বাউন্টি.....
ভাই আপনাকে যদি বাউন্টির রিয়ালিটি সম্পর্কে বলি তাহলে, বেশিরভাগ পার্টিসিপেন্ট (৫০%) বাউন্টিতে চিট করে। এখন বলতে পারেন আমি একথা কিভাবে জানি!!! কারণ আমি নিজে বাউন্টির সাবমিশনগুলো চেক করি/করছি। বিস্বাস করেন ভাই একজন ইউজার ৪-৫ টা আইডি দিয়ে বাউন্টিতে জয়েন করে, যা সম্পূর্ণ রুলস এর বাহিরে। পেমেন্ট এড্রেসগুলো চেক দিলেই এসব মাল্টি ইউজারগুলো ধরা পড়ে। এখন এসব চিটারদের একজন ম্যানেজার/ভ্যালিডেটর কি জন্য স্টেক/পেমেন্ট দিবে আপনি নিজেই বলেন?
জ্বি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আমিও দেখেছি এটা একেক জনের অনেক আইডি। ট্রানজেকশন করে সমস্যায় পড়েছে কিন্তু তবুও তার এটা বাদ দেইনি সব আইডি দিয়ে ধুমছে বাউন্টি করে। আবার কিছু কিছু পাবলিকের কথা বার্তা শুনে তো ভাই একদম হতো ভম্ভ হয়ে গেছি এরা বলে কি তারা তিন চারটা আইডি দিয়া বাউন্টি করে আর বলে সহজ কাজ কোন প্যারা নাই খালি লিংক বানিয়ে দিয়ে দেই আবার কারো কারো বাউন্টিতে নাকি আগের রিপোর্ট টা ডেট চেঞ্জ করে দিয়েও চালিয়ে দেয় এগুলা শুনে তো ভাই আমি আবাক হয়ে গেছি এরা আসলে কি? এরা যেখানে যাবে সেখানে ঝামেলা করেই ছাড়ে দেখছি ভাই। আমি ভেবেছিলাম হয়তো কষ্ট করে কাজ করে এবং পেমেন্ট পায় না এর জন্য কিন্তু বিষয়টা একদম উল্টো চিত্র আমি নিজেই দেখলাম ভাই।
শুধু তাই না। আপনি যে বল্লেন অনেক পরিশ্রম করে বাট পেমেন্ট দেয়না। কোথায় পরিশ্রম ভাই? সামান্য একটা সিম্পল ট্যাস্কও ঠিকমতো করেনা, না দেয় প্রজেক্ট এর ছবি, না দেয় নাম, না দেয় হ্যাশট্যাগ। মানে একেবারে যাচ্ছেতাই একটা অবস্থা। এমনকি রুলসগুলোও ঠিকমতো পড়ে না, না পড়েই কমপ্লেইন্ট করে যে স্টেক নাই কেন, দেন নাই কেন, হাবিজাবি।
ভাই তাহলে তো সঠিকভাবে করেই না বাউন্টি কেও। সবাই এলোমেলো ভাবে করে সবকিছু। আমি যেটা খেয়াল করে দেখলাম বাউন্টিতে আমাদের বাংলাদেশের মানুষি বেশি। এদের আর কোন কিছুর ইচ্ছে নেই এরা বাউন্টি করে শুধু। একাউন্ট রেড ট্রাস্ট খায় আবার নতুন একাউন্ট ক্রিয়েট করে আবার শুরু করে। এদের সম্পকে যতটা জানতে তার থেকে বেশি অবাক হচ্ছি ভাই।
একটা সময় ছিল যখন বাউনটির স্বর্ণযুগ ছিল তবে এখন আর সেটা নাই। একটা সময় অনেকে বাউটি কইরা অনেক ডলার কামাই তো এখন হয়তো এমবি কেনার খরচ ও ওঠে না অনেকের বাউনটি কইরা। আপনার যদি বাউনটিতে কাজ করার একান্ত ইচ্ছাই থাকে তাহলে রেপুটেড কিছু ম্যানেজার আছে যাদের বাউনটি ক্যাম্পেইনে সামান্য হলেও পেমেন্ট প্রদান করে সেগুলোতে জয়েন কইরা কাজ করতে পারবেন।
জি ভাই এক সময় এটার স্বর্ণযুগ ছিল আমি এটার অনেক আগের বাউন্টিগুলো সিস্টেম দেখেছি। ওই আগের মতো বাউন্টি এখন যদি সিস্টেম থাকতো তাহলে তো সেই হতো ভাই। আমি ভাই নতুন আমি বাউন্টিতে জয়েন করে বেশি কিছু করতে পারবো না এগুলো করার জন্য সোসাল মিডিয়াতে অনেক বেশি ফলোয়ার লাগে যেটা আমার নেই। এবং আমার বাউন্টি করার ইচ্ছেও নাই ভাই। তবে আর্টিকেল লেখালেখি কাজ করি এরকম সিস্টেম হুলে দেখলাম আছে। সময় সুযোগ হলে আমি আর্টিকেল ক্যাম্পেইন করার ইচ্ছে আছে কিন্তু পেমেন্ট সিস্টেম দেখে আশা টাও নষ্ট হয়ে গেছে এর থেকে ভাই আমার ফাইবার-ই ভলো টুকটাক ওয়াডার আসে এটাই ভালো ভাই।
আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন, এর মধ্যে ম্যানেজারের রেপুটেশন এবং সবচাইতে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো ফান্ড এস্ক্রো করা আছে কি না। অনেক সময় দেখবেন ম্যানেজারের রেপুটেশন অনেক ভালো, ষে হ্যান্ডেল ও করছে অনেক প্রজেক্ট, কিন্তু যখন ফান্ড ডিস্ট্রিবিউশনের টাইম আসে, তখন ম্যানেজার ধরা খেয়ে যায়। আমি অনেক আগে একতা বাউন্টির কাজ পেয়েছিলাম এবং আমি নিজেই বাউন্টির থ্রেড ওপেন করি। একটা সময় বুঝতে পারি যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট। আগা মাথা না বুঝে ফোরাম মোডারেটর কে মেসেজ দেই পরামর্শের জন্য। যেহেতু ফোরাম স্ক্যাম মোডারেট করে না, তাই ফোরাম তেমন কোনো একশন নেয় না। কিন্তু হান্টার রাও কিছু করতে পারে না কারণ সব থ্রেডেই লেখা থাকে যে ম্যানেজার শুধু প্রোজেক্ট এর ক্যাম্পেইন রান করবে, আর ফান্ড ডিস্ট্রিবিউট করবে প্রজেক্ট টিম।
জ্বি ভাই বাউন্টি রান করে এটা উল্লেখ করেই দেয় এর জন্য কিছু বলাও যায় না। কিন্তু ভাই এটা নিয়ে কিছু একটা করা দরকার ভাই বা ফোরামের মডারেটর রাও এটা নিয়ে কিছু বলে না কেনো ভাই?