Author

Topic: বাংলা (Bengali) - page 266. (Read 5719155 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 20, 2023, 02:45:21 AM
বাংলাদেশে থেকে কি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা লাভজনক?

আমি জানি যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অনেকটাই লাভজনক কিন্তু সেখানে অর্থ বিনিয়োগ করতে হবে। তবে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা নেই সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আমি যদি মাইনিং করি বাংলাদেশ থেকে তবে কি আমি লাভবান হতে পারবো? আর বাংলাদেশ থেকে মাইনিং করাটা নিজের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ! তাহলে কিভাবে বাংলাদেশে থেকে আমি মাইনিং করতে সক্ষম হতে পারি?..

মাইনিং লাভজনক কি না? হ্যা।
বাংলাদেশ থেকে লাভজনক কি না? হ্যা।
আপনি নির্দিষ্ট করে কোন কয়েন এর কথা বলেন নাই। বিটকয়েন দিয়েই যদি শুরু করি, আপনাকে এসিক মাইনার সেট করতে হবে যদি বিটকয়েন মাইনিং করে লাভ করতে চান। আগে জিপিউ মাইনিং ছিল, সেটা বর্তমানে লাভজনক না বললেই চলে। আপনি যদি এসিক মাইনার সেট করতে পারেন তাহলে আপনি পুল মাইনিং করতে পারবেন। সোলো মাইনিং (solo) এ কিছুই আসবে না। সোলো মাইনিং এর জন্য বিশাল বিনিয়োগ লাগবে আর কপাল লাগবে। এইসব কিছুই পিছনে না গিয়ে যদি মানুষ থেকে হ্যাশ পাওয়ার ক্রয় করে মাইনিং করতে চান, তাহলে নাইচহ্যাশ এ গিয়ে দেখতে পারেন।
জিপিউ মাইনিং করতে হলে আপনাকে অন্য কয়েন খুজতে হবে। কয়েক বছর আগেও জিপিউ দিয়ে ইথেরিয়াম মাইনিং করে ভালো প্রফিট আসত। বাংলাদেশ থেকে অনেকেই করেছে, এই ফোরামের অনেকেই করেছে। বর্তমানে ইথেরিয়াম ২য় ভার্সনে যাওয়ার পরের কথা আমি আর জানি না। তবে জিপিউ দিয়ে অনেকেই র‍্যাভেনকয়েন মাইনিং করে এখনো সম্ভবত।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 19, 2023, 11:49:58 PM
বাংলাদেশে থেকে কি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা লাভজনক?

আমি জানি যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অনেকটাই লাভজনক কিন্তু সেখানে অর্থ বিনিয়োগ করতে হবে। তবে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা নেই সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আমি যদি মাইনিং করি বাংলাদেশ থেকে তবে কি আমি লাভবান হতে পারবো? আর বাংলাদেশ থেকে মাইনিং করাটা নিজের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ! তাহলে কিভাবে বাংলাদেশে থেকে আমি মাইনিং করতে সক্ষম হতে পারি?..
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 19, 2023, 05:02:50 PM
krogothmanhattan ৫০৬তম ফ্রি রাফেল নিয়ে এসেছেন। যেখানে যে কেউ যারা  ১ ফেব্রুয়ারি  পূর্বে একাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে একটাই শর্ত দেওয়া আছে সেটা হল একাউন্ট অবশ্যই ১ ফেব্রুয়ারি  আগে নিবন্ধন  থাকতে হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা ঝটপট আবেদন করে ফেলুন।
আমি আপনার এই পোস্টটা দেখে খুবই অবাক হইলাম যে, আপনি ৩১ শে জানুয়ারির পরিবর্তে পহেলা ফেব্রুয়ারি ছাড়া অন্য কোন কিছু চেঞ্জ করেন নাই। অর্থাৎ সম্পূর্ণ কপি পেস্ট করেছেন যা ফোরামের নীতির বিরুদ্ধে এটা আপনারও আমার উভয়ের জন্য বিপদের কারণ হতে পারে। সেটা হতে পারে একাউন্ট ব্যান্ডের ক্ষেত্রে অথবা নেগেটিভ ট্রাস্ট এর ক্ষেত্রে। অনেকেই মনে করতে পারে যে দুইটা অ্যাকাউন্ট একজন ব্যক্তি চালায়। রেফারেন্স পোস্ট অর্থাৎ এই লিংক থেকে কপি পেস্ট করা হয়েছেঃ https://bitcointalksearch.org/topic/m.61901618
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 19, 2023, 04:37:19 PM
বিশেষ দ্রষ্টব্য. আমি হয়তো জানি না এই ধরনের নিউজ শেয়ার করলে কোন সমস্যা হবে কিনা। যদি আমার কোন সমস্যা হয় তাহলে আমাকে সিনিয়র ভাইয়েরা কিছু পরামর্শ দিবেন।
যদি নিউজ থেকে কোনো অংশ কপি করে এখানে লিখেন, তাহলে অবশ্যই সোর্স লিংক দিয়ে পোষ্ট করবেন (যেমনটা এই পোষ্ট এ অলরেডি করেছেন)। ফোরামের অনেকেই তাদের নতুন সময়ে কপি পেষ্ট করেছে সোর্স লিংক না দিয়ে। প্রাথমিক ভাবে সমস্যা না হলেও একটা সময় আইডি বড় হয়ে গেলেও ধরা খেলে ব্যান করে দেয়া হয়। এই বিষয়টা থেকে সাবধান থাকবেন।
কথা কিন্তু ১০০% সঠিক , কেননা আপনার অ্যাকাউন্ট যখন বড় হয়ে যাবে তখন সামান্য ভুলের জন্য আপনার বড় ধরনের মাশুল গুনতে হতে পারে। তাছাড়া একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে যারা বিভিন্ন সোর্স থেকে নিউজ কপি করে নিয়ে এসে পোস্ট করে তাদের ক্ষেত্রে সোর্স লিংক যোগ করে দিলে সমস্যা কোথায়। কয়েকদিন আগে বেশ কয়েকজন বিভিন্ন ইউজারদের পোস্ট কপি করে এনে হুবহু পোস্ট করে এটা কোন ম্যানার হলো। @72k নামের এক বাংলাদেশী ইউজার হুবহু অন্যের পোস্টকপি করে এনে পোস্ট করে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ভাইয়ের একাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে। তাই যারা এই সমস্ত ফোরাম বহির্ভূত কাজ করে থাকবেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা কেউ অন্যের পোস্ট কপি করে এনে এখানে পোস্ট করবেন না অথবা করলেও তার পোস্ট নিয়ে অথবা নিউজের সোর্স লিংক নিচে এড করতে ভুলবেন না।

~snip

আসলে ভাই লোকাল থ্রেড এ আসা আমার সিগনেচার ক্যাম্পেইন এর হাত ধরে। সবাই বলে টাকা ছাড়া কেউ কাজ করে না। কথা টা ভূল ভাই। টাকার সুবাদেই হয়ত আসা তবে এখন আপনাদের ভালবাসা, জানার ইচ্ছা, জানানোর ইচ্ছা, বন্ধুসূলভ আচরন। সব মিলিয়ে একটা ভালবাসার জায়গা হয়ে গেছে এই লোকাল থ্রেড টা। এখন দিন এ ২/৩ বার এইখানে না আসলে মনে হয় হয়ত কিছু একটা মিস হয়ে যাচ্ছে। অনেক কিছু জেনেছি, নিজে যা জানি শেয়ার করেছি। আশা করি আপনাদের সাথেই থাকতে পারব বহুদিন।
@Dimitri94 ভাইয়ের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে চলে আসা সত্যিই আমাদের দেশ প্রেমের প্রতি আগ্রহ জন্মায়। হয়তো এতদিন ফোরামে ছিল কিন্তু বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা, মায়ের ভাষার প্রতি মমত্ববোধ, মাতৃভূমির প্রতি টান তাকে এখানে আনতে বাধ্য করেছে। আমার এই থ্রেডটি এমন হয়েছে যে প্রতিদিন একবার না আসলে ভালো লাগে না। সব সময় নোটিফিকেশন চেক করি কখন কোন ভাই পোস্ট করেছে। এখন দিনে অন্ততপক্ষে ১০ বার এখানে না আসলে ভালো লাগে না।
@tjtonmoy ভাই এখানে আপনি সিগনেচার ক্যাম্পেইনের হাত ধরে চলে এসেছে এটা হয়তো এক সময় সত্য ছিল কিন্তু এখন আপনি এখানে রয়েছে মা ,মাটি ও মানুষের প্রতি টান ও দেশপ্রেমের এক অনবদ্য আকর্ষণ থেকে। আপনি যতই নিজেকে বোঝান না কেন কখনো আর এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন না। বাংলাতে কোন ফিলিংস শেয়ার না করে আপনি থাকতে পারবেন না। আমরা দেখুন যতই ইংরেজিতে মনের ভাব প্রকাশ করি না কেন বাংলার মত এত সাবলীল সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারবেন না। তবে আমি সেই সব বাংলাদেশী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যারা সর্বদা বাংলাদেশের লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে ঘোরাঘুরি করেন অথচ কোন এক প্রকার অদৃশ্যমান অনিহার কারণে এখানে পোস্ট করছেন না তাদেরকে অনুরোধ করব আপনারা বাংলায় এসে আপনাদের মূল্যবান মনোভাব প্রকাশ করুন এবং বাংলাকে একটি নিজস্ব লোকাল বোর্ড হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ দিন। আমরা বাংলাতে বেশ কয়েকজন বিশ্বমানের ইউজার পেয়েছি যাদের নাম লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে না বললে মনে হয় কিছু অপূর্ণতা থেকে যায় @Little Mouse @shasan @Crypto Library @tjtonmoy @Review Master @Learn Bitcoin এই সমস্ত ভাই সকল লোকালে তাদের মূল্যবান সময় ব্যয় করছে অথচ কিছু কিছু ইউজার আছে যারা বাংলার আড়ালে রয়েছেন অথচ এখানে আসতে সংকোচবোধ করছেন তাদের আমি আবারো আহবান করছি তারা যদি আমার এই পোস্ট পড়ে থাকেন তাহলে আপনারা বাংলায় সংকোচ বোধ না করে চলে আসুন। আপনাদের একান্ত সহযোগিতা ও উপস্থিতি এই লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডকে আরো উজ্জ্বিবিত করে তুলবে।
sr. member
Activity: 1008
Merit: 366
March 19, 2023, 03:43:18 PM
~snip

আসলে ভাই লোকাল থ্রেড এ আসা আমার সিগনেচার ক্যাম্পেইন এর হাত ধরে। সবাই বলে টাকা ছাড়া কেউ কাজ করে না। কথা টা ভূল ভাই। টাকার সুবাদেই হয়ত আসা তবে এখন আপনাদের ভালবাসা, জানার ইচ্ছা, জানানোর ইচ্ছা, বন্ধুসূলভ আচরন। সব মিলিয়ে একটা ভালবাসার জায়গা হয়ে গেছে এই লোকাল থ্রেড টা। এখন দিন এ ২/৩ বার এইখানে না আসলে মনে হয় হয়ত কিছু একটা মিস হয়ে যাচ্ছে। অনেক কিছু জেনেছি, নিজে যা জানি শেয়ার করেছি। আশা করি আপনাদের সাথেই থাকতে পারব বহুদিন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 19, 2023, 12:33:36 PM
বিশেষ দ্রষ্টব্য. আমি হয়তো জানি না এই ধরনের নিউজ শেয়ার করলে কোন সমস্যা হবে কিনা। যদি আমার কোন সমস্যা হয় তাহলে আমাকে সিনিয়র ভাইয়েরা কিছু পরামর্শ দিবেন।

আমাদের এটা যেহেতু একটা থ্রেটের মধ্যেই আমরা সীমাবদ্ধ, এখানে অফ টপিকের ইস্যু আসবে বলে মনে করি না।
ক্রিপ্টো রিলেটেড যে কোনো নিউজ শেয়ার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে যদি নিউজ থেকে কোনো অংশ কপি করে এখানে লিখেন, তাহলে অবশ্যই সোর্স লিংক দিয়ে পোষ্ট করবেন (যেমনটা এই পোষ্ট এ অলরেডি করেছেন)। ফোরামের অনেকেই তাদের নতুন সময়ে কপি পেষ্ট করেছে সোর্স লিংক না দিয়ে। প্রাথমিক ভাবে সমস্যা না হলেও একটা সময় আইডি বড় হয়ে গেলেও ধরা খেলে ব্যান করে দেয়া হয়। এই বিষয়টা থেকে সাবধান থাকবেন।
member
Activity: 168
Merit: 58
March 19, 2023, 11:50:47 AM
কয়েনআলাপ এ ঢুকতেই দেখতে পেলাম বিটকয়েন সম্পর্কে বালাজী শ্রীনিবাসন একটা ভবিষ্যৎবাণী করেছেন। আপনারা হয়তো এই নিউজটি দেখছেন কিনা জানিনা। তিনি ভবিষ্যৎবাণী করেছেন এ বছরে জুন মাসে ১ বিটকয়েনের দাম ১ মিলিয়ন ডলার হবে। তিনি এই ভবিষ্যৎ বাণী নিয়ে একটা বাজিও ধরেছেন এক মিলিয়ন ডলারের।

উৎস লিংক... এই নিউজটি আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে দেখতে পারেন.

বিশেষ দ্রষ্টব্য. আমি হয়তো জানি না এই ধরনের নিউজ শেয়ার করলে কোন সমস্যা হবে কিনা। যদি আমার কোন সমস্যা হয় তাহলে আমাকে সিনিয়র ভাইয়েরা কিছু পরামর্শ দিবেন।
full member
Activity: 770
Merit: 184
March 19, 2023, 11:16:49 AM
তাই যদি আপনারা কষ্ট করে আবার ঐ সমস্ত ওয়ালেটের কথা আরেকবার বলতেন তাহলে আমার জন্য অনেক উপকার হত।
ইলেকট্রামই সবচেয়ে উত্তম হবে যদি না আপনি পেপার ওয়ালেট নিরাপদভাবে তৈরী করতে পারেন। পেপার ওয়ালেট অফলাইনে জেনারেট করতে হয়। যদি সেটা করতে পারেন তাহলে ভালো। আমার মনে হয় না আপনি সেটাক করতে চাইবেন। সেক্ষেত্রে, আপনি নতুন একটা ফোন নিবেন। সেখানে ইলেকট্রাম ওয়ালেট ডাউনলোড করবেন, যদিও এইটা সম্পুর্ন নিরাপদ মেথড নয়। ইলেকট্রামে ওয়ালেট খুলবেন, সীড কী টা নিরাপদে দুইটা আলাদা জায়গায় লিখে রাখবেন যেন সেটার এক্সেস আপনি ছাড়া আর কারো কাছে না থাকে। একটা এড্রেস জেনারেট করে সেটাতে টেস্ট ছোট একটা এমাউন্ট বিটিসি পাঠিয়ে দেখে নিবেন ঠিক আছে কি না। এড্রেসটা গুগলে ড্রাইভ অথবা কোথাও পেস্ট করে রেখে দিবেন। তারপর আপনার মোবাইলটা রিসেট দিয়ে দিবেন। এইখানে আপনার ওয়ালেট অনলাইনে কানেক্ট হলেও মোটামুটি নিরাপদ।

সতর্কতাঃ
১. অনলাইনে পেপার ওয়ালেট ভুলেও জেনারেট করবেন না।
২. সিড কী যেন সবসময় গোপন থাকে।

কয়েনআলাপ অনেকদিন আগে বিটকয়েন ওয়ালেট সম্পর্কে বিস্তারিত লিখেছে। এখানে দেখে নিতে পারেন কেন এবং কোন ওয়ালেট ব্যবহার করা উচিত কিংবা উচিত নয়।

দীর্ঘদিন না জানা একটি বিষয় আপনার পোস্ট এবং আপনার রেফারেন্স দেওয়া সাইট থেকে পেলাম। আমি কাস্টটোডিয়াল এবং নন কাস্টডিয়াল নিয়ে অনেক শুনেছি কিন্তু এইভাবে কখনই বুঝতে পারিনি।  সত্যিই অসাধারন। এই সাইটি https://www.coinalap.com একজন শিক্ষক হিসেবে ছাত্রকে যেভাবে বোঝানো উচিত ঠিক সেইভাবেই কাজটি সম্পাদন করে। আমি একটি বিষয় খেয়াল করেছি মাঝে মাঝে টিভি মিডিয়াতে নানা প্রকার নিউজ প্রদান করা হয় সেখানে রিপোর্টরাও অনেক ভূল করে যা শুনলে বা দেখলে সহজেই বোঝা যায় যে তারা না বুঝেই শুধুমাত্র লিখিত বক্তব্য দিচ্ছে। তবে আমি অনুধাবন করছি যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য এই সাইটটি আর্শিবাদ হতে পারে। মাতৃভাষা বাংলাতে এত সুন্দর করে বোঝানোর মত দ্বিতীয় কোন সাইট আমি এখন পর্যন্ত দেখিনি। বভিষ্যতে নিশ্চিতভাবে এই সাইটের ডিমান্ড অনেক বেড়ে যাবে। বাংলাদেশে যদি ব্লকচেইন প্রযুক্তির সরকারীভাবে কোন টিচিং দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এখানকার রিপোর্টারদের অবশ্যই সেখানে ভাল একটি অবস্থান সৃস্টি হতে পারে কারন বাংলাদেশের অনেকেই অনেক কিছু জানেন কিন্তু সেটি শুধুমাত্র কাগজে। একটি বিষয় বুঝে বুঝানো আর বই থেকে পরে বোঝানোর মধ্যে বড় পার্থক্য রয়েছে। বাংলাদেশে আই সিটি বিভাগের অনেকেই দায়িত্বশীল ব্যেক্তিত্বের অধিাকরী হওয়া সত্বেও ব্লকচেইন সম্পর্কে  তাদের ভাল ধারনা আছে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। আমার কথা গুলো অনেকের কাছে হয়তো একটু বাড়িয়ে বলার মত হতে পারে কিন্তু কথাগুলো সত্য। আজকে থেকে আমি এই সাইটির একজন নিয়মিত পাঠক হতে চাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 19, 2023, 10:59:19 AM
গত কয়েকদিন ধরে আমি চাইছিলাম টাইম লক দিয়ে বিটকয়েন ওয়ালেট লক করে রাখতে যেটা আমি আমার এই পোষ্ট এ উল্লেখ করেছিলাম। আমি ফোরামের অন্য সেকশনে ফোরামের রেপুটেড মেম্বার দের কাছ থেকে হেল্প নিয়ে আমার প্রথম টাইম লক ওয়ালেট ট্রানজেকশন টা কমপ্লিট করতে চাইছিলাম। আপনারা চাইলে এই থ্রেড থেকে দেখে আসতে পারেন আমি কি কি বুঝি নি প্রথমে এবং কি কি প্রশ্ন করে সমাধান পেয়েছিলাম। আমি প্রথমে টিউটোরিয়ল আকারে লিখতে চাচ্ছিলাম। তারপর ভাবলাম যেহেতু ঔ থ্রেড এ TryNinja অলরেডি ষ্টেপ বাই ষ্টেপ বুজিয়ে দিয়েছে কি কি করতে হবে একটা টাইম লক ওয়ালেট তৈরি করার জন্য। আপনাদের সুবিধার জন্য আমি  তার পোষ্ট টা কোট করে দিলাম।

You can use Coinbin to do that. I had one a few months ago and it's quite easy to create/spend your coins after the chosen period.

To create the Time Locked Address:
1. Go to Coinb.in;
2. New -> Time Locked Address.
3. Enter your address public key (the one you require to sign the transaction and be able to spend the coins);
4. Enter the date-time or blockheight you want to release the coins.
5. Submit and save the Redeem Script (don't lose that or you won't be able to spend your coins in the future);
6. Send the coins you want to keep locked to the Address generated.

After the chosen period, you will be able to spend your coins.
1. Go to Coinb.in;
2. New -> Transaction;
3. Paste your Redeem Script and click Load (it's going to show every input available to be spent);
4. Paste the address you want to send the coins to at the "Address" field and the amount in the "Amount" field. The remaining funds will be used as fee. E.g: If your address has 0.015BTC, you can put 0.014BTC in the "Amount" field and the fee will be 0.001BTC (0.015 - 0.014);
5. Submit and copy the raw transaction;
6. Go to the "Sign" tab (at Coinb.in);
7. Paste the private key from the address you choose when creating the Time Locked Address.
8. Paste the raw transaction you just created.
9. Submit, copy the signed transaction and push it to the network (you can do it in the Broadcast tab).
10. Transaction sent!

এই সিস্টেম টা এখনো কাজ করে কি না তা দেখার জন্য আমি ০.০০১ বিটকয়েন দিয়ে ট্রাই করেছিলাম।
এটা আমার সাকসেস হওয়ার পরের স্ক্রিনশট।


যদিও এটা কেউ ব্যাবহার করবে কি না আমার সন্দেহ আছে। যেহেতু আমি সব গুলো স্টেপ পার করেছি, কেউ কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন, আমি বুঝলে উত্তর দেবো।

আমাকে এই ব্যাপারে হেল্প করেছে o_e_l_e_o, DaveF, এবং ETFbitcoin.
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 19, 2023, 07:20:39 AM
তাই যদি আপনারা কষ্ট করে আবার ঐ সমস্ত ওয়ালেটের কথা আরেকবার বলতেন তাহলে আমার জন্য অনেক উপকার হত।
ইলেকট্রামই সবচেয়ে উত্তম হবে যদি না আপনি পেপার ওয়ালেট নিরাপদভাবে তৈরী করতে পারেন। পেপার ওয়ালেট অফলাইনে জেনারেট করতে হয়। যদি সেটা করতে পারেন তাহলে ভালো। আমার মনে হয় না আপনি সেটাক করতে চাইবেন। সেক্ষেত্রে, আপনি নতুন একটা ফোন নিবেন। সেখানে ইলেকট্রাম ওয়ালেট ডাউনলোড করবেন, যদিও এইটা সম্পুর্ন নিরাপদ মেথড নয়। ইলেকট্রামে ওয়ালেট খুলবেন, সীড কী টা নিরাপদে দুইটা আলাদা জায়গায় লিখে রাখবেন যেন সেটার এক্সেস আপনি ছাড়া আর কারো কাছে না থাকে। একটা এড্রেস জেনারেট করে সেটাতে টেস্ট ছোট একটা এমাউন্ট বিটিসি পাঠিয়ে দেখে নিবেন ঠিক আছে কি না। এড্রেসটা গুগলে ড্রাইভ অথবা কোথাও পেস্ট করে রেখে দিবেন। তারপর আপনার মোবাইলটা রিসেট দিয়ে দিবেন। এইখানে আপনার ওয়ালেট অনলাইনে কানেক্ট হলেও মোটামুটি নিরাপদ।

সতর্কতাঃ
১. অনলাইনে পেপার ওয়ালেট ভুলেও জেনারেট করবেন না।
২. সিড কী যেন সবসময় গোপন থাকে।

কয়েনআলাপ অনেকদিন আগে বিটকয়েন ওয়ালেট সম্পর্কে বিস্তারিত লিখেছে। এখানে দেখে নিতে পারেন কেন এবং কোন ওয়ালেট ব্যবহার করা উচিত কিংবা উচিত নয়।
full member
Activity: 770
Merit: 184
March 19, 2023, 06:44:57 AM
সাম্প্রতিক সময়ে বাংলাতে এত ভালমানের পোস্ট হয় যা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। একজন বাঙ্গালি হয়ে যদি বাংলায় নিজেকে মেলে না ধরতে পারি তাহলে এটি বাংলা ভাষা শহীদদের জন্য অবমাননা কর। যারা এই ভাষাার জন্য নিজের জীবন উৎসর্গ  করেছেন। যদিও অনেক আগে থেকেই চিন্তা ছিল বাংলাতে যুক্ত হব। কিন্তু ফোরামে একটিভ না থাকার কারনে আর হয়ে উঠে নি। একজন বাংলার মানুষ হয়ে ফোরামের ব্যবহারকারী হিসেবে আমি গর্বিত বোধ করছি যে, এখানে এমন কিছু ব্যবহার কারী আছে যারা ফোরামে সর্বোচ্চ সম্মানজনক যোগ্যতা অর্জন করেছে তাদের কে স্বরন করলে তাদের প্রতি শুধুমাত্র ভালবাসা নয় তাদেরকে নিয়ে অহংকার করা যায়। যারা ফোরামে গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে সবসময়ই আালোজনা করে থাকেন। সেই সব ব্যবহারকারীরা আমাদের গর্ব। @Little Mouse @shasan তাদের মধ্যে অন্যতম এছাড়া যারা তাদের সম পর্যায়ে আছেন তাদের প্রতি রইল র্অফুরন্ত ভালবাসা। সেই সাথে কয়েকজন পোটেনশিয়াল ব্যবহারকারীদের নাম উল্লেখ না করলেই নয়। যারা এই বাংলা ফোরামকে আরও প্রানবন্ত করেছেন। তাদের মধ্যে রয়েছেন @Crypto Library এবং তার সাথে আর একজন প্রতিভাবান রয়েছেন যিনি খুব স্বল্প সময়ে ফোরামে কৃতিত্ব রাখতে সমর্থ হয়েছেন তিনি হলেন @LDL উল্লেখিত এই দুজনের ব্যাপক পোস্ট রয়েছে যেখানে শিক্ষনীয় অনেক কিছু রয়েছে। এছাড়াও নতুন প্রতিভান অনেকেই যুক্ত হয়েছেন। @tjtonmoy @Learn Bitcoin সহ সবাইকে আন্তরিকভাবে আমার সাধুবাদ জানাচ্ছি। আশা করি এখান থেকে গঠন মুলক আলোচনার মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা ক্রিপ্টোকরেন্সি সহ নানা বিষয়ে ভাল অভিজ্ঞাত অর্জন করতে সক্ষম হব।
member
Activity: 196
Merit: 14
March 18, 2023, 10:59:12 PM
বিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলার নিয়ম

আগেই বলে রাখি পোষ্টটি আমি Coinalap.com থেকে সংগ্রহ করে আপনাদের সুবিধার্থে এখানে রি-পোষ্ট করতেছি।
আর আমি জুনিয়র মেম্বার না তাই আমার পোষ্ট এর জন্য যে ছবি গুলো ব্যবহার করবো সেগুলো লিংক আকারে থাকবে সবাই লিংক এ ক্লিক করে ডেমো দেখে নিবেন।
তাহলে শুরু করা যাক। যারা নতুন বোঝেন না কেমনে  ডিজিটাল মুদ্রা বা বিটকয়েন বিকাশ বা নগদ এ নিবেন শুধু তাদের জন্যই এই পোষ্ট।

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ যারা নতুন তারা সচরাচর কয়েকটি প্রশ্ন করে থাকেন। যেগুলোর মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন কিভাবে ডলার ডিপোজিট করব এবং কিভাবে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলা যায়। আর যারা নন-ট্রেডার, মানে বিভিন্ন সার্ভিস দিয়ে বিটকয়েন আয় করে কয়েনবেজ এ রাখেন , তাদের প্রশ্ন হল কয়েনবেজ (coinbase) থেকে বিকাশ (bkash) এ কিভাবে টাকা তোলা যায়। সহজ ভাবে বললে কিভাবে বিটকয়েন বিক্রয় করা যায়। এইটা দুইটা প্রশ্ন সব নতুন ট্রেডাররা করে থাকেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর শুরুতে। বাংলাদেশে অনেকগুলো এক্সচেঞ্জ সাইট আছে যেখানে দৈনিক লেনদেন হয় কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো আসলে বিশ্বস্ত নয়। এছাড়াও তাদের রেটে অনেক হেরফের রয়েছে। এগুলো সবকিছুর সমাধান নিয়ে আমাদের আজকের আর্টিকেল।

What Is Binance?

বাইন্যান্স হল একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেটি ২০১৭ সালে এর যাত্রা শুরু করে। মাত্র ২-৩ বছরের মধ্যে মার্কেট লিডিং একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে পরিনত হয়। বর্তমানে বাইন্যান্স সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউম জেনারেট করছে। বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব ধরনের ট্রেডিং অফার করে থাকে এবং বিভিন্ন ধরনের সেবাসমুহ তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে পিটুপি লেনদেন শুরু করে বাইন্যান্স। তাদের দেখাদেখি পরবর্তীতে অনেক এক্সচেঞ্জ এই সুবিধা দেয়া শুরু করে তবে এখনো বাইন্যান্স পিটুপি লেনদেনের শীর্ষে রয়েছে।

পিটুপি (P2P) লেনদেন কি?

প্রথমেই জেনে নেয়া যাক পিটুপি (P2P) লেনদেন আসলে কি। আমরা যারা বিটকয়েন এর সাথে পরিচিত তাদের মোটামুটি সবাই এই টার্ম সম্পর্কে অবগত থাকার কথা। পিটুপি লেনদেন মানে হচ্ছে ডিরেক্ট ক্রেতা এবং বিক্রেতার লেনদেন। বাংলাদেশে মানুষ বিটকয়েন কিংবা ইউএসডিটি লেনদেন করতে গিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হওয়া লাগত যদিও লোকালবিটকয়েনস কিংবা প্যাক্সফুল ছিল এই সমস্যা সমাধানে কিন্তু তারা খুব বেশি জনপ্রিয় ছিল না। বাইন্যান্স এ পিটুপি নিয়ে আসার পর থেকে এখন মোটামুটি একদম নিরাপদভাবে বিটকয়েন ক্রয় কিংবা বিক্রয় করা যাচ্ছে। এইখানে রিস্ক নেই বলতে হয়। এর কারন, বিক্রেতার এর ডলার বাইন্যান্সে লক করা থাকে। এইখানে আমি একটা পয়েন্ট তুলে ধরতে চাই। পিটুপি মানে সরাসরি বিটকয়েন ক্রেতা এবং বিক্রেতার লেনদেন হবে। যদিও আমরা সেটাই দেখছি, বাইন্যান্স এর পিটুপি লেনদেন কিন্তু প্রকৃতপক্ষে পিটুপি নয়। এর কারণ বাইন্যান্স আমাদের ডলার হোল্ড করে রাখে। প্রকৃত অর্থে পিটুপি মানে কোন তৃতীয়পক্ষের হস্তক্ষেপ থাকবে না।

কিভাবে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলা যায়?

বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নেয়া কিংবা বিকাশ থেকে বিটকয়েন এ রুপান্তর করা একসময় বাংলাদেশের মানুষের জন্য খুবই কঠিন ছিল। কিন্তু বাইন্যান্স কিংবা আরো কিছু এক্সচেঞ্জ পিটুপি নিয়ে আসায় আমাদের লেনদেন করাটা সহজ হয়ে গেল। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে বাইন্যান্স এর সাহায্যে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নিবেন কিংবা কিভাবে বাইন্যান্স এ বিটকয়েন ক্রয় করবেন। চলুন তাহলে দেখে নেয়া যাক প্রথমেই কিভাবে বাইন্যান্সে বিটকয়েন বিক্রয় করে বিকাশে টাকা তোলা যায়।

কিভাবে বাইন্যান্স এ বিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলা যায়?

বাইন্যান্সে কিভাবে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলা যায় তার বিস্তারিত স্টেপগুলো নিচে দেয়া হল।

Step 1- Binance.com এ গিয়ে প্রথমেই আপনি একটি একাউন্ট রেজিস্ট্রেশন করবেন। আপনার ইমেইল, নাম এবং অন্যান্য তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
Demo link:- https://ibb.co/NxkMfQd

Step 2- আপনার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড কিংবা পাসপোর্টের যে কোন একটি দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করে নিন। মনে রাখবেন, ভেরিফাই ছাড়া লেনদেন করতে পারবেন না।
Demo link:- https://ibb.co/NZSG20G

Step 3- তারপর ডিপোজিট ক্রিপ্টোতে যাবেন এবং সেখানে বিটকয়েন নির্বাচন করবেন; যেমনটা ছবিতে দেখানো আছে। মনে রাখবেন, বিটকয়েন এর জন্য শুধুমাত্র বিটকয়েন এড্রেস ব্যবহার করতে হবে।
বাইন্যান্স থেকে আপনার এড্রেস কপি করে সেখানে আপনার বিটকয়েন ওয়ালেট থেকে উক্ত এড্রেসে বিটকয়েন পাঠান। বিটকয়েন জমা হতে একটু সময় লাগবে। আপনার বিটকয়েন আপনার বাইন্যান্স ওয়ালেটের স্পট ওয়ালেটে যোগ হবে।
Demo link :- https://ibb.co/qYnC3zn

Step 4- আপনার ওয়ালেটে যান। সেখান থেকে ট্রান্সফার খুজে বের করুন। ট্রান্সফারে গিয়ে আপনার স্পট ওয়ালেটে (Spot Wallet) থাকা বিটকয়েনগুলো ফান্ডিং ওয়ালেটে (Funding Wallet) নিয়ে যান।
Demo link :- https://ibb.co/3ywdjhj

Step - 5:- এখন আপনি ট্রেড এ গিয়ে পিটুপি অপশন খুজে নিন। পিটুপিতে গিয়ে অনেক অপশন দেখবেন। যেমন- USDT, BUSD, BTC, ETH ইত্যাদি। এর মানে এইখানে যত কয়েন আছে সবগুলো আপনি এইখান থেকে টাকায় রুপান্তর করে নিতে পারবেন। সেখানে গিয়ে আপনি Sell নির্বাচন করুন, যেহেতু আপনি বিক্রয় করবেন।
Demo link :- https://ibb.co/Cs9jqBD

Step 6- এখন আপনি কার কাছে বিটকয়েন বিক্রয় করবেন সেটা নির্বাচন করুন। ভালো করে ট্রেডারদের ফিডব্যাক স্কোর দেখবেন, কমপ্লিশন স্কোর দেখবেন। যত বেশি হবে, তত ভালো। তারপর আপনার বিকাশ নাম্বার নির্বাচন করবেন। বলে রাখা ভালো, পিটুপি প্রোফাইলে আপনি যতগুলো ইচ্ছে বিকাশ/নগদ নাম্বার সংযুক্ত করতে পারবেন।

বিটকয়েন থেকে বিকাশ
বাইন্যান্সে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলার নিয়ম আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি বিকাশ দিয়ে বিটকয়েন ক্রয় করতে চান তাহলেও মোটামুটি একই নিয়ম অনুসরন করতে হবে। শুধুমাত্র স্টেপ-৫ এ Sell এর জায়গায় Buy নির্বাচন করবেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এইখানে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
Demo link :- https://ibb.co/KcndsX5


আমি আবার বলছি এটি আমি সংগ্রহ করেছি Coinalap.com থেকে চাইলে আপনারা এর মত আরো সুন্দর সুন্দর Article এবং BTC, USDC,LTC এর সব খবর এবং আগাম নিউজ পড়তে এখানে ভিজিট করতে পারেন বাংলাদেশ এর জন্য এটি খুবই ভালো একটি ওয়েবসাইট।  

এই পোষ্ট এর অরিজিন্যাল লিংক :- https://www.coinalap.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

ধন্যবাদ সবাইকে।






copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 18, 2023, 05:12:19 PM
আমি এর আগে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম @shasan ভাই আমাকে কয়েকটি ওয়ালেটের কথা বলেছিল
আপনি ইলেক্ট্রাম বা ব্লক চেন এ রাখতে পারেন। এরা সীড বা প্রাইভেট কে দেবে। তবে এর আগে একজন ক্যাম্পেইন ম্যানেজার বলেছিল তার ইলেক্ট্রাম ওয়ালেট হ্যাক হয়েছে। এটা যে ইলেক্ট্রামের জন্য হয়েছে সেটা নাও হতে পারে। যেমন কেউ তার এক্সেস বা প্রাইভেট কি তার ল্যাপটপ থেকে নিতে পারে।
“https://dogechain.info/wallet/” যখন আমার এই "ডগি কয়েন" স্টক করার জন্য ওয়ালেট টা খুলি তখন ওরা কোন "প্রাইভেট কি" দিয়েছিল না।

আপনি বলেছেন ডগি চেইন ডট ইনফো আপনাকে প্রাইভেট কি দেয়নি। এটা আপনি ভুল বলেছেন। ডগি চেইন আপনাকে প্রাইভেট কি দিয়েছে কিন্তু আপনি সেটা সেভ করে রাখেননি। তখন ডগি চেইনে পেপার ওয়ালেট নামে একটা অপশন ছিল সেখানেই প্রাইভেট কি থাকতো।
full member
Activity: 490
Merit: 119
March 18, 2023, 03:32:30 PM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 18, 2023, 02:20:14 PM
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 18, 2023, 02:06:46 PM
@Little Mouse
@shasan
@Crypto Library
@Learn Bitcoin

এই চার ভাইয়ের কাছে আমার একটি ছোট্ট জিজ্ঞাসা আছে। দীর্ঘদিন ধরে মনের ভিতর একটা প্ল্যান এঁকে রেখেছি কিন্তু সেটা প্রকাশ করিনি আজ সেটা আপনাদের কাছে প্রকাশ করছি। আমার বিবাহিত জীবনে একটি মাত্র কন্যা সন্তান রয়েছে বয়স দুই বছর হবে । অনেকেই সন্তানের জন্য অনেক কিছু করে কিন্তু আমি আপাতত আমার সন্তানের জন্য তেমন কিছুই করছি না। তবে এখন থেকে সংকল্প নিচ্ছি আমার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য কিছু রেখে যাব সেজন্য আমি সিগনেচার ক্যাম্পেইন থেকে যে পরিমাণ ডলার পাব তার অর্ধেক আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। আমি সচরাচর বাইনান্স এক্সচেঞ্জ ওয়ালেটে আমার যাবতীয় ডলার সঞ্চয় করে রাখি। কিন্তু ইদানিং Centralised এক্সচেঞ্জ এর প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। আমি আর বাইনান্সি এক্সচেঞ্জে আমার ডলার জমা রাখতে চাচ্ছি না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হার্ডওয়ার ওয়ালেট ছাড়াও এমন কোন সফটওয়্যার ওয়ালেট আছে যেখানে আমার ক্রিপ্টোকারেন্সি ্ জমা রাখতে পারব। আমি এর আগে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম @shasan ভাই আমাকে কয়েকটি ওয়ালেটের কথা বলেছিল কিন্তু আমার এই মুহূর্তে সেগুলো স্মরণে নাই। তাই যদি আপনারা কষ্ট করে আবার ঐ সমস্ত ওয়ালেটের কথা আরেকবার বলতেন তাহলে আমার জন্য অনেক উপকার হত।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 18, 2023, 11:39:31 AM

নতুন নতুন অনেক মেম্বারগণ জয়েন হচ্ছেন , এর মধ্যে কয়েকজনকে দেখছি তারা নানান রকম ভালো ভালো রিসোর্স শেয়ার করতেছেন। আমিও আপনাকে বলব তাদের মতন আপনিও শুরু করে দিন।



ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই মতামত টি প্রকাশ করার জন্য ।।  আপনি এইখানে বলেছেন যে আমিও আপনাকে বলব তাদের মতন আপনিও শুরু করে দিন। আমি চেষ্টা করছি।। কিন্তু আমি এখানে একান্ত নতুন এবং আমার ক্রিপ্টো ওয়ার্ল্ড সম্পর্কে খুব বেশি একটা ধারণা নাই ।। আমি চেষ্টা করছি এবং আমার মতে আমি অনেক কিছু শিখেছি ।। আমি প্রতিনিয়ত আপনাদের সাহায্যে অনেক কিছু শিখছি ।। ইনশাল্লাহ আমি আপনার মতামত টা খেয়াল রাখবো এবং যদি কোনো কিছু শেয়ারে করার মতো রিসোর্স পাই তাহলে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।। 


 তবে যে পোস্টগুলো করেছিলেন সেগুলো যদি কোন স্প্যাম বা স্ক্যাম এর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ওইটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে আপনাকে নেগেটিভ টাস্ট দেয়া যেতে পারে।


আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের কথা শুনে নিশ্চিত হলাম ।। আমার পোস্ট গুলো স্প্যাম অথবা স্ক্যাম জনিত ছিল না আমার মতে ।। পোস্ট গুলো করার পরে আমার মনে হয়েছিল যে পোস্ট গুলো অনেক লও হয়ে যাচ্ছে ।। এই কারণ বসত আমি পোস্ট গুলো ডিলিট করেছি ।। আপনাদের কোথায় আমি নিশ্চিত হলাম।। পরবর্তী তে ইনশাল্লাহ ভালো পোস্ট করার চেষ্টা করবো ।।

আপনাদের সকল কে ধন্যবাদ ।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 18, 2023, 10:51:27 AM
আমার কিছু পোস্ট ছিল যা মনে হচ্ছিল যে পোস্ট গুলো কোনো এক সময় ডিলিট হতে পারে এই কারণ এ আমি নিজে থেকে ডিলিট করেছি ।। এতে কি আমার কোনো প্রকার সমস্যার সমুক্ষিন হতে হবে??
আপনি যদি নিজের ইচ্ছায় কোন পোস্ট ডিলিট করে থাকেন তাহলে ওই পোস্ট ডিলিট করার জন্য কখনো আপনার কোন সমস্যা হবে না। তবে যে পোস্টগুলো করেছিলেন সেগুলো যদি কোন স্প্যাম বা স্ক্যাম এর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ওইটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে আপনাকে নেগেটিভ টাস্ট দেয়া যেতে পারে। কিন্তু আপনি যদি কোন শর্ট পোস্ট বা এ ধরনের কোন কিছুর ক্ষেত্রে জন্য ডিলিট করে থাকেন অর্থাৎ এতে যদি কারো কোন সমস্যা না হয় তাহলে আপনার কোন সমস্যা হবে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 18, 2023, 09:54:29 AM
হঠাৎ করেই মাথায় একটা চিন্তা আসলো। কেমন হয় যদি আমি বিটকয়েন এমন একটা ওয়ালেটে লক করে রাখতে পারি একটা টাইম লিমিট দিয়ে?
কারণ এমন অনেকবার হয়েছে আমি বিটকয়েন হোল্ড করতে চেয়েছি, কিন্তু পরে আবার ধৈর্য্য ধরতে না পেরে সেটা দিয়ে গেম্বলিং করে ফেলেছি অথবা টাকার দরকার হলে বিক্রি করে দিয়েছি। আমি বিশ্বাস করি লং রান এ বিটকয়েন অনেক গেইন করবে। কিন্তু বার বার হোল্ড করার চিন্তা মাথায় আসলেও আদতে হোল্ড করা সম্ভব হয়ে ওঠে না। তো যেই ভাবা সেই কাজ। ইন্টারনেটে সার্চ করলাম এরকম কোনো মেথড আছে কি না। আর জেনে গেলাম আসলেই বিটকয়েন ট্রানজেক্শন টাইম দিয়ে লক করে রাখা যায়। আপাতত আমি 0.001 বিটকয়েন লক করেছি ৪৮ ঘন্টা টাইম দিয়ে। আমি এটা ৪৮ ঘন্টা পর যদি রিডিম করে সাকসেস হই। এই ব্যাপারে আমাদের লোকাল থ্রেড এ বিস্তারিত আলোচনা করবো।

মাসে মাসে ২০০০ টাকা ডিপিএস ব্যাংক এ জমা রাখার চাইতে টাইম লক দিয়ে বিটকয়েন ওয়ালেটে বিটকয়েন রাখা ভালো। আগামী ১০ বছরে বিটকয়েন অনেক এগিয়ে যাবে। কিন্তু আপনি যে টাকা ব্যাংক এ ডিপিএস হিসাবে জমা রাখছেন, তা ১০ বছরে ডাবল হলেও, Inflation এর সাথে পাল্লা দিতে পারবে না।

এই ব্যাপারে কি কেউ জানতে আগ্রহী?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 18, 2023, 09:40:10 AM
আসসালমুআলাইকুম আমি যেহেতু Bitcointalk এ নতুন আমার মধ্যে এই প্লাটফ্রম টার জন্য অনেক আগ্রহ আছে ।। এই প্লাটফ্রম থেকে অনেক কিছু জানার এবং শিক্ষার আগ্রহ রয়েছে এবং আমি অনেকদিন ধরে অনেক কিছু অনুধাবন করছি।। আলহামুলিল্লাহ আমি অনুধাবন এর ফলে কিছু বিষয় সম্পর্কে অজ্ঞ ।। যা আমার কিছুটা হলেও উপকার এ এসেছে অথবা আসবে।। কিন্তু আমার জানার বিষয় হলো আমি যেহেতু আগে থেকে অনেক কিছু সম্পর্কে অনুধাবন করছি এবং সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছি ।। এখনো পর্যন্ত আমার কোনো প্রকার পোস্ট ডিলিট হয়ে নি।। আমার কিছু পোস্ট ছিল যা মনে হচ্ছিল যে পোস্ট গুলো কোনো এক সময় ডিলিট হতে পারে এই কারণ এ আমি নিজে থেকে ডিলিট করেছি ।। এতে কি আমার কোনো প্রকার সমস্যার সমুক্ষিন হতে হবে??
ওয়ালাইকুমুস সালাম। আপনাদের আগ্রহ দেখে আমার প্রথম দিনগুলির কথা মনে পড়ে যায়। আমি আসলে অনেক খুশি হচ্ছি যে বিটকয়েন টক ফোরামে ধীরে ধীরে আমাদের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। নতুন নতুন অনেক মেম্বারগণ জয়েন হচ্ছেন , এর মধ্যে কয়েকজনকে দেখছি তারা নানান রকম ভালো ভালো রিসোর্স শেয়ার করতেছেন। আমিও আপনাকে বলব তাদের মতন আপনিও শুরু করে দিন।
আর আপনার প্রশ্নের উত্তর হল "না আপনার কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না নিজে থেকে পোস্ট ডিলিট করলে।  "
Jump to: