Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 71. (Read 5683500 times)

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 08, 2024, 08:18:13 AM
আমার মনে হয় না, ওই ফ্রিল্যান্সার ভাই সঠিক বিচার পাবে। বাংলাদেশে কিপ্টোকারেন্সি অবৈধ তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিলো। যদিও তিনি ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত ছিলো তাকে সতর্কতা অবলম্বন করা উচিত ছিলো। আমি বুঝলাম না, কেন ওই ভাইয়ে ফোনের মধ্যেই  প্রায় ৫ টা বিটকয়েন বিন্যান্স একাউন্টে রেখে বাহিরে ঘুরাফেরা করেছে। এছাড়া এক্সচেঞ্জ ঝুকিপূর্ণ।

সকালে ইউটিউবে ঢুকেই আজকে এই ব্যাপারে আরেকটা নিউজ চোখে পড়লো যে ওই ব্যাক্তির স্ত্রী ডিবি পুলিশ সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং আদালত পিবিআই কে তদন্ত করার জন্য বলেছে। টাকা টা হয়তো সেই লোক আর ফেতর পাবে না। তবে যে মিথ্যা মামলা গুলোতে ফেসে গেছে, সেগুলো থেকে হয়তো রেহাই পেতে পারে। এই মামলায় এই লোকের অনেক টাকা পয়সা খরচ হবে। কিন্তু তিনি আর তার টাকা ফেরত পাবেন বলে মনে হয় না। এই মামলা করায় ওই লোকের হয়তো কোনো উপকার হলো না, কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা অংশ জানতে পারলো যে পুলিশ মানুষের সাথে কি আচরন করে। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা হয়ে থাকবে।

https://www.youtube.com/watch?v=6EIKyWqtXHk

ভাই বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মানুষের সাথে কি ধরনের আচরণ করে এটা সবাই কম বেশি জানে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে একটু ভিন্ন হয়ে গেছে ব্যাপারটা তার অনেক টাকা হারাইছে এটার জন্য খারাপ লাগছে। বিষয়টা কিন্তু পুলিশের সাথে যারা মামলা লড়ছে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আপনার সাথে আমি এখানে একমত শেষ পর্যন্ত কি হবে এটা দেখার বিষয় এখন। আসলে বাংলাদেশের ইতিহাসে অতীতে যদি আপনি একটু ঘটনাগুলো দেখেন। তাহলে দেখবেন যে পুলিশি বা প্রশাসনের সাথে যারা মামলায় জড়াইছে এদের শেষ পর্যন্ত কেউই তেমন একটা লাভ করতে পারেনি বরঞ্চ উল্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 08, 2024, 01:04:08 AM
আমার মনে হয় না, ওই ফ্রিল্যান্সার ভাই সঠিক বিচার পাবে। বাংলাদেশে কিপ্টোকারেন্সি অবৈধ তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিলো। যদিও তিনি ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত ছিলো তাকে সতর্কতা অবলম্বন করা উচিত ছিলো। আমি বুঝলাম না, কেন ওই ভাইয়ে ফোনের মধ্যেই  প্রায় ৫ টা বিটকয়েন বিন্যান্স একাউন্টে রেখে বাহিরে ঘুরাফেরা করেছে। এছাড়া এক্সচেঞ্জ ঝুকিপূর্ণ।

সকালে ইউটিউবে ঢুকেই আজকে এই ব্যাপারে আরেকটা নিউজ চোখে পড়লো যে ওই ব্যাক্তির স্ত্রী ডিবি পুলিশ সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং আদালত পিবিআই কে তদন্ত করার জন্য বলেছে। টাকা টা হয়তো সেই লোক আর ফেতর পাবে না। তবে যে মিথ্যা মামলা গুলোতে ফেসে গেছে, সেগুলো থেকে হয়তো রেহাই পেতে পারে। এই মামলায় এই লোকের অনেক টাকা পয়সা খরচ হবে। কিন্তু তিনি আর তার টাকা ফেরত পাবেন বলে মনে হয় না। এই মামলা করায় ওই লোকের হয়তো কোনো উপকার হলো না, কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা অংশ জানতে পারলো যে পুলিশ মানুষের সাথে কি আচরন করে। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা হয়ে থাকবে।

https://www.youtube.com/watch?v=6EIKyWqtXHk
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 07, 2024, 02:24:31 AM
খেলা কেমনে ঘুরবে ভাই? ডিবি পুলিশের জন্য কি সব কিছু কি হালাল নাকি? তারা যে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ১০ লাখ টাকা নিলো সেটা কি হালাল ছিলো? আর অভিযুক্ত সবাইকেই কিন্তু বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার মানে প্রাথমিক ভাবে তাদেরকে দোষি হিসেবে ধরেই বরখাস্ত করা হয়েছে। তবে এই ১০ লাখ টাকা ফেরত পেলেও সেই সাড়ে ৩ কোটি টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই বলে আমার মনে হয়।

বাংলাদেশের সব যায়গাতেই ভালো লোক আছে, আবার খারাপ লোক ও আছে। যারা মাদকের ব্যাবসা করে, পুলিশ কিন্তু ওদের সবাইরে চিনে। কিন্তু ওদের ধরে নিয়ে গেলে তো আর পুলিশের লাভ হচ্ছে না। পুলিশের লাভ হবে যখন এরা ব্যাবসা করবে এবং সেই ব্যাবসার কমিশন পুলিশকে দিবে।

ভাই আপনার সাথে আমি পুরোপুরি একমত কিন্তু হাতে গোনা দু একটা বিষয় ছাড়া পুলিশের সাথে মামলা করে কেউ ভালো কিছু করতে পারেনি। আর এখন বর্তমানে হালাল হারাম তো বেশিরভাগ মানুষই ভাই দেখে না সেভাবে সবাই চাই কিভাবে টাকা উপার্জন করা যায় এবং কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়।
hero member
Activity: 840
Merit: 522
March 07, 2024, 12:50:39 AM
আসলে ভাই সমস্যা টা হচ্ছে বাংলাদেশের ব্যাবস্থাপনাতেই সঠিক কোনো কাজ বা সঠিক ভাবে কোন বিচার খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে। এখন এখন দেখার বিষয় হচ্ছে যে সে যেহেতু বিনান্স ব্যাবহার করছে মামলা সে আরও একটা খাবেই, আর বিচার চলমান বিষয়ে কথা বলার জন্যে আইসিটি আইনে আরও একটা মামলা খাবার সম্ভাবনা আছে। এখন অই রেঞ্জ এর পুলিশ সুপার যদি খালি একবার বলে যে ডিবি পুলিশের কোন দোষ নাই তাইলে মনে করে খেলা ঘুরে যাবে।  Cheesy 

খেলা কেমনে ঘুরবে ভাই? ডিবি পুলিশের জন্য কি সব কিছু কি হালাল নাকি? তারা যে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ১০ লাখ টাকা নিলো সেটা কি হালাল ছিলো? আর অভিযুক্ত সবাইকেই কিন্তু বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার মানে প্রাথমিক ভাবে তাদেরকে দোষি হিসেবে ধরেই বরখাস্ত করা হয়েছে। তবে এই ১০ লাখ টাকা ফেরত পেলেও সেই সাড়ে ৩ কোটি টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই বলে আমার মনে হয়।

বাংলাদেশের সব যায়গাতেই ভালো লোক আছে, আবার খারাপ লোক ও আছে। যারা মাদকের ব্যাবসা করে, পুলিশ কিন্তু ওদের সবাইরে চিনে। কিন্তু ওদের ধরে নিয়ে গেলে তো আর পুলিশের লাভ হচ্ছে না। পুলিশের লাভ হবে যখন এরা ব্যাবসা করবে এবং সেই ব্যাবসার কমিশন পুলিশকে দিবে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
March 06, 2024, 11:34:39 PM
 তবে ভাই বিটকয়েনের তো অলরেডি এর অল টাইম হাই প্রাইস টাচ করে ফেলেছে বিশেষ করে আমাদের বাংলাদেশী কারেন্সি টাকায় আরো আগে করে ফেলেছে ।
ভাই বাংলাদেশী টাকায় তো ৫০ হাজার ডলারের অল টাইম হাই টাস করে ফেলেছে।  Cool
ওনার পদক্ষেপকে আমি স্যালুট জানাই যদিও জানিনা সে আসলে কিভাবে টাকা গুলো ইনকাম করেছে তবে আমি আমার আশেপাশে এমনও লোক দেখেছি ওনার অর্ধেক পরিমাণ ক্রিপ্টো তার কাছে থেকে ছিনতাই হয়েছে সে মুখ বুঝে সহ্য করে গিয়েছে , কেছ কাবারির পিছনে যায়নি যে ক্রিপ্টো কারেন্সি অবৈধ এখানে উল্টো তারই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে ।
যাইহোক বাংলাদেশে কি ক্রিপ্টো কারেন্সি এর বিষয়ে ছাড় দেওয়া শুরু করতেছে নাকি সব নিউজ মিডিয়া থেকে শুরু করে সবাই বিষয়টাকে পজিটিভলি নিতেছে ।
এইযে তার থেকে আত্বসাত করা বিটকয়েনের পরিমাণ।

আমার মনে হয় না, ওই ফ্রিল্যান্সার ভাই সঠিক বিচার পাবে। বাংলাদেশে কিপ্টোকারেন্সি অবৈধ তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিলো। যদিও তিনি ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত ছিলো তাকে সতর্কতা অবলম্বন করা উচিত ছিলো। আমি বুঝলাম না, কেন ওই ভাইয়ে ফোনের মধ্যেই  প্রায় ৫ টা বিটকয়েন বিন্যান্স একাউন্টে রেখে বাহিরে ঘুরাফেরা করেছে। এছাড়া এক্সচেঞ্জ ঝুকিপূর্ণ।

আমার যদি এরকম ৫ টা বিটকয়েন থাকতো আমি তো আলাদা একটা ফোন কিনে তাও ২-৪ টা ওয়ালেটে রেখে দিতাম। ওই ফোন কাউকে দেখাইতাম না। আমি অবাক হলাম ফ্রিল্যান্সার ভাইয়ের কাছে প্রায় ৫ টি বিটিসি ছিলো। আসলে ওই ভাইয়ে কি কাজ করেছেন কেই কি সঠিক ভাবে জানেন? তিনি কি কাজের বিনিময়ে বিটকয়েন পেয়েছেন? নাকী তিনি p2p মাধ্যমে কিনেছেন?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 06, 2024, 11:01:32 PM
ধুর মিয়া আপনি খালি জায়গা মতন হাতান, আমি কি বলেছি যে তাদের অল্ট আমিতো জাস্ট এটা বুঝাতে চেয়েছি যে তাহাদের বাচ্চা গণ হয়তো  এখন আমাদের বাংলা থ্রেডের দায়িত্ব  আপনি তঃ মিয়া সরাসরি আলট বইলা ফলাইলেন 🤭 হতেও তো পারে ওনাদের ছোট ভাই  অথবা বাচ্চা গণ তাদের দায়িত্ব পালন করে ☹️
এজন্যই তো আমারে কেউ দেখতে পারে না। আমি যে বে-লাইনে কথা বলি, আমি ভালো হতে চাচ্ছি ভাই। আমি আর এসব নিয়ে কথা বলবো না। আমাদের থ্রেড এর আরেজন কে দেখলাম নতুন হিরো একাউন্ট কিনেছে। এবং সেটা দিয়ে পোষ্ট করতেছে। যদিও সেটা নতুন কিনে নাই। আগেই কিনেছে। তবে সেটা দিয়ে ২ মাস যাবৎ গ্লোবাল বোর্ড এ পোষ্ট করতেছে।
Quote
ভাই সত্যি কথা বলতে আমি বিটকয়েনের প্রাইস আবার ডাম্প করুক এটা মনে প্রাণে চাইতেছি বেশিনা, এখন তো মনে হচ্ছে করেকশন আসতে আসতে অনেক সময় নিয়ে ফেলবে । যদিও এইতো জানিনা এইটা আমার ফোমো এর কারণে হচ্ছে কিনা।  তবে ভাই বিটকয়েনের তো অলরেডি এর অল টাইম হাই প্রাইস টাচ করে ফেলেছে বিশেষ করে আমাদের বাংলাদেশী কারেন্সি টাকায় আরো আগে করে ফেলেছে ।

আমি আপাতত চাচ্ছিলাম ৭০ হাজারে কিছু প্রফিট ক্যাশ করে ফেলতে। আমি বেশ কিছু যাগয়া থেকে সব মিলিয়ে ২.৫ কে ডলার লোন করে ফেলছি। সেগুলো দিয়ে দিতে পারতাম। আপনিও তো পাবেন। এজন্য আমি চাচ্ছিলাম বিটকয়েন অন্তন এই সপ্তাহে অলটাইম হাই দিয়ে তারপর আবার বায় ব্যাক করার একটা সুযোগ দিক। বিটকয়েন তো ৬৯ থেকেই আবার নিচে চলে আসছে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 06, 2024, 12:41:59 PM
সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।

ভাই এই লোকের জন্যে আফসোস, পুলিশ কে নিয়ে যারা আলোচনা করে তাদের কপাল বেশিরভাগ খারাপ হয়ে থাকে, কারন প্রশাসন এর সাথে যারা ঝামেলা করে তারা বেশিদিন ভালো থাকতে পারেনা। সামনে দেখবেন তাকে আরও অনেক মামলাতে ফাঁসায়ে দিছে ।  

উনি তো আলোচনা না করেও পারছে না। এটা তো আর ২ লাখ বা এক লাখের ব্যাপার না। সাড়ে ৩ কোটি টাকার ব্যাপার। ওনার ভাষ্যমতে উনি ১৪ বছর যাবৎ কাজ করে এই টাকা জমিয়েছে। আপনি কি পারবেন চুপ করে থাকতে যদি দেখেন যে আপনার ১৪ বছরের ইনকাম কেউ নিয়ে যাচ্ছে? উনি একটা ভালো কাজ করেছে সংবাদ সম্মেলন করে। এখন মিডিয়া ওনার খোজ খবর নিবে। কিন্তু যদি উনি মিডিয়ায় না জানিয়ে চুপচাপ প্রতিবাদ করার চেষ্টা করতো, তাহলে ওনাকে অনেক বেশি হয়রানির স্বীকার হতে হতো। এখন অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক ব্যাবস্থা নিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উনি এখন চাপের মধ্যে আছে ঠিকই, তবে উনি সঠিক কাজই করেছে বলে আমি মনে করি।

আসলে ভাই সমস্যা টা হচ্ছে বাংলাদেশের ব্যাবস্থাপনাতেই সঠিক কোনো কাজ বা সঠিক ভাবে কোন বিচার খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে। এখন এখন দেখার বিষয় হচ্ছে যে সে যেহেতু বিনান্স ব্যাবহার করছে মামলা সে আরও একটা খাবেই, আর বিচার চলমান বিষয়ে কথা বলার জন্যে আইসিটি আইনে আরও একটা মামলা খাবার সম্ভাবনা আছে। এখন অই রেঞ্জ এর পুলিশ সুপার যদি খালি একবার বলে যে ডিবি পুলিশের কোন দোষ নাই তাইলে মনে করে খেলা ঘুরে যাবে।  Cheesy 
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 06, 2024, 12:27:17 PM
ভাই, ওনারা পোষ্ট করে কি না সেটা সম্পর্কে আমার ধারনা নাই। কারন ওনাদের পোষ্টিং প্যাটার্ন আমি দেখলেই চিনতে পারি। এমনিতেই তো আমি খারাপ মানুষ। আমার কারনে ওনাদের লোকালে আসা বন্ধ হয়ে গেছে। এখন অল্ট একাউন্ট দিয়েও যদি পোষ্ট না করতে পারে, তাহলে তো ভাই ঝামেলা। সেকথা আপাতত বাদ দিলাম। আসেন অন্য কথা বলি।
ধুর মিয়া আপনি খালি জায়গা মতন হাতান, আমি কি বলেছি যে তাদের অল্ট আমিতো জাস্ট এটা বুঝাতে চেয়েছি যে তাহাদের বাচ্চা গণ হয়তো  এখন আমাদের বাংলা থ্রেডের দায়িত্ব  আপনি তঃ মিয়া সরাসরি আলট বইলা ফলাইলেন 🤭 হতেও তো পারে ওনাদের ছোট ভাই  অথবা বাচ্চা গণ তাদের দায়িত্ব পালন করে ☹️
উনি তো আলোচনা না করেও পারছে না। এটা তো আর ২ লাখ বা এক লাখের ব্যাপার না। সাড়ে ৩ কোটি টাকার ব্যাপার। ওনার ভাষ্যমতে উনি ১৪ বছর যাবৎ কাজ করে এই টাকা জমিয়েছে। আপনি কি পারবেন চুপ করে থাকতে যদি দেখেন যে আপনার ১৪ বছরের ইনকাম কেউ নিয়ে যাচ্ছে? উনি একটা ভালো কাজ করেছে সংবাদ সম্মেলন করে। এখন মিডিয়া ওনার খোজ খবর নিবে। কিন্তু যদি উনি মিডিয়ায় না জানিয়ে চুপচাপ প্রতিবাদ করার চেষ্টা করতো, তাহলে ওনাকে অনেক বেশি হয়রানির স্বীকার হতে হতো। এখন অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক ব্যাবস্থা নিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উনি এখন চাপের মধ্যে আছে ঠিকই, তবে উনি সঠিক কাজই করেছে বলে আমি মনে করি।
ওনার পদক্ষেপকে আমি স্যালুট জানাই যদিও জানিনা সে আসলে কিভাবে টাকা গুলো ইনকাম করেছে তবে আমি আমার আশেপাশে এমনও লোক দেখেছি ওনার অর্ধেক পরিমাণ ক্রিপ্টো তার কাছে থেকে ছিনতাই হয়েছে সে মুখ বুঝে সহ্য করে গিয়েছে , কেছ কাবারির পিছনে যায়নি যে ক্রিপ্টো কারেন্সি অবৈধ এখানে উল্টো তারই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে ।
যাইহোক বাংলাদেশে কি ক্রিপ্টো কারেন্সি এর বিষয়ে ছাড় দেওয়া শুরু করতেছে নাকি সব নিউজ মিডিয়া থেকে শুরু করে সবাই বিষয়টাকে পজিটিভলি নিতেছে ।
এইযে তার থেকে আত্বসাত করা বিটকয়েনের পরিমাণ।
hero member
Activity: 840
Merit: 522
March 06, 2024, 07:38:06 AM
সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।

ভাই এই লোকের জন্যে আফসোস, পুলিশ কে নিয়ে যারা আলোচনা করে তাদের কপাল বেশিরভাগ খারাপ হয়ে থাকে, কারন প্রশাসন এর সাথে যারা ঝামেলা করে তারা বেশিদিন ভালো থাকতে পারেনা। সামনে দেখবেন তাকে আরও অনেক মামলাতে ফাঁসায়ে দিছে ।  

উনি তো আলোচনা না করেও পারছে না। এটা তো আর ২ লাখ বা এক লাখের ব্যাপার না। সাড়ে ৩ কোটি টাকার ব্যাপার। ওনার ভাষ্যমতে উনি ১৪ বছর যাবৎ কাজ করে এই টাকা জমিয়েছে। আপনি কি পারবেন চুপ করে থাকতে যদি দেখেন যে আপনার ১৪ বছরের ইনকাম কেউ নিয়ে যাচ্ছে? উনি একটা ভালো কাজ করেছে সংবাদ সম্মেলন করে। এখন মিডিয়া ওনার খোজ খবর নিবে। কিন্তু যদি উনি মিডিয়ায় না জানিয়ে চুপচাপ প্রতিবাদ করার চেষ্টা করতো, তাহলে ওনাকে অনেক বেশি হয়রানির স্বীকার হতে হতো। এখন অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক ব্যাবস্থা নিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উনি এখন চাপের মধ্যে আছে ঠিকই, তবে উনি সঠিক কাজই করেছে বলে আমি মনে করি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 06, 2024, 01:55:46 AM
সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।

ভাই এই লোকের জন্যে আফসোস, পুলিশ কে নিয়ে যারা আলোচনা করে তাদের কপাল বেশিরভাগ খারাপ হয়ে থাকে, কারন প্রশাসন এর সাথে যারা ঝামেলা করে তারা বেশিদিন ভালো থাকতে পারেনা। সামনে দেখবেন তাকে আরও অনেক মামলাতে ফাঁসায়ে দিছে ।  
member
Activity: 84
Merit: 57
March 05, 2024, 01:36:02 PM
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔
আপনি এটা কোথায় দেখলেন ভাই বিটকয়েনটকে একাউন্ট করতে কোন ফি লাগে না তো। তবে মাঝে মাঝে আইপি সমস্যা করে সেজন্য বিটিসি পে করে আনএবল পোস্টকৃত একাউন্ট কে এবল পোস্টকুত একাউন্ট করা যায়। এগুলো কোন ফি লাগবে না ভাই আপনাকে একটা সলুশন বলে দেই প্রথমে আপনি সুপার ভিপিন ডাউনলোড করে পরবর্তীতে ভালো কোন ক্রান্টি সিলেক্ট করে ভিপিএন কানেক্টেড করে একাউন্ট করেন তাহলে আইপি তে সমস্যা হবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 05, 2024, 11:07:13 AM
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔

LoyceV এর সাথে যোগাযোগ করেন/করতে বলেন।

Remove Proxyban (evil fees) - email to get whitelisted for free
hero member
Activity: 840
Merit: 522
March 05, 2024, 06:35:11 AM
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔

বিটকয়েনটকে BNB ফি চায়? আপনি হয়তো ভুল দেখেছেন। এটা মূলত বিটকয়েন। কিছু কিছু আইপি ব্যাবহার করে রেজিষ্ট্রেশন করলে এরকম হতে পারে। এই ক্ষেত্রে হয়তো ফি সেন্ড করে আনলক করতে হবে, অথবা নতুন করে রেজিষ্ট্রেশন করতে পারে। এছাড়া আরেকটা উপায়ে আনলক করা যাইতে পারে। সেজন্য ফোরামের কিছু মেম্বার আছে যারা আন ব্যানকরে থাকে, তাদেরকে ইমেইল করতে হবে। তারা যদি মনে করে যে উনি আন ব্যান হওয়ার যোগ্য, তাহলেই কেবল আন ব্যান করবে।

এখন বিন্যান্সে যারা আগে লেনদেন করেছিলো, যদি ওই ব্যাক্তিটি কোন P2P বায়ার হয় তাইলে আমার মনে হয় তাদের সমস্যা হতে পারে। তিনি যদি লেনদেন এর তথ্য গুলো, পুলিশ কে জানিয়ে দেয় তাইলে সমস্যা হতে পারে। তবে এটা আমার ব্যাক্তিগত মত।

সেই লোক সংবাদ সম্মেলনে বলেছে যে উনি ফ্রিল্যান্সিং করে এই টাকা অনেক সময় ধরে জমিয়েছে। পেমেন্ট গেটওয়ে জনিত সমস্যার কারনে উনি বিনান্সে পেমেন্ট নিয়েছে। তবে আমার মনে হয় উনি ডলার বাই সেলের কাজ করে থাকে। যার কারনে বিনান্সের মতো যায়গায় এতো ডলার রেখেছে।
newbie
Activity: 4
Merit: 0
March 05, 2024, 04:08:37 AM
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔

এখন আপনাকে যে উপায় বলবো, এই উপায়টা অনুসরণ করে বিটকয়েনটক অ্যাকাউন্ট খুললে আপনার ছোট ভাইয়ের কাছ থেকে আর কোনো ফি চাবে না।

১. সর্বপ্রথমে আপনাকে এমন একটা ভিপিএন ডাউনলোড করতে হবে সেটাতে কান্ট্রি সিলেক্ট করা যায়। কিছু কিছু ভিপিএন আছে যেগুলোতে কান্ট্রি সিলেক্ট করা যায় না। সেগুলো ডাউনলোড করা যাবে না। তো আপনি Tomato VPN টা ডাউনলোড করতে পারেন, কারণ এটাতে কান্ট্রি সিলেক্ট করা যায়।

২. দ্বিতীয়ত, আপনাকে VPN টাতে কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য সিলেক্ট করতে হবে।

৩. তৃতীয়ত, আপনাকে একটা নতুন জিমেইল খুলতে হবে সেটা দিয়ে আপনি কখনো কোনো বিটকয়েনটক একাউন্ট খোলেননি।

৪. তারপর আপনাকে একটা ইউনিক একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে।

৫. তারপর আপনি Verification করে Register এ ক্লিক করবেন এবং আইডিটা লগইন করলেই আপনার একাউন্ট তৈরি আর আপনার কাছ থেকে কোনো ফিও চাবে না।
jr. member
Activity: 462
Merit: 2
March 05, 2024, 04:04:35 AM
ভাই, আমার ছোট ভাই আজকে একটা নতুন মোবাইল কিনেছে। আর সেও আমার মতো বিটকয়েনটক অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাই। কিন্তু বিটকয়েনটক ফোরামে অ্যাকাউন্ট খুলতে তো কিছু BNB ফি চায়। আর আমার কিংবা আমার ছোট ভাই কারও কাছেই তো BNB নাই। এখন কী করা যায়?🤔
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
March 05, 2024, 03:53:09 AM
@Negotiation ভাই এতক্ষনে বুঝতে পারলাম কেন আপনি বিন্যান্স থেকে লেনদেন করতে বিরত থাকতে বলেছেন। আপনি সময় টিবির ভিডিও শেয়ার করেছিলেন সেখানে বিন্যান্স এর কথা উল্লেখ করা হয় নাই। কিন্তু আমি আজকে নিউজ ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ করে, এই সেম নিউজ টা দেখতে পেয়েছি। নিউজ টা নিচে লিংকে দেওয়া হবে।

এখন বিন্যান্সে যারা আগে লেনদেন করেছিলো, যদি ওই ব্যাক্তিটি কোন P2P বায়ার হয় তাইলে আমার মনে হয় তাদের সমস্যা হতে পারে। তিনি যদি লেনদেন এর তথ্য গুলো, পুলিশ কে জানিয়ে দেয় তাইলে সমস্যা হতে পারে। তবে এটা আমার ব্যাক্তিগত মত।

নিউজে দেখতে পেলাম, ওই ব্যাক্তিটি নাকী, যারা জুয়া খেলেন তাদের একাউন্টে তার একাউন্ট থেকে ডলার টান্সফার করেছে।  

আর একটা কথা হলো, ওই ব্যাক্তিটির মোবাইল গোয়েন্দা পুলিশে নিয়ে ব্যাক্তিটির বাইন্যান্স থেকে ডলার কোথায় নিয়েছে সেটা জানা যায় নাই। এমনো হতে পারে পুলিশে তার বাইন্যান্স একাউন্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন যদি ওই ব্যক্তিটি বায়ার হয়ে থাকে, তাহলে পুলিশেররা p2p তে ওর্ডার করতে পারে। অনেকেই তাদের চক্রান্ত ফেসে যেতে পারেন। যাইহোক, আপাতত আমাদের বাইন্যান্স থেকে কিছু দিনের জন্য লেনদেন না করাই ভালো।

নিউজ লিংক। এখানে ক্লিক করুন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 04, 2024, 11:57:03 PM
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একই মত আজকালের মধ্যেই সর্বকালের সর্বোচ্চ দাম এর রেকর্ড ভেঙ্গে ফেলবে। আমি কুকয়েনে দেখালাম গতকাল রাতে $৬৮৬৮৪ তে উঠেছিলো, অল্পের জন্য অলটাইম হাই অতিক্রম হলো না। হয়ে যাবে ভাই হয়ে যাবে আজকালের মধ্যেই।।

গত কয়েক মিনিটে বেশ সেল প্রেশার পড়েছে। কিছুক্ষন আগেও বিটকয়েন ৬৮৩০০ ডলার ছিলো। যেটা এখন ৬৭৩০০ ডলারে চলে আসছে। অনেকেই হয়তো বুঝতে পারেন না যে বিটকয়েনের দাম এতা তাড়াতাড়ি কিভাবে মুভমেন্ট করে? দাম বাড়ার সময় আস্তে আস্তে বাড়তে থাকে, আর কমার সময় হুটহাট করে কমে যায়। এর পেছনে কারন হলো এক্সচেন্জগুলো তে লিমিট দিয়ে সেল অর্ডার প্লেস করা থাকে। ধরেন আমি লে অর্ডার দিয়ে রাখলাম ৬৮৫০০ ডলারে। যখন বিটকয়েন ৬৮৫০০ ডলারে যাবে, আমার বিটকয়েন সেল হয়ে যাবে অটোমেটিক। এরকম তো আমি একা না, প্রতিটা এক্সচেন্জ এ হাজার হাজার মানুষ তাদের সেলিং পয়েন্ট ঠিক করে রাখে। যে কারনে একটা নির্দিষ্ট যায়গায় বিটকয়েনের প্রাইস অনেকসময় ধরে ঘুরপাক খেতে থাকে। যারা ৬৮৫০০ তে সেল অর্ডার দিয়ে রেখেছে, যতখন না সব গুলো সেল অর্ডার কম্প্লিট হচ্ছে, বিটকয়েন এর ওপর যেতে পারবে না। তো চলেন দেখা যাক, কি চলছে এখন, বায়ার রা কি সেলারদের সেল ডিমান্ড শেষ করতে পারবে? চোখ রাখুন বিটকয়েন চার্ট এ !  Grin Grin

সাংবাদিক হয়ে গেলাম! লল।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
March 04, 2024, 11:47:45 PM
বাইদাওয়ে বাইন্যান্স ব্যবহার না করার কারণ টা একটু নির্দিষ্ট করলে বুঝতে সুবিধা হতো। এটা জাস্ট একটা একচেন্জ, বাইন্যান্স কি বাংলাদেশে ব্যান? এটাই তো জানিনা, ওত্তেরি, মাত্র মাথায় আসলো প্রশ্নটা। হ্যা লেনদেন লিংক করার বিষয়টা বুঝছি আমি, বাট সেটা করাও চাট্টিখানি কথা না।
হ্যাঁ আমিও ভিডিওটি দেখেছি, কিন্তু বুঝলাম না কি কারনে Negotiation ভাই বাইন্যন্স এ লেনদেন করতে সতর্ক্য করলেন। ভিডিওর ব্যাক্তিকে একাধিক মামলায় ফেলে দেওয়া হয়েছে, জানি না বেচারার কি হাল হবে।

আসেন অন্য কথা বলি। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বিটকয়েন হয়তো হালভিং এর আগেই অল টাইম হাই ব্রেক করতে যাচ্ছে। কালকে রাতের মুভমেন্ট এর, আজকে কেউ কি কিছু বলতে চান? বিটকয়েন বর্তমানে ৬৮৩০০ ডলারে আছে। আমার তো মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যেই আমরা নতুন অল টাইম হাই পেতে যাচ্ছি। আর এর চাইতেও বড় কথা হলো, অল টাইম হাই ব্রেক করার পর মার্কেটে সেল প্রেশার বাড়ে কি না, সেটাই মূখ্য বিষয়।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একই মত আজকালের মধ্যেই সর্বকালের সর্বোচ্চ দাম এর রেকর্ড ভেঙ্গে ফেলবে। আমি কুকয়েনে দেখালাম গতকাল রাতে $৬৮৬৮৪ তে উঠেছিলো, অল্পের জন্য অলটাইম হাই অতিক্রম হলো না। হয়ে যাবে ভাই হয়ে যাবে আজকালের মধ্যেই।।


hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 04, 2024, 11:37:12 PM
সেটাই ভাই দুষ্টু গরুর চেয়ে যেমন শূন্য গোয়ালঘর ভালো তেমনি স্প্যাম পোষ্টের থেকে কোয়ালিটি ফুল পোস্ট ভালো, আমি আগে থেকেই বলে আসতেছি আগের প্রতিটা মাসে যখন ভালো একটিভিটি হয়েছে এই ধরনের রিপোর্টে এই কথাটা মেনশন করেছি যে, উই নিড কোয়ালিটি নট অনলি কোয়ান্টিটি।
Quote
কিন্তু যারা লোকালে একেবারেই পোষ্ট করেন না, এটা আসলে দুঃখ জনক।
ভাই আমার কি মনে হয় জানেন তারা পোস্ট করে কিন্তু বাচ্চা হয়ে, ইউ নো ব্রাদার আমি কি বুঝাতে চেয়েছি।

ভাই, ওনারা পোষ্ট করে কি না সেটা সম্পর্কে আমার ধারনা নাই। কারন ওনাদের পোষ্টিং প্যাটার্ন আমি দেখলেই চিনতে পারি। এমনিতেই তো আমি খারাপ মানুষ। আমার কারনে ওনাদের লোকালে আসা বন্ধ হয়ে গেছে। এখন অল্ট একাউন্ট দিয়েও যদি পোষ্ট না করতে পারে, তাহলে তো ভাই ঝামেলা। সেকথা আপাতত বাদ দিলাম। আসেন অন্য কথা বলি। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বিটকয়েন হয়তো হালভিং এর আগেই অল টাইম হাই ব্রেক করতে যাচ্ছে। কালকে রাতের মুভমেন্ট এর, আজকে কেউ কি কিছু বলতে চান? বিটকয়েন বর্তমানে ৬৮৩০০ ডলারে আছে। আমার তো মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যেই আমরা নতুন অল টাইম হাই পেতে যাচ্ছি। আর এর চাইতেও বড় কথা হলো, অল টাইম হাই ব্রেক করার পর মার্কেটে সেল প্রেশার বাড়ে কি না, সেটাই মূখ্য বিষয়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 04, 2024, 01:04:21 PM
আসসালামালাইকুম সবাইকে আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ! অনেক দিন পর। বাংলা লোকাল বোর্ডে এসে দেখতে পেলাম । আগের মত বাংলা লোকাল বোর্ডের কেউ একটিভ থাকে না । গত ২০২৩  অক্টোবর মাসে আমি দেখেছি যে অনেকেই অ্যাক্টিভ ছিল । কিন্তু তার তুলনায় এখন পোস্ট করা সবাই কমিয়ে দিয়েছে। দেখেন বাংলা লোকাল বোর্ডে যদি অভিজ্ঞ সিনিয়ারেরা এক্টিভ না থাকে । আমরা তাহলে কেমন করে সামনের দিকে এগিয়ে যাব । এবং ভালো কিছুর  দেখা পাব । তাই চাই আগের মতই বাংলা লোকাল বোর্ডে সবাই এক্টিভ থাকবেন । পোস্ট করবেন। হয়তো আমি ভালো ভালো পোস্ট করতে পারি না । কিন্তু সিনিয়রদের পোস্ট এবং দক্ষতা থেকে অনেক কিছু শেখার আছে । তার জন্যই পোস্ট  না করলেও , তাদের পোস্টগুলো প্রতিনিয়তই ফলো করি।
আগিয়ে যাবে কেমনে ভাই আপনি বলতেছেন যে অনেকদিন পর বাংলা ফোরামে আসলেন, অক্টোবর মাসে অনেকে একটিভ ছিল সেটা তো দেখতেই পারবেন ২০২৩ সালের অ্যাক্টিভিটি  Grin
জয় হোক ভাই আপনাকেও অনুরোধ করবো সঠিকভাবে এগিয়ে যান আর ফোরামে অনেকদিন পর পর আশা বন্ধ করে রেগুলার হন, তাতে করে আমাদের অ্যাক্টিভিটি বাড়বে।

গত বছর অনেকেই নতুন ছিলেন, সেই সময় অনেকে জানার জন্যও অনেক প্রশ্ন করে পোষ্ট করেছিলো। এই বছর তেমন কোনো নতুন লোকজন দেখা যাচ্ছে না। আর পুরাতন যারা আছেন, তাদের মধ্যে অল্প কয়েকজন মানুষ এই থ্রেড এ পোষ্ট করছেন। বাকিরা হয়তো ফোরামের অন্য সাইডে একটিভ আছে। কিন্তু লোকালে ওনাদের তেমন একটা দেখা যাচ্ছে না। অনেক ক্যাম্পেইন আছে যে লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করে না। এজন্য সব সময় লোকাল থ্রেড এ হয়তো পোষ্ট করতে পারেন না।<.....cut......> তবে পোষ্ট একটিভিটি এবং অন্যান্য একটিভিটি কমার কারনে আফসোস করার কিছু নেই বলে আমি মনে করি। ১০০ টা স্প্যাম পোষ্ট এর চাইতে ৫০ টা কোয়ালিটি পোষ্ট ভালো। যদিও বাংলাদেশ থ্রেডে এখন তেমন কোনো টেকনিক্যাল ডিসকাশন হচ্ছে না।
সেটাই ভাই দুষ্টু গরুর চেয়ে যেমন শূন্য গোয়ালঘর ভালো তেমনি স্প্যাম পোষ্টের থেকে কোয়ালিটি ফুল পোস্ট ভালো, আমি আগে থেকেই বলে আসতেছি আগের প্রতিটা মাসে যখন ভালো একটিভিটি হয়েছে এই ধরনের রিপোর্টে এই কথাটা মেনশন করেছি যে, উই নিড কোয়ালিটি নট অনলি কোয়ান্টিটি।
Quote
কিন্তু যারা লোকালে একেবারেই পোষ্ট করেন না, এটা আসলে দুঃখ জনক।
ভাই আমার কি মনে হয় জানেন তারা পোস্ট করে কিন্তু বাচ্চা হয়ে, ইউ নো ব্রাদার আমি কি বুঝাতে চেয়েছি।

Quote
কেউ মেরিড ছেল দিলে, আমাকে  ইনবক্স এ মেসেজ দিবেন।TG: @Jacksonalvi
ভাই সত্যি কথা বলতে আপনার এই পোস্ট দেখে আমার মনের নেগেটিভ চিন্তা ঢুকে গিয়েছিল, আমি মনে করেছিলাম আপনি চাইতেছেন কোন মেরিড  ছেলে থাকলে আপনার ইনবক্সে মেসেজ দিতে, ভাবছিলাম আমি আপনি ইমু  ফ্রিল্যান্সার।
যাই হোক ভাই মেরিট সেল করা, দাঁড়ান আপনাকে আমি ডিটি না হওয়া সত্ত্বেও একটা ট্যাগ মেরে দেই Grin
Pages:
Jump to: