Author

Topic: বাংলা (Bengali) - page 473. (Read 5730680 times)

jr. member
Activity: 54
Merit: 2
October 01, 2019, 03:48:18 AM
আমি নতুন আমাকে কেউ বলবেন যে বাউন্টি করতে কি কি লাগে।
বাউন্টি করতে কিছু Social ID  লাগে যেমন Facebook,Twitter,Telegram,Instagram, আরো কিছু ক্যাম্পেইন করা লাগে।  আর এই বাউন্টি করার জন্য আগে দক্ষ হতে হয়। তুমি মনে হচ্ছে নতুন।  তুমি আগে সব কিছু দেখো জানো কেমনে কি করতে হয়।  তারপর না হয় বাউন্টি কইরো। আর তা ছাড়া তুমার  Activity বাড়াউ পোস্ট এর মান বাড়াউ, যত বেশি ভালো মানের পোস্ট করবা তত একটিভিটি বারবে আর সিনিয়দের ভালো লাগলে তুমায় সম্মান হিসাবে মেরিট অহ দিতে পারে।
So স্পাম পোস্ট না করে কাজের পোস্ট করো।
[/color]ধন্যবাদ
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
September 30, 2019, 09:22:53 AM
আমি নতুন আমাকে কেউ বলবেন যে বাউন্টি করতে কি কি লাগে।
newbie
Activity: 854
Merit: 0
September 30, 2019, 04:45:39 AM
বিটকয়েন এ কি এখনো স্কাম হয়।
না এখন বিটকয়েন ফরম অনেক ভালো মানের সিকিউরিটি দেওয়া হয়েছে স্কাম হলেই রেট ট্রাস্ট মেরে দেয়। তাই ভয়ের কোনো কারন নেই।
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
September 30, 2019, 04:39:30 AM
 বিটকয়েন এ কি এখনো স্কাম হয়।
member
Activity: 86
Merit: 27
September 25, 2019, 04:46:58 PM
বিটিসি প্রাইজ দিন দিন কমে যাচ্ছে। বিটিসি প্রাইজ ৮৩৬০ এ নেমে গেছে। এখন বিটিসি প্রাইজ শুধু ডামপিং করতেছে।

চিন্তার কিছু নাই। ২০২০ তে block halving আইতাসে। দাম অনেকগুণ বাড়বো।

ঐদিকে Winklevoss ভাইয়েরা কি কইতাসে সেইটাও দেইখা নেন...

https://twitter.com/tylerwinklevoss/status/1176650565306200064

https://twitter.com/winklevoss/status/1176662362088230914
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
September 11, 2019, 12:53:07 PM
কি কাজ করলে মেরিট বারবে।।।।
ভাই, এই প্রশ্নের উত্তর উপরে খুজলে দেখবেন অনেকবার লেখা হয়েছে। ভালো পোস্ট, মানসম্মত পোস্ট, অন্যদের সহায়ক পোস্ট করুন। মেরিট পাবেন।আমার যা আছে তা আমি শেয়ার করব।ভালো পোস্ট করলে মেরিট অবশ্যই পাবেন।
newbie
Activity: 490
Merit: 0
September 11, 2019, 09:00:28 AM
কি কাজ করলে মেরিট বারবে।।।।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
September 11, 2019, 07:21:56 AM
কি কি করলে স্পাম ধরে এর কোন নিয়ম আছে নাকি 
এইখানে যা যা আছে সবই স্পাম- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
এর পাশাপাশি যা যা আপনি রিয়েল লাইফে করা উচিত না তা এইখানে ও করা থেকে বিরত থাকুন, এই যেমন লোক ঠকানো, মিথ্যা আশ্বাস দেয়া কিংবা কারো টাকা মেরে খাওয়া, এইসব করবেন না।
newbie
Activity: 268
Merit: 0
September 11, 2019, 07:13:48 AM
কি কি করলে স্পাম ধরে এর কোন নিয়ম আছে নাকি 
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
September 11, 2019, 06:41:24 AM
কে বাংলাদেশী কে ইন্ডিয়ান এইটা মানুষের কথাবার্তা কিংবা আচার আচরণে বোঝা যায়। আমি আর এই ব্যাপার নিয়ে কিছু বলছি না। আফসোস, মানুষ দরকারে কিভাবে নিজের পরিচয় পরিবর্তন করে ফেলে।

আর নিজে আইন গুলা মানুন অন্যকে মানতে সাহায্য করুন
ধন্যবাদ আমার কোনো ভুল হলে আমায় মাফ করবেন

এই কথা গুলো অনেকবার এই থ্রেডে বলা হয়েছে, বারবার বলারও কোন মানে হয়না কারন বলেও লাভ নাই।স্পাম পোস্ট দেখলে রিপোর্ট করবেন।এইটা ছাড়া কোন ওয়ে নাই। কারন এই স্পামগুলো সবাই করে একটিভিটি বাড়ানোর জন্য কিন্তু তারা জানেনা শুধুমাত্র এক্টিভিটি দিয়ে কিছুই হবেনা, সাথে মেরিটও লাগবে।

লোন দেবার মাধ্যমে- https://bitcointalk.org/index.php?board=65.0 এখান থেকে লোন দেবার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এই ফোরামে লোন বিজলেস অনেক রিস্কি কারন হাই র‍্যাংক মেম্বাররাও স্কেম করে থাকে, সুতরাং, নিউবিদের জন্য এই বিজনেস মোটেও কার্যকরী নয়।এই ফোরাম থেকে আর্ন করতে হলে আগে নিজের মেম্বারশিপ ভালো অবস্থানে নিতে হবে।বাউন্টি করে খুব কম ইনকাম হয়। কোন কাজ পারলে সেটার সার্ভিস দিতে পারেন।

jr. member
Activity: 602
Merit: 3
September 09, 2019, 10:57:49 AM
যারা তাদের বিটকয়েন ডাবল করতে চান তারা এই গ্রুপে জয়েন হবেন এখানে নতুন সাইট এর লিংক পাবেন

https://t.me/joinchat/L5cZ8xWRPefarnnXMDozmw

২৪ ঘণ্টার মধ্যে বিটকয়েন ডাবল হবে।  Smiley  Smiley  Smiley  Smiley
এটা স্পাম আর আপনি স্পামার। এ ধরেনের রেফারেন্স লিঙ্ক সহ পোস্ট তাই প্রমান করে। এ ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন।
newbie
Activity: 490
Merit: 0
September 09, 2019, 10:46:42 AM
Twitter  account  এর লিংক করতে পারছি না কারন বিটকনের মাঝেতো Twitter  কাজ আছে।।
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
September 09, 2019, 08:58:21 AM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍



আমিও এই বিষয় টা জানতে চায়
হ্যাঁ নতুন যারা এই ফরামে আসে বা আসতেছে তাদের নিয়ে কিছু কথা আছে যেগুলা  মানলে এই ফোমার এর জন্য এবং সবার জন্য নিচে তা দেয়া হলোঃঃ

★সর্বপ্রথম যে কাজ গুলো করতে হবে তা হলো থ্রেডে সব ধরনের স্পাম কাজ থেকে দূরে থাকতে হবে।।
★থ্রেডে এসে হাই, হ্যালো, কেমন আছেন,  আমি বাংলাদেশি, আপনার বাড়ি কোথায়, এই দরনের যত কথা আছে সে গুলা থেকে বিরত থাকতে হবে।।
★আপনি যদি কোনো বিষয়ে না বোঝেন তা হলে সেটা সবার সাথে পরামর্শ করে সমাধান করতে পারেন।।
★আমাদের এই থ্রেডে অনেক বড় মেম্বার আছে যেমন sr, hero, full, legendary so কোনো সমস্যা হলে তাদের সাথে নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।।
★এই থ্রেডে মডারেটর শুধু BitcoinDream ভাই সে ছাড়া তেমন কেও নেই। আগে এই থ্রেডে অনেক স্পাম হতো কিন্তু তার কিছু উদ্দেগের কারণে এখন স্পামিং কম হয়।।
★যদি নিওভাই রা এসে নানা ধরেনের স্পামিং শুরু করে তা হলে তার পক্ষে এটা সমাধান করতে অনেক সমস্যা হবে  
★ তাই যারা নতুন কিছু বোজেন না তারা আগে থ্রেডের পোস্ট গুলা ভালো করে পরেন তা হলে আপনার একটু হলেও বিটকয়েন  সম্পর্কে ধারনা হবে। কেনো বিটকয়েন ফোরাম তৈরি করা হয়েছে।।
★আশা করি যারা এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন তারা বুজতে পারছেন।।।আর লাস্ট বারের মতো বলি যারা নতুন আসছেন দয়া করে আজে বাজে পেছাল,  আবল তাবল কথা, যে গুলা কারো উপকারে আসবে না সে গুলা পোস্ট কইরেন না। যে পোস্ট গুলা অন্যের কাজে আসবে সেই পোস্ট গুলা করেন যাতে আপনার পোস্ট দেখে অন্যেরা শিখতে পারে।।

আর নিজে আইন গুলা মানুন অন্যকে মানতে সাহায্য করুন
ধন্যবাদ আমার কোনো ভুল হলে আমায় মাফ করবেন
newbie
Activity: 490
Merit: 0
September 09, 2019, 06:37:35 AM
হুম আমার সব ধরনের account  আছে।। কিনতু আমি ফরম পূরন করতে গিয়ে  একটু সম্যসা ছচছে,,,
jr. member
Activity: 854
Merit: 1
September 08, 2019, 10:21:29 PM
সিনিয়র ভাইদের বলছি, আপনারা যারা বাউন্টি করেন, বাউন্টি করার ক্ষেত্রে কি একাধিক বা একের অধিক টেলিগ্রাম একাউন্ট ব্যবহার করা যায় বা একের অধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করলে কি কোন সমস্যা হতে পারে?
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
September 08, 2019, 05:56:43 PM
সিনিয়র ভাইদের বলছি।।। নতুনদের কাজ করার জন্য পরামর্শ  দেন
আপনি যদি এই সাইটে কাজ করতে চান তা হলে করতে পারবেন কিন্তু আপনাকে কিছু নিয়মমেনে চলতে হবে।।
আপনার যা যা করতে হবে তা নিচে দেখুন।
★প্রথমত আপনার একটা ফেসবুক একাউন্ট লাগবে আর একটা টুইটার একাউন্ট লাগবে
★আপনি যে প্রোজেক্ট এ কাজ করবেন সেই প্রোজেক্ট এ গিয়ে আপনাকে  কাজের ফ্রম আছে সেটা পুরন করতে হবে
★পুরন করা শেষ হলে আপনি প্রতিদিন বা সপ্তাহে একবার আপনাকে ওই কাজ করতে হবে যেমনঃ তারা হয়তো বা বলতে পারে ৫ টা পোস্ট আর ৫ টা রিপোস্ট  বা ৫ টা টুইট আর ৫ টা রিটুইট  করো।।
★আপনি ওই  প্রোজেক্টের রুলস গুলা দেখবেন তারা কি বলেছে সেই অনুযায়ি কাজ করবেন তা হলে আপনি পুরো মুল্যটা পাবেন
★আসলে এই কাজ গুলা সামনাসামনিনা দেখালে বোঝা যায় না  তাইআমি যতো টুকু পেরেছি আপনাকে বুজিয়েছি।।
★ আর প্রতি সপ্তাহে একবার করে কাজ জমা দিতে হয় না বুজলে এইভাবে কাজ জমা দেবেন
post link: https://bitcointalksearch.org/topic/m.52279891
newbie
Activity: 490
Merit: 0
September 08, 2019, 11:33:13 AM
সিনিয়র ভাইদের বলছি।।। নতুনদের কাজ করার জন্য পরামর্শ  দেন
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 08, 2019, 10:44:36 AM
যারা CPU মাইনিং করার কথা ভাবছেন কিন্তু প্রফিটেবল কিনা এই ভেবে করতেছেন না, তারা Epic Cash মাইনিং করতে পারেন। Epic Cash ডেভেলপার CPU মাইনিং এর কথা মাথায় রেখেই তাদের RandomX এলগরিদম বানিয়েছেন।
আরো তথ্য জানতে- https://t.me/EpicCashBengali
টেলিগ্রামে যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
September 08, 2019, 10:37:38 AM
Notice:

 এটি (হাই, হ্যালো, আপনি কেমন আছেন, শুভ সকাল, শুভরাত্রি) ....
এসব বলার জায়গা না। আমি এই ধরণের পোস্ট করা ছেলেদের জন্য শেষ সতর্কতা দিচ্ছি..আমি এটি আপনার সুরক্ষার জন্য বলছি । আপনি এটি খুব খারাপভাবে বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনি একটি স্প্যামার হিসাবে গণ্য হয়েছেন এবং আপনার অ্যাকাউন্টটি বন্ধ  করে দিতে পারে ....
                                    Roll Eyes Roll Eyes তাই সাবধান  Roll Eyes Roll Eyes
ভাই এতা কিন্তু ঠিক না আপনি কপি পোস্ট করতে না করেন আবার দেখি আপনিই কপি পোস্ট করেন। এগুলা ঠিক না ভাই নিজের যোগ্যতায় চলেন ভাই তা হলে আপনি নিজেই ভুল করে শিখতে পারবেন কিন্তু কারো পোস্ট কপি করে তা পোস্ট করা ভালো না ভাই তাই নিজে যাচাই করে নতুন কিছু তৈরি করেন জাতে ছোট বা যারা নতুন তারা কিছু শিখতে পারবে কেমন।।।
এক বড় ভাই এই পোস্ট ইংলিশ এ দিয়ে মেরিট পেয়েছেন তাই আপনিও দিলেন এটা ঠিক না ভাই ভুল হলে মাফ করবেন। 
copy link: https://bitcointalksearch.org/topic/m.39740404
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
September 08, 2019, 10:07:34 AM
সিনিয়র  মেম্বারদের বলছি।। আমরা নতুন জয়েন করছি।।। কিভাব কাজ করলে step পার হতে পারবো
আপনি জানতে চেয়েছেন কিভাবে আপনি আপনার, জায়গা বা স্থান পরিবর্তন করবেন বা উঁচু পদে জাবেন।।
সর্ব প্রথম আপনাকে জানতে হবে, বিটকয়েন কি?? তার পর আপনাকে জানতে হবে কিভাবে এই সাইটে কাজ করতে হয়।।
প্রথমত আপনি যদি আপনার পজিসন পরিবর্তন করতে চান তা হলে সেটা সম্ভব না কারন ২০১৮ সালের লাস্টের দিকে ওটোমেটিক মেরিট বা যোগ্যতা পদ্ধতি বদ্ধ করা হয়েছে কিন্তু আপনি যদি বিটকয়েন সম্পর্কে ভালো জানেন যদি আপনার পোস্ট গুলা কার উপকারে আসে তা হলে আপনি মেরিট পেতে পারেন
এই থেড্রে আগের মতো স্পাম পোস্ট হয় না যার কারনে আপনার পক্ষে আপনার পজিসন পরিবর্তন করা সম্ভব।।
তাই বলি আপনি নিজেও স্পাম করবেন না অন্যকে স্পাম করতে দিবেন না।। আমাদের এই বাংঙ্গালী থেড্রে আগে অনেক মানুষ নানা ধরনের মন্তব্য করতো যে গুলা কোনো কাজে আসতো না কিন্তু এখন সেটা প্রায় দমন করে ফেলেছে।। BitcoinDream তাই আশা করা জায় এখন সবাই শিখতে পারবে ৷।
কিন্তু এর পরেও কিছু ছোট মেম্বার রা এসে নানা ধরনের স্পাম করে,, ভাই যদি  তোমরা এভাবে স্পাম করো তা হলে তো থেড্রে সমস্যার সৃষ্টি হবে।। তাই তুমি জানতে  চাও সেটা লিখে পোস্ট করো এতে করে তুমিও শিখতে  পারবে এবং কেও সে বিষয়েনা জানলে সেও শিখতে পারবে।।।
সবার কাছে আমার একটাই অনুরোধ কেও স্পাম পোস্ট করো না যা জানার সেতা লিখে পোস্ট করো তা হলে দেখবে এমনিতেই তোমার স্থান পরিবর্তন হইয়ে যাবে।।     
নিচের তালিকা টা দেখেন তা হলে বুজতে পারবেন।।

  ♥মেরিট সিস্টেম♥

 পজিশন   -----------------      ---------     মেরিট পয়েন্ট    -----------   অ্যক্টিভিটি
Brand new(ব্যান্ড নিউ) --------------------- 0       ----------------- 0
Newbie ( নিউবাই)        ----------------------- 0    ------+  -----------1
Jr Member (জুনিয়র মেম্বার)   --------------1    -------------------30
Member ( মেম্বার)       -------------------------10 -------------------- 60
Full Member ( ফুল মেম্বার) ------------  100 ---------------------120
Sr. Member: ( সিনিয়র মেম্বার)     ------- 250  ------------------ 240
Hero Member ( হিরো মেম্বার)  ---------500  --------------------  480
Legendary ( লেজেন্ডারি) ---------------- 1000  -------------- 775 - 1030

আশা করি আপনি আপানার প্রশ্নের উত্তর তা পেয়েছেন ভুল হলে বলবেন আমি যত টুকু পারি ঠিক করে নেব
ধন্যবাদ।। 😍😍
Jump to: