Author

Topic: বাংলা (Bengali) - page 262. (Read 5719029 times)

member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 25, 2023, 10:18:07 AM
@Popkon6 ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ।। আশা করি আপনি খুব শীগ্রই আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন ।। আপনার জন্য দুয়া রইলো ।। Full member rank এ পৌঁছে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ।।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 25, 2023, 08:43:14 AM
Rank: member
Merits needed for Full member: 09

আমি এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি। আমার মাত্র কিছু মেরিটের জন্য আমি নতুন রাঙ্কে অবস্থান করতে পারছি না। আমার মনে এমন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দয়া করে আমাকে যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে আমি উচ্চ রেঙ্কে চলে যাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@tjtonmoy
@LDL
@Review Master
@Bitcoin_people
@Mr corol
@learn bitcoin

আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি মুহূর্তের মধ্যে নতুন রেঙক দেখতে পাবেন যেটি দেখার জন্য আমার মন উতলা হয়ে আছে।
আপনারা আমার এই বিষয়টি মাইন্ডে নিয়েন না, যদি আমার এই পোস্টের মাধ্যমে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ফোরামের নিয়ম বহির্ভূত কোন কাজ হোক আমি সেটা চাই না। তবে আপনারা বিষয়টি অন্যভাবে নিয়েন না।

Count Down link: https://bitcointalksearch.org/topic/m.61958075

Congratulations, Popkon6
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের বাংলা ফরমের একজন ইউজার নতুন রেংক গ্রহণ করেছেন। আপনি হয়তো আপনার রেংক বৃদ্ধি করার জন্য অনেক চেষ্টা করেছেন পরবর্তীতে আপনি সফল হতে পেরেছেন। একটি আইডি এর পেছনে অনেক শ্রম দিতে হয় এবং পরবর্তীতে সফল হওয়া যায় আপনি আপনার অনেক পরিশ্রম করার পর Full member র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। আপনার এখানেই থেমে থাকলে চলবে না আপনাকে আরো পরবর্তী পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনি আরো মেধা অর্জন করুন এবং আমাদের ফোরামে সময় দিন। অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন এবং আমাদের বাংলা বোর্ডের সকলকে অবশ্যই সাপোর্ট দিবেন। ধন্যবাদ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 25, 2023, 07:53:10 AM

আশঙ্কায় আছি আমাদের বাংলাদেশের ব্যাংক সমূহ নিয়ে সবগুলোর অবস্থায় তো নড়বড়ে রয়েছে যা কিছু সঞ্চয় আছে  তার সিংহভাগই এসব ব্যাংকে জমা রেখেছি।  ইউরোপ আমেরিকার হাল দেখে আমাদের অবস্থা যে কি হবে সেটা ভাবতেছি। সম্পূর্ণ ফান্ড বিটকয়েন এ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত রয়েছে কারণ এর হাই ভোলাটি এর কারণে দরকারের সময় প্রবলেম করতে হবে দেখে।  এখন মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট বানানোর ছাড়া আর কোন উপায় নাই, জায়গা জমি কেনা ইত্যাদি।
এইটা ভুল সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে টাকা রাখার মানে হয় না। আপনি গোল্ড অথবা বিটকয়েন এ রাখতে পারেন। বিটকয়েন এ ডলার কস্ট এভারেজ মেথড ফলো করুন, সেটা ভালো হবে। ব্যাংকে টাকা রাখাটা বর্তমানে কেন, কোন সময়ই আসলে ভালো সিদ্ধান্ত নয়।

আপনাকে আমি ওই কাউন্টডাউন একটি মেরিট দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে কোন মেরিট সোর্স নেই। অন্যান্য লোকাল বোর্ডে ১ এর অধিক মেরিত সোর্স মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের কমিউনিটিতে মেরিট দিয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ লোকালে কোন মেরিট সোর্স নেই, এখানকার ইউজাররা যা মেরিট আর্ন করে সেই থেকেই সামান্য কিছু কমিউনিটি তে দিয়ে থাকে। আপনি অতিসত্বর ফুল মেম্বার হয়ে যাবেন সেই শুভকামনা রইল।
+3 মেরিট প্রদান করলাম।

BitcoinDream ভাই একবার আবেদন করে প্রত্যাহার করেছিলেন। তখন তিনি সেটা পরোক্ষভাবে আমাদের দোষ দিয়েছিলেন। আমাদের এইখানে ভালো কোয়ালিটির পোস্ট থাকলে কেবল তখনই মেরিট সোর্সের জন্য আবেদন করা যায়। বিটকয়েন কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হলে তখনই আবেদন করা যেতে পারে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
March 25, 2023, 04:18:43 AM
ফোরামে মানসম্মত পোস্ট করার জন্য কিছু দরকারি রূলস যা নতুন ব্যবহারকারীদের উপকারে আসবে:

এই ফোরামে আমরা সবাই অবদান রাখতে চাই এবং ভাল মানের পোস্ট করতে চাই যাতে আমরা আমাদের র‍্যাঙ্ক পেতে পারি কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে পোস্ট করতে হয় যা অর্থপূর্ণ এবং মানসম্মত। অন্যথায় আপনি শিটপোস্টার হিসাবে বিবেচিত হবেন।
ভালো পোস্ট করার জন্য প্রথমে আমাদের কিছু টিপস অনুসরণ করতে হবে:

1. এই ফোরামে সময় কাটান: আপনি যখন এই ফোরামে অনেক সময় ব্যয় করেন তখন আপনি অন্যান্য সদস্যদের কাছ থেকে অনেক কিছু শিখতে সক্ষম হবেন। তারপর আপনি দেখতে পারেন কেউ সাহায্যের জন্য পোস্ট করছে  কিনা। আপনি যদি এটি সম্পর্কে বিশেষজ্ঞ হন তবে আপনার তাদের সাহায্য করা উচিত এতে আপনার পোষ্টটি উপকারী পোস্ট হিসেবে বিবেচিত হবে। আপনি এই ফোরামে যতটা সক্রিয় থাকবেন আপনি সঠিক তথ্য দিয়ে অন্যদের ততোটা সাহায্য করতে সক্ষম হবেন।

2. সিনিয়র ফোরাম সদস্যদের অনুসরণ করুন: কেউ কেউ ভাবতে পারে যে ব্যবহারকারীরা শুধুমাত্র হাইয়ার Ranker দেরি মেরিট দেয় তবে আসল কারণ তারা কোনো তথ্য পোস্ট করলে অনেক মানসম্মত হয়। কিন্তু আপনার মনে রাখা উচিত যে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রথমে সঠিক তথ্য দিয়ে পোস্ট করে কারণ তারা এই ফোরামে সবচেয়ে বেশি সক্রিয়। আবার তারা ক্রিপ্টো রিসোর্স শেয়ার করে যা সবার জন্য খুবই সহায়ক। তাই উচ্চতর র‌্যাঙ্কারদের অনুসরণ করা এবং তাদের মতো নিজেকে গড়ে তোলা একটি খুবই সহায়ক কৌশল হতে পারে।

3. স্ক্যামার এবং বাউন্টি চিটার ধরার চেষ্টা করুন: আপনি যদি স্ক্যামার এবং বাউন্টি চিটারদের ধরার বিষয়ে নিজেকে দক্ষ করে তোলেন তবে আপনি উচ্চ র্যাঙ্কারদের কাছ থেকে মনোযোগ পেতে পারেন এবং এই ফোরামে খুব দ্রুত নিজেকে বড় করতে পারেন। এটি একটি খুব চতুর উপায় এবং এছাড়াও খুব অবদান রাখার মত কাজ এটি.

4. কম পোস্ট করুন কিন্তু শিটপোস্ট নয়: আপনি যদি এই ফোরামে খুব বেশি নতুন হন তবে আপনার শিটপোস্ট পোস্ট করার পরিবর্তে কম পোস্ট করা উচিত। এবং আপনাকে অবশ্যই এমন কিছু পোস্ট করতে হবে যা বিষয়গুলির সাথে সম্পর্কিত এবং অবশ্যই সংশ্লিষ্ট বোর্ডের হতে হবে। কপি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই আপনি যদি মনে করেন যে আপনি কপি পেস্ট করে ফোরামের বাইরে থেকে বা ফোরামের বাইরে থেকে তথ্য কপি করে এখানে শেয়ার করবেন তবে এটি বোকামি হবে এবং নেগেটিভ ট্রাস্ট পাবেন, এটি করার চেষ্টা করবেন না।

আমি আমার মতামত শেয়ার করার চেষ্টা করেছি এবং আমি এই নিয়মগুলি অনুসরণ করার চেষ্টা করি এবং আশা করি যে এইগুলি সহায়ক হবে যারা এই ফোরামের বিষয়ে যথাযত এবং একটি সঠিক উপায়ে র‌্যাঙ্ক আপ করতে চান। সবার জন্য শুভকমনা রইল।
sr. member
Activity: 798
Merit: 377
March 25, 2023, 03:46:16 AM
Rank: member
Merits needed for Full member: 09


আপনি অনেক দূর পর্যন্ত গিয়েছেন। তাই আর মাত্র ৯ টা মেরিট আপনার পেতে খুব বেশি সময় লাগবে না। আপনি খুব দ্রুত ফুল মেম্বার হয়ে যাবেন আপনাকে আগাম শুভেচ্ছা।
আপনাকে ধন্যবাদ ভাই।

Rank: member
Merits needed for Full member: 09

Count Down link: https://bitcointalksearch.org/topic/m.61958075

+3 মেরিট প্রদান করলাম।


ধন্যবাদ আপনাকে, বাংলা কমিউনিটির সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এজন্য সকল মেম্বার আমাকে সাপোর্ট করার জন্য আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ।


অভিনন্দন আপনাকে ফুল মেম্বার হয়ে গেলেন। দোয়া করি আপনি আরো বড় হন। আমাদের নতুনদের পাশে থাকবেন আমাদেরকে সবসময়ই সহযোগিতা করবেন।


[/quote]

@All member এর প্রতি আমি কৃতজ্ঞ জানাই। কারণ সিনিয়র ভাই রা যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি কখনো ফুল মেম্বার রাংক অর্জন করতে পারতাম না। বিশেষ করে ফুল মেম্বার হওয়ার পরে আমার মন অনেক খুশি হয়েছে। এবং আপনাদের সাপোর্ট পেলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন।
member
Activity: 168
Merit: 58
March 25, 2023, 02:37:33 AM
Rank: member
Merits needed for Full member: 09

আমি এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি। আমার মাত্র কিছু মেরিটের জন্য আমি নতুন রাঙ্কে অবস্থান করতে পারছি না। আমার মনে এমন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দয়া করে আমাকে যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে আমি উচ্চ রেঙ্কে চলে যাব।
অভিনন্দন আপনাকে ফুল মেম্বার হয়ে গেলেন। দোয়া করি আপনি আরো বড় হন। আমাদের নতুনদের পাশে থাকবেন আমাদেরকে সবসময়ই সহযোগিতা করবেন।


LDL
hero member
Activity: 742
Merit: 671
March 25, 2023, 01:51:50 AM
Rank: member
Merits needed for Full member: 09

Count Down link: https://bitcointalksearch.org/topic/m.61958075

আপনাকে আমি ওই কাউন্টডাউন একটি মেরিট দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে কোন মেরিট সোর্স নেই। অন্যান্য লোকাল বোর্ডে ১ এর অধিক মেরিত সোর্স মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের কমিউনিটিতে মেরিট দিয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ লোকালে কোন মেরিট সোর্স নেই, এখানকার ইউজাররা যা মেরিট আর্ন করে সেই থেকেই সামান্য কিছু কমিউনিটি তে দিয়ে থাকে। আপনি অতিসত্বর ফুল মেম্বার হয়ে যাবেন সেই শুভকামনা রইল।
+3 মেরিট প্রদান করলাম।
member
Activity: 448
Merit: 10
March 25, 2023, 01:30:43 AM
Rank: member
Merits needed for Full member: 09

আমি এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি। আমার মাত্র কিছু মেরিটের জন্য আমি নতুন রাঙ্কে অবস্থান করতে পারছি না। আমার মনে এমন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দয়া করে আমাকে যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে আমি উচ্চ রেঙ্কে চলে যাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@tjtonmoy
@LDL
@Review Master
@Bitcoin_people
@Mr corol
@learn bitcoin

আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি মুহূর্তের মধ্যে নতুন রেঙক দেখতে পাবেন যেটি দেখার জন্য আমার মন উতলা হয়ে আছে।
আপনারা আমার এই বিষয়টি মাইন্ডে নিয়েন না, যদি আমার এই পোস্টের মাধ্যমে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ফোরামের নিয়ম বহির্ভূত কোন কাজ হোক আমি সেটা চাই না। তবে আপনারা বিষয়টি অন্যভাবে নিয়েন না।

Count Down link: https://bitcointalksearch.org/topic/m.61958075

আপনি অনেক দূর পর্যন্ত গিয়েছেন। তাই আর মাত্র ৯ টা মেরিট আপনার পেতে খুব বেশি সময় লাগবে না। আপনি খুব দ্রুত ফুল মেম্বার হয়ে যাবেন আপনাকে আগাম শুভেচ্ছা। বাংলাদেশ সেকশন  এখন অনেক এগিয়ে আছে এবং যেভাবে সবাই একটিভ হয়েছে তাতে এখন বাংলাসেক্সসন থেকে অনেক ভালো কিছু করা সম্ভব।
member
Activity: 448
Merit: 10
March 25, 2023, 01:27:10 AM
Snip
আপনি ভালো পোস্ট করেছেন কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছেন তার অনেক বড় সাইজ রয়েছে তাই এটি দেখতে খুব বাজে দেখাচ্ছে কারন দীর্ঘ সময় ভরে স্ক্রোল করে এটি অতিক্রম করা লাগছে। তাই আপনার ইমেজের সাইজ ছোট করুন এটি দেখতে আরো ভালো লাগবে। ইমেজ ছোট করার জন্য প্রয়োজনীয় কোড সংযুক্ত করুন।

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200 এর পর স্পেস heigth=200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]
বাংলাদেশ সেকসনে যে সবাই এতো কো-এক্টিভ এখন এটি দেখে অনেক ভালো লাগলো। আমি একাউন্ট করছি অনেক আগে কিন্তু শুধু বাউন্টি করে গেছি আর মাঝে মাঝে বাংলাদেশ সেকসনে এসে ঘুরে গেছি কোনো পোস্ট করিনাই কারনে এখানে তেমন এক্টিভ কেউ ছিলো না। বাংলাদেশ ভাষায় যদি আমরা কোনো কিছু দেখি সেইটা খুব তারাতারি আমাদের ব্রেন্টে গেথে যায় দ্রুত বুঝতে পাড়ি আমরা। আপনি মাত্র একাউন্ট খুলে অনেক কিছু জানেন দেখি। মনে হয় আপনি নতুন কোনো সদস্য নন আপনি এই ফোরামে দীর্ঘদিন যাবত আছেন। যাইহোক ইমেজ এর উচ্চতা ও প্রস্থ ছোট বড় করার কোড বুঝলাম ইমেজের জন্য কি আরো কোড আছে যা দ্বারা ইমেজের আরো কিছু পরিবর্তন সম্ভব?
আমি কিছু কোড খুজে পেয়েছি যা একজন পোস্ট করেছিলো বিস্তারিত আমি সেটি এখানে উল্লেখ করছি যেখানে আপনি অনেক ধরনের কোড দেখতে পাবেন BBcode এর দ্বারা করা ইমেজের বিভিন্ন সাইজে রুপ দেওয়ার জন্য। আশা করি এখনে সব ঠিক আছে। নিচের লিংক
 হতে এটি দেখে নিন যদি সেখান থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন আমি বাংলায় অনুবাদ করে দেবো। ধন্যবাদ
https://bitcointalksearch.org/topic/m.37748469
এখানে অনেকগুলো কোড রয়েছে তবে সবগুলোই মুখস্থ করা অনেক কঠিন। এর জন্য আমি এই লিংকটি বুকমার্ক করে রেখেছি যেন  সময়মতো প্রয়োজনীয় কোড সেখান থেকে কপি করতে পারি আপনাকে ধন্যবাদ এই সোর্স খুঁজে আমাকে দেওয়ার জন্য।
sr. member
Activity: 798
Merit: 377
March 24, 2023, 11:40:07 PM
Rank: member
Merits needed for Full member: 09

আমি এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি। আমার মাত্র কিছু মেরিটের জন্য আমি নতুন রাঙ্কে অবস্থান করতে পারছি না। আমার মনে এমন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দয়া করে আমাকে যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে আমি উচ্চ রেঙ্কে চলে যাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@tjtonmoy
@LDL
@Review Master
@Bitcoin_people
@Mr corol
@learn bitcoin

আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি মুহূর্তের মধ্যে নতুন রেঙক দেখতে পাবেন যেটি দেখার জন্য আমার মন উতলা হয়ে আছে।
আপনারা আমার এই বিষয়টি মাইন্ডে নিয়েন না, যদি আমার এই পোস্টের মাধ্যমে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ফোরামের নিয়ম বহির্ভূত কোন কাজ হোক আমি সেটা চাই না। তবে আপনারা বিষয়টি অন্যভাবে নিয়েন না।

Count Down link: https://bitcointalksearch.org/topic/m.61958075
sr. member
Activity: 616
Merit: 322
March 24, 2023, 10:33:53 PM
Snip
আপনি ভালো পোস্ট করেছেন কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছেন তার অনেক বড় সাইজ রয়েছে তাই এটি দেখতে খুব বাজে দেখাচ্ছে কারন দীর্ঘ সময় ভরে স্ক্রোল করে এটি অতিক্রম করা লাগছে। তাই আপনার ইমেজের সাইজ ছোট করুন এটি দেখতে আরো ভালো লাগবে। ইমেজ ছোট করার জন্য প্রয়োজনীয় কোড সংযুক্ত করুন।

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200 এর পর স্পেস heigth=200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]
বাংলাদেশ সেকসনে যে সবাই এতো কো-এক্টিভ এখন এটি দেখে অনেক ভালো লাগলো। আমি একাউন্ট করছি অনেক আগে কিন্তু শুধু বাউন্টি করে গেছি আর মাঝে মাঝে বাংলাদেশ সেকসনে এসে ঘুরে গেছি কোনো পোস্ট করিনাই কারনে এখানে তেমন এক্টিভ কেউ ছিলো না। বাংলাদেশ ভাষায় যদি আমরা কোনো কিছু দেখি সেইটা খুব তারাতারি আমাদের ব্রেন্টে গেথে যায় দ্রুত বুঝতে পাড়ি আমরা। আপনি মাত্র একাউন্ট খুলে অনেক কিছু জানেন দেখি। মনে হয় আপনি নতুন কোনো সদস্য নন আপনি এই ফোরামে দীর্ঘদিন যাবত আছেন। যাইহোক ইমেজ এর উচ্চতা ও প্রস্থ ছোট বড় করার কোড বুঝলাম ইমেজের জন্য কি আরো কোড আছে যা দ্বারা ইমেজের আরো কিছু পরিবর্তন সম্ভব?
আমি কিছু কোড খুজে পেয়েছি যা একজন পোস্ট করেছিলো বিস্তারিত আমি সেটি এখানে উল্লেখ করছি যেখানে আপনি অনেক ধরনের কোড দেখতে পাবেন BBcode এর দ্বারা করা ইমেজের বিভিন্ন সাইজে রুপ দেওয়ার জন্য। আশা করি এখনে সব ঠিক আছে। নিচের লিংক
 হতে এটি দেখে নিন যদি সেখান থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন আমি বাংলায় অনুবাদ করে দেবো। ধন্যবাদ
https://bitcointalksearch.org/topic/m.37748469
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 24, 2023, 09:01:18 PM
Deutsche Bank মাএ 1 সপ্তাহে 32% কমছে, 24 ঘন্টায় 9% কমেছে সম্ভবত কিছুই...🤨
ব্যাংকগুলোর অবস্থা খারাপ, তাই হওয়ার ছিল। সাতোশি নাকামোতো এমনি এমনি বিকল্প খোজেন নি অবশ্যই। আমরা ব্যাংকে আমাদের কষ্টার্জিত টাকা জমা রাখি নিরাপদ মনে করে, তারা আমাদের টাকা নিয়ে লোন দেয় অন্য মানুষকে। অন্য মানুষ ফেরত দিতে না পারলে কিংবা ব্যাংকের কোন আর্থিক ক্ষতি হলে আমাদের টাকা ফেরত দেয়ার জন্য তারা কি কোন পরিকল্পনা রাখে? অবশ্যই না। বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে হলে বাংলাদেশ ব্যাংকে সম্ভবত ৫০০ কোটি টাকা জামানত রাখতে হয়। কিন্তু একটি ব্যাংক এর চেয়ে অনেক বেশি লেনদেন করে। আমাদের টাকার নিরাপত্তার কথা ভেবে তারা কিন্তু নিজেদের কাছে কিছুই রাখে না, সবই অন্যান্য মানুষকে ধার দেয়। খারাপ কিছু হলে চিপায় পরে গ্রাহকরা। এইরকম সিস্টেম কলাপ্স করা উচিত। আমরা শুধুমাত্র ট্রেইলার দেখলাম আমেরিকা থেকে। শীঘ্রই অনেক ব্যাংক দেউলিয়া হতে থাকবে।
আমার মনে হয় এই ধাক্কা গুলোই  পরবর্তীতে  ক্রিপ্টোকারেন্সি রেগুলেশন তৈরি করতে সাহায্য করবে।  আমেরিকার  তিনটি বড় নামকরা ব্যাংক দেউলিয়া হওয়ার পর এখন ইউরোপের  এইসব ব্যাংকগুলোতে   দর্পতন ঘটতেছে,   আজকের নিউজ জার্মানির ডয়চে ব্যাংক  নিয়ে,  কিছুদিন আগে দেখলাম সুইজারল্যান্ডের নামকরা ব্যাংক  সুইস ক্রেডিট এর দর পতন ঘটতেছে ধারণা করা যাচ্ছে যে   সুইজারল্যান্ড এর সরকার এর থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার পরেও এ ব্যাংকের  দেউলীআত্ত থামানো কঠিন হবে.  ইতিমধ্যেই এটি সরকার থেকে ৫৪ বিলিয়ন ধার নেওয়ার জন্য আবেদন করেছে-
বিস্তারিত- https://dhakamail.com/international/78197
আশঙ্কায় আছি আমাদের বাংলাদেশের ব্যাংক সমূহ নিয়ে সবগুলোর অবস্থায় তো নড়বড়ে রয়েছে যা কিছু সঞ্চয় আছে  তার সিংহভাগই এসব ব্যাংকে জমা রেখেছি।  ইউরোপ আমেরিকার হাল দেখে আমাদের অবস্থা যে কি হবে সেটা ভাবতেছি। সম্পূর্ণ ফান্ড বিটকয়েন এ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত রয়েছে কারণ এর হাই ভোলাটি এর কারণে দরকারের সময় প্রবলেম করতে হবে দেখে।  এখন মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট বানানোর ছাড়া আর কোন উপায় নাই, জায়গা জমি কেনা ইত্যাদি।
বিশ্বের বড় বড় দেশের ব্যাংকগুলো যেভাবে দেউলিয়া হচ্ছে এতে অর্থনীতির অনেক সংকট দেখা যায়। সুইজারল্যান্ড এর মত ব্যাংক ৫৪ বিলিয়ন ধার নিয়েছে তাহলে কতটা অর্থের ঘাটতি পড়ে গিয়েছে সুইস ব্যাংকে।‌ আরো‌ বলেছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেক্টরে একাধিক ব্যর্থতার পর ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের মূল্য এতোটাই পড়ে যায় যে তা ইউরোপের অন্যান্য শীর্ষস্থানীয় ঋণপ্রদানকারী সংস্থাগুলোর ওপর প্রভাব ফেলে। এতে বিশ্বের ব্যাংকিং খাতে আরও গভীর সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেভাবে অর্থনৈতিক প্রবলেমে পরেছে ব্যাংকটি এতে ২০২৪ সাল নাগাদ লাভজনকও হয়ে উঠতে পারবে না বলে পূর্বাভাস রয়েছে।
বিস্তারিত

আর যদি আমাদের বাংলাদেশের অর্থনৈতিকগুলো দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। যেভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অন্যদিকে ডলার সংকটে আমদানি এবং ব্যাংকিং খাতেও রয়েছে সংকট। এতে সারা দেশের মানুষ একেবারেই নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশের সবকিছুর দাম অত্যাধিক বৃদ্ধি এর কারণে গরিব অসহায় লোক গুলো খাবার সংকটে ভুগছে। খাদ্যশস্য এর দাম সহ বিদ্যুৎ জ্বালানি তেল গ্যাস সহ সবকিছুর মূল্যই উর্ধগতি। এতে ভবিষ্যতে বাংলাদেশের কি হবে এটা বলা খুবই মুশকিল কেননা বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়েছে ইতিমধ্যে। আর বাংলাদেশ ব্যাংকগুলোর অবস্থা বর্তমানে অনেক খারাপ বিভিন্ন বৈদেশিক ঋণ রয়েছে ব্যাংক গুলোতে।
BBC news
newbie
Activity: 82
Merit: 0
March 24, 2023, 06:56:36 PM


Bitcointalk.org ফোরামে বিভিন্ন ধরনের বিষয়বস্তু উপলব্ধ যেমন:

বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কিত আলোচনা
ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও বিনিময় সম্পর্কিত তথ্য
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তি উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের সম্পর্কে তথ্য জানতে পারবেন।
ক্রিপ্টোকারেন্সি বিনিময়ে সমস্যা হলে সমাধান খুঁজতে পারেন।
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিভিন্ন নিউজ এবং সংবাদ জানতে পারবেন।
এই সমস্ত বিষয়বস্তু আলোচনার সাথে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিনিময় প্ল্যাটফর্মের তথ্য ও অপটিমাইজড বিনিময় করা হয়।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 24, 2023, 03:46:21 PM
এই থ্রেডে খেলা ধুলা  নিয়ে আলোচনা করা হয় না, যেখানে খেলাধুলা নিয়ে আলোচনা করা হয় । আপনি সেখানে এই ধরনের পোস্ট করতে পারেন। Gambling discussion আপনি এই ধরনের খেলাধুলা নিয়ে পোস্ট করতে পারেন।
যদি আপনি খেলা সম্পর্কে পোস্ট করতে চান তাহলে এই টপিক গুলি দেখতে পারেন।
এটা হল বাংলাদেশ নামে একটা টপিক। যদি বাংলাদেশ নামে কোন বোর্ড থাকতো তাহলে এরকম থ্রেড বাংলাদেশ বোর্ডেও থাকতো। সুতরাং এই টপিকে খেলাধুলা নিয়ে আলোচনা করা যাবে না এরকম বিধি-নিষেধ থাকা উচিত নয়। আর আমি এই টপিকের প্রথম পোষ্ট পড়লাম সেখানে এ ধরনের কোন বিধি-নিষেধ দেখলাম না। যেহেতু এটা একটি বোর্ডের মত তাই এখানে যে কোন ধরনের পোস্ট করা হয়তো বা কোন অন্যায় হবে না। শুধুমাত্র অন্য ভাষা এবং স্প্যাম পোস্ট করা যাবে না। এবং ফোরামের নিয়ম বহির্ভূত কোনো পোস্ট করা যাবে না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 24, 2023, 01:19:09 PM
Deutsche Bank মাএ 1 সপ্তাহে 32% কমছে, 24 ঘন্টায় 9% কমেছে সম্ভবত কিছুই...🤨
ব্যাংকগুলোর অবস্থা খারাপ, তাই হওয়ার ছিল। সাতোশি নাকামোতো এমনি এমনি বিকল্প খোজেন নি অবশ্যই। আমরা ব্যাংকে আমাদের কষ্টার্জিত টাকা জমা রাখি নিরাপদ মনে করে, তারা আমাদের টাকা নিয়ে লোন দেয় অন্য মানুষকে। অন্য মানুষ ফেরত দিতে না পারলে কিংবা ব্যাংকের কোন আর্থিক ক্ষতি হলে আমাদের টাকা ফেরত দেয়ার জন্য তারা কি কোন পরিকল্পনা রাখে? অবশ্যই না। বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে হলে বাংলাদেশ ব্যাংকে সম্ভবত ৫০০ কোটি টাকা জামানত রাখতে হয়। কিন্তু একটি ব্যাংক এর চেয়ে অনেক বেশি লেনদেন করে। আমাদের টাকার নিরাপত্তার কথা ভেবে তারা কিন্তু নিজেদের কাছে কিছুই রাখে না, সবই অন্যান্য মানুষকে ধার দেয়। খারাপ কিছু হলে চিপায় পরে গ্রাহকরা। এইরকম সিস্টেম কলাপ্স করা উচিত। আমরা শুধুমাত্র ট্রেইলার দেখলাম আমেরিকা থেকে। শীঘ্রই অনেক ব্যাংক দেউলিয়া হতে থাকবে।
আমার মনে হয় এই ধাক্কা গুলোই  পরবর্তীতে  ক্রিপ্টোকারেন্সি রেগুলেশন তৈরি করতে সাহায্য করবে।  আমেরিকার  তিনটি বড় নামকরা ব্যাংক দেউলিয়া হওয়ার পর এখন ইউরোপের  এইসব ব্যাংকগুলোতে   দর্পতন ঘটতেছে,   আজকের নিউজ জার্মানির ডয়চে ব্যাংক  নিয়ে,  কিছুদিন আগে দেখলাম সুইজারল্যান্ডের নামকরা ব্যাংক  সুইস ক্রেডিট এর দর পতন ঘটতেছে ধারণা করা যাচ্ছে যে   সুইজারল্যান্ড এর সরকার এর থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার পরেও এ ব্যাংকের  দেউলীআত্ত থামানো কঠিন হবে.  ইতিমধ্যেই এটি সরকার থেকে ৫৪ বিলিয়ন ধার নেওয়ার জন্য আবেদন করেছে-
বিস্তারিত- https://dhakamail.com/international/78197
আশঙ্কায় আছি আমাদের বাংলাদেশের ব্যাংক সমূহ নিয়ে সবগুলোর অবস্থায় তো নড়বড়ে রয়েছে যা কিছু সঞ্চয় আছে  তার সিংহভাগই এসব ব্যাংকে জমা রেখেছি।  ইউরোপ আমেরিকার হাল দেখে আমাদের অবস্থা যে কি হবে সেটা ভাবতেছি। সম্পূর্ণ ফান্ড বিটকয়েন এ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত রয়েছে কারণ এর হাই ভোলাটি এর কারণে দরকারের সময় প্রবলেম করতে হবে দেখে।  এখন মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট বানানোর ছাড়া আর কোন উপায় নাই, জায়গা জমি কেনা ইত্যাদি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 24, 2023, 11:31:25 AM
Deutsche Bank মাএ 1 সপ্তাহে 32% কমছে, 24 ঘন্টায় 9% কমেছে সম্ভবত কিছুই...🤨
ব্যাংকগুলোর অবস্থা খারাপ, তাই হওয়ার ছিল। সাতোশি নাকামোতো এমনি এমনি বিকল্প খোজেন নি অবশ্যই। আমরা ব্যাংকে আমাদের কষ্টার্জিত টাকা জমা রাখি নিরাপদ মনে করে, তারা আমাদের টাকা নিয়ে লোন দেয় অন্য মানুষকে। অন্য মানুষ ফেরত দিতে না পারলে কিংবা ব্যাংকের কোন আর্থিক ক্ষতি হলে আমাদের টাকা ফেরত দেয়ার জন্য তারা কি কোন পরিকল্পনা রাখে? অবশ্যই না। বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে হলে বাংলাদেশ ব্যাংকে সম্ভবত ৫০০ কোটি টাকা জামানত রাখতে হয়। কিন্তু একটি ব্যাংক এর চেয়ে অনেক বেশি লেনদেন করে। আমাদের টাকার নিরাপত্তার কথা ভেবে তারা কিন্তু নিজেদের কাছে কিছুই রাখে না, সবই অন্যান্য মানুষকে ধার দেয়। খারাপ কিছু হলে চিপায় পরে গ্রাহকরা। এইরকম সিস্টেম কলাপ্স করা উচিত। আমরা শুধুমাত্র ট্রেইলার দেখলাম আমেরিকা থেকে। শীঘ্রই অনেক ব্যাংক দেউলিয়া হতে থাকবে।
newbie
Activity: 28
Merit: 0
March 24, 2023, 11:05:29 AM
পবিত্র রমজান মাস। আজকে প্রথম রোজা শেষ হলো। বাকি রোজাগুলো করার তৌফিক দান করুক মহান আল্লাহতায়ালা। রমজান মাস একটি আরবি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এ সময়ে কবরের আজাব দীর্ঘ এক মাস  বন্ধ থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ ও নিয়ামকপূণ মাস।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 24, 2023, 09:35:50 AM
joeperry, Utopia এর হয়ে আবারো পঞ্চম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-5-5446171 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন


member
Activity: 448
Merit: 10
March 24, 2023, 05:51:48 AM
Snip
আপনি ভালো পোস্ট করেছেন কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছেন তার অনেক বড় সাইজ রয়েছে তাই এটি দেখতে খুব বাজে দেখাচ্ছে কারন দীর্ঘ সময় ভরে স্ক্রোল করে এটি অতিক্রম করা লাগছে। তাই আপনার ইমেজের সাইজ ছোট করুন এটি দেখতে আরো ভালো লাগবে। ইমেজ ছোট করার জন্য প্রয়োজনীয় কোড সংযুক্ত করুন।

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200 এর পর স্পেস heigth=200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]
বাংলাদেশ সেকসনে যে সবাই এতো কো-এক্টিভ এখন এটি দেখে অনেক ভালো লাগলো। আমি একাউন্ট করছি অনেক আগে কিন্তু শুধু বাউন্টি করে গেছি আর মাঝে মাঝে বাংলাদেশ সেকসনে এসে ঘুরে গেছি কোনো পোস্ট করিনাই কারনে এখানে তেমন এক্টিভ কেউ ছিলো না। বাংলাদেশ ভাষায় যদি আমরা কোনো কিছু দেখি সেইটা খুব তারাতারি আমাদের ব্রেন্টে গেথে যায় দ্রুত বুঝতে পাড়ি আমরা। আপনি মাত্র একাউন্ট খুলে অনেক কিছু জানেন দেখি। মনে হয় আপনি নতুন কোনো সদস্য নন আপনি এই ফোরামে দীর্ঘদিন যাবত আছেন। যাইহোক ইমেজ এর উচ্চতা ও প্রস্থ ছোট বড় করার কোড বুঝলাম ইমেজের জন্য কি আরো কোড আছে যা দ্বারা ইমেজের আরো কিছু পরিবর্তন সম্ভব?
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 24, 2023, 04:37:49 AM
ভাই সত্যিই আমি এই পোস্টটা এর আগে কোনদিন দেখি নাই। যদি আমি দেখতাম তাহলে আমি এই পোস্টটা করতাম না। অত্যন্ত দুঃখিত যে এই পোস্ট আমি দেখতে পারি নাই এর আগে। দয়া করে আমাকে ক্ষমা করবেন।
আপনি ভাই দেখতে পারতেছেন যে আপনি কপি করেছেন সেটা ধরা পড়ে গেছে। তারপর আপনি মিথ্যা বলার চেষ্টা করতেছেন। আপনি যে কেন মিথ্যা বলার চেষ্টা করতেছেন সেটা বুঝতে পারলাম না। আপনার উচিত ছিল যখন কেউ আপনার ভুলটা ধরিয়ে দিল তখন আপনার প্রশ্ন নিজে থেকে ডিলেট করা। আপনি যদি পোস্টটা আগে না দেখতেন তাহলে আপনার লেখা হুবহু হতে পারত না। একটু হলেও এদিক-সেদিক হতো। রোজার দিনে অযথা মিথ্যা কথা বলবেন না।

ভাই এই সকাল মানুষ দের জন্য আমাদের সর্বদা বিভিন্ন স্থানে হতমান হতে হয়।। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়।। এটা যে শুধু বাংলাদেশ এর লোকাল বোর্ড টাই বলে যে কোনো বিষয় এ কপি পোস্ট করবেন টা ঠিক না।। পোস্ট টা আপনি যেহেতু করেছেন এখানে অস্বীকার এর কি আসে।। আপনি বিষয় টা নিজের মত করে কিছুটা গুছিয়ে লিখতে পারেন ।। এতে তো কোনো সমস্যা ছিলো না।। ভাই আপনি এই প্লাটফরম এ অলসতা দেখায় টিকে থাকতে পারবেন না।। যদি অলসতা দেখায় থাকে চান তাহলে  অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে Bitcoin ফোরাম আপনার মত মানুষ এর জন্য না।। রোজা রমজানের এর মাস আমি আপনাকে কোনো প্রকার দুঃখ দিয়ে কথা টা বলতে চাই নি।। যদি আমার কোথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিয়েন ।। ধন্যবাদ।।
Jump to: