Author

Topic: বাংলা (Bengali) - page 478. (Read 5294849 times)

member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
November 18, 2018, 04:17:56 AM
থ্রেড এ কেউ কোন পোস্ট ই করেনা এভাবে চলতে থাকলেতো আমাদের বাঙালি  থ্রেড   এর কোন অস্তিত্বই থাকবেনা।   
অস্তিত্ব থাকবে কিন্তু মূল্যায়ন নেই। হয়তো এই কারনে যে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কেউ আলোচনা করিনা। শুধু এতুটুকু ছাড়া যে, "আপনি বাঙালি? বা আপনি বাংলাদেশি?" আসলে আমরা জানতেই পারছি যে এই থ্রেডটি বাঙালি আর বাংলাদেশি ছাড়া আর কেউ আসবে না, যেমনটা আমরা কিন্তু স্প্যনিস,চাইনিজ ইত্যাদি থ্রেডে লিখা লিখি করতে যাবনা। ঠিক তদ্রুপ তারা এখানে আলোচনা করার জন্য আসবে না। তাই এই সব না লিখে, আসুন মূল আলোচনাই আসি যার জন্য এই থ্রেড বা এই ফোরাম। এতে করে আমাদের সকলেরই উপকারে আসবে।
jr. member
Activity: 364
Merit: 4
November 18, 2018, 12:39:53 AM
আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অনেক বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে.যেখান থেকে আপনি খুব সহজেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটি ভাল ধারনা পাবেন, শুধু আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে...
member
Activity: 252
Merit: 10
November 16, 2018, 08:54:57 AM
থ্রেড এ কেউ কোন পোস্ট ই করেনা এভাবে চলতে থাকলেতো আমাদের বাঙালি  থ্রেড   এর কোন অস্তিত্বই থাকবেনা।   
Amra sobai eikhane asechi tk income er jonne. Ei jonne ei thread ta inactive thake. Asole local thread e signature campaign e post accept kore na tai keu temon active thakena. Jai hok, ei thread muloto amader bashay bitcoin kingba cryptocurrency niye alochona korar jonne. Amar mone hoy amader theke khub kom lok e jane bitcoin somporke. Ei jonne keu alochona korte chayna.
Tasara r akta karon hote pare amader eikhane keu merit deyna tai hoyto amra keu temon akta active thakina eikhane.
newbie
Activity: 179
Merit: 0
November 15, 2018, 09:34:52 AM
এই thread সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষের জন্যে...
আমি বাংলাদেশ খুলনা থেকে বলতেছি।
ভাই আমার বাড়ি টাংগাইল
jr. member
Activity: 533
Merit: 1
November 12, 2018, 12:29:25 AM
ব্লকচেন কি? কেউ একটু বলবেন
★একটি ব্লকচেন অর্থের জন্য বিশেষ আমাদের ক্রিপ্টোগ্রাফিকভাবে আমাদের সম্পদ মালিকানা দেয় এবং স্মার্ট চুক্তিগুলো ব্যবহার করে সেই সম্পদ থেকে উৎপন্ন নগদ প্রবাহগুলোকে প্রয়োগ করে।

★ জনসাধারণের ব্লকচেন প্রকল্পের বিষয়ে জানতে জেন প্রোটোকলের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
এখানে  কিল্ক  করুন : https://t.me/zenprotocol
jr. member
Activity: 533
Merit: 1
November 09, 2018, 08:42:54 AM
★এশিয়ার শীর্ষ 10 Cryptocurrency সাইট
1. Cointelegraph
2. CCN
3. CoinDesk
4. The Coinbase Blog
5. Bitcoin News
6. NewsBTC
7. Bitcoinist
8. Bitcoin Magazine
9. BTCManager
10. Coinspeaker
member
Activity: 154
Merit: 30
Need Forum Moderator?? PM me.
November 08, 2018, 11:52:12 PM
আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
আপনার মতো অনেকেই আছে যারা ভালো ইংলিশ পাড়ে না। এবং এখান থেকে ভালো কিছু জানতে পাড়ে না। তার জন্য @mdayonliner এখানকার গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল থ্রেড গুলো বাংলায় অনুবাদ করতেছেন। কাজ এখনও সম্পূর্ন শেষ না হলেও প্রায় শেষের দিকে আপমারা এখানথেকে সবকিছু জানতে পাড়বেন বাংলা ভাষায়।
থ্রেডগুলো নিম্নরূপ।
1. বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
2. বাংলাদেশের স্থানীয়: কাল্পনিক মেটা।
3. বাংলাদেশের স্থানীয়: বিটকয়েন নিয়ে আলোচনা
উনার কাজ শেষ হবেনা কারন উনি আর এই ফোরামে থাকছেন না।
jr. member
Activity: 1176
Merit: 1
November 08, 2018, 08:54:55 PM
আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
আপনার যা করা উচিৎ তা হলোঃ
১. ইংরেজি খুব ভালো না পারলেও বপ্লতে বা বুঝতে পারার মতো করে আয়ত্ত করা।
২. প্রতিদইন একটু একটু করে ইংলিশ প্রাক্টিস করা।
৩. ক্রিপ্ট রিলেটেড ব্লগ বা ওয়েবসাইট গুলো দেখা এবং বোঝার চেষ্টা করা।
৪. কপি-পেস্ট কোনকিছু এই ফরামে ব্যাবহার না করা।
৫. যদি সম্ভব হয় তাহোলে সকল টপিক এর পিন করা পোস্টগুলা পড়া।

আপনি বা যে কেউ এগুলা যদি রেগুলার করতে পারেন তাহলে কিছুদিনের মদ্ধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।
jr. member
Activity: 533
Merit: 1
November 08, 2018, 06:11:50 PM

★★বিটকয়েন এখন লম্বা-প্রতিষ্ঠিত বাণিজ্য পরিসরের মাঝামাঝি ট্রেডিং করছে,  যা একাধিক উপলক্ষে 6,200 ডলার এবং 6,700 ডলারের মধ্যে প্রমাণিত হয়েছে।সেপ্টেম্বরের শুরুতে বিটকয়েন এই পূর্বনির্ধারিত পরিসরে পতিত হয়েছিল, তার ক্রমবর্ধমান পদক্ষেপটি 7,400 ডলার এবং তার ধারালো ড্রপ 6,200 ডলারে নেমেছিল। তারপরে, বিটিসি এই সীমার উপরে এবং নীচের অংশে বাউন্স করেছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে এটি অল্প সময়ের মধ্যেই ভেঙ্গে গেছে যখন তার দাম অস্থায়ীভাবে সীমার মধ্যে পড়ে যাওয়ার আগে 6,800 ডলারের উপরে চলে গেছে।বিগত কয়েক সপ্তাহ ধরে, বিটকয়েনের দামের কর্মটি আরও দৃঢ়ভাবে দৃঢ় করেছে যে এটি আসলে একটি শক্তিশালী ট্রেডিং পরিসীমা।কারণ এটি অক্টোবরের শেষের দিকে  6200 মার্কিন ডলারে নেমে যাওয়ার পরে দ্রুত দাম বাড়ছে।
বিটকয়েন প্রায় 6,520 ডলারে ট্রেড করছে। 24 ঘণ্টার ট্রেডিং সময়ের চেয়ে মাত্র 1% বেশি।
full member
Activity: 392
Merit: 106
November 08, 2018, 11:03:33 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।
এই আর্টিকেল টি পড়েনঃ https://en.wikipedia.org/wiki/Legality_of_bitcoin_by_country_or_territory
এবং Legality of bitcoin in Bangladesh
আপনাকে ধন্যবা। 
jr. member
Activity: 30
Merit: 2
November 08, 2018, 01:36:33 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।
এই আর্টিকেল টি পড়েনঃ https://en.wikipedia.org/wiki/Legality_of_bitcoin_by_country_or_territory
এবং Legality of bitcoin in Bangladesh
newbie
Activity: 179
Merit: 0
November 07, 2018, 10:18:32 PM
থ্রেড এ সিনিয়রদের দেখাই যায়না। থ্রেড এ সিনিয়ররা থাকলে নতুনদের জন্য ভাল হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে আমরা বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব এবং অন্যজনকে সাহায্য করতে পারব।
আপনি একদম ঠিক কথা বলছেন ভাইয়া।
আমাদের এখানে মেরিট  সোরস দরকার
jr. member
Activity: 533
Merit: 1
November 07, 2018, 01:31:56 AM
থ্রেড এ সিনিয়রদের দেখাই যায়না। থ্রেড এ সিনিয়ররা থাকলে নতুনদের জন্য ভাল হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে আমরা বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব এবং অন্যজনকে সাহায্য করতে পারব।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
November 06, 2018, 12:52:23 AM
কোন Local Exchange গুলার কথা কইতাসেন ভাই?
Swapcost, paidbd, bdwalletx
এইগুলো ছাড়াও আরো অনেক এক্সচেঞ্জ আছে।তাছাড়া ফেসবুক গ্রুপ গুলোতে অনেকেই ফেস টু ফেস ডিল করছে।কতৃপক্ষ চাইলেই এগুলো ধরতে পারে।আইন অনুযায়ী যেহেতু এইটা অবৈধ, কেন তারা কোন একশন নিচ্ছেন না?

আমি ইংরেজিতে দুর্বল। কিপ্তকারেঞ্চি সম্প্ররকে  ব্লগভালো কোথাই পাবোHuh
বাংলায় ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ করুন গুগলে, পেয়ে যাবেন।অনেকেই লিখছে এখন।আমিও এইখানেই লিখতাম যদি আমাদের একটা আলাদা সাব ফোরাম থাকতো।ইন্ডিয়ান সাব ফোরামে লিখতে সত্যিই খুব খারাপ লাগে।এমনেই অনেকেই আমাদের ইন্ডিয়ান ভাবে, লল।
jr. member
Activity: 533
Merit: 1
November 05, 2018, 11:51:06 PM
are u from bangladesh?

If not, this can be moved to the India forum.

এখানে বাংলায় কথা বললেই ভালো হয়  Smiley
আমি এলাম। অনেক দিনের পরে আমি এলাম।
Vaiiya Ami merit pabo ki vabe
ফরমে হেল্পফুল পোষ্ট করেন। স্প্যাম অথবা  কপি পোস্ট থেকে বিরত থাকেন। বিটকয়েন সম্পর্কে ভাল ভাল  পোস্ট করেন। কেউ উপকৃত হলে এমনিতেই মেরিট দিবে। 
newbie
Activity: 179
Merit: 0
November 05, 2018, 09:08:12 PM
মেরিট পাব কিভাবে। নতুন মেরিট সিস্টেম টা কেউ বলবেন
সবাই মেরিটের পিছনে দৌড়াচ্ছে ।কেউ ফোরামে কোন ভাল বা হেল্পফুল পোষ্ট করছে না । মেরিট মানে যোগ্যতা ।  মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত।মেরিট পেতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। আপনি একটি হেল্পফুল পোষ্ট দেন  বা বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে সেই পোষ্টে দেন  যদি কেউ উপকৃত হয় তবে সে এমনি তেই আপনাকে মেরিট দিবে ।  আপনার  rank বাড়ানোর চেয়ে আপনাকে আপনার কাজ সঠিকভাবে জানতে হবে।

★নতুন মেরিট সিস্টেম

 পজিশন           মেরিট পয়েন্ট       অ্যক্টিভিটি
★Brand new:     0                            0   
★Newbie:           0                           1
★Jr Member:     1                           30
★Member:        10                          60
★Full Member:100                        120
★Sr. Member:  250                        240
★Hero Member: 500                     480
★Legendary:    1000                  775 - 1030
ভাল উপদেশ দেয়ার জন্য   ধন্যবাদ
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
November 04, 2018, 10:33:07 PM
~~~
কয়েকদিন আগে Financial Express এ পড়েছিলাম বাংলাদেশ ব্যাংক নাকি Upay, Ipay, Nexuspay এইগুলো কন্ট্রোল করতে পারছে না।মানে এইগুলোর মাধ্যমে নাকি কালো টাকা সাদা হচ্ছে।ভাবতে আমার অবাক লাগছে যে আমরা এখনও কতটা পিছিয়ে।দিস ইজ হোয়াট ডিজিটাল বাংলাদেশ ইজ।

পুলিশ আর কি করবো? বাংলাদেশের কোনো exchange কি আদৌ বাংলাদেশ দিয়া চলতাসে? LocalBitcoins.com এর মালিকেরা তো বইসা আসে ইউরোপে।
আপনি মনে হয় আমার কথা বোঝেন নাই।অনেক গুলো লোকাল এক্সচেঞ্জ আছে যাদের চাইলেই ধরা যায়।তারা অনেকভাবে তাদের identity পাবলিশ করে থাকে।তাদের চাইলেই ধরা যায়।আমি তাদের কথা বলতেছি।
jr. member
Activity: 533
Merit: 1
November 04, 2018, 09:23:42 PM
মেরিট পাব কিভাবে। নতুন মেরিট সিস্টেম টা কেউ বলবেন
সবাই মেরিটের পিছনে দৌড়াচ্ছে ।কেউ ফোরামে কোন ভাল বা হেল্পফুল পোষ্ট করছে না । মেরিট মানে যোগ্যতা ।  মেরিট তাদের কেই দেওয়া হয় যারা অর্জিত।মেরিট পেতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। আপনি একটি হেল্পফুল পোষ্ট দেন  বা বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে সেই পোষ্টে দেন  যদি কেউ উপকৃত হয় তবে সে এমনি তেই আপনাকে মেরিট দিবে ।  আপনার  rank বাড়ানোর চেয়ে আপনাকে আপনার কাজ সঠিকভাবে জানতে হবে।

★নতুন মেরিট সিস্টেম

 পজিশন           মেরিট পয়েন্ট       অ্যক্টিভিটি
★Brand new:     0                            0   
★Newbie:           0                           1
★Jr Member:     1                           30
★Member:        10                          60
★Full Member:100                        120
★Sr. Member:  250                        240
★Hero Member: 500                     480
★Legendary:    1000                  775 - 1030
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
November 04, 2018, 10:21:56 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।
jr. member
Activity: 533
Merit: 1
November 04, 2018, 04:10:19 AM
★বিটকয়েন  নি য়ে কিছু কথাঃ
বিটকয়েনটক নিয়ে কথা বলতেছেন।

আপনি মেরিট পাবেন কিভাবে ঃ
ভাইয়া, আপনি নিজে একটা মেরিট পান নাই।তাইলে আর একজনকে কেমনে উপদেশ দিলেন। জাস্ট কিডিং  Cheesy

মেরিট পেতে হলে আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারনা সব মেরিট থেকে ফেলে দিতে হবে এবং ফোরামটাকে শেখার এবং জ্ঞান শেয়ারের জায়গা হিসেবে নিতে হবে।তাইলে এমনেই মেরিট আসবে।
আমি মেরিট পাইনি বলে কাউকে মেরিট নিয়ে কিছু বলতেও পারব না। হয়ত এই পোস্ট  পড়ে তারা মেরিট পাওয়ায় জন্য তাদের পোস্টের মান আরও ভাল করার চেষ্টা করবে। বাজে পোস্ট  করবে না।
Jump to: