<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>
আমার কপাল ভাইয়া আগে থেকেই খারাপ এজন্য হয়তো এই সব কোন ফ্রী রাফেল ড্র তে জয়ী হওয়ার চান্স পাইনি। তবে আমাদের বাঙ্গালীদের মধ্যে কাকে যেন দেখেছিলাম যে একটা ফ্রী রাফেল এ জয়ী হয়েছিল, তারপর LB তো তার এক্সপেরিয়েন্স এর কথা বলেছেন অলরেডি। আমি আসলে এটাতে এপ্লাই করেছিলাম যে ছোটখাটো একটা জিনিস হয়তো দেশে আনতেও কোন সমস্যা হবে না। তাই নিজের লাক সেখানে একটু ট্রাই করেছিলাম।
আমি এর আগে একবার স্পোর্টসবেট থেকে যে টি শার্ট এবং মাফলার জিতেছিলাম, সেটা বাংলাদেশে আনতে কতোটা সময় এবং কতোটা পরিশ্রম লেগেছে, সেটা আমি বাংলাদেশ থ্রেডে পোষ্ট করেছিলাম। স্পোর্টসবেট যখন আমার ঠিকানায় পার্সেল পাঠিয়েছিলো, সেটা ডি এইচ এলের মাধ্যমে পাঠিয়েছে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে দিয়েছে। তারপরেও বাংলাদেশে আসার পর সেটা আমাকে ঢাকা গিয়ে নিয়ে আসতে হয়েছিলো এবং সময় লেগেছে প্রায় ৪০ দিনের মতো।
এখন যদি আমি কোনো কিছু জিতি, আমাকে সেটা নিজের খরচে বাংলাদেশে নিয়ে আসতে হবে। ১০০০ টাকার প্রোডাক্ট বাংলাদেশে আনতে যদি আমার ৫০০০ টাকা খরচ হয় এবং আরো ২-৩ হাজার টাকার পরিমান পরিশ্রম হয়, তাহলে কি দরকার এসবে জয়েন করা আর হুদাই হ্যাসেল নেয়া? এজন্য ভাই জয়েন ও করি না। প্যারাও নেই না।
ভাইরে ভাই টি-শার্ট আনতেই ৫০০০ টাকার উপরে ব্যয় তার ওপর এত দৌড়াদৌড়ি, এত দেখি খাজনার থেকে বাজনা বেশি। যাই হোক ভাই বাহিরে থেকে পার্সেল আসলে দেশের কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করা যায় না?
আর ভাই 5000 টাকা কি আপনার শিপিং ফিই দেওয়া লাগছে?
আরে এটা কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় যেমন ওজন বা সাইজ এরকম কোন কিছু কি আপনার জানা আছে?
আমাদের বাংলা থ্রেডের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন,
আপনাকে যদি একশ ডলার দেওয়া হয় ইনভেসমেন্ট এর জন্য যেটা শুধুমাত্র আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম এর জন্য যেমন ১০ বছর হোল্ডিং করবেন-
তাহলে আপনি কোন কয়েন কে চুস করবেন?
২০১৭ সালের একটি এথারিয়াম কয়েনের দাম ৮০ ডলারের নিচে ছিল , এখন আপনি কোন কিছু করবেন যেটা এরকম প্রাইস অথবা এক ডলারেরও নিচে, এবং সেটাকে দশ বা পাঁচ বছরের জন্য হোল্ড করবেন যেটা আপনাকে ইউজ প্রফিট এনে দিতে পারে??
ব্যক্তিগত ইনকোয়ারি এর জন্য পোস্ট করতেছি, আমি নিজে ১০০ ডলার এর জন্য পলিগন কয়েন কে চুস করব।