Author

Topic: বাংলা (Bengali) - page 266. (Read 5322424 times)

member
Activity: 168
Merit: 58
March 10, 2023, 06:10:40 AM
আসসালামু আলাইকুম । জুমা মোবারক ।নারা সবাই কেমন আছেন , আমি অনেকদিন পরে আসলাম। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া রইল।
ওয়ালাইকুম আসসালামু,  আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।  আপনি কেমন আছেন?  আপনার প্রতিও দুয়া রইলো।

দেখা যায় ভাই আপনি পর পর আপনি পোস্ট দেন। আপনার তাতে সমস্যা হতে পারে।  তাই আপনি দেখবেন আপনার পোস্ট এর পর আর ২-১ জনে পোস্ট দিলে আপনি তার পর পোস্ট দিবেন।
jr. member
Activity: 68
Merit: 3
March 10, 2023, 01:52:45 AM
অনেক কস্টের পর অবশেষে আমিও বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ 🥰


আপনি কখনই এটি নিজের হাতে তৈরি করেন নাই।

আসলে ভাই আমরা বাংগালী আসলেই অলস একটু কষ্ট করে যদি নিজ হাতে বানাতেন বিষয়টা একটু আকা বাকা হলেউ নিজের যোগ্যতা প্রমান হত। আমরা বেশি খেতে যেয়ে সব হারিয়ে ফেলি।

আশা করবো আমরা আর এইসব চিটারি করবো না।
ধন্যবাদ।

আসলেই আমরা বাঙালি খুব সহজে ভালো কিছু পাওয়ার আশা করি। কিন্তু যতটুকু কষ্ট প্রয়োজন ততটুকু না করেই। তাই বেশি সময় ধরে হলেও যেন কাজটা ভালো এবং ইউনিক হয় এভাবে চিন্তা করা প্রয়োজন।
jr. member
Activity: 68
Merit: 3
March 10, 2023, 01:40:05 AM
আসসালামু আলাইকুম । জুমা মোবারক ।নারা সবাই কেমন আছেন , আমি অনেকদিন পরে আসলাম। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া রইল।
member
Activity: 196
Merit: 14
March 10, 2023, 01:16:45 AM
অনেক কস্টের পর অবশেষে আমিও বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ 🥰


আপনি কখনই এটি নিজের হাতে তৈরি করেন নাই। কেন না যদি নিজের হাতে তৈরি করতেন তাহলে দেখেই বুঝা যেতো আর এতো লেখা গুলো সজা হত না। আকা বাকা হত। আর বড় কথা হচ্ছে এখানে দেখেই বুঝা যাচ্ছে আপনি দোকান থেকে ৫ টাকা পিছ কেক কিনে এনে তার উপরে ইডিট করে BTC আকিয়ে  দিছেন তবে ভালো ভাবে খেয়াল করলে দেখা যাবে আপনি খুব সহজেই চিটারি করছেন। 

আসলে ভাই আমরা বাংগালী আসলেই অলস একটু কষ্ট করে যদি নিজ হাতে বানাতেন বিষয়টা একটু আকা বাকা হলেউ নিজের যোগ্যতা প্রমান হত। আমরা বেশি খেতে যেয়ে সব হারিয়ে ফেলি।

আশা করবো আমরা আর এইসব চিটারি করবো না।
ধন্যবাদ।
newbie
Activity: 9
Merit: 0
March 10, 2023, 01:02:54 AM
আমরা যারা বাউন্টি ম্যানেজিং করে থাকি,,, আমরা Services এর বাদে আর কোন কোন জায়গায় থেকে বাউন্টি আনতে পারব কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন, আর নতুন কোন প্রজেক্ট আসলে সেটা সাথে সাথে আপডেট কিভাবে পাবো এবং কোন জায়গা থেকে পাব তা কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন,,,
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 09, 2023, 05:07:23 PM
Assalamualaikum, sobai kemon ashen? asa kori sobai khub khub valo ashen. prothome sokol bengladeshi  vaider k dhonnobad janai. sobai valo thakun, sukhe thakun, anondhe thakun,
ওয়ালাইকুম সালাম। ভালো আছি আপনি কেমন আছেন? আপনি যে পোস্ট করেছেন সেটা যদি বাংলায় লিখতেন তাহলে ভালো হতো। সম্ভব হলে এটা বাংলায় লিখুন না হলে এই পোস্টটা মডারেটর ডিলিট করে দিতে পারে।
Babar Azam Finally Scores His First-Ever Century in PSL History
এটা ইন্টারন্যাশনাল বোর্ড বা টপিক নয়। আবার এটা ইন্ডিয়ান বা হিন্দি বোর্ড বা টপিক ও নয়। তাই যদি দয়া করে বাংলায় লিখতেন তাহলে ভালো হতো। আপনার এই ইংরেজিতে লিখার কারণে এবং এই হিন্দিতে লিখার কারণে আপনার এই পোস্টটা মডারেটর যে কোন সময় ডিলিট করতে পারে। তাই কখনো বাংলা ছাড়া অন্য কোন ভাষায় কোন কিছু এই টপিকে লিখবেন না।
sr. member
Activity: 1750
Merit: 267
March 09, 2023, 04:59:50 PM
বিটকয়েন লোগোটি আপনি এডিট করেছেন। ভালোভাবে স্ক্যান করলে এটা এডিটের প্রমাণ পাওয়া যায়।
হাতে লিখলে অবশ্যই সামান্য আঁকাবাঁকা হতে পারে। কিন্তু আপনার লোগোটি সবগুলোই একই রকম যা একজন মানুষের পক্ষে কেকের উপরে এভাবে লেখা সম্ভব হবে না।
ঠিক বলেছেন ভাই এটা এডিট করা দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া দোকান থেকে কিনে আনা কেকের ছবি তুলে তার ওপর বিটকয়েনের লোগো এডিট করেছে বলে মনে হচ্ছে। চুরি করতেও বুদ্ধি আর কৌশল লাগে। পরবর্তীতে তার এইসব এড়িয়ে যাওয়াই ভালো।
Assalamualaikum, sobai kemon ashen? asa kori sobai khub khub valo ashen. prothome sokol bengladeshi  vaider k dhonnobad janai. sobai valo thakun, sukhe thakun, anondhe thakun,
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আরো বেশি ভালো থাকবো যদি আপনি পরবর্তীতে বাংলিশ না লিখে শুদ্ধ বাংলায় পোস্ট দেন  Cheesy নতুন হিসেবে আপনি ফোরামের নিয়ম গুলো পড়ে নিয়েন।
Babar Azam Finally Scores His First-Ever Century in PSL History

https://propakistani.pk/2023/03/08/babar-azam-finally-scores-his-first-ever-century-in-psl-history/
Babar Azam ne apni century banate hue 123 balls khelay aur 7 chakkon aur 7 chaaron ki madad se 122 runs banae. Unki performance ne Peshawar Zalmi ko achi tarah se agay barhaya aur unki team ne 197 runs ka target Quetta Gladiators ke khilaf set kia.
জানিনা আপনি বাংলা জানেন কিনা। পোস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন কোন বোর্ডে পোস্ট করছেন। (This is not your desire board. I think This Board is suitable for you.
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 09, 2023, 12:15:25 PM
আজকে ChatGPT কে বলেছিলাম - Explain Bitcoin Ordinals in Bengali. প্রত্যুত্তরে ChatGPT কি জানালো সেটা নিচে দিলাম। কেউ মর্মোদ্ধার করতে পারলে জানাবেন। Huh
আমি একবার জিজ্ঞেস করেছিলাম ভিটালিক বুটেরিন নিয়ে বাংলায় কিছু বলতে। ও আমারে বলে ভিটালিক বুটেরিন বিটকয়েন আবিষ্কার করছে  Grin চ্যাটজিপিটি ইংরেজিতে তথ্য দেয়ার সময়ো ভুল করে থাকে।

Quote

পরীক্ষা নিরীক্ষার জন্যে কিছু Bitcoin Ordinal বানিয়ে দেখতে চাই। বিনামূল্যে Bitcoin Ordinal বানানো যায় এমন কোনো tool জানা আছে কি কারো?
এখনো আমি এক্সপ্লোর করি নি তবে ইচ্ছে আছে আগামী সপ্তাহ এইটা নিয়ে পড়াশোনা করার কারণ আমি বাংলায় ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনআলাপ এ এইটা নিয়ে লিখব ভেবেছি। যদি কিছু পাই তাহলে শেয়ার করবো। আপনিও আমাদের সাথে শেয়ার করতে পারেন।
member
Activity: 112
Merit: 18
March 09, 2023, 11:23:28 AM
Babar Azam Finally Scores His First-Ever Century in PSL History

https://propakistani.pk/2023/03/08/babar-azam-finally-scores-his-first-ever-century-in-psl-history/
Babar Azam ne apni century banate hue 123 balls khelay aur 7 chakkon aur 7 chaaron ki madad se 122 runs banae. Unki performance ne Peshawar Zalmi ko achi tarah se agay barhaya aur unki team ne 197 runs ka target Quetta Gladiators ke khilaf set kia.

Quetta Gladiators ke bowlers ke khilaf Babar Azam ne aala performance di, aur unki captaincy bhi bohat behtareen thi. Unki innings ne cricket lovers ko bohat pasand aai aur social media par bhi iska bohat zyada buzz tha.

Babar Azam abhi duniya ke sabse behtareen batsmen mein se ek hain aur unki performance ne is baat ko saabit kia. Unki technique, timing aur placement dekhne layak thi aur wo apni class ki batting kar rahe the.

Pakistan Super League mein aisi performances dekh kar Pakistani cricket fans bohat khush hote hain. Ye league Pakistan ka apna brand hai aur isme talented players ko bohat achi platform milti hai apni skills ko showcase karne ke liye.

Babar Azam ne is match mein apni team ko lead karte hue aala performance di hai aur unki innings se unki team ko bohat faida hua hai. Ye innings unki cricket career mein ek aur mukammal paishkash hai.

Peshawar Zalmi ke is match ki jeet se Babar Azam ko bohat khushi hui aur wo apni team ko aur behtar karne ke liye mehnat jari rakheinge. Cricket lovers ab unke agle match ki performance se umeedwar honge aur wo apni innings ko aur behtareen tareeqe se khelne ke liye tayyar honge
newbie
Activity: 1582
Merit: 0
March 09, 2023, 10:23:57 AM
সবাই ভালো আছেন ? কুড়িগ্রাম থেকে আমি এই ফোরামে নতুন ।‌‌  আশা করছি সবাই সাপোর্ট  করবেন । ধন্যবাদ
newbie
Activity: 3
Merit: 0
March 09, 2023, 06:59:20 AM
Assalamualaikum, sobai kemon ashen? asa kori sobai khub khub valo ashen. prothome sokol bengladeshi  vaider k dhonnobad janai. sobai valo thakun, sukhe thakun, anondhe thakun,
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 09, 2023, 06:01:30 AM
অনেক কস্টের পর অবশেষে আমিও বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ 🥰


আমরা এখানকার বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের যারা কম্পিটিশন অংশগ্রহণ করব তারা যেন কোন প্রকার Cheating যেন না করে। বিশেষ করে যারা বিভিন্ন কমপিটিশনের জাজমেন্ট বা বিচারক হিসেবে থাকে তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি জ্ঞানী ও এক্সপার্ট। আমরা যতই চালাকি করি না কেন তাদের কাছে অবশ্যই আমরা ধরা খাবই খাব। যাহোক আমি আপনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, কথাগুলো বলছি আমাদের এখান থেকে যারা  Pie baking contest অংশগ্রহণ করব তাদের সবার উদ্দেশ্যে বলছি। আমরা যারা জমা দিয়েছি তারা বাদে , পরবর্তীতে যারা জমা দেবো তারা যেন রেসিপি থেকে শুরু করে প্রসেস ও লাস্টে ইউজার নেমসহ যে ছবিগুলো নেওয়া হয় তা যেন উল্লেখ থাকে। বিশেষ করে আপনার প্রসেসটি তারা নেগলেট করে দেবে কেননা আপনার প্রসেসটি সরাসরি রেসিপি উল্লেখ নাই তাছাড়া আপনার নমুনাটিতে কিছুটা এডিটের কাজ করা আছে। আপনার হাতে আরো পাঁচ দিনের মত সময় আছে ,আপনি আপনার কম্পিটিশনটি পুনরায় বিবেচনা করে নতুনভাবে নিজ হাতে করবেন। আপনার বিটকয়েন লোগোটি সম্পূর্ণ এডিট করা কাজ, কেননা হাতে লিখলে কখনো একই রকম হবে না। আপনি কনটেস্টে/কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে জানাই অনেক অনেক সাধুবাদ ও শুভকামনা।



বিটকয়েন লোগোটি আপনি এডিট করেছেন। ভালোভাবে স্ক্যান করলে এটা এডিটের প্রমাণ পাওয়া যায়।
হাতে লিখলে অবশ্যই সামান্য আঁকাবাঁকা হতে পারে। কিন্তু আপনার লোগোটি সবগুলোই একই রকম যা একজন মানুষের পক্ষে কেকের উপরে এভাবে লেখা সম্ভব হবে না।

বিশেষ দ্রষ্টব্য: এই কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই ৩০টি মেরিট থাকতে হবে। আর কেক হলে চলবে না আপনাকে পাই (Pie) করতে হবে যেখানে বেকিং, চিজ, বিভিন্ন ক্রিম, ও বিভিন্ন ফলমূলের সমাহার থাকতে হবে। তাছাড়া অবশ্যই কনটেস্টে আপনাকে বিটকয়েনের উপর কোন লোগো বা লেখা থাকতে হবে।

আপনারা সবাই এদের কাজকে নমুনা হিসেবে দেখে তারপর আপনাদের ইচ্ছামত অংশগ্রহণ করতে পারেন। তবে আপনাদের প্রত্যেকের কাজ যেন ভিন্ন ভিন্ন রকমের হয় এবং ইউনিক হয়।

jr. member
Activity: 47
Merit: 1
March 09, 2023, 04:20:21 AM
অনেক কস্টের পর অবশেষে আমিও বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ 🥰

LDL
hero member
Activity: 742
Merit: 671
March 09, 2023, 03:45:25 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 08, 2023, 04:29:56 PM
আমরা যারা ওয়ালেট ব্যবহার করি তারা অবশ্যই প্রাইভেট কি এর গুরুত্ব সম্পর্কে জানি, অনেক সময় আমরা যখন এটি নোট বুক অথবা অন্যান্য যেসব জায়গায় সংরক্ষণ করে রাখি এটি অনেক সময় এর পূর্ন নিরাপত্তা দিতে কিছু  ব্যর্থ হয় যখন একটু কারো নিকট বা কারো হাতে পড়ে যায়।
এর থেকে এড়াতে অন্যতম উপায় হচ্ছে সেইসব কি গুলোকে এনক্রিপশন করে রাখা , ইনক্রিপশন করে রাখলে এই বিষয়টি অনেকটা যার চোখের সামনে পড়বে তার নিকট বোধগম্য হয়ে উঠবে না।
এনক্রিপশন বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি:
নরমাল শব্দটি যদি এমন হয়: 'Bitcoin', ইনক্রিপশন করার পরে হতে পারে এমন: "qDzjdvekebsbsidbdjtodsjn"।
এনক্রিপশন করার জন্য গুগলে অনেকগুলো ফ্রি টুল রয়েছে তার মধ্যে সহজতম একটি আমি নিচে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম:
https://www.devglan.com/online-tools/text-encryption-decryption

এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার যেকোনো ওয়ার্ড বা প্রাইভেট কি এনক্রিপশন করতে পারবেন খুবই সহজ উপায় । স্টেপ গুলো নাম্বার এর মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে আপনি আপনার একটি সিক্রেট কোড দিয়ে সহজে আপনার প্রাইভেট কি কে এনক্রিপশন পাশাপাশি ডিক্রিপশন করতে পারবেন। হল ইনক্রিপশন থেকে ওই ওয়ার্ডটি বা কি গুলো কে আমার নরমাল রূপে ফিরিয়ে আনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করতে দ্বিধা করবেন না।
newbie
Activity: 392
Merit: 0
March 08, 2023, 02:15:02 PM
All of us bounty hunters are deciding that
Crypto management
Telegram group: https://t.me/cryptoworldmanagment
 @cmwhelper
@AndroidV2
@CWM112
This team doesn't give us any payment for our work
Champian name:(    Tofycoin Bounty Campaign,Bitmark NFT,gamehub bounty champian.
Alla bounty champian
.they kill the payment so we all report to the manager.
https://bitcointalksearch.org/user/cryptoworldman-3479982

https://bitcointalksearch.org/user/lilobee-2814494
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 08, 2023, 01:15:17 PM
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন।

উনি এইদিকে আগ্রহী না। উনার অল্টকয়েন ইকোসিস্তেম এক্সপ্লোর করতে ভালো লাগে আর এইটা উনার খুবই ভালো দিক। উনার সাথে আমার অনেক কথা হয়। উনি উনার বিটবাইট প্রজেক্ট নিয়ে খুবই আশাবাদী এবং আমি নিজেও উনার প্রজেক্টে ভালো কিছু দেখতেছি।

আমি এই ফোরামেও আগ্রহী। কিন্তু কোনো পোষ্ট করার পর যখন কেউ রিপ্লাই দেয় নাহ, তখন কিছুটা খারাপ লাগে। এইজন্য মাঝেমধ্যে ফোরামে এসে কিছু পোষ্ট করে, আবার গায়েব হই।  Grin


পরীক্ষা নিরীক্ষার জন্যে কিছু Bitcoin Ordinal বানিয়ে দেখতে চাই। বিনামূল্যে Bitcoin Ordinal বানানো যায় এমন কোনো tool জানা আছে কি কারো?

Bitcoin Ordinal এ এনএফটি খুবই জনপ্রিয় হইতেছে। নতুন কিছু প্রজেক্ট এসেছে ফ্রিতে সার্ভিস প্রদানের জন্য, কিন্তু এখনো নিশ্চয়তা নেই যে, সকল প্রজেক্ট নির্ভরযোগ্য হবে।
https://docs.ordinals.com/guides/collecting/sparrow-wallet.html
sr. member
Activity: 1008
Merit: 366
March 08, 2023, 01:00:28 PM
~snip

ভাই সাহায্য করলে আপনিও পরবর্তী তে সাহায্য পাবেন। আর জ্ঞান শেয়ার করলে কমে না, বরং আরও বাড়ে। আমরা একে অপরের থেকে শিখি। আপনিও আমাদের মাঝে থাকেন, আমাদের সাথে শেয়ার করেন। আপনি ও শিখবেন আমরাও শিখবো।
সময় দিতে পারি না ফোরাম এ এখন বেশি, কাজ এর চাপ এ। তবে প্রতিদিন আসার চেস্টা করি লোকাল থ্রেড এ। আপনাদের মাঝেই আছি, আশা করি থাকতে পারব।
jr. member
Activity: 234
Merit: 4
Pepemo.vip
March 08, 2023, 12:34:39 PM
আজকে আমি কিছু কথা বলতে চাই। আমি এই বাংলাদেশে ফরমে অনেক দিন ধরেই দেখতেছি যে অনেক বড় ভাইরা আমাদের প্রশ্নের উত্তর এবং আপডেট খবর সবকিছুই আমাদের জানিয়ে থাকে তারা কিন্তু আমাদের অনেক সাহায্য করে তাদেরকে ধন্যবাদ দেওয়া আমাদের কর্তব্য তাদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে জানাই ধন্যবাদ আমি লক্ষ্য করছি সেই বিটকয়েন ফরম শুরু থেকে আজ পর্যন্ত অনেক সাহায্য করছেন এবং সহযোগিতা করছেন তার জন্য আমি আবারো আপনাদেরকে জানাই ধন্যবাদ যারা আমাদের সব সময় সব প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং যারা ফর্মে বেশি প্রশ্নের উত্তর দেয় এবং আমাদের সহযোগিতা করে তাদের কয়েকজনের নাম বলতেছি
১. BitCoinDream

2. Little Mouse  

3. Review Master

4. shasan

5. LDL
 
6. tjtonmoy

7. Crypto Library
 
 আরো অনেক ভাইয়েরা আছেন আপনারা অনেক সহযোগিতা করে থাকেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ
আমার এইসব কথা যদি কারো মন খারাপ হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে আমি একজন ছোট মানুষ হয়ে কথাগুলো বলছি


jr. member
Activity: 45
Merit: 1
March 08, 2023, 11:25:59 AM



১-২ টি গোন্টা ইউথুব ভিডিও দেখার পর আমি নিজেই তৈরি কোরতে সফল হই🥮🥮🥮🥮🥮🥮🥮🥮🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧












Jump to: