Author

Topic: বাংলা (Bengali) - page 480. (Read 5735233 times)

jr. member
Activity: 532
Merit: 2
May 21, 2019, 07:44:59 AM
আমি নতুন join করেছি,,,, কয়টা পোস্ট দিলে jr member হওয়া যায়।

আসলে  jr member হতে গেলে এটা  মেরিটের প্রয়োজন।আর যুদি আপনি সেই মেরিট না থাকে তাহলে আপনি কোন  দিন  jr member হতে পারবেনা । আর পোস্ট এ কোনো পজিশন চেঞ্জ হয়না। ধন্যবাদ....
jr member হতে হলে তোমার   নির্দিষ্ট পরিমাণ কোন পোস্টের প্রয়োজন হয় না, এর জন্য তোমাকে একটি মেরিট অর্জন করতে হবে।আর মেরিট অর্জন করতে আপনি শত শত পোস্ট করলেন, কিন্তু বিটকয়েন বিষয়েে কোন মান   উন্নত বা আপডেট   পোস্ট করলেন না তাহলে আপনাকে কোন   প্রকারের মেরিট দেওয়া হবে না।  আর আপনি যদি একটি মডারেটর পছন্দ মতো মানসম্মত একটি পোস্টেই মেরিট পাবেন। আর এ জন্য আপনাকে প্রথমেে বিটকয়েন সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। বিটকয়েন সম্পর্কে ভালো ভাবে জানতে হলে, বিটকয়েন সাইটে অনেক বড় ভাইয়ের আছে তার আনেক জ্ঞানী। তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন বা তারা বিটকয়েন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন সেগুলো দেখতে পারেন। তা ছাড়া Google or YouTube  থেকে শিখতে পারেন।                                                                       
jr. member
Activity: 938
Merit: 1
May 19, 2019, 02:32:53 PM
আমি অনেক বেশি খুশি এই জন্য যে, অনেক বাংলাদেশি লোকজন এই ফোরামে কাজ করে। এটা আমাদের জন্য খুব আনান্দের খবর। তাছাড়া আমাদের জন্য বাংলায় আলাপ আলোচনা করার সুযোগ থাকায় আমরা অনেক বেশি উপকৃত হতে পারছি। অনেক ধন্যবাদ এমন একটা সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য।                                   
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 17, 2019, 11:55:13 PM
ধন্যবাদ জানানোর জন্য। কিছুদিন ধরে এই বিষয় নিয়ে একটু টেনশনে ছিলাম। কাজ করতে যেয়ে তো নিজের ক্ষতি করা যাবেনা। যদিও জানি যে বগুড়াতে ওদের ধরার পিছে অন্য কারন আছে। কিন্তু এক্সচেঞ্জিং সাইটগুলো ওফ করাতে ভয়ে ছিলাম।
এখন পর্যন্ত যারা বিটিসি আর্ন করে সেল করেছে, এইরকম ধরার নিউজ নাই।তারপরেও নিজের সেইফটি নিজে রাখা ভালো।আপনি এই ফোরাম ব্যবহার করলে আইপি লিক হওয়ার চান্স নাই।কারন theymos শুধু তখনই আইপি লিক করবে যদি কেউ ইউ.এস.এ এর আইন অনুযায়ী ক্রাইম করে।কেউ যদি সিরিয়াস কোন ক্রাইম না করে theymos কারো আইপি শেয়ার করবে না।
তবু আমি সাজেস্ট করবো রেগুলার! TOR ইউজ করেন।
newbie
Activity: 7
Merit: 2
May 17, 2019, 02:15:04 PM
বাংলাদেশে নাকি ক্রিপ্টোকারেন্সি কেনা/বেচার সাইট গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বগুড়ার এই ঘটনার পরে এখন এই বিষয় নিয়ে খুব আলোচন হচ্ছে। আমাদের কি প্রক্সি ব্যবহার করা উচিত আমাদের সিকুরিটির জন্য? অভিগ্যদের মতামত জানতে চাচ্ছি।
TOR browser ব্যবহার করুন।সেইফ থাকা যাবে যদিও এত টা জরুরি না।
অনেক এক্সচেঞ্জ বন্ধ।লেনদেন করার জন্যে বিটকয়েন বাংলাদেশ ফোরাম ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ জানানোর জন্য। কিছুদিন ধরে এই বিষয় নিয়ে একটু টেনশনে ছিলাম। কাজ করতে যেয়ে তো নিজের ক্ষতি করা যাবেনা। যদিও জানি যে বগুড়াতে ওদের ধরার পিছে অন্য কারন আছে। কিন্তু এক্সচেঞ্জিং সাইটগুলো ওফ করাতে ভয়ে ছিলাম।


আমি নতুন join করেছি,,,, কয়টা পোস্ট দিলে jr member হওয়া যায়।

আসলে  jr member হতে গেলে এটা  মেরিটের প্রয়োজন।আর যুদি আপনি সেই মেরিট না থাকে তাহলে আপনি কোন  দিন  jr member হতে পারবেনা । আর পোস্ট এ কোনো পজিশন চেঞ্জ হয়না। ধন্যবাদ....

এই বিষয়ে একজন ভালমতোই বুঝায়ে বলেছে। তারপরেও সেই একি কথা কি আবার বলার কোন দরকার আছে? আমি নিউ মেম্বার। ভুল কিছু বলে থাকলে তার জন্য দুক্ষিত।
jr. member
Activity: 756
Merit: 1
May 17, 2019, 12:45:34 AM
আমি এখানে নতুন আমাকে সাহায্য করুন। 


এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
jr. member
Activity: 756
Merit: 1
May 17, 2019, 12:42:31 AM
আমি নতুন join করেছি,,,, কয়টা পোস্ট দিলে jr member হওয়া যায়।

আসলে  jr member হতে গেলে এটা  মেরিটের প্রয়োজন।আর যুদি আপনি সেই মেরিট না থাকে তাহলে আপনি কোন  দিন  jr member হতে পারবেনা । আর পোস্ট এ কোনো পজিশন চেঞ্জ হয়না। ধন্যবাদ....
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 16, 2019, 01:43:30 PM
বাংলাদেশে নাকি ক্রিপ্টোকারেন্সি কেনা/বেচার সাইট গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বগুড়ার এই ঘটনার পরে এখন এই বিষয় নিয়ে খুব আলোচন হচ্ছে। আমাদের কি প্রক্সি ব্যবহার করা উচিত আমাদের সিকুরিটির জন্য? অভিগ্যদের মতামত জানতে চাচ্ছি।
TOR browser ব্যবহার করুন।সেইফ থাকা যাবে যদিও এত টা জরুরি না।
অনেক এক্সচেঞ্জ বন্ধ।লেনদেন করার জন্যে বিটকয়েন বাংলাদেশ ফোরাম ব্যবহার করতে পারেন।

আগামি ২৮ তারিখ কুকয়েনে হতে যাচ্ছে ক্রোমা টোকেন সেল। আশা করি অন্যান্য IEO গুলোর চাইতে এটি বেশ ভাল করবে। যদিও এর আগের প্রযেক্ট গুলো মোটামুটি ভালই করছে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আগের হয়ে যাওয়া দুইটি IEO এর চাইতে ক্রোমা আরো অনেক বেশি ভাল করবে। কিন্তু দু:খের বিষয় লটারিতে এইবার কোন জয়ি হতে পারবো কিনা!
আই.ই.ও তে কয়েন পাওয়া অনেক টাফ।তবু ট্রাই করে দেখতে পারেন।যেহেতু মার্কেট অনেক রিকভার করেছে, আশা করা যায় এখন অনেক ভালো হবে।
newbie
Activity: 7
Merit: 2
May 16, 2019, 11:09:15 AM
বাংলাদেশে নাকি ক্রিপ্টোকারেন্সি কেনা/বেচার সাইট গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বগুড়ার এই ঘটনার পরে এখন এই বিষয় নিয়ে খুব আলোচন হচ্ছে। আমাদের কি প্রক্সি ব্যবহার করা উচিত আমাদের সিকুরিটির জন্য? অভিগ্যদের মতামত জানতে চাচ্ছি।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
May 16, 2019, 08:40:26 AM
আগামি ২৮ তারিখ কুকয়েনে হতে যাচ্ছে ক্রোমা টোকেন সেল। আশা করি অন্যান্য IEO গুলোর চাইতে এটি বেশ ভাল করবে। যদিও এর আগের প্রযেক্ট গুলো মোটামুটি ভালই করছে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আগের হয়ে যাওয়া দুইটি IEO এর চাইতে ক্রোমা আরো অনেক বেশি ভাল করবে। কিন্তু দু:খের বিষয় লটারিতে এইবার কোন জয়ি হতে পারবো কিনা!
jr. member
Activity: 938
Merit: 1
May 14, 2019, 02:30:08 PM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
জি ভাই আমরা যারা নতুন তাদের জন্য পুরাতনদে পরামর্শ অনেক বেশি জরুরি। আমরা পুরাতনদের কাছ থেকে অনেক কিছু জানতে চাই।  যা আমাদের ফোরামে কাজের জন্য খুব উপকার হবে। এবং আমরা ফোরামের বিষয়ে জানতে পারব।                           
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 12, 2019, 10:08:30 PM
আমি নতুন join করেছি,,,, কয়টা পোস্ট দিলে jr member হওয়া যায়।
এখন জুনিয়র মেম্বার হওয়ার জন্য শুধু পোস্ট করলেই হবে না। কারণ নিয়ম পরিবর্তন হয়েছে। জুনিয়র মেম্বার হতে চাইলে নিচের যোগ্যতাগুলো লাগবে।
অ্যাক্টিভিটি : ৩০
মেরিট: ০১
newbie
Activity: 2
Merit: 0
May 12, 2019, 03:15:51 AM
আমি নতুন join করেছি,,,, কয়টা পোস্ট দিলে jr member হওয়া যায়।
jr. member
Activity: 938
Merit: 1
May 10, 2019, 10:42:31 PM
বাংলায় কথা বলার জন্য একটা মাধ্যম পেয়ে আমরা আনান্দিত। আমরা এখানে প্রান খুলে সবাই সবার সাথে কথা বলতে পারব। আমাদের মাত্রিভাষায় আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারব। এটা আমাদের ফোরামে কাজের জন্য খুব ভাল হবে। বাংলায় আলাপআলোচনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ধন্যবাদ।                             
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 09, 2019, 04:08:18 AM
এইখান দিয়া কেউ Binance এ trade করসেন?
জী ভাই, আমি বাইন্যান্সে ট্রেড করি। এজন্য আপনাকে বাইন্যান্সে একাউন্ট খুলতে হবে। এরপর আপনি ট্রেড করতে পারবেন।
member
Activity: 86
Merit: 27
May 08, 2019, 12:29:22 PM
এইখান দিয়া কেউ Binance এ trade করসেন?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 08, 2019, 11:27:34 AM
বিন্যান্স/বাইন্যান্স হ্যাকড এবং ৭০০০ বিটিসি বা ৪০ মিলিয়ন ডলার চুরি

বি:দ্র: সকল বিষয় বুঝানোর কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছি, এজন্য ক্ষমা করবেন।

BTC বাইন্যান্স হ্যাকের মূল কাহিনী BTC

একটি হ্যাকার দল বাংলাদেশ সময় ০৭ মে, ২০১৯ আনুমানিক মধ্যরাত ০২:০০-০৩:০০ এর মধ্যে বাইন্যান্স থেকে ৭০০০ বিটিসি বা ৪০ মিলিয়ন ডলার চুরি করে। এই হ্যাকার দলিটর কাছে বিভিন্ন বাইন্যান্স ব্যবহারকারীর একাউন্ট API, 2FA এবং সিকিউরিটির তথ্য ছিল, যা তারা বিভিন্ন ধরনের হ্যাকিং টুল ব্যবহার করে সংগ্রহ করেছিল। এই সব তথ্য ব্যবহার করে হ্যাকার দল বাইন্যান্স হ্যাক করে এবং বাইন্যান্সের  " উইথড্রয়াল সিকিউরিটি (Withdrawal Security)" তা ধরতে পারে না।কারন হ্যাকার দলের কাছে 2FA কোড ছিল এবং সিকিউরিটি চেক পাশ করতে পেরেছিল।কিন্তু খুব কম সময়ে ৭০০০ বিটিসির উইথড্র কনফার্মেশন হওয়ার পর, বাইন্যান্সের " উইথড্রয়াল সিকিউরিটি (Withdrawal Security)" মূল সিকিউরিটিকে "সিকিউরিটি এলারট" পাঠায় এবং বাইন্যান্স সকল ধরনের "ডিপোজিট ও উইথড্র (Deposit & Withdraw)" তৎক্ষণাৎ বন্ধ করে দেয়।

BTC বাইন্যান্স যেভাবে ফান্ড রিকভার করবে BTC

বাইন্যান্স উল্লেখ করেছে যে, এই ৭০০০ বিটিসি চুরি ব্যবহারকারীদের একাউন্টের ব্যালেন্সের উপর কোনো প্রভাব ফেলবে না। কারণ বাইন্যান্স যত বিটিসি হোলড করে, তার মাত্র ২% চুরি হয়েছে এবং বাইন্যান্স তাদের "সাফু (SAFU)" ফান্ড থেকে রিকভার করবে।

বি: দ্র: সাফু (SAFU) হলো বাইন্যান্সের এক ধরনের কোল্ড বা হার্ডওয়্যার ওয়ালেট (যা হ্যাকাররা হ্যাক করেত পারে না), যেখানে বাইন্যান্স তাদের ১০% ট্রেডিং ফি জমা রাখে। যেন এই ধরনের হ্যাকিং বা ফান্ড চুরি হলে রিকভার করতে পারে।

প্রয়োজনীয় লিংকEmbarrassed
বাইন্যান্স নিউজ: https://binance.zendesk.com/hc/en-us/articles/360028031711
বাইন্যান্স হ্যাকিং টুইট : https://www.twitter.com/cz_binance/status/1125907214256836608
ট্রানজেকশন : https://live.blockcypher.com/btc/tx/e8b406091959700dbffcff30a60b190133721e5c39e89bb5fe23c5a554ab05ea/

<---- বিষয়টি ভালো লাগলে +++ Merit দিয়ে সহায়তা করুন, যেন এমন নুতুন বিষয় আপনাদের জন্য পোষ্ট করতে পারি --->
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 08, 2019, 08:14:55 AM
আমাদের একজন ফোরাম মেম্বার বিটকয়েন এর ফি এবং ট্রানজেকশন সাইজ কিভাবে নির্ধারণ করা হয় তার একটি বিস্তারিত আলোচনা করেছেন।আশা করছি আপনাদের ভালো লাগবে।
লিংক- বিটকয়েন ট্রানজেকশন সাইজ এবং ফি কিভাবে হিসাব করবেন
jr. member
Activity: 532
Merit: 2
May 07, 2019, 10:22:01 PM
Sorry,I don't know coding.What is coding.
এইখানে বাংলায় লিখাটাই শ্রেয়।
কোডিং বলতে কিছু প্রোগ্রাম ল্যাংগুয়েজ দিয়ে সফটওয়্যার বানানো কিংবা কোন কিছু এক্সিকিউট করাকে বোঝায়।
এই ফোরামটিকে বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শেখার জায়গা হিসেবে নিন।আয় করার চিন্তা মাথা থেকে ফেলে দিন।যখন শিখতে পারবেন তখন আয় অটোমেটিক হবে।
শেখার জন্যই চেষ্টা করতেছি। সে জন্যই আপনাদের কাছ থেকে জানার জন্য পোস্ট করি।    বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি কি ভাবে শিখতে পারি।             
শিখতে গুগল করতে পারেন।কিংবা এইখানে আপনার প্রশ্নগুলো করতে পারেন।এখন আপনি যদি এইখানে বলেন বিটকয়েন কি কিংবা ক্রিপ্টোকারেন্সি কি তাহলে কিভাবে হবে? এইগুলো নরমাল প্রশ্ন যেটা আপনি গুগল করলে সাথে সাথেই পেয়ে যাবেন।বাংলাতে সার্চ করুন।আর্টিকেল গুলো পড়ুন।সেখানে আপনি কিছু বুঝবেন আবার কিছু বুঝবেন না।যেটা বুঝবেন না সেটা এইখানে লিখুন।আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব সর্বোত্তম উত্তর দেয়ার।
আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন।
আপনাকে অনেক  ধন্যবাদ।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 06, 2019, 01:00:20 AM
Sorry,I don't know coding.What is coding.
এইখানে বাংলায় লিখাটাই শ্রেয়।
কোডিং বলতে কিছু প্রোগ্রাম ল্যাংগুয়েজ দিয়ে সফটওয়্যার বানানো কিংবা কোন কিছু এক্সিকিউট করাকে বোঝায়।
এই ফোরামটিকে বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শেখার জায়গা হিসেবে নিন।আয় করার চিন্তা মাথা থেকে ফেলে দিন।যখন শিখতে পারবেন তখন আয় অটোমেটিক হবে।
শেখার জন্যই চেষ্টা করতেছি। সে জন্যই আপনাদের কাছ থেকে জানার জন্য পোস্ট করি।    বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি কি ভাবে শিখতে পারি।             
শিখতে গুগল করতে পারেন।কিংবা এইখানে আপনার প্রশ্নগুলো করতে পারেন।এখন আপনি যদি এইখানে বলেন বিটকয়েন কি কিংবা ক্রিপ্টোকারেন্সি কি তাহলে কিভাবে হবে? এইগুলো নরমাল প্রশ্ন যেটা আপনি গুগল করলে সাথে সাথেই পেয়ে যাবেন।বাংলাতে সার্চ করুন।আর্টিকেল গুলো পড়ুন।সেখানে আপনি কিছু বুঝবেন আবার কিছু বুঝবেন না।যেটা বুঝবেন না সেটা এইখানে লিখুন।আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব সর্বোত্তম উত্তর দেয়ার।
আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 532
Merit: 2
May 05, 2019, 02:51:21 AM
Sorry,I don't know coding.What is coding.
এইখানে বাংলায় লিখাটাই শ্রেয়।
কোডিং বলতে কিছু প্রোগ্রাম ল্যাংগুয়েজ দিয়ে সফটওয়্যার বানানো কিংবা কোন কিছু এক্সিকিউট করাকে বোঝায়।
এই ফোরামটিকে বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শেখার জায়গা হিসেবে নিন।আয় করার চিন্তা মাথা থেকে ফেলে দিন।যখন শিখতে পারবেন তখন আয় অটোমেটিক হবে।
শেখার জন্যই চেষ্টা করতেছি। সে জন্যই আপনাদের কাছ থেকে জানার জন্য পোস্ট করি।    বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি কি ভাবে শিখতে পারি।             
Jump to: