ভাই, ওনারা পোষ্ট করে কি না সেটা সম্পর্কে আমার ধারনা নাই। কারন ওনাদের পোষ্টিং প্যাটার্ন আমি দেখলেই চিনতে পারি। এমনিতেই তো আমি খারাপ মানুষ। আমার কারনে ওনাদের লোকালে আসা বন্ধ হয়ে গেছে। এখন অল্ট একাউন্ট দিয়েও যদি পোষ্ট না করতে পারে, তাহলে তো ভাই ঝামেলা। সেকথা আপাতত বাদ দিলাম। আসেন অন্য কথা বলি।
ধুর মিয়া আপনি খালি জায়গা মতন হাতান, আমি কি বলেছি যে তাদের অল্ট আমিতো জাস্ট এটা বুঝাতে চেয়েছি যে তাহাদের বাচ্চা গণ হয়তো এখন আমাদের বাংলা থ্রেডের দায়িত্ব আপনি তঃ মিয়া সরাসরি আলট বইলা ফলাইলেন 🤭 হতেও তো পারে ওনাদের ছোট ভাই অথবা বাচ্চা গণ তাদের দায়িত্ব পালন করে ☹️
উনি তো আলোচনা না করেও পারছে না। এটা তো আর ২ লাখ বা এক লাখের ব্যাপার না। সাড়ে ৩ কোটি টাকার ব্যাপার। ওনার ভাষ্যমতে উনি ১৪ বছর যাবৎ কাজ করে এই টাকা জমিয়েছে। আপনি কি পারবেন চুপ করে থাকতে যদি দেখেন যে আপনার ১৪ বছরের ইনকাম কেউ নিয়ে যাচ্ছে? উনি একটা ভালো কাজ করেছে সংবাদ সম্মেলন করে। এখন মিডিয়া ওনার খোজ খবর নিবে। কিন্তু যদি উনি মিডিয়ায় না জানিয়ে চুপচাপ প্রতিবাদ করার চেষ্টা করতো, তাহলে ওনাকে অনেক বেশি হয়রানির স্বীকার হতে হতো। এখন অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক ব্যাবস্থা নিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উনি এখন চাপের মধ্যে আছে ঠিকই, তবে উনি সঠিক কাজই করেছে বলে আমি মনে করি।
ওনার পদক্ষেপকে আমি স্যালুট জানাই যদিও জানিনা সে আসলে কিভাবে টাকা গুলো ইনকাম করেছে তবে আমি আমার আশেপাশে এমনও লোক দেখেছি ওনার অর্ধেক পরিমাণ ক্রিপ্টো তার কাছে থেকে ছিনতাই হয়েছে সে মুখ বুঝে সহ্য করে গিয়েছে , কেছ কাবারির পিছনে যায়নি যে ক্রিপ্টো কারেন্সি অবৈধ এখানে উল্টো তারই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে ।
যাইহোক বাংলাদেশে কি ক্রিপ্টো কারেন্সি এর বিষয়ে ছাড় দেওয়া শুরু করতেছে নাকি সব নিউজ মিডিয়া থেকে শুরু করে সবাই বিষয়টাকে পজিটিভলি নিতেছে ।
এইযে তার থেকে আত্বসাত করা বিটকয়েনের পরিমাণ।