Author

Topic: বাংলা (Bengali) - page 476. (Read 5732951 times)

jr. member
Activity: 322
Merit: 1
August 23, 2019, 03:20:29 AM
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। Grin
আমি এই ফোরামে অনেকদিন যাবৎ কাজ করছি।বাউন্টির কাজ করেছি অনেক কিন্তুু সফলতার হার খুবই কম।আমি অভিঙ্গদের পরামর্শ চাচ্ছি যে কিভাবে এই প্লাটফর্ম থেকে সফলতা লাভ করতে পারি? এছাড়াও আমি এই ফোরাম একাউন্টটি নতুন খুলেছি।এটাতে মেরিট পয়েন্ট পাবো কিভাবে এটা যদি কেউ একটু বলতেন ভালো হতো।

ধন্যবাদ|

আপনি যদি ভালো বাউন্টির কাজ করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। যেমন গত বছর, mb8coin প্রজেক্ট এর বাউন্টি হয়েছিল।যারা ওইটাতে কাজ করেছে মোটামুটি ৩০-৩৫ হাজার কয়েন পেয়েছে যার বর্তমান মূল্য ২ লক্ষ+ টাকা।বর্তমানেও অনেক ভালো প্রজেক্ট রয়েছে। temtum, curioinvest, GOLD stablecoin এইগুলো মোটামুটি ভালো মানের।Gold Stablecoin প্রজেক্ট থেকে ভালো ইনকাম করতে পারেন।প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে পেয়ে যাবেন।

ভালো বাউন্টি পেতে হলে অবশ্যই আগে এনালাইসিস করতে হবে।প্রজেক্ট এর বাউন্টি ম্যানেজার কে সেটা দেখবেন, প্রজেক্ট এর টিম, তাদের থিম মানে প্রজেক্ট এর মুলভাব সম্পর্কে জেনে নিবেন।সবকিছু ঠিক হলে তখন কাজ শুরু করবেন।যে কোন প্রজেক্ট এর কাজ করবেন না।বেশিরভাগ প্রজেক্ট স্ক্যাম হয়।

আপনি নতুন একাউন্ট কেন খুলেছেন? আগের একাউন্ট থেকেও কাজ করতে পারেন, আগের একাউন্টে মেরিটও পেতে পারেন।তাহলে নতুন একাউন্ট খোলার দরকারটা কি?



ধন্যবাদ আপনার গুরুত্ববহ কথাগুলো শেয়ার করার জন্যে।
যদি আরেকটু শেয়ার করতেন যে কোন কোন বাউন্টি এডমিনদের প্রজেক্টগুলোর সফলতার হার বেশি?
আর এনালাইসিসেস ক্ষেএে কোন বিষয়গুলো মাথাই রাখবো?

আগের একাউন্ট টি ব্যান্ড হয়ে যাবার কারনে খুলতে হয়েছে।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
August 23, 2019, 02:36:05 AM
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। Grin
আমি এই ফোরামে অনেকদিন যাবৎ কাজ করছি।বাউন্টির কাজ করেছি অনেক কিন্তুু সফলতার হার খুবই কম।আমি অভিঙ্গদের পরামর্শ চাচ্ছি যে কিভাবে এই প্লাটফর্ম থেকে সফলতা লাভ করতে পারি? এছাড়াও আমি এই ফোরাম একাউন্টটি নতুন খুলেছি।এটাতে মেরিট পয়েন্ট পাবো কিভাবে এটা যদি কেউ একটু বলতেন ভালো হতো।

ধন্যবাদ|

আপনি যদি ভালো বাউন্টির কাজ করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। যেমন গত বছর, mb8coin প্রজেক্ট এর বাউন্টি হয়েছিল।যারা ওইটাতে কাজ করেছে মোটামুটি ৩০-৩৫ হাজার কয়েন পেয়েছে যার বর্তমান মূল্য ২ লক্ষ+ টাকা।বর্তমানেও অনেক ভালো প্রজেক্ট রয়েছে। temtum, curioinvest, GOLD stablecoin এইগুলো মোটামুটি ভালো মানের।Gold Stablecoin প্রজেক্ট থেকে ভালো ইনকাম করতে পারেন।প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে পেয়ে যাবেন।

ভালো বাউন্টি পেতে হলে অবশ্যই আগে এনালাইসিস করতে হবে।প্রজেক্ট এর বাউন্টি ম্যানেজার কে সেটা দেখবেন, প্রজেক্ট এর টিম, তাদের থিম মানে প্রজেক্ট এর মুলভাব সম্পর্কে জেনে নিবেন।সবকিছু ঠিক হলে তখন কাজ শুরু করবেন।যে কোন প্রজেক্ট এর কাজ করবেন না।বেশিরভাগ প্রজেক্ট স্ক্যাম হয়।

আপনি নতুন একাউন্ট কেন খুলেছেন? আগের একাউন্ট থেকেও কাজ করতে পারেন, আগের একাউন্টে মেরিটও পেতে পারেন।তাহলে নতুন একাউন্ট খোলার দরকারটা কি?
jr. member
Activity: 322
Merit: 1
August 23, 2019, 12:33:30 AM
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। Grin
আমি এই ফোরামে অনেকদিন যাবৎ কাজ করছি।বাউন্টির কাজ করেছি অনেক কিন্তুু সফলতার হার খুবই কম।আমি অভিঙ্গদের পরামর্শ চাচ্ছি যে কিভাবে এই প্লাটফর্ম থেকে সফলতা লাভ করতে পারি? এছাড়াও আমি এই ফোরাম একাউন্টটি নতুন খুলেছি।এটাতে মেরিট পয়েন্ট পাবো কিভাবে এটা যদি কেউ একটু বলতেন ভালো হতো।

ধন্যবাদ|
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
August 22, 2019, 10:16:51 PM
আমার বিটকয়েন টক্ এর কিছু একাউন্ট লাগবে ফর ময় বিজনেস এর জন্য. মেম্বার, জুনিয়র ওর সিনিয়র ওর তার ও উপরের একাউন্ট হইলেও হবে. আগ্রহী থাকলে যোগাযোগ করবেন.
ফর ময় বিজনেস?
বিটকয়েনটক একাউন্ট বায় সেল ফোরামে অনুমিত কিন্তু ডিফল্ট ট্রাস্ট মেম্বাররা এইটা খুব ভালো চোখে দেখে না।নেগেটিভ ট্যাগ দেবে তারা।
আমিও তাদের সাথে একমত।একাউন্ট বায় সেল করার কারনে ফোরামে স্কেম এর চান্স অনেক বেড়ে যায়।তাছাড়া, বেশিরভাগ একাউন্ট সেলাররা হ্যাক করা একাউন্ট সেল করে যা খুব সহজে রিকভার করা যায়।
আমি সাজেস্ট করব একাউন্ট বায় সেল বন্ধ করুন।
newbie
Activity: 10
Merit: 0
August 22, 2019, 12:56:19 PM
আমার বিটকয়েন টক্ এর কিছু একাউন্ট লাগবে ফর ময় বিজনেস এর জন্য. মেম্বার, জুনিয়র ওর সিনিয়র ওর তার ও উপরের একাউন্ট হইলেও হবে. আগ্রহী থাকলে যোগাযোগ করবেন.
newbie
Activity: 528
Merit: 0
August 18, 2019, 11:26:58 PM
I am very sad about ether market dumping
copper member
Activity: 242
Merit: 12
August 17, 2019, 01:58:46 AM
BitcoinTalk  এখানে আমি দিনে কতগুলা পোস্ট করতে পারব তার কোন লিমিট আছে কি? প্লিজ আমাকে জানাবেন.

প্রতিদিন আপনি যত খুশি পোস্ট করতে পারবেন তবে ৩৬০ সেকেন্ডস বিরতি নিয়ে পরের পোস্ট করতে পারবেন।   

ধন্যবাদ আপনাকে, বিষয়টি আমাকে জানানো।
এখানে কোন ধরনের পোস্টগুলো স্প্যাম ধরা হয়?

অপ্রয়োজনীয় পোস্ট যেমন Hi, hello,thanks, nice post এগুলো কে স্পাম হিসেবে ধরা হয়। আপনি স্পাম করলে ব্যান হতে পারেন।
newbie
Activity: 15
Merit: 0
August 14, 2019, 12:06:30 PM
BitcoinTalk  এখানে আমি দিনে কতগুলা পোস্ট করতে পারব তার কোন লিমিট আছে কি? প্লিজ আমাকে জানাবেন.

প্রতিদিন আপনি যত খুশি পোস্ট করতে পারবেন তবে ৩৬০ সেকেন্ডস বিরতি নিয়ে পরের পোস্ট করতে পারবেন।   

ধন্যবাদ আপনাকে, বিষয়টি আমাকে জানানো।
এখানে কোন ধরনের পোস্টগুলো স্প্যাম ধরা হয়?
jr. member
Activity: 64
Merit: 1
August 14, 2019, 10:08:17 AM
BitcoinTalk  এখানে আমি দিনে কতগুলা পোস্ট করতে পারব তার কোন লিমিট আছে কি? প্লিজ আমাকে জানাবেন.

প্রতিদিন আপনি যত খুশি পোস্ট করতে পারবেন তবে ৩৬০ সেকেন্ডস বিরতি নিয়ে পরের পোস্ট করতে পারবেন।   
newbie
Activity: 15
Merit: 0
August 13, 2019, 03:42:40 PM
BitcoinTalk  এখানে আমি দিনে কতগুলা পোস্ট করতে পারব তার কোন লিমিট আছে কি? প্লিজ আমাকে জানাবেন.
jr. member
Activity: 938
Merit: 1
August 11, 2019, 01:18:14 PM
সবাই কেমন আছেন । মাকেটের বর্তমান অবস্থা তেমন ভালো দখছি না। কবে আবারও সুদিন আসবে বলে আপনারা মনেকরেন।     
copper member
Activity: 242
Merit: 12
August 09, 2019, 12:28:42 PM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍

আমি এখন যা বলবো তা যুদি মনযোগ সহ কারে পড়ের তাহলে হয়তো আপনার কাজে আসতে পারে। .......

এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
 
ধন্যবাদ.......।     

আপনার এই পোস্ট মেরিট পাওয়ার যোগ্য, আমার থাকলে দিতাম, আশা করি কোনো সিনিয়র মেম্বার আপনাকে দিবে , শুভকামনা
copper member
Activity: 242
Merit: 12
August 07, 2019, 11:52:36 PM
সবাই কেমন আছো......

এরকম পোস্ট করবেন না, এগুলো নিম্নমানের পোস্ট। প্রথম পোস্টে একজন লিজেন্ডারি মেম্বার এসব পোস্ট করতে মানা করেছেন। আশা করি পরবর্তিতে এটা খেয়াল রাখবেন, ধন্যবাদ।   
copper member
Activity: 242
Merit: 12
August 07, 2019, 11:46:35 PM
অনেক দিন দরে খেয়াল করছি, এই বাংলাদেশ থ্রেটে কেউ পোস্ট করছে না। এটি আমাদের দেশের থ্রেট, আমাদের এখানে বেশি বেশি Active থাকতে হবে,  যাতে এই থ্রেটকে আমরা ভারতের মতো মেইন ফোরামে নিয়ে যেতে পাড়ি।       

সে জন্য আমাদের আরো এক্টিভ থাকতে হবে এবং প্রচুর বিটকয়েন চর্চা করতে হবে।একে অপরকে বিটকয়েন সম্বন্ধে ধারণা দিতে হবে। 
jr. member
Activity: 756
Merit: 1
August 04, 2019, 10:23:22 AM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍

আমি এখন যা বলবো তা যুদি মনযোগ সহ কারে পড়ের তাহলে হয়তো আপনার কাজে আসতে পারে। .......

এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
 
ধন্যবাদ.......।     
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
July 31, 2019, 12:39:38 AM
বিটকয়েন ওয়ালেট এবং তার প্রকারভেদ

বিটকয়েন ওয়ালেটের কথা বললে আমাদের সামনে ভেসে আসে কয়েনবেজ কিংবা ব্লকচেইন ডট কম এর কথা। কিন্তু বাস্তবিক পক্ষে ওইগুলো বিটকয়েন এর মূল ওয়ালেট না। ওইগুলোকে ওয়েব ওয়ালেট বলা যায় যা খুবই রিস্কি। এই ব্যাপারে আমি একটি কমন উক্তি নীচে তুলে ধরলাম।

"আপনি ততক্ষণ পর্যন্ত আপনার বিটকয়েনের মালিক না, যতক্ষণ পর্যন্ত ওই ওয়ালেটের প্রাইভেট কি শুধুমাত্র আপনি নিজে  সংরক্ষণ করতেছেন না। "

এর মানে হলো, আপনি যদি আপনার ওয়ালেটের প্রাইভেট কি অন্য কারো সাথে শেয়ার করেন তাহলে আপনি টেকনিক্যালি ওই ওয়ালেটের মালিক না। সেই হিসেবে কয়েনবেজ কিংবা ব্লকচেইন কিংবা যে কোনো ওয়েব ওয়ালেট রিস্কি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিটকয়েন ওয়ালেট এবং কোন ওয়ালেট ব্যবহারে আপনি সুরক্ষিত থাকতে পারেন।

প্রথমত বিটকয়েন ওয়ালেট দুই ধরণের হয়।
১. কোল্ড ওয়ালেট
২. হট ওয়ালেট

১. কোল্ড ওয়ালেট
কোল্ড ওয়ালেট বলতে সেসব ওয়ালেটকে বোঝায় যেগুলো দিয়ে আপনি অফলাইনে ওই ওয়ালেট ক্রিয়েট এবং স্টোর করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, পেপার ওয়ালেট। আপনি নেট কানেকশান ছাড়া এই ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন এবং সেটাতে বিটকয়েন জমাতে পারবেন। এইটা মূলত শুধু ওয়ালেট এর প্রাইভেট কি হোল্ড করাকে বোঝায়। কোল্ড ওয়ালেট মূলত যারা লং টাইম বিটকয়েন হোল্ড করতে চান তারা ব্যবহার করতে পারেন। যেহেতু এটার ক্রিয়েট করা হয় অফলাইনে, এইটার সিকিউরিটি অনেক বেশি। তবে খেয়াল রাখতে হবে, বড় এমাউন্ট পাঠানোর আগে ছোট একটা এমাউন্ট পাঠিয়ে চেক করতে হবে যাতে বড় কোনো লসের সম্মুখীন না হন। অবশ্যই পেপার ওয়ালেট এর ক্ষেত্রে আপনার প্রাইভেট কি যত্ন সহকারে রাখুন। সেটা হতে পারে প্রিন্ট করে কিংবা ডাউনলোড করে। তবে অবশ্যই অফলাইনে রাখবেন।
 
কিছু কোল্ড ওয়ালেট-
পেপার ওয়ালেট
হার্ডওয়ার ওয়ালেট- ট্ৰেজর, কিপকি, লেজার ন্যানো এস ইত্যাদি।

২. হট ওয়ালেট
হট ওয়ালেট বলতে ওয়েব ওয়ালেট, ডেস্কটপ ওয়ালেট, মোবাইল ওয়ালেট এইগুলোকে বোঝায়। এক কথায় যে ওয়ালেট অনলাইন কানেক্টেড সেটাই হট ওয়ালেট। আমি আগেই ওয়েব ওয়ালেট সম্পর্কে কথা বলেছি। এখন আমরা ডেস্কটপ ওয়ালেট কিংবা মোবাইল ওয়ালেট নিয়ে।
ডেস্কটপ ওয়ালেট অনেকগুলো রয়েছে। তাদের মধ্যে আমি সেরা দুইটি ওয়ালেট নিয়ে কথা বলবো।

  • বিটকয়েন কোর
বিটকয়েন কোর হলো বিটকয়েন এর মূল ওয়ালেট। আপনি এই এপ্সটা আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ এ ইন্সটল দিয়ে ব্যবহার করতে পারেন। এইখানে কিছু কথা থেকে যায়। আমরা আগের আর্টিকেলে জেনেছি বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন ব্লকচেইনে রেকর্ড করা থাকে। বিটকয়েন এর প্রতিটা ডেস্কটপ ওয়ালেট (মূল ওয়ালেট- বিটকয়েন কোর, বিটকোর কিংবা আরো অনেকগুলো। তবে এই দুইটি জনপ্রিয় ) বিটকয়েনের সব ট্রানজেকশন ওয়ালেটে আপডেট দে। যেমন আপনি একটা ওয়ালেট ব্যবহার করতেছেন, আপনি অফলাইনে যখন ছিলেন তখন ৫টা রেকর্ড হয়েছে মানে ট্রানজেকশন হয়েছে। আপনি যখন ওয়ালেট ওপেন করবেন তখন আপনার ওয়ালেটে ওই ৫টা ট্রানজেকশন অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলা হয় সিনক্রোনাইজেশন। অর্থাৎ বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন রেকর্ড সব কোর ওয়ালেটে থাকবে। এখন আপনি যদি বিটকয়েন কোর, বিটকোর ব্যবহার করতে চান তাহলে আপনাকে ২০০৯ সাল থেকে সব ট্রানজেকশন আপডেট করতে হবে যার জন্য প্রায় ৫০০+ গিগাবাইট স্পেস লাগবে। সাথে ভালো নেট স্পিড থাকা লাগবে। যদিও আপনি চাইলে ৫০০ গিগাবাইট থেকে কম দিয়েও এই ওয়ালেট চালাতে পারবেন। যেমন ১০০ গিগাবাইট দিয়েও হয়। সেটা নিয়ে আমি অন্য একদিন লিখবো। আপাতত সেদিকে যেতে চাইতেছি না।

  • ইলেকট্রাম ওয়ালেট
এখন আপনি যদি চিন্তা করেন ২০০৯ সাল থেকে বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন রেকর্ড ডাউনলোড কিংবা আপডেট করবেন তাহলে সেটা সময় সাপেক্ষ হবে এবং আপনার অনেক খালি স্পেস লাগবে। তার জন্য সমাধান হলো কোনো ট্রাস্টেড থার্ড পার্টির আপডেট এর উপর নির্ভর করা। অর্থাৎ আপনার কাজটা অন্য কেউ করে দেবে। সেক্ষত্রে আমরা ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারি। এইটা অনেক ট্রাস্টেড এবং অনেকেই ব্যবহার করে থাকে। এইখানে আপনার কাজ শুধু এপ্সটা ইন্সটল করা। ব্যস। আর কিছু না। এতে আপনার বেশি স্পেস ও থাকা লাগবে না আবার নেট স্পিড ও ভালো থাকা লাগবে না।

মোবাইল ওয়ালেট
ইলেকট্রাম এর মোবাইল ওয়ালেট চাইলে ব্যবহার করতে পারেন কিংবা বিটপে/copay এর মোবাইল ওয়ালেট ব্যবহার করতে পারেন।

কিছু সতর্কবানী-
১. যে কোনো ওয়ালেট অবশ্যই অফিসিয়াল লিংক থেকে ডাউনলোড করবেন।
২. সবসময় আপনার প্রাইভেট কি সংরক্ষণ করবেন।
৩. ওয়ালেট ব্যাক আপ রাখবেন যদিও প্রাইভেট কি থাকলেই যথেষ্ট।
৪. আপনার প্রাইভেট কি কারো সাথে শেয়ার করবেন না।

Originally posted at- http://www.bitcoinbangladesh.info/showthread.php?tid=8
member
Activity: 187
Merit: 10
July 30, 2019, 09:43:47 AM
অনেক দিন দরে খেয়াল করছি, এই বাংলাদেশ থ্রেটে কেউ পোস্ট করছে না। এটি আমাদের দেশের থ্রেট, আমাদের এখানে বেশি বেশি Active থাকতে হবে,  যাতে এই থ্রেটকে আমরা ভারতের মতো মেইন ফোরামে নিয়ে যেতে পাড়ি।       
member
Activity: 187
Merit: 10
July 22, 2019, 05:04:07 AM
বাংলাদেশের সবাই বিটকয়েন লেনদেন দিয়ে অনেক ঝামেলায় আছেন।চারদিকে স্ক্যামার এ ভরপুর। চলুন আজকে আপনাদের খুব সহজ একটা পন্থা পরিচয় করিয়ে দেই যার মাধ্যমে আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন।

১. এই সাইটে গিয়ে একাউন্ট খুলুন- www.bitcoinbangladesh.info
২. কারেন্সি লেনদেন সেকশনে গিয়ে বায় কিংবা সেল অর্ডার পোস্ট করুন।
৩. এডমিন (আমি) আপনাদেরকে কোন ফি ছাড়া লেনদেন করিয়ে দেবে। ভরসা রাখতে পারেন। আমার উদ্দেশ্য হল সবাই যেন নিরাপদ লেনদেন করতে পারে।

ধন্যবাদ সবাইকে
আপনার বক্তব্য শুনে ভালই লাগলো। আসা করি কারো সাথে প্রতারণা করবেন না। সৎ থাকলে বড় পর্যায়ে যেতে পারবেন। তবে, আসা করি আপনাকে বিশ্বাস করার মতো যথেষ্ট প্রথম দিয়ে বিস্তারিত পোস্ট কোরবেন।

এই রকম বিষয় নিয়ে এত সাধারণ পোস্ট করলে আপনি দ্রুতই স্কামার হিসেবে গন্য হতে পারেন। যা আপনার জন্য নিশ্চয় খুব খারাব হবে।             
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
July 22, 2019, 12:25:48 AM
বাংলাদেশের সবাই বিটকয়েন লেনদেন দিয়ে অনেক ঝামেলায় আছেন।চারদিকে স্ক্যামার এ ভরপুর। চলুন আজকে আপনাদের খুব সহজ একটা পন্থা পরিচয় করিয়ে দেই যার মাধ্যমে আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন।

১. এই সাইটে গিয়ে একাউন্ট খুলুন- www.bitcoinbangladesh.info
২. কারেন্সি লেনদেন সেকশনে গিয়ে বায় কিংবা সেল অর্ডার পোস্ট করুন।
৩. এডমিন (আমি) আপনাদেরকে কোন ফি ছাড়া লেনদেন করিয়ে দেবে। ভরসা রাখতে পারেন। আমার উদ্দেশ্য হল সবাই যেন নিরাপদ লেনদেন করতে পারে।

ধন্যবাদ সবাইকে
jr. member
Activity: 115
Merit: 1
July 18, 2019, 10:29:10 AM
সবার দিনকাল কেমন চলছে""?
ভলোই চলছে,,,,, আপনার কেমন চলছে
আপনাকে বুঝতে হবে এখানে হাই, হ্যালো,  দিনকাল কেমন চলছে এরকম পোস্ট করা যাবে না। এরকম পোস্ট করলে আপনি স্কামার হিসেবে গন্য হবেন এবং আপনার একাউন্টটি ব্যান হতে পারে। তাই আপনার উচিৎ ভালো কোনো বিষয় নিয়ে আলচনা করা।
-ধন্যবাদ।             
Jump to: