Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 66. (Read 5286340 times)

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 28, 2024, 10:07:38 AM
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।

ভাই আমার অনেক ইচ্ছা ছিলো আপনার সাথে এখানে ইনভেস্ট করা এবং অংশ গ্রহন করা। কিন্ত কপালে নাই অনেক কষ্ট করেও কিছুই জমাতে পারিনি এইবার শুধুমাত্র তাকায়ে দেক্ষা ছাড়া আর কিছুই করার নাই। আপ্নে ইনশাল্লাহ সাক্সেস হয়ে যাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 28, 2024, 08:01:06 AM
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।

আমিও অল্প কিছু ইনভেষ্ট করেছিলাম। আর আমার বায়িং প্রাইস ছিলো ০.৩০ সেন্ট এর মতো। এখন দাম ৪০ সেন্ট। বেশ কয়েকবার ৩০ সেন্ট এর নিচে ছিলো প্রাইস, তবুও আর ডিসিএ করি নাই। যাই হোক, আমি কতো তে টার্গেট ঠিক করবো বুঝতে পারছি না। আমি তো ভাবছি মিনিমাম ৫ এক্স না দিলে এটা আপাতত সেল করবো না। আরেকটা ব্যাপার হলো বিটকয়েন নিয়ে আমাদের থ্রেড এ তেমন কোনো আলোচনা হচ্ছে না। আমরা কি অলরেডি বুল রানে প্রবেশ করে ফেলেছি?

বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?
full member
Activity: 504
Merit: 163
February 28, 2024, 05:19:01 AM
মেইন টপিকঃ 🥧 Bitcointalk Pie Baking Contest - 2nd edition 🥧
লেখকঃ RickDeckard




বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণে সবাইকে স্বাগতম!


আমি আশা করিনি যে পাই বেকিং কনটেস্টের প্রথম সংস্করণ তেমন নজরকারা সাড়া পাবে [1]। আমি একথা আনন্দের সাথে জানাচ্ছি যে আগের বছরের পাই বেকিং কনটেস্টে আমি ব্যাপক ইউজারদের সাড়া পাই যা আমার কল্পনারও বাহিরে ছিল। আমি এটাকে অনেক বড় সাফল্য মনে করি, যা শুধুমাত্র সম্ভব হয়েছে কমিউনিটি সাপোর্ট এবং অংশগ্রহণে। এজন্য সবাইকে ধন্যবাদ। এবছর আমি সবার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো কোনো রকম দেরি না করে, আমি ঘোষণা করতে যাচ্ছি যে বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণ শুরু হয়ে গিয়েছে!
এবছরের কনটেস্টের উদ্দেশ্যও সেই একই - বিখ্যাত পাই দিবস উদযাপন করা তবে এখানে পাই সংখ্যাটি পরিবর্তন করে আমাদের বিটকয়েনের প্রতীক ব্যবহৃত হবে।
DYING_S0UL পাই বেকিং কনটেস্টের অংশগ্রহণ করার খবরটা দেওয়ার জন্য  আপনাকে অনেক ধন্যবাদ তার কারণ অনেকেই হয়তোবা পাই বেকিং কনটেস্টের কথা অনেকেই জানে না তাই আপনার এই পোষ্টের মাধ্যমে বাংলা লোকাল বোর্ডে যারা নিয়মিত একটিভ থাকে অবশ্যই তারা জানতে পেরেছে এবং খুব দ্রুত তারাপাই বেকিং কনটেস্টের  অংশগ্রহণ করবে। আমি নিজেও খুব দ্রুত অংশগ্রহণ করার চেষ্টা করব সকলকে বলবো আপনারাও খুব দ্রুত পাই বেকিং কনটেস্টের অংশগ্রহণ করুন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 28, 2024, 01:46:27 AM
....
মিয়া এতদিন পর অনুবাদ করলেন, অনেকেই এন্ট্রি জমা দিয়ে ফেলেছেন। আরো আগে অনুবাদ করা উচিত ছিল মিয়া। যাইহোক, অনেক ধন্যবাদ আপনাকে।।
আর মিয়া! আপনার পাই বানানো কতদূর,?

মিয়া সকলেই সবাই পাই কনটেস্টে অংশগ্রহণ করবেন। আমাদের লোকাল থেকে যেনো কেউ বিজয়ী হতে পারি। [Edit] আমি একটা বিষয়ে বুঝতে পারছি না, বিষয়টি হলো কেউ এই কনটেস্টে অংশগ্রহণ করেও কী সে ভোট দিতে পারবে। যেমন আমি এই কনটেস্টে অংশগ্রহণ করেছি আমি কী ২য় পর্যায়ে গিয়ে ভোট দিতে পারবো?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 28, 2024, 01:14:24 AM
মেইন টপিকঃ 🥧 Bitcointalk Pie Baking Contest - 2nd edition 🥧
লেখকঃ RickDeckard




বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণে সবাইকে স্বাগতম!


আমি আশা করিনি যে পাই বেকিং কনটেস্টের প্রথম সংস্করণ তেমন নজরকারা সাড়া পাবে [1]। আমি একথা আনন্দের সাথে জানাচ্ছি যে আগের বছরের পাই বেকিং কনটেস্টে আমি ব্যাপক ইউজারদের সাড়া পাই যা আমার কল্পনারও বাহিরে ছিল। আমি এটাকে অনেক বড় সাফল্য মনে করি, যা শুধুমাত্র সম্ভব হয়েছে কমিউনিটি সাপোর্ট এবং অংশগ্রহণে। এজন্য সবাইকে ধন্যবাদ। এবছর আমি সবার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো কোনো রকম দেরি না করে, আমি ঘোষণা করতে যাচ্ছি যে বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণ শুরু হয়ে গিয়েছে!
এবছরের কনটেস্টের উদ্দেশ্যও সেই একই - বিখ্যাত পাই দিবস উদযাপন করা তবে এখানে পাই সংখ্যাটি পরিবর্তন করে আমাদের বিটকয়েনের প্রতীক ব্যবহৃত হবে।

প্রাইজ:

এবছর কোনো ১ম, ২য়, ৩য় স্থান থাকবে না। গত বছরের কিছু ফিডব্যাক মাথায় রেখে, এবছর একাধিক এন্ট্রি তে ভোট দেয়ার সুযোগ থাকবে। আমি আরো যোগ করতে চাই, এভাবে ভোট দেয়ার সিস্টেমে ভোট নষ্ট যাওয়ার যে বিষয়টা সেটা আর থাকবে না। রাঙ্কিং এন্ট্রি এবং প্রতিটা ভোটের মধ্যে যেনো ভারসাম্য বজায় থাকে এটা নিশ্চিত করতে, এবছর সিংগেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম[2] এর উপর ভিত্তি করে ভোট নেয়া হবে। আপনি এখানে এই পদ্ধতির একটি প্রাকটিকাল উদাহরণ দেখতে পারেন[3]।

ইভেন্ট থেকে প্রাপ্ত বিটাকয়েন সর্বাধিক ভোটপ্রাপ্ত তিনজনের মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হবে।

গত বছরের মতো এবারও সবাই চাইলে প্রাইজ পুলে কন্ট্রিবিউট করতে পারেন। আপনি যদি কন্ট্রিবিউট করতে চান তাহলে আমাকে জানালেই হবে এবং আমি সে মোতাবেক নিচের টেবিল আপডেট করে দিবো। বর্তমানে প্রাইজ পুলে নিম্নলিখিত ফান্ড আছে:

১০ মার্চ থেকে নতুন একটি পুরষ্কার (কালেক্টটেবল) যুক্ত করা হলো:
1Dq এর পোস্ট করা আর্টওয়ার্ক আমাকে নতুন একটি পুরষ্কারের আইডিয়া দিয়েছে - এই কনটেস্ট থেকে অনুপ্রাণিত একটি ক্যানভাস কালেক্টটেবল যা 1Dq এর সহয়তায় বানানো হয়েছে। এই আর্টওয়ার্কটির ফলাফল শুধুমাত্র আমি এবং 1Dq জানবো এবং এটি ততক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখা হবে যতক্ষণ না বিজয়ী সেটা গ্রহন করে পোস্ট করে।


আরো তথ্য:
  • ক্যানভাস সাইজ: 30x40cm/12x15in (ফ্রেম বাদে)
  • বিজয়ী ৩ জনেন একজনকে এই কালেক্টটেবল টি দেয়া হবে;
  • বিজয়ী  নির্বাচন করা হবে bitmover Bitcointalk Giveaway Manager টুল ব্যবহার করে;
  • যদি বিজয়ী কোনো কারণে পুরষ্কারটি নিতে রাজি না হয়, সেক্ষেত্রে একই টুল ব্যবহার করে বাকি দুইজনের মধ্যে একজনকে নির্বাচন করা হবে;
  • যদি কেউই পুরষ্কারটি নিতে রাজি না হয়, সেক্ষেত্রে কনটেস্টের বাকি অংশগ্রহণকারীদের মাঝে গিভওয়ে করা হবে;
  • এই প্রসেসটি চলতে থাকবে যতক্ষণ না কেউ পুরষ্কারটি নিতে সম্মতি জানায়।

প্রাইজ পুল:
════════════════════
UsernameAmount (BTC)
════════════════════
RickDeckard0.003
════════════════════
PowerGlove0.003
════════════════════
UserU0.001
════════════════════
apogio0.0016
════════════════════
Total0.0086
════════════════════

কনটেস্ট রুলস:

  • পাই অবশ্যই আপনার নিজের হাতে তৈরি করতে হবে এবং পাই এর থিমটি বিটকয়েন সম্পর্কিত হতে হবে। আপনার এন্ট্রি কোয়ালিফাই হবে কিনা এবিষয়ে সন্দেহ থাকলে আগের বছরের এন্ট্রিগুলো[4] চেক করুন।
  • পাই জিনিসটা আসলে কি, Merriam-Webster, থেকে প্রাপ্ত:
Code:
পাই একটি বেকড ডিশ বা ডেজার্ট যা সাধারণত একটি প্যাস্ট্রি ময়দার আবরণ দিয়ে তৈরি হয় (যা বিভিন্ন ধরনের ফল বা মিষ্টি) জাতীয় উপাদানে ভরা থাকে
  • উল্লেখিত বৈশিষ্ট্য ব্যতিত এন্ট্রিগুলো প্রতিযোগিতার জন্য গণ্য করা হবে না।
  • কোয়ালিফাই হওয়ার জন্য আপনাকে আপনার পাই এবং তার পাশে একটি কাগজে আপনার ইউজার নেম + তারিখ লেখা এমন কাগজ প্রর্দশিত করতে হবে। এরই সাথে পাই টি বানানোর সময় আরো ২ টি ছবি দেখাতে হবে, যাতে বোঝায় যে আপনি এটি কোথাও থেকে কেনেন নি;
  • একজন ইউজার সর্বোচ্চ ১ টি এন্ট্রি দিতে পারবে (আপনি আপনার ছবিতে যেকোনো সংখ্যক পাই অন্তর্ভুক্ত করতে পারবেন);
  • প্রতিযোগীতা টি দুইটি পর্যায়ে করা হবে:
    • ১ম পর্যায় - ১৪ ফেব্রুয়ারি (00:00 GMT) থেকে ১৪ মার্চ (23:59:59 GMT) : সকল ইউজার এখানে তাদের এন্ট্রি জমা দিতে পারবে -> লাইভ কাউন্টডাউন
    • ২য় পর্যায় - ভোটিং কার্যক্রম ১৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে (23:59:59 GMT)। ৩১শে মার্চ বিজয়ী ঘোষণা করা হবে।
      • এই পর্যায়ে, ইউজার রা তাদের পছন্দ অনুযায়ী ৪ টি পর্যন্ত এন্ট্রি রাঙ্ক করতে পারবে। ২য় পর্যায় শেষ না হওয়া পর্যন্ত আপনারা চাইলে আপনাদের ভোট এডিট করতে পারবেন।
      • যদি কোনো ইউজার শুধুমাত্র একজনকে সাপোর্ট করে থাকে, তাহলে ঐ একজনকেই চাইলে ভোট দিতে পারবে। তবে আপনি কোনোভাবেই ৪ জনের লিমিট ক্রস করতে পারবেন না (৪র্থ জনের উপরে কারো এন্ট্রি পড়লে সেটি গণ্য করা হবেনা)।
      • নমিনেশন প্রাপ্ত প্রার্থীরা তাদের ভোটারদের মিরিট সেন্ড করতে পারবে না
  • সতন্ত্রভাবে আমাদের যে সাবমিশন গুলো আছে, তা থেকেই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে;

কারা এই কনটেস্টে অংশগ্রহণ এবং ভোট দিতে পারবে?:

  • ৩০ মেরিট আছে (এয়ারড্রপ করা মেরিট কাউন্ট হবে না) এবং ৩০ এক্টিভিটি আছে এমন ইউজার।


কনটেস্ট সিগ্নেচার:

এই সুন্দর সিগ্নেচারটি বানিয়েছে @jayce:


Hero/Legendary:

Code:
[center][table]
[td][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][size=2pt][tt][color=#e28424]          ▄███▄▄▄███▄
      ▄█████████████████▄▄
   ▄▄█████[color=#e7a561]█[color=#ffd064][glow=#fff,1]████▀▀████[/glow][/color][/color]██████▄
  █████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█  ▀▀  █  ████[/glow][/color][/color]█████
 ▄███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█████   ▄▄   ▀████[/glow][/color][/color]████
████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█████   ████   ▐████[/glow][/color][/color]████
 ███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]████▌[color=#dd636e]   ▄▄▄[/color]   ▄█████[/glow][/color][/color]███
████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█▀▀▀   ██[/glow][color=#dd636e]████▀[/color]▀▀▀▀▀█[/color][/color]████
 ▀███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]▄▄     ▀▀[color=#dd636e]██▀[/color][/glow][/color][/color]
  █████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█  █  ▄▄[color=#dd636e]█▄[/color][/glow][/color][/color]
   ▀▀█████[color=#e7a561]█[color=#ffd064][glow=#fff,1]███▄▄███[color=#dd636e]██[/color][/glow][/color][/color]
      ▀█████████████[color=#dd636e]▀[/color]
          ▀▀███████▀[/td][td][/td][td][/td]
[td][center][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][font=Impact][size=17pt][color=#b24e10]Bitcointalk Pie Baking Contest[/size][/font]
[i][font=arial][size=9pt][color=#000]Start baking and submit your entry until [font=arial black]14/03/2024[/color][/td][td][/td][td][/td]
[td][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][size=2pt][tt]


[color=#ffd064][color=#fff]              ▄█▄▄[/color]▄[color=#e28424]███▄▄▄[/color]
             ▄[color=#fff]██[/color]▄▀▀███[color=#e28424]████▄[/color]
      ▄▄▄███▄[color=#fff]█[/color]▀[color=#fff]███[/color]▄██████[color=#e28424]█████[/color][color=#b24e10]▄[/color]
▄▄▄████████████████████████[color=#e28424]█[color=#b24e10]██▀
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
████████████████████████████▀[/td][td][/td][/tr][/table][/center]

বিশেষ ধন্যবাদ:

[1]https://bitcointalksearch.org/topic/bitcointalk-pie-making-contest-gathering-feedback-5438434
[2]https://en.wikipedia.org/wiki/Single_transferable_vote
[3]https://en.wikipedia.org/wiki/Single_transferable_vote#Example_for_a_non-partisan_election
[4]https://bitcointalksearch.org/topic/voting-open-1st-edition-bitcointalk-pie-baking-contest-5444932
[5]CryptoBriefing থেকে ব্যানার ইমেজটি নেয়া হয়েছে
[6]Stalker template থেকে নেয়া টেবিল ডিজাইন টি এখানে পাবেন। ধন্যবাদ!



Translation offered at the initiative of:



sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 27, 2024, 10:34:54 PM
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।
ভাই স্টেপ কমপ্লিট হতে যেয়ে হচ্ছে না, একটুর জন্য হইলো না। ভাই আপনি ২য় স্টেপে অন্য কোন কয়েন যাবেন না এইটাতে থাকবেন, আচ্ছা ২য় স্টেপে এই কয়েনের প্রাইজ কি $০.৯২ ডলার হওয়ার টার্গেটে রাখবেন? আপনি যখন এই কয়েন কিনেছিলেন মেবি প্রাইজ ০.২৩ ছিলো, আপনার টার্গেট ছিল ০.৪৬ হলে সেল করা। সেই অনুযায়ী দ্বিতীয় স্টেপে টার্গেট থাকবে ০.৯২ হলে সেল করা আমার ধারনা কি সঠিক?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 27, 2024, 10:11:46 PM
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।
sr. member
Activity: 392
Merit: 350
February 27, 2024, 09:33:49 PM
To me, a forum where tens of thousands of people are active posting very regularly like in here, should also be having an influx of new users that are able to contribute that is akin to its active userbase. That would be at least a few hundreds of new users becoming legendary every year. If we check https://bpip.org/Report?r=mostmerit there's only one legendary user in the top 1000 with a registration date of 2021 and 14 users from 2020. So in a little more than 3 years only 15 users reached the maximum rank. Also note that the bottom of the top 1000 have only a tiny bit merit above the required 1k to become legendary so I wouldn't guess that there's many more besides that.

To become a Legendary w/ a 2021 registration date by now would mean posting just about every day (or at least 14 times per 2 weeks) since then, along with accumulating an average of ~1 merit every day... No easy feat really. It requires a lot of commitment to going beyond shitposting, which is a step most accounts here aren't willing to take. They are here because its "easy money"... once you have to put effort into it its no longer "easy" anymore. So they will never get beyond Sr. Member or Hero and they don't care.

I think it took me at least 4 years to get to Legendary based on the speed of my posting, which was intermittent. I don't think merits would have been a factor but who knows.
হ্যালো আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই? আমি একটি লেখা কোট করেছি এখানে দেখতে পাচ্ছি নুটিলদাহ বলেছে ২০২১ সালের রেজিস্ট্রেশনের তারিখের এখন পর্যন্ত একজন কিংবদন্তি হয়ে ওঠার অর্থ হবে প্রতিদিন ১৪ বা এবং কি দুই সপ্তাহে অন্তত ১৪ বার পোস্ট করা। সেই সাথে প্রতিদিন গড়ে একটা করে মেধা সংগ্রহ করা। এবং ২০২০ সাল থেকে ১৪জন কিংবদন্তি রয়েছেন বলে দেখা যাচ্ছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে ফোরামে অনেক রেংকিং একাউন্ট রয়েছে কিন্তু ৪ বছরে এত অল্প কিংবদন্তি কেনো? এখানে আরো বেশি কিংবদন্তি থাকার কথা ছিলো বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন ভাইয়েরা?
কিংবদন্তি বা লিজেন্ডারি মেম্বার হওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় এর জন্য প্রয়োজন পড়ে অনেক বেশি সময় এবং অনেক বেশি মেরিট। আপনি যদি ট্যালেন্টেড না হন তাহলে হয়তো আপনার রেঙ্কের অগ্রগতি হইবে না কেননা আপনি আপনার পোস্ট অনুযায়ী মেরিট পাবেন না আপনি যত ভালো পোস্ট করবেন তত মেরিট পাইবেন এবং তত আপনার র‍্যাঙ্ক আপের দিকে আগাইয়া যাইবেন।

Quote
এই ফোরামে বাঙালিরা রয়েছে অনেক আগে থেকে আমাদের বাঙালিদের মধ্যে থেকে কি এই পর্যন্ত কোন কিংবদন্তি দেখতে পেয়েছেন আপনারা?
আর কিংবদন্তি হওয়ার ব্যপারাটা যারা ভালো জানেন তারা একটু ভালো ভাবে তুলে ধরবেন আমার বিষয়টা জানাই ইচ্ছে হয়েছে। সঠিকভাবে বুঝে উঠতে পারিনি সেজন্য আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের থেকে ক্লিয়ার একটা আইডিয়া পাবো।
আমাগো এই ফোরামে বাঙ্গালীদের মধ্যে হয়তো অনেকেই কিংবদন্তি সদস্য রয়েছে আমরা তাদেরকে চিনি না যাদেরকে আমরা চিনি এবং জানি তারা হচ্ছে @LM, @sh এছাড়াও একজন সদস্য লিজেন্ডারি বা কিংবদন্তি রেংক এর দিকে আগায় যাইতাছে অথচ তার এক্টিভিটি কম আছে সে হচ্ছে @LB
member
Activity: 84
Merit: 57
February 27, 2024, 02:54:32 PM
To me, a forum where tens of thousands of people are active posting very regularly like in here, should also be having an influx of new users that are able to contribute that is akin to its active userbase. That would be at least a few hundreds of new users becoming legendary every year. If we check https://bpip.org/Report?r=mostmerit there's only one legendary user in the top 1000 with a registration date of 2021 and 14 users from 2020. So in a little more than 3 years only 15 users reached the maximum rank. Also note that the bottom of the top 1000 have only a tiny bit merit above the required 1k to become legendary so I wouldn't guess that there's many more besides that.

To become a Legendary w/ a 2021 registration date by now would mean posting just about every day (or at least 14 times per 2 weeks) since then, along with accumulating an average of ~1 merit every day... No easy feat really. It requires a lot of commitment to going beyond shitposting, which is a step most accounts here aren't willing to take. They are here because its "easy money"... once you have to put effort into it its no longer "easy" anymore. So they will never get beyond Sr. Member or Hero and they don't care.

I think it took me at least 4 years to get to Legendary based on the speed of my posting, which was intermittent. I don't think merits would have been a factor but who knows.
হ্যালো আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই? আমি একটি লেখা কোট করেছি এখানে দেখতে পাচ্ছি নুটিলদাহ বলেছে ২০২১ সালের রেজিস্ট্রেশনের তারিখের এখন পর্যন্ত একজন কিংবদন্তি হয়ে ওঠার অর্থ হবে প্রতিদিন ১৪ বা এবং কি দুই সপ্তাহে অন্তত ১৪ বার পোস্ট করা। সেই সাথে প্রতিদিন গড়ে একটা করে মেধা সংগ্রহ করা। এবং ২০২০ সাল থেকে ১৪জন কিংবদন্তি রয়েছেন বলে দেখা যাচ্ছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে ফোরামে অনেক রেংকিং একাউন্ট রয়েছে কিন্তু ৪ বছরে এত অল্প কিংবদন্তি কেনো? এখানে আরো বেশি কিংবদন্তি থাকার কথা ছিলো বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন ভাইয়েরা?
এই ফোরামে বাঙালিরা রয়েছে অনেক আগে থেকে আমাদের বাঙালিদের মধ্যে থেকে কি এই পর্যন্ত কোন কিংবদন্তি দেখতে পেয়েছেন আপনারা?
আর কিংবদন্তি হওয়ার ব্যপারাটা যারা ভালো জানেন তারা একটু ভালো ভাবে তুলে ধরবেন আমার বিষয়টা জানাই ইচ্ছে হয়েছে। সঠিকভাবে বুঝে উঠতে পারিনি সেজন্য আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের থেকে ক্লিয়ার একটা আইডিয়া পাবো।
hero member
Activity: 770
Merit: 482
February 27, 2024, 09:40:20 AM
আপনি হয়তো শুনে থাকবেন মানুষ একটা কথা প্রায়ই বলে, "অল্প বিদ্যা ভয়ংকরী"।
আমার এই কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হইলো যারা দেখবেন কেইট্টা হুজুর তারাই শবে বরাতকে বেদাত বলবে। আমাগো সমাজে কেইট্টা হুজুরের অভাব নাই। আর তাছাড়া আপনার কাছে এই প্রথম শুনলাম কোন আলেম ফেসবুকে বা অন্য যে কোন সোশ্যাল মিডিয়ায় শবে রাতকে বেদাত বলছে বা এটা নিয়ে কামড়াকামড়ি করছে।

নিজে ঠিক থাকলে জগত ঠিক কে কি বলল সে কথায় কান না দিয়ে নিজের পজিশনে নিজের ঠিক থাকা উচিত। আর আপনার শেষের কথা সাথে একমত হইলাম এসব বিষয়ে কামড়াকামড়ি না করাই ভালো।

যেসব আলেম ওলামা গন শবে বরাত কে বিদআত বলছে, তারা সবাই কিন্তু কেইট্টা হুজুর না। আপনি অনেক নামি আলেম ওলামা দের দেখবেন শবে বরাত নিয়ে এরকম ফতোয়া দিচ্ছে। তাদের মতে, শবে বরাতের কথা হাদিস, বা কোরআনের কোথাও উল্লেখ করা নাই। থাকবে কি করে? শবে বরাত সম্ভবত একটা ফারসি শব্দ। তবে হাদিসে বা কোরআনে শাবান মাসের এই রজনীর কথা উল্লেখ করা আছে। এখন ওনাদের যুক্তি হলো যে যেটা নবী রসুল আমল করে নাই, বা আমল করলেও এর কথা কোথাও উঠে আসে নাই, সেটা আপনারাও আমল করতে পারবেন না। করলেই সেটা বিদআত বলে ধরা হবে।

তাদের প্রতি আমার প্রশ্ন হলো, মানুষ তো এই রজনী উপলক্ষে নাচ গান করে না। মানুষ নামাজে সিজদাহ ২ টার বদলে ৩ টা দেয় না। তাহলে এটা নতুন আমল হলো কি করে? মানুষ তো এই রজনীতে নামাজ কালাম, আর জিকির নিয়েই থাকে। নফল ইবাদাত বিদআত হতে যাবে কেনো? ওনারা আসলে অল্প শিক্ষিত না, ওনারা অতি শিক্ষিত।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 27, 2024, 07:56:37 AM
খুবই খারাপ বলতে হবে। এখনো স্টেপ-১ শেষ করা হল না। ENJ গেমিং সেক্টরে অন্যতম সেরা কয়েন এবং কিছুদিন আগেই তারা মেইননেট শুরু করল। তবুও কোন রকম প্রভাব এর দামে পড়ল না। যাই হোক, আমার এই প্ল্যান দীর্ঘমেয়াদী তবে বুলরানের আগে যদি ২/৩টা স্টেপ সম্পন্ন করতে পারতাম তাহলে বুলরানের সময় কাজটা সহজ হইত।
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।


ওরে মার্কেট!! বিটকয়েন দেখি পাগলা ঘোড়ার মতো ছুটছে। প্রায় $৫৭কে প্লাস উঠছিলো। বিটকয়েন যেভাবে বাড়ছে তাতে মনে হয় হালভিং এর আগেই সর্বোচ্চ দাম অতিক্রম করবে। বুলরান এর আগেই আমারা বোনাস বুলরান পেয়ে গেলাম নাকী।  Shocked
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 27, 2024, 06:56:40 AM
তবে সামর্থ্য নাই তাই শুধু দেখেই যাই। আপনি যেহেতু বিটকয়েন সেভ করেছেন কিছু সেগুলো যতসম্ভব ধরে রাখেন অতি প্রয়োজন না হলে বিক্রি কইরেন না ভাই

আমি যেমনটা বলেছি, বিটকয়েন কিনে হোল্ড করে যদি লস করেন, সেটার জন্য বিপদে পড়তে হতে পারে। যেহেতু আপনার ফোরাম থেকে বিটকয়েন ইনকাম করার একটা উপায় আছে, আপনি কিন্তু চাইলে সেটার সঠিক ব্যাবহার করতে পারেন। প্রতি সপ্তাহে যেই পেমেন্ট পাচ্ছেন, সেটা খরচ না করে হোল্ড করতে পারেন। যতটুকু দরকার শুধু ততটুকুই খরচ করবেন। বাকিটা সেভ করার চেস্টা করেন। একটা সময় দেখবেন আপনার ভালো একটা হোল্ডিং হয়ে গেছে।

আমি কাউকেই সাজেশন করবো না যে আপনি কোনো কিছু সেল করে সেই টাকা দিয়ে বিটকয়েন কিনেন। কারণ, বিটকয়েন কখন কি করবে তা কেউ জানে না। তবে আপাতত বিটকয়েনের প্রাইস দেখে মনে হচ্ছে আমরা বুল রানে এন্ট্রি নিয়ে ফেলেছি।

আপনি তো পরের র‍্যাংক এর খুব কাছে চলে আসছেন। আপনাকে মেসেজ করবো ভেবেছিলাম। আপনার কিছু ভালো পোস্ট এর তালিকা করে আমাকে প্রাইভেট মেসেজে দিতে পারবেন? তাহলে একটু হেল্প হতো আরকি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 26, 2024, 11:41:35 PM
কৃত্তিম বুদ্ধিমত্তাকে বলেছিলাম ছবি আঁকতে...

Theme: Crypto bull taking bath in Bangladesh pond

ফলাফল রইলো নিচে...



আপনার কমান্ড অনুযায়ী AI জেনারেট করা ছবিটা ভালোই হইছে,  AI কিছু ক্ষেত্রে একটু ভালো করলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মতো কোনোকিছুতেই ভালো আউটপুট দিতে পারছেনা বর্তোমানে, তবে ছোটোখাটো কাজ গুলো ভালো ভাবেই করতে পারে। আমার কাছে মনে হচ্ছে AI আগামী কয়েক বছরের মধ্যেই মার্কেট হারাবে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
February 26, 2024, 10:33:22 PM
কৃত্তিম বুদ্ধিমত্তাকে বলেছিলাম ছবি আঁকতে...

Theme: Crypto bull taking bath in Bangladesh pond

ফলাফল রইলো নিচে...

sr. member
Activity: 392
Merit: 350
February 26, 2024, 07:33:33 AM
প্রতি বছরই এই দিনটা নিয়ে ফেইসবুকে আলেম ওলামাদের কামড়াকামড়ি শুরু হয়ে যায়। আমরা সাধারন মানুষ, আমরা ইসলাম নিয়ে বেশি গবেষনা করি নাই। তবে, প্রতি বছরই আলেম ওলামাগন এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কেউ বলে নবীজির সময়ে এই রাতে আলাদা করে কোনো আমল করা হয নাই। হাদিস বা কুরআনে কোথায় শবে বরাতের কথা উল্লেখ করা নাই। এই রাতে নাকি ইবাদত করার কথাও বলা নাই। এজন্য, এই রাতে ইবাদত করলে এটা নাকি বিদ’আত হবে।

আমি এসব তর্ক বিতর্কে যাইতে চাই না। এটা যেহেতু ক্ষমা পাওয়ার রাত, এই রাতে নফল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে বিদ’আতের কি আছে, সেটা আমার বোধগম্য না। সুতরাং, কে কি বললো, সেগুলো নিয়ে না ভেবে আমি আমার মতো ছিলাম। তবে, এসব কামড়াকামড়ি আসলেই ভালো লাগছে না।
আপনি হয়তো শুনে থাকবেন মানুষ একটা কথা প্রায়ই বলে, "অল্প বিদ্যা ভয়ংকরী"।
আমার এই কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হইলো যারা দেখবেন কেইট্টা হুজুর তারাই শবে বরাতকে বেদাত বলবে। আমাগো সমাজে কেইট্টা হুজুরের অভাব নাই। আর তাছাড়া আপনার কাছে এই প্রথম শুনলাম কোন আলেম ফেসবুকে বা অন্য যে কোন সোশ্যাল মিডিয়ায় শবে রাতকে বেদাত বলছে বা এটা নিয়ে কামড়াকামড়ি করছে।

নিজে ঠিক থাকলে জগত ঠিক কে কি বলল সে কথায় কান না দিয়ে নিজের পজিশনে নিজের ঠিক থাকা উচিত। আর আপনার শেষের কথা সাথে একমত হইলাম এসব বিষয়ে কামড়াকামড়ি না করাই ভালো।




আজকে বিটকয়েনের প্রাইস আপের মুভমেন্ট দেখে মনে হইতাছে বিটকয়েন এক টানে হয়তো ৬০ হাজার ক্রস করতে পারে। বিটকয়েন এর দাম আজকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬০০ ডলার এর মতো উঠছিল। এখন সাময়িক কমছে তবে এখনো  ৫৩ হাজার এর উপরে বিটকয়েনের দাম রয়েছে। বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়াতে বিএনবি এবং ইথেরিয়াম এই কয়েনগুলোর দামও বৃদ্ধি পাইছে।
ইথেরিয়াম কয়েন এর দাম বর্তমানে ৩১৫৭ ডলার হয়েছে
বিএনবি কয়নের দাম ৪০০ ডলারের কাছাকাছি পৌঁছাইছে। বিএনপি কয়েনের দাম ৩৯৬ ডলার।

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 26, 2024, 07:16:29 AM


প্রতি বছরই এই দিনটা নিয়ে ফেইসবুকে আলেম ওলামাদের কামড়াকামড়ি শুরু হয়ে যায়। আমরা সাধারন মানুষ, আমরা ইসলাম নিয়ে বেশি গবেষনা করি নাই। তবে, প্রতি বছরই আলেম ওলামাগন এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কেউ বলে নবীজির সময়ে এই রাতে আলাদা করে কোনো আমল করা হয নাই। হাদিস বা কুরআনে কোথায় শবে বরাতের কথা উল্লেখ করা নাই। এই রাতে নাকি ইবাদত করার কথাও বলা নাই। এজন্য, এই রাতে ইবাদত করলে এটা নাকি বিদ’আত হবে।

আমি এসব তর্ক বিতর্কে যাইতে চাই না। এটা যেহেতু ক্ষমা পাওয়ার রাত, এই রাতে নফল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে বিদ’আতের কি আছে, সেটা আমার বোধগম্য না। সুতরাং, কে কি বললো, সেগুলো নিয়ে না ভেবে আমি আমার মতো ছিলাম। তবে, এসব কামড়াকামড়ি আসলেই ভালো লাগছে না।
হ্যাঁ ভাই, বর্তমানে আমাদের দেশের একদল ওলামায়েকেরাম বলতেছে একদিকে, আবার আরেক দল ওলামায়েকেরাম বলতেছে তার বিপরীত দিকে। আমরা কার কথা বিশ্বাস করব কোনটি মেনে চলবে? আমরা আগে শবে বরাদ আসলে রুটি বানিয়ে আনন্দ উৎসব করতাম, এখন আলেমেরা বলে রুটি খাওয়া নাকী যায়েজ নাই।
তবে ভাই আমাদের এলাকায় কোন আলেম নামাজ পড়া নিয়ে বিদআত বলে নাই, আরো আমাদের কিভাবে নামাজ পড়তে হবে সে বিষয়ে সাহায্য করেছেন।


@shasan ভাই এই র‍্যাফেল টা শেয়ার করেন নাই তাই আমি শেয়ার করে দেই। যাইহীক, @krogothmanhattan
আবারো একটি ফ্রি রাফেল এনেছেন যারা আবেদন করতে চান আবেদন করে ফেলুন। র‍্যাফেল লিংক: https://bitcointalksearch.org/topic/m.63718803
!

hero member
Activity: 770
Merit: 482
February 26, 2024, 06:38:33 AM
আমাগো বাংলা থ্রেডের সকল ভাই-বোনদেরকে জানাইতাছি পবিত্র শবে-বরাতের শুভেচ্ছা। আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আজকে বিশেষ তম একটি পবিত্র দিন। আজকের এই দিনটি আমাদের মুসলিম সম্প্রদায় সারম্বরে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করে। প্রতিবছর হিজরী ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতে শবে বরাত এই মহিমান্বিত দিনটি পালিত হয়।

আজকের এই দিনে সবাই যেন তার পরিবারের সাথে আনন্দের সাথে থাকতে পারে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারে এটা কামনা করি।

প্রতি বছরই এই দিনটা নিয়ে ফেইসবুকে আলেম ওলামাদের কামড়াকামড়ি শুরু হয়ে যায়। আমরা সাধারন মানুষ, আমরা ইসলাম নিয়ে বেশি গবেষনা করি নাই। তবে, প্রতি বছরই আলেম ওলামাগন এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কেউ বলে নবীজির সময়ে এই রাতে আলাদা করে কোনো আমল করা হয নাই। হাদিস বা কুরআনে কোথায় শবে বরাতের কথা উল্লেখ করা নাই। এই রাতে নাকি ইবাদত করার কথাও বলা নাই। এজন্য, এই রাতে ইবাদত করলে এটা নাকি বিদ’আত হবে।

আমি এসব তর্ক বিতর্কে যাইতে চাই না। এটা যেহেতু ক্ষমা পাওয়ার রাত, এই রাতে নফল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে বিদ’আতের কি আছে, সেটা আমার বোধগম্য না। সুতরাং, কে কি বললো, সেগুলো নিয়ে না ভেবে আমি আমার মতো ছিলাম। তবে, এসব কামড়াকামড়ি আসলেই ভালো লাগছে না।
sr. member
Activity: 546
Merit: 309
February 26, 2024, 06:05:25 AM
ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন?  আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?

আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।

হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।

সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
যাক আপনি তাও অন্তত ৫০% ধরে রাখতে পেরেছেন আমি তো তাও রাখতে পারিনি। বাস্তব জীবনটা অনেক কঠিন ভাই। যতদিন বাবার হোটেলে খাওয়া যায় ততদিন বাস্তবতা বোঝা যায় না। একটা জিনিস পাইতে দেরি হলে বাবাকে বলতাম যে কেনো দেরি হয় দিতে। আর এখন ইনকাম করতে কম করি না অনেক সেভ করে চলার চেষ্টা করি কিন্তু তবুও সেভ করতে পারি না। দেখা যায় যখন পরিকল্পনা করি যে বিটকয়েন হোল্ড করবো তখন আরো বেশি জরুরি হয়ে পড়ে টাকার। এর জন্য আমাদের হোল্ডিং করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তবে এটা শুনে ভালো লাগলো যে আপনি ৫০% সেভ করতে পেরেছেন।

বিটকয়েনের দাম যখন ১৫ হাজারের ঘরে নামলো তখন চিন্তা করলাম যে এর দাম ১৩ এর নিচে আইলে কিনবো। এমনও পরিকল্পনা করেছিলাম যে বাবার কাছে থেকে কিছু টাকা নিয়ে আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে জীবনের একটা স্বপ্ন পূরণ করবো ১ বিটকয়েন কিনে। তবে সে সুযোগ আর হয়ে উঠলো না। দেখতে দেখতে বিটকয়েনের দাম ১৫ হাজারের ঘর থেকে ৫২ হাজারে উঠে আসলো। শুধু চেয়ে চেয়ে দেখলাম। সামনে যে আরো কত কিছু দেখতে হবে..!  তবে সামর্থ্য নাই তাই শুধু দেখেই যাই। আপনি যেহেতু বিটকয়েন সেভ করেছেন কিছু সেগুলো যতসম্ভব ধরে রাখেন অতি প্রয়োজন না হলে বিক্রি কইরেন না ভাই
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 26, 2024, 12:18:29 AM
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।

ভাই, যারা ক্রিপ্টোকারেন্সি তে আছে, তাদের সবারই কিন্তু এই আফসোস আছে। সবারই সুযোগ ছিলো কম দামে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কেনার মতো। আমি তো ২০২০ সালের দিকে মনে হয় প্রতি মাসে ২ ইথেরিয়ামের মতো করে পেতাম। এবং সেটা প্রতি মাসেই খরচ করে ফেলতাম। যদি আমি তখন অর্ধেক রেখে দিতাম, আমার কাছে ৭০-৮০ লাখ টাকার ইথেরিয়াম থাকতো এখন। এছাড়া ডজ কয়েন কি পরিমানে যে নষ্ট করছি তার কোনো হিসাব নাই। একসাথে ৪০-৫০ হাজার করে ডজ কয়েন ডিপোজিট করে ক্যাসিনো তে ডাইস গেম খেলতাম। ৩-৪ লাখ ডজ কয়েন আমার কাছে তো ছিলোই। সেগুলো রেখে দিলে আজকে কোটিপতি হয়ে যেতাম। এসব চিন্তা করে আসলে লাভ নাই। যে যেখানে আছেন, সেখান থেকেই শুরু করেন। ক্রিপ্টো মারকেটে আপনি কখনোই লেট না। ইনভেস্টমেন্ট এর সুযোগ সব সময় আছে।
sr. member
Activity: 392
Merit: 350
February 25, 2024, 11:02:18 PM
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।
ভাই আফসোস তো আমিও করি মাঝে মাঝে মনে হয় কেন তখন ১ লাখ টাকা বিটকয়েন কিনে রাখলাম না, কিনে রাখলে আজকে চান্দে থাকতাম। ভাই আগামী বুলরানে ১০০কে দেখলে তো আরো মাথা খারাপ হবে।

ভাই সামনে বুলরানে যদি বিটকয়েনের দান ১০০কে অতিক্রম করে তাহলে আমার মনে হয় আমরা আবারো বিয়াতকয়েন ১৬-২০কে মধ্যে দেখতে পাবো না। কারন বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৯কে থেকে মার্কেট ডাউন দিয়ে ১৬কে এসেছিলো, তাই যদি আগামী বুলরানে যদি ১০০কে ছাড়িয়ে যায় তাহলে পরবর্তী মার্কেট ডাউন দিলে আমার মনে হয় বিটকয়েন ৩০কে নিচে আসবে না। যাইহোক, দেখা যাক এবার বুলরানে বিটকয়েন দাম কতটা উচ্চতায় উঠতে পারে।
আসলে আমরা শুধু ভাবি বিটকয়েনের দাম কম হোক তারপর আমরা বিনিয়োগ করি। যখন এই বিটকয়েনের দাম ১৭ হাজার থেকে 18 হাজার ডলার ছিল তখন অনেকেই বিনিয়োগ করছিল না তখন তারা ভাবছিল হয়তো বিটকয়েনের দাম আরো কমবো তখন বিনিয়োগ করবো কিন্তু তারপরেই হঠাৎ কইরা বিটকয়েন এর দাম এক টানে ৩৪ হাজার ডলার স্পর্শ করছিল। পরে আবার কয়েকদিন পরে সেটা সেখান থেকে ৪১ হাজারে পৌঁছেছিল তারপর বিটকয়েন ইটিএফ অনুমোদন হওয়ার পর ৪৯০০০ ডলারে পৌঁছানোর পর সেখান থেকে মার্কেট কিছুটা ডাম্পিং করছিল পরে আবার বিটকয়েনের দাম বৃদ্ধি পাইয়া এখন বর্তমানে 51 হাজার ডলারে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

আমার মনে হইতাছে যাদের কাছে এখনো পর্যাপ্ত অর্থ আছে তাদের এখন থেকেই বিনিয়োগ কইরা যাওয়া উচিত অন্যথায় বিটকয়েনের দাম ১৭ হাজার যখন ছিল তখন যে রকম আফসোস হতো ঠিক কয়েকদিন পরে সেরকম আফসোস হবে এখন বিনিয়োগ না করলে।
Pages:
Jump to: