দেশে এই প্রথম "উপায়" নামের MFS সার্ভিস প্রোভাইডার এই প্রথম এই মারাত্মক পদক্ষেপটি গ্রহণ করেছে। এর মাধ্যমে আপনি ঘরে বসেই ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন।
আমার ভাষায় এর বেনিফিট গুলো-
-বিভিন্ন অ্যাপস এ পেমেন্ট মেক আউট করতে পারবেন-গুগল প্লে স্টোর,
-ইউটিউব প্রিমিয়াম কিনতে গিয়ে,
-কোন গেমসে পেমেন্ট মেক আউট করতে(Steam,Epic etc),
- তাছাড়া ডুয়েল কারেন্সিতে তারা যেসব কাজ করা যায় আর কি,
- যেকোনো এটিএম থেকে এই কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন,
- সহজলভ্যতা: গ্রাহকরা সহজেই নিজের উপায় অ্যাপ অথবা নির্দিষ্ট উপায় এজেন্ট থেকে এই কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড পেতে পারেন। এই কার্ডের আবেদন করতে গ্রাহককে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না।
- সহজে কার্ড লোড সুবিধা: গ্রাহকরা তার নিজের অ্যাপ কিংবা দেশজুড়ে উপায়-এর ১৩০,০০০ এজেন্ট পয়েন্ট থেকে এই কার্ডে টাকা লোড করতে পারবেন।
- অ্যাপ এ পাবেন কার্ডের বিস্তারিত: এই কার্ডের গ্রাহকগণ নিজের উপায় অ্যাপ থেকেই কার্ডের তথ্য, বর্তমান ব্যালেন্স এবং লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবেন।
- ডুয়েল কারেন্সী: ডুয়েল কারেন্সি সুবিধার কারনে গ্রাহকগণ এই কার্ডের মাধ্যমে দেশে কিংবা বিদেশে ভিসা অনুমোদিত POS মার্চেন্টে কেনাকাটা, অনলাইন কেনাকাটা এবং এটিএম থেকে টাকা উত্তোলনের সুবিধা উপভোগ করতে পারবেন।
- ভ্রমণের স্বাধীনতা: আপনার নিশ্চিন্ত ভ্রমণের অন্যতম বড় সঙ্গী হতে পারে এই প্রিপেইড কার্ডটি। ভ্রমণে থাকাকালীন অবস্থায় আপনি প্রয়োজনে দেশের যেকোন উপায় এজেন্ট থেকে টাকা লোড করে লেনদেন ব্যয়ের যোগান নিশ্চিত করুন।
এক নজরে প্রিপেইড কার্ড:
গ্রহণযোগ্যতা: বিশ্বজুড়ে VISA মার্চেন্টে গ্রহণযোগ্য
কার্ড আবেদন: উপায় থেকে (উপায় এজেন্ট এবং উপায় অ্যাপ এর মাধ্যমে)
কার্ড লোড: উপায় থেকে (উপায় এজেন্ট এবং উপায় অ্যাপ এর মাধ্যমে)
কারেন্সী : ডুয়েল কারেন্সী
মেয়াদ : ৫ বছর
আরো ডিটেলস জানতে উপায়ে ওয়েবসাইট এর এই অফিসিয়াল পেজটি ভিজিট করুন- https://www.upaybd.com/Latest-offer/ucb-upay-prepaid-card