Author

Topic: বাংলা (Bengali) - page 475. (Read 5731146 times)

full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
September 03, 2019, 12:40:20 PM
ভাই পোস্ট করলাম একটিভিটি তো যোগ হয়না নাকি
নির্দিষ্ট সময় বা দিন পর পর একটিভিটি যোগ হয়
আরেকটি প্রশ্ন
একটি পোস্ট করলে কতটি একটিভিটি
পাওয়া যায়
 একটি পোস্ট করলে ২ ৩ টা একটিভিটি পাওয়া যায়
নাকি একটা পোস্ট একটা একটিভিটি
১ টি পোস্ট মানে ১টি একটিভিটি। আপনি প্রতি ১৪ দিনে সর্বোচ্চ ১৪টি একটিভিটি পাবেন। তবে আপনি যদি আজকে ১ টি পোস্ট করেন এবং পরবর্তী এক্টিভিটি পিরিয়ডে ৩০ টি পোস্ট করেন তাহলে আপনার এক্টিভিটি হবে ২৮, আশা করি বুঝতে পেরেছেন।
newbie
Activity: 268
Merit: 0
September 03, 2019, 12:17:48 PM
আসসালামুআলাইকুম
আমি নিউ তাই জানতে চাচ্ছিলাম কত একটিভিটি
হলে আমি জুনিয়র মেম্বার হতে পারবো
প্লিজ জানাবেন
জুনিয়র মেম্বার হতে হলে আপনার ৩০ টা এক্টিভিটি লাগবে, পাশাপাশি ১টি মেরিট থাকতে হবে।
মেরিট সম্পর্কে জানতে এই থ্রেড দেখুন- https://bitcointalksearch.org/topic/merit-new-rank-requirements-2818350

মেরিট পেতে হলে আপনাকে ফোরামে একটিভ এবং ভালো মানের পোস্ট করতে হবে।এককথায় ফোরামে কন্ট্রিবিউট করতে হবে।
ভাই পোস্ট করলাম একটিভিটি তো যোগ হয়না নাকি
নির্দিষ্ট সময় বা দিন পর পর একটিভিটি যোগ হয়
আরেকটি প্রশ্ন
একটি পোস্ট করলে কতটি একটিভিটি
পাওয়া যায়
 একটি পোস্ট করলে ২ ৩ টা একটিভিটি পাওয়া যায়
নাকি একটা পোস্ট একটা একটিভিটি
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
September 03, 2019, 11:52:10 AM
আসসালামুআলাইকুম
আমি নিউ তাই জানতে চাচ্ছিলাম কত একটিভিটি
হলে আমি জুনিয়র মেম্বার হতে পারবো
প্লিজ জানাবেন
জুনিয়র মেম্বার হতে হলে আপনার ৩০ টা এক্টিভিটি লাগবে, পাশাপাশি ১টি মেরিট থাকতে হবে।
মেরিট সম্পর্কে জানতে এই থ্রেড দেখুন- https://bitcointalksearch.org/topic/merit-new-rank-requirements-2818350

মেরিট পেতে হলে আপনাকে ফোরামে একটিভ এবং ভালো মানের পোস্ট করতে হবে।এককথায় ফোরামে কন্ট্রিবিউট করতে হবে।
newbie
Activity: 268
Merit: 0
September 03, 2019, 11:37:17 AM
আসসালামুআলাইকুম
আমি নিউ তাই জানতে চাচ্ছিলাম কত একটিভিটি
হলে আমি জুনিয়র মেম্বার হতে পারবো
প্লিজ জানাবেন
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
September 02, 2019, 06:59:51 PM
আরো একটা কথা বলতে চাই। আমি এই thread এ অনেককেই merit দিয়েছি। আপনারা আমার অপেক্ষায় বসে না থেকে নিজেরা merit টা re-circulate করার চেষ্টা করুন।
ভাই, এত বড় একটা মিথ্যা বলে দিলেন। আপনি এই পর্যন্ত মোট মেরিট দিয়েছেন ১৬টা, যার মধ্যে মাত্র ৭টি মেরিট দিয়েছেন এই থ্রেডে। ৭টি মেরিট রি সার্কুলেট করলে কত হয়?
মেরিট বড় কথা না, কথা হল আপনি মাসে একবার আসেন, স্পাম ডিলেট করে অনেক মহান কাজ করার ভাব নেন। এই থ্রেড ক্রিয়েট করা ছাড়া আপনার আর কোন কন্ট্রিবিউশন তো দেখছি না। তার উপর আপনি আবার ইন্ডিয়ার মানুষ হয়ে বাংলাদেশী থ্রেডের মালিক হইছেন।
যাই হোক, এইখানে নিয়মিত আসতে পারেন, সবাইকে সাহায্য করতে পারেন যাতে সবাই শিখতে পারে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 02, 2019, 02:40:03 PM
আমি আমাদের বাঙালি থ্রেডের মডারেটর কাছে আবেদন করতেছি যে এর পরে যে বাঙালি থ্রেডে ইংরেজিতে লিখবে এবং আযাইরা পোস্ট করবে  । তার বিরুদ্ধে এক্শন নেওয়া হোক।    

দুর্ভাগ্যজনকভাবে delete করা ব্যতীত আর কোনো action নেওয়া thread moderator হিসেবে আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য প্রয়োজন নিজস্ব sub-forum. আমি সেজন্যে আবেদনও জানিয়েছিলাম - https://bitcointalksearch.org/topic/local-board-request-for-bengali-4455886. Thread এর অবস্থা এখন আগের থেকে অনেক ভাল। আপনারা চাইলে ঐ thread এ post করে আবারো দাবী জানাতে পারেন। Global moderator রা যদি convinced হন, তাহলে আমরা নিজস্ব sub-forum পেয়ে যেতে পারি।

আরো একটা কথা বলতে চাই। আমি এই thread এ অনেককেই merit দিয়েছি। আপনারা আমার অপেক্ষায় বসে না থেকে নিজেরা merit টা re-circulate করার চেষ্টা করুন।

full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
September 02, 2019, 12:43:26 PM
বিটকয়েন এর দাম আজকে অনেকটা বেড়েছে।বর্তমানে তা $১০০০০+ হয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী এইটা গুড মুভমেন্ট। $১১০০০ যদি ক্রস করে তাহলে খুব ভালো দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মতামত কি?

আপনারা সবাই এইখানে আর্নিং করতেই এসেছেন? সবার মুখে শুধু বাউন্টি আর আর্নিং এর কথা বলতেই শোনা যায়।
এই ফোরাম হল বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সির জ্ঞানের সাগর।এইখানে যে কোন ধরনের তথ্য আপনি পেতে পারেন।

চলুন আজকে আমরা শেয়ার করি কে কি কি শিখেছেন এই ফোরাম থেকে?

আমি-
১. বিটকয়েন এর ফি কিভাবে হয়।
২. বিভিন্ন ধরনের বিটকয়েন এড্রেস।
৩. স্টেকিং কি ও কিভাবে করতে হয়।
৪. প্রুফ অব ওয়ার্ক এবং প্রুফ অব স্টেক কি?
৫. কিভাবে চেঞ্জড এড্রেস ব্যবহার করতে হয়।

এইগুলো ছাড়াও আরো অনেক কিছু।
এইবার বলুন আপনি কি শিখেছেন?
newbie
Activity: 15
Merit: 0
August 30, 2019, 09:30:15 AM
hi friends how are you
এটা বাঙালি থ্রেড এখানে বাংলায় লিখলেই ভাল হয়। আশা করি পরের পোস্ট গুলি বাংলায় লিখবেন।  আর এখানে হাই, হ্যালো, হাও আর ইউ,  আপনি কি করতেছেন, কি খাইছেন,    এগুলো লেখা যাবেনা। এখানে বিটকয়েন সম্পর্কে লেখতে হবে।  বিটকয়েন সম্পর্কে পোস্ট করুন যাতে আপনার পোস্ট পরে অন্য কেউ কিছু শিখতে পারে বা জানতে পারে।
        
আপনিও তো বিটকয়েন নিয়া কিছুই পোস্ট করেন নাই।সবসময় তো এইসব পোস্ট করলেন।সবার যাতে উপকার হয় ওইরকম পোস্ট করেন।
jr. member
Activity: 602
Merit: 3
August 30, 2019, 05:14:33 AM
আমার বিটকয়েন টক্ এর কিছু একাউন্ট লাগবে ফর ময় বিজনেস এর জন্য. মেম্বার, জুনিয়র ওর সিনিয়র ওর তার ও উপরের একাউন্ট হইলেও হবে. আগ্রহী থাকলে যোগাযোগ করবেন.


vai, ami Bangaldesh theke bolsi, amar kisu bitcoin org er accounts lagbe. like sr, jr, member, apnARA ki aigulo buy sell koren ba ase sell dear moto?



আমরা লক্ষ্য করছি আপনি বার বার একাউন্ট কেনার জন্য পোস্ট করছেন।  Angry আপনি এর আগেও একই পোস্ট দিয়েছেন, যেটা কিনা একজন স্পামার করে থাকে। তাই আপনাকে স্পামার হিসাবে গুণ্য করা হল।


newbie
Activity: 10
Merit: 0
August 29, 2019, 03:48:14 PM
vai, ami Bangaldesh theke bolsi, amar kisu bitcoin org er accounts lagbe. like sr, jr, member, apnARA ki aigulo buy sell koren ba ase sell dear moto?
jr. member
Activity: 602
Merit: 3
August 28, 2019, 11:56:50 AM
আমি কিছু বুঝতে পারছি না, আমার প্রায় সব পোস্ট গুলো মুছেফেলা হচ্ছে। কেউ আমাকে দয়া করে বলুন কি কারণে এটা করা হয়।          

বিটকয়েনটক হলো বিটকয়েন সম্পরকে আলোচনা/তথ্য আদান প্রদানের ফোরাম। এখানে প্রচুর তথ্য রয়েছে বিটকয়েন সম্পর্কে। তাছাড়া এখানে অনেক সিনিয়র মেম্বার আছেন যারা বিভন্ন আপডেট মূল্যবান তথ্য পোস্ট করে থাকেন।

প্রতিদিন অনেক নতুন মেম্বার ফোরামে যোগদান করতেছে এবং অনেক আইডি বাতিল হচেছ। এর কারন হলো ফোরামের রুলস না জানা। বিটকয়েনটক এর কিছু রুলস রয়েছে যেগুলো না মানলে আপনার আইডি ব্যান্ড করে দেয়। অনেকে এই রুলস না জানার কারনে আইডি ব্যান্ড খায়। বিশেষ করে যারা নতুন তাদের ফোরামের রুলস জানা খুব জরুরি।
এই লিঙ্ক থেকে ফোরামের সকল রুলস জেনে নিন অ্যান্ড নিরাপদে ফোরাম ব্যাবহার করুন। https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657

ফোরামের রুলস জানুন, নিজের আইডি ও ফোরাম সুরক্ষিত রাখুন।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
August 25, 2019, 04:32:30 AM
yahoo62378 সন্দেহাতীতভাবে একজন ভালো ক্যাম্পেইন ম্যানেজার। সে কোন প্রজেক্ট শুরু করার আগে ভালো করে এনালাইসিস করে।তার যে কোন প্রজেক্টে কাজ করতে পারেন।
Wapinter প্রজেক্ট নিয়ে তেমন এনালাইসিস করেনা যেটা আপনি তার প্রোফাইলে গেলেই বুঝতে পারবেন।আমি সাজেস্ট করবো তার ক্যাম্পেইন এড়িয়ে চলার।
btcltcdigger কে ভালো ক্যাম্পেইন ম্যানেজার বলা যায় না।সে নিজেই নিজের ক্যাম্পেইন এ পার্টিসিপেট করে ফেক আইডি দিয়ে, সম্ভবত। যাই হোক, সে একজন এভারেজ লেভেলের ম্যানেজার।
needmoney একজন পিউর স্ক্যামার।তার ক্যাম্পেইন এ অংশগ্রহন না করাই ভালো।

আপনার সাথে আমি একমত হতে পারলাম না কারন আপনি চাইলেই একদিনে ৫০ টা পোস্ট করতে পারবেন না আপনি চদি একদিনে ৫০টা পোস্ট করেন তাহলে আপনার পোস্ট স্প্যাম হিসেবে শো করবে। একদিনে ১০টার বেশি পোস্ট না করাই ভালো।
১দিনে আপনি যাই পোস্ট করেন কোন সমস্যা নাই যদি আপনার পোস্ট প্রাসঙ্গিক, যুক্তিগত হয়। তবে এইটাও সত্যি যে কেউ যদি ১দিনে ৫০টা পোস্ট করে তার পোস্ট এর মান ভালো হবেনা অবশ্যই, ফলাফল পোস্ট ডিলেট এবং আইডি ব্যান এর চান্স আছে।

Nettelar, webmoney, skrill সেল দেন এমন কেউ আছেন নাকি? থাকলে বলতে পারেন।আমার কিছু লাগবে।ফোরামে ট্রাস্টেড এস্ক্রো সার্ভিস ইউজ করবো যাতে কারো রিস্ক না থাকে।
member
Activity: 868
Merit: 15
August 25, 2019, 01:23:33 AM
BitcoinTalk  এখানে আমি দিনে কতগুলা পোস্ট করতে পারব তার কোন লিমিট আছে কি? প্লিজ আমাকে জানাবেন.

প্রতিদিন আপনি যত খুশি পোস্ট করতে পারবেন তবে ৩৬০ সেকেন্ডস বিরতি নিয়ে পরের পোস্ট করতে পারবেন।   

আপনার সাথে আমি একমত হতে পারলাম না কারন আপনি চাইলেই একদিনে ৫০ টা পোস্ট করতে পারবেন না আপনি চদি একদিনে ৫০টা পোস্ট করেন তাহলে আপনার পোস্ট স্প্যাম হিসেবে শো করবে। একদিনে ১০টার বেশি পোস্ট না করাই ভালো।
jr. member
Activity: 322
Merit: 1
August 24, 2019, 12:31:13 PM
আসসালামুআলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
সবার বাউন্টি হান্টিং কেমন চলছে? Huh
আমার মোটামুটিরকম চলছে। আমি ভালো কোনো প্রজেক্টের বাউন্টি পাচ্ছি না সো এখনো বাউন্টি চলছে এমন গুরুত্বপূর্ণ  বাউন্টির নাম বা থ্রেড লিংকগুলো শেয়ার করবেন প্লিজ।
ধন্যবাদ
হ্যাপি বাউন্টি হান্টিং  Cheesy

অলাইকোম আসসালাম। হাঁ আল্লাহর রহমতে ভালো আসি।
এখন মার্কেট এর অবস্থা খারাপ তাই আগের মত ভালো বাউন্টি খুব একটা আসতেছে না। তার পরেও নিচে লিঙ্ক দিলাম আমার কাছে ভালো মনে হয়েছে।

https://bitcointalksearch.org/topic/--5173784
https://bitcointalksearch.org/topic/bounty-soraix-equity-token-crypto-currency-exchange-platform-5176405
https://bitcointalksearch.org/topic/endedxcardspend-anywhere-any-cryptocurrency-with-any-payment-card-5177945

ভাল থাকুন, হ্যাপি বাউন্টি হান্টিং

ধন্যবাদ ভাই।
আপনার সহযোগীতার জন্যে
আমি অলরেডি এই ক্যাম্পেইনগুলোতো কাজ শুরু করে দিয়েছি  Grin
কিন্তু আর কোনো ভালো পজেক্ট পাচ্ছি না। Cry
jr. member
Activity: 602
Merit: 3
August 24, 2019, 10:35:26 AM
আসসালামুআলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
সবার বাউন্টি হান্টিং কেমন চলছে? Huh
আমার মোটামুটিরকম চলছে। আমি ভালো কোনো প্রজেক্টের বাউন্টি পাচ্ছি না সো এখনো বাউন্টি চলছে এমন গুরুত্বপূর্ণ  বাউন্টির নাম বা থ্রেড লিংকগুলো শেয়ার করবেন প্লিজ।
ধন্যবাদ
হ্যাপি বাউন্টি হান্টিং  Cheesy

অলাইকোম আসসালাম। হাঁ আল্লাহর রহমতে ভালো আসি।
এখন মার্কেট এর অবস্থা খারাপ তাই আগের মত ভালো বাউন্টি খুব একটা আসতেছে না। তার পরেও নিচে লিঙ্ক দিলাম আমার কাছে ভালো মনে হয়েছে।

https://bitcointalksearch.org/topic/--5173784
https://bitcointalksearch.org/topic/bounty-soraix-equity-token-crypto-currency-exchange-platform-5176405
https://bitcointalksearch.org/topic/endedxcardspend-anywhere-any-cryptocurrency-with-any-payment-card-5177945

ভাল থাকুন, হ্যাপি বাউন্টি হান্টিং
jr. member
Activity: 322
Merit: 1
August 24, 2019, 07:45:15 AM
আসসালামুআলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
সবার বাউন্টি হান্টিং কেমন চলছে? Huh
আমার মোটামুটিরকম চলছে। আমি ভালো কোনো প্রজেক্টের বাউন্টি পাচ্ছি না সো এখনো বাউন্টি চলছে এমন গুরুত্বপূর্ণ  বাউন্টির নাম বা থ্রেড লিংকগুলো শেয়ার করবেন প্লিজ।
ধন্যবাদ
হ্যাপি বাউন্টি হান্টিং  Cheesy
jr. member
Activity: 602
Merit: 3
August 23, 2019, 11:20:10 AM
Ki vabe kaj kora jai notun der jonno. Step by step kaw idea dete parben?

আপনি কি কাজ করবেন তা বাংলায় বলুন। বাংলা লিখার জন্য অভ্র ব্যাবহার করুন।
ইন্সটল দেয়া না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন https://www.filehorse.com/download-avro-keyboard/

jr. member
Activity: 602
Merit: 3
August 23, 2019, 11:10:02 AM
jr. member
Activity: 602
Merit: 3
August 23, 2019, 05:24:12 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের আইন কানুন কেউ কি সম্পুর্ন বলতে পারবেন?
আমি যতদুর জানি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ।তাহলে যারা এক্সচেঞ্জ সাইটের মালিক তাদের ধরছে না কেন পুলিশ? তাদের ধরাটা তো খুব কঠিন কিছু না।
কারো কাছে এইসব ব্যাপারে তথ্য থাকলে একটু শেয়ার করুন প্লীজ।
এই আর্টিকেল টি পড়েনঃ https://en.wikipedia.org/wiki/Legality_of_bitcoin_by_country_or_territory
এবং Legality of bitcoin in Bangladesh

হতাশার কিছু নাই, বিটকয়েন বৈধ হতে যাচছে https://www.youtube.com/watch?v=m8Ych56tPsk


jr. member
Activity: 602
Merit: 3
August 23, 2019, 04:54:48 AM
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। Grin
আমি এই ফোরামে অনেকদিন যাবৎ কাজ করছি।বাউন্টির কাজ করেছি অনেক কিন্তুু সফলতার হার খুবই কম।আমি অভিঙ্গদের পরামর্শ চাচ্ছি যে কিভাবে এই প্লাটফর্ম থেকে সফলতা লাভ করতে পারি? এছাড়াও আমি এই ফোরাম একাউন্টটি নতুন খুলেছি।এটাতে মেরিট পয়েন্ট পাবো কিভাবে এটা যদি কেউ একটু বলতেন ভালো হতো।

ধন্যবাদ|

আপনি যদি ভালো বাউন্টির কাজ করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। যেমন গত বছর, mb8coin প্রজেক্ট এর বাউন্টি হয়েছিল।যারা ওইটাতে কাজ করেছে মোটামুটি ৩০-৩৫ হাজার কয়েন পেয়েছে যার বর্তমান মূল্য ২ লক্ষ+ টাকা।বর্তমানেও অনেক ভালো প্রজেক্ট রয়েছে। temtum, curioinvest, GOLD stablecoin এইগুলো মোটামুটি ভালো মানের।Gold Stablecoin প্রজেক্ট থেকে ভালো ইনকাম করতে পারেন।প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে পেয়ে যাবেন।

ভালো বাউন্টি পেতে হলে অবশ্যই আগে এনালাইসিস করতে হবে।প্রজেক্ট এর বাউন্টি ম্যানেজার কে সেটা দেখবেন, প্রজেক্ট এর টিম, তাদের থিম মানে প্রজেক্ট এর মুলভাব সম্পর্কে জেনে নিবেন।সবকিছু ঠিক হলে তখন কাজ শুরু করবেন।যে কোন প্রজেক্ট এর কাজ করবেন না।বেশিরভাগ প্রজেক্ট স্ক্যাম হয়।

আপনি নতুন একাউন্ট কেন খুলেছেন? আগের একাউন্ট থেকেও কাজ করতে পারেন, আগের একাউন্টে মেরিটও পেতে পারেন।তাহলে নতুন একাউন্ট খোলার দরকারটা কি?

প্রথমে খুব ভালো লাগছে যে, এখানে বাংলায় কথা বলছি। CARLAHOUSTON12 ভাই, এবার আপনার প্রশ্নে আসি।

বউন্টির ব্যাপারে মোটামোটি DTalk ভাই সব বলেছেন। আমি শুধু একটু যোগ করবো সেটা হল, আমি গত বছর মোট ২০০+ বউন্টি কাজ করেছি তার মধ্যে এম্বি৮ ছিল।
এই ২০০+ বউন্টির মধ্যে প্রায় ৪০+ বউন্টি পেম্নেট করেছে কিন্তু আমার ৪০+ লাগেনি শুধু এক এম্বি৮ দিয়ে আমি সফল। সুতরাং সফল হওয়ার জন্য লেগে থাকুন এবং ভালো বউন্টি নির্বাচন করুন DTalk ভাই এর সাজেশনমত। আর আমি কিছু বউন্টি মেনাজারের লিঙ্ক দিলাম, সচারাছর তাদের বউন্টি ভালো হয়। যেমন,

https://bitcointalksearch.org/user/yahoo62278-355846
https://bitcointalksearch.org/user/wapinter-527272
https://bitcointalksearch.org/user/btcltcdigger-228301
https://bitcointalksearch.org/user/needmoney-86907

এছাড়া এখানে বউন্টি ছাড়াও, আপনি সার্ভিস সেল করে ইনকাম করে সফল হতে পারবেন। https://bitcointalk.org/index.php?board=52.0 এখানে যে কাজ পারেন সে ব্যাপারে একটা পোস্ট করবেন অ্যান্ড এখান থেকে অনেকে দেখবেন কাজ দিবে। যেমন ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ব্যানার ডিজাইন, সিগ্নগেচার ডিজাইন ইত্াদি।


এবার আসি মেরিটের ব্যাপারে, দেখুন মেরিট টা আসে কমনিটি মেম্বার থেকে। যখন তারা কারও পোস্ট এ কনো ইনফরমেশন বা হেল্প পায়, তখন তারা এ মেরিট টা দিয়ে থাকে।
যেমন আমার এ পোস্ট পড়ে আপনি খুশি হলেন আর আমাকে মেরিট দিলেন।  Grin Grin Grin জাস্ট মজা করলাম।
যাইহোক আপনি ইনফরমেটুভ অ্যান্ড হেল্প ফুল পোস্ট করুন আপনার মেরিট এমনি বেড়ে যাবে আশা করি।


ভাল থাকুন, ভালো থাকুক সকল ক্রিপ্টো প্রেমী BTC

Jump to: