Author

Topic: বাংলা (Bengali) - page 265. (Read 5322424 times)

sr. member
Activity: 1750
Merit: 267
March 11, 2023, 12:57:07 PM
অপেক্ষার দিন শেষ, সামনের সপ্তাহে চ্যাপজিপিটি-4 কাজের ভিন্নতা নিয়ে আসছে
অনেকেই এটা নিয়ে তেমন ভাবছে না কিন্তু আসলেই এই আপডেটে আমূল পরিবর্তন নিয়ে আসছে যা অনেক বড় টেকনোলজি কোম্পানিকে নড়েচড়ে বসতে হবে।
এইটা পুরনো নিউজ। বাংলাদেশ ব্যাংক এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কোথায়? কোন সোর্স দিতে পারবেন কি? সোর্স ছাড়া এইরকম নিউজ পোস্ট করা উচিত না ভাই। যদিও আমি জানি আপনার পোশটের উদ্দেশ্য কি ছিল এবং সেটা হাসিলও হইছে। ফোরাম সিস্টেমকে এবিউজ করা বন্ধ করেন।
সহজ ভাষায় বলতে এক একাউন্ট হারিয়ে অন্য একাউন্ট এর পদোন্নতি বাড়ানোর জন্য উঠেপড়ে লাগছে। সব জয়েনিং পোস্টের সাথে একটা বাংলা পোস্ট করে নিজের অন্য একাউন্ট দিয়ে মেরিট এবিউজ।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 11, 2023, 12:51:38 PM
এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।
এটি দেখে খুব এ খারাপ লাগল। যে বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজার একজন স্ক্যামার ছিল এবং সবার টাকা মেরে দিয়েছে। কিন্তু আমি সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম ও রিভিউ রাইটিং এর কাজ করেছিলাম। আমি দুইবারই আমি যে কাজ করেছি তার পারিশ্রমিক পেয়েছি। লটারির জন্য অর্থাৎ রেফেলের জন্য আবেদন করে যাচ্ছি। যদিও এখন পর্যন্ত লটারিতে অর্থাৎ রেফেলে আমার নাম উঠে নাই।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 11, 2023, 12:11:52 PM
কে কোথায় কি করছেন জানি না। মারকেটে কি হচ্ছে কেউ কোনো খোজ খবর রেখেছেন কি?

অবশ্যই খবর রাখি, আর এই নিয়ে একটি টুইটার পোষ্টও করেছি। সকলে পোষ্টটি পড়ে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন: https://twitter.com/officialbitbyte/status/1634522517888184321

মার্কেটের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। তাই সকলে বিটকয়েনে ফেরত চলে আসেন।


এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।  Smiley

কি বলেন? ক্যাম্পেইন ম্যানেজার কে ছিল তখন? রেপুটেড কেউ? বর্তমানে তো দুইজন রেপুটেড মেম্বার ইউটোপিয়া নিয়ে ফোরামে মার্কেটিং করছে। তাদের কেউ নয়তো? আশা করি না।

এই নেন: https://bitcointalksearch.org/topic/m.56764666

উনি নিজেরে বেশি চালাক মনে করে।  Grin
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 11, 2023, 11:32:40 AM
এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।  Smiley
কি বলেন? ক্যাম্পেইন ম্যানেজার কে ছিল তখন? রেপুটেড কেউ? বর্তমানে তো দুইজন রেপুটেড মেম্বার ইউটোপিয়া নিয়ে ফোরামে মার্কেটিং করছে। তাদের কেউ নয়তো? আশা করি না।

09-03-2023 বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
এইটা পুরনো নিউজ। বাংলাদেশ ব্যাংক এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কোথায়? কোন সোর্স দিতে পারবেন কি? সোর্স ছাড়া এইরকম নিউজ পোস্ট করা উচিত না ভাই। যদিও আমি জানি আপনার পোশটের উদ্দেশ্য কি ছিল এবং সেটা হাসিলও হইছে। ফোরাম সিস্টেমকে এবিউজ করা বন্ধ করেন।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 11, 2023, 11:16:10 AM
আমি বিটকয়েন ফোরামে নতুন হাওয়ায় বুঝতে পারছি না কিভাবে সোর্স লিংক হাইড করে বসাতে হয়।

অনেক বড় ভাইদের পোস্ট দেখেও বুঝতে পারিনি। অনেকে দেখেছি যে পোস্ট করেছে তার নিচে সোর্স লিংক দিয়েছে। তাদের সোশলিঙ্কে শুধু সোর্স দেখা যাচ্ছে। আর সেখানে ক্লিক করলে পুরো লিংকে নিয়ে যাচ্ছে।
আমিও সেইরকমভাবে সোর্স লিংক দিতে চাই কিন্তু কিভাবে দেব কেউ যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো।
ধন্যবাদ।

আপনি সর্বপ্রথম এই পিকচার গুলো ফলো করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।



member
Activity: 182
Merit: 10
March 11, 2023, 10:59:12 AM
আমি বিটকয়েন ফোরামে নতুন হাওয়ায় বুঝতে পারছি না কিভাবে সোর্স লিংক হাইড করে বসাতে হয়।

অনেক বড় ভাইদের পোস্ট দেখেও বুঝতে পারিনি। অনেকে দেখেছি যে পোস্ট করেছে তার নিচে সোর্স লিংক দিয়েছে। তাদের সোশলিঙ্কে শুধু সোর্স দেখা যাচ্ছে। আর সেখানে ক্লিক করলে পুরো লিংকে নিয়ে যাচ্ছে।
আমিও সেইরকমভাবে সোর্স লিংক দিতে চাই কিন্তু কিভাবে দেব কেউ যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো।
ধন্যবাদ।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 11, 2023, 09:59:18 AM
আমি একজন বাংলাদেশী আর আমি অনেকদিন ধরে Bitcointalk এ এসেছি। আমি অনেকদিন যাবত ভেবেছি আমি আমার বাংলাদেশের বোর্ডে চলে যাব। এবং অবশেষে আমি আজকে বাংলা বোর্ডে এসেছি আমার বাঙালি সকল ভাইদের সাথে একই কমিউনিটিতে থাকার জন্য। আমি লক্ষ্য করেছি কমিউনিটি ছাড়া কখনো একাউন্ট এগিয়ে নেওয়া সম্ভব নয় যার কারণে আমি আমার দেশের বাঙালি ভাইদের সাথে আলোচনা করব ফোরামে সময় দেব। আর এখন থেকে আমি বাংলা বোর্ডে নিয়মিত একটিভ থাকার চেষ্টা করব। আমি ফোরামের বিভিন্ন বোর্ডে গিয়েছি কিন্তু কেউ আমাদের নতুনদের সাপোর্ট করে না। যার কারণে আমি বাংলা বোর্ডে চলে এসেছি আমি জানি আমাদের বাংলাদেশে অনেক ভাই রয়েছে যারা অনেক এগিয়ে আছে এই ফোরামে তাই তাদের সাপোর্ট ছাড়া কখনোই টিকে থাকা সম্ভব নয়। আর আমি ইতিমধ্যে একটি কনটেস্টে যোগদান করেছি কিন্তু ৭টি মেরিটের কারণে সাবমিশনে  যুক্ত করেনি। আর আমি যদি মেরিট ৩০টি পূর্ণ করতে পারি তাহলে আমাকে সাবমিশনে নেওয়া হবে। তবে আমি লক্ষ্য করেছি তাদের কমিউনিটি ছাড়া অন্য কাউকে মেরিট আদান প্রদান করে না। তাই আমি আমার বাংলাদেশের ভাইদের কাছে আশাবাদী অবশ্যই আমাকে এই বিষয়ের জন্য সাহায্য করবেন।



Bitcoin pie Baking Contest 🥧BTC
My 1st time pie submission!

(...)
Thank you for the submission. Do note that you still haven't got the required merit amount in order for your submission to be considered, but you still got enough time to reach the required amount, don't give up! If you do make it by the time the 1st phase ends, I'll add your submission to the list.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 11, 2023, 09:16:23 AM
Edited Out

নিচের সোর্স লিংক টা আরেকটু ভিজিবল হলে ভালো হয়। রিস্ক ফ্রি থাকাই ভালো।
এবার আসি আসল কথায়, এই যে এতো বড় বড় হ্যাকিং ঘটে যাচ্ছে। মানুষ মুহুর্তেই মিলিয়ন মিলিয়ন ডলার খোয়াচ্ছে, তবুও কিন্তু আমরা খামখেয়ালি করি। মনে করি, কি আর হবে, হ্যাকার আমাকে টার্গেট করতে আসবে না। ওরা বড় এমাউন্ট হ্যাক করবে। আমার ২০০, ৩০০ ডলার চুরি করতে আসবে না। আবার অনেক সময় ইচ্ছে করেই একাধিক প্লাটফর্ম গুলোতে একই পাসওয়ার্ড ব্যাবহার করে থাকি যেনো পাসওয়ার্ড মনে থাকে। এটা চিন্তা করি না যে, পাসওয়ার্ড ভুলে গেলে তো রিসেট করা যাবে। এই একটু ভূলের জন্য, আমাদের সব হারাতে হয়। ধরেন আপনি সব প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যাবহার করলেন, একটা ওয়েবসাইটের ইনফরমেশন লিক হয়ে গেলেই শেষ। অন্যদের কথা কি বলবো, আমি নিজেই এই অলসতা ছাড়তে পারছি না। এটা না যানি কবে আমার কাল হয়ে দাড়ায়।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 11, 2023, 03:33:06 AM
Crypto Heist(ক্রিপ্টো চুরি/হ্যাক/অনুপ্রবেশ) এবং ক্রিপ্টো জগতে কয়েকটি বড় বড় Heist

ক্রিপ্টো জগতে সময়ের ধারাবাহিকতা অতীতে বর্তমানে অনেক অনাকাঙ্ক্ষিত চুরি ডাকাতি, হ্যাকিং, অনুপ্রবেশ ইত্যাদি ঘটতো এবং বর্তমানে ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে। ক্রিপ্টোকারেন্সি চুরি করে অনুপ্রবেশ করাকে Crypto Heist বলে। ক্রিপ্টোতে বেশ কয়েকটি হ্যাকিং এর ঘটনা রয়েছে যা আপনাদের অনেকের জানা আছে এবং অনেকের জানা নেই। আজ একটু সময় নিয়ে আমি এ সকল হ্যাকিং এর সংক্ষেপে কিছু লেখালেখি করব।

MtGox
ক্রিপ্টোকারেন্সিতে অনেক আগেই চুরি হওয়ার মতো ঘটনা ঘটতো, সর্বপ্রথম বিটকয়েনকে চুরি করার ঘটনা শুরু হয় MtGox বিটকয়েন এক্সচেঞ্জকে দিয়ে। ২০১১ সালে এক্সচেঞ্জটির যাত্রা আরম্ভ হলেও পরবর্তীতে হ্যাকিং এর কবলে পড়ে। প্রথমদিকে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এটাকে তাদের একটি সিস্টেমেটিক বাগ Bug বললেও পরবর্তীতে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে এই এক্সচেঞ্জ থেকে 630K এর মত বিটকয়েন হ্যাকাররা সরিয়ে ফেলে এবং তখন এই এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এটাকে হ্যাক হয়েছে বলে প্রাথমিকভাবে ঘোষণা দেয়। তবে এই এক্সচেঞ্জ সর্বমোট 830K বিটকয়েনের মত হারায়।

Linode
এটা প্রথম দিকে জুনে 2011 web Hosting firm হিসাবে যাত্রা আরম্ভ করে এবং পরবর্তীতে বিটকয়েন এক্সচেঞ্জ হিসেবে পরিচিত হয়। বিভিন্ন বিটকয়েনের ধন কুবেরেরা এখানে তাদের বিটকয়েনকে সঞ্চয় করে রাখত। এই এক্সচেঞ্জটি পরবর্তীতে হ্যাক হয়ে যায় এবং ৪৬ হাজারের মতো বিটকয়েন হ্যাক করে দেওয়া হয়। Bitcoinia ৪৩ হাজারের মতো বিটকয়েন হারায়, Bitcoin.Cx ৩ হাজারের মতো বিটকয়েন হারায় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একজন স্বনামধন্য বিটকয়েন ডেভেলপার Gavin Andresen ৫ হাজারের মতো বিটকয়েন হারায়।
BitFloor
২০১২ সালের মে মাসে হ্যাকাররা এই এক্সচেঞ্জটির Unencrypted ফাইলের অ্যাক্সেস নিয়ে নেয় এবং ২৪ হাজারের মতো বিটকয়েন হ্যাক করে নিয়ে যায়। পরবর্তীতে এই এক্সচেঞ্জের মালিক Roman Shtylman এক্সচেঞ্জটি বন্ধ করে দেয়।
Bitfinex
আমরা যারা ক্রিপ্টো কারেন্সিতে রয়েছি তারা কমবেশি এই এক্সচেঞ্জটির সম্পর্কে জেনে থাকবো। এই এক্সচেঞ্জটি একসময় খুবই জনপ্রিয় ছিল কিন্তু এই এক্সচেঞ্জটির হ্যাক এর কারণে 119756 BTC চুরি করে নিয়ে যায়।
Bitgrail
ইতালির একটি ছোট্ট পরিসরে এক্সচেঞ্জ Bitgrail এর যাত্রা আরম্ভ করে। এই এক্সচেঞ্জটি মূলত NANO(XNO) তে ট্রএড করতো কিন্তু ন্যানো যখন $0.20 থেকে ১০ ডলার উন্নীত হয় তখন এই এক্সচেঞ্জটির CEO ২০১৮ সালে $146M পরিমাণ NANO হ্যাক করে নেয় এবং খুব সম্ভবত 230000 সাধারণ মানুষ তাদের NANO হারায়।
CoinCheck
NEM(XEM) ভিত্তিক জাপানি এক্সচেঞ্জ 2018 সালে কয়েনচেক(CoinCheck)$530M সমপরিমাণ XEM হ্যাক হয়, তবে ধারণা করা হয় এই এক্সচেঞ্জ এর স্টাফের কেউ এর সাথে জড়িত ছিল।
KuCoin
Kucoin ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাদের হট ওয়ালেটের প্রাইভেট কী এর এক্সেস হারায় এবং খুব সম্ভবত ইথার, বিটকয়েন, সহ একাধিক ক্রিপ্টো কারেন্সি চুরি হয়ে যায় এবং অনুমান করা যায় $275M পরিমাণ আর্থিক সম্পদ ক্ষতি হয়ে যায়।
PancakeBunny
এই প্লাটফর্ম থেকে ২০২১ সালের মে মাসে $200M পরিমাণ BNB হ্যাক করে নেওয়া হয়। এটি একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ প্লাটফর্ম ছিল।
Poly Network
এই নেটওয়ার্কে হ্যাক হওয়ার পিছনে একটা মজার কাহিনী আছে।Mr White Hat নামক একজন হ্যাকার ২০২১ সালের আগস্ট মাসে এই নেটওয়ার্ক থেকে $600M পরিমাণ বিভিন্ন ডিজিটাল কারেন্সি হ্যাক করে নেয়। তিনি পরবর্তীতে এই নেটওয়ার্কের একজন উচ্চতর সিনিয়র কর্মকর্তা হিসেবে চাকরি দেওয়ার শর্তে হ্যাক হওয়া সমস্ত ডলার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
Cream Finance
হ্যাকাররা এই নেটওয়ার্ক থেকে October 2021 সালে $১৩০মিলিয়ন ডলার পরিমান ডিজিটাল কারেন্সি চুরি করে নেয়। তবে হ্যাকাররা দুই ধাপে এই নেটওয়ার্ক থেকে অর্থ সরিয়ে নেয়।
BadgerDAO
২০২১ সালের ডিসেম্বর মাসে এই Defi নেটওয়ার্কটি হ্যাক হয়ে যায় এবং $130 মিলিয়ন ডলারের সমপরিমাণ ডিজিটাল কারেন্সি চুরি হয়ে যায় তবে পরবর্তীতে নয় মিলিয়ন ডলারের পরিমাণ সম্পদ হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করে।
Bitmart
এই জনপ্রিয় এক্সচেঞ্জ সম্পর্কে মোটামুটি সবাই জানেন কিন্তু ২০২১ সালের ডিসেম্বর মাসে এই এক্সচেঞ্জটি হ্যাক হয়ে যায় এবং $২০০ মিলিয়ন ইথেরিয়াম ও BNB হ্যাক হয়ে যায়।
Wormhole
Ethereum ও Solana bridge সংক্রান্ত প্লাটফর্মটি ১২০০০০ পরিমাণ ইথিরিয়াম নিয়ে $320 মিলিয়ন ডলার পরিমাণ ETH হ্যাক হয়ে যায়।
Ronin Network
Gaming ভিত্তিক প্ল্যাটফর্মটি ২০২২ সালে ২৯ শে মার্চ $৬৩০ মিলিয়ন সম্পদ হ্যাক করে নিয়ে যায়।
BeansTalk
এই প্ল্যাটফর্মটি $১৮১ মিলিয়ন ইউক্রেনের ফান্ড হ্যাক হওয়ার দায় স্বীকার করে।
Horizon Bridge
এটি হারমোনি(Harmony) প্রটোকল যা ২০২২ সালের হ্যাকারদের কবলে পড়ে এবং $100M পরিমাণ ইথিয়াম, ইউএসডিটি, বিএনবি ইত্যাদি হ্যাক করে নিয়ে যায়।

FTX
এই এক্সচেঞ্জটি সম্পর্কে জানে না এরকম মানুষ আপাতত বিটকয়েন ফোরামে নেই বললেই চলে। নভেম্বর ২০২২ সাল থেকে বর্তমান আজ পর্যন্ত এফটিএক্স এর মালিক SAM BANKMAN-FRIED সম্পর্কে আলোচনা করা হয়। তিনি বর্তমানে ফ্যামিলি বন্ডিং করে গৃহবন্দী অবস্থায় আছে। তবে তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের সত্যতা প্রমাণিত হচ্ছে এবং অতি শীঘ্রই তাকে পুনরায় জেল হাজতের কাষ্টনীতে নিয়ে বিচার করা হবে।  তিনি কি পরিমান জনসাধারণের টাকা আত্মসাৎ করেছেন সেটা সঠিকভাবে এখনো তদন্ত করা সম্ভব হয়নি। তবে তার কারণে আমি আপাতত $১৫০০ ডলার লোকসানের মধ্যে রয়েছে। আমি তার সঠিক বিচার চাই।

এতক্ষণ লম্বা একটি প্রবন্ধ মূলক পোস্ট করলাম এর অর্থ হচ্ছে আপনারা যাই করুন না কেন আপনাদের রিজার্ভ করা ক্রিপ্টোকারেন্সি মজুদ করার ক্ষেত্রে সেন্ট্রালাইডস এক্সচেঞ্জ এর মধ্যে রাখবেন না। উপরের যতগুলো কালো অক্ষরে লেখা নাম গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এক্সচেঞ্জ। তাই ক্রিপ্টো কারেন্সি মজুদের ক্ষেত্রে আপনাদের কোল্ড ওয়ালেট, হট ওয়ালেট, হার্ডওয়্যার ও সফটওয়্যার ওয়ালেট যেটাই বলি না কেন খুব সতর্ক সহকারে আপনাদের প্রাইভেট কি, সিড ফেস, পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন। আপনার ভুলের জন্য আপনার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে এই দায় আপনি কাউকে দিতে পারবেন না। তাই সতর্ক হওয়ার পরামর্শ রইল সবসময়।
যারা ইংরেজিতে পড়তে ভালোবাসেন তাদের জন্য: পড়ুন
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 11, 2023, 02:06:40 AM
আফসোস ইমেজ পোষ্ট করতে পারতেছি না। কয়েন আলাপ তাদের ফেইসবুক পেইজে কিছু পিক শেয়ার করে দারূন কিছু লেখা লেখে। মুখে মুচকি হাসি চলে আসে।


কে কোথায় কি করছেন জানি না। মারকেটে কি হচ্ছে কেউ কোনো খোজ খবর রেখেছেন কি? বহুল জনপ্রিয় USDC এবং DAI খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সাথে যোগ দিয়েছে Fei USD। একটা কথাই মাথায় আসতেছে, পাবলিক বিটকয়েন এবং অল্ট কয়েনে হোল্ড না করে স্টেবল কয়েন কিনে রিস্ক ফ্রি থাকার জন্য। এখন এগুলো যদি সিরিয়াল ধরে ডি-পেগ হতে শুরু করে, আম জনতা যাবে কোথায়?

আজকে USDC - $0.87, DAI - $0.91, FEI - $0.89 এ নেমে গেছে। মারকেট এ আসলে হচ্ছে টা কি?
member
Activity: 196
Merit: 14
March 10, 2023, 10:25:58 PM
Quote
এর দাম উঠা নামায় BNB এবং ETH এর দাম ও সম্পৃক্ত কারন বিটকয়েন এর উপর নির্ভর করে এগ্লা শেয়ার বাজার এর মত উঠা নামা করে।


এগুলো
হবে।

 
Quote
বিটকয়েন তবে কিছু বিশেষজ্ঞ এর মতে খুব তারাতারি বিটকয়েন এর দাম ৩০ হাজার ক্রস করবে।


নিশ্চিত ভাবে বলা খুব মুস্কিল যে, এর দাম কখন বারবে।
এই ডিজিটাল মুদ্রার উঠানামা একবারে দাম কমে তলানিতে এসে পড়া। যে কোন শেয়ার হোল্ডারদের জন্য যুকি পূর্ণ । আর তার জন্যই বাংলাদেশ এ এটি নিষিদ্ধ। কেনিনা বাংলাদেশে এ যদি এটির বৌধতা থাকতো তাহলে বাংলাদেশ এর অর্থনীতি সামলানো কঠিন হয়ে পড়তো আর দূর্নীতিও বেড়ে যেতো।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 10, 2023, 10:11:08 PM
বিটকয়েন কেনার নিষেজ্ঞা
এখনকার সময়ে  ব্যাংকের কার্ড দিয়েই কেনা যাচ্ছে ভার্চ্যুয়াল মুদ্রা বা বিটকয়েন। বিটকয়েন কেনা যাচ্ছে দেশে বসে। কিন্তু এমন লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 09-03-2023 বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এতে ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে যেন এ ধরনের লেনদেন করা না যায়।


মোবাইল ব্যাংকিংয়ে আর্থিক ঝুঁকি আছে। স্ক্যামের শিকার কেউ মোবাইল ব্যাংকিং ব্যাবহার করে অপরাধীকে টাকা পাঠালে তাকে আর ধরা সম্ভব হয়না। মোবাইল জিনিসটাই একটা ঝুঁকি, ইন্টারনেটও বড় রকমের ঝুঁকি, ইন্টারনেট কম্পিউটার মোবাইল দিয়ে টাকা হ্যাক হলে বাংলাদেশে ফেরত পাওয়ার সম্ভাবনা শূণ্য। তাহলে কেনো সরকার এগুলো বন্ধ না করে বিটকয়েন আর পেপ্যালের পেছনে লেগে আছে?



full member
Activity: 490
Merit: 119
March 10, 2023, 08:30:03 PM
Quote
এর দাম উঠা নামায় BNB এবং ETH এর দাম ও সম্পৃক্ত কারন বিটকয়েন এর উপর নির্ভর করে এগ্লা শেয়ার বাজার এর মত উঠা নামা করে।


এগুলো
হবে।

 
Quote
বিটকয়েন তবে কিছু বিশেষজ্ঞ এর মতে খুব তারাতারি বিটকয়েন এর দাম ৩০ হাজার ক্রস করবে।


নিশ্চিত ভাবে বলা খুব মুস্কিল যে, এর দাম কখন বারবে।
member
Activity: 196
Merit: 14
March 10, 2023, 07:44:19 PM
এখানে সবাই কমবেশি বিটকয়েন সম্পর্কে বুঝেন।
আর সবাই জানেন ও এখন বিটকয়েন এর সময় খুব খারাপ যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানিনা। বিটকয়েন এর দাম উঠা নামায় BNB এবং ETH এর দাম ও সম্পৃক্ত কারন বিটকয়েন এর উপর নির্ভর করে এগ্লা শেয়ার বাজার এর মত উঠা নামা করে।
তবে কিছু বিশেষজ্ঞ এর মতে খুব তারাতারি বিটকয়েন এর দাম ৩০ হাজার ক্রস করবে।
full member
Activity: 490
Merit: 119
March 10, 2023, 12:23:46 PM
Quote
আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পোস্টে কি লিখেছেন আপনি নিজেও বুঝবেন না।


আসলে আমার জানার খুব আগ্রহ ছিল যে, আপনি আসলে কোন জায়গায় বুঝতে পারেননি। দয়া করে আমাকে বললে আমি খুব খুশি হবো।


================================================================================================
কল্পনা একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদেরকে আমাদের জীবনে আশ্চর্যজনক জিনিস কল্পনা করতে এবং তৈরি করতে সাহায্য করে। সৃজনশীলতা এবং কল্পনাশক্তি দিয়ে, আমরা সাধারণ বস্তুকে শিল্পের অসাধারণ কাজে পরিণত করতে পারি। কল্পনা মানুষের মনে আশার জন্ম দেয়। আর আশা মানুষকে বেচে থাকার শক্তি জোগায়।

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 10, 2023, 11:47:07 AM
আমি একবার জিজ্ঞেস করেছিলাম ভিটালিক বুটেরিন নিয়ে বাংলায় কিছু বলতে। ও আমারে বলে ভিটালিক বুটেরিন বিটকয়েন আবিষ্কার করছে  Grin চ্যাটজিপিটি ইংরেজিতে তথ্য দেয়ার সময়ো ভুল করে থাকে।

হাহা, এমন অনেক ভুলভাল তথ্যই পাওয়া যাবে। কারণ অনলাইনের ডাটাবেজে এমন অনেক ভুল তথ্য রয়েছে।  Wink


Utopia - P2P Ecosystem এর পক্ষে একটি ফ্রি রাফেল ছেড়েছেন।

এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।  Smiley
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 10, 2023, 11:42:09 AM
Edited Out
আপনার পোস্টগুলো আমি ঠিকমত বুঝতে পারতেছি না। ফোরামের যেকোনো লোকাল থ্রেড অথবা লোকাল বোর্ডে যে কোন প্রকার ট্রান্সলেটর ব্যবহার করা নিষিদ্ধ। আপনি শুধুমাত্র ট্রান্সলেটর ব্যবহার করে কোন পোস্ট করতে পারবেন না। কিন্তু আমি আপনার যতগুলো পোস্ট দেখছি এই পর্যন্ত সব গুলো পোস্ট গুগল ট্রান্সলেট ব্যবহার করা হয়েছে। আমি জানিনা আসলে আপনি বাংলাদেশী কিনা। বাংলাদেশী হয়ে থাকলেও আপনার ফোনে বাংলা কিবোর্ড আছে কিনা তা আমার জানা নেই। আমি আশা করব অনেকেই আমার সাথে একমত হবেন। দয়া করে গুগল ট্রান্সলেট ব্যবহার না করে নিজে টাইপ করে লিখুন। এতে করে সবাই আপনার পোস্টগুলো বুঝতে পারবে এবং গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবে। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পোস্টে কি লিখেছেন আপনি নিজেও বুঝবেন না। কোনটি সহজ ভাষা বা সঠিক অনুবাদ, ট্রান্সলেটর তা বুঝতে পারে না।
full member
Activity: 490
Merit: 119
March 10, 2023, 11:12:34 AM
অপেক্ষার দিন শেষ, সামনের সপ্তাহে চ্যাপজিপিটি-4 কাজের ভিন্নতা নিয়ে আসছে



🚀 জিপিটি-4 এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রাক্তন এআই কর্তৃক প্রকাশিত জিপিটি মডেলগুলি একটি শক্তিশালী স্বচ্ছল ভাষা প্রসেসিং মডেল যা মূলত লেখা টেক্সট ব্যাখ্যা করতে পারে। গতকালে, এআই একটি প্রজেক্ট শুরু করেছিল যাতে তারা একটি মডেল তৈরি করতে চাইছিলেন যা ছবি এবং ভিডিও ব্যাখ্যা করতে পারবে।

🧑‍💻 এটা ঠিক, জিপিটি-4 কৃত্রিম বুদ্ধিমত্তা সেক্টরে একটি গেম চেঞ্জার হতে পারে এবং সম্পূর্ণ নতুন সম্ভাবনা অফার করবে বলে আশা করা হচ্ছে। ভাষা মডেলটি মানুষের ব্যাখ্যার কাছাকাছি আরেকটি পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে, যা এআই শিল্পে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। এর উন্নত ক্ষমতার সাথে, জিপিটি-4 সম্ভাব্য নতুন অ্যাপ্লিকেশন এবং পরিষেবাগুলির একটি বিস্তত পরিসর সক্ষম করতে পারে যা পূর্বে অসম্ভব ছিল এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা কীভাবে প্রযুক্তির সাথে যোগাযোগ করি তার উপর একটি বড় প্রভাব ফেলবে।

⚙️ তাছাড়া, জিপিটি-4 বিভিন্ন ভাষায় ইনপুট এবং আউটপুট ডেটা পরিচালনা করতে সক্ষম হবে, যা এটিকে অনুবাদের জন্য একটি দুর্দান্ত হাতিয়ার করে তুলবে। কিন্তু চিন্তা করবেন না, জিপিটি-4 এর কারণে চাকরি হারানোর ভয় পাওয়ার দরকার নেই। এর মূল লক্ষ্য হল আমাদের কাজকে উন্নত করা এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে আগের চেয়ে ভিন্ন উপায়ে সহজ করা।

🕶️ মাইক্রোসফ্ট কোম্পানিগুলিকে তাদের কর্মীদের কর্মক্ষেত্রে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হয় সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিচ্ছে। যেহেতু এআই নতুন সম্ভাবনা তৈরি করে চলেছে, ঐতিহ্যগত কাজের বিবরণ বিকশিত হচ্ছে, এবং উত্তেজনাপূর্ণ নতুন পেশার উদ্ভব হচ্ছে। আসুন ভবিষ্যতকে আলিঙ্গন করি এবং আমাদের জন্য জিপিটি-4 এর মধ্যে কী আছে তা আবিষ্কার করি।

🚀 জিপিটি-4-এ সর্বশেষ খবরের এক ঝলক দেখুন:
------------------------------------------------------------

🔸 জিপিটি-4, এআই-এর বহুল প্রত্যাশিত ভাষা মডেল,, আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে৷

🔸 মাইক্রোসফ্ট নিশ্চিত করেছে যে জিপিটি-4 হবে মাল্টিমোডাল, টেক্সট এবং ইমেজ উভয়ই ব্যাখ্যা করতে সক্ষম।

🔸  চ্যাপজিপিটি এবং জিপিটি-4-এর মধ্যে ব্যবধান বিশাল,  চ্যাপজিপিটি থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড জিপিটি-4,  চ্যাপজিপিটি শুধুমাত্র পাঠ্য তৈরি করতে সক্ষম।

🔸 জিপিটি-4 শুধুমাত্র টেক্সট নয় ছবি এবং ভিডিও তৈরি করতে সক্ষম হবে।

🔸 মাইক্রোসফ্ট জার্মানির টেকনোলজির পরিচালক আন্দ্রেয়াস ব্রাউন, জিপিটি-4 কে এআই সেক্টরের জন্য একটি গেম চেঞ্জার হিসাবে বর্ণনা করেছেন।

🔸 জিপিটি-4 মানবিক ব্যাখ্যার আরও এক ধাপ এগিয়ে যাবে, যা এআই শিল্পে একটি বিশাল অগ্রগতি।

🔸 জিপিটি-4 বিভিন্ন ভাষায় ইনপুট এবং আউটপুট ডেটা পরিচালনা করতে সক্ষম হবে, এটি অনুবাদের জন্য একটি দুর্দান্ত হাতিয়ার হবে।

🔸 মাইক্রোসফ্ট জোর দেয় যে, জিপিটি-4 এখানে কারও কাজ চুরি করার জন্য নয় বরং আমাদের কাজকে উন্নত করতে এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে আগের চেয়ে ভিন্ন উপায়ে সহজ করার জন্য একটি বিশাল অগ্রগতি।

🔸 কোম্পানিগুলিকে তাদের কর্মীদের কর্মক্ষেত্রে এআই গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে, কারণ ঐতিহ্যগত কাজের বিবরণ পরিবর্তিত হচ্ছে এবং নতুন এবং উত্তেজনাপূর্ণ পেশার উদ্ভব হচ্ছে।

উৎস লিঙ্ক: https://www.linkedin.com/posts/ashishpatel2604_artificialintelligence-gpt4-technology-activity-7039806280227512320-3qGG?utm_source=share&utm_medium=member_desktop
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 10, 2023, 09:34:02 AM
আজকে তৃতীয় সপ্তাহের মত joeperry,  Utopia - P2P Ecosystem এর পক্ষে একটি ফ্রি রাফেল ছেড়েছেন। যারা মেম্বার র‍্যাঙ্ক বা তার উপরে আছেন তারা এই রাফেল এ আবেদন করতে পারবেন। তাই যারা আগ্রহী তারা দেরি না করে আবেদন করে ফেলুন, ধন্যবাদ।

newbie
Activity: 1582
Merit: 0
March 10, 2023, 07:30:01 AM
                             
                      আজ  ক্রিপ্টো বাজার নিচে কেন?


সিলভারগেট ব্যাঙ্কের পতন এবং KuCoin-এর বিরুদ্ধে ইউএস নিয়ন্ত্রক-নেতৃত্বাধীন মামলা বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করার পরে ক্রিপ্টো বাজার আজ নিম্নমুখী। 
 
সিলভারগেট ব্যাঙ্কের মৃত্যু, কুকয়েন এক্সচেঞ্জের বিরুদ্ধে একটি মার্কিন নিয়ন্ত্রক-নেতৃত্বাধীন মামলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বিনিয়োগকারীদের ভীতসন্ত্রস্ত মন্তব্যের পর ক্রিপ্টো বাজার আজ নিম্নমুখী।
 
বিটকয়েন টিকারের দাম $১৯,৭৫১ কমে $২০,২০৭ এ এবং মূল $২১,৬০০ স্তর লঙ্ঘন হওয়ার পরে, বাজারের নিম্নমুখী পুনরাভিজিট হতে পারে বলে ব্যবসায়ীরা চিন্তিত।
 
একই রকম উদ্বেগ রয়েছে ইথার টিকারের জন্য $১,৩৮৫ কমে যা মাসিক সর্বনিম্ন $১,৪২৫-এ পৌঁছেছে, নেতৃস্থানীয় বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন যে ইথার মূল্য নিয়ন্ত্রণে রয়েছে
Jump to: