Author

Topic: বাংলা (Bengali) - page 478. (Read 5732907 times)

sr. member
Activity: 308
Merit: 280
June 23, 2019, 01:33:41 AM
সম্প্রতি গত কয়েকদিনের মধ্যেই বিটকয়েন এর দাম $১১০০০ ক্রস করেছে।আরো বাড়বে নাকি কারেকশন এর চান্স আছে? লাইটকয়েন হাভিং আছে আগস্ট মাসে।লাইটকয়েন এ ইনভেস্ট করাটা এই মুহুর্তের জন্য কেমন হবে?
jr. member
Activity: 504
Merit: 1
June 22, 2019, 12:13:50 AM
বিটকয়েন এর মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিক নিজেকে সফলতা অর্জন করেছ। এছাড়া আমাদের বাংলাদেশের অনেক নাগরিক সফলতা অর্জন করেছ।কিন্তু এই বিটকয়েন আমাদের বাংলাদেশে সম্পূর্ণভাবে অবৈধ। তাই আমার মতে বাংলাদেশে বিটকয়েন বৈধতা করা হোক। যাতে করে সরকারে মুনাফা নিতে পারে।এবং বাংলাদেশের নাগরিক সুষ্ঠুভাবে যেন বিটকয়েন চালাতে পারে।                        
jr. member
Activity: 504
Merit: 1
June 21, 2019, 09:43:31 AM
আমি চাই বাংলাদেশে বিটকয়েন বৈধতা করা হোক।   
jr. member
Activity: 504
Merit: 1
June 20, 2019, 05:43:03 AM
বিটকয়েন এর দাম দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে। বর্তমানে ১বিটকয়েনের দাম ৮০০০+ $
জি ভাই বিটকয়েন এর দাম দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে। বর্তমানে ১বিটকয়েন এর দাম ৯০০০+ USD
member
Activity: 416
Merit: 42
June 19, 2019, 12:35:28 PM
hello everyone  how are you?

ভাই এইটা হাই, হ্যালো, কেমন আছেন? এই সব কুশল বিনিময়ের জায়গা না। এইসব কুশল বিনিময় সোশ্যাল মিডিয়ায় করবেন। এইটা বিটকয়েনটক ফোরাম। ইনফরমেটিভ কিছু জানলে শেয়ার করবেন কিংবা বিটকয়েন সম্পর্কিত কিছু জানার থাকলে আসবেন। এতো মেম্বার বারবার আপনদের সংশোধন করার চেষ্টা করছে তারপর ও কি আপনাদের বোধোদয় হয় না? আর নতুন কোন প্লেসে আসলে আগে বোঝার চেস্টা করতে হয়। আর এটা যেহেতু বাংলা থ্রেড তাই সব কিছু বাংলাতে লিখবেন।     
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 18, 2019, 10:37:22 PM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
সবাইকে এক্টিভ হইতে হবে, তবেই সেকশন পাওয়া সম্ভব।ওভারঅল চিন্তা করতে হবে।অন্যথায় বোর্ড পাওয়া সম্ভব না।
Akdom ee shotto kotha koisen vaii so shobaike active thakte hobe ok !!!
ভাই শুধু একটিভ হলেই হবে না, লেখাটা বাংলায় লিখতে হবে। কারণ এটা বাংলার সেকশন। তাছাড়া ইংলিশে লেখা পোষ্ট মডারেটর দ্বারা মুছে ফেলা বা ডিলিট করা হয়। আর ইংলিশে এভাবে লেখতে থাকলে বাংলার সেকশন পাওয়া সম্ভব না।
copper member
Activity: 369
Merit: 0
simply getting the job done
June 18, 2019, 01:03:07 PM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
সবাইকে এক্টিভ হইতে হবে, তবেই সেকশন পাওয়া সম্ভব।ওভারঅল চিন্তা করতে হবে।অন্যথায় বোর্ড পাওয়া সম্ভব না।

  একদমই সত্যি কথা বলছেন ভাই ছো সবাই কে এক্টিভ থাকতে হবে . ধন্যবাদ !
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 18, 2019, 08:15:10 AM
BTC বাংলাদেশে বিটকয়েন বৈধতা পাওয়ার কিছু যুক্তি BTC

প্রশ্ন:-  বাংলাদেশ কেন ব্লকচেইন টেকনোলজির বা বিটকয়েনের বৈধতা দিতে পারে?
উত্তর:- প্রথমেই বলে রাখা ভালো যে, পৃথিবীতে মোট ১০টি দেশে বিটকয়েন পুরোপুরি অবৈধ এবং এর মধ্যে বাংলাদেশ একটি। আর অন্য সকল দেশ বিটকয়েনকে একেবারেই অবৈধ না করে নিয়মকানুনের মাধ্যমে বৈধতা দিয়েছে যেন অবৈধভাবে মুদ্রা পাচার না হয়। এখন আসা যাক মূল উত্তরে,
(০১)  ব্লকচেইন বা বিটকয়েন হলো ভবিষ্যৎ। কারণ সহজ ভাষায় বলা যায় যে, কোনো দেশ বা কোম্পানি থেকে বিটকয়েনের সাহায্যের দরকার নেই, বরং প্রত্যেক দেশ বা কোম্পানির দরকার বিটকয়েনের। বিগত ১০ বছরে বিটকয়েনের ইতিহাস দেখলে তা বুঝা যায়। শুরুর দিকে সকলেই বিটকয়েনকে স্ক্যাম বা ভন্ড বলেছিল, কিন্তু তারাই এখন বিটকয়েন কিনতেছে বা এই নিয়ে অধিক আগ্রহ দেখাচ্ছে।অনেকে বিটকয়েন জমিয়ে কোটিপতি হয়েছে।
(০২) বর্তমান ও ভবিষ্যতের সবচেয়ে বড় সমস্যা হলো মুদ্রাস্ফীতি ( সহজ ভাষায় মুদ্রার পরিমাণ বাড়লেও মূল্য কমে যায়। যেমন: ২০০৫ সালে ১০ টাকায় যতটুকু খাদ্য কেনা যেত, এখন তা ৪০ বা ৫০ টাকায় কিনতে হয়)| কিন্তু বিটকয়েনের মজুদ/সংখ্যা নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান ডিজিটাল মুদ্রা বা বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি। আর ব্লকচেইন টেকনোলজির সর্বোৎকৃষ্ট উদাহরণ বিটকয়েন।
(০৩) আমরা সবাই ফেসবুক চালাই এবং ফেসবুক সবদেশে বৈধ। যদি ফেসবুক নিজেদের ক্রিপ্টোকারেন্সি তৈরি করে, তাহলে তো ফেসবুকও বাংলাদেশে অবৈধ হবে। কারণ ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ। নিচে দুইটা ছবি দিয়েছি  #Project_Libra এর, যা ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে সকলে ব্যবহার করতে পারবে। আমার ছোট মস্তিক বা বুদ্ধি দ্বারা এটা বলতে পারি যে, যেহেতু ফেসবুকের মতো এত বড় টেকজায়েন্ট ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করছে।তহলে বাংলাদেশে তো ব্লকচেইনের বা বিটকয়েনের বৈধতা দিতে হয়। আর এটা না হইলে ফেসবুককে অবৈধ ঘোষণা করতে হবে। যা হয়তে সম্ভব
 হবে না।
Project Libra's Whitepaper: https://libra.org/en-US/white-paper/#introduction




এছাড়াও আরো অনেক কারণ আছে। তবে বর্তমান অবস্থার প্রেক্ষিতে, এই কারণগুলোই যথেষ্ট।

প্রশ্ন:- বিটকয়েন ব্যবহার করলে কি জেল হবে?
উত্তর: বাংলাদেশ ব্যাংকের নোটিশ ও আাইন অনুযায়ী, যদি কোনো ব্যাক্তি বিটকয়েন বা ডিজিটাল মু্দ্রা ব্যবহার করে অবৈধভাবে মুদ্রা পাচার করে।সেক্ষেত্রে সর্বোচ্চ ৫ বা ১০ বছরের জেল হতে পারে। ভালো করে মনে রাখুন, অবৈধ কাজে বিটকয়েন ব্যবহার করা যাবে। অনেকে হয়তো ভাবতেছে যে, আমি ভুলভাল বকতেছি। আরে ভাই বাংলাদেশে ফরেক্স ট্রেডিংও বৈধ নয়, কিন্তু অনেক ফরেক্স ব্রোকার হাউজের অফিস বাংলাদেশে আছে। তাহলে বলুন এইটা কীভাবে সম্ভব? কারণ নিয়ম অনুযায়ী অবৈধভাবে টাকা পাচার করা যাবে না। অনেকে খবরে শুনেছেন যে, বিটকয়েন ব্যবহারের জন্য পুলিশ অনেকজনকে আটক করেছে। মূলত এসব ব্যাক্তিরা মানুষকে অনলাইনে ইনকামের বা অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের টাকা মেরে দিত বা স্ক্যাম করত।

কারে যদি ব্লকচেইন বা বিটকয়েন নিয়ে কোনো মতামত দেয়ার থাকে অথবা এই বিষয়ে আলোচনা করতে চান। তাহলে এই পোষ্টে উক্তি করুন।
jr. member
Activity: 504
Merit: 1
June 18, 2019, 07:15:09 AM
I ame very satisfied that here also Bangladeshi people are exist.

Good luck for us.





Thank you! Smiley Smiley
এখানে বাংলায় লিখলে ভালো হয়
member
Activity: 868
Merit: 15
June 17, 2019, 07:33:41 PM
বাংলাদেশ সরকার এই অর্থ বছরের বাজেটে ব্লকচেইন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বিটকয়েন বাংলাদেশে এপরুভ হতে যাচ্ছে। আপনাদের কাছে ইনফরমেশন থাকলে শেয়ার করুন।
সোর্স লিংন্কঃ https://youtu.be/GtHLk5dt1IM
আমার মনে হয়না বিটকয়েন এত সহযে বাংলাদেশে এ্যাপ্রুভ করবে। কারন এক্টাই সেখান থেকে বাংলাদেশ সরকার কোনো ধরনের মুনাফা পাবেনা।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
June 17, 2019, 05:44:26 PM
বাংলাদেশ সরকার এই অর্থ বছরের বাজেটে ব্লকচেইন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বিটকয়েন বাংলাদেশে এপরুভ হতে যাচ্ছে। আপনাদের কাছে ইনফরমেশন থাকলে শেয়ার করুন।
সোর্স লিংন্কঃ https://youtu.be/GtHLk5dt1IM
এটা অবশ্যই সুখবর। তবে Blockchain Technology কে মান্যতা দেওয়া আর Bitcoin কে মান্যতা দেওয়া এক ব্যাপার নয়। Bitcoin ছাড়া Blockchain যে আসলে শুন্য কলস এইটা এখনো বিভিন্ন দেশের সরকার মানতে রাজি নয়। এই বিষয়ে জানতে যাঁরা ইচ্ছুক তাঁরা এই video টা দেখতে পারেন - https://www.youtube.com/watch?v=kHbtp7pOftU.
member
Activity: 416
Merit: 42
June 17, 2019, 07:11:07 AM
বাংলাদেশ সরকার এই অর্থ বছরের বাজেটে ব্লকচেইন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বিটকয়েন বাংলাদেশে এপরুভ হতে যাচ্ছে। আপনাদের কাছে ইনফরমেশন থাকলে শেয়ার করুন।
সোর্স লিংন্কঃ https://youtu.be/GtHLk5dt1IM
sr. member
Activity: 308
Merit: 280
June 16, 2019, 06:44:44 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
সবাইকে এক্টিভ হইতে হবে, তবেই সেকশন পাওয়া সম্ভব।ওভারঅল চিন্তা করতে হবে।অন্যথায় বোর্ড পাওয়া সম্ভব না।
newbie
Activity: 20
Merit: 1
June 16, 2019, 05:36:54 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
copper member
Activity: 369
Merit: 0
simply getting the job done
June 14, 2019, 04:14:34 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
jr. member
Activity: 115
Merit: 1
June 11, 2019, 01:41:49 AM
Twitter  flowers বারাতে হবে কোন ভাবে বারাতে পারছি না
আমি আপনাকে help করতে পারি।
আপনি যদি টুইটার Follower বারাতে চান,  সেক্ষেত্রে আপনাকে ভালো, গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল কিছু টুইট করতে হবে।
যাতে সবাই আপনার টুইট দেখে সবাই আকৃষ্ট হয় এবং আপনাকে Follow করে।


এছাড়া আপনি যদি ভাবেন কোনো অসৎ উপায়ে Follower বাড়াতে চান। তাহলে আপনি একদমি ভুল। কারন, এর ফল মোটেই ভালো হবে না। এর জন্য হয়তো আপনার Twitter Accaunt টাই হারিয়ে ফেলবেন। এছাড়া আসৎ  উপায়ে Follower বাড়ালে Twitter Audit কুমে যাবে,  যার কারণে আপনি কিছু কিছু বাউন্টি ক্যাম্পেইনে জয়েন্ট করতে পারবেন না।

তাই সব সময় সৎ থাকুন
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 03, 2019, 09:45:15 AM
##এয়ারড্রব
কয়েন মার্কেট কেপে আছে 12$
কেউ চাইলে জয়েন করতে পারেন,টেলিগ্রাম বুত এর মাধ্যমে।
লিন্কে যান:https://t.me/holo_chainbot?start=00e4d439
এসব টেলিগ্রাম বট এয়ারড্রপ ভুয়া। অর্থ্যাৎ যত প্রকার টোকেন CMC তে টপ ভলিউমের রয়েছে, সেগুলোর ভুয়া এয়ারড্রপ বট বানানো হয় এবং জনগণের গুরুত্বপূর্ণ তর্থ্য সংগ্রহ করে।আপনি যদি এসব টোকেনের মূল টেলিগ্রাম গ্রুপে এয়ারড্রপ সম্পর্কে বলেন, তারা বলবে যে তাদের কোনো এয়ারড্রপ হচ্ছে না। আমি প্রথম দিকে জয়েন করেছিলাম, কিন্তু এখনও টোকেন পাইনি। তাই এমন এয়ারড্রপ থেকে সাবধান।

বি:দ্র: বিটকয়েন স্ক্যামিং সম্পর্কে পোষ্ট শীঘ্রই আসছে।
newbie
Activity: 1
Merit: 0
June 02, 2019, 11:00:35 PM
বিটকয়েন এর দাম দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে। বর্তমানে ১বিটকয়েনের দাম ৮০০০+ $
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
June 02, 2019, 10:26:42 AM
@alexasif420
আপনার সব পোস্ট স্পাম।কি জানতে চান সেটা পোস্ট করেন।কিভাবে পস্ট করতে হয় সেটা আপনি পোস্ট করেই জেনে গেছেন নিশ্চয় ।আশা করছি বুঝতে পেরেছেন।
ফোরামের নিয়মগুলো পড়ে নেন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2019, 03:06:37 AM

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


প্রথমেই DTalk কে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য।
বিটকয়েন মাইনিং নিয়ে এখনও অনেক স্ক্যামিং আছে। আমি এরপরের পোষ্টে এই বিষয়ে তথ্য দিব। আশা করা যায়, অনেকেই স্ক্যামিং এর হাত থেকে রক্ষা পাবেন। আর নিজের অর্থ সুরক্ষিত রাখতে পারবেন।

Valo e hbe brother, R Agami te bitcoin talk market ta ki up hbe naki down e thakbe ? Ai bisoy e ektu janaiyen
আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি এই বিষয়ে অবশ্যই পোস্ট/তথ্য দিব। আর দয়া করে, আমাদের মতো বাংলায় লেখুন। এভাবে যদি ইংরেজি ব্যবহার করে লেখেন, তাহলে আমরা কখনোই নিজস্ব লোকাল সেকশন পাব না এবং মোডারেটর দ্বারা আপনার পোষ্ট ডিলিট/মুছে ফেলতে পারে।

আমাদের এসব ছোটোখাটো ভুলের জন্য এবং নিয়মকানুন না মানায়  বাংলায় কোনো একক সেকশন নাই। তাই সকলকে এই বিষয়ে সতর্ক হতে হবে।
Jump to: