মেইন টপিকঃ
🥧 Bitcointalk Pie Baking Contest - 2nd edition 🥧লেখকঃ
RickDeckard
বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণে সবাইকে স্বাগতম!
আমি আশা করিনি যে পাই বেকিং কনটেস্টের প্রথম সংস্করণ তেমন নজরকারা সাড়া পাবে [1]। আমি একথা আনন্দের সাথে জানাচ্ছি যে আগের বছরের পাই বেকিং কনটেস্টে আমি ব্যাপক ইউজারদের সাড়া পাই যা আমার কল্পনারও বাহিরে ছিল। আমি এটাকে অনেক বড় সাফল্য মনে করি, যা শুধুমাত্র সম্ভব হয়েছে কমিউনিটি সাপোর্ট এবং অংশগ্রহণে। এজন্য সবাইকে ধন্যবাদ। এবছর আমি সবার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো কোনো রকম দেরি না করে, আমি ঘোষণা করতে যাচ্ছি যে বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণ শুরু হয়ে গিয়েছে!
এবছরের কনটেস্টের উদ্দেশ্যও সেই একই - বিখ্যাত পাই দিবস উদযাপন করা তবে এখানে পাই সংখ্যাটি পরিবর্তন করে আমাদের বিটকয়েনের প্রতীক ব্যবহৃত হবে।
প্রাইজ:এবছর কোনো ১ম, ২য়, ৩য় স্থান থাকবে না। গত বছরের কিছু ফিডব্যাক মাথায় রেখে, এবছর একাধিক এন্ট্রি তে ভোট দেয়ার সুযোগ থাকবে। আমি আরো যোগ করতে চাই, এভাবে ভোট দেয়ার সিস্টেমে ভোট নষ্ট যাওয়ার যে বিষয়টা সেটা আর থাকবে না। রাঙ্কিং এন্ট্রি এবং প্রতিটা ভোটের মধ্যে যেনো ভারসাম্য বজায় থাকে এটা নিশ্চিত করতে, এবছর
সিংগেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম[2] এর উপর ভিত্তি করে ভোট নেয়া হবে। আপনি এখানে এই পদ্ধতির একটি প্রাকটিকাল উদাহরণ দেখতে পারেন[3]।
ইভেন্ট থেকে প্রাপ্ত বিটাকয়েন সর্বাধিক ভোটপ্রাপ্ত তিনজনের মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হবে।
গত বছরের মতো এবারও সবাই চাইলে প্রাইজ পুলে কন্ট্রিবিউট করতে পারেন। আপনি যদি কন্ট্রিবিউট করতে চান তাহলে আমাকে জানালেই হবে এবং আমি সে মোতাবেক নিচের টেবিল আপডেট করে দিবো। বর্তমানে প্রাইজ পুলে নিম্নলিখিত ফান্ড আছে:
১০ মার্চ থেকে নতুন একটি পুরষ্কার (কালেক্টটেবল) যুক্ত করা হলো:1Dq এর পোস্ট করা আর্টওয়ার্ক আমাকে নতুন একটি পুরষ্কারের আইডিয়া দিয়েছে - এই কনটেস্ট থেকে অনুপ্রাণিত একটি ক্যানভাস কালেক্টটেবল যা 1Dq এর সহয়তায় বানানো হয়েছে। এই আর্টওয়ার্কটির ফলাফল শুধুমাত্র আমি এবং 1Dq জানবো এবং এটি ততক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখা হবে যতক্ষণ না বিজয়ী সেটা গ্রহন করে পোস্ট করে।
আরো তথ্য:
- ক্যানভাস সাইজ: 30x40cm/12x15in (ফ্রেম বাদে)
- বিজয়ী ৩ জনেন একজনকে এই কালেক্টটেবল টি দেয়া হবে;
- বিজয়ী নির্বাচন করা হবে bitmover Bitcointalk Giveaway Manager টুল ব্যবহার করে;
- যদি বিজয়ী কোনো কারণে পুরষ্কারটি নিতে রাজি না হয়, সেক্ষেত্রে একই টুল ব্যবহার করে বাকি দুইজনের মধ্যে একজনকে নির্বাচন করা হবে;
- যদি কেউই পুরষ্কারটি নিতে রাজি না হয়, সেক্ষেত্রে কনটেস্টের বাকি অংশগ্রহণকারীদের মাঝে গিভওয়ে করা হবে;
- এই প্রসেসটি চলতে থাকবে যতক্ষণ না কেউ পুরষ্কারটি নিতে সম্মতি জানায়।
প্রাইজ পুল:╔ | ══════════ | ╦ | ══════════ | ╗ |
║ | Username | ║ | Amount (BTC) | ║ |
╠ | ══════════ | ╬ | ══════════ | ╣ |
║ | RickDeckard | ║ | 0.003 | ║ |
╠ | ══════════ | ╬ | ══════════ | ╣ |
║ | PowerGlove | ║ | 0.003 | ║ |
╠ | ══════════ | ╬ | ══════════ | ╣ |
║ | UserU | ║ | 0.001 | ║ |
╠ | ══════════ | ╬ | ══════════ | ╣ |
║ | apogio | ║ | 0.0016 | ║ |
║ | Total | ║ | 0.0086 | ║ |
╚ | ══════════ | ╩ | ══════════ | ╝ |
কনটেস্ট রুলস:- পাই অবশ্যই আপনার নিজের হাতে তৈরি করতে হবে এবং পাই এর থিমটি বিটকয়েন সম্পর্কিত হতে হবে। আপনার এন্ট্রি কোয়ালিফাই হবে কিনা এবিষয়ে সন্দেহ থাকলে আগের বছরের এন্ট্রিগুলো[4] চেক করুন।
- পাই জিনিসটা আসলে কি, Merriam-Webster, থেকে প্রাপ্ত:
পাই একটি বেকড ডিশ বা ডেজার্ট যা সাধারণত একটি প্যাস্ট্রি ময়দার আবরণ দিয়ে তৈরি হয় (যা বিভিন্ন ধরনের ফল বা মিষ্টি) জাতীয় উপাদানে ভরা থাকে
- উল্লেখিত বৈশিষ্ট্য ব্যতিত এন্ট্রিগুলো প্রতিযোগিতার জন্য গণ্য করা হবে না।
- কোয়ালিফাই হওয়ার জন্য আপনাকে আপনার পাই এবং তার পাশে একটি কাগজে আপনার ইউজার নেম + তারিখ লেখা এমন কাগজ প্রর্দশিত করতে হবে। এরই সাথে পাই টি বানানোর সময় আরো ২ টি ছবি দেখাতে হবে, যাতে বোঝায় যে আপনি এটি কোথাও থেকে কেনেন নি;
- একজন ইউজার সর্বোচ্চ ১ টি এন্ট্রি দিতে পারবে (আপনি আপনার ছবিতে যেকোনো সংখ্যক পাই অন্তর্ভুক্ত করতে পারবেন);
- প্রতিযোগীতা টি দুইটি পর্যায়ে করা হবে:
- ১ম পর্যায় - ১৪ ফেব্রুয়ারি (00:00 GMT) থেকে ১৪ মার্চ (23:59:59 GMT) : সকল ইউজার এখানে তাদের এন্ট্রি জমা দিতে পারবে -> লাইভ কাউন্টডাউন
- ২য় পর্যায় - ভোটিং কার্যক্রম ১৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে (23:59:59 GMT)। ৩১শে মার্চ বিজয়ী ঘোষণা করা হবে।
- এই পর্যায়ে, ইউজার রা তাদের পছন্দ অনুযায়ী ৪ টি পর্যন্ত এন্ট্রি রাঙ্ক করতে পারবে। ২য় পর্যায় শেষ না হওয়া পর্যন্ত আপনারা চাইলে আপনাদের ভোট এডিট করতে পারবেন।
- যদি কোনো ইউজার শুধুমাত্র একজনকে সাপোর্ট করে থাকে, তাহলে ঐ একজনকেই চাইলে ভোট দিতে পারবে। তবে আপনি কোনোভাবেই ৪ জনের লিমিট ক্রস করতে পারবেন না (৪র্থ জনের উপরে কারো এন্ট্রি পড়লে সেটি গণ্য করা হবেনা)।
- নমিনেশন প্রাপ্ত প্রার্থীরা তাদের ভোটারদের মিরিট সেন্ড করতে পারবে না
- সতন্ত্রভাবে আমাদের যে সাবমিশন গুলো আছে, তা থেকেই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে;
কারা এই কনটেস্টে অংশগ্রহণ এবং ভোট দিতে পারবে?:- ৩০ মেরিট আছে (এয়ারড্রপ করা মেরিট কাউন্ট হবে না) এবং ৩০ এক্টিভিটি আছে এমন ইউজার।
কনটেস্ট সিগ্নেচার:এই সুন্দর সিগ্নেচারটি বানিয়েছে @jayce:
Hero/Legendary:[center][table]
[td][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][size=2pt][tt][color=#e28424] ▄███▄▄▄███▄
▄█████████████████▄▄
▄▄█████[color=#e7a561]█[color=#ffd064][glow=#fff,1]████▀▀████[/glow][/color][/color]██████▄
█████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█ ▀▀ █ ████[/glow][/color][/color]█████
▄███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█████ ▄▄ ▀████[/glow][/color][/color]████
████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█████ ████ ▐████[/glow][/color][/color]████
███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]████▌[color=#dd636e] ▄▄▄[/color] ▄█████[/glow][/color][/color]███
████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█▀▀▀ ██[/glow][color=#dd636e]████▀[/color]▀▀▀▀▀█[/color][/color]████
▀███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]▄▄ ▀▀[color=#dd636e]██▀[/color][/glow][/color][/color]
█████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█ █ ▄▄[color=#dd636e]█▄[/color][/glow][/color][/color]
▀▀█████[color=#e7a561]█[color=#ffd064][glow=#fff,1]███▄▄███[color=#dd636e]██[/color][/glow][/color][/color]
▀█████████████[color=#dd636e]▀[/color]
▀▀███████▀[/td][td][/td][td][/td]
[td][center][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][font=Impact][size=17pt][color=#b24e10]Bitcointalk Pie Baking Contest[/size][/font]
[i][font=arial][size=9pt][color=#000]Start baking and submit your entry until [font=arial black]14/03/2024[/color][/td][td][/td][td][/td]
[td][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][size=2pt][tt]
[color=#ffd064][color=#fff] ▄█▄▄[/color]▄[color=#e28424]███▄▄▄[/color]
▄[color=#fff]██[/color]▄▀▀███[color=#e28424]████▄[/color]
▄▄▄███▄[color=#fff]█[/color]▀[color=#fff]███[/color]▄██████[color=#e28424]█████[/color][color=#b24e10]▄[/color]
▄▄▄████████████████████████[color=#e28424]█[color=#b24e10]██▀
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
████████████████████████████▀[/td][td][/td][/tr][/table][/center]
বিশেষ ধন্যবাদ:[1]
https://bitcointalksearch.org/topic/bitcointalk-pie-making-contest-gathering-feedback-5438434[2]
https://en.wikipedia.org/wiki/Single_transferable_vote [3]
https://en.wikipedia.org/wiki/Single_transferable_vote#Example_for_a_non-partisan_election[4]
https://bitcointalksearch.org/topic/voting-open-1st-edition-bitcointalk-pie-baking-contest-5444932[5]
CryptoBriefing থেকে ব্যানার ইমেজটি নেয়া হয়েছে
[6]Stalker template থেকে নেয়া টেবিল ডিজাইন টি
এখানে পাবেন। ধন্যবাদ!
Translation offered at the initiative of: