহ।
২। সর্বনিম্ন ০.০৪ eth এর কম থাকলে আপনি এখানে বাই করতে পারবেন নাহ।
jr. member
Activity: 458
Merit: 1
December 09, 2018, 01:48:00 AM
আমি বিটকয়েন মেরিড সম্পর্কে জানতে চাই , কেউ কি বলবেন  প্লিজজ।
★মেরিট হল আসলে পজিশন। আপনি যদি যেকোন বাউন্ডিতে  signature  camping করতে চান তাহলে আপনার মেরিট লাগবে । signature  camping বাদে  মেরিট ছাড়া সব কাজ করতে পারবেন।  কারণ signature  camping করতে গেলে তখন তারা দেখে সে কোন পজিশনে আছে।signature  camping করতে চাইলে আপনার Jr Member পজিশন  লাগবেই। আর মেরিট থাকলে আপনার  rank বাড়বে। 30 টা পোস্ট অ্যক্টিভিটি  1 টা মেরিট হলে Jr Member। 60 টা পোস্ট অ্যক্টিভিটি 10 টা মেরিট হলে Member। 120 টা পোস্ট অ্যক্টিভিটি 100 টা মেরিট হলে Full Member। 240 টা পোস্ট অ্যক্টিভিটি 250 টা মেরিট হলে Sr. Member। 480 টা পোস্ট  অ্যক্টিভিটি 500 মেরিট হলে Hero Member।  775 - 1030 টা পোস্ট অ্যক্টিভিটি হলে 1000 টা মেরিট হলে  Legendary। আপনার পোস্ট অ্যক্টিভিটি যত  বেশি হবে আর মেরিট যত বাড়বে আপনার rank তত বাড়বে।
Merit Pete ki korte hobe, ba kamne merit pabo?
★মেরিট সম্পর্কে উপরে অনেক পোস্ট  করা হয়েছে
তবুও আমি সংক্ষেপে বলছি ঃ
মেরিট পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত। আপনার পোস্টের মান ভাল করতে হবে।  স্প্যাম অথবা  কপি পোস্ট করা যাবে না। বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে পোস্ট করতে হবে।আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে।বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করতে থাকেন কেউ উপকৃত  হলে এমনিতেই  মেরিট দিয়ে দিবে।
আগের page গুলো দেখতে পারেন।     

আপনাকে ধন্যবাদ, আমি জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব ?           
আপনি বাউন্টির রুলস গুলো ভালোভাবে পড়ুন। তারা জদি উল্লেখ করে দেয় তাহলে করতে পাড়বেন না। আর জদি উল্লেখ না থাকে তাহলে করতে পাড়বেন। সাধারণত শুধু সিগনেচার ক্যম্পিং জন্য পজিশনের উল্লেখ থাকে। কিন্তু সোসিয়াল মিডিয়া ক্যম্পিং গুলাতে কোনো পজিশনের প্রয়জন হয় না। কিছু বাউন্টি ছাড়া।
jr. member
Activity: 1176
Merit: 1
December 05, 2018, 10:55:31 PM

আপনাকে অসংখ্য ধন্যবাদ, তারমানে জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে কোন সমস্যা নাই।

সমস্যা আছে যদি ক্যাম্পেইন ম্যানেজার যা বলেছে সেই নিওম এর বাইরে কিছু করেন তাহলে। বাউন্টি রুলস ভালো করে পরে নিলে আর কো সমস্যা হবার কথা না, উল্টা-পাল্টা কিছু না করলে।
jr. member
Activity: 1176
Merit: 1
December 04, 2018, 01:52:10 AM
Quote
আপনাকে ধন্যবাদ, আমি জুনিয়র মেম্বার হওয়ার আগে বাউন্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব ?            

প্রতিটা বাউন্টি বা ক্যাম্পেইন এ কিছু রুলস বলা হয়ে থাকে, যদি সেখানে র‍্যাং এর কোন রিকোয়ারমেন্ট না দেওইয়া থাকে তাহলে আপনি সেই বাউন্টি তে কাজ করতে পারবেন। তবে সাধারন রুলস গুলা সম্পর্কে আপনাকে অবশ্যই মেনে চলার চেস্টা করতে হবে।
jr. member
Activity: 533
Merit: 1
December 03, 2018, 09:27:14 AM
আমি বিটকয়েন মেরিড সম্পর্কে জানতে চাই , কেউ কি বলবেন  প্লিজজ।
★মেরিট হল আসলে পজিশন। আপনি যদি যেকোন বাউন্ডিতে  signature  camping করতে চান তাহলে আপনার মেরিট লাগবে । signature  camping বাদে  মেরিট ছাড়া সব কাজ করতে পারবেন।  কারণ signature  camping করতে গেলে তখন তারা দেখে সে কোন পজিশনে আছে।signature  camping করতে চাইলে আপনার Jr Member পজিশন  লাগবেই। আর মেরিট থাকলে আপনার  rank বাড়বে। 30 টা পোস্ট অ্যক্টিভিটি  1 টা মেরিট হলে Jr Member। 60 টা পোস্ট অ্যক্টিভিটি 10 টা মেরিট হলে Member। 120 টা পোস্ট অ্যক্টিভিটি 100 টা মেরিট হলে Full Member। 240 টা পোস্ট অ্যক্টিভিটি 250 টা মেরিট হলে Sr. Member। 480 টা পোস্ট  অ্যক্টিভিটি 500 মেরিট হলে Hero Member।  775 - 1030 টা পোস্ট অ্যক্টিভিটি হলে 1000 টা মেরিট হলে  Legendary। আপনার পোস্ট অ্যক্টিভিটি যত  বেশি হবে আর মেরিট যত বাড়বে আপনার rank তত বাড়বে।
Merit Pete ki korte hobe, ba kamne merit pabo?
★মেরিট সম্পর্কে উপরে অনেক পোস্ট  করা হয়েছে
তবুও আমি সংক্ষেপে বলছি ঃ
মেরিট পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত। আপনার পোস্টের মান ভাল করতে হবে।  স্প্যাম অথবা  কপি পোস্ট করা যাবে না। বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে পোস্ট করতে হবে।আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে।বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করতে থাকেন কেউ উপকৃত  হলে এমনিতেই  মেরিট দিয়ে দিবে।
আগের page গুলো দেখতে পারেন।     
jr. member
Activity: 1176
Merit: 1
December 01, 2018, 09:25:50 AM
আমি বিটকয়েন মেরিড সম্পর্কে জানতে চাই , কেউ কি বলবেন  প্লিজজ।
★মেরিট হল আসলে পজিশন। আপনি যদি যেকোন বাউন্ডিতে  signature  camping করতে চান তাহলে আপনার মেরিট লাগবে । signature  camping বাদে  মেরিট ছাড়া সব কাজ করতে পারবেন।  কারণ signature  camping করতে গেলে তখন তারা দেখে সে কোন পজিশনে আছে।signature  camping করতে চাইলে আপনার Jr Member পজিশন  লাগবেই। আর মেরিট থাকলে আপনার  rank বাড়বে। 30 টা পোস্ট অ্যক্টিভিটি  1 টা মেরিট হলে Jr Member। 60 টা পোস্ট অ্যক্টিভিটি 10 টা মেরিট হলে Member। 120 টা পোস্ট অ্যক্টিভিটি 100 টা মেরিট হলে Full Member। 240 টা পোস্ট অ্যক্টিভিটি 250 টা মেরিট হলে Sr. Member। 480 টা পোস্ট  অ্যক্টিভিটি 500 মেরিট হলে Hero Member।  775 - 1030 টা পোস্ট অ্যক্টিভিটি হলে 1000 টা মেরিট হলে  Legendary। আপনার পোস্ট অ্যক্টিভিটি যত  বেশি হবে আর মেরিট যত বাড়বে আপনার rank তত বাড়বে।

আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, যদিওবা এগুলা এর আগে অনেক বার আলোচনা করা হয়েছে মেরিট এর ব্যাপার টা, তাওপরেও আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ।
jr. member
Activity: 533
Merit: 1
November 30, 2018, 09:43:07 PM
আমি বিটকয়েন মেরিড সম্পর্কে জানতে চাই , কেউ কি বলবেন  প্লিজজ।
★মেরিট হল আসলে পজিশন। আপনি যদি যেকোন বাউন্ডিতে  signature  camping করতে চান তাহলে আপনার মেরিট লাগবে । signature  camping বাদে  মেরিট ছাড়া সব কাজ করতে পারবেন।  কারণ signature  camping করতে গেলে তখন তারা দেখে সে কোন পজিশনে আছে।signature  camping করতে চাইলে আপনার Jr Member পজিশন  লাগবেই। আর মেরিট থাকলে আপনার  rank বাড়বে। 30 টা পোস্ট অ্যক্টিভিটি  1 টা মেরিট হলে Jr Member। 60 টা পোস্ট অ্যক্টিভিটি 10 টা মেরিট হলে Member। 120 টা পোস্ট অ্যক্টিভিটি 100 টা মেরিট হলে Full Member। 240 টা পোস্ট অ্যক্টিভিটি 250 টা মেরিট হলে Sr. Member। 480 টা পোস্ট  অ্যক্টিভিটি 500 মেরিট হলে Hero Member।  775 - 1030 টা পোস্ট অ্যক্টিভিটি হলে 1000 টা মেরিট হলে  Legendary। আপনার পোস্ট অ্যক্টিভিটি যত  বেশি হবে আর মেরিট যত বাড়বে আপনার rank তত বাড়বে।
jr. member
Activity: 1176
Merit: 1
November 29, 2018, 08:43:54 AM
বিটকয়েন ছাএ জীবন অনেক বড় আয়ের উৎস Roll Eyes শুধু ছাএ জন্যই এই সাইট না এখানে সব ধরনের মানুষ মেধা খাটিয়ে আয় করতে পারে।আর যে যত বেশী বিটকয়েন সর্ম্পকে জানবে তার আয় ও অনেক বেশী।আমি যতটুক জানি ততটুক বললামHuh

আপনি আমাদেরকে বলুন আমরা তাহলে কিভাবে আয় করতে পারিHuh
যদি শুধু মাত্র আয় করার জন্যে এইখানে এসে থাকেন মানে এই সাইট এ যদি মাত্র টাকা উপার্যন করার জন্যে এসে থাকেন তাহলে বলি শোনেন আজকেই আপনার আইডির পাসওয়ার্ড টা ডায়েরী তে লিখে রেখে আপনার আইডির কথা ভুলে জান। এটাই আপনার কন্যে ভালো হবে, বিটকয়েন সম্পর্কে পুরোপুরি জানা টা প্রায় অশম্ভব, যারা বিগত ৫-৭ বছর বিটক্যেন নিয়ে কাজ করতে তারাও এখন বিটকয়েন নিয়ে কিছু বলতে ভয় পাচ্ছে!
আগে বিটকয়েন নিয়ে জানুন তারপরে ইঙ্কাম করার চিন্তা করুন। তাছারা টিকে থাকতে পারবেন না।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 26, 2018, 02:59:39 PM
Anyway, I'm asking sorry if it hurts anyone.
Ekhane sorry hower kicu nai. kew jodi kono help caito r se jodi nah bujhto taahole na hoy banglay likha jeto.
sr. member
Activity: 308
Merit: 280
November 26, 2018, 02:46:56 PM
It says you must have to post English in general boards. Local language should be posted in local boards. You can't use local language in general boards while English can be posted in all other boards. Anyway, I'm asking sorry if it hurts anyone.
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 26, 2018, 11:57:33 AM
এইটা বাংলা ভাষায় আলোচনার জায়গা ভাই। আপনি ইংরেজিতে লিখতাসেন ক্যান?
General board gula te english post kortei hobe kintu local board gulote english use kora nished to nai kothao. eirokom kono rules ami dekhi nai jodio.jodi thake tahole report den.

~~~~
trust system ta asole onek jotil. ami ageo bujhar try korchi but bujhi nai.akhono try kortasi but bujina.sob golmal kore feli. amar mone hoy normal trust system thakle valo hoto.
Vai rule number 9 poren: https://bitcointalksearch.org/topic/m.7955645
member
Activity: 252
Merit: 10
November 26, 2018, 11:53:13 AM
এইটা বাংলা ভাষায় আলোচনার জায়গা ভাই। আপনি ইংরেজিতে লিখতাসেন ক্যান?
General board gula te english post kortei hobe kintu local board gulote english use kora nished to nai kothao. eirokom kono rules ami dekhi nai jodio.jodi thake tahole report den.

~~~~
trust system ta asole onek jotil. ami ageo bujhar try korchi but bujhi nai.akhono try kortasi but bujina.sob golmal kore feli. amar mone hoy normal trust system thakle valo hoto.
member
Activity: 86
Merit: 27
November 26, 2018, 06:11:46 AM
৯৯% লোক ই আসে টাকা উপার্জন করার জন্য তা কেউ স্বীকার করুক আর নাই করুক।
99% people may come here for the only purpose of earning here. But, in general, what the forum is about? Having discussion on cryptocurrency although the start was with bitcoin only. Here, there are a lot of users from around the world.
Earlier, I have seen someone saying s/he had bitcoin from 2012, which he mined for a cost of $2. We have a lot of things learn from those users.
Well, what was the vision of Satoshi Nakamoto? Bitcoin as a p2p currency, not an investment opportunity. And that's why the legends joined here. Our goal also should be the same.

অনেকেই প্রায়সময়ই প্রশ্ন করে থাকে কিভাবে DT সিস্টেম কাজ করে।এটা নিয়ে এই ফোরামে অনেক thread আছে যেখানে বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করা হয়েছে।কিন্তু যারা নতুন মেম্বার তাদের যাতে বুঝতে সহজ হয় এইরকম একটা থ্রেড খুজছিলাম এবং পেয়েও গেলাম যেখানে খুব সহজভাবে DT system নিয়ে ব্যাখ্যা করা আছে এবং আমি খুব সহজে এই সিস্টেম টা সম্পর্কে জানতে পারলাম।আপনারাও যাতে সহজে বুঝতে পারেন তার জন্য আমার এ খুদ্র প্রয়াস।
Change the bold word, please. There are some mistakes in your translation.

It's not thread, use post.
Thread= Starting Post/ Opening Post

এবং পেয়েও গেলাম
No, I didn't get any thread and that's why I have written one.

আমি খুব সহজে এই সিস্টেম টা সম্পর্কে জানতে পারলাম।
I didn't write such kind of sentence. Where have you got it? Have you used google translator Cheesy although it looks natural?

And, thank you for letting people know about how DT system works.


November 23rd Cryptocurrency News:

https://youtu.be/EYIoJht1LMg
Hey, Stop Sharing any video link.
It's not forbidden here. People can share if s/he get something useful to everyone.

প্রথমে আমি ধন্যেবাদ জানাতে চাই Special Thanks:S_Therapist কে বাংলাদেশিদের জন্যে হেল্পফুল পোস্ট করার জন্যে, এবং আমার মনে হয় আরো কিছু জিনিশ এ্যাড করার দড়কার যে DT-1/2 এ যারা আছে একমাত্র তারাই অন্য কাউকে DT লিস্ট এ এ্যাড বা রিমোভ করতে পারে, তাছাড়া অন্যে কেউ চাইলেই এ্যাড বা রিমোভ করতে পারে তাছাড়া পারেনা, আর বাকি অন্যে সবাই শুদু তাদের মতো প্রিভিউ টা দেখতে পারে। 
DT-1 Members are trusted by an account DefualtTrust. The account belongs to theymos. Whenever theymos wants to add new DT-1, he includes the person in the trust list of DefaultTrust.
DT-2 members are trusted by DT-1 members. For example, OgNasty is a DT-1 member and s/he includes iluvbitcoins in his trust list. Now, iluvbitcoins becomes DT-2 members.
DT-1 is added by only DefaultTrust.
DT-2 is added by DT-1 members.

By the way, you can include/exclude anyone whom you do trust or not.

এইটা বাংলা ভাষায় আলোচনার জায়গা ভাই। আপনি ইংরেজিতে লিখতাসেন ক্যান?
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 25, 2018, 02:00:27 PM
By the way, you can include/exclude anyone whom you do trust or not.
এবং আপনি যদি কাউকে আপনের trust লিস্ট এ যোগ বা বিয়োগ করেন তাহলে সেটা শুধু আপনিই দেখতে পারবেন। অন্য কেও দেখতে পারবে নাহ। আর তাছাড়া আপনি যদি কাউকে আপনের trust লিস্ট এ যোগ করেন (DT1/DT2) তে, তাহলে কেউ তাকে negative trust দিলেও আপনি "trade with extreme caution" দেখতে পারবেন নাহ যদিও অন্যরা  "trade with extreme caution" দেখতে পারবে। এবং অন্যরা যতো positive/negative trust প্রোফাইল পেজ এ দেখতে পাবেন আপনি তার থেকে অন্যরকম কিছু দেখতে পারেন। অনুরুপভাবে আপনি কাউকে positive/negative ফিডব্যাক দিলেও আপনি সেটা trusted ফিডব্যাক লিস্ট এ দেখতে পারবেন যদিও অন্যরা untrustd লিস্ট এ দেখতে পারবে।
sr. member
Activity: 308
Merit: 280
November 24, 2018, 07:14:39 AM
~snip~
If DT-1 member include a persons in his trust list, s/he becomes DT-2. And if 2 DT-1 member exclude that person from their trust list, s/he will no longer will be a DT member.
Lauda was possibily trusted by Blazed and hilariousandco but excluded by HostFat, OgNasty & Tomatocage. Lauda score in DT is= 2-3=-1(minus 1)
When DT score becomes minus/negative, s/he will not be DT-2 anymore.
jr. member
Activity: 1176
Merit: 1
November 24, 2018, 05:09:07 AM
প্রথমে আমি ধন্যেবাদ জানাতে চাই Special Thanks:S_Therapist কে বাংলাদেশিদের জন্যে হেল্পফুল পোস্ট করার জন্যে, এবং আমার মনে হয় আরো কিছু জিনিশ এ্যাড করার দড়কার যে DT-1/2 এ যারা আছে একমাত্র তারাই অন্য কাউকে DT লিস্ট এ এ্যাড বা রিমোভ করতে পারে, তাছাড়া অন্যে কেউ চাইলেই এ্যাড বা রিমোভ করতে পারে তাছাড়া পারেনা, আর বাকি অন্যে সবাই শুদু তাদের মতো প্রিভিউ টা দেখতে পারে। 
DT-1 Members are trusted by an account DefualtTrust. The account belongs to theymos. Whenever theymos wants to add new DT-1, he includes the person in the trust list of DefaultTrust.
DT-2 members are trusted by DT-1 members. For example, OgNasty is a DT-1 member and s/he includes iluvbitcoins in his trust list. Now, iluvbitcoins becomes DT-2 members.
DT-1 is added by only DefaultTrust.
DT-2 is added by DT-1 members.

By the way, you can include/exclude anyone whom you do trust or not.

ধন্যবাদ, আমি আসলে বলতে চাচ্ছিলাম এটাই যে যারা DT-1 এ আছে তারা চাইলেই যে কাউকে DT-2 তে প্রোমোট করতে পারে, এবং যারা DT-2 তে যারা আছে তারা শুধু কাউকে DT-2 প্রোমোট করতে পারে। যেমনঃ Lauda একজন DT-2 মেম্বার ছিলেন, কিন্তু DT-1 মেম্বার যেমনঃ OgNasty,hilariousandco মেম্বার রা তাকে ডেমোটেড করে দিয়েছে আমার এতুটুকোই মনে হয়েছে যদিও বিষয় গুলো আলোচনা অনেক গভির তবে ট্রাস্টেড মেম্বার রা চাইলে অনেক কিছু করতে পারেন, বা তারা অনেক কিছু করার করার ক্ষমতা রাখেন, যেমনঃ Trading Discussion  গেলে দেখবেন অনেকে যারা বড় বা ট্রাস্টেড মেম্বার তারা তাদের নিজেদের মতো করে কিছু নিওম তৈরি করে রেখেছেন সেটা অতিক্রম করলে, তারা শাস্তি স্বরূপ রেড ট্রাস্ট দিয়ে থাকেন, আবার পুর্ব অভিজ্ঞতা ছাড়া কিছু করতে গেলে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো শাস্তি দিয়ে থাকেন, যেমনঃ mdayonliner নামের একজন কে প্রথম এ  রেড ট্রাস্ট দেওয়া হয়েছিল, অল্প কিছু ট্রেডিং অবিজ্ঞতা নিয়ে $100k এর ট্রেড করতে চাওয়াতে...!

পরিশেষে বলতে চাই যে বোঝার বা জানার কোন শেষ নেই, তবে মানুষ মাত্র ভুল হবে সেটাই সাভাবিক।
Jump to: