Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 67. (Read 5286472 times)

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 25, 2024, 07:52:30 PM
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।
ভাই আফসোস তো আমিও করি মাঝে মাঝে মনে হয় কেন তখন ১ লাখ টাকা বিটকয়েন কিনে রাখলাম না, কিনে রাখলে আজকে চান্দে থাকতাম। ভাই আগামী বুলরানে ১০০কে দেখলে তো আরো মাথা খারাপ হবে।

ভাই সামনে বুলরানে যদি বিটকয়েনের দান ১০০কে অতিক্রম করে তাহলে আমার মনে হয় আমরা আবারো বিয়াতকয়েন ১৬-২০কে মধ্যে দেখতে পাবো না। কারন বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৯কে থেকে মার্কেট ডাউন দিয়ে ১৬কে এসেছিলো, তাই যদি আগামী বুলরানে যদি ১০০কে ছাড়িয়ে যায় তাহলে পরবর্তী মার্কেট ডাউন দিলে আমার মনে হয় বিটকয়েন ৩০কে নিচে আসবে না। যাইহোক, দেখা যাক এবার বুলরানে বিটকয়েন দাম কতটা উচ্চতায় উঠতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 25, 2024, 01:44:31 PM
আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।

সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।
আসলে  ফিয়াট লেস থাকা ভালো তবে ভাই  ভোলাটিলিটিই তো সব নষ্টের মূল। আমি আবার পুরোপুরি ফিয়াট লেস নিজের আর্নিং এর দশ গড়ে থেকে বিশ শতাংশ আমি বিটকয়েন ইনভেস্ট করে থাকি। আর বাকিগুলো এ যাবৎ কাল পর্যন্ত ফিয়াট কারেন্সি করে ব্যাংকে নিয়ে নিতাম।
কিন্তু কদিন আগে আমি যে ব্যাংক ব্যবহার করি সেই ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে কর্মকর্তার সাথে কথা বলার পর আমার ফিয়াট করার ইচ্ছা বলতে গেলে এখন পুরোদমে চলে গিয়েছে। তাই বর্তমানে আমার ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে বেশিরভাগ ফান্ড রয়েছে যতটা না আমার ব্যাংকে রয়েছে। যদিও আমার হোল্ড করা বিটকয়েন, বিএনবি, আর কিছু টোকেন মিলেই ব্যাংকের টাকা কে ছাড়িয়ে যাবে। এখন সেটাকে আরো বাড়াতে  চাচ্ছি তবে সম্পূর্ণই ভোলাটিলিটি  যুক্ত  কয়েনে নয়। বর্তমানে আমি আমার ফান্ড কে  স্ট্যাবল কয়েনে রেখে আর আগের মত ১০% থেকে ২০ পার্সেন্ট প্রতি মাসে ইনভেস্ট চালিয়ে যাচ্ছি। এতে করে আমার ইমারজেন্সি সিচুয়েশন ফেস করার জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে থাকা হল, আর বাকিটা তো আল্লাহর উপর।

হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।

সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
মন্দ বলেন নাই ভাই সিগনেচার ক্যাম্পেইন এর পেমেন্টকে কেউ যদি ইনভেস্টমেন্ট হিসেবে নিতে চায় তাহলে এটাকেই অনেকটা  ডি সি এ মেথড হিসেবে গণ্য করা যেতে পারে। তবে ভাই আমি এই সিগনেচার ক্যাম্পেইনের ও বেশিরভাগ অংশ আমার খরচে কাটাই।ওইযে ভোলাটিলিটিই যত নষ্টের মূল এর জন্য, আমি মনে করি ইনভেস্টমেন্ট টা ওই পরিমাণেই হওয়া আর আমি বলব ভাই যারা বিটকয়েন ইনভেস্টমেন্ট করেছে লাইক ডি সি এ মেথড ফলো করে লং টার্ম ধরে করে আসছে তারা সবাই বর্তমানে লাভের মুখ দেখতেছে।
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 25, 2024, 01:10:23 PM
Xprim777 আবারও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন ( Apeswap Coldshit)। মাত্র ১৬টি স্পট আছে। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-apeswap-coldkey-5486574


sr. member
Activity: 392
Merit: 350
February 25, 2024, 08:16:24 AM
পবিত্র শবে বরাতের শুভেচ্ছা





আমাগো বাংলা থ্রেডের সকল ভাই-বোনদেরকে জানাইতাছি পবিত্র শবে-বরাতের শুভেচ্ছা। আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আজকে বিশেষ তম একটি পবিত্র দিন। আজকের এই দিনটি আমাদের মুসলিম সম্প্রদায় সারম্বরে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করে। প্রতিবছর হিজরী ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতে শবে বরাত এই মহিমান্বিত দিনটি পালিত হয়।

আজকের এই দিনে সবাই যেন তার পরিবারের সাথে আনন্দের সাথে থাকতে পারে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারে এটা কামনা করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 25, 2024, 06:31:25 AM
ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন?  আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?

আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।

হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।

সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
member
Activity: 84
Merit: 57
February 25, 2024, 03:07:13 AM
তাছাড়া বর্তমানে আমি ১০০০ টাকা বিটকয়েন এড অপশন করাকে মনে করি আমি এক হাজার টাকার মনের কাচ্চি বিরিয়ানি খেয়ে ফেলছি।
দোয়া করবেন ভাই যেন বিপদে আপদে না পড়ি এবং পড়লেও যেন আমার এই  ফান্ড গুলোতে হাত না দিতে হয়।

আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।

সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।
ভাই আপনাদের চিন্তা ধারা দেখে আমার খুব ভালো লাগলো। ইনকামের সব অংশ খরচ না করে কিছু কিছু জমা করা প্রয়োজন। সেভিংসের বিষয়টা আমাদের সবারই থাকা দরকার। এটা আমাদের বিপদ আপদে সাহায্য করে অনেক। খেয়াল করে দেখবেন ভাই যখন বিপদ আসে তখন আমাদের হাত মোটামুটি ফাঁকা থাকে আমাদের তখন ধার করতে হয়। তখন যদি জমানো কোন অর্থ থাকে তাহলে আমাদের ঋন করতে হয় না। আর এখন আমাদের দেশের অর্থনীতির অবস্থা অনুযায়ী আমার মনে হয় ব্যাংকে টাকা রাখা বা ডিপিএস করাটাও সুবিধাজনক মনে হয় না আমার। আর ইনভেস্টের কথ অনুযায়ী মনে হয় এখন বিটকয়েন এ বিনিয়োগ করে জমানোটাই ভালো। যারা মারকেট ডাাম্প অবস্থা থেকে বিনিয়োগ করতেছে তারা এখন লাভোবান সামনে আরো ভালো কিছু হবে বলে আমি মনে করি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 25, 2024, 02:48:37 AM
আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।

সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।

ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন?  আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?

আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 25, 2024, 12:17:39 AM
তাছাড়া বর্তমানে আমি ১০০০ টাকা বিটকয়েন এড অপশন করাকে মনে করি আমি এক হাজার টাকার মনের কাচ্চি বিরিয়ানি খেয়ে ফেলছি।
দোয়া করবেন ভাই যেন বিপদে আপদে না পড়ি এবং পড়লেও যেন আমার এই  ফান্ড গুলোতে হাত না দিতে হয়।

আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।

সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 24, 2024, 10:55:56 AM
করতেছি ভাই লং টার্মের জন্য হোল্ডিং এখানে আর হাত দেবো না মানুষ যেমন স্বর্ণ কিনে গচ্ছিত রেখে দেয়, আমি বিটকয়েন এড অপশন করে তেমন ভাবে রেখে দেবো। দেখি আজ থেকে ১০ বা ৮ বছর পরে কি অবস্থা হয়।

ভাই, আমিও লং টার্ম হোল্ডিং করবো ভেবে কিছু বিটকয়েন সাইড করে রেখেছিলাম। কিন্তু দেখেন, কখন কোথায় টাকা দরকার হয়ে যাবে কেউ জানে না। ইদানিং আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি যেটা করার কোনো প্ল্যান ছিলো না। বা প্ল্যান এরকম ছিলো যে আমি ভবিষ্যতে হয়তো এরকম একটা বিজনেস স্টার্ট করবো। এখন বাধ্য হয়ে আমাকে কিছু বিটকয়েন হয়তো সেল করা লাগবে, নয়তো ধার করা লাগবে। আপনার কাছ থেকে লোন নিলাম, এছাড়াও একজন বড় ভাইয়ের কাছ থেকে ১ হাজার ডলার নিলাম, এর বাইরেও প্রায় ২ লাখ টাকা ধার করে বিজনেস স্টার্ট করেছি। আমিও চাচ্ছিলাম লং টার্ম হোল্ড করবো। এমনকি টাইমলক করার ইচ্ছা ছিলো। কিন্তু ভবিষ্যত বিপদ আপদের কথা চিন্তা করে আর টাইম লক কিরিনি।
আপনার কথাও কি  ফালায় দেওয়ার মতন না, কারণ বিপদ আপদ মানুষের যে কোন সময় আসতেই পারে এক্ষেত্রে গচ্ছিত ফান্ডেই হাত দিতে হয়। তবে ভাই তেমন সিচুয়েশনে পড়লেও আমি মনে করি যদি লোন নিয়ে হয়েও ওই লং টার্ম হোল্ডিং স্ট্রাটেযি ধরে রাখতে পারলে অনেক ভালো।
আমার নিজেরও কয়েকবার ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তখন বন্ধুবান্ধবের নিকট থেকে কিছুটা ধার করে সেগুলো কাটিয়েছি। ওভারঅল আমি অনেকটা ধরে নিতেছি যে সব  ফান্ড হোল্ডিং করতেছি, এগুলো আমি হারিয়ে ফেলেছি, অনেকটা চিন্তা করে দেখেছি সপ্তাহে আমরা পাঁচ ছয় হাজার টাকা এর বেশি নানান খাতে খরচ করি এর মধ্যে দুই তিন হাজার টাকা এমনও আছে যেগুলো খরচ না করলেও চলে অথবা শুধু বিনোদনের জন্য খরচ করি।
তাছাড়া বর্তমানে আমি ১০০০ টাকা বিটকয়েন এড অপশন করাকে মনে করি আমি এক হাজার টাকার মনের কাচ্চি বিরিয়ানি খেয়ে ফেলছি।
দোয়া করবেন ভাই যেন বিপদে আপদে না পড়ি এবং পড়লেও যেন আমার এই  ফান্ড গুলোতে হাত না দিতে হয়।

কে জানি ইউজার নেম রাখসিল (amrbapmurgichor), এটা মনে পড়ে? Grin তারপর আবার আপনার নাম নিয়ে যে কাহিনি হলো কিছুদিন আগে ভাইরে ভাই। যাই হোক তিনি মনে হয় কোনো অল্ট/মাল্টি একাউন্ট, কারণ আইডি খুলতে না খুলতেই তিনি অনেক ফোরাম সচেতন কথাবার্তা শুরু করে দিয়েছেন।

অল্ট একাউন্ট খোলা দোষের কিছু না। কিন্তু মানুষ সেটার সৎ ব্যাবহার করুক। যখন আপনি ফোরামে স্টাবলিষ্ট এমন কোনো ইউজারের নাম কপি করে ফোরামে নিজেও ষ্টাবলিষ্ট হতে চাইবেন, ব্যাপার টা আসলে খারাপ দেখায়।
আল্ট অ্যাকাউন্ট থেকে একটু ভিন্ন প্রসঙ্গের কথা মনে পড়ল, আসলে ভাই কাকে কি বলবো অল্ট অ্যাকাউন্ট খোলা নিয়ে তো ফোরামে কোন  বিধি নিষেধ নেই, কিন্তু কিছু ডিটি মেম্বারকে এমন এমন ট্যাগ মারতে দেখেছি, যেগুলো দেখে না পারি কিছু বলতে না পারি কিছু সইতে। কেউ জেনুইনলে কাজ করার মাধ্যমে ট্রাস্ট অর্জন করলে তাকেও অযথা একটি ট্যাগ মেরে দেয়।
তবে মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অপব্যবহার করে যারা, তাদেরকে অবশ্যই তো ত্যাগ মারা উচিত শুধু নিউট্রাল না রেড ট্যাগ মেরে দেওয়া উচিত।
sr. member
Activity: 392
Merit: 350
February 24, 2024, 10:04:55 AM
অনেক কষ্ট হইছে ভাই Smiley, সারাদিন ফোরামে এক্টিভ থাকতাম, সারাটা দিন। ফুল মেম্বারে যখন উঠছিলাম তখনও এমন হইছিল। এক্টিভিটি হওয়ার আগেই মেরিট হয়ে গেছিলো।
ভাই এই কষ্টটাই হয়তো বড় কষ্ট। আপনার মত আমিও আইটকা আছিলাম আমি ফুল মেম্বারের এক্টিভিটি হওয়ার আগেই আমার ফুল মেম্বার এর মেরিট উপার্জিত হইছিল। যারা এই পরিস্থিতির মধ্যে পড়ছে তারা হয়তো খুবই অস্বস্তি বোধ করে। হয়তো আমাদের এই থ্রেডের আরেকজন সদস্য @LB ভাই সে এই অস্বস্তির মধ্যে রয়েছে তারও হিরো সদস্য এক্টিভিটি হওয়ার আগে হিরো সদস্যের প্রয়োজনের মেরিট উপার্জন কইরা ফেলছে। আমি প্রতিদিন অপেক্ষা করতাম যে কখন আমার অ্যাক্টিভিটি বাড়বে এবং ফুল মেম্বার হমু তবে এখন ইনশাআল্লাহ ফুল মেম্বার হইয়া গেছি।  Grin

আপনার নতুন রেঙ্ক আপের জন্য অভিনন্দন @DYING_S0UL আমাদের বাংলা থ্রেডে আরো একজন সিনিয়র সদস্য হইলো। আশা করি আপনি আপনার হিরো সদস্যের অ্যাক্টিভিটি হওয়ার আগেই হিরো সদস্যের জন্য পর্যাপ্ত মেরিট উপার্জন করতে সক্ষম হনCheesy। আরো একবার এই অস্বস্তির মধ্যে পড়ুন  Undecided
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 24, 2024, 12:47:16 AM
করতেছি ভাই লং টার্মের জন্য হোল্ডিং এখানে আর হাত দেবো না মানুষ যেমন স্বর্ণ কিনে গচ্ছিত রেখে দেয়, আমি বিটকয়েন এড অপশন করে তেমন ভাবে রেখে দেবো। দেখি আজ থেকে ১০ বা ৮ বছর পরে কি অবস্থা হয়।

ভাই, আমিও লং টার্ম হোল্ডিং করবো ভেবে কিছু বিটকয়েন সাইড করে রেখেছিলাম। কিন্তু দেখেন, কখন কোথায় টাকা দরকার হয়ে যাবে কেউ জানে না। ইদানিং আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি যেটা করার কোনো প্ল্যান ছিলো না। বা প্ল্যান এরকম ছিলো যে আমি ভবিষ্যতে হয়তো এরকম একটা বিজনেস স্টার্ট করবো। এখন বাধ্য হয়ে আমাকে কিছু বিটকয়েন হয়তো সেল করা লাগবে, নয়তো ধার করা লাগবে। আপনার কাছ থেকে লোন নিলাম, এছাড়াও একজন বড় ভাইয়ের কাছ থেকে ১ হাজার ডলার নিলাম, এর বাইরেও প্রায় ২ লাখ টাকা ধার করে বিজনেস স্টার্ট করেছি। আমিও চাচ্ছিলাম লং টার্ম হোল্ড করবো। এমনকি টাইমলক করার ইচ্ছা ছিলো। কিন্তু ভবিষ্যত বিপদ আপদের কথা চিন্তা করে আর টাইম লক কিরিনি।

কে জানি ইউজার নেম রাখসিল (amrbapmurgichor), এটা মনে পড়ে? Grin তারপর আবার আপনার নাম নিয়ে যে কাহিনি হলো কিছুদিন আগে ভাইরে ভাই। যাই হোক তিনি মনে হয় কোনো অল্ট/মাল্টি একাউন্ট, কারণ আইডি খুলতে না খুলতেই তিনি অনেক ফোরাম সচেতন কথাবার্তা শুরু করে দিয়েছেন।

অল্ট একাউন্ট খোলা দোষের কিছু না। কিন্তু মানুষ সেটার সৎ ব্যাবহার করুক। যখন আপনি ফোরামে স্টাবলিষ্ট এমন কোনো ইউজারের নাম কপি করে ফোরামে নিজেও ষ্টাবলিষ্ট হতে চাইবেন, ব্যাপার টা আসলে খারাপ দেখায়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 23, 2024, 11:22:02 PM
LM ভাই আপনার ইনভেস্টমেন্ট কতদূর?
খুবই খারাপ বলতে হবে। এখনো স্টেপ-১ শেষ করা হল না। ENJ গেমিং সেক্টরে অন্যতম সেরা কয়েন এবং কিছুদিন আগেই তারা মেইননেট শুরু করল। তবুও কোন রকম প্রভাব এর দামে পড়ল না। যাই হোক, আমার এই প্ল্যান দীর্ঘমেয়াদী তবে বুলরানের আগে যদি ২/৩টা স্টেপ সম্পন্ন করতে পারতাম তাহলে বুলরানের সময় কাজটা সহজ হইত।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 23, 2024, 11:16:41 PM
অন্য মানুষের নাম কপি?
আপনিও চাইলে theymos123 দিয়ে একটা একাউন্ট খুলে ফেলতে পারেন  Cheesy
অথবা আমিও Little Mouse সিক্সটি নাইন নামে একটা খুলে ফেলবো। কেমন হবে?
কে জানি ইউজার নেম রাখসিল (amrbapmurgichor), এটা মনে পড়ে? Grin তারপর আবার আপনার নাম নিয়ে যে কাহিনি হলো কিছুদিন আগে ভাইরে ভাই। যাই হোক তিনি মনে হয় কোনো অল্ট/মাল্টি একাউন্ট, কারণ আইডি খুলতে না খুলতেই তিনি অনেক ফোরাম সচেতন কথাবার্তা শুরু করে দিয়েছেন।

LM ভাই আপনার ইনভেস্টমেন্ট কতদূর?



DYING_S0UL ধুর মিয়া অ্যাক্টিভ হয়ে যান, অভিনন্দন Wink
ফ্যামিলি সংক্রান্ত কারণে একটু দোড়াদৌড়ির মধ্যে ছিলাম/আছি। তাই আসতে পারিনি। তার উপর আবার নতুন একটা অনুবাদ শুরু করছি দুইদিন আগে, সেটা নিয়েই মূলত পড়ে আছি।



[....]
অনেক কষ্ট হইছে ভাই Smiley, সারাদিন ফোরামে এক্টিভ থাকতাম, সারাটা দিন। ফুল মেম্বারে যখন উঠছিলাম তখনও এমন হইছিল। এক্টিভিটি হওয়ার আগেই মেরিট হয়ে গেছিলো।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 23, 2024, 10:51:25 PM
আজকে INDEPENDENT নিউজে একটা প্রতিবেদন দেখতে পেলাম ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে রেডিট।


বিটকয়েন আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। এমনও সময় আসতে পারে পুরো পৃথিবী জুড়ে বিটকয়েন জনপ্রিয়তা অর্জন করবে। হতে পারে আমরা দেখতে পাবো কিনা জানিনা এক সময় আমাদের বাংলাদেশে একদিন বিটকয়েন বৈধ করা হতে পারে। আমরা এর আগেও হয়তো অনেকেই নিউজ প্রতিবেদনে দেখেছি বিভিন্ন কোম্পানিতে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে পেমেন্ট গ্রহণ করেছে।

যাইহোক নিউজের প্রতিবেদনে দেখতে পেলাম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক রেডিট বিটকয়েন সহ ইথেরিয়াম ও পলিগন (মেটিক) কয়েনে বিনিয়োগ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছে রেডিট তাদের বিনিয়োগের খাত বাড়ানোর জন্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে।
নিউজ বিস্তারিত জানতে আপনারা এখানে ক্লিক করুন।
full member
Activity: 504
Merit: 163
February 23, 2024, 10:24:44 PM
DYING_S0UL ভাই আপনাকে অনেক অভিনন্দন আপনি মেম্বার পদে থেকে Sr.Member র‍্যাঙ্ক অর্জন করেছেন নিশ্চয় আপনার এই জার্নিটা সহজ ছিল না। আপনার পোস্ট কোয়ালিটি অনেক ভালো অবশ্যই আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আপনি বেশি বেশি বাংলা লোকাল বোর্ডে অ্যাক্টিভ থাকবেন যাতে করে আমরা আপনার মূল্যবান পোষ্টের মাধ্যমে শিক্ষনীয় বিষয় শিখতে পারি। আপনার প্রতি অনেক শুভকামনা রইল ভবিষ্যতে আপনি আরো বড় রেঙ্ক অর্জন করুন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 23, 2024, 04:22:34 PM
কিপটেমি করে ইনভেষ্ট করে আর কয় টাকা ইনভেষ্ট করা যাবে ভাই? আর আপনার লেখা পড়ার পর আমার মুখে অজান্তেই একটা হাসি চলে আসছে। আপনি কোন সাইকেল মনে করছেন কে জানে। এ সাইকেল মানে চক্র। তবে আপনি যে সাইকেলের কথা বললেন, তাও আবার চাকা ছাড়া, আসলেই এটা এপিক ছিলো ভাই। হাসাইছেন ভালো ভাবেই। আমি কখনোই বলবো না ক্রিপ্টোতে ইনভেস্ট করা অন্ধকারে সাইকেল চালানোর মতো। তাহলে শেয়ার বাজারের কথা কি বলবেন? শেয়ার বাজারে তো একই অবস্থা।

যাই হোক, নতুন রা একবারে কিছুই না যেনে ইনভেষ্ট করে না। নতুনদের সমস্যা হলো ওনারা যেহেতু নতুন, ওনারা পুরাতন লোকেদের মতামত জানতে চায় এবং সেখানেই ধরা খেয়ে যায়। আমি গত বুল রানে নতুন ছিলাম বলা চলে। সেই বুল রানে আমি বেশ লস করে ফেলেছি। এর কারন হলো, আমি ধরেই নিয়েছিলাম যে, যেহেতু প্ল্যান বি বলেছে, তার মানে বিটকয়েন ১ লাখ ডলারে যাবেই।
ভাই কি কিপটে ইনভেস্টমেন্ট বলল নাকি ক্রিপ্টোতে ইনভেসমেন্ট বলল Huh
তারপরেও ভাই আপনার এই কিপ্টেমি কোথা থেকে আমার মনে পড়ল বর্তমানে আমি এই কিপ্টেমি ইনভেস্টমেন্ট করেই মানে প্রতি সপ্তাহে ১০ ডলার অথবা মাসে ৪০ ডলার ইনভেস্টমেন্ট করে অবশ্যই ভাই বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে আমি মোটামুটি এখন লাভের মুখ দেখতেছি, যদিও আমি এই লাভের আশায় এখানে ইনভেস্টমেন্ট করিনি আমার স্বপ্ন হিউজ যেটা মানুষ হয়তো বিটকয়েন যখন ২-৩০০ ডলারের ছিল তারা বর্তমান প্রাইস কল্পনাও করতে পারেনি।
করতেছি ভাই লং টার্মের জন্য হোল্ডিং এখানে আর হাত দেবো না মানুষ যেমন স্বর্ণ কিনে গচ্ছিত রেখে দেয়, আমি বিটকয়েন এড অপশন করে তেমন ভাবে রেখে দেবো। দেখি আজ থেকে ১০ বা ৮ বছর পরে কি অবস্থা হয়।
আমি আর একটা জিনিস শেয়ার করতে চাইছে আপনি যেমন শুরুর দিকে বুল রানে বেশ লস খেয়েছেন আমারও ঠিক তেমনি অবস্থা, আমি যখন ক্রিপ্ত ইনভেসমেন্ট জার্নি স্টার্ট করি তখন বুল রান চলছে, আর তখনই আমি বিটিসি এবং কয়েক ধরনের টোকেন ইনভেস্টমেন্ট করেছিলাম মোটামুটি বলতে গেলে তখনকার হিসেবে আমার  জন্য একটা বরণ ইনভেসমেন্ট ছিল, বিএনবি এবং SLP token এও একটা বড় ইনভেস্টমেন্ট করেছিলাম বর্তমানে বিএনবি এবং বিটকয়েন নিয়ে আশায় আছি তবে, এই SLP টোকেন নিয়ে আমার ভিতরে আর কোন আশা নাই। শুরুর দিকে আমরা মার্কেট না বুঝেই ঝাঁপিয়ে  পরি অন্যদের দেখে আর এটাই আমাদের সবচাইতে বড় ভুল হয়।



DYING_S0UL ধুর মিয়া অ্যাক্টিভ হয়ে যান, অভিনন্দন Wink
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 23, 2024, 02:09:57 PM
অভিনন্দন DYING_S0UL ভাই। আজকে খুবই আনন্দের খবর যে আমাদের লোকাল কমিনিউটির একজন সদস্য DYING_S0UL ভাইয়ের পদোন্নতি হয়েছে। আমরা দেখেছি তিনি সিনিয়র মেম্বারের এক্টিবিটি হওয়ার আগেই সিনিয়র মেম্বার হতে যে মেরিটের প্রয়োজন হয় তা অর্জন করেছিলেন। DYING_S0UL ভাইয়ের আজকে এক্টিবিটি বেড়েছে এবং নতুন রেংকে পা দিয়েছেন, আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আবারো জানাই নতুন রেংকে পদোন্নতি হওয়ার জন্য অভিনন্দন। আমি তার জন্য দুয়া করি তিনি আরো এগিয়ে যেতে পারেন।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 23, 2024, 05:21:45 AM
আপনি ধরে আছেন ১ লাখ ডলার। আর এদিকে প্ল্যান বি বলছে যে বিটকয়েন ৫ লাখ ডলার ক্রস করবে। এবার তার কথা শুনে যদি কেউ ইনভেষ্ট করে বসে থাকে যে কখন বিটকয়েন ৫ লাখ ডলারে যাবে, তাহলে কিন্তু আস্তে করে একটা মারা খেয়ে যাবে। যারা এই ধরনের প্রেডিকশন করে, আমাদের বুঝা উচিৎ যে সেগুলো শুধুমাত্র প্রেডিকশন। অন্য কিছু না। ওনারা তো চাইলেই মারকেট মুভমেন্ট চেন্জ করতে পারবে না। এসব প্রেডিকশন মূলত মানুষের কনফিডেন্স বুষ্ট করে।

ভাই মার্কেট প্লেসে তো আসল খেলা শুরু হয় দুইভাবে, যখন দাম অনেক কমে যায় তখন, এবং যখন দাম অনেক বেশি হয় তখন। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা প্রতিষ্ঠানিকভাবে খেলে  এরা সবথেকে বেশি প্রফিট করে আর এদের মুভমেন্ট বোঝা সবথেকে বেশি কঠিন। এখানে আমার মতে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাকেট ম্যানুপুলেট করা সম্ভব না, যত সময় মার্কেট ম্যানুপুলেট হয়েছে সবসময়ই সম্মিলিতভাবে হয়েছে।

ভাই এবার আসি প্রেডিকশনের কথাই, এর আগের বার বিটকয়েন যখন সর্বোচ্চ প্রাইস অতিক্রম করেছিল তখন তার রেজিস্টেন্সি লেভেল ছিল $80k, যেটা সে অতিক্রম না করেই নিচের দিকে নামতে শুরু করেছিল । এখন এখানে বড় বিষয় হচ্ছে, যখন বিটকয়েন কোনভাবে এখন যদি $80k অতিক্রম করে এবং কিছুটা সময় স্থির থাকে, তাহলে বাকিটা যারা ইন্ডাস্ট্রি থেকে ইনভেস্ট করবে তারাই প্রাইস বাড়িয়ে দেবে। যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট টাইম বা অল্প সময়ে বেশি প্রফিট করাতেই বেশি গুরুত্ব দিয়ে থাকি ভাই এখানে একেবারে এক্সপার্ট না হয়ে শর্ট টাইমে প্রফিট নেওয়ার চিন্তা করা বোকামি।

এখন মার্কেটে যদি খুব খারাপ ধরনের কোন সংবাদ না আসে তাহলে আশা করা যায় আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে $80k অতিক্রম করতে পারে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 23, 2024, 04:44:04 AM
অন্য মানুষের নাম কপি?

আপনিও চাইলে theymos123 দিয়ে একটা একাউন্ট খুলে ফেলতে পারেন  Cheesy
অথবা আমিও Little Mouse সিক্সটি নাইন নামে একটা খুলে ফেলবো। কেমন হবে?

ভাই এখানে হচ্ছে শুধু ভুলটা আপনার না অনেকে এরকম ভুল করে থাকে, আমি যতদূর জানি ট্রেডিং বিষয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ১০% থেকে ১৫% শতাংশ এমন তেমন হতে পারে কিন্তু অনেক বিষয় আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তবে এবারের ধাক্কায় বিটকয়েন ১ লক্ষ  ক্রস করতেছে এটা শিওর থাকেন।

আপনি ধরে আছেন ১ লাখ ডলার। আর এদিকে প্ল্যান বি বলছে যে বিটকয়েন ৫ লাখ ডলার ক্রস করবে। এবার তার কথা শুনে যদি কেউ ইনভেষ্ট করে বসে থাকে যে কখন বিটকয়েন ৫ লাখ ডলারে যাবে, তাহলে কিন্তু আস্তে করে একটা মারা খেয়ে যাবে। যারা এই ধরনের প্রেডিকশন করে, আমাদের বুঝা উচিৎ যে সেগুলো শুধুমাত্র প্রেডিকশন। অন্য কিছু না। ওনারা তো চাইলেই মারকেট মুভমেন্ট চেন্জ করতে পারবে না। এসব প্রেডিকশন মূলত মানুষের কনফিডেন্স বুষ্ট করে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 23, 2024, 03:37:52 AM
.....
ভাই আপনার কোট করা পিকচার সাইজ টা কমিয়ে নিলে পোস্টটা ভালো দেখা যেতো। পিকচার এর সাইজ কমিয়ে দিয়েন।


ভাই এখানে হচ্ছে শুধু ভুলটা আপনার না অনেকে এরকম ভুল করে থাকে, আমি যতদূর জানি ট্রেডিং বিষয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ১০% থেকে ১৫% শতাংশ এমন তেমন হতে পারে কিন্তু অনেক বিষয় আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তবে এবারের ধাক্কায় বিটকয়েন ১ লক্ষ  ক্রস করতেছে এটা শিওর থাকেন।

ভাই বিটকয়েনের দাম আমার মতে ২০২৫ সালের আগে বিটকয়েনের দান $১০০k ক্রস করবে না। তবে আশা করা যায় এই বছরে সর্বোচ্চ দাম $৬৯ হাজার ক্রস করতে পারে।
Pages:
Jump to: