Author

Topic: বাংলা (Bengali) - page 267. (Read 5323014 times)

legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
March 08, 2023, 09:11:09 AM
আজকে ChatGPT কে বলেছিলাম - Explain Bitcoin Ordinals in Bengali. প্রত্যুত্তরে ChatGPT কি জানালো সেটা নিচে দিলাম। কেউ মর্মোদ্ধার করতে পারলে জানাবেন। Huh

Quote
বিটকয়েন অর্ডিনালস হল একটি স্পেশাল ডিজিটাল সিকুয়েন্স, যা বিটকয়েন ব্লকচেইনের কিছু আর্কিটেকচার স্পেসিফিক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। এই অর্ডিনালস দ্বারা ডিজিটাল স্যান্ডার্ড অপারেশনে ভাগ বা পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট মান একবার মান নির্ধারণ করা হয়। এই মান পরবর্তীতে ব্যবহৃত হয় বিটকয়েন ট্রানজেকশনের ক্ষেত্রে স্পেশাল হ্যাশ ফাংশনের মাধ্যমে ট্রানজেকশনের আইডি তৈরি করার জন্য। এই ভেক্টরগুলি বিটকয়েন ট্রানজেকশন পরিচালনার প্রতিটি পর্যালোচনায় উপযুক্ত একটি অনন্য স্বাক্ষর তৈরি করে।

আপনারাও ChatGPT কে একই প্রশ্ন করে জানাতে পারেন আপনাদের কি জবাব দেয়।


পরীক্ষা নিরীক্ষার জন্যে কিছু Bitcoin Ordinal বানিয়ে দেখতে চাই। বিনামূল্যে Bitcoin Ordinal বানানো যায় এমন কোনো tool জানা আছে কি কারো?
jr. member
Activity: 58
Merit: 6
Hello WO buddy's Onzen is back
March 08, 2023, 08:59:49 AM
এটা আমার প্রথম বার কোনো কনটেস্ট এ অংশ গ্রহণ করা । আমি জানি যে ভালো হয় নি ।। কিন্তু আমি চেষ্টা করেছি।। সকল ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করছি ।। পরের বার থেকে উন্নতি করার প্রচেষ্টা করবো ইনশাল্লাহ।

পোস্ট লিঙ্ক 


ক্ষুদ্র মানুষ এর ক্ষুদ্র প্রচেষ্টা।




legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 08, 2023, 08:08:53 AM
কয়েনআলাপ একটি ক্রিপ্টোকারেন্সি নিউজ প্ল্যাটফর্ম। আপনাদের অনেকেই হয়ত জানেন। আমি এইখানে এডিটর হিসেবে আছি। বিনা বেতনে। ক্রিপ্টোকারেন্সি আমার অনেকটা প্যাশন টাইপ বলতে পারেন। তাই আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে লিখতে পছন্দ করি।
আপনারা কেউ কি আছেন? যারা ভবিষ্যত রেভেনিউ এর বিনিময়ে কয়েনআলাপ এর সাথে থাকবেন? আমি ৪-৫ বছর পরের চিন্তা করতেছি। আমরা ফার্স্ট মুভার হব। কেউ জয়েন করতে চাইলে আমাকে মেসেজ দিতে পারেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 07, 2023, 12:56:21 PM
বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!  Sad তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।

ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে।

সত্যি কথা বলতে, অন্যদের কাছে এটা ফ্রি সার্ভিস মনে হতে পারে। কিন্তু যারা এমন কন্টেন্ড প্রকাশ, তারা জানে যে, এটায় কেমন লাভবান হওয়া যায়। Wink  এটা সত্য যে, টুইটারে আমি ফ্রিতে কন্টেন্ড প্রকাশ করতেছি, কিন্তু যদি আপনি কিংবা অন্য কেউ আমার মতো পরিকল্পনা নিয়ে এই সেক্টরে আসেন। বাস্তব অভিঙ্গতা থেকে বলতেছি, আপনার সপ্তাহে যা ইনকাম হবে, সেটা সিগনেচার ক্যাম্পেইন থেকে হয়তো এক-দুই মাসে ইনকাম হবে ( আমি মোটেও কাউকে এখানে ছোট করতেছি নাহ, বরং বাস্তবতাটা বলতেছি। কারণ আমার আজকের এই অবস্থানে আসার পেছনে এই ফোরাম আর সিগনেচার ক্যাম্পেইনের অনেক অবদান রয়েছে)।

আর এটা সত্য যে, ফোরামে পদোন্নতির মাধ্যমে ভালো কিছু করা যাবে এবং ভবিষ্যতেও ভালো হবে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি যে, ফোরামের ব্যবহারকারীরা এখনো বিটকয়েনে সীমাবদ্ধ এবং নিত্যনতুন যে DeFi কিংবা অন্যান্য বিষয় মার্কেটে আসতেছে, সেসব নিয়ে খুবই কম জানে কিংবা সেটি মেনে নিয়ে বিশ্লেষণ করতে চায় নাহ।  Sad উদাহরণ হিসেবে আমার পোষ্ট এই পোষ্টটি দেখতে পারেন: https://bitcointalksearch.org/topic/m.61526202

তবে আমি ইংলিশ থ্রেডে এক্টিভ হবো, কিন্তু ইচ্ছা আছে যে, বাংলা থ্রেড থেকেই লিজেন্ডারি মেম্বার হওয়ার । কারণ আমার এই পদে আসার জন্য যত মেরিট লেগেছে তার প্রায় ৯৮% বাংলা থ্রেড থেকে পেয়েছি।  Cheesy দেখা যাক কি হয়, দোয়া রাখবেন।
member
Activity: 168
Merit: 58
March 07, 2023, 08:23:34 AM
আজ পবিত্র শবে বরাত আমাদের মুসলমানদের জন্য  আজকে একটা বিশেষ রাত। আসলে এই রাতের অনেক ফজিলত। বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সকল মুসলমান ভাইয়েদের কে বলছি। আজকে রাত টা আমরা ইবাদত বন্দেগী করে কাটাবো। 
ইনশাআল্লাহ,,,,,

LDL
hero member
Activity: 742
Merit: 671
March 07, 2023, 06:52:40 AM

বিটকয়েন কেক প্রক্রিয়া অনেক কষ্টের পর 🥧



এখানে তো ভাই আপনার হাতের প্রসেস নাই, জাস্ট আপনি পিকচার এডিট করে কাজ করেছেন এবং আপনি কম্পিটিশনে এটাই সাবমিশন করে দিয়েছেন। আপনি বাজারে গিয়ে আধা কেজি আটা কিনে নিয়ে এসে, বাড়িতে কাঁচা মরিচ, পেঁয়াজ মিশিয়ে গ্রাম্য বাসায় চাপরি বানিয়ে সেখানে পোস্ট করলেও হয়তো তাদের নিয়ম অনুসারে কাজ হতো। আপনি দয়া করে আপনার কাজটি পুনরায় কুকিং প্রসেসের মাধ্যমে করে কয়েকটি ছবি নিয়ে সেখানে পোস্ট করুন। আরো সাত দিনের মত বাকি আছে, আপনার কাজটি যথেষ্ট পরিমাণ সময় নিয়ে পুনরায় জমা দিন।
jr. member
Activity: 45
Merit: 1
March 07, 2023, 06:41:46 AM



বিটকয়েন কেক প্রক্রিয়া অনেক কষ্টের পর 🥧

















LDL
hero member
Activity: 742
Merit: 671
March 07, 2023, 05:15:39 AM
@Crypto Library ভাই বেশি না , ছোট ভাই বেরাদারের আবদার।
ইনশাল্লাহ সব কিছুর ব্যবস্থা হবে ধীরে ধীরে  কিন্তু ভাই আপনার নিজের কথাও ভুলে গেলে চলবে না আপনার প্রগ্রেস অনুযায়ী আপনার নিকট থেকেও এইসব আশা করাই যায়। 😜

ভাই আমি সিনিয়র মেম্বার হলেই আমাদের বাংলা কমিউনিটিতে একটিভ মেম্বারদের অবশ্যই আমি ট্রিট দিবো। আল্লাহপাক যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি আপনাদের অবশ্যই মিষ্টিমুখ করাবো। আমি আপনার মত এত বড়সড় আয়োজন করতে পারবো না তবে আমি আমার বাংলাদেশের ভাইদের অবশ্যই ট্রিটের আয়োজন করব।
কেমন আছেন সবাই?

আমি ছিলাম তোমাদেরই মাঝে
হেসেছিলাম একসাথে

আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই ভালো আছি। ভাই আপনাকে এখন অনেক মিস করছি। এক সময় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার অনেক পোস্ট দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমানে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে আপনি ফোরামে নিয়মিতভাবে একটিভ হতে পারেন না। আসলে ভাই এটা আপনার ও আমাদের জন্য অনেক আফসোসের বিষয়। একজন গুরুত্বপূর্ণ পটেনশিয়াল হিরো মেম্বার কিছু ভুলের জন্য একদম শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ড আপনার অবদান কখনো ভুলবে না।
sr. member
Activity: 476
Merit: 523
March 07, 2023, 02:02:55 AM
কেমন আছেন সবাই?
আমি আপনাদের সকলের পোস্ট দেখি এবং পড়ি। দেখে খুব ভালো লাগছে যে আমাদের কমিউনিটি এগিয়ে যাচ্ছে। আমি যেই ভুল গুলো করেছি, আশা করি একই ভুল গুলো কেউ করবেন না। আমি কিন্তু ফোরামে কারো কোনো ক্ষতি করি নি কখনো। যদি না যেনে করে থাকি, আমাকে মাফ করবেন। আমি কারো টাকা মেরে দেই নি। তবে নিজের ভুল গুলোর জন্য এতোগুলো ট্যাগ নিয়ে বসে আছি।

অনেকটা লজ্জায় কমিনিটি তে আর পোস্ট করি না। আমি বাংলাদেশ কমিউনিটির নাম ডুবিয়েছি এই চিন্তা থেকে আর লজ্জা থেকে পোস্ট করার সাহস করি নি। তবে মাঝে মধ্যে আপনারা আমাকেও মনে করেন, অনেকে মেনশন করেন, তখন ভেতরে যে কেমন ফিল হয়, সেটা বুঝাতে পারবো না। একটা গান মনে পড়ে যায়,,,,,

আমি ছিলাম তোমাদেরই মাঝে
হেসেছিলাম একসাথে
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 06, 2023, 11:51:25 PM
আজ নিউবিদের র‍্যাঙ্ক আপ করানোর একটি সহজ উপায় শেখাতে পোস্ট টা করলাম। একটা কনটেস্ট চলছে পাই বেক করার । আগে যারা পিজ্জা বেকিং কনটেস্ট এ জয়েন হয়েছেন তারা হয়ত জানবেন। আপনাকে নিজের কাজ টা নিজে করতে হবে, তবে করতে পারলে একটা ভালো কিছু মেরিট পেতে পারেন।

আমার এন্ট্রিঃ Re: 🥧 1st edition - Bitcointalk Pie Baking Contest 🥧

কিছু মেরিট এর জন্য যারা নেক্সট র‍্যাঙ্ক এ যেতে পারছেন না, তারা এইখানে অংশগ্রহন করে কিছু টা হেড স্টার্ট পেতে পারেন। সাথে উইন হইতে পারলে আলাদা পুরস্কার তো আছেই।
বড় ভাই দের উদ্দেশ্যে ও বলব, সময় পেলে জয়েন করে নিবেন। ধন্যবাদ।
_tjonmoy
হ্যাঁ ভাই, আর মাত্র ৭ দিন আছে, এই সাত দিনের মধ্যে এই কনটেস্টে যার যার আইটেমগুলো জমা দিতে হবে। এখন পর্যন্ত যারা জানেন না তারা অতি শীঘ্রই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। আমি আজকে আমার আইটেম জমা দিয়েছি। মোটামুটি সবাই ভালো করে আইটেম রেডি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমারটা এভারেজ হয়েছে।





member
Activity: 168
Merit: 58
March 06, 2023, 07:20:34 PM

বাই দা রাস্তা Ku-coin এ কেউ p2p ট্রেডিং করেছেন ? আর করলেও এর ফীড ব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি । কখনও কখনও সরাসরি p2p হালকা লাভ যখন হবে আমার জন্যে তাই জানতে চাচ্ছি । আর তাই সেল করার সময় বিনান্সের মতন ফান্ড এর সিকিউরিটি দিতে পারে কিনা এই বিষয়ে একটু কনফিউশন রয়েছে ।
আমি একাধিক বার এই kucoin p2p ট্রেড করেছি। kucoin এ যখন বায়ার অর্ডার কমপ্লিট করে দেয়।  এক ধরনের ট্রেডিং পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ড দিয়ে crypto রিলিস করা হয়। কোন ধরনের google এ বা নাম্বারে কোড আসে না। সরাসরি ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে রিলিজ করে দেওয়া হয়।  btc, usdt, kcs ও usdc এই ৪ টি crypto  শুধু p2p ট্রেডিং করা যায়।  সর্বনিম্ন ৫০ টাকা ট্রেড করা যায়।  আবার কিছু কিছু buyer সর্বনিম্ন ১ টাকাও ট্রেডিং করতে দেন। নগদ, রকেট, বিকাশ, ও ব্যাংক কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন।
আমি একাধিকবার কু কয়েনে p2p ট্রেড করেছি কোন ধরনের জালিয়াতির সম্মুখীন হই নাই।


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 06, 2023, 05:29:14 PM
@Crypto Library ভাই বেশি না , ছোট ভাই বেরাদারের আবদার।
ইনশাল্লাহ সব কিছুর ব্যবস্থা হবে ধীরে ধীরে  কিন্তু ভাই আপনার নিজের কথাও ভুলে গেলে চলবে না আপনার প্রগ্রেস অনুযায়ী আপনার নিকট থেকেও এইসব আশা করাই যায়। 😜
বড় ভাই দের উদ্দেশ্যে ও বলব, সময় পেলে জয়েন করে নিবেন। ধন্যবাদ।
_tjonmoy
যদিও এই বিষয়ে আমি বড়ই কাঁচা তবুও দেখি যেহুতু এটা বিটকয়েনটক এর নিউজ ফীড এ পিন হয়ে গিয়েছে একটু তো ট্রাই করা যেতেই পারো  Grin । কালকে বাজারে গিয়া মালসামানাহ কিনতে হবে বাসায় আপাদত কিছু মালসমনাহ অনুপস্থিত।


বাই দা রাস্তা Ku-coin এ কেউ p2p ট্রেডিং করেছেন ? আর করলেও এর ফীড ব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি । কখনও কখনও সরাসরি p2p হালকা লাভ যখন হবে আমার জন্যে তাই জানতে চাচ্ছি । আর তাই সেল করার সময় বিনান্সের মতন ফান্ড এর সিকিউরিটি দিতে পারে কিনা এই বিষয়ে একটু কনফিউশন রয়েছে ।


sr. member
Activity: 1008
Merit: 366
March 06, 2023, 12:04:50 PM
আজ নিউবিদের র‍্যাঙ্ক আপ করানোর একটি সহজ উপায় শেখাতে পোস্ট টা করলাম। একটা কনটেস্ট চলছে পাই বেক করার । আগে যারা পিজ্জা বেকিং কনটেস্ট এ জয়েন হয়েছেন তারা হয়ত জানবেন। আপনাকে নিজের কাজ টা নিজে করতে হবে, তবে করতে পারলে একটা ভালো কিছু মেরিট পেতে পারেন।

আমার এন্ট্রিঃ Re: 🥧 1st edition - Bitcointalk Pie Baking Contest 🥧

কিছু মেরিট এর জন্য যারা নেক্সট র‍্যাঙ্ক এ যেতে পারছেন না, তারা এইখানে অংশগ্রহন করে কিছু টা হেড স্টার্ট পেতে পারেন। সাথে উইন হইতে পারলে আলাদা পুরস্কার তো আছেই।
বড় ভাই দের উদ্দেশ্যে ও বলব, সময় পেলে জয়েন করে নিবেন। ধন্যবাদ।
_tjonmoy
member
Activity: 168
Merit: 58
March 06, 2023, 11:14:06 AM

যারা ছাত্র আছো তারা এই পেজটি ভালোভাবে মুখস্থ করে নিলে তাদের জন্য বহুৎ ফায়দা হবে।

আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই ছবিটির মধ্যে রসায়নের অনেকগুলো সংকেত ,নানান ধরনের ,,গ্যাস,, সংকেত রয়েছে। আমি ছাত্র জীবনে বেশি ভালো ছিলাম না। দুই বছর হলো আমি যাকে খাঁটি বাংলায় বলে কানের গোড় দিয়া ইন্টার পাস করেছি। যাইহোক আমি ওই পিকচারটি ডাউনলোড দিয়ে সংকেত গুলো পড়তে পারব। এবং মুখস্ত করে নেব।
সাধারণ তো ক ও খ প্রশ্নের উত্তর গুলি দেওয়া যাবে পরিক্ষায় আসলে।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 06, 2023, 10:46:26 AM
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। এভাইলভল ক্যাম্প ইনগুলো এখান থেকে দেখতে পারবেন।
উনি এইদিকে আগ্রহী না। উনার অল্টকয়েন ইকোসিস্তেম এক্সপ্লোর করতে ভালো লাগে আর এইটা উনার খুবই ভালো দিক। উনার সাথে আমার অনেক কথা হয়। উনি উনার বিটবাইট প্রজেক্ট নিয়ে খুবই আশাবাদী এবং আমি নিজেও উনার প্রজেক্টে ভালো কিছু দেখতেছি। বর্তমানে বিয়ার মার্কেটে যেখানে ফিউচার ছাড়া প্রফিট করাই অনেক টাফ, এইরকম অল্টকয়েন ইকোসিস্টেম নিয়ে যারা গবেষণা করছে তাদের আমি ১০ গুণের চেয়েও বেশি প্রফিট নিতে দেখেছি, আবার কেউ ১০ গুণের বেশি পোর্টফলিও করেছেন এই বিয়ার মার্কেটেই। অল্টকয়েন ইকো নিয়ে পড়াশোনা করলে আসলেই ভালো কিছু প্রফিট করা যায়। আর সেটা অবশ্যই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে হাজারগুন ভালো ইনকাম। সিগ্নেচার ক্যাম্পেইন আসলে পার্শিয়াল বেনেফিট হওয়া উচিত। ফোরামে আমরা দরকারেই সময় ব্যয় করি। যদিও বর্তমানে অনেক সময় আমরা পোস্ট করতে বাধ্য হই। আমার হাতে অনেক সময়। বর্তমানে এমন মনে হয় যে বিটকয়েনটকে না আসলে আমি কিছু মিস করি। ওইখান থেকেই আসলে এইখানে বেশি সময় দেয়া হয়। আর মাঝে মধ্যে কিছু পোস্ট দরকারের বাইরে করা হয়। স্যাট বাড়ানোর জন্য  Cheesy
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 06, 2023, 10:30:22 AM

এগুলা ইন্টারমিডিয়েটের সাইন্স রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের বেশ কিছু informative  MCQ প্রশ্ন। তবে এখানে এটি একটি অফ ট্রপিক কিন্তু অফ টপিক হলেও এই পেজটি যদি কেউ ঠিকমতো বুঝেও মুখস্ত করতে পারে তাহলে এখান থেকে 15 থেকে 20টি mcq প্রশ্নের উত্তর দিতে পারবে।
অরবিটালের আকার, সংকরায়ন কোণ, সংকরায়ন বিচ্যুতি, ও আকৃতি নির্ণয় এগুলা ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যৌগমূলক, যৌগমূলকে সালফার, নাইট্রোজেন, ফসফরাসের যোজনী, যোজ্যতা স্তরে ইলেকট্রন, বিন্যাস, যৌগমূলক এর প্রকৃতি, যৌগে সালফার, নাইট্রোজেন, ফসফরাসের যোজনী নির্ণয় ইত্যাদি ইন্টারমিডিয়েটে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, নিষ্ক্রিয় যৌগের আকার আকৃতি, কোণ, সংকরায়ন খুবই গুরুত্বপূর্ণ।
জানিনা উপরের পেজটি কি কারণে এখানে শেয়ার করা হয়েছিল, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তখন এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে আয়ত্ত করেছিলাম। আজ থেকে প্রায় ১৫-১৬ বছর আগে এগুলো পড়া শেষ করেছি। কিন্তু আজও মনের ভিতর এই সমস্ত পড়ালেখা সুর তুলে বাজে। আজ সেই দিনগুলা খুব মিস করি। রসায়নের যারা ছাত্র আছো তারা এই পেজটি ভালোভাবে মুখস্থ করে নিলে তাদের জন্য বহুৎ ফায়দা হবে।
jr. member
Activity: 58
Merit: 6
Hello WO buddy's Onzen is back
March 06, 2023, 08:29:01 AM
রাঙ্কিং আপ এর খুশিতে ট্রিট হিসেবে একটি গিভআয়ে দিচ্ছি , এটি আরো আগে দিতে চেয়েছিলাম কিন্তু সেমিস্টার ফাইনাল এক্সাম এর কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে ।আশা করছি লোকাল থ্রেডের সকলে অংশগ্রহণ করবেন।  অংশগ্রহণের জন্য আপনাকে সর্বনিম্ন মেম্বার র‍্যাঙ্ক এবং ১২০ দিনে ১০ টি আর্ন মেরিট থাকতে হবে।
নিচের লিংকে গিয়ে আপনার ইউজার নেম এবং বিটকয়েন এড্রেস দিয়ে এপ্লাই করতে বাদ যাবেন না। সকলকে ধন্যবাদ।



ভাই আপনাকে অনেক অভিনন্দন ।। আপনার রাঙ্কিং আপ এর জন্য আমরা সকল লে আনন্দিত ।।। ভাই এইবার আপনার ট্রিট এ অংশ গ্রহণ করতে পারলাম না।। আশা করছি ইনশাআল্লাহ আপনি নেক্সট টাইম যখন ট্রিট দিবেন তখন অংশগ্রহণ করতে পারবো।।।। আবারো বলছি অনেক অনেক অভিনন্দন ভাই।।।।
jr. member
Activity: 45
Merit: 1
March 06, 2023, 05:27:20 AM
2025 সালের বিটকয়েন 💗💗💗














copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 05, 2023, 08:53:08 PM
বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!  Sad তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। এভাইলভল ক্যাম্প ইনগুলো এখান থেকে দেখতে পারবেন।
member
Activity: 168
Merit: 58
March 05, 2023, 08:28:35 PM
আশা করছি লোকাল থ্রেডের সকলে অংশগ্রহণ করবেন।

ভাই ছোট ভাইদের প্রতি আপনার ভালবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
সব সময়ই লোকাল থ্রেডে একটিভ থাকব। বাংলাদেশ লোকাল থ্রেট
কে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
আপনার  গিভওয়ে তে অংশগ্রহণ করলাম যদিও মেম্বারের র‍্যাঙ্ক হয়ে উঠতে পারিনি । তবুও ছোট ভাই ব্রাদার হিসাবে জয়েন হয়েছি।
দোয়া রইল ভাই আপনি অনেক দূর এগিয়ে যান। অনেক বড় হন। সব সময় আমাদের পাশে থাকবেন। আমাদেরকে অনেক ভালো ভালো পরামর্শ দিবেন।
Jump to: